টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার সকল উপায়
আপনি কি, টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। বর্তমান সময়ে মোবাইল আর ইন্টারনেট থাকলে, ঘরে বসেই ইনকাম করা সম্ভব। অনেকেই জানে না, টেলিগ্রামের মতো একটি সহজ অ্যাপস থেকেও টাকা ইনকাম করা যায়।
যারা পড়াশোনার পাশাপাশি একটু বাড়তি ইনকাম করতে চান কিংবা বাড়িতে বসে কিছু করতে
চান, তাদের জন্য টেলিগ্রাম একটি দারুণ উপায় হতে পারে। শুধু অ্যাপস ব্যবহার
করা জানলেই হবে না, জানতে হবে কোন কোন পদ্ধতিতে এখান থেকে ইনকাম করা যায়।
এই পোস্টে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হবে।
পোস্ট সূচিপত্রঃ টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায়
- টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায়
- টেলিগ্রাম চ্যানেল খুলে কিভাবে ইনকাম করবেন
- টেলিগ্রাম দিয়ে অনলাইনে আয় করার উপায়
- টেলিগ্রাম গ্রুপ থেকে টাকা আয় করার নিয়ম
- টেলিগ্রামে এফিলিয়েট মার্কেটিং করে আয়
- টেলিগ্রামে পেইড মেম্বারশিপ চালু করে ইনকাম
- টেলিগ্রামে বট তৈরি করে কিভাবে আয় করা যায়
- টেলিগ্রাম থেকে প্যাসিভ ইনকাম করার টিপস
- টেলিগ্রাম ব্যবহার করে ছাত্রদের আয় করার উপায়
- টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায়-শেষ কথা
টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায়
অনেকেই টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে চেয়ে থাকেন। আপনি
যদি একটু মোবাইল চালাতে জানেন, আর ইন্টারনেট ব্যবহার করতে পারেন, তাহলে আপনিও
টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। অনেকেই মনে করেন, টেলিগ্রাম শুধুমাত্র
কথা বলা বা চ্যাট করার জায়গা। কিন্তু বর্তমানে টেলিগ্রাম ব্যবহার করে
অনেকেই প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। এখন প্রশ্ন
হচ্ছে, তারা টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম করছে? টেলিগ্রাম হচ্ছে- একটি
জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস। যেখান থেকে আপনি ঘরে বসেই টাকা ইনকাম করতে
পারবেন।
প্রথমে আপনাকে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এরপরে, টেলিগ্রামে নিজস্ব একটি চ্যানেল বা গ্রুপ তৈরি করতে হবে। টেলিগ্রামে প্রবেশ করলে আপনি "New Channel" নামের অপশনটি দেখতে পাবেন। এখান থেকে আপনি নিজস্ব একটি চ্যালেন খুলে নিতে পারবেন।
এরপরে, আপনাকে চ্যালেনের একটি নাম দিতে হবে। তারপরে "Create" এই অপশনে ক্লিক করতে হবে।
এবার আপনি যদি Public Channel খুলতে চান, তাহলে Public Channel এই অপশন সিলেক্ট করতে হবে। আর আপনি যদি Private Channel খুলতে চান, তাহলে Private Channel এই অপশনটি সিলেক্ট করতে হবে। তবে ইনকাম করার জন্য পাবলিক চ্যানেল সিলেক্ট করে চ্যানেল খুলতে হবে। আবার আপনি চাইলে আপনার মনের মতো একটি লিঙ্ক দিয়ে দিতে পারেন, যদি ওইখানে ফাঁকা থাকে তাহলে। তারপরে "Save" করে নিতে হবে।
এবার আপনি এখান থেকে সবাইকে ইনভাইট লিংক পাঠাতে পারবেন। এই চ্যানেল বা গ্রুপের মাধ্যমে আপনি বিভিন্ন বিষয়বস্তু শেয়ার করবেন, যা আপনার আগ্রহের উপর। যখন আপনার চ্যানেলে পর্যাপ্ত সাবস্ক্রাইবার বাড়তে থাকবে বা গ্রুপে মেম্বার বাড়বে, তখন আপনি সেখানে বিজ্ঞাপন বা স্পন্সর পোস্ট দিতে পারবেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন পণ্যের লিঙ্ক শেয়ার করে, কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আরেকটি উপায় হচ্ছে পেইড গ্রুপ বা পেইড চ্যানেল চালানো। আপনি যদি বিশেষ ধরনের শিক্ষা, কোচিং বা দরকারি কন্টেন্ট প্রদান করেন, তাহলে সদস্যদের থেকে মাসিক বা বার্ষিক ফি নিতে পারেন। টেলিগ্রামে সরাসরি পেমেন্ট অপশন না থাকলেও বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সুবিধা জনক ভাবে পেমেন্ট নেওয়া যায়। এছাড়াও টেলিগ্রামে বট ব্যবহার করেও ইনকাম করা সম্ভব। বট তৈরি করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করা যায়।
আরো পড়ুনঃ ড্রপশিপিং বিজনেস থেকে ইনকাম করার সহজ উপায়
যেমন- নির্দিষ্ট সার্ভিস প্রদান করা। বটের মাধ্যমে বিভিন্ন
ফিচার ব্যবহার করে ইনকাম বাড়ানো সম্ভব। সবশেষে বলা যায়-টেলিগ্রাম
থেকে ইনকাম করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে, নিয়মিত নতুন এবং আকর্ষণীয় কনটেন্ট
দিতে হবে। এতে করে আপনার ইনকাম বাড়বে এবং আপনি সফল হতে শুরু করবেন। ধৈর্য ধরে
কাজ করতে পারলে, টেলিগ্রাম থেকেও ইনকাম করা সম্ভব।
টেলিগ্রাম চ্যানেল খুলে কিভাবে ইনকাম করবেন
টেলিগ্রাম চ্যানেল খোলা খুবই সহজ, আর এর মাধ্যমে টাকা ইনকাম করাও সম্ভব। প্রথমেই আপনাকে একটি টেলিগ্রাম একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপরে, টেলিগ্রামে গিয়ে "নিউ চ্যানেল" অপশন থেকে আপনার পছন্দ মতো নাম দিয়ে চ্যানেল খুলে নিতে হবে। চ্যানেলের বিষয়বস্তু এমন রাখতে হবে, যা মানুষ পড়তে বা দেখতে আগ্রহী। যেমন-শিক্ষামূলক কন্টেন্ট, বিনোদন, খবর বা যেকোনো বিশেষ বিষয়। চ্যানেল খুলে নিয়মিত ভালো এবং আকর্ষণীয় পোস্ট দিতে হবে। প্রতিদিন নতুন নতুন তথ্য, ছবি, ভিডিও অথবা আর্টিকেল শেয়ার করতে হবে। ধীরে ধীরে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে।
এছাড়াও পেইড গ্রুপ বা পেইড চ্যানেল চালিয়েও আয় করা সম্ভব। আপনার যদি বিশেষ
কোনো দক্ষতা জ্ঞান থাকে, তাহলে বিশেষ কন্টেন্টের জন্য মাসিক বা বার্ষিক
মেম্বারশিপ চালু করতে পারেন। এতে করে সদস্যরা আপনাকে নিয়মিত অর্থ দিবে। সবশেষে
বলা যায়- সফল হতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং নিয়মিত নতুন নতুন
কনটেন্ট দিতে হবে। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আয় করার সবচেয়ে বড় উপায়
হচ্ছে- বিশ্বস্ততা, সঠিক তথ্য এবং নিয়মিত আপডেট। একবার ভালো একটা
কমিউনিটি গড়ে তুলতে পারলে, ইনকাম করা অনেক সহজ হয়ে যাবে।
টেলিগ্রাম দিয়ে অনলাইনে আয় করার উপায়
টেলিগ্রাম শুধুমাত্র মেসেজ পাঠানোর অ্যাপস নয়। এখন টেলিগ্রাম থেকেও অনলাইনে
ইনকাম করা সম্ভব। প্রথমেই আপনাকে একটি চ্যানেল বা গ্রুপ খুলে নিতে হবে। এই
চ্যানেলে বা গ্রুপে আপনি যেকোনো জনপ্রিয় বিষয় নিয়ে কন্টেন্ট দিতে
পারেন।যেমন- খবর, মজার, শিক্ষা মুলক অথবা প্রয়োজনীয় তথ্য। নিয়মিত
ভালো কনটেন্ট দিলে ধীরে ধীরে মানুষ আপনার চ্যানেলে বা গ্রুপে যোগ দিতে শুরু করবে।
চ্যানেল বড় হলে সেখানে আপনি স্পন্সর পোস্ট দিতে পারেন। অর্থাৎ, কোনো
কোম্পানি বা ব্র্যান্ড তাদের পণ্য প্রচার করতে চাইলে, আপনি তাদের থেকে টাকা
নিয়ে তাদের পণ্যগুলো প্রচার করে দিবেন।
এছাড়াও আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারেন। আপনি
বিভিন্ন পণ্যের লিংক শেয়ার করবেন, কেউ যদি সেই লিংকে ক্লিক করে পণ্যটি
কিনে, তাহলে সেখান থেকে আপনি কমিশন পাবেন। আরেকটি উপায় হচ্ছে- পেইড
মেম্বারশিপ। যদি আপনার কোনো বিষয়ের উপর দক্ষতা বা অভিজ্ঞতা থাকে।
তাহলে, পেমেন্ট নিয়ে মেম্বার রাখতে পারবেন। যারা বিশেষ কন্টেন্ট পেতে
চায়, তারা অর্থ দিয়ে আপনার গ্রুপ বা চ্যানেলে যোগ দেবে। সবশেষে বলা
যায়-সফল হতে হলে নিয়মিত কাজ করতে হবে এবং মানুষের প্রয়োজন বুঝে তাদের
জন্য ভালো কনটেন্ট দিতে হবে।
টেলিগ্রাম গ্রুপ থেকে টাকা আয় করার নিয়ম
টেলিগ্রাম গ্রুপ থেকেও ঘরে বসে আয় করা সম্ভব। এর জন্য প্রথমেই একটি জনপ্রিয় এবং
আকর্ষণীয় বিষয় নিয়ে টেলিগ্রামে চ্যানেল খুলতে হবে। বিষয়টি এমন হতে
হবে, যা অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখে বা পড়ে। যেমন- শিক্ষণীয়, চাকরির
খবর, স্বাস্থ্য অথবা প্রয়োজনীয় তথ্য। গ্রুপে ভালো মানের এবং নতুন
নতুন কন্টেন্ট দিতে হবে। এতে করে সদস্যরা গ্রুপে থাকতে উৎসাহিত হবে এবং নতুন
মেম্বার যুক্ত হবে। গ্রুপ বড় হয়ে গেলে, আপনি সেখান থেকে স্পনসরশীপ নিতে পারবেন।
অর্থাৎ, কোনো ব্যবসায়ী বা কোম্পানি তাদের পণ্য বিজ্ঞাপন দিতে চাইলে,
আপনি তাদের থেকে নির্দিষ্ট টাকা নিবেন।
আরেকটি উপায় হচ্ছে পেইড মেম্বারশিপ চালু করা। এতে করে আপনি বিশেষ কন্টেন্ট বা
সার্ভিসের জন্য গ্রুপের মেম্বারদের থেকে মাসিক বা বাৎসরিক ফি নিতে পারবেন। যারা
আপনার সার্ভিস বা তথ্য পেতে আগ্রহী, তারা অর্থ দিয়ে আপনার গ্রুপে যুক্ত হবেন।
এছাড়াও গ্রুপে এফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন। কোনো পণ্যের লিংক
শেয়ার করলে এবং কেউ সেই পণ্য কিনলে, সেখান থেকে আপনি কমিশন পাবেন। সবশেষে বলা
যায়- টেলিগ্রাম গ্রুপ থেকে সফলভাবে ইনকাম করতে হলে ধৈর্য এবং নিয়মিত কাজ
করতে হবে। সদস্যদের প্রয়োজন বুঝে ভালো মানের কন্টেন্ট দিতে হবে।
টেলিগ্রামে এফিলিয়েট মার্কেটিং করে আয়
টেলিগ্রম থেকে টাকা ইনকাম করার জন্য এফিলিয়েট মার্কেটিং একটি সহজ ও জনপ্রিয়
উপায়। এর মানে হচ্ছে-আপনি কোনো কোম্পানির পণ্য বা সেবার
লিংক শেয়ার করবেন, আর কেউ যদি সেই লিংক থেকে পণ্য কিনে, তাহলে আপনি
সেখান থেকে কমিশন পাবেন। এর জন্য প্রথমে আপনাকে একটি টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ
খুলতে হবে যেখানে আপনি নিয়মিত পণ্যের লিংক শেয়ার করবেন। মার্কেটিং করার জন্য
বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। যেমন- দারাজ, এমাজন অথবা অন্য
অ্যাফিলিয়েট প্রোগ্রামেও যুক্ত হতে পারেন।
সেখানে আপনি একটি বিশেষ লিংক পাবেন, যা আপনার জন্য নির্দিষ্ট। এই লিংক
ব্যবহার করে আপনি পণ্যের প্রচার করতে পারবেন। যখন কেউ আপনার শেয়ার করা লিংক থেকে
পণ্য কিনবে, তখন সেই বিক্রয় থেকে আপনিও কমিশন পাবেন। টেলিগ্রামের নিয়মিত
নতুন নতুন এবং আকর্ষণীয় পণ্যের লিংক শেয়ার করতে হবে, এতে করে ইনকামের সম্ভাবনা
বাড়ে। এছাড়াও আপনি চাইলে- পণ্যের বিস্তারিত রিভিউ এবং ব্যবহার কিভাবে করতে
হয়। এটা নিয়েও পোস্ট করতে পারেন, যা দর্শকদের আকৃষ্ট করবে।
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে- যে পণ্য বা সেবা আপনি
প্রচার করছেন সেটি ভালো হতে হবে।
টেলিগ্রামে পেইড মেম্বারশিপ চালু করে ইনকাম
বর্তমানে অনেকেই টেলিগ্রামে পেইড মেম্বারশিপ চালু করে আয় করছে। বিশেষ করে যারা
পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, টিপস বা প্রয়োজনীয় কনটেন্ট শেয়ার
করে। পেইড মেম্বারশিপ মানে হচ্ছে- আপনার গ্রুপে বা চ্যানেলে যুক্ত হতে
চাইলে, মানুষকে টাকা দিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে একটি চ্যানেল বা গ্রুপ তৈরি
করতে হবে। যেখানে আপনি গুরুত্বপূর্ণ এবং দরকারি তথ্যগুলো দিবেন।
যেমন- চাকরির প্রস্তুতি, ভর্তি পরীক্ষার প্রস্তুতি, অনলাইন
কোর্স বা ডিজিটাল মার্কেটিং শেখানো যেতে পারে। প্রথমে আপনি
চাইলে, ফ্রি কনটেন্ট দিয়ে শুরু করতে পারেন।
এরপরে, ধীরে ধীরে প্রিমিয়াম অংশটি পেইড করতে পারেন। টাকা নেওয়ার জন্য আপনি
বিকাশ, নগদ বা রকেট ব্যবহার করতে পারবেন। কেউ টাকা পাঠালে আপনি ম্যানুয়ালি তাকে
গ্রুপে এড করে দিতে পারেন। আবার আপনি চাইলে- টেলিগ্রামের বট ব্যবহার করে অটো এড
সিস্টেমে চালু করতে পারেন। পেইড মেম্বারশিপ সফল করতে হলে- ভালো মানের এবং
মানসম্মত কনটেন্ট দিতে হবে, নিয়মিত আপডেট থাকতে হবে এবং ইউজারদের বিশ্বাস
অর্জন করতে হবে। একবার মানুষ আপনাকে ভরসা করতে শুরু করলে, আপনার ভালো পরিমাণ
টাকা ইনকাম হবে।
টেলিগ্রামে বট তৈরি করে কিভাবে আয় করা যায়
টেলিগ্রাম বট হচ্ছে- একটি সক্রিয় প্রোগ্রাম বা ব্যবহারকারীদের সঙ্গে অটোমেটিক কাজ করে দিবে। যেমন- মেসেজ পাঠানো, রিপ্লাই দেওয়া বা নির্দিষ্ট কাজ সম্পাদন করা। আপনি চাইলে নিজের একটি বট তৈরি করে আয় করতে পারেন। এর জন্য প্রোগ্রামিং জানতে পারলে ভালো হয়, তবে এখন অনেক রেডি টুলস আছে যেগুলোর সাহায্যে কোড ছাড়াই বানানো যায়।যেমন- Manybot বা BotFather ইত্যাদি। টেলিগ্রামে বট দিয়ে আয় করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে- সার্ভিস বেইসড বট তৈরি করা।
যেমন- কেউ যদি পড়াশোনার জন্য নোট চায়, তাহলে আপনি বটের মাধ্যমে তা অটোমেটিকভাবে দিতে পারবেন। আর এর জন্য পেইড মেম্বারশিপ চালু করতে পারবেন। এছাড়াও কেউ ব্যবসার জন্য চাইলে, তাদেরকে কাস্টম বট তৈরি করে দিতে পারেন এবং এর জন্য সার্ভিস চার্জ নিতে পারেন। অনেকে আবার বটের মাধ্যমে এফিলিয়েট লিংক শেয়ার করে, পেইড কন্টেন্ট বিতরণ করে এবং স্পন্সর পোস্ট করে ইনকাম করে থাকে। সবশেষে বলা যায়- বট হতে হবে ইউজার ফ্রেন্ডলি এবং প্রয়োজন মাফিক। তাহলে, ব্যবহারকারীরাও সন্তুষ্ট থাকবে এবং আপনার ইনকামও বাড়তে থাকবে।
টেলিগ্রাম থেকে প্যাসিভ ইনকাম করার টিপস
টেলিগ্রাম থেকে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে- একবার কাজ করে রেখে দিলে সেটা থেকে নিয়মিত ইনকাম আসবে এবং আপনি কিছু না করলেও সক্রিয়ভাবে ইনকাম পেতে থাকবেন। এর জন্য প্রথমে আপনাকে একটি ভালো চ্যানেল বা গ্রুপ তৈরি করতে হবে। সেখানে নিয়মিত দরকারি এবং মানুষের আগ্রহের উপর ভিত্তি করে কন্টেন্ট পোস্ট করতে হবে। যেমন-ইসলামিক কনটেন্ট, চাকরির আপডেট, কোর্স, শিক্ষামূলক অথবা টেক টিপস। একবার ভালো সংখ্যক সাবস্ক্রাইবার হয়ে গেলে, আপনি এফিলিয়েট লিংক শেয়ার করেও ইনকাম করতে পারবেন।
মানুষ সেই লিংক ব্যবহার করে পণ্য কিনলে, আপনি সেখান থেকে কমিশন পাবেন।
আবার পেইড চ্যানেল চালু করে এবং নির্দিষ্ট কনটেন্ট তৈরি করে প্রিমিয়াম
মেম্বারদের জন্য রেখে দিতে পারেন। অটোম্যাটেড বট ব্যবহার করে কনটেন্ট বা সার্ভিস
দিলে, আপনি নিজে সময় না দিয়েও ইনকাম করতে পারবেন। অনেকেই আবার পূর্বে রেডি করা
পোস্ট বা ভিডিও সিডিউল করে দেয়, যাতে করে প্রতিদিন কিছু না করেও চ্যানেল
সচল থাকে। এমন কনটেন্ট তৈরি করতে হবে, যা দীর্ঘদিন ধরে মানুষ খুঁজবে। তখন আপনার
পুরনো পোস্ট থেকেও নতুন ভিউ আসবে এবং আপনার ইনকাম চালু থাকবে।
টেলিগ্রাম ব্যবহার করে ছাত্রদের আয় করার উপায়
বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই ইনকাম করতে চায়। এর জন্য
টেলিগ্রাম এমন একটি মাধ্যম, যেখানে সামান্য সময় দিয়ে এবং মোবাইল থাকলেই
ইনকাম করা সম্ভব। প্রথমেই একটি টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে নিতে হবে। যেহেতু
ছাত্র, তাই পড়াশোনার বিষয়, পরীক্ষার সাজেশন, প্রশ্ন-উত্তর,
নোট অথবা ভর্তি পরীক্ষার তথ্য শেয়ার করলে, ধীরে ধীরে ফলোয়ার বাড়তে
থাকবে। একবার ভালো কিছু সদস্য যুক্ত করতে পারলে, সেখানে পেইড
মেম্বারশিপ চালু করা যেতে পারে। বিশেষ সাজেশন বা গুরুত্বপূর্ণ তথ্যের জন্য
মাসিক ফি রাখা যেতে পারে।
আরো পড়ুনঃ অনলাইন থেকে আয় করার সহজ উপায়
এছাড়াও অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে অনলাইন কোর্স, বই বা প্রয়োজনীয়
প্রোডাক্ট বিক্রি করে, কমিশনের মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে। যারা একটু বেশি
দক্ষ, তারা টেলিগ্রামে বট বানিয়ে, সেটার মাধ্যমে সার্ভিস দিতে পারেন।
আবার কেউ চাইলে- অন্যদের জন্য চ্যানেল বা কনটেন্ট ম্যানেজ করে পারিশ্রমিকও
নিতে পারেন। সবশেষে বলা যায়- সঠিকভাবে ব্যবহার করতে পারলে, টেলিগ্রাম
ছাত্রদের জন্য খুবই ভালো এবং প্যাসিভ ইনকামের জন্য সেরা মাধ্যম হতে পারে।
পড়াশোনার ক্ষতি না করে এখান থেকে ইনকাম করা সম্ভব।
টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায়-শেষ কথা
এই পোস্টে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হয়েছে। টেলিগ্রাম এখন শুধুমাত্র চ্যাটিং করার অ্যাপস নয় বরং ইনকাম
করার জন্য একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আপনি যদি নিয়মিত সময়
দেন, ভালো কনটেন্ট বানান এবং মানুষের প্রয়োজনীয় জিনিস শেয়ার
করেন- তাহলে এখান থেকে টাকা ইনকাম করা অনেক সহজ হয়ে যাবে। টেলিগ্রামের
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে- এখানে শুরু করতে টাকা লাগে
না। শুধুমাত্র নিজের ইচ্ছা, সময় এবং ধৈর্য থাকলেই হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url