আর্টিকেল রাইটিং কোর্স ও সংশ্লিষ্ট জব নীতিমালা

অর্ডিনারি আইটির ০৭ দিনের এই আর্টিকেল রাইটিং কোর্সটি সম্পন্ন করে প্রতিমাসে সর্বোচ্চ ১৫,০০০ টাকা বেতনে চাকরি করার জন্য আপনি ইতমধ্যে নির্বাচিত হয়ে থাকলে নিম্নোক্ত বর্ণনা অনুযায়ী কোর্স শেষ করে চাকরি শুরু করুন।

প্রশিক্ষণকালীন সময়, টেস্ট ওয়ার্ক এবং চুড়ান্ত জব নিয়োগ

প্রশিক্ষণ শুরু করার জন্য এই কোর্সের লিংকটি যেদিন পেয়েছেন তার পরের দিন থেকে পরবর্তী ০৭ দিন সময় পাবেন প্রশিক্ষণ কোর্স শেষ করার জন্য। প্রশিক্ষণের ০৭ দিন অতিবাহিত হবার পর আরো ০৩ দিন অতিরিক্ত সময় পাবেন চুড়ান্ত জব কনফার্মেশনের লক্ষ্যে ০২টা টেস্ট ওয়ার্ক জমা দেওয়ার জন্য। তারমানে সব মিলিয়ে ১০ দিন সময় পাচ্ছেন। এই ১০ দিনের মধ্যে প্রশিক্ষণ শেষ করে সমস্ত নিয়মানুযায়ী টেস্ট ওয়ার্ক জমা দিতে ব্যার্থ হলে আপনি চুড়ান্ত জবে নিয়োগ পাবেন না, একই সাথে কোর্স ফি ফেরত পাবার ক্ষেত্রে আপনি অযোগ্য বিবেচিত হবেন।

টেস্ট ওয়ার্ক জমা দিতে হয় কেন?

আপনি ঠিকমত প্রশিক্ষণ শেষ করে নিয়মানুযায়ী কাজ করতে পারছেন কিনা তা যাচাই করার জন্য পরীক্ষামূলক টেস্ট ওয়ার্ক জমা দিতে হয়। আপনার জমাকৃত টেস্ট ওয়ার্ক অর্ডিনারি আইটি টিম যাচাই/বাছাই ও পরীক্ষা/নিরীক্ষা করে পরবর্তী ৭২ কর্ম ঘণ্টার মধ্যে আপনাকে জানিয়ে দেবে আপনি চুড়ান্ত নিয়োগ পেয়েছেন কি না। তবে এটা নিশ্চিত থাকেন যে, সময়মত নিয়মানুযায়ী কাজ করলে ১০০% আপনার জবটি কনফার্ম হবে।

প্রশিক্ষণ শুরু করতে হয় কিভাবে?

প্রশিক্ষণ শুরুর পূর্বে প্রথমেই আপনাকে একটি ইমেল ইনভাইটেশন একসেপ্ট করতে হবে। আপনি এই চাকরিতে আবেদন করার সময় অনলাইন ফরমে যে জিমেইল ঠিকানা জমা দিয়েছিলেন ঐ ইমেলে অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ একটি ইমেল ইনভাইটেশন পাঠিয়েছে। প্রাইমারি ইনবক্সে ইমেলটি না পেয়ে থাকলে স্প্যামসহ অন্য সকল ইমেল ইনবক্স চেক করে ইমেলটি খুঁজে বের করে ইনভাইটেশনটি একসেপ্ট করুন। ইনভাইটেশন একসেপ্ট করার সময় ডিসপ্লে নেম হিসেবে ইংরেজি হরফে আপনার জব আইডি ও এক ওয়ার্ডে আপনার নাম দেবেন। যেমন, 25420 Kawser (আপনার জব আইডি নম্বর কত সেটা আপনার মোবাইল নম্বরে এসএমএস করে দেওয়া হয়েছে)। ইনভাইটেশন একসেপ্ট করার সময় যদি ডিসপ্লে নেম সংযুক্ত করার অপশন না আসে, তাহলে ইনভাইটেশন একসেপ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই লিংকে গিয়ে ডিসপ্লে নেম যুক্ত করে দেবেন।

ইমেল ইনভাইটেশন কেন একসেপ্ট করা লাগলো?

ইমেল ইনভাইটেশন একসেপ্ট করার মাধ্যমে অর্ডিনারি আইটির ওয়েবসাইটে আপনার একটি একাউন্ট খোলা হয়ে গেল। এটাই সেই একাউন্ট যেখানে প্রশিক্ষণ শেষে আপনাকে টেস্ট ওয়ার্ক জমা দিতে হবে। যদি ইতোমধ্যে আপনার ব্লগ অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অর্ডিনারি আইটির ইমেল ইনভাইটেশন একসেপ্ট করার পর অর্ডিনারি আইটির ব্লগ সিলেক্ট করে নিয়ে সেখানে কোর্সের প্র্যাকটিস করবেন ও টেস্ট ওয়ার্ক জমা দেবেন। কোর্সের প্র্যাকটিস ও টেস্ট ওয়ার্ক জমা দেওয়ার জন্য প্রতিবার সেই ইমেল থেকে লগইন করবেন যে ইমেল অর্ডিনারি আইটির আবেদন ফরমে জমা দিয়েছিলেন।

অর্ডিনারি আইটিতে পোস্ট জমা দেওয়ার পদ্ধতি ও নিয়মাবলি

প্রতিবার পোস্ট লিখে জমা দেওয়ার জন্য অর্ডিনারি আইটির মূল ওয়েবসাইটে গিয়ে বামপাশের মেন্যুবার থেকে "নতুন পোস্ট লিখুন" সেকশনে ক্লিক করে কাজ করতে হবে। পোস্ট লিখা ও পোস্ট ফরম্যাটিং করার নিয়ম নীতিমালাগুলো নিচে দেওয়া হলোঃ
  1. বাংলা পোস্ট রাইটারদের ক্ষেত্রে প্রতিটি পোস্টের লিখার ভাষা হবে "চলিত বাংলা" ভাষা। বিশেষ প্রয়োজনে বিশেষ কারণ ছাড়া ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  2. পোস্টের টাইটেল বা শিরোনাম ০৭ থেকে ১০ শব্দের মধ্যে হতে হবে।
  3. বিশেষ প্রয়োজনে এগুলো (?, !, - বা |) ছাড়া টাইটেলে স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার করা নিষিদ্ধ।
  4. পোস্টের পার্মালিংক ইংলিশ কিওয়ার্ডে ০১ থেকে ০২ শব্দের মধ্যে লিখতে হবে।
  5. প্রত্যেকটি পোস্ট তথ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ধর্মীয়, সমকালীন তথ্য বা লাইফস্টাইল বিষয়ক হতে হবে।
  6. সারাবছর গুগলে/ফেসবুকে/ইউটিউবে সার্চ হয় এই টাইপের পোস্ট লিখতে হবে।
  7. ইভেন্ট বা অকেশন ভিত্তিক পোস্টের ক্ষেত্রে উক্ত ইভেন্টের অন্তত ৩০ দিন আগে জমা দিতে হবে।
  8. আপডেটেড নয় এবং কারো কোনো তেমন কাজে আসে না বা জনসাধারণের আগ্রহ তেমন নেই এমন টপিকে কোনো পোস্ট লিখে জমা দেওয়া যাবে না।
  9. প্রতিটি পোস্টে টাইটেলের পর একটি ভূমিকা বাটন যুক্ত করে ঠিক তারপর থেকে ২/৩ লাইনের একটি ভূমিকা লিখতে হবে। তারপর ফিচার ইমেজ নিজে তৈরি করে আপলোড করতে হবে। ফিচার ইমেজের পর ২/১ লাইন ভূমিকা লিখতে হবে। এরপর পেজসূচিপত্র তৈরি করতে হবে যাতে সর্বনিম্ন ১০টি প্রয়োজনীয় সূচি থাকবে। তারপর পুরো পোস্ট হেডার টাইটেল যুক্ত করাসহ প্যারা প্যারা করে লিখতে হবে। কোনো পোস্টে সর্বনিম্ন ১৫টি হেডিংযুক্ত প্যারা ও একটি প্যারার দুটি অংশের মাঝে একটি করে অন্তত ০৩টি আরো পড়ুন সেকশন থাকতে হবে। প্রতিটি পোস্টের শেষে উপসংহার, শেষ বক্তব্য বা লেখকের উক্ত পোস্ট সম্পর্কে নিজস্ব ভালমন্দ ব্যাখ্যা থাকতে হবে। পোস্ট লিখার শেষে একটি স্পেস দিয়ে ইংরেজিতে নিজের জব আইডি লিখতে হবে।
  10. প্রতিটি পোস্টে ফিচার ইমেজ ইউনিকোড ফরম্যাটে HD কোয়ালিটির হতে হবে এবং ইমেজ সাইজ 60KB এর মধ্যে সীমাবদ্ধ হতে হবে। সর্বনিম্ন width ৯০০ পিক্সেল হতে হবে। ফিচার ইমেজের মধ্যে মার্জিন এরিয়ার বামপাশে ছবি ও ডানপাশে চার লাইনে রেক্টেঙেল ফরম্যাটে টেক্সট রাখতে হবে, যা রাইট অ্যালাইনমেন্টে থাকবে। ইমেজ ব্যবহারের ক্ষেত্রে অহেতুক যৌন উত্তেজনাপূর্ণ অশ্লীল ছবি কিংবা গ্রাফিক ভায়োলেন্স যুক্ত ইমেজ ব্যবহার নিষিদ্ধ। গুগল সার্চ দিয়ে বা অন্য কারো ফটো পোস্টে ব্যবহারের ক্ষেত্রে ক্রিয়েটিভ কমনস ইমেজ ব্যবহার করতে হবে। কমার্শিয়াল ইমেজ ব্যবহারের ক্ষেত্রে তা মডিফাই করে নিতে হবে। পোস্টের মধ্যে সকল ছবি আপলোড করার পূর্বে সবগুলো ছবির ফাইল নেম বিভিন্ন ফোকাস কিওয়ার্ড দিয়ে রিনেম করতে হবে। (ফটোশপে বাংলা লেখার নিয়মের ভিডিও) [সোর্সঃ ১সোর্সঃ ২সোর্সঃ ৩সোর্সঃ ৪সোর্সঃ ৫] [PicsArtPhotoshop]
  11. কন্টেন্ট ম্যানেজার কর্তৃক টাস্ক অ্যাসাইন করা হলে নিজ কাজ স্থগিত রেখে আগে অ্যাসাইনকৃত টাস্ক জমা দিতে হবে।
  12. অর্ডিনারি আইটির প্রতিটি পোস্ট এক্সক্লুসিভ হতে হবে। (এক্সক্লুসিভ অর্থ হলোঃ পূর্বে অন্য কোথাও প্রকাশিত কোনো পোস্ট অর্ডিনারি আইটিতে সাবমিট করা যাবে না এবং অর্ডিনারি আইটিতে আপনার সাবমিট করা কোন পোস্ট পরে ডিলিট বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না)
  13. ইংরেজি ভিডিও বা ব্লগ থেকে অনুবাদ করে লিখার ক্ষেত্রে ভুলেও মেশিন ট্রান্সলেট করা যাবে না। সম্পূর্ণ বিষয়বস্তু পড়ে বা দেখে নিজের ভাষায় সোর্স লিংকের সবকিছুই ভাবানুবাদ করতে হবে। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনে আপনার ধারণা থাকা আবশ্যক।
  14. অন্যের প্রকাশিত লেখা কপি করে পোস্ট করা নিষিদ্ধ। লিখার ফরম্যাটিং বা আইডিয়া কপি করে নিজের মত করে ভাবানুবাদ করা যাবে। যেসব বিষয়ে অলরেডি বিভিন্ন বাংলা ব্লগে জনপ্রিয় আর্টিকেল আছে ঐ একই বিষয়ে একই তথ্যসহ দ্বিতীয় বার লিখা কপি করার মত, তাই তা নিষিদ্ধ। তবে নতুন তথ্য সমৃদ্ধ উক্ত বিষয়ের পোস্ট গ্রহণযোগ্য। কন্টেন্ট আইডি নেওয়ার ক্ষেত্রে কয়েকটা সাইট থেকে তথ্য নিতে হবে, বেটার পোস্টই কেবল এক্সেপ্টেবল হবে।
  15. কন্টেন্ট ম্যানেজার কর্তৃক টাস্ক অ্যাসাইন না করা হলে নীতিমালা মেনে ইচ্ছেমত বিষয়ে পোস্ট লিখে সময়মত নিয়মানুযায়ী সাবমিট করতে হবে। এক্ষেত্রে, অর্ডিনারি আইটিতে প্রকাশিত বা অন্য কেউ লিখছে এমন হুবহু বিষয়ে পোস্ট লিখা যাবে না।
  16. প্রত্যেকটি পোস্ট ভালমত ফরম্যাটিং করতে হবে। অগোছালো, ফন্ট সাইজ ছোট/বড়, বিভিন্ন ফন্টের, অনেক কালারযুক্ত করা পোস্ট গ্রহণযোগ্য নয়।
  17. নিজের আইডিয়া থেকে কোন পোস্ট জমা দেওয়ার ক্ষেত্রে জেনারেল রাইটার ডকে বিষয়বস্তু সম্পর্কে সঠিক ফরম্যাটে জানাতে হবে।
  18. পোস্টে ভুল বানান অগ্রহণযোগ্য। সঠিক বাংলা বানানের নিয়ম দেখুন ও বানানের অ্যাপ ডাউনলোড করে নিন।
  19. যেসব ছবি চুরি করে অন্য কেউ সহজেই নিজের বলে ব্যবহার করতে পারে সেগুলোতে "অর্ডিনারি আইটি" লেখাযুক্ত জলছাপ ব্যবহার করতে হবে। উদাহরণ দেখতে এখানে ক্লিক করুন।
  20. ছবির ভেতরের টেক্সটে ও ছবির ফাইল নামে সাল লেখা যাবে না।
  21. প্রতিটি পোস্টে সর্বনিম্ন ১২০০ শব্দ থাকতে হবে। [উল্লেখ্য: “আমি বাংলা লিখি” এখানে ‘৩’টি শব্দ আছে] ফ্রি ওয়ার্ড কাউন্টারের লিংক
  22. টিউটোরিয়াল বা সফটওয়্যার/অ্যাপ রিভিউ জাতীয় পোস্টের ক্ষেত্রে সকল স্টেপের স্ক্রিনশট নিজেকে নিয়ে তারপর পোস্টে ব্যবহার করতে হবে। অন্যের স্ক্রিনশর্ট ব্যবহার করা যাবে না। টিউটোরিয়াল বা সফটওয়্যার রিভিউ দেয়ার পূর্বে নিজে ব্যবহার করে রিভিউ দিতে হবে। অন্যের রিভিউ কপি করা নিষিদ্ধ।
  23. স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে "স্ক্রিনশট থেকে অপ্রয়োজনীয় অংশ" বাদ দিতে হবে।
  24. মেইন ফোকাস কিওয়ার্ড প্রতিটি পোস্টে নূন্যতম ১০ বার প্রাসঙ্গিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং আরো ০৫ বার মডিফাই করে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। অন্যান্য সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ডগুলো অন্তত ০২ বার প্রাসঙ্গিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং আরো ০১ বার মডিফাই করে ব্যবহার করতে হবে। প্রতিটি পোস্টে অন্তন্ত ০১ টি প্রাইমারি মেইন ফোকাস কিওয়ার্ড ও ০৫ টি লংটেইল ফোকাস কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে। ভূমিকাতে অন্তত প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে অন্তত ৩ট ফোকাস কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে।
  25. প্রতিটি পোস্টের টাইটেলের শুরুতে এবং ভূমিকার শুরুতে ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। ফিচারের ইমেজের মধ্যের টেক্সটেও ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। প্রতিটি প্যারাগ্রাফ হেডিং, প্যারার মধ্যে, সূচিপত্রের মধ্যেও ফোকাস কিওয়ার্ড রাখতে হবে।
  26. ডাউনোড বাটন বা কোনো পেজ লিংকিং বাটন, অন্যান্য পোস্টের (আরো পড়ুন সেকশন) ব্যাকলিংকিং করতে হবে ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী। অর্ডিনারি আইটির সকল পোস্ট/পেজের লিংক ডুফলো ম্যাথডে রাখতে হবে। এছাড়া অন্য সাইটের লিংক টেক্সট ফরমেটে রাখতে হবে। ক্ষেত্রে বিশেষে অন্য সাইটের গুরুত্বপূর্ণ লিংকগুলো নোফলো ম্যাথডে লিংকিং করা যাবে। পোস্টের ভেতরে লিংক সংযুক্তিঃ সকল এক্সটার্নাল লিংক no follow এবং সকল ইন্টার্নাল লিংক do follow হিসেবে সংযুক্ত করতে হবে।
  27. পোস্টের কোথাও নিজের নাম, সাইট লিংক, সোশ্যাল প্রফাইলের লিংক শেয়ার করা নিষিদ্ধ। এমনকি উদ্দেশ্যমূলক অন্য কোন কিছুর মার্কেটিংও করাও নিষিদ্ধ। তবে অর্ডিনারি আইটির বিভিন্ন সার্ভিস, প্যাকেজ, কোর্স প্রাসঙ্গিকভাবে যে কোনো পোস্টে মার্কেটিং করা যাবে। সেই সাথে যেসব পোস্টে অর্ডিনারি আইটির বিভিন্ন সার্ভিস, প্যাকেজ, কোর্স প্রাসঙ্গিকভাবে মার্কেটিং করা যাবে, সেসব পোস্টে মার্কেটিং না করলে তা গ্রহণযোগ্য হবে না।
  28. পোস্টে ব্যবহ্নত সকল কন্টেন্ট সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে হবে।
  29. পোস্টে ব্যবহ্নত কাজের ধারা, কোন ধরনের লিস্ট, বিভিন্ন আইটেমের লিস্ট অবশ্যই বুলেট ব্যবহার করে ফরমেটিং করতে হবে। প্রতিটা পোস্ট লিস্টিং টেকনিকে লিখার চেষ্টা করতে হবে। একটি লিস্টিং দুইবার ব্যবহার করতে হবে। প্রথমে সব তালিকা সূচিপত্রের মত করে এবং পরে প্রতিটার ব্যাখ্যা করতে হবে।
  30. পোস্টে যদি এমন কোনো সার্ভিস বা সেবার কথা উল্লেখ থাকে যা দেখা বা ডাউনলোড করার জন্য অন্য সাইটে যেতে হবে তাহলে উক্ত সাইটে থাকা সেই সার্ভিস বা সেবার নো ফলো লিংক যুক্ত হবে পোস্টের মধ্যে।
  31. পোস্টে কোন ধরনের কালার ব্যবহার করা যাবে না। ডিফল্ট কালারেই পোস্ট করতে হবে।
  32. অর্ডিনারি আইটির মূল সাইটে (যে কারো দ্বারা নতুন) পোস্ট পাবলিশ হবার পর সেটি ফেসবুক, টুইটার, লিংকডইনসহ নিজের সকল সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে হবে।
  33. গুগলের কন্টেন্ট নীতিমালা মেনে প্রতিটি পোস্ট লিখতে হবে।
  34. মৌলিক তথ্য যুক্ত করার ক্ষেত্রে কপি না করে একচেঞ্জ করে লিখতে হবে।
  35. কোন ব্যক্তি, জাতি, গোষ্ঠি, প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোন পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচলিত আইন ভঙ্গ করে এমন পোস্টের জন্য শুধুমাত্র লেখক নিজে দায়ি থাকবে, এরজন্য অর্ডিনারি আইটির মালিকগণ দায়ি থাকবে না।

যে কোন সমস্যায় যোগাযোগের ক্ষেত্রে

যে কোন সমস্যায় যোগাযোগের ক্ষেত্রে এই লিংকে গিয়ে কন্টেন্ট ম্যানেজারকে ম্যাসেজ দিতে হবে। প্রতিবার ম্যাসেজ দেওয়ার সময় ইংরেজিতে আপনার জব আইডি যুক্ত করে ম্যাসেজ দেবেন। ম্যাসেজ দেওয়ার সময় হচ্ছে, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ০৯টা থেকে রাত ০৮টা পর্যন্ত।