OrdinaryITPostAd

নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো

বর্তমান সময় নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো আমাদের জানা অত্যন্ত জরুরী৷ কারণ বর্তমানে আধুনিক যুগে নিজের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বিভিন্ন প্রকার কনটেন্ট তৈরি করে ইউটিউবার হওয়া প্রায় সকলেরই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে৷

নতুন-ইউটিউবারদের-সবচেয়ে-বড়-ভুলগুলো
বর্তমান সময় ছোট থেকে বড় সকল বয়সের ছেলে মেয়ে মানুষ নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউবে করছে৷ অনেকেই গেম বিষয়ে, অনেকেই নিজের প্রতিনিয়ত কাজ, আবার অনেকেই দেখি বিভিন্ন এডভেঞ্চার চ্যালেঞ্জমূলক তৈরি করে ইউটিউবার হচ্ছে ।

পেজ সূচিপত্র:নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো

নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো

বর্তমানে এই অনলাইন এর যুগে বেকার সমাজে কাছে নিজের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে করা একটি জনপ্রিয় ব্যবসায়ীর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে৷ যেখানে ছোট থেকে বড় সকল রকম ইউজার সকল রকম বয়সের মানুষ ছেলে-মেয়ে ভিডিও করছে৷ এভাবেই সকলের নিজ নিজ দক্ষতা এ কাজে লাগে কাঙ্ক্ষিত ভিডিও কনটেন্ট তৈরি করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছে৷ অনেকেই আবার আয় করতে পারছে না তার মূল কারণই হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া৷ এমনকি নতুন অবস্থায় কিছু ভুল করা৷
নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো হচ্ছে যে তারা সঠিক গাইডলাইন মেনে কাজ করছে না অর্থাৎ না জানার কারণে অনেক সময় তারা সঠিক নিয়ম অনুসরণ করে কাজ করতে পারছে না এবং টাকা আয় করতে পারছে না৷ আমরা সকালে উঠে চ্যালেন খুলি এবং প্রতিনিয়ত ভিডিও ছাড়া শুরু করে দিই এখানেই আমাদের মূল ভুল৷ আমাদের ইউটিউব চ্যানেল ভালোভাবে সেটিং ঠিক করে নিতে হবে৷ ইউটিউব একটি আকর্ষণীয় লোগো কভার ফটো আমাদেরকে তৈরি করতে হবে? নির্দিষ্ট নিস অনুযায়ী৷

এমনকি এখানে আমাদের আরো কিছু ভুল রয়েছে যেমন, আমরা ভিডিও ছাড়ার সময় ভিডিওটি ভালোভাবে এসইও করি না এমনকি না জানার জন্য অনেকেই এসইও নাও করে থাকি শুধু শুধু ভিডিও পোস্ট করে দিই৷ এমনকি যখন আমরা চ্যানেল তৈরি করি তখন আমরা ডিসক্রিপশন তৈরি করি না। সকালের উচিত একটি আকর্ষণীয় ডেসক্রিপশন দিয়ে ভালোভাবে চ্যানেলটি সাজিয়ে তোলা এবং সেখানে উল্লেখিত নির্দেশ বা কিছু কথা লেখা৷ এই সকল বিষয়ে যখন আমরা রাখবো তখন আমাদের পারফেক্ট চ্যানেল হবে৷ যা নতুন ইউজাররা সবসময় ভুল করে থাকে৷

ইউটিউব ভালোভাবে এসইও করা

আমাদের সকলেরই জানা উচিত যে ইউটিউব এসইও কি৷ এমনকি আমাদের ইউটিউবের ভিডিও কেন বা এসইও করা করতে হয় বা ভিডিও এসইও কি সে বিষ সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে৷ সাধারণ অর্থে এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সংক্ষেপে আমরা তাকে এসইও বলি৷ এর মূল কাজ হচ্ছে আপনার কাঙ্খিত ভিডিও সকলের মাঝে রেম করে উপরে তোলা বা ভাইরাল করা৷ এর আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এর মাধ্যমে ওয়েবসাইটের কিওয়ার্ড রান করানো হয় অর্থাৎ আপনার নির্দিষ্ট যেই বিষ নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই টপিকটি রান করানো হয়৷
এসইওর মূল কাজ হচ্ছে আপনি যে ভিডিওটি তৈরি করবেন বা করছেন আপনার দেশে তো থাকবে যে সেটি সকলের মাঝে পৌঁছাক এবং সেখান থেকে আপনি অর্থ আয় করতে পারেন৷ নতুনরা সবসময় ভুল করে তারা ভালো করে এসইও করেনা৷ এমনকি সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য এসিও করে থাকে না৷ আপনি যদি একটি ভালো একটি চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবার হয়ে টাকা আয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে এ সি ওর দিকে খেয়াল রাখতে হবে৷ আপনি যদি ইউটিউবার হয়ে সফল হতে চান এবং টাকায় করতে চান তাহলে এসিওর ভূমিকা অপরিসীম৷

ইউটিউবের ভিডিও এসইও করা

এতক্ষণ আমরা জানলাম যে ইউটিউবে এসিও করা এখন আমাদের এসিওর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে সেটি হচ্ছে ইউটিউবের ভিডিও এস ই ও৷ আমরা জেনেছি যে এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে সার্চ ইঞ্জিন বলতে বোঝানো হচ্ছে যে, ধরুন আপনি ইউটিউবে কোন বিষয় বা ক্রমে বাজে কোন ব্রাউজার এ কিছু লিখে সার্চ করছেন এখন অবশ্যই আপনি যেটি আপনার কাছে প্রথমে আসবে সেখানে ক্লিক করে প্রবেশ করবেন৷ এরপরে সেটি আপনার কাছে ভালো না লাগলে আরো কয়েকটিতে আপনি প্রবেশ করবেন। ঠিক এই কাজটি করে এসইও৷
এখন যদি আপনার ইউটিউব এর ভিডিও আপনি সঠিক নিয়ম ও পদ্ধতিতে এসইও করেন তাহলে আপনার ভিডিও খুব সহজে ব্যাংকে আসবে৷ কারণ আপনি একটি উদাহরণস্বরূপ জানলেন যে কোন কিছু লেখে যখন যেকোনো মাধ্যমে সার্চ করা হয় সেটি প্রথমে আছে সেখানে মানুষ প্রবেশ করে এখন আপনি যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওর ওপর এসইও করলে আপনার যখন ইউটিউবে সেই বিষয়ে সার্চ করে তখন আপনার ভিডিওটি সামনে যাবে এবং মানুষ আপনার ভিডিওতে দেখবে৷ এবং আপনি খুব সহজেই টপিক পাবেন৷ এবং আপনার ভিডিও রাংক করবে৷

এসইও করা কেন গুরুত্বপূর্ণ ইউটিউবের ভিডিও

যে কোন একটি ওয়েবসাইট যে কোন অনলাইন প্লাটফর্ম এর জন্য এসইও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন কি ওয়েবসাইটের প্রচারের সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এসইও৷ আপনার ইউটিউবে ভিডিও বানানোর আগে অবশ্যই আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সে বিষয়ে ভালো করে একটি চিন্তা ভাবনা করেন তারপরে সে বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন৷ আপনিতো ভিডিও করে নিয়েছেন এখন আপনার সেই ভিডিও আপনি পোস্ট করবেন৷ এবং মানুষজন সেগুলো দেখবে যেকোনো মাধ্যম থেকেই হোক শর্ট হক ভিডিও হোক সেগুলো মানুষ আপনার দেখবে৷
কিন্তু এখানে মেন বিষয় হচ্ছে এই যে আপনার ভিডিওটা মানুষের কাছে গেল কিভাবে গেল এখন মানুষ যদি আপনার নির্দিষ্ট ভিডিও সার্চ করে খুঁজে না পাই তাহলে কিভাবে মানুষ আপনার ভিডিও দেখবে৷ আর এখানে সার্চ করার মাধ্যমে যে ভিডিও খুঁজে পাওয়া যায় এটি মূল কারণ হচ্ছে এসইও৷ এজন্য এশিয়ার গুরুত্ব অপরিসীম৷ আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করার আগে ভালোভাবে এসিও করবেন এসিও ট্যাগ ব্যবহার করবেন তখন আপনার ভিডিও একটি রেংকিং এ এথাকবে এবং সেটি মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাবে৷ আর আপনি যদি এসিও না করেন তাহলে সেটি মানুষের কাছে যাবে না৷ ঠিক নতুনরা এই সকল ভুল করে থাকে প্রথম অবস্থায়৷ আর যার জন্য ইউটিউব এর এসিও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

নতুন-ইউটিউবারদের-সবচেয়ে-বড়-ভুলগুলো

কিভাবে সহজেই ভিডিও রান করাবেন এসইওর মাধ্যমে

ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি যে এসইও কি এস করা কেন জরুরী এসইও এত গুরুত্বপূর্ণ কেন এবং নতুন অবস্থায় সকলে যে সকল ভুল করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এসইও৷ আপনার ভালো ফলাফল পেতে হলে আপনাকে এসিও করতে হবে৷ এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আপনার ভিডিও রাঙ্ক করানোর জন্য এসিও ব্যবহার করবেন৷ এসইও ব্যবহারের মূল একটি দিক চ্ছে এসইও ট্যাগ ব্যবহার করা ৷ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি যা আপনার ভিডিওকে খুব তাড়াতাড়ি ব্যাংকে আনতে সাহায্য করবে৷
এখন আপনাকে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখন ইউটিউবে করতে যাবেনবা নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো করবেন স্বাভাবিক৷ এখন একটু সহজ মাধ্যম হচ্ছে অন পেজ এসিও করতে পারেন৷ হঠাৎ আপনি যে বিষয় ক কাজ করবেন সেটি ভালো করে রিচার্জ করতে হবে৷ এবং দেখতে হবে সে বিষয়ে ট্রাফিক কত আছে প্রথম অবস্থায় আপনি যত কম প্রতিযোগিতামূলক কিওয়ার্ড আর নিস নিয়ে কাজ করতে পারবেন তা তো আপনার জন্য ভালো হবে। আপনার জন্য ভালো হবে৷ আপনি যখন একদম কম প্রতিযোগিতামূলক কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন আপনার প্রতিযোগিতা কম হবে আর আপনি খুব সহজে আপনার ভিডিও রেংক করাতে পারবেন৷ যা হচ্ছে অন পেজ এসইও৷

ভিডিও নির্দিষ্ট টপিক বেছে নিন

অন পেজ এশিয়ার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ভিডিওর নির্দিষ্ট টপিক বেছে নেওয়া অর্থাৎ আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সে বিষয়টি ভালো করে গবেষণা করে বেছে নেওয়া৷ নতুন অবস্থায় আমরা সব থেকে বড় ভুল করে থাকি সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে৷ এটি আমাদের কন্টেন বৃদ্ধি বা রেংক করানোর একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মাধ্যম যেখানেই আমরা সকলে ভুল করে থাকি আর আমাদের এই ভুল তাকেই সংশোধন করতে হবে প্রথম অবস্থায়৷ নতুনদের মধ্যে এটি হচ্ছে উল্লেখযোগ্য একটি ভুল৷

নির্দিষ্ট টপিক বেছে নেওয়া বা কিওয়ার্ড রিসার্চ এর মানে হচ্ছে আপনি যে বিষয়ে নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ে কত প্রতিযোগিতা রয়েছে অন্য যেকোন ইউটিউবারদের মাঝখানে৷ আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন একটি নির্দিষ্ট বিষয়ে বেছে নিবেন তখন যেন সেটির প্রতিযোগিতা তুলনামূলক কম হয় তাহলে খুব সহজে রান করা সহজ হবে৷ এখন সব কথার শেষ কথা যে আপনি যখন ইউটিউবিং করতে যাবেন সকল ভিসার পাশাপাশি এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনাকে নির্দিষ্ট একটি টপিক বেছে নিতে হবে৷

আপনার ভিডিওর একটি আকর্ষণীয় থাম্বেল তৈরি করুন

এই সকল কাজের পর যে কাজটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ভিডিওর একটি আকর্ষণীয় থাম্বেল৷ অর্থাৎ থাম্বেল হচ্ছে যেটি ভিডিও শুরুতে শো করে সকলের সামনে৷ আপনি যখন সেই কাঙ্খিত থাম্বেলটি আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারবেন তখন মানুষ নিজের ইচ্ছায় আকর্ষিত হয়ে আপনার ভিডিওটি দেখবে৷ যা ইউটিউবে একটি প্লাস পয়েন্ট বলা যায়৷ কারণ মানুষ যখন একটা আকর্ষণীয় থাম্বল দেখে তখন মানুষের সেই ভিডিওটি ভিতরে দেখার ইচ্ছা হয় আর যখনই ভিডিও দেখবে তখনই আপনার ট্রাফিক বৃদ্ধি পাবে৷ আপনার ট্রাফিক বৃদ্ধি মানে হচ্ছে আপনার আয়ের উৎস বাঁড়া এবং আপনার চ্যানেলটি গ্র করা৷

আরে কি বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাকে আমরা সকলেই জানি যে যখন কেউ কাউকে বিয়ে করা
চিন্তা ভাবনা করে বা কাউকে বিয়ে করতে চাই তখন অবশ্যই তারা আগে গিয়ে মেয়েটিকে দেখে আছে মেয়ের বাড়ি ঘর দেখে আসে তারপরে সেই মেয়েটিকে বিয়ে করে৷ ঠিক তেমনই হচ্ছে আপনার ভিডিও থাকবেন এখন আপনার ভিডিও থাম্বেল  যত ভালো হবে মানুষ ভিতরে ঢুকে আকর্ষণ তত বেশি বাড়বে আপনার ভিডিওটি ভালো লাগবে এবং আপনার ভিডিওর ভিতরে ঢুকবে এবং পুরো ভিডিওটি দেখবে৷ এটি হচ্ছে আপনার থাম্বেলের একটি আকর্ষণীয় দিক৷

নতুন-ইউটিউবারদের-সবচেয়ে-বড়-ভুলগুলো

ডেসক্রিপশন তৈরি করুন কাঙ্খিত ভিডিও

ইতিমধ্যে আমরা জেনেছি থাম মিলের একটি গুরুত্বপূর্ণ বিষয় দিক ও উপকারিতা৷ থাম্বেলে যেমন আমরা একটি বাস্তব উদাহরণ দিলাম৷ যে যখন কোন মানুষ বিয়ে করতে যায় তখন আগে সে মেয়েকে দেখে তারপরে বিয়ে করে৷ এরকম একটি উদাহরণ দিলাম ঠিক তেমনি হচ্ছে ডেসক্রিপশন এখানে বোঝানো হবে যে আপনি সাপোজ মেয়েটিকে দেখতে গিয়েছেন এবং আপনি মেয়েটির গুণাগুণ সম্পর্কে জানতে পারলেন এবং মেয়েটির বায়োডাটা জানতে পারলেন তাহলে অবশ্যই আপনি তাকে বিয়ে করতে ইচ্ছুক হবেন৷

আর ঠিক তেমনি হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন আপনি যখন আকর্ষণীয় থাম্বেল এর পাশাপাশি একটি আকর্ষণের ডেসক্রিপশন তৈরি করবেন তখন মানুষ আগে থেকেই আপনার ডেসক্রিপশন পড়ার মাধ্যমে সকল বিষয় জানতে পারবে এবং খুব সহজে মানুষ আপনি ভিডিওতে আকর্ষিত হবে এবং ভিডিও দেখতে হবে শুরু করবে৷ এবং ভিডিও যদি তার ভালো লাগে তারা কিন্তু শেয়ার করবে আর এ সকল বিষয় হচ্ছে অল পেজ এসিওর একটি উল্লেখযোগ্য বিষয় সম্পন্ন দিক৷ তাই আমাদের সকলেরই উচিত সকল বিষয়ে খেয়াল রাখা৷ আর এই সকল বিষয়ে আমরা নতুন অবস্থায় ভুল করে থাকি।

শেষ কথা:নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো

প্রিয় পাঠক বন্ধুরা, আমরা এতক্ষন জানলামনতুন ইউটিউবারদের সবচেয়ে বড় ভুলগুলো এবং কিছু উল্লেখযোগ্য মাধ্যম ও সমাধান৷ বর্তমান সময়ে ইউটিউবার হওয়া প্রায় সকলের একটি স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এখন আপনার একটি সিদ্ধান্তই হতে পারে সেই স্বপ্নের পূর্ণতা৷ কিন্তু নতুন অবস্থায় যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি সেই স্বপ্নের পূর্ণতা পাবেন না৷ আপনাকে নতুন অবস্থায় সকল প্রকার নিয়ম মেনে চলতে হবে৷ এ সকল নিয়ম-নীতি মেনে চললে আপনি খুব সহজেই আপনার ভিডিও রেং   করাতে পারবেন  ৷

পাঠক বন্ধুরা আশা করছি পুরো পোস্টটি পড়ার পর  উপকৃত হয়েছেন৷ এবং আপনি জানতে পেরেছেন আপনার অজানা বিষয়৷ আর এই সকল বিষয় যদি আপনি ভালোভাবে বুঝে ও সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন তাহলে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন৷ প্রতি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন৷ এরকম বাস্তব ও তথ্যভিত্তিক পোস্ট প্রতিনিয়ত পেতে আমাদের সঙ্গে থাকুন৷ "ধন্যবাদ"  251124


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url