বাংলা আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশে মাসে ১৫০০০ টাকা
ফ্রিল্যান্সিং করার স্বপ্নকে এবার বাস্তবে রুপ দিন। সর্বোচ্চ মাসিক বেতন ৳৮,০০০/- থেকে ৳১৫,০০০/- টাকা। সঠিক নিয়মে কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করতে হয় সেটা আমরা আগে শিখিয়ে দেব এরপর সফলভাবে প্রশিক্ষণ শেষ করা সাপেক্ষে আপনাকে ফ্রিল্যান্স বাংলা পোস্ট রাইটার হিসেবে কাজ করার সুযোগ দেয়া হবে। আবেদন করার পূর্বে নিচের সমস্ত তথ্য দেখে/পড়ে নেবেন।
আর্টিকেল লিখে ইনকাম করার জন্য ০৭ দিনের এই অনলাইন কোর্স শেষ করা মাত্রই অর্ডিনারি আইটির ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন। অর্ডিনারি আইটি হচ্ছে বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা সাইট।
পেইজ কনটেন্ট সূচিপত্রঃ আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশে
- কিভাবে আয় করবেন বাংলা আর্টিকেল লিখে?
- বাংলা আর্টিকেল লিখে যারা আয় করছেন
- আর্টিকেল লিখে কিভাবে আয় করতে পারবেন?
- আর্টিকেল লিখার কোর্স কিভাবে করানো হবে?
- কোর্স শেষে কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করবেন?
- প্রতিমাসে বাংলা আর্টিকেল লিখে আয় হবে কত টাকা?
- বাংলা আর্টিকেল লিখে আয় করার যোগ্যতা কী কী?
- কতজন বাংলা আর্টিকেল লিখে আয় করতে সুযোগ পাবে?
- কোর্স ফি কিভাবে প্রদান করবেন?
- বেতন থেকে ফি পরিশোধ করতে পারব?
- অর্ডিনারি আইটি কিভাবে বাংলা আর্টিকেল থেকে আয় করে?
- বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত?
- মাসিক ৳১৫,০০০/- টাকা বেতন পাবেন যেভাবে
- বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট অর্ডিনারি আইটির অফিস ঠিকানা কোথায়?
আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশে নিবেন যেভাবে
শুরুতেই দেখে নিন বাংলায় আর্টিকেল লিখে আয় কিভাবে করবেন। কাজের ডেমো, ৪০০ টাকা বোনাস ও বিস্তারিত ভিডিওতে দেখতে এখানে চাপ দিন। ভিডিওটি দেখলে আপনি আমাদের বাংলায় আর্টিকেল লিখে আয় করার পুরো বিষয়গুলি ভালভাবে হ্নদয়াঙ্গম করতে পারবেন।
বেতন দেওয়ার ক্ষেত্রে অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত?
অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত এটা জানতে যারা বেতন পাবার পর রিভিউ ভিডিও দিয়েছেন
তাদের মুখ থেকেই শুনে নিন এই লিংকে চাপ দিয়ে। অর্ডিনারি আইটি
শুধুমাত্র অনলাইন ভিত্তিক নামসর্বস্ব ওয়েবসাইট নয়। অর্ডিনারি আইটি একটি
আইটি ফার্ম যেখানে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সার্ভিস দেয়া হয় ও কোর্স করানো হয়।
অর্ডিনারি আইটির নিজস্ব অফিস রয়েছে, অফিসের ছবি দেখুন।
আপনি গুগল ম্যাপে অর্ডিনারি আইটির ভেরিফাইড অফিস লোকেশন ও বিস্তারিত দেখতে
পারবেন। অর্ডিনারি আইটির সাথে যোগাযোগের সমস্ত লিংক এই আর্টিকেলের নিচে দেয়া রয়েছে।
কাজেই অর্ডিনারি আইটি শতভাগ (১০০%) বিশ্বস্ত। 🙂 অর্ডিনারি আইটির পুরো টিম মেম্বারদের তালিকা এবং ফটো গ্যালারি দেখুন।
বাংলা আর্টিকেল লিখে যারা আয় করছেন
যারা বাংলা আর্টিকেল লিখে আয় করে পেমেন্ট বিকাশ পাচ্ছেন অর্ডিনারি আইটিতে, বেতন পাবার পর তাদের মধ্যে অনেকেই কাজের রিভিউ ভিডিও দিয়ে থাকে এমনই কিছু কাজের রিভিউ ভিডিও দেখে নিন এই লিংকে চাপ দিয়ে। সেই সাথে দেখে নিন যারা আমাদের টিমে কাজ করছে তাদের সাথে আমাদের বন্ডিং কেমন।কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারব?
প্রথমেই একটি অনলাইন কোর্সের মাধ্যমে আমরা আপনাকে শেখাব বাংলা আর্টিকেল লিখে কিভাবে সঠিক নিয়মে আয় করতে হয়। কোর্সে শেখানো হবে কিভাবে ওয়েবসাইটে পোস্ট বা আর্টিকেল লিখতে হয়, কোথায় লিখবেন, কোন বিষয়ে লিখবেন, কিভাবে পোস্ট জমা দেবেন, পোস্ট লিখার নিয়মাবলী, বিভিন্ন SEO টিপস, কিভাবে বেতন প্রাপ্ত হবেন ইত্যাদি বিষয়ে। তারমানে আগে আপনাকে আমরা কাজ শিখিয়ে ১০০% দক্ষ করব, এরপর জবে নিয়োগ দেবো।
আর্টিকেল লিখে আয় করার কোর্স কিভাবে করানো হবে?
আর্টিকেল লিখা ও সাইটে জমা দেয়ার পদ্ধতি সম্পর্কে অর্ডিনারি আইটির ওয়েবসাইটেই আপলোড করা ভিডিও-এর মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। ইন্টারনেটের মাধ্যমে দেশের যে কোন স্থান থেকে স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে সুবিধামত সময়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
এই বাংলা আর্টিকেল লিখে আয় করার কোর্সটি ০৭ দিনের এবং এই ০৭ দিনের মধ্যেই শেখানো হবে কিভাবে পোস্ট লিখতে হয়, পোস্ট লিখার নিয়মকানুন ও কিভাবে পোস্ট জমা দিয়ে হয় আমাদের ওয়েবসাইটে। প্রতিদিন ইচ্ছেমত সময়ে কয়েক ঘণ্টা প্র্যাকটিস করেই ০৭ দিনের মধ্যে কোর্সটি শেষ করতে পারবেন। (যদিও অনেকে ২/৩ দিনেই কোর্স শেষ করে ফেলে)
কোর্স শেষে কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করব?
এই অনলাইন কোর্সটি সফলভাবে শেষ হবার পর অর্ডিনারি আইটিতে "ফ্রিল্যান্স বাংলা পোস্ট রাইটার" হিসেবে নিয়োগ পাবেন। আপনাকে প্রতি ০৭ দিনে ১৪ টি বাংলা পোস্ট লিখে ওয়েবসাইটে জমা দিতে হবে। কোন বিষয়ে পোস্ট লিখতে হবে তার বিস্তারিত বিষয়বস্তু অর্ডিনারি আইটি টিম থেকে জানিয়ে দেয়া হবে। আপনি পোস্ট নীতিমালা মেনে নিজের ইচ্ছেমত বিষয়েও পোস্ট লিখে জমা দিতে পারবেন। (সাপ্তাহিক টার্গেট পূরণ সাপেক্ষ্যে) প্রতি সপ্তাহে ইচ্ছেমত দুই দিন ছুটি কাটাতে পারবেন। অফিসে এসে পোস্ট লিখার ঝামেলা নেই। বাংলাদেশের যে কোন স্থান হতে দিন বা রাতের যে কোন অংশে নিজের সুবিধামত অবসর সময়ে স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে পোস্ট লিখে ওয়েবসাইটে জমা দিতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। উল্লেখ্যঃ ০৭ দিনের অনলাইন কোর্স যথাসময়ে শেষপূর্বক সময়মত নিয়মানুযায়ী কাজ না করলে জব স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যায়, এক্ষেত্রে কোর্স ফি অফেরতযোগ্য হবে। যদিও পরবর্তীতে কাজ শেখার জন্য নতুন করে আবেদন করার সুযোগ থাকে।
বাংলা আর্টিকেল লিখে প্রতিমাসে আয় হবে কত টাকা ও কোর্স ফি কত?
প্রথম মাসে (প্রভিশনকালীন) ৳৩০০০/- এবং ২য় মাস থেকে দক্ষতা অর্জন সাপেক্ষে সম্মানি অনধিক ৳৮,০০০/- টাকা প্রদান করা হবে। এলিট রাইটার টিমে প্রমোশন পেলে মাসিক সর্বোচ্চ বেতন হবে ৳১৫,০০০/- টাকা। পোস্ট রাইটার হিসেবে চুড়ান্ত নিয়োগ পাবার পর প্রতি ৩০ দিন পরপর সম্মানি প্রদান হয়। আপনার সম্মানি আমাদের অফিসে এসে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ) অ্যাকাউন্টের মাধ্যমেও সম্মানি নিতে পারবেন। ০৭ দিনের অনলাইন কোর্স ট্রেনিং ফি ২০৫০/- টাকা যা শুধুমাত্র প্রথম মাসের সম্মানির সাথে ফেরতযোগ্য।
বাংলা আর্টিকেল লিখে আয় করার কোর্সে আবেদনের যোগ্যতা কী কী?
বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য আপনার ইন্টারনেট সংযুক্ত আপনার ব্যক্তিগত ডেস্কটপ/ ল্যাপটপ/ স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনে অথবা কম্পিউটারে আপনার বাংলা পোস্ট লিখালিখিতে ধারনা থাকা আবশ্যক। এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিন যে, এ ধরণের কাজে প্রশিক্ষণ নেওয়ার পর আপনি বাংলা পোস্ট রাইটিং-এর কাজ করতে পারবেন কি না। ইংরেজি লেখা বা ভিডিও দেখে তা বোঝার সামর্থ থাকতে হবে আপনার। স্মার্টফোনে এবং পিসিতে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারকারী হতে হবে আপনাকে। যাদের উক্ত যোগ্যতা গুলো নেই তাদের জন্য ০৭ দিনের পরিবর্তে ০৩ মাসের কোর্স, যার ফি এককালীন ৯০০০ টাকা। ০৭ দিনের কোর্স করে চাকরি করার জন্য এই ফরমটি পূরণ করতে হবে। আর ০৩ মাসের কোর্স করে চাকরি করার জন্য এই ফরমটি পূরণ করতে হবে।
কতজন বাংলা আর্টিকেল লিখে আয় করার কোর্স করতে সুযোগ পাবে?
আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে যতজন বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য আবেদন করবে সবাইকে কোর্সটি করার সুযোগ দেয়া হবে এবং যতজনকে কোর্স করানোর সুযোগ দেয়া হবে তাদের মধ্য থেকে সফলভাবে কোর্স শেষ করা সবাইকেই ফ্রিল্যান্স পোস্ট রাইটার হিসেবে অর্ডিনারি আইটিতে নিয়োগ দেয়া হবে। অর্ডিনারি আইটি হচ্ছে বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা সাইট।
বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য কোর্স ফি কিভাবে প্রদান করব?
বিকাশ, নগদ বা রকেট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কোর্স ফি জমা দিতে পারবেন। উপরের আবেদন ফরম পূরণ করে জমা দেয়ার পর বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য অর্ডিনারি আইটি যদি আপনাকে নির্বাচিত করে তাহলে তারা কোর্স ফি জমা নেয়ার ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করবে।
বাংলা আর্টিকেল লিখে আয় করে ১ম মাসের বেতন থেকে কোর্স ফি পরিশোধ করতে পারব না?
না। যদি ১ম মাসের সম্মানি থেকে কোর্স ফি কেটে রাখার কথা বলেন এর অর্থ হলো আপনি ফ্রিতে কোর্স করে কাজ শুরু করতে চাচ্ছেন, রাইট? পড়াশোনা শেষে চাকরি করে ভার্সিটির ফি জমা দেবেন, এই শর্তে কেউ আপনাকে ভার্সিটিতে ভর্তি নেবে? নেবে না।
আমাদের অতীত অভিজ্ঞতা বলছে, ফ্রী কোর্স করলে তাতে কোনো বাধ্যবাধকতা বা দায়বদ্ধতা থাকে না। অনলাইনে কাজ হওয়াতে দায়বদ্ধতা না থাকার ফলে অনেকেই নিয়মিত কাজ করে না। আর অনিয়মিত কাজের ফলে এবং দায়বদ্ধতা না থাকায় কিছুদিনের মাথায় কাজ ছেড়ে চলে যায় অনেকেই। 😞
যদি দায়বদ্ধতা থাকে তাহলে সবাই নিয়মিত কাজ করে। 🙂 কাজে বাধ্যবাধকতা তৈরি করার জন্যই মূলত কোর্স ফি নেয়া হয়ে থাকে এতে কাজের প্রতি আপনার দায়িত্ববোধ ও একাগ্রতা বাড়বে এবং আমরা নিশ্চিত থাকব যে, আপনি অন্তত এক মাস আমাদের টিমে অবশ্যই কাজ করবেন।
অর্ডিনারি আইটি বাংলা আর্টিকেল থেকে কিভাবে আয় করে?
ফ্রিল্যান্স পোস্ট রাইটাররা যেসব বাংলা আর্টিকেল লিখে আমাদের সাইটে জমা দেয় সেগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে, বিভিন্ন নিউজপেপার ও অনলাইন ব্লগে পোস্ট বিক্রি করে আমরা সাধারণত আয় করে থাকি এবং সেখান থেকেই ফ্রিল্যান্স পোস্ট রাইটারদের সম্মানি দেয়া হয়। [ভিডিওতে বিস্তারিত দেখুন] অর্ডিনারি আইটি হচ্ছে বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা সাইট।
এলিট রাইটার টিম কী?
৳৩,০০০/- টাকা থেকে ৳৮,০০০/- টাকা মাসিক বেতন স্কেলের আর্টিকেল রাইটারদের টিমকে জেনারেল রাইটার টিম বলে। আর ৳৯,০০০/- টাকা থেকে ৳১৫,০০০/- টাকা মাসিক বেতন স্কেলের রাইটারদের টিমকে এলিট রাইটার টিম বলে। জেনারেল রাইটার টিমে থাকা অবস্থায় ভাল কাজ দেখাতে পারলে এলিট রাইটার টিমে প্রমোশন দেওয়া হয়।
জেনারেল রাইটার টিমঃ
- ৳৩,০০০/- টাকা থেকে ৳৮,০০০/- টাকা মাসিক বেতন।
- প্রতি ৭ দিনে বাধ্যতামূলক ১৪টি পোস্ট জমা দিতে হয়।
- প্রতিটি পোস্ট নূন্যতম ৬০০ শব্দে লিখতে হয়।
- ৩০ দিনে ৬০টি পোস্ট জমা দেওয়ার পর বেতন প্রদান করা হয়।
এলিট রাইটার টিমঃ
- ৳৯,০০০/- টাকা থেকে ৳১৫,০০০/- টাকা মাসিক বেতন।
- প্রতিটি পোস্টের জন্য নূন্যতম ৩০০ থেকে ৫০০ টাকা বেতন প্রদান।
- প্রতি ৩০টি পোস্ট জমা দেওয়া সম্পন্ন হলে সেটাকে ১ মাস ধরা হয়।
- ডেইলি অন্তত একটা পোস্ট জমা দিতে হবে।
- প্রতিটি পোস্ট নূন্যতম ২/৩ হাজার শব্দে লিখতে হয়। (হাত দিয়ে না লিখে মুখে কথা বলে টাইপিং করবেন কিভাবে দেখুন)
- ইচ্ছা স্বাধীন কাজ করা যায় ও প্রয়োজনে যেকোনো সময় বেতন নেওয়া যায়।
অর্ডিনারি আইটি থেকে আরো যেভাবে ইনকাম করা যায়
- প্রতিদিন ফেসবুকে ১টি পোস্ট শেয়ার করে মাসে ১০০০ টাকা পর্যন্ত পেমেন্ট নিন, এব্যাপারে বিস্তারিত জানতে এই লিংকে চাপ দিন।
- প্রতিদিন একটি কুইজের সঠিক উত্তর দিয়ে ১০০০ টাকা পর্যন্ত পেতে চাইলে এই লিংকে চাপ দিন।
- অর্ডিনারি আইটির ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ক্রয় করে মাসে ৮০ হাজার+ টাকা ইনকাম করতে চাইলে এই লিংকে চাপ দিন।
- আপনি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হয়ে থাকলে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতে যোগাযোগ করুন আমাদের সাথে। ডিজিটাল মার্কেটিং এর কাজ না জানলে এই লিংক থেকে শিখে নিতে পারবেন।