OrdinaryITPostAd

মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায়

 মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায় রয়েছে অনেক। মাইক্রোসফট একাউন্ট ছাড়া উইন্ডোজ সেটা আপ দেওয়ার সব চাইতে সহজ উপায় হচ্ছে লোকাল একাউন্ট দিয়ে উইন্ডোজ ১১ সেট আপ দেওয়া। এর মাধ্যমে অল্প সময়ে সেট আপ দেওয়া সম্ভব।

মাইক্রোসফট-একাউন্ট-ছাড়াই-উইন্ডোজ-১১-সেট-আপ-দেওয়ার-উপায়

উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট কম্পানির হওয়ার কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার জন্য মাইক্রোসফট একাউন্ট প্রয়োজন পড়তে পারে। তাই আজকে মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ সেট আপ দেওয়ার উপায় জানবো।

মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায়

মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায়

মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার জন্য আপনি অনেক পদ্ধতি ও ট্রিকস অবল্বন করতে পারেন। আজকে আমরা শুধু কিছু কার্যকর ও জনপ্রিয় মাধ্যমে মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দিয়ে দেখাবো। তার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন মাইক্রোসফট একাউন্ট কি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম মূলত মাইক্রোসফট কম্পানি ডেভেলপ করে থাকে তাই আপনি যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোন কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করবেন তখন একটি মাইক্রোসফট একাউন্ট দিয়ে লগইন করতে হয়। এখন আমরা জানবো কিভাবে মাইক্রোসফট একাউন্ট ছাড়াই খুব সহজে উইন্ডোজ ১১ সেট আপ দেওয়া যায়।

মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের ইন্টারনেট বন্ধ করে একটি লোকাল একাউন্টের মাধ্যমে উইন্ডোজ সেটা আপ করা। এই পদ্ধতি ব্যবহারের সুবিধা হচ্ছে ইন্টারনেট অন করে সেট আপ করার সময় অনেক গুলো সেটিংস চালু করতে হয় কিন্তু এই মাধ্যমে এই ঝামেলাটি একদম নেই। 

লোকাল একাউন্ট ছাড়াও আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে কমান্ড প্রম্পট বাইপাস করে উইন্ডোজ সেট আপ দেওয়া। কমান্ড প্রমট হচ্ছে একটি কমান্ড লাইন ইন্টারফেস যা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। এটির মাধ্যমে টেক্সট কমান্ড দিয়ে কম্পিউটারকে পরিচালনা করা সম্ভব হয়। আপনি চাইলে এই কমান্ড কমান্ড প্রম্পট থেকে বাইপাস করে উইন্ডোজ সেটা আপ দিতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে BYPASSNRO কমান্ড ব্যবহার করে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। এটিও মূলত এক ধরণের বাইপাস কমান্ড কিন্তু এটি চালানোর পদ্ধতি একটু ব্যতিক্রমি বা ভিন্ন। এই কমান্ড ছাড়াও আপনি চাইলে মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ সেটা আপ করার জন্য রুফাস টুল ব্যবহার করতে পারেন। এই টুল ব্যবহার করে উইন্ডোজ সেট আপ করলে মাইক্রোসফট একাউন্ট এর কোন প্রয়োজন পড়বে না।

ইন্টারনেট সংযোগ ছাড়া লোকাল একাউন্ট দিয়ে উইন্ডোজ ১১ সেট আপ

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে লোকাল একাউন্ট তৈরি করে উইন্ডোজ সেট আপ দেওয়া একটি সহজ এবং কার্যকর উপায়। প্রথমে আপনাকে বুটেবল পেনড্রাইভ বা ডিভিডির মাধ্যমে উইন্ডোজ ১১ ইনস্টলেশন শুরু করতে হবে। কিছুক্ষণের মধ্যেই "Let’s connect you to a network" নামে একটি স্ক্রিন আসবে যেখানে ইন্টারনেট সংযোগ চাওয়া হবে। এই পর্যায়ে আপনি যদি Wi-Fi ব্যবহার করে থাকেন তাহলে রাউটার বন্ধ করুন অথবা Wi-Fi সংযোগ বাদ দিতে হবে। আর ইথারনেট ব্যবহার করে থাকলে ক্যাবলটি খুলে ফেলতে হবে। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলে উইন্ডোজ সেটআপ “I don’t have internet” বা “Continue with limited setup” নামে একটি অপশন দেখাতে পাবেন। সেই অপশন সিলেক্ট করলেই আপনি মাইক্রোসফট একাউন্ট ছাড়াই লোকাল একাউন্ট সেটআপ করতে পারবেন।

পরবর্তী স্ক্রিনে “Who’s going to use this device?” নামে একটি পেজ আসবে যেখানে আপনি আপনার লোকাল একাউন্ট এর জন্য একটি নাম দিতে পারবেন। এখানে যেকোনো একটি ইউজারনেম লিখতে পারেন। যেমনঃ “User” বা নিজের নাম দিতে পারেন। এরপর একটি পাসওয়ার্ড চাইলে সেট করতে পারেন আবার চাইলে Skip করেও এগোতে পারবেন। এইভাবে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার না করেই আপনার পিসিতে উইন্ডোজ ১১ চালু করতে পারবেন। লোকাল একাউন্ট ব্যবহারে আপনি প্রাইভেসি আরও বেশি রক্ষা করতে পারবেন এবং মাইক্রোসফট এর সার্ভারেও তথ্য পাঠানো হবে না। তবে কিছু ফিচার যেমন OneDrive বা মাইক্রোসফট স্টোর ব্যবহারের জন্য পরবর্তীতে অ্যাকাউন্ট যোগ করতে হতে পারে। তবুও শুরুতে লোকাল একাউন্ট ব্যবহার করায় আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে উইন্ডোজ ব্যবহারের সুযোগ পাবেন।

কমান্ড প্রম্পট থেকে বাইপাস করে উইন্ডোজ ১১ সেট আপ 

Shift + F10 ব্যবহার করে উইন্ডোজ ১১ সেটআপের সময় মাইক্রোসফট অ্যাকাউন্ট বাইপাস করার একটি সিক্রেট উপায় রয়েছে। যখন আপনি মাইক্রোসফট একাউন্ট দিয়ে সাইন ইন করার স্ক্রিনে থাকবে তখন কিবোর্ড থেকে Shift + F10 চাপলে কমান্ড প্রম্পট খুলে যাবে। সেখানে একটি নির্দিষ্ট কমান্ড ব্যবহার করে আপনি ইন্টারনেট সংযোগ প্রয়োজনীয়তা বাইপাস করতে পারবেন। এজন্য টাইপ করতে হবে oobe\bypassnro এবং টাইপ করার পর ইন্টার বাটনে ক্লিক করতে হবে। এরপর কম্পিউটারটি রিস্টার্ট হবে এবং আপনাকে আবার সেটআপ প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে।

রিস্টার্ট হওয়ার পর এবার আপনি “I don’t have internet” অথবা “Continue with limited setup” নামের একটি নতুন অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে মাইক্রোসফট একাউন্ট প্রয়োজন হবে না। এরপর আপনি একটি লোকাল একাউন্ট তৈরি করতে পারবেন। যেখানে নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রাথমিক সেটআপ সম্পন্ন করতে পারবেন। এই পদ্ধতি উইন্ডোজ ১১ হোম সংস্করণে বিশেষভাবে কাজ করে। তবে মনে রাখতে হবে যে এই কৌশলটি ভবিষ্যতের আপডেটে কাজ নাও করতে পারে।

নতুন কমান্ড ব্যবহার করে উইন্ডোজ ১১ সেট আপ করুন

নতুন একটি সিক্রেট কমান্ড ব্যবহার করে উইন্ডোজ সেট আপ করা সব চাইতে সহজ কাজ। এই পদ্ধতিকে বলা হয় মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায় গুলোর মধ্যে সব চাইতে সহজ পদ্ধতি। এর জন্য আপনাকে সর্ব প্রথমে আপনার সিস্টেমে উইন্ডোজ ১০ অথবা ১১ অপারেটিং সিস্টেম ইন্সটল করে নিতে হবে।
নতুন-কমান্ড-ব্যবহার-করে-উইন্ডোজ-১১-সেট-আপ-করুন
প্রথমে কমান্ড প্রম্পট সিলেক্ট করে নিতে হবে এবং Run as administrator করে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাকে start ms-cxh:localonly এই কোডটি কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। কোডটি পেস্ট করার পর ইন্টার বাটনে ক্লিক করতে হবে।
নতুন-কমান্ড-ব্যবহার-করে-উইন্ডোজ-১১-সেট-আপ-করুন
উক্ত কমান্ড লিখে ইন্টার চাপলে আপনার সামনে উপরের দেওয়া ছবির মত একটি নতুন অপশন আসবে। এবার এখান থেকে আপনাকে একটি ইউজার নাম ও পাসওয়ার্ড সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারটি একবার রিস্টার্ড হতে পারে এবং অন হওয়ার পর আপনি মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ ব্যবহার করতে পারবেন।

BYPASSNRO কমান্ড ব্যবহার করে উইন্ডোজ ১১ সেট আপ

BYPASSNRO এই কমান্ডটি একটি জনপ্রিয় কমান্ড। এটি ব্যবহার করেও আপনি মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ করতে পারবেন। এরজন্য পূর্বের মত করে আবারও আপনাকে কমান্ড প্রম্পট  Run as administrator করে ওপেন করে নিতে হবে। এরপর oobe\bypassnro লিখে ইন্টার বাটনে ক্লিক করতে হবে।
মাইক্রোসফট-একাউন্ট-ছাড়াই-উইন্ডোজ-১১-সেট-আপ-দেওয়ার-উপায়
উক্ত প্রমট লিখে ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার রিস্টার্ড হয়ে যাবে। কম্পিউটার রিস্টার্ড হওয়ার পর আপনাকে কিছু সেটিংস সেট আপ করতে হবে। এখানে আপনাকে অল্প কিছু তথ্য যেমন ইউজার নাম, পাসওয়ার্ড ইত্যাদি দেওয়া লাগতে পারে। এরপর আপনার কম্পিউটার যখন অন হবে তখন মাইক্রোসফট একাউন্ট এর কোন প্রয়োজন পড়বে না। তবে বলে রাখা ভালো যে এই কমান্ড ভবিষ্যতে কাজ নাও করতে পারে।

রুফাস টুল ব্যবহার করে উইন্ডোজ ১১ সেট আপ

রুফাস টুল ব্যবহার করে উইন্ডোজ ১১ সেটআপ দেওয়া একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি। বিশেষ করে যারা বুটেবল USB ড্রাইভ তৈরি করতে চান তাদের জন্য এটি একটি খুবই প্রচলিত পদ্ধতি। প্রথমে আপনাকে রুফাস ওয়েবসাইট থেকে সর্বশেষ ভার্সনের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এরপর একটি মিনিমাম ৮ জিবির পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করতে হবে এবং রুফাস চালু করতে হবে। সফটওয়্যার ওপেন হলে Device অংশে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করতে হবে। এরপর Boot selection অপশনে ক্লিক করে আপনার ডাউনলোড করা উইন্ডোজ ১১ ISO ফাইলটি নির্বাচন করতে হবে। তারপর Image option সেকশনে Standard Windows installation সিলেক্ট করতে হবে।
রুফাস টুলে উইন্ডোজ ১১ ইনস্টল করতে চাইলে আপনি কিছু অতিরিক্ত সুবিধাও পেতে পারেন। যেমন TPM ও Secure Boot চেক বাদ দেওয়ার অপশন। ISO ফাইল লোড করার পর নিচে কিছু নতুন বক্স দেখা যাবে। যেমন Remove requirement for 4GB+ RAM, Secure Boot, and TPM 2.0 এসব বক্স টিক দিয়ে আপনি পুরনো পিসিতেও উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারবেন। এরপর সব কিছু ঠিকঠাক হলে Start বাটনে ক্লিক করতে হবে এবং সাবধানতার সঙ্গে সব কিছু নিশ্চিত করতে হবে। কারণ পেনড্রাইভের সব ডাটা মুছে যাবে। তৈরি হয়ে গেলে আপনি সেই USB ড্রাইভ থেকে কম্পিউটার বুট করিয়ে উইন্ডোজ ১১ ইনস্টল শুরু করতে পারবেন। এই পদ্ধতি দ্রুত এবং নির্ভরযোগ্য হওয়ার পাশাপাশি এই পদ্ধতিতে মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়া সম্ভব।

পেন্ড্রাইভ ছড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায়

পেন্ড্রাইভ ছড়াই উইন্ডোজ ১১ সেট আপ করার জন্য আমাদের সবার আগে একটি ISO ফাইল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা ফাইলটি সাধারণত Zip ফাইল আকারে থাকে। এবার সেই ফাইলটিকে Extract করে নিতে হবে। ফাইলটি Extract করার পর নিচে দেওয়া ছবির মত একটি অপশন আসবে।
পেন্ড্রাইভ-ছড়াই-উইন্ডোজ-১১-সেট-আপ-দেওয়ার-উপায়
এবার এখান থেকে সেট আপ নামক ফাইলে এক সাথে দুইবার ক্লিক করে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংস ঠিক করার পর আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। কারণ এই সময়ে আপনার অপারেটিং সিস্টেম ডাউনলোড হওয়া শুরু করবে। বলে রাখা ভালো আপনি যদি ডাটা ব্যবহার করেন তাহলে ৩৫ থেকে ৪০ জিবি ডাটা রাখতে হবে কারণ এই পরিমাণ ফাইল ডাউনলোড হয়ে থাকে। সেই সাথে সম পরিমাণ ডেস্ক বা এসএসডি ফাঁকা আছে কিনা চা যাচাই করে নিতে হবে। ফাইল ডাউনলোড হওয়ার পর আপনার সিস্টেম রিস্টার্ড নিবে এবং এর পর নতুন ভাবে উইন্ডোজ চালু হয়ে যাবে।

ISO ফাইল ডাউনলোড করার সঠিক উপায়

পেন্ড্রাইভ ছড়াই উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য একটি ISO ফাইল প্রয়োজন পরবে আবার আপনি যখন আপনার কম্পিউটারে একটি ফ্রেশ উইন্ডোজ সেট আপ করতে যাবেন তাহলে আপনার একটি ISO ফাইল প্রয়োজন পড়বে। ISO ফাইল ছাড়া উইন্ডোজ সেট আপ করা যায় না। অনেক সময় এই ISO ফাইল ক্রয় করার জন্য অনেকে বিভিন্ন দোকানে গিয়ে অর্থের বিনিময়ে ক্রয় করে থাকে। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে ISO ফাইল ডাউনলোড করা দেখাবো এবং এর জন্য কোন পেনড্রাইভেরও প্রয়োজন পড়বে না।
ISO-ফাইল-ডাউনলোড-করার-উপায়
ISO ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে "windows iso file download" এই কথাটি লিখে। তার পর আমরা দেখতে পাবো মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট। এখন আমাদের মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া ISO ফাইল ডাউনলোড করা যাবে না। কারণ উক্ত থার্ড পার্টি ওয়েবসাইট গুলোতে ভাইরাস থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে।
ISO-ফাইল-ডাউনলোড-করার-উপায়
উক্ত মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি ২টি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে Update Now এবং অপরটি হচ্ছে Download Now এখানে প্রথমটার কাজ হচ্ছে যে আপনি যদি ইতিমধ্যে উইন্ডোজ ১০ ব্যবহার করেন তাহলে প্রথম অপশনটির মাধ্যমে আপডেট করে নিতে পারবেন এবং দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে উইন্ডোজ ১০ এর ISO ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
ISO-ফাইল-ডাউনলোড-করার-উপায়
এবার আমাদের ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর একটু স্ক্রল কর নিচের দিকে আসলে দেখতে পাবেন লিখা রয়েছে More Tools এই অপশনটির উপর মাউস পয়েন্ট রাখলেই আরো কয়েকটি অপশন আসবে। এবার এখান থেকে Developer Tools নামে অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি চাইলে সরাসরি কিবোর্ড শর্টকার্ট Control+Shift+C ব্যবহার করেও এই অপশনটি চালু করতে পারবেন।
ISO-ফাইল-ডাউনলোড-করার-উপায়
এখন আমাদের সামনে নতুন আরেকটি অপশন চলে আসবে। এবার সর্ব প্রথম আমাদের ব্রাউজারের হাতের ডানদিকে ছোট একটি মোবাইল আইকোন দেখতে পাবো সেই মোবাইল আইকোনে ক্লিক করতে হবে। মোবাইল আইকোনে ক্লিক করার পর এবার আমাদের হাতের বাম পাশে উপরের দিকে রিফ্রেশ বাটন রয়েছে সেটি দিয়ে একবার ব্রাউজার রিফ্রেশ করে নিতে হবে অথবা কিবোর্ড শোর্টকার্ট Control+R চাপ দিতে হবে। এরপর Select Edition নামে আরো একটি অপশন আসবে। এবার এখান থেকে উইন্ডোজ ১০ সিলেক্ট করে ডাউনলোড বাটলে ক্লিক করলেই আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে।
বিঃদ্রঃ আপনি চাইলে আপনার সিস্টেমে উইন্ডোজ ১০ ইন্সটল করে তারপর খুব সহজেই উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১-এ আপডেট করে নিতে পারবেন।

টাকা ছড়াই উইন্ডোজ ১১ অ্যাক্টিভ করার উপায়

আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন এবং সেই উইন্ডোজটি যদি ক্র্যাক করা ভার্সন হয় তাহলে আপনার কম্পিউটার স্ক্রিনের ডান দিকে Active Windows - Go to settings and active window নামক একটি লিখা লক্ষ্য করবেন। আপনি চাইলে খুব সহজে টাকা পয়সা খরচ করা ছাড়াই এই উইন্ডোজ অ্যাক্টিভ করে নিতে পারবেন।
টাকা-ছড়াই-উইন্ডোজ-১১-অ্যাক্টিভ-করার-উপায়
প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের Windows Powershell ওপেন করে নিতে হবে। এরপর irm https://get.activated.win | iex এই কোডটি কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর পাওয়ার শেলে এসে পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করতে হবে।
টাকা-ছড়াই-উইন্ডোজ-১১-অ্যাক্টিভ-করার-উপায়
উক্ত লিখাটি পেস্ট করার পর আপনার কাছে পাওয়ার শেল অ্যাক্টিভ হওয়ার জন্য পারমিশন চাইবে। এবার পারমিশন দেওয়ার পর আপনার সামনে উপরে দেওয়া ছবির মত একটি ইন্টারফেজ আসবে। এবার এখান থেকে 1 সিল্কেট করতে হবে এবং ইন্টার বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষনের পর কম্পিউটার একবার রিস্টর্ড করলেই আপনার উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে।

পরিশেষেঃ মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায়

মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দেওয়ার উপায় নিয়ে আমরা উপরে কয়েকটি কার্যকরী উপায় নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে উপরের পদ্ধতি অবল্বন করে মাইক্রোসফট একাউন্ট ছাড়াই উইন্ডোজ ১১ সেট আপ দিয়ে দিতে পারবেন। এছাড়াও আমরা উপরে কিভাবে পেন্ড্রাইভ ছড়াই উইন্ডোজ সেট আপ করবেন সে বিষয়ে বিস্তারিত ছবি সহ আলোচনা করেছি। অনেক সময় উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য সাবক্রিপশন ক্রয় করতে বলা হয়। কিভাবে টাকা ছাড়াই উইন্ডোজ অ্যাক্টিভ করবেন সে বিষয়েও আলোচনা করা হয়েছে। আশা করা যায় যে উপরের লিখা গুলো বিস্তারিত পড়লে এই সকল বিষয়ে একটি স্পষ্ট ধারনা পেয়ে যাবেন। 250311

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url