অর্ডিনারি আইটি
https://www.ordinaryit.com/p/job-training.html
জব কোর্স ট্রেনিং ও পোস্ট নীতিমালা
কোর্স ভিডিওগুলি ডাউনলোড না করে অনলাইনে দেখুন, কতক্ষণ ভিডিও দেখছেন তা ট্র্যাক করা হয়। সিরিয়াল অনুযায়ী ১ম থেকে ৮ম সকল ট্রেনিং ভিডিওগুলো দেখার পর কাজ করা শুরু করবেন।
১ম ট্রেনিং ভিডিও দেখতে এই লিংকে চাপ দিন (বেসিক ট্রেনিং)
অ্যাসাইন করা পোস্টের সৌর্স ও ভাবানুবাদ
৩য় ট্রেনিং ভিডিও দেখতে এই লিংকে চাপ দিন (পোস্ট লেখার নিয়ম)
৪র্থ ট্রেনিং ভিডিও দেখতে এই লিংকে চাপ দিন (লিখালিখির প্র্যাকটিস)
৫ম ট্রেনিং ভিডিও দেখতে এই লিংকে চাপ দিন (স্ট্র্যাটেজি)
৬ষ্ঠ ট্রেনিং ভিডিও দেখতে এই লিংকে চাপ দিন (ভয়েস টাইপিং)
৭ম ট্রেনিং ভিডিও দেখতে এই লিংকে চাপ দিন (প্রবলেম এনালাইসিস)
৮ম ট্রেনিং ভিডিও দেখতে এই লিংকে চাপ দিন (নতুন নীতিমালা)
আরো পড়ুন সেকশনঃ class="alert info" ভূমিকা বাটনঃ <a href="https://ordinaryit.com"><button class="btn btn-block btn-raised btn-secondary">বিস্তারিত জানতে এখানে চাপ দিন</button></a>
01. পোস্ট সংক্রান্ত টার্মস & কন্ডিশনস
- প্রতিটি পোস্টের ভাষা হবে বাংলা। বিশেষ কারণ ছাড়া ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা নিষিদ্ধ।
- পোস্টের টাইটেল বা শিরোনাম ৫ থেকে ৯ শব্দের মধ্যে হতে হবে।
- (?, ! বা | ছাড়া) টাইটেলে স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার নিষিদ্ধ।
- পোস্টের লিংক ইংলিশ কি-ওয়ার্ডে ২ থেকে ৫ শব্দের মধ্যে লিখতে হবে।
- প্রত্যেকটি পোস্ট তথ্য-প্রযুক্তি বিষয়ক হতে হবে।
- প্রতিটি পোস্টে ফিচার ইমেজ ব্যবহার করতে হবে যা HD কোয়ালিটির হবে এবং ইমেজ সাইজ ৮০Kb এর মধ্যে সীমাবদ্ধ হতে হবে। সর্বনিম্ন width ৮১০ পিক্সেল হতে হবে। ইমেজ ব্যবহারের ক্ষেত্রে অহেতুক যৌন উত্তেজনাপূর্ণ অশ্লীল ছবি কিংবা গ্রাফিক ভায়োলেন্স যুক্ত ইমেজ ব্যবহার নিষিদ্ধ। গুগল সার্চ দিয়ে বা অন্য কারো ফটো পোস্টে ব্যবহারের ক্ষেত্রে ক্রিয়েটিভ কমনস ইমেজ ব্যবহার করতে হবে। পোস্টের মধ্যে সকল ছবি আপলোড করার পূর্বে সবগুলো ছবির ফাইল নেম বিভিন্ন ফোকাস কিওয়ার্ড দিয়ে রিনেম করতে হবে। (ফটোশপে বাংলা লেখার নিয়মের ভিডিও) [সোর্সঃ ১, সোর্সঃ ২, সোর্সঃ ৩, সোর্সঃ ৪, সোর্সঃ ৫] [PicsArt, Photoshop]
- অ্যাডমিন কর্তৃক টাস্ক অ্যাসাইন করা হলে নিজ কাজ রেখে আগে অ্যাসাইনকৃত টাস্ক জমা দিতে হবে।
- অর্ডিনারি আইটির প্রতিটি পোস্ট এক্সক্লুসিভ হতে হবে। (এক্সক্লুসিভ অর্থ হলোঃ পূর্বে অন্য কোথাও প্রকাশিত কোনো পোস্ট অর্ডিনারি আইটিতে সাবমিট করা যাবে না এবং অর্ডিনারি আইটিতে আপনার সাবমিট করা কোন পোস্ট পরে ডিলিট বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না)
- ইংরেজি ভিডিও বা ব্লগ থেকে অনুবাদ করে লিখার ক্ষেত্রে ভুলেও মেশিন ট্রান্সলেট করা যাবে না। সম্পূর্ণ বিষয়বস্তু পড়ে বা দেখে নিজের ভাষায় সোর্স লিংকের সবকিছুই ভাবানুবাদ করতে হবে। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনে আপনার ধারণা থাকা আবশ্যক।
- অন্যের প্রকাশিত লেখা কপি করে পোস্ট করা নিষিদ্ধ। লিখার ফরম্যাটিং বা আইডিয়া কপি করে নিজের মত করে ভাবানুবাদ করা যাবে। যেসব বিষয়ে অলরেডি বিভিন্ন বাংলা ব্লগে জনপ্রিয় আর্টিকেল আছে ঐ একই বিষয়ে দ্বিতীয় বার লিখা কপি করার মত। তাই তা নিষিদ্ধ। তবে নতুন তথ্য সমৃদ্ধ পোস্ট গ্রহণযোগ্য।
- অ্যাডমিন কর্তৃক টাস্ক অ্যাসাইন না করা হলে নীতিমালা মেনে ইচ্ছেমত বিষয়ে পোস্ট করতে হবে।
- প্রত্যেকটি পোস্ট ভালমত ফরম্যাটিং করতে হবে। অগোছালো পোস্ট গ্রহণযোগ্য নয়।
- নিজের আইডিয়া থেকে কোন পোস্ট জমা দিতে চাইলে লিখার পূর্বেই অ্যাডমিন প্যানেলকে বিষয়বস্তু সম্পর্কে জানাতে হবে।
- পোস্টে ভুল বানান অগ্রহণযোগ্য। সঠিক বাংলা বানানের নিয়ম দেখুন।
- যেসব ছবি চুরি হতে পারে সেগুলোতে "অর্ডিনারি আইটি" লেখাযুক্ত জলছাপ ব্যবহার করতে হবে।
- ছবির ভেতরে ও ছবির ফাইল নামে সাল লেখা যাবে না।
- প্রতিটি পোস্টে সর্বনিম্ন ৬০০ থেকে ১৫০০ শব্দ থাকতে হবে। [উল্লেখ্য: “আমি বাংলা লিখি” এখানে ‘৩’টি শব্দ আছে]
- টিউটোরিয়াল বা সফটওয়্যার/অ্যাপ রিভিউ জাতীয় পোস্টের ক্ষেত্রে সকল স্টেপের স্ক্রিনশট নিজেকে নিয়ে তারপর পোস্টে ব্যবহার করতে হবে। অন্যের স্ক্রিনশর্ট ব্যবহার করা যাবে না।
- টিউটোরিয়াল বা সফটওয়্যার রিভিউ দেয়ার পূর্বে নিজে ব্যবহার করে রিভিউ দিতে হবে। অন্যের রিভিউ কপি করা নিষিদ্ধ।
- স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে "স্ক্রিনশট থেকে অপ্রয়োজনীয় অংশ" বাদ দিতে হবে।
- ফোকাস কিওয়ার্ড প্রতিটি পোস্টে নূন্যতম ১৫/২০ বার প্রাসঙ্গিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে।
- ডাউনোড বাটন বা কোনো পেজ লিংকিং বাটন, অন্যান্য পোস্টের (আরো পড়ুন সেকশন) ব্যাকলিংকিং করতে হবে এই ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী।
- পোস্টের কোথাও নিজের সোশ্যাল প্রফাইলের লিংক শেয়ার করা নিষিদ্ধ। এমনকি কোন কিছুর মার্কেটিংও করা নিষিদ্ধ।
- পোস্টে ব্যবহ্নত সকল ইমেজ সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে হবে।
- পোস্টে ব্যবহ্নত কাজের ধারা, কোন ধরনের লিস্ট, বিভিন্ন আইটেমের লিস্ট অবশ্যই বুলেট ব্যবহার করে ফরমেটিং করতে হবে।
- পোস্টে যদি এমন কোনো সার্ভিস বা সেবার কথা উল্লেখ থাকে যা দেখা বা ডাউনলোড করার জন্য অন্য সাইটে যেতে হবে তাহলে উক্ত সাইটে থাকা সেই সার্ভিস বা সেবার লিংক যুক্ত হবে পোস্টের মধ্যে।
- পোস্টে কোন ধরনের কালার ব্যবহার করা যাবে না। ডিফল্ট কালারেই পোস্ট করতে হবে।
- পোস্টের ভেতরে লিংক সংযুক্তিঃ সকল এক্সটার্নাল লিংক no follow এবং সকল ইন্টার্নাল লিংক do follow হিসেবে সযুক্ত করতে হবে।
- অর্ডিনারি আইটির মূল সাইটে (যে কারো দ্বারা নতুন) পোস্ট পাবলিশ হবার পর সেটি ফেসবুক, টুইটার, লিংকডইনসহ নিজের সকল সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে হবে।
- কোন ব্যক্তি, জাতি, গোষ্ঠি, প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোন পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
02. যে সকল বিষয়ে পোস্ট লিখা যাবে
- অ্যান্টিভাইরাস
- অ্যাডসেন্স
- অ্যান্ড্রয়েড
- আউটসোর্সিং
- ইন্টারনেট
- উইন্ডোস
- ওপেন সোর্স
- কম্পিউটিং
- টেক নিউজ
- গুগল
- গুগল ক্রোম
- গুগল ড্রাইভ
- গুগল ম্যাপস
- টিপস এন্ড ট্রিকস
- টেক ফিকশান
- ডাউনলোড
- প্রতিবেদন*
- প্রযুক্তি কথন
- ফটোগ্রাফি
- ফেসবুক
- ফ্রিল্যান্সিং টিপস
- ফ্রিওয়্যার
- রিভিউ*
- অ্যাপ রিভিউ
- ল্যাপটপ
- হ্যাকিং
- হার্ডওয়্যার
03. যে সকল বিষয়ে পোস্ট লিখা যাবে না
- মাইক্রোসফট অফিস (বেসিক)
- মাইক্রোসফট অফিস (অ্যাডভান্স)
- গ্রাফিক ডিজাইন
- বিজনেস কার্ড ও লোগো
- ফ্লায়ার ও ব্রুশিয়ার
- টি-শার্ট ডিজাইন
- ব্যানার অ্যাড ডিজাইন
- ওয়েব ডিজাইন
- ওয়ার্ডপ্রেস ও ব্লগস্পট
- কমিউনিকেটিভ ইংলিশ
- কম্পিউটার নেটওয়ার্কিং
- নেটওয়ার্কিং (CCNA R&S)
- আইটি ম্যানেজমেন্ট
- ভিডিও এডিটিং
- ইউটিউব মার্কেটিং
- অটোক্যাড 2D / 3D
- আর্টিকেল রাইটিং
- SSC ও HSC এর ICT ইত্যাদি সহ অর্ডিনারি আইটি যেসব বিষয়ে কোর্স করায়।
04. (Test Work) চুড়ান্ত নিয়োগের পূর্বে
- চুড়ান্ত নিয়োগের পূর্বে গুগল ডকের Test Work থেকে একেবারে উপরের পরপর (ফাঁকা থাকা সাপেক্ষে) দুটি পোস্ট (ট্রেনিং ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী) নিজেকে অ্যাসাইন করে নিয়ে পরীক্ষামূলক ভাবে লিখে জমা দিতে হবে।
- পোস্ট সংক্রান্ত টার্মস & কন্ডিশনস ও নীতিমালা মেনে পোস্ট লিখতে হবে।
- টেস্ট ওয়ার্ক জমা দেয়ার জন্য আপনি ট্রেনিং SMS প্রাপ্ত হবার পরের দিন থেকে অনধিক ১ সপ্তাহ সময় পাবেন।
- যে দুটি পোস্ট আপনি পরীক্ষামূলকভাবে জমা দিবেন গুগল ডকে তার কমেন্ট সেকশনে working লিখতে হবে।
- ওয়েবসাইটে পোস্ট লিখে জমা দেয়ার পর এই ফেসবুক পেজে ইংরেজিতে "[job_id] Two posts are submitted for review" লিখে ম্যাসেজ পাঠাতে হবে।
- আপনি SMS পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে অর্ডিনারি আইটি টিম চুড়ান্ত জব কনফার্মেশনের ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করবে।
- আপনার পোস্টটি রিভিউরের জন্য সাবমিট করার পর টাস্কের পাশে মন্তব্যে লিখতে হবে “submitted.”
- আপনার পোস্ট আমাদের মূল সাইটে পাবলিশ হয়ে গেলে টাস্কের পাশে মন্তব্যে লিখতে হবে “published”.
- আপনার পাবলিশ হওয়া পোস্ট নিজের সমস্ত সোস্যাল অ্যাকাউন্টে শেয়ার করার পর টাস্কের পাশে মন্তব্য করতে হবে “shared. https://yourSocialAccountLink.com/your PostLink”
- পরীক্ষামূলক পোস্টের ক্ষেত্রে কোন বেতন প্রযোজ্য হবে না।
- কেবল মাত্র সফলভাবে পরীক্ষামূলক পোস্ট জমাদানকারীরাই চুড়ান্ত নিয়োগ পাবেন।
- এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে পোস্ট জমা দিলে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে টেস্ট ওয়ার্ক জমা দেয়া পূর্বক SMS করতে ব্যর্থ হলে চুড়ান্ত জব নিয়োগে ও জবের ট্রেনিং ফি ফেরত পাবার ক্ষেত্রে আপনি স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন।
- জমাকৃত টেস্ট ওয়ার্কে কোনো অসংঙ্গতি থাকলে আরো এক বা একাধিক পোস্ট টেস্ট ওয়ার্কে অ্যাসাইন করা হতে পারে।
04. চুড়ান্ত নিয়োগের পরে (জেনারেল রাইটার টিম)
- প্রতি সপ্তাহে ১৪টি পোস্ট জমা দিতে হবে। এবং মাসে ৬০টি।
- প্রতি ৬০টি পোস্ট লিখার পর সম্মানি দেয়া হবে। অর্থাৎ ৩০দিনে ৬০টি পোস্ট হিসেবে।
- প্রতিবার বেতন দেওয়ার পূর্বে অর্ডিনারি আইটি টিম আপনাকে কল করে জিজ্ঞাসা করবে যে, আপনি কোন মাধ্যমে বেতন নিতে চান।
- প্রতি সপ্তাহ (১৪টি) বা প্রতি মাসের (৬০টি) সম্পূর্ণ টার্গেট পোস্ট জমা দিতে ব্যর্থ হলে কিংবা এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে পোস্ট জমা দিলে জবের ট্রেনিং ফি ও বেতন পাবার ক্ষেত্রে আপনি অযোগ্য হবেন একই সাথে আপনার জবটি স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যেতে পারে।
- এলিট রাইটার টিমে সুযোগ পাওয়ার পরঃ একটানা ৩০ দিনের মধ্যে কোনো পোস্ট জমা দিতে না পারলে জব ক্যান্সেল হয়ে যাবে এবং ট্রেনিং ফি ফেরত পাবার ক্ষেত্রে আপনি অযোগ্য হবেন।
05. Admin Work (জেনারেল রাইটার টিম)
- এই অংশটি শুধুমাত্র অ্যাডমিন নিয়ন্ত্রণ করবেন।
- ব্লগ রাইটাররা শুধুমাত্র মন্তব্য করার সুযোগ পাবেন এখানে।
- অ্যাডমিন কর্তৃক সমস্ত টাস্ক রাইটারদের এই অংশে ডিসট্রিবিউট করতে হবে।
- যে টাস্কে অ্যাডমিন কাউকে ট্যাগ ও ডিউ ডেট দিয়ে অ্যাসাইন করে দিয়েছে, তাকে (বিশেষ কারণ ছাড়া) উক্ত তারিখের মধ্যে পোস্ট কমপ্লিট করা বাধ্যতামূলক।
- টাস্ক অ্যাসাইন করার পূর্বে সকল পোস্ট শিরনামগুলিকে এই অংশে সংরক্ষিত রাখা হয়।
- যে টাস্কগুলো কাউকে অ্যাসাইন করা হয় নি, ঐ টাস্কগুলোর মধ্য থেকে আপনি যে টাস্কটি সম্পর্ণ করতে ইচ্ছুক সেসব টাস্কের পাশে মন্তব্য করুন “Assign to me.” তাহলে উক্ত টাস্ক বা টাস্কগুলো অ্যাডমিন আপনাকে অ্যাসাইন করে দিয়ে দিবে।
- কোন টাস্ক কেউ সম্পুর্ণ করার জন্য মন্তব্য করে বসলে ঐ একই টাস্কটি নেয়ার জন্য অন্য কারো অনুরোধ গ্রহণ করা যাবে না।
- যে টাস্কটি কাউকে অ্যাসাইন করা হয় নি কিংবা কেউ ওটা করবে বলে মন্তব্যও করে নি, এ অবস্থায় আপনি যদি ঐ টাস্কটি লিখতে চান তাহলে তার পাশে মন্তব্য (“working”) করে পোস্ট লিখা শুরু করুন। অ্যাডমিন অনুমতি দিল কি না সেদিকে খেয়াল করার দরকার নেই।
- আপনি বর্তমানে যে টাস্কটি নিয়ে কাজ শুরু করেছেন বা করবেন তার পাশে মন্তব্যে লিখতে হবে “working”
- আপনার পোস্টটি রিভিউরের জন্য সাবমিট করার পর টাস্কের পাশে মন্তব্যে লিখতে হবে “submitted.”
- আপনার পোস্ট আমাদের মূল সাইটে পাবলিশ হয়ে গেলে টাস্কের পাশে মন্তব্যে লিখতে হবে “published”.
- আপনার পাবলিশ হওয়া পোস্ট নিজের সমস্ত সোস্যাল অ্যাকাউন্টে শেয়ার করার পর টাস্কের পাশে মন্তব্য করতে হবে “shared. https://yourSocialAccountLink.com/your PostLink”
06. Client Work (এলিট রাইটার টিম)
- এই অংশটির নিয়ন্ত্রণ ব্লগ রাইটের দখলে থাকবে।
- কোন ব্লগ রাইটার যদি ইচ্ছেমত কোন বিষয়ে ব্লগ লিখতে চায় তাহলে এ অংশে সেগুলো তৈরি করতে হবে যেমনটা অ্যাডমিন করে থাকেন।
- অ্যাডমিন যেমন নিজের ইচ্ছেমত বিষয়ে টাস্ক তৈরি করে রাইটারদের অ্যাসাইন করে থাকেন, তেমনি এ অংশে রাইটাররা নিজের ইচ্ছেমত বিষয়ে পোস্ট লিখে নিজেকে ট্যাগ করে ডিউ ডেট দিয়ে সে টাস্কগুলো কমপ্লিট করবে প্রতিদিন ২টি হিসেবে যদি অ্যাডমিন কোন টাস্ক অ্যাসাইন না করে থাকেন।
- ক্লায়েন্ট ডকে একজনের টাস্কে অন্য জনের হস্তক্ষেপ করা নিষিদ্ধ।
- রাইটাররা শুধু নিজেই নিজেদের টাস্ক অ্যাসাইন করতে পারবে এই অংশে।
- একজন রাইটার অন্য কোন রাইটারকে কোন টাস্ক অ্যাসাইন করতে পারবে না।
- নিজের টাস্ক কমপ্লিট হয়ে গেলে তাতে টিক মার্ক দেয়া যাবে না এবং সেই সাথে কোন মন্তব্যে রিসল্ভ বাটনে ক্লিক করা যাবে না।
- আপনি বর্তমানে যে টাস্কটি নিয়ে কাজ শুরু করেছেন বা করবেন তার পাশে মন্তব্যে লিখতে হবে “working”
- আপনার পোস্টটি রিভিউরের জন্য সাবমিট করার পর টাস্কের পাশে মন্তব্যে লিখতে হবে “submitted.”
- আপনার পোস্ট আমাদের মূল সাইটে পাবলিশ হয়ে গেলে টাস্কের পাশে মন্তব্যে লিখতে হবে “published”.
- আপনার পাবলিশ হওয়া পোস্ট নিজের সমস্ত সোস্যাল অ্যাকাউন্টে শেয়ার করার পর টাস্কের পাশে মন্তব্য করতে হবে “shared. https://yourSocialAccountLink.com/your PostLink”
- এলিট রাইটার টিমে কাজ করার সুবিধা দেখুন এই লিংকে।
07. রেফারেল বোনাস
- আপনার রেফারেন্সে কেউ 'ফ্রিল্যান্স পোস্ট রাইটিং' জবে আবেদন করার পর সে যদি প্রাথমিকভাবে নিয়োগ পায় তাহলে (আপনি আমাদের সাথে যোগাযোগ করা সাপেক্ষে) ৪৮ ঘণ্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন প্রতি এক জনের জন্য ৳১০০/- টাকা রেফারেল বোনাস।
- রেফারেল বোনাস পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই আবেদন ফরমের রেফারেল আইডি অংশে আপনার জব আইডি নম্বর লিখে দিতে হবে।
- জব ছেড়ে দেয়া বা জব ক্যান্সেল হবার পরেও আপনার জব আইডি অর্ডিনারি আইটির সার্ভারে সংরক্ষিত থাকবে। ফলে জব ছেড়ে দেয়া বা জব ক্যান্সেল হবার পরেও রেফারেল বোনাস পেতে থাকবেন।
- আপনার রেফারেন্সে কেউ 'ফ্রিল্যান্স পোস্ট রাইটিং' জবে আবেদন করার পর সে যদি প্রাথমিকভাবে নিয়োগ পায়, তাহলে রেফারেল বোনাস নেওয়ার জন্য আমাদের হেল্প নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে।
08. বিশেষ দ্রষ্টব্য
- নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যে কোন সময় পোস্ট সংক্রান্ত জব নীতিমালা পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিত হতে পারে।
- উপরোক্ত নীতিমালা ভঙ্গ ও নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যে কোন সময় অর্ডিনারি আইটি অ্যাডমিন প্যানেল যে কোন ব্যক্তির জবের বেতন পরিবর্তন ও জবে অযোগ্য ঘোষণা করার ক্ষমতা রাখে।
- সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অর্ডিনারি আইটি অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
Ok i agree
উত্তরমুছুনOk I agree
উত্তরমুছুনOk i agree
মুছুনokay, I agree
উত্তরমুছুনOk i agree
উত্তরমুছুনI am agree
উত্তরমুছুনOkay I agree❤
উত্তরমুছুনYes.
উত্তরমুছুনI'm agree with the terms and conditions.
আপনার প্রতিষ্ঠানের সমস্ত নীতিমালা মেনে কাজের আগ্রহ প্রকাশ করছি।
মুছুনOkay I Agree
উত্তরমুছুনI agree
উত্তরমুছুনOkay I Agree
উত্তরমুছুনYes
উত্তরমুছুনI'm agree with all rules
Ok I am agree.
উত্তরমুছুনOk I agree
উত্তরমুছুনok i am agree
উত্তরমুছুনOk I am agree
উত্তরমুছুনOk I agree
উত্তরমুছুনOk I agree.
উত্তরমুছুনI'm agree with all terms and conditions
উত্তরমুছুনok I agree
উত্তরমুছুনআমি রাজি স্যার আপনাদের রুলসে।।
উত্তরমুছুনঅবশ্যই মেনে চলব এর মাঝে ভুল হলে ক্ষমা রে সঠিক করার সুযোগ দিবেন ৷
উত্তরমুছুনim agree this rules and conditio.
উত্তরমুছুনঅবশ্যই মেনে চলবো এর মাঝে ভুল হইলে দয়া করে ক্ষমা করবেন এবং সঠিক করার সুযোগ দিবেন, আশা করি।
উত্তরমুছুনইনশাল্লাহ স্যার।
মুছুনSymphony P6 দিয়ে কাজ করতে পারছি না। একই আইডি দিয়ে কী অন্য ফোনে কাজ করতে পারবো..?
উত্তরমুছুনজ্বি স্যার। পারবেন।
মুছুনOK,I am agree this rules and condition.I will try my best.I know that you will help me.
উত্তরমুছুনIn-Sha-Allah
মুছুনইনশাল্লাহ, আমি আপনাদের সকল শর্ত মেনে কাজ করতে রাজি আছি। তবে আমার অজান্তে যদি কোন প্রকার ভুল হয়ে যায় তাহলে আশাকরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
উত্তরমুছুনইনশাল্লাহ স্যার।
মুছুনIn sha Allah! We will do our best.
উত্তরমুছুনআমি আপনাদের শর্ত মেনে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ।
উত্তরমুছুনহে আমি মেনে চলবো।কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা করে নতুন ভাবে করার সুযোগ করে দিবেন
উত্তরমুছুনঅবশ্যই।
মুছুনহ্যা আমি প্রস্তুুত
উত্তরমুছুনI agree to all your terms. I will do my best for you. Please forgive me if I make any mistake.
উত্তরমুছুনইনশাল্লাহ স্যার।
মুছুনyes, I agree
উত্তরমুছুনYes
উত্তরমুছুনI agree.
Yes i agree.and i understand
উত্তরমুছুনআপনাদের শর্ত মেনেই কাজ করবো। তার মধ্য দিয়ে যদি কিছু ভুল হয়ে যায়, দয়া করে ভুলটা শুধরে নেওয়ার জন্য সাহায্য করবেন।
উত্তরমুছুনঅবশ্যই।
মুছুনI agree
উত্তরমুছুনI agreed with the terms and conditions. But it took a little time to expart with this act than i need a good support from Ordinary It Team. And It is believable to me.
উত্তরমুছুনBest of luck sir.
মুছুনI agree
উত্তরমুছুনI am agree
উত্তরমুছুনOK
উত্তরমুছুনI agree with your terms & conditions.
উত্তরমুছুনআপনার সর্ত মেনেই কাজ করবো , ভুল গুলো সংশোধন করে দেখবেন
উত্তরমুছুনআমি আগ্রহী।প্রাথমিক ধাপে ভূল হতে পারে।সঠিক দিক নির্দেশনা কামনা করছি।ধন্যবাদ এডমিন সহ পুরা টিমকে।
উত্তরমুছুনআমি আগ্রহী।
উত্তরমুছুনআমি ধন্যবাদ জানাচ্ছি অর্ডিনারি আইটি টিমকে এবং আলাদা ভাবে মোঃ আব্দুল কাউসার স্যারকে, আবারো জানাচ্ছি ধন্যবাদ। আমি পোস্ট নীতিমালা মেনে কাজটি করতে আগ্রহী। কিন্তু যদি কখনো কোন ভূল হয়ে যায়,তাহলে খমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল সংসদনের অনুমতি দিয়ে নীতিমালা মেনে একটি সুন্দর পোস্ট লিখার জন্য সুযোগ দানে বাধিত করবেন।
উত্তরমুছুনআপনাদের নীতিমালা মেনে কাজ করব ইনশাআল্লাহ তাও হঠাৎ ভূল হয়েগেল আপনাদের সাহায্য কামনা করছি!
উত্তরমুছুনInshallah
মুছুনধন্যবাদ, তবে মানুষ ভুলের উর্ধে নয়,,আশা করি পাশে থাকবেন।।
উত্তরমুছুনঅসাধারণ গাইডলাইন
উত্তরমুছুনপ্রাথমিক অবস্থায় ভুল হতে পারে । তা সঠিক ভাবে কাজ করার সুযোগ দিয়েন।
উত্তরমুছুনইংশাআল্লহ ,তবে আমাদের পাশে থাকার বিনীত নিবেদন রইলো
উত্তরমুছুনইনশাল্লাহ আমাদের পাশের থাকার জন্য বিনীত অনুরোধ রইলো
উত্তরমুছুন