OrdinaryITPostAd

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এইমাত্র পাওয়া NESCO Job Circular 2022

আপনি কি নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বা NESCO job circular 2021 খুঁজছেন? নেসকো জব সার্কুলার ২০২১ বা সম্প্রতি নেস্কো জব নিয়োগ সার্কুলার ২০২১ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের পদ যেমন- nesco job circular 2021 assistant manager, nesco job circular assistant engineer, nesco job circular junior assistant manager, nesco job circular 2021 sub-assistant engineer ইত্যাদি পদসমূহে আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।


নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ হচ্ছে এখন নিজ ক্যারিয়ার গড়ার অন্যতম একটি প্রতিষ্ঠান বলে নেস্কো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর জন্য অনেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই আপনি আমাদের আজকের পোস্টে ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১সহ নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্ন বা nesco job question, nesco job application সমূহ পাবেন।

এছাড়া কিভাবে nesco job openings বা নেসকোর career nesco gov bd ওয়েবসাইটে কিভাবে জবের জন্য আবেদন করতে পারবেন তাঁর সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য আমরা তুলে ধরব। চলুন দেরী না করে দেখে নেওয়া যাক nesco job circular 2021.

nesco job circular 2021 - নেসকো জব সার্কুলার ২০২১ - নেস্কো নিয়োগ বিজ্ঞপ্তি - নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

NESCO বা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড মূলত বাংলাদেশের উত্তরবঙ্গের বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত বিদ্যুৎ বিতরণ কোম্পানি। এটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। NESCO'র হেড অফিস রাজশাহী জেলার হেতেমখাঁতে অবস্থিত। এটি মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রতি বছরই নতুন নেস্কো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়।

১৯৯৪ সালে প্রকাশিত পাবলিক লিমিটেড কোম্পানি আইনের অধীনে নেস্কো ২০০৫ সালের আগস্ট মাসে একটি স্বতন্ত্র বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। পূর্ব নাম ছিল নওজোপাডিকো নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। পরবর্তীতে ২০১৬ সালে পহেলা আগস্ট বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয় এবং পহেলা অক্টোবর থেকে সম্পূর্ণ রাজশাহী জোন এবং রংপুর জোনের মোট ১৬ টি জেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য নিয়োজিত হয়। তখন থেকে নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে লোক নেওয়া শুরু করে।

পরবর্তীতে ২০১৭ সালে এই কোম্পানির নাম পরিবর্তন করা হয় এবং রাখা হয় না নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। বর্তমানে NESCO কোম্পানি থেকে রংপুর এবং রাজশাহী বিভাগের জন্য ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - nesco job circular 2021 assistant manager - nesco job circular sub-assistant engineer - নেস্কো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

গত ৬ জুলাই, ২০২১ তারিখে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর আওতায় তাদের প্রতিষ্ঠানের জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থানীয় বা বৈধ নাগরিকগণ কে তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদনের জন্য আহ্বান করেছে। এই চাহিদার ভিত্তিতে তারা নির্দিষ্ট পরীক্ষা এবং যাচাই- বাছাই করে জনবল নিয়োগ দেবে। এই ভিত্তিতে নিম্নোক্ত পদ সমূহের তালিকা প্রকাশিত হয়েছে-

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 assistant engineer

১. পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering) অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (Electrical and Electronics Engineering) বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে।
পদসংখ্যাঃ ১২ (বারো) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৭তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৫১,০০০/- (একান্ন হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নর্দান ইলেক্ট্রিসিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 assistant engineer

২. পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (সিভিল)
শিক্ষাগত যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং (Cvili Engineering) বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে।
পদসংখ্যাঃ ২ (দুই) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৭তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৫১,০০০/- (একান্ন হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 assistant manager

৩.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ আর অথবা এডমিন)
শিক্ষাগত যোগ্যতাঃ ম্যানেজমেন্ট (Management) অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (Public Administration) অথবা এমবিএ (MBA) (এইচআরএম; HRM বা ম্যানেজমেন্ট; Managemen) বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা মনস্টার্স ডিগ্রী কমপ্লিট থাকতে হবে।
পদসংখ্যাঃ ২ (দুই) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৭তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৫১,০০০/- (একান্ন হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেস্কো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 assistant manager

৪.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স অথবা একাউন্টস)
শিক্ষাগত যোগ্যতাঃ একাউন্টিং (Accounting) অথবা অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (Accounting & Information System) অথবা ফিন্যান্স (Finace) অথবা ব্যাংকিং (Banking) অথবা এমবিএ (MBA) (একাউন্টিং;Accounting অথবা একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম;Accounting & Information System অথবা ফিন্যান্স;Finance ও ব্যাংকিং;Banking) বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রী কমপ্লিট থাকতে হবে।

উল্লেখ্য যে, যে সমস্ত আবেদনকারীর  ACA / ACMA করা আছে তারা এই পোষ্টের জন্য অগ্রাধিকার পাবেন।
পদসংখ্যাঃ ৩ (তিন) টি। 
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৭তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৫১,০০০/- (একান্ন হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 assistant manager

৫.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি)
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সিএসই (CSE) অথবা আইটি (IT) অথবা ইসিই (ECE) অথবা ইটিই (ETE) অথবা যেকোনো সম্পর্কিত বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রী কমপ্লিট থাকতে হবে।
পদসংখ্যাঃ ১০ (দশ) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৭তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৫১,০০০/- (একান্ন হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 sub assistant engineer

৬.পদের নামঃ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার - ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering) বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
পদসংখ্যাঃ ১৪ (চৌদ্দ) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৮তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 sub assistant engineer

৭.পদের নামঃ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার - ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (সিভিল)
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং (Cvili Engineering) বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
পদসংখ্যাঃ ৪ (চার) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৮তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেসকো জব সার্কুলার ২০২১ - NESCO job circular 2021 junior assistant manager

৮.পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি) (কাস্টমার সার্ভিস, স্মার্ট মিটারিং)
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সিএসই (CSE) অথবা আইটি (IT) অথবা ইসিই (ECE) অথবা ইটিই (ETE) বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
পদসংখ্যাঃ ২৬ (ছাব্বিশ) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৮তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - NESCO job circular 2021 junior assistant manager

৯.পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি) (কাস্টমার সার্ভিস, স্মার্ট মিটারিং)
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সিএসই (CSE) অথবা আইটি (IT) অথবা ইসিই (ECE) অথবা ইটিই (ETE) বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
পদসংখ্যাঃ ২০ (বিশ) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৮তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।

নেসকো জব নিয়োগ সার্কুলার ২০২১ বিজ্ঞপ্তি - NESCO job circular 2021 junior assistant manager

১০.পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স অথবা একাউন্টস)
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা সম্পর্কিত বিষয়ে ব্যাচেলর ডিগ্রী (BCom.) অথবা এমবিএ (MBA) ডিগ্রিধারী হতে হবে।
পদসংখ্যাঃ ৯ (নয়) টি।
বেতন এবং বেতন স্কেলঃ সরকারি নিয়ম অনুযায়ী ৮তম গ্রেডের স্যালারি। বেসিক বেতন ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার টাকা) হতে শুরু।
অনলাইন আবেদনের লিংক ও আবেদনের সময়সীমাঃ এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।


এই ছিল মোট  ১০ টি সেক্টরে ১০২ টি পদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি এবং তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সমূহ। এছাড়া NESCO এই সমস্ত পদের জন্য বেশকিছু ফ্যাসিলিটিজ দিয়ে থাকবে। এগুলো হলো-
১. হাউস রেন্ট
২. ফেস্টিভাল বোনাস
৩. রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড
৪. এনক্যাশমেন্ট অফ আর্নড লীভ
৫. গ্রাচুয়িটি
৬. মেডিকেল অ্যালোয়েন্স
৭. ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স ইত্যাদি।


এই সমস্ত সুবিধাদি নেস্কো তার একজন অধীনস্থ কর্মচারী কে সরবরাহ করবে। তবে এটা উল্লেখ্য যে, চাকরিজীবী ব্যক্তি তার নিজস্ব ইনকাম ট্যাক্স তার নিজেকেই বহন করতে হবে এবং তা অবশ্যই সময়মতো পরিশোধ করতে হবে।

nesco job circular junior assistant manager - নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - nesco job openings - nesco job circular 2021 - নেসকো জব সার্কুলার ২০২১

নেস্কো বা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড জব সার্কুলারে আবেদনকৃত প্রার্থীদের জন্য বেশকিছু শর্ত বা নির্দেশনাবলি দিয়েছে। যে সমস্ত শর্ত না মানলে বা পূরণ করতে না পারলে আপনি আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। সমস্ত শর্ত এবং নির্দেশনা মেনে এখানে আবেদন করতে হবে। চলুন জেনে নিই নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ প্রকাশিত কিছু সাধারণ শর্ত-

  • নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ জুলাই, ২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। তবে যদি কোন নেস্কো তে কর্মরত কোন ব্যক্তি আবেদন করতে চান তবে তার জন্য কোম্পানির সার্ভিস নিয়ম মোতাবেক বয়স গ্রহণযোগ্য হবে।

  • নেস্কো নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক প্রার্থীর যে সমস্ত পরীক্ষায় গ্রেড লেভেল ৫.০০ থাকে সে সমস্ত পরীক্ষায় কমপক্ষে ৩.০০ থাকতে হবে। অন্যদিকে সিজিপিএ বা গ্রেড স্কেল যেখানে ৪.০০ সে সমস্ত পরীক্ষায় অবশ্যই প্রার্থী কে কমপক্ষে সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

    আবার প্রার্থী একাডেমিক কোয়ালিফিকেশন ডিভিশন বা ক্লাস সিস্টেমের হয় তবে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে সেকেন্ড ডিভিশন বা ক্লাস পেতে হবে। তবে কোনোভাবেই প্রার্থীর কোয়ালিফিকেশন তৃতীয় শ্রেণী বা থার্ড ডিভিশন বা সমমানের জিপিএ বা  সিজিপিএ পয়েন্ট গ্রহণযোগ্য হবে না।

  • প্রার্থীকে অবশ্যই দৃঢ় অংশগ্রহণমূলক নেতৃত্বের দক্ষতা বা সক্ষমতা থাকতে হবে।

  • প্রার্থীকে অবশ্যই বাংলা এবং ইংরেজী ভাষায় লিখিত এবং মৌখিকভাবে ওনার সাথে যোগাযোগ করার মত দক্ষতা থাকতে হবে। উল্লেখ্য যে প্রার্থীর কম্পিউটার চালানোর ক্ষেত্রে পারদর্শীতা আবশ্যিক।

  • অসম্পূর্ণ বা ভুল দরখাস্ত এবং সময়সীমা শেষ হওয়ার পরবর্তীতে যে সমস্ত দরখাস্ত পাওয়া যাবে সেগুলো আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

  • কোন প্রকারের প্ররোচনা সরাসরি প্রার্থীর প্রার্থীতা কে অযোগ্য বলে ঘোষণা করবে।

  • নেস্কোর নির্বাচক প্রতিনিধিগণ যেকোনো সময়, যেকোনো মুহূর্তে যে কোন প্রার্থীর আবেদন গ্রহণ করা বা বাতিল করা বা সম্পূর্ণ নিয়োগ পদ্ধতির সময় বৃদ্ধি বা কমানো বা পদসংখ্যা কমানো বাড়ানোর ক্ষেত্রে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।

  • প্রার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য কোন প্রকারের TA অথবা DA প্রদান করা হবে না।

  • একজন পরীক্ষার্থী শুধুমাত্র একটি পোষ্টের জন্য আবেদন করতে পারবেন। একজন পরীক্ষার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

  • যে সমস্ত প্রার্থীগণ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত অথবা পাওয়ার ইউটিলিটি সংস্থায় কর্মরত আছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে আবেদন করতে হবে।

  • পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে পরীক্ষার তারিখ অবশ্যই কোভিড-19 অবস্থা বিবেচনা করে নির্ধারণ করা হবে।


এই সমস্ত শর্তাবলী মেনে আপনাকে নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি বা নেস্কো জব সার্কুলার 2021 আপনি যদি কোয়ালিফাই হয়ে থাকেন তবে নিঃস আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন-ন্দেহে এপ্লাই করতে পারেন। তবে এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে নেস্কো জব সার্কুলার ২০২১ আবেদনের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে? বা কিভাবে nesco job application করা যায়? এখন তাহলে আলোচনা করি কিভাবে আপনি আপনার

NESCO job online application form 2021 - নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - career nesco gov bd - নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত প্রার্থীগণ নেস্কো নিয়োগ পরীক্ষায় আবেদন করার জন্য আগ্রহী তাদেরকে বেশকিছু প্রসিডিউর ফলো করতে হবে। এবং তাদের নির্দেশ মত আবেদন ফরম পূরণ করতে হবে।

নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী আবেদনের নিয়মাবলীঃ

  • আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। তাই প্রার্থী কে অনলাইনের মাধ্যমে নিজের পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং সিগনেচার এর স্ক্যান কপি "Online Application Form" নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

  • অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ১৫ জুলাই, ২০২১ তারিখ রাত ১২.০০টার পর নেসকোর অফিশিয়াল ওয়েবসাইট এ পাওয়া যাবে। এই আবেদন চলবে ১৪ আগস্ট, ২০২১ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

    নেসকো জবের অনলাইন এপ্লিকেশন করতে এখানে চাপ দিন: NESCO Online Application Form

  • যে সমস্ত প্রার্থীগণ উপরে বর্ণিত ১নং পদবী হতে ৫নং পোস্টের জন্য আবেদন করবেন তাদের আবেদন ফি বাবদ ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ৬নং পদবী হতে ১০নং পোস্টের জন্য আবেদন করতে চাইলে ১০০০/- (এক হাজার) টাকা নিম্নোক্ত লিংকে বর্ণিত নিয়ম মোতাবেক পে করতে হবে।

    NESCO job online Application Form 2021 (১৫ জুলাই ২০২১ আগেই ফরম পূরনের চেষ্টা করতে গেলে সাইটে প্রবেশ করতে ব্যার্থ হতে পারেন)

নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্ন 2021 - career nesco gov bd - নেসকো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - nesco job openings 

নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্ন 2021 কেমন হতে পারে তা জানার সুবিধার জন্য নেসকোর বিগত সালের স্যাম্পল প্রশ্ন এবং উত্তর দেওয়া হল-
পরীক্ষাটি হয়েছিল ১৩ ডিসেম্বর, ২০১৯ তারিখে।

১ নং নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর: ঘ) U^2/2g

২ নং নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর: ঘ) 0,1,2

৩ নং নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর: cos-1 (4/√42)

৪ নং নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর: খ) 3/√2

৫ নং নেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর: খ) 1/2In (8/2)

৬ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: প্লাজমা কি? 
উত্তরঃ ইলেকট্রন ও আয়নের মিশ্রণ (প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা (কঠিন, তরল ও বায়বীয়র পর)। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান।)

৭ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: সিটি স্ক্যান এ ব্যবহৃত হয়? 
উত্তরঃ এক্স-রে হবে। 

৮ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশী? 
উত্তরঃ লাল আলো। 

৯ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? 
উত্তরঃ π/1800 rads-1

১০ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ট্রান্সফরমার এ ভোল্টেজ তৈরি হয় যে পদ্ধতিতে? 
উত্তরঃ আবেশন। 

১১ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: বাংলাদেশে যে দিক পরিবর্তী বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক কত মানের? 
উত্তরঃ 50 hz

১২ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? 
উত্তরঃ আকৃতি।

১৩ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ক্রোমাটোগ্রাফি কি? 
উত্তরঃ পৃথকীকরণ পদ্ধতি।

১৪ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? 
উত্তরঃ দুর্গেশনন্দিনী (১৮৬৫)। 

১৫ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: দ্বিকর্মক কোন সমাসের উদাহরণ? 
উত্তরঃ দ্বিগু সমাস।

১৬ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ভাস্কর সন্ধি বিচ্ছেদ কোনটি? 
উত্তরঃ কর।

১৭ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: বিজ্ঞান শব্দের জ্ঞ কোন বর্ণের সমষ্টি? 
উত্তরঃ জ্ + ঞ

১৮ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ? 
উত্তরঃ মুমূর্ষু

১৯ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: শত্রুকে দমন করে যে? 
উত্তরঃ অরিন্দম।

২০ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: He was found —neglect —doing his duty. 
Ans: of, for

২১ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: the pot calling the kettle black idiom meaning? 
Ans: Do not criticize by somebody for a fault that you possess yourself

২২ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: Choose the correct Passive Voice. The teacher made him go outside of the Class. 
Ans: He was made to go outside of the class by the teacher.

২৩ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: Which one is the singular number? 
Ans: News

২৪ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: Choose the correct answer. I said to him, “Who are you and what do you want”? 
Ans: I asked him who he was and what he wanted.

২৫ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: He returned home —a week. 
Ans: after

২৬ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: b এর সকল বাস্তব মানের জন্য x2-2bx-b2=0 সমীকরণের মূল দুটির প্রকৃতি কি? 
উত্তরঃ বাস্তব

২৭ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ২০ শে নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের নাইটহুড পেলেন? 
উত্তরঃ ফজলে হাসান আবেদ

২৮ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: বিশ্বের প্রথম স্মার্ট ফোনের নাম কি? 
উত্তরঃ সিমন

২৯ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: পাট দিয়ে যে জুটন হয় তার নাম কি? 
উত্তরঃ Jutin
 
৩০ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ঐতিহাসিক ২৫ শে মার্চ কি দিবস নামে পরিচিত? 
উত্তরঃ গণহত্যা দিবস

৩১. নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্নঃ সর্বমোট কয়টি সেক্টরে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়? 
উত্তরঃ ১১ টি

৩২ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ? 
উত্তরঃ ভুটান (ভুটান ১ম, ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভুটান ভারতের কয়েক ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)

৩৩ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম ছিল? 
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাজউদ্দীন আহমেদ

৩৪ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবী সংক্রান্ত পুস্তিকাটির নাম? 
উত্তরঃ ছয়দফাঃ আমাদের বাঁচার দাবি।

৩৫ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: সম্প্রতি এসএ গেমসের কততম আসর নেপালে অনুষ্ঠিত হলো? 
উত্তরঃ ১৩ তম ( ১৪ তম হবে ২০২৩ সালে পাকিস্তানে)

৩৬ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? 
উত্তরঃ বাঙ্গালী জাতীয়তাবাদ

৩৭ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ১০০ টি 2F ধারক সামান্তরালে লাগালে তুল্য ধারকত্ব কত? 
উত্তরঃ 200 F

৩৮ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? 
উত্তরঃ B, Si


৩৯ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: নিচের কোন যৌগটিতে সঞ্চারণশীল π ইলেকট্রন বিদ্যমান? 
উত্তরঃ C6H6

৪০ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: HCLO4 এ cl এর জারন সংখ্যা? 
উত্তরঃ +7

৪১ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: জ্বালানির অকটেন নাম্বার কিসের পরিমাপক? 
উত্তরঃ ইগনিশনের

৪২ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: বাইনারি ৬ বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যাটি হলঃ 
উত্তরঃ ৬৩

৪৩ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: ৩ ইনপুট বিশিষ্ট একটি যৌগিক NAND গেট এর একটি ইনপুট 0 হলে আউটপুট হবে? 
উত্তরঃ 1

৪৪ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: বাংলেদেশের সর্বোচ্চ গ্রিড ভোল্টেজ হলো? 
উত্তরঃ 400KV

৪৫ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: 230 W. 100V বলে জলন্ত অবস্থায় কত বিদ্যুৎ প্রবাহিত হয়? 
উত্তরঃ 2.3A

৪৬ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 2:5. যদি মুখ্য কুন্ডলীতে. বিভব 100V হয় তকে গৌণ কুন্ডলীতে কত বিভব? 
উত্তরঃ 40V

৪৭ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: MS word নিচের কোনটি? 
উত্তরঃ অ্যাপ্লিকেশন সফটওয়্যার

৪৮ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: প্রতিবছর কোন দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়? 
উত্তরঃ ৮ মে

৪৯ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোন নামে পরিচিত? 
উত্তরঃ নীল টুপি

৫০ নং নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন: বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কত সালে? 
উত্তরঃ ১৯৭২ সালে

যেহেতু বর্তমানে করণা মহামারীর কারণে অনেক সময় পাওয়া যাচ্ছে সঠিকভাবে প্রস্তুতি নিলে নেস্কো নিয়োগ পরীক্ষায় অনেক ভালো করা যাবে বলে আশা করা যায়।

আশা করছি নেসকো জব নিয়োগ সার্কুলার ২০২১ বিজ্ঞপ্তি এর সমস্ত বিষয় গুলো আপনাদেরকে জানাতে পেরেছি। NESCO Job Circular 2021 এর ব্যাপারে আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে এই পোষ্টের নিচে কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url