OrdinaryITPostAd

রবিউল আউয়াল নিয়ে কবিতা - পবিত্র ঈদে মিলাদুন্নবীর গজল

প্রিয় পাঠক আপনি কি রবিউল আউয়াল নিয়ে কবিতা সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা আপনাদের জন্য এই পোস্টে রবিউল আউয়াল নিয়ে কবিতা সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই অবগত আছি যে এখন হিজরী বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল অতিবাহিত হচ্ছে। এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য অনেক তাই অনেকে আছে রবিউল আউয়াল নিয়ে কবিতা এবং রবিউল আউয়াল গজল জানতে চাই।

আপনি যদি রবিউল আউয়াল নিয়ে কবিতা সম্পর্কে জানতে চান তাহলে সম্পুর্ন পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। তাহলে চলুন দেরি না করে রবিউল আউয়াল নিয়ে কবিতা ও রবিউল আউয়াল গজল সম্পর্কে জেনে নেই।

পেজ সূচিপত্রঃ রবিউল আউয়াল নিয়ে কবিতা - রবিউল আউয়াল গজল

রবিউল আউয়াল মাস কি?

প্রিয় পাঠক রবিউল আউয়াল মাস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। রবিউল আউয়াল মাসের গুরুত্ব এবং তাৎপর্য। কারণ এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ জন্মগ্রহণ করেন। তাই এই মাসের গুরুত্ব অনেক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন এবং রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেন। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এই সম্পর্কে কোন ধারনা নেই। আবার অনেকে আছে যারা রবিউল আউয়াল মাসের একটি দিনকে পবিত্র দিন মনে করেন। রবিউল আউয়াল নিয়ে কবিতা শুনতে চাই।

আরো পড়ুনঃ রবিউল আউয়াল মাসে বিয়ে করার ফজিলত সম্পর্কে জেনে নিন

রবিউল আউয়াল মাস হল হিজরী নববর্ষের তৃতীয় মাস। কিছু সংখ্যক লোক আছে যারা মনে করে এই মাসের ১২ তারিখ ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ। কিন্তু এটার কোন পরিষ্কার দলিল অথবা হাদীস তারা দেখাতে পারেনা। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কত তারিখে জন্মগ্রহণ করেন এই নিয়ে অনেক মতভেদ রয়েছে।

১২ই রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী নিয়ে আরও কিছু পোস্ট

যদিও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস এবং সোমবারে জন্মগ্রহণ করেন এই দিক দিয়ে সকল ওলামা কেরাম একমত হয়েছেন কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেন এই নিয়ে মতভেদ রয়েছে। এবং নবীজির কোন সাহাবী নবীজির জন্মদিন এভাবে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেননি। কোথাও থেকে প্রমাণ পাওয়া যায় না। বিশেষ করে এই জন্য রবিউল আউয়াল মাসের গুরুত্ব এত বেশি।

রবিউল আউয়াল নিয়ে কবিতা

আমাদের মধ্যে কয়েকটি দল রয়েছে যারা মনে করে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ হল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এই দিনে সবাই বিভিন্ন রবিউল আউয়াল নিয়ে কবিতা এবং রবিউল আউয়াল গজল সম্পর্কে জানতে চাই। তারা গুগোল এ বিভিন্ন রকম রবিউল আউয়াল নিয়ে কবিতা সম্পর্কের সার্চ করে। তাই আজকের এই পোস্টটি তাদের জন্য। তাহলে চলুন রবিউল আউয়াল নিয়ে কবিতা গুলো জেনে নেই।

মিলাদুন্নবীঃ

নবীজি তার জন্মদিনে
পালন করেন রোজা
কিন্তু এখন
হচ্ছেটা কি?
সবার উচিত বোঝা।
ইশকে নবীর নামে
নারী পুরুষ মিছিল করে
শহর এবং গ্রামে।
টাকা তোলে রাস্তা-ঘাটে
মসজিদে বা কোন মাঠে
নবীর জন্ম উপলক্ষে
বসে মিলাদ আসর
এমন এমন হয় আয়োজন
আস্ত যেন বাসর।
ধর্মে এসব নাই
সাহাবীদের মত সবার
জীবন গড়া চাই।

নবীঃ

চন্দ্র তারা হাসছে দেখো
তোমার জন্য আজ
তোমার আগমনের জন্য
কী অপরূপ সাজ।

নতুন সাজে হাসছে দেখো
গাছ গাছালির প্রাণ
আজ প্রকৃতির নেই যে কোন
তুচ্ছ অভিমান।খুশির ঢেউয়ে আত্মহারা
সৃষ্টি সকল খুব
মুগ্ধ হয়ে তোমার প্রেমে
দিলো সবাই ডুব।সাগর নদী পশু পাখি
হাসলো বনের ফুল
এই দুনিয়ায় এলেন হেসে
মুহাম্মদ রাসুল।আরবের চাঁদ
মঈন মুসতাকিম
কার ওসিলায় ফুটল ধরায়
দীন-ইসলামের ফুল
আঁধার হতে আলোর পথে

এলো মানবকূল?হেরার আলো কে ছড়াল
কে আরবের চাঁদ?
তিনি হলেন সবার প্রিয়
রাসুল মুহাম্মাদ।

মুহাম্মাদ সাঃ

অন্ধকারে আলো নিয়ে
এলেন মুহাম্মাদ
তার ছোঁয়াতে হেসে ওঠে
ঐ আকাশের চাঁদ।

সবাইকে দেন দীনের দাওয়াত
ফোটান আলোর ফুল
সকল যুগের শ্রেষ্ঠ মানুষ
মুহাম্মাদ রাসুল।

সূত্রঃ dainikshishanews

রবিউল আউয়াল গজল

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা রবিউল আউয়াল নিয়ে কবিতা এবং রবিউল আউয়াল গজল সম্পর্কে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা কয়েকটি রবিউল আউয়াল নিয়ে কবিতা আলোচনা করেছি। এখন আমরা রবিউল আউয়াল গজল সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন রবিউল আউয়াল গজল সম্পর্কে জেনে নেই।

আরো পড়ুনঃ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী

রবিউল আউয়াল গজলঃ ১

হে নবী আমার নবী
তুমি যে প্রাণের ছবি
আমি যে তোমারি উম্মত
পাপীকে করো শাফায়াত
হে নবী আমার নবী, হে নবী আমার নবী

হে নবী আমার নবী
কোন দিন দেখিনি তোমায়
শুনেছি তো আছো মদিনায়
কোনদিন দেখিনি তোমায় শুনেছি আস মদিনায়

স্বপ্নে দিও যে দেখা
করি শুধু এই মোনাজাত
হে নবী আমার নবী
তুমি যে প্রাণের ছবি

রবিউল আউয়াল গজলঃ ২

আমার নবীর সেই প্রিয় মুখ
কোনদিন দেখিনি আমি
জান্নাতে দিয়ে দেখতে থাকে ওগো অন্তর্যামী
কাবার গিলাফ ছুঁয়ে এসেছি আমি
ফেলে নয়ন জল কত

হাজরে আসওয়াদে চুমু খেয়েছি আমি
তোমার ধন্য হয়ে রত
পাপ মুছে দাও
তোমার দয়া দিয়ে
করুনার আধার তুমি

হেরা গুহা ঘুরে ফিরছে যখন
বকরের স্মৃতি ভাসে মনে
তাই সেই নবীর প্রেম
হৃদয় কাঁদে প্রতিক্ষণে

রবিউল আউয়াল গজলঃ ৩

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন
মুসলিম নয় মুনাফিক তুমি নবীর দুশমন
নবীর প্রেমে জীবন দিবে
কে আছ নওজোয়ান?

আরো পড়ুনঃ ঈদে মিলাদুন্নবীর ইতিহাস - ১২ই রবিউল আউয়াল এর ইতিহাস

তাকবীর তুলে সিংহাসাবক
হও তুমি আগুয়ান
তোমার বুকে ঈমানের বল
যবানে আল কোরআন

ভয়ে কাঁপে কাপুরুষ
আর নয় আদম শয়তান
জীবনের চেয়ে বুকে আছে
বেশি নবীজির সম্মান
কেমন তুমি থাকবে বসে
হলে তার অপমান

শেষ কথাঃ রবিউল আউয়াল নিয়ে কবিতা - রবিউল আউয়াল গজল

আপনারা যারা রবিউল আউয়াল নিয়ে কবিতা ও রবিউল আউয়াল গজল সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য উপরে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা যদি রবিউল আউয়াল নিয়ে কবিতা সম্পর্কে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। আমরা এই পোস্টে অসাধারণ কিছু কবিতা এবং গজল সম্পর্কে আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে।

এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট আরও পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন।১৬৮৩০

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url