গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়
অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেনগুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায় সম্পর্কে আজকে আমি
আপনাদের সাথে আলোচনা করব। বর্তমান ডিজিটাল যুগে একটি ওয়েবসাইট বা ব্লক তৈরি
করলেও তা গুগল প্লে দেখা যায় না। আপনার
ওয়েবসাইটের কনটেন্টগুলো গুগলে দেখাতে হলে গুগল কে জানাতে হয় যে আপনি নতুন কোন
পেজ বা পোস্ট তৈরি করেছেন। চলুন তাহলে জেনে নেই গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স
রিকোয়েস্ট পাঠানোর উপায় সম্পর্কে বিস্তারিত।
পেজ সূচিপত্রঃ গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়
- গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়
- গুগল গুগল সার্চ কনসোল কি
- গুগলে ইনডেক্সিং কি
- ইনডেক্স পাঠানোর উপকারিতা
- গুগল সার্চ কনসোল এর কাজ কি
- গুগল সার্চ কন্ট্রোল ইনডেক্স হয় না কেন
- গুগল সার্চ কনসোল কেন ব্যবহার করবেন
- গুগল সার্চ কনসোল এর বিভিন্ন বিভাগ
- গুগল সার্চ কনসোল এর সুবিধা
- মন্তব্য গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়
গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়
বর্তমান ডিজিটাল যুগের ওয়েবসাইট বা ব্লগ করলেই তৈরি করলেই তা অনেক সময় গুগলে
দেখা যায় না। আমাদের ওয়েবসাইটে কনভেন্ট গুলো গুগলে দেখতে হলে গুগলকে জানাতে হয়
যে আমি নতুন কোন পেজ বা পোস্ট তুই করেছি আর এই কাজটি করা সবচেয়ে বড় কার্যকর
উপায় হল গুগল সার্চ কনসোল ব্যবহার করে ইনডেক্স রিকোয়েস্ট পাঠাতে হয়। তাই আজ
আমরা জানবো গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায় বা নিয়ম গুলি।
যথাঃ
গুগল সার্চ কনসোলে লগইন করা
তারপর সেখানে
আপনার যে জিমেইল একাউন্ট দিয়ে ওয়েবসাইট যুক্ত করা আছে তা দিয়ে লগইন করতে
হবে।
যদি আপনি নতুন ব্যবহারকারী হন তাহলে "Add Property "বাটনে ক্লিক
করে আপনার ওয়েবসাইট যুক্ত করতে হবে। আপনার সামনে দুইটি অপশন পাবেন-
1. Domain
(পুরো ডোমেন ইনডেক্সের জন্য)
2. URL prefix (একটি নির্দিষ্ট ইউ আর এল এর জন্য)
আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে একটি অপশন সিলেক্ট করতে হবে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
2. URL prefix (একটি নির্দিষ্ট ইউ আর এল এর জন্য)
আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে একটি অপশন সিলেক্ট করতে হবে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
URL Inspectionঃ ড্যাশবোর্ডে বাম
পাশে Url Inspection নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। এরপর আপনি যে পেজ বা
পোস্টটি ইনটেক্স করতে চান তা সঠিক URL লিংক কপি করে উপরের সার্চ বক্সে পেস্ট করুন
এবং enter চাপুন।
URL পরীক্ষা করুন
কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে google তখন দেখাবে আপনার দেওয়া লিঙ্কের মধ্যে intex হয়েছে কিনা। যদিURL is on Google এই লিখা দেখায় তাহলে ভাববেন ইনডেক্স হয়েছে। আর যদি URL is not on Google এই লেখা দেখায় তাহলে বুঝবেন আপনার কনটেন্ট ইনডেক্স হয়নি।
কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে google তখন দেখাবে আপনার দেওয়া লিঙ্কের মধ্যে intex হয়েছে কিনা। যদিURL is on Google এই লিখা দেখায় তাহলে ভাববেন ইনডেক্স হয়েছে। আর যদি URL is not on Google এই লেখা দেখায় তাহলে বুঝবেন আপনার কনটেন্ট ইনডেক্স হয়নি।
Request Indexingঃ তখন আপনাকে আপনার পেইজের নিচে রিকোয়েস্ট
ইন্ডেক্সন নামের বাটনটি দেখতে পাবেন। ওই বাটনে ক্লিক করলে গুগল আপনার পেজটি স্ক্যান
করতে শুরু করবে এবং ইনডেক্স এর জন্য সাবমিট করবে।
এই প্রক্রিয়াটি সাধারণত কয়েক
মিনিট সময় নেই কিছু ক্ষেত্রে গুগল এপ থেকে দুই দিনের মধ্যে পেজটি ইনডেক্স করে ফেলে
এবং আবার অনেক সময় এটি কয়েকদিনও সময় লাগতে পারে।
ইনডেক্স স্ট্যাটাস চেকঃ ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর পর ২৪ থেকে ৪৮ ঘন্টার পর আবার
ইউআরএল ইনফেকশন তুলে গিয়ে সেই লিংকটি পেস্ট করুন যদি দেখতে পান Url is on Google
লেখাটি তবে বুঝবেন google আপনার কনটেন্টি ইনডেক্স করেছেন। উপর নিয়ম অনুযায়ী এভাবেই গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্সিং রিকোয়েস্ট পাঠানো
হয়ে থাকে।
গুগল সার্চ কনসোল কি
গুগল সার্চ কনসোল হলো গুগলের একটি ফ্রি এসিও টুলস যা ওয়েবসাইট মালিকদের তাদের
সাইটের পারফরম্যান্স ইনডেক্সিং এবং সাট রেজাল্টে দেখাতে অনেক সাহায্য করে। গুগল
সার্চ কনসোল এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইটের কোন পেজগুলো গুগলে
ইনডেক্স হয়েছে কোন কি ওয়ার্ডে ভিজিটর আসছে এবং কোন সমস্যার কারণে পেজ ইনডেক্স
হচ্ছে না এ সকল কিছু।
আরও পড়ুনঃ
টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার সকল উপায়
গুগল সার্চ কন্ট্রোল ওয়েবসাইটের এসইও উন্নত করার জন্য অত্যন্ত ভালো একটি টুলস।
আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য এখান থেকে ইন্ডিয়াক রিকুয়েস্ট পাঠিয়ে নতুন
পেজ দ্রুত গুগলে দেখাতে পারবেন। এছাড়া গুগল সার্চ কন্ট্রোল আপনার ওয়েবসাইটের
ক্লিক ইমপ্রেশন গড় পজিশন সম্পর্কেও সকল তথ্য বিস্তারিত জানাই। তাই বলা যায় গুগল
সার্চ কন্ট্রোল এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যা ওয়েবসাইটের স্বাস্থ্য ও সার্চ
পারফরম্যান্স পর্যালোচনা করে আপনাকে সামনের পথ দেখায়।
গুগলে ইনডেক্সিং কি
গুগলে ইনডেক্সিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গুগল আপনার ওয়েবসাইটের পেজ
পোস্ট বা কনটেন্ট চিহ্নিত করে এবং তার ডাটাবেজে সংরক্ষণ করে রাখে। সহজ ভাবে বললে
ইনডেক্সিং মানে গুগল আপনার ওয়েবসাইটে তথ্যকে মনে রাখছে যাতে কেউ কোন কিছু সার্চ
করলে সেটি সার্চ রেজাল্টে দেখাতে পারে। আপনি একটি নতুন ওয়েব পেজ তৈরি করেন।
গুগলের স্ক্লার সেই পেজটি ভিজিট করে সেখানে থাকা লেখা ,ছবি ও লিংকগুলো বিশ্লেষণ
করে
আরও পড়ুনঃ
ইউটিউব এর মাধ্যমে আয় করে কিভাবে
এবং পরে সেটিকে তার সার্চ ইনডেক্সে যুক্ত করে এই এই প্রক্রিয়াটিকেই মূলত
ইনডেক্সিং বলা হয়ে থাকে। আপনার ওয়েবসাইটে যে পেজগুলো ইনডেক্স হয় না সেটি সার্চ
রেজাল্টে কখনোই দেখা যায় না। তাই যেকোনো নতুন কনটেন্ট তৈরি করার পর গুগলে
ইনডেক্স করা দরকার এটি করা যায় সক্রিয়ভাবে সাইট মাপের মাধ্যমে অথবা গুগল সার্চ
কনসোল থেকে ইনডেক্স রিকুয়েস্ট পাঠিয়ে।
ইনডেক্স পাঠানোর উপকারিতা
ওয়েবসাইট বা ব্লগে নতুন করে পেজ বা পোস্ট করার পর সেটি যেন খুব দ্রুত গুগল
সার্চে দেখা যায় তার জন্য আপনাকে ইনডেক্স রিকুয়েস্ট পাঠাতে হবে। গুগলে ইনডেক্স
পাঠানোর কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। যেমনঃ
- গুগলে ইনডেক্স রিকোয়েস্ট পাঠালে google আপনার পেজ খুব তাড়াতাড়ি স্ক্যান করে এবং ডাটাবেজে যুক্ত করে এতে নতুন কনটেন্ট দ্রুত সার্চ রেজাল্টে প্রদর্শিত হয়।
- গুগলে ইনডেক্স পাঠানোর জন্য আপনার ওয়েবসাইটে SEO উন্নত হয়। যত দ্রুত পেজ ইনডেক্স হবে তত দ্রুত রেংকিং পেতে শুরু করবে ফলে ওয়েবসাইটের সার্চ ডিজেবিলিটি বেড়ে যায়।
- আপনার ওয়েবসাইটে পুরনো কনটেন্ট কোনো পরিবর্তন করলে ইন্ডিয়াস রিকোয়েস্ট দিলে গুগল সে নতুন তথ্য খুব তাড়াতাড়ি আপডেট করে নেই এবং নতুন ভাবে আবার দৃশ্যমান হয়।
- গুগলে ইনডেক্স হওয়ার মানেই পেজটি গুগলে দেখা যায় ফলে ভিজিটর সংখ্যা ও অর্গানিক ট্রাফিক অনেক বেড়ে যায়।
- ইনডেক্স রিকোয়েস্ট পাঠানো হল ওয়েবসাইটকে গুগলের নজরে আনা সবচেয়ে বড় কার্যকর উপায়।
গুগল সার্চ কনসোল এর কাজ কি
Google search control হল গুগলের একটি ফ্রি টুর। যার কাজ হল ওয়েবসাইটে
পারফরম্যান্স ও সার্চ করে দেখা ও পর্যবেক্ষণ করা। এটি ওয়েবসাইট মালিকদের জানাই
তাদের ওয়েবসাইট গুলো কেমন কাজ করছে। তাদের কোন পেজ ইনডেক্স হয়েছে, কোন
কিওয়ার্ডে ভিজিটর বেশি আসছে এবং কোন জায়গার সমস্যা আছে। গুগল সার্চ
কন্ট্রোলের প্রধান কাজগুলো হলো। যথাঃ
- ওয়েবসাইট ইনডেক্স স্ট্যাটাস দেখানো। কোন পেজগুলো গুগলে ইনডেক্স হয়েছে এবং কোনগুলো হয়নি তা সহজেই দেখা যায়।
- নতুন পেজ বা আপডেট করা কন্টেন দ্রুত গুগলে দেখাতে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানো হল google সার্চ কনসোলের কাজ।
- গুগল সার্চ কনসোল এর আরেকটি প্রধান কাজ হল সার্চ পারফরম্যান্স বিশ্লেষণ করা। আপনার কোন কিওয়ার্ডে কত ক্লিক ইম্প্রেশন গড় রেটিং এখানে পাওয়া যায়।
- আপনার ওয়েবসাইটে কোন পেজে কোন সমস্যা থাকলে সেটিও গুগল সার্চ কনসোল এর মাধ্যমে জানা যায়।
গুগল সার্চ কনসালে ইনডেক্স হয় না কেন
আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ওয়েবসাইটে google সার্চ কনসোল থেকে
ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর পরও ওয়েব পেজগুলো গুগলে দেখা যায় না। এর কারণ হলো
ইনডেক্স প্রক্রিয়া শুধু রিকুয়েস্ট এর ওপর নির্ভর করে না বরং গুগল টেকনিক্যাল
অবস্থা এবং ওয়েবসাইটের কাঠামোর যাচাই-কর্মের দিকেও খেয়াল রাখতে হয়। যে সকল
কারণে ইনডেক্স হয় না তা হল।
আরও পড়ুনঃ
ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করার সকল ধাপ
- আপনার কন্টেনের মান উন্নত নয়। যদি পেজ কপি করা বা ভালো লেখা না থাকে তাহলে গুগল সেটি ইনডেক্স করে না।
- আবার ওয়েব পেজের হেডারে যদি Noindex ট্যাগ ব্যবহার থাকে তবে সেটি ও ইনডেক্স হবে না।
- Robots.tex দাঁড়া ব্লগ থাকলে ফাইলে কোন পেজ নিষিদ্ধ থাকলে গুগলবট সেটি স্কল করতে পারে না।
- সার্ভার বা লোডিং এর সমস্যা থাকলে ইনডেক্স প্রক্রিয়া থেমে যায়।
- নতুন ওয়েবসাইট বা কম অথরিটি সাইটে google ইনডেক্স করতে অনেক সময় নেয়।
গুগল সার্চ কন্ট্রোল কিভাবে ব্যবহার করবেন
গুগল সার্চ কনসোল একটি ফ্রি টুল। যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সার্চ
পারফরম্যান্স পর্যবেক্ষণ ও উন্নত করতে সাহায্য করে। এটি গুগলের একদম ফ্রি সার্ভিস
তাই ব্যবহার করা সহযোগ নিরাপদ। গুগল সার্চ কন্ট্রোল ব্যবহারের ফলে আমার দের
ওয়েবসাইটে কোন পেজ ইনডেক্স হয়েছে, কোন পেজ ইনডেক্স হয়নি সেই সকল তথ্য সম্পর্কে
আমরা জানতে পারি। গুগল সার্চ কনসোল এর মাধ্যমে কোন
কিওয়ার্ডে ভিজিটর আসছে, গড় র্যাঙ্ক কত, এই সকল তথ্য SEO অপটিমাইজ করা
যায়। আপনার ওয়েবসাইটে কোন সমস্যা থাকলে বা ওয়েবসাইটে 404 error, Sitemap
সমস্যা যদি থাকে তা এগুলো সহজে খুঁজে বের করা যায় গুগল সার্চ কনসলের
মাধ্যমে। নতুন পেজ বা পোস্ট দ্রুত গুগলের দেখাতে রিকোয়েস্ট ইনডেক্সিং
ব্যবহার করা যায় এর মাধ্যমে। গুগল সার্চ কনসালে ডেটা বিশ্লেষণ করে কনটেন্ট
উন্নত করলে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ে।
গুগল সার্চ কনসোল এর বিভিন্ন বিভাগ
গুগল সার্চ কনসোল হলো একটি শক্তিশালী টুল। যা আমাদের ওয়েবসাইটে
পারফরম্যান্স সম্পর্কিত সকল তথ্য দিয়ে থাকে। এটি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ
বিভাগে ভাগ করা হয়েছে যা ওয়েবসাইটের ব্যবস্থাপনা কে সঠিকভাবে সহজ করে তুলে।
পারফমেন্সঃ এই বিভাগে আপনি দেখতে পাবেন ওয়েব সাইটের আপনার কোন পেইজে কত
ক্লিক, ইমপ্রেশন, CTR এবং গড় র্যাঙ্ক কোন কিওয়ার্ড থেকে ট্রাফিক আসছে কোন পেজে
বেশি দেখা যাচ্ছে সবকিছুই এর মাধ্যমে জানা যায়। এটি আবার SEO উন্নত করার জন্য
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ।
URL পরীক্ষাঃ গুগল সার্চ কন্ট্রোল টু ব্যবহার করে আপনি যেকোনো পেজের ইনডেক্স
স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন যদি পেজ ইনডেক্স না হয়ে থাকে তবে এখান থেকে
সরাসরি রিকুয়েস্ট ইনভেস্টিং পাঠাতে পারবেন।
কভারেজঃ গুগল সার্চ কন্ট্রোলের এর ভাগে ওয়েবসাইটের ইনডেক্স ও ইনডেক্স না
হওয়া পেজে বিস্তারিত সকল তথ্য দেখা যায় এছাড়া কোন 404, server errors, noindex
এর মত কোন সমস্যা থাকলে এখান থেকে শনাক্ত করা যায়।
সাইট ম্যাপঃ আপনার ওয়েবসাইটে sitemap.XML সাবমিট করার মাধ্যমে গুগল সহজেই
নতুন পেজ খুঁজে পেয়ে যায় এবং দ্রুত করার জন্য এটি একটি ভালো মাধ্যম।
গুগল সার্চ কনসোল এর সুবিধা
গুগল সার্চ কনসোল হলেও একটি ফ্রি ও অত্যন্ত প্রয়োজনীয় টুল যা আমাদের
ওয়েবসাইট বা ব্লগার এবং SEO বিশেষজ্ঞদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি
ওয়েবসাইটের SEO পারফর্মেন্স এবং ইনডেক্সিং বিষয়ে সুন্দর ও ভালো তথ্য
প্রদান করে থাকে। গুগল সার্চ কনফারেন্স অনেক সুবিধা রয়েছে। যেমনঃ
- ওয়েবসাইটে নতুন পেজ বা পোস্ট google দ্রুত দেখানোর জন্য index রিকোয়েস্ট পাঠানো যায় এটি ওয়েবসাইট কে দ্রুত সবচেয়ে সামনে নিয়ে আসে।
- আমাদের ওয়েবসাইটে কোন কিওয়ার্ড থেকে ভিজিটর আসছে পেজে CTR ইম্প্রেসন এবং গড় রেঙ্ক কত সে সকল তথ্য সহজেই এর মাধ্যমে পাওয়া যায়।
- আমাদের ওয়েবসাইটে বা ব্লগে কোন সমস্যা থাকলে যেমন 404 error, server error, mobile usability, বা site map সমস্যা থাকলে তা ঠিক করা সম্ভব হয় ফলে ওয়েবসাইটের সকল কন্ডিশন ভালো থাকে।
- গুগল সার্চ কনসোল এর মাধ্যমে ওয়েবসাইটে সিকিউরিটি অফ ম্যানিয়াল পেনাল্টি সহজে খুঁজে বের করা যায় এবং সমাধান করা যায়।
- গুগল সার্চ কন্ট্রোল ব্যবহার করলে ওয়েবসাইট দ্রুত ইনডেক্স হয় ট্রাফিক বৃদ্ধি পায় এবং এস ই ও শক্তিশালী হয় এটি ওয়েব সাইটের মালিকের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ টুল।
মন্তব্য গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়
গুগল সার্চ কনসোল থেকে ইনটেক্স রিকোয়েস্ট পাঠানোর একটি সহজ ও অতি অত্যন্ত
গুরুত্বপূর্ণ কাজ। এটি আমাদের ওয়েবসাইটের দৃশ্যমানতা দাঁড়ায় এবং এসিও
শক্তিশালী করে তোলে এবং সার্চ রেজাল্টে দ্রুত স্থান পেতে কাজ করে। তাই আমাদের
নতুন কোন পেজ পোস্ট প্রোডাক্ট পেজ বা গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রকাশের
পরই গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে। এতে
আমাদের কনটেন্ট খুব দ্রুত গুগলে দৃশ্যমান হবে এবং অর্গানিক ট্রাফিক বাড়বে। আশা
করি আজকের আর্টিকেল পড়ে বুঝতে পেরেছেন গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট
পাঠানোর উপায়। ধন্যবাদ।250535










অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url