OrdinaryITPostAd

বাংলা ইংরেজি আরবি মাসের কত তারিখ আজ 2022 - আরবি ক্যালেন্ডার ২০২২

২০২২ সালের আরবি ক্যালেন্ডার বা আরবি ক্যালেন্ডার 2022 আজকাল সবারই জানা প্রয়োজন। তাই আপনি কি হিজরি ক্যালেন্ডার ২০২২ বা হিজরি তারিখ আজকের বা আজ আরবি কত তারিখ ২০২২ সালের তা জানতে চাচ্ছেন?


তাই চলুন দেরি না করে দেখে আসি আজ আরবি মাসের কত তারিখ জানতে চাই আর জেনে নিই আজকে চন্দ্র মাসের কত তারিখ ২০২২। সৌদি আরবের সাথে মিল রেখে নিচের আরবি ক্যালেন্ডার ২০২২ তৈরি করা হয়েছে।

আরবি ক্যালেন্ডার ২০২২ | আরবী মাস সমূহ | আরবি ক্যালেন্ডার ২০২২ আজকের তারিখ

বাংলা বা ইংরেজি সাল বা বছরের মত আরবি সাল বা ক্যালেন্ডারও আমাদের জন্য অনেক তাৎপর্য পূর্ণ ভূমিকা রাখে। আরবি বছর মোট বারোটি মাসের সমষ্টি নিয়ে গঠিত হয়। মাস সমূহ হলো-
আরো পড়ুনঃ আরবি মাসের কত তারিখ আজ ২০২২ লাইভ দেখুন, আরবি ক্যালেন্ডার ২০২২ আজকের তারিখ।
১. মুহররম (Muharrom)
২. সফর (Safar)
৩. রবিউল আউয়াল (Robiul Awal)    
৪. রবিউস সানি (Rabius Sani)
৫. জমাদিউল আউয়াল (Jamadiul Awal)
৬. জমাদিউস সানি (Jamadius Sani)   
৭. রজব (Rajab)
৮. শাবান (Shaban)   
৯. রমজান (Ramjan)
১০. শওয়াল (Shawal)
১১. জিলক্বদ (Jelkad)
১২. জিলহজ্জ (Jilhaj)

হিজরি ক্যালেন্ডার ২০২২ | আরবি মাসের কত তারিখ আজ


প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ২০২২ সালের আরবি ক্যালেন্ডার রাখা এবং চন্দ্র মাসের ক্যালেন্ডার ২০২২ এর যাবতীয় তথ্য জেনে নিজ ধর্ম পালন করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ এই ক্যালেন্ডার দেখেই মুসলিম বিশ্ব তাদের বিভিন্ন ইসলামিক দিবসে ইবাদত করে থাকে। আবার এই আরবি ক্যালেন্ডার ২০২২ মেনেই বিভিন্ন ঈদ আর উৎসব পুরো মুসলিম জাতি পালন করে থাকে তাই এই ২০২২ সালের আরবি ক্যালেন্ডার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হিজরি ক্যালেন্ডার ২০২২ | আজকের তারিখ আরবি ২০২২ | হিজরি তারিখ আজকের

বর্তমানে আরবি শাবান মাস চলমান এবং প্রায় শেষের দিকে, অন্যদিকে আর একদিন পরে পবিত্র মাহে রমজানের আগমন। ইংরেজি মতে এখন ইংরেজি এপ্রিল মাস এবং বাংলা ১৪২৭ বঙ্গাব্দ আর একদিন পরেই বাংলা নববর্ষের সূচনা হতে চলেছে। চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক আজকের তারিখ আরবি ২০২২ | আরবি মাসের কত তারিখ আজ এর পূর্ণাঙ্গ বিবরণ-

রমজান মাস, ১৪৪২ হিজরি | এপ্রিল, ২০২২ | আরবি ক্যালেন্ডার 2022 | আজকের আরবি তারিখ ২০২২

রমজান মাস বা পবিত্র মাহে রমজান আরবী মাস সমূহের মধ্যে উত্তম একটি মাস। রমযান শব্দের মূল অর্থ হচ্ছে জ্বলানো পোড়নো যেহেতু এই মাসে মোমিনের গুনাহে সমূহ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় তাই এ মাসের রোজা রাখা অতি উত্তম একটি ইবাদত। এই একটি মাস আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রতিটি সক্ষম মুসলিম নর-নারীর উপর রোজা রাখাকে ফরজ করেছেন।

শওয়াল মাস, ১৪৪২ হিজরি | মে, ২০২২ | আরবি ক্যালেন্ডার ২০২২ | আরবি ক্যালেন্ডার ২০২২ আজকের তারিখ

শাওয়াল শব্দটি শাওল ধাতু হতে নির্গত অর্থ বাইরে গমন করা বা ভ্রমণ করা। সেসময়ে এই সময়কালে আরব বাসীরা নিজ ঘরবাড়ী ত্যাগ করে ভ্রমণে যেত। তাই এর নামকরণ করা হয় শাওয়াল। শাওয়াল অন্যান্য মাসে মতোই আরবী একটি মাস যার গুরুত্ব অনেক। শাওয়াল মাসের কত তারিখ আজ দেখে নিন। এমাসে চাঁদের উপর ৬টি রোজা করা হয় যার ফজিলত অনেক।


জিলক্বদ মাস, ১৪৪২ হিজরি | জুন, ২০২২ | আরবি ক্যালেন্ডার 2022 | আরবি মাসের ক্যালেন্ডার ২০২২

জি অর্থ ওয়ালা আর ’কাদাহ’ অর্থ বসা যেহেতু এ মাসটি সম্মানিত মাসের একটি, আরবগণ এখানে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে বাড়ীতে বসে থাকত। এমাস কে শান্তির মাসও বলা হয়। কেননা এই সময়কালে কোন রক্তপাত দেখা যেত না। সেই থেকে এই সময়কাল কে জিলক্বদ মাস বলে অভিহিত করা হয়। তবে ক্ষেত্র বিশেষে আক্রান্ত হলে নিজেকে রক্ষা করা জায়েজ ছিল। জিলকদ মাসের কত তারিখ আজ এবং জিলকদ মাসের ক্যালেন্ডার নিচে রয়েছে দেখুন। জিলকদ মাস ২০২২ ও আজ জিলকদ মাসের কত তারিখ এবং জিলকদ মাস ২০২২ ক্যালেন্ডার দেখে নিন। আজকে জিলকদ মাসের কত তারিখ জানুন।

জিলহজ্জ মাস, ১৪৪২ হিজরি | জুলাই, ২০২২ | আরবি ক্যালেন্ডার ২০২২ | আরবি মাসের ক্যালেন্ডার ২০২২

জ্বিলহজ্জ মাসের ১০ তারিখ কোন দিন বা ঈদুল আজহা ২০২২ কত তারিখে এবং কোরবানির ঈদ কত তারিখে 2022 তা দেখুন এই লিংকে ক্লিক করে।
জুমাদা সম্ভবত এই শব্দটি হাজ্জাহ হতে নেওয়া হয়েছে। অর্থ একবার হজ্ব করা অথবা শব্দটি হিজ্ব হতে নেওয়া হয়েছে। অর্থ- বৎসর। যেহেতু এই মাস বৎসরের শেষাংশে আসে এবং এর দ্বারাই পূর্ণ বৎসরের সমপ্তি ঘটে তাই এই মাসের নামকরণ করা হল যিলহিজ্জাহ। 

জিলহজ্জ মাসের ১০ তারিখ ২০২২ সালের জুলাই মাসের ২১ তারিখে (সাম্ভাব্য)। যারা জানতে চান জিলহজ মাসের কত তারিখ ঈদ? উত্তর হচ্ছে জিলহজ্জ মাসের ১০ তারিখ ঈদ। কোরবানির ঈদ কবে ২০২২? ২০২২ সালের কোরবানির ঈদ জুলাই মাসের ১৯ তারিখ থেকে ২৩ তারিখের মধ্যে হবে। ২০২২ সালের কোরবানির ঈদ কত তারিখে হবে এবং কোরবানির ঈদ কত তারিখে 2022 যারা এসব প্রশ্ন করেন তারা নিশ্চয় উত্তর পেয়েছেন।
সূত্রঃ- তফসিরে ইবনে কাছির তওবা (৩৬) 

২০২২ সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার 2022

অর্থাৎ, ধর্মপ্রাণ মুসলিম এবং যারা আর্থিকভাবে যোগ্য ও স্বচ্ছল আর যাদের উপর হজ্জ ফরজ হয়েছে তাদের হজ্জের উদ্দেশ্যে এবং বায়তুল্লাহ তাওয়াফের জন্য এই মাসে তাদের তাওয়াফের জন্য যেতে হবে। সেখানে একমাস অবস্থান করে হজ্জের যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে হবে। জিলহজ্জ মাসের কত তারিখ আজকে তা নিচের ক্যালেন্ডারে দেখে নিন। জিলহজ্জ মাসের কত তারিখ আজ এবং জিলহজ্জ মাসের ক্যালেন্ডার নিচে রয়েছে দেখুন। জিলহজ্জ মাস ২০২২ ও আজ জিলহজ্জ মাসের কত তারিখ এবং জিলহজ্জ মাস ২০২২ ক্যালেন্ডার দেখে নিন। আজকে জিলহজ মাসের কত তারিখ জানুন।

মুহররম মাস, ১৪৪৩ হিজরি | আগস্ট, ২০২২ | আরবি ক্যালেন্ডার ২০২২ | আরবি মাসের ক্যালেন্ডার ২০২২

মুর্হরমুল হারাম অর্থাৎ নিষিদ্ধতম। পূর্বে জাহেলীয়াতের যুগে এই মাসে কোন প্রকারের যুদ্ধ বিগ্রহও রক্তপাত করা হারাম ও অবৈধ ছিল বলে এই মাসকে মুর্হরমুল হারাম নামকরণ করা হয়েছে। তাই এ মাসে সবাই খুব নিশ্চিন্তে এবং শান্তিতে চলাফেরা করতে পারত। মহরম কত তারিখে ২০২২ - দেখুন মহরম কত তারিখে হবে.

হিজরি ক্যালেন্ডার 2022 | হিজরী ক্যালেন্ডার ২০২২ আজকের তারিখ

এটি আরবি বছরের প্রথম মাস হিসেবে বিবেচিত। এই মাসে পৃথিবী সৃষ্টি করা হয়েছে আবার এই মাসেই পৃথিবী ধ্বংস করা হবে। এমাসেই কারবালার প্রান্তরে হাসান হোসাইন শহীদ হন এরকম আরো অনেক উল্ল্যেখযোগ্য ঘটনা এই মাসে ঘটে থাকে। মহররম মাসের কত তারিখ আজ বা আজ আরবি মহরম মাসের কত তারিখ ২০২২ দেখে নিন।

সফর মাস, ১৪৪৩ হিজরি | সেপ্টেম্বর, ২০২২ | আরবি ক্যালেন্ডার ২০২২ | আরবি মাসের ক্যালেন্ডার 2022

সফর শব্দটি সিফর হতে আগত এর অর্থ শূন্য হওয়া, জাহেলিয়াতের যুগে সফর মাসে লোকেরা যুদ্ধের জন্য বের হয়ে গেলে ঘর শূন্য হয়ে যেত সফর মাসের নাম সফর রাখা হয়েছে। এদিকে এই মাস কে মূলত যুদ্ধ বিগ্রহের মাস বলে ধরে নেওয়া হতো। তাই এ ইসলামের ইতিহাসে এই মাসের গুরুত্ব অনেক।



রবিউল আউয়াল মাস ২০২২, ১৪৪৩ হিজরি | অক্টোবর, ২০২২ | আরবি ক্যালেন্ডার ২০২২ | আরবি মাসের ক্যালেন্ডার ২০২২

রবিউল আউয়াল মাস ২০২২ এই মাসের নামকরণ কালে হিসাব মোতাবেক তখন ফসলে রবি কাল চলছিল। অর্থাৎ সেসময় বসন্তকালের শুরু হয় তাই তার নামকরণ হয়েছে রবিউল আওয়াল। এটি ঋতু কাল হিসেবে অনেক উওত্তম একটি সময়। আবার এসময় প্রকৃতিতে বিরাজ করত এক সুন্দর নির্মলতা যার জন্য আবহাওয়া থাকত সদা সৌন্দর্যমণ্ডিত। এজন্য ইসলামের ইতিহাসে এটি একটি উত্তম মাস হিসেবে গণ্য করা হয়। আজ রবিউল আউয়াল মাসের কত তারিখ বা আজ রবিউল আউয়াল মাসের কত তারিখ তা নিচের ছবিতে দেখুন।

রবিউস সানি মাস, ১৪৪৩ হিজরি | নভেম্বর, ২০২২ | হিজরী ক্যালেন্ডার ২০২২ আজকের তারিখ | আরবি মাসের ক্যালেন্ডার ২০২২

তার নামকরণ কালে বসন্তের শেষার্ধে পড়ার কারণে রবিউস সানি নাম রাখা হয়। যার মানে মূলত শেষ বসন্ত হওয়ার কারণে এই নাম রাখা হয়েছে। মূলত বসন্তের বিদায় সময়ে বোঝানোর জন্য এই মাসের নাম রবিউস সানি রাখা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে পরিচিত।

জমাদিউল আউয়াল মাস, ১৪৪৩ হিজরি | ডিসেম্বর, ২০২২ | আরবি ক্যালেন্ডার ২০২২ | আরবি মাসের ক্যালেন্ডার 2022

জুমাদা শব্দটি এসেছে জুমূদ হতে যার অর্থ জমে যাওয়া বা স্থবির হওয়া। যখন এই মাসের নাম রাখা হয় তখন সর্দির মৌসুম আরম্ভ হয়, কেননা সর্দির অর্থাৎ ঠান্ডার কারণে প্রায় জিনিস জমে যায়। এইজন্য এই মাসের নাম এই নামে হলো। আমাদের দেশের প্রেক্ষাপটেও এই অবস্থা মিলে যায়। একদিকে ঠান্ডার প্রাদুর্ভাব অন্যদিকে এই সময় প্রায় ই ঋতু পরিবর্তনের কারণে মানুষজনের প্রায়ই ঠান্ডার সমস্যা দেখা যায়।

2022 সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২

যার জন্য এই সময়কালকে আবহাওয়ার প্রকৃতির অনুরূপে নামকরণ করা হয়েছে জমাদিউল আউয়াল বা জমে যাওয়া বা স্থবির হওয়ার মাস বলে।



এই ছিল মোটামোটি ভাবে 2022 সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২ সালের। আপনারা আপনাদের প্রয়োজনীয় হিজরি ক্যালেন্ডার ২০২২ বা হিজরি তারিখ আজকের জেনে নিতে আমাদের পোস্টটি দেখতে থাকুন। আমাদের পোস্টটিতে আপনারা পেয়ে যাবেন আজ আরবি কত তারিখ ২০২২ বা আরবি মাসের ক্যালেন্ডার ২০২২ সুন্দর বিশ্লেষণ সহ।
২০২২ সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২ এর পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুনঃ

আজ আরবি কত তারিখ ২০২২ | আরবি মাসের ক্যালেন্ডার ২০২২ | হিজরি সন সূচনা

ইসলামি বর্ষপঞ্জি বা মুসলিম বর্ষপঞ্জি (আরবি: التقويم الهجري‎‎ at-taqwīm al-hijrī; হিজরি বর্ষপঞ্জি হিসাবেও পরিচিত) একটি চন্দ্রনির্ভর বর্ষপঞ্জি অর্থাৎ চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে এই । বিভিন্ন মুসলিম দেশ এই বর্ষপঞ্জি অনুসরণ করে, আর পৃথিবীব্যাপী মুসলমানগণ অনুসরণ করেন ইসলামের পবিত্র দিনসমূহ উদযাপনের জন্য। আরবি মাসের কত তারিখ আজ ২০২২ লাইভ দেখুন

২০২২ সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২

ইসলাম ধর্মের শেষ বাণীবাহক হযরত মুহাম্মাদ (সঃ) মক্কার বাণী কুরাইশদের দ্বারা নির্যাতিত হয়ে তাঁর জীবনের শংকা থাকায় হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) কে সাথে নিয়ে ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা চলে যান। তার এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে 'হিজরত' হিসেবে আখ্যা দেয়া হয়। নবী মুহাম্মাদ (সঃ) এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরি সাল গণনার সূচনা। আর এই সময় থেকেই আজ পর্যন্ত হিজিরি সাল চলে আসছে। আগামীকাল আরবি মাসের কত তারিখ দেখুন এই লিংকে

arbi date today bangladesh | hijri date today bangladesh | আরবি দিন সময়

স্বাভাবিক ভাবে ইংরেজি মতে রাত ১২ টার পর নতুন একদিন এবং রাত ১১টা ৫৯মিনিটে এসে এই পূর্ণ একদিন সম্পন্ন হয়। অন্যদিকে বাংলা নিয়মে সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যোদয় পর্যন একদিন ধরা হয়। কিন্তু এই নিয়ম আরবি দিন গণনার ক্ষত্রে কিছুটা আলাদা। আরবি মতে সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যাস্তের সময় পর্যন্ত একদিন হিসেবে ধরা হয়। এভাবে এক সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আরবি একদিন ধরা হয়।
 

হিজরি ক্যালেন্ডার 2022 | হিজরি তারিখ আজকের

তবে মাস গণনার ক্ষেত্রে নির্দিষ্ট ভূখন্ডে খালি চোখে অথবা খালি চোখানুগ যন্ত্রপাতির (যেমনঃ দূরবীন, সাধারণ দূরবীক্ষণ যন্ত্র) সহায়তায় চাঁদ দেখার উপর নির্ভর করে। মাসগুলো চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনের হয়। যেই মাসে ২৯ দিন শেষ হলে নতুন মাসের চাঁদ দেখা যায় না, সে মাসে ৩০ দিন পূর্ণ করে মাস শেষ করা হয়। এইভাবে হিজরি তারিখ আজকের | আজ আরবি কত তারিখ ২০২২ এর মতে আরবি মাস গনণা করা হয়। আরবি মাসের কত তারিখ আজ ২০২২ লাইভ দেখুন

আরবি মাসের নামকরণ | ২০২২ সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২

২০২২ সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২ এ আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর সব আরবি নাম। এসব নাম সবই আরবি ভাষায়। আর আরবি ক্যালেন্ডার ২০২২ এর এই মাস সমূহের নামকরণ এর পেছনে কিছু ঐতিহাসিক কারণ আছে। চলুন তাহলে জেনে আসি কিভাবে কোন প্রেক্ষাপটে ২০২২ সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২ এর মাস সমূহের নবামকরণ করা হয়েছে-

arbi date today bangladesh | hijri date today bangladesh | আরবি মাসের ক্যালেন্ডার ২০২২ | আরবি মাসের দিন নির্ণয়

আমরা সাধারণত দেখি যে ইংরেজি বা বাংলা মাসে ৩১, ৩০,২৮ দিন হয় আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় ২৯ দিনও হয়। কিন্তু আরবি মাস সর্বদা ৩০ বা ২৯ এর মধ্যেই সীমাবদ্ধ হয়। এখানে দিনের শুরু হয় সূর্যাস্ত এর সাথে আবার দিন শেষ ও হয় সেই সূর্যাস্তের সাথে সাথেই তাই এখানে কোন লিপিয়ার বা অধিবর্ষ হয় না। নির্দিষ্ট দিনেই প্রতি বছর শুরু এবং শেষ হয়। আরবি মাসের কত তারিখ আজ ২০২২ লাইভ দেখুন

2022 সালের আরবি ক্যালেন্ডার | আরবি ক্যালেন্ডার ২০২২

তবে ইংরেজি আর বাংলা দিনের সাথে দিনের পার্থক্য থাকায় আরবি ক্যালেন্ডার ২০২২ এর ক্ষেত্রে দেখা যায় যে, বছরের হিসাবে আরবী মাস এগিয়ে আসে প্রতি বছর ১০ দিন করে। অর্থাৎ ২০২০ সালের হিসাবে রোজা ২৫ এপ্রিল শুরু হয়েছিল। সেখানে এবারের রোজা ঠিক তার ১০ দিন আগে অর্থাৎ আগামী ১৪ তারিখ দিবাগত রাত বা ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।
আবার আগামী বছর দেখা যাবে যে, এই পরিসংখ্যান আবার আরো ১০ দিন এগিয়ে এসেছে। অর্থাৎ ২০২২ এর রোজা শুরু হবে আবার ১০ দিন পুর্বে মানে ৫ এপ্রিল থেকে। তবে চাঁদ দেখার ক্ষেত্রে ১ দিন আগে বা পরে হতে পারে। কারণ ইসলামের সমস্ত হিসাব চাঁদ দেখার উপর নির্ভরশীল। এভাবে খেয়াল করলে দেখা যাবে যে সব দিবস ই ১০ দিন করে পূর্বের তুলনায় এগিয়ে গেছে।

হিজরি ক্যালেন্ডার ২০২২ | হিজরি তারিখ আজকের | চন্দ্র পঞ্জিকা ২০২২

আজকের আরবি তারিখ ২০২২ বা আরবি ক্যালেন্ডার ২০২২ ক্যালেন্ডার মুসলিমদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের ধর্ম পালনের সব নির্ভর করছে এই হিজরি ক্যালেন্ডার ২০২২ | হিজরি তারিখ আজকের উপর। কম বেশি হলে ইবাদত নষ্টও হতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আগামীকাল আরবি মাসের কত তারিখ দেখুন এই লিংকে

আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২২

এখন জানতে পারবেন আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২২। আজকের লাইভ ইংরেজি ও আরবি তারিখ দেখতে এই লিঙ্কে চাপ দিন। আজকের বাংলা তারিখ 2021 দেখতে এই লিঙ্কে প্রবেশ করুন। 2022 সালের সরকারি ক্যালেন্ডার দেখতে এই লিঙ্কে ঢুকতে পারেন। আশা করছি আজকে আরবি মাসের কত তারিখ ২০২২ বা আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২২ জানতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url