স্টুডেন্ট আইডি কার্ড রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন

বিনামূল্যে স্টুডেন্ট আইডি কার্ড পাবার যোগ্যতা

রেজিস্ট্রেশন ফরম পূরণ করার নিয়ম

  • সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে
  • ফরম পূরণের জন্য জিমেল একাউন্টে লগিন করা বাধ্যতামূলক
  • ফরমে ভুল তথ্য দিলে একাধিকবার ফরম পূরণের সুযোগ নেই
  • আইডি কার্ডের ভুল সংশোধন বা আইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে প্রতিবার ৩০০ টাকা সার্ভিস ফি প্রদান করে নতুন আইডি কার্ড পাওয়া যাবে
  • কোর্সের ভর্তি ফরমে পূরণকৃত তথ্যের সাথে মিল রেখে ফরম পূরণ করতে হবে
  • নিজের প্রোফাইল পিকচার jpg, jpeg, png ফরম্যাটে হতে হবে (মোবাইলে তোলা ছবির ফরম্যাট এমনই হয়)
  • ছবির সাইজ ১ঃ১ রেশিওতে হতে হবে। মানে হচ্ছে স্কয়ার সাইজের অর্থাৎ ছবির দৈর্ঘ্য, প্রস্থ সমান হতে হবে। যেমনঃ 500x500px
  • প্রোফাইল পিকচার আপলোড করার পূর্বে ছবির ফাইল নেম নিজের রোল বা আইডি নম্বর দিয়ে রিপ্লেস করে নিতে হবে
  • প্রোফাইল পিকচারের ছবির ফাইল সাইজ ৫০০ কেবি বা তার কম হতে হবে [এই সাইট থেকে ছবির ফাইল সাইজ এবং রেশিও এডিট করা যাবে]
  • প্রোফাইল পিকচারে শুধু বুক থেকে মাথা পর্যন্ত এবং মুখমন্ডলসহ উভয় কান দেখা যাবে এভাবে ছবি তুলে আপলোড করতে হবে

স্টুডেন্ট আইডি কার্ড সংগ্রহ করবেন যেভাবে

অর্ডিনারি আইটির মার্কেটিং ম্যানেজার স্টুডেন্ট আইডি কার্ড প্রদান করবেন। স্টুডেন্ট আইডি কার্ডের রেজিস্ট্রেশন ফরম পূরণ করার পরবর্তী ০৭ কর্মদিবসের মধ্যে আইডি কার্ড প্রদান করা হবে।

স্টুডেন্ট আইডি কার্ডের রেজিস্ট্রেশন ফরমের লিংক

রেজিস্ট্রেশন ফরমের লিংক

উপরের নীল বাটনে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন ফরম পূরণ করে জমা দিন

অর্ডিনারি আইটির কোনো স্টুডেন্টের আইডেন্টিটি যাচাই করতে এই লিংকে ক্লিক করে হেল্পলাইনে যোগাযোগ করুন

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url