Google search console এ crawled-currently not indexed সমাধান
ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মGoogle search console এ crawled-currently not indexed সমাধান এ বিষয়ে অনেকেই অজানা। Google সবথেকে গুরুত্বপূর্ণ হলো গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল সম্পর্কে আপনাদের অনেকের কোন ধারণা নেই। আজকের
পেজ সূচিপত্রঃ Google search console এ crawled-currently not indexed সমাধান
- Google search console এ crawled-currently not indexed সমাধান
- গুগল সার্চ কনসোল কি
- গুগল সার্চ কন্ট্রোল কেন ব্যবহার করবেন
- গুগল সার্চ কনসোলের কাজ কি
- Google সার্চ কনসোল এর সুবিধা
- গুগল সার্চ কনসোল বিভিন্ন বিভাগ
- গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করবেন
- Google সার্চ কনসোল যাচাই পদ্ধতি
- গুগল সার্চ কনসোল সাইট মাপ সাবমিট
- মন্তব্য Google search console এ crawled-currently not indexed সমাধান
Google search console এ crawled-currently not indexed সমাধান
- Crawled= গুগল আপনার পেজ দেখেছে
- Not indexed=কিন্তু গুগল সেই পেজ কে সার্চ রেজাল্টে দেখায়নি বা রাখেনি।
গুগল সার্চ কনসোল কি
গুগল সার্চ কনসোল হলো গুগল দ্বারা পরিচালিত একটি টুলস। যা ওয়েবসাইট মালিক এবং এর
চেয়েও বিশেষজ্ঞদের জন্য গুগল সার্চ ওয়েবসাইটের উপস্থিতি পর্যবেক্ষণ বিভিন্ন
ধরনের সমস্যার সমাপ্ত এবং উন্নত করার জন্য ব্যবহৃত করা হয়। গুগলে কিভাবে আমাদের
পেজগুলো ক্রল কোন সমস্যা থাকলে তা সনাক্ত করা হয় গুগল সার্চ কনসোলের মাধ্যমে।
আপনার ওয়েবসাইটে কোন শেয়ার দিয়ে আপনি ট্রাফিক বেশী পাচ্ছেন, কত ক্লিক পাচ্ছেন,
কত ইম্প্রেশন এবং গড় অবস্থান কত তা গুগলে এর মাধ্যমে জানা যায়।
গুগল সার্চ কনসোল গুগলের একটি ফ্রি টুলস। এটি ব্যবহার করে বা ইউজ করে ওয়েবসাইট মালিকেরা তাদের ওয়েবসাইটের কন্টেন্ট কিভাবে শো করতে তা নির্ধারণ করে। গুগল সার্চ কনসোল ইউজার ডাটা বিষদভাবে আলোচনা করলে দেখা যায় তা ওয়েব এর মাস্টারকে প্রদর্শন করে। শুরুর দিকে গুগল সার্চ কনসোল গুগল মাস্টার টুলস হিসেবে যাত্রা শুরু করলেও ২০১৫ সাল থেকে এর নাম পরিবর্তন করে গুগল সার্চ কনসোল নামকরণ করা হয়।
এটি ওয়েবসাইট মনিটর করার জন্য অনেক কার্যকরী। ওয়েবসাইট মনিটর করার জন্য এর থেকে ভালো ও প্রয়োজনীয় টুলস আর কোথাও নেই। গুগল সার্চ কনসোল শুরুর দিক থেকে শুধু সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে অনেক সার্ভিস প্রদান করে থাকে। তাদের মধ্যে সার্চ নির্ভর ইন্ডাস্ট্রিজ দ্বারা পরিচালিত সার্ভিসগুলোর মধ্যে হল গুগল এডসেন্স, SEO, ইউটিউব ও ওয়েবসাইট ইত্যাদি।
আরও পড়ুনঃ বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মি
একটি নির্দিষ্ট URL গুলো ইনডেক্স এবং অন্য প্রযুক্তিগত ডিটেল সরাসরি গুগল এর ইনডেক্স দেখতে পাওয়া যায়। আপনার ওয়েবসাইটে স্প্যাম বা কোন প্রকার হ্যাক বা কোন ম্যানুয়াল পেনাল্টি ধারণ করে তাহলে গুগল সাসপেনশন আপনাকে সতর্ক করে জানায়। আপনার ওয়েবসাইটের পেজের লোন্ডিং ক্রিয়েট ইন্টার এক্টিভিটি এবং ভিজুয়াল স্টেবিলিটি কেমন তা গুগল এর মাধ্যমে নিরক্ষণ করা হয়।
গুগল সার্চ কনসোল হলে শক্তিশালী এবং অতুলনীয় টুলস। আপনি যদি কোন ওয়েবসাইট পরিচালনা করেন বা কাজ করেন এটি আপনাকে দেখাবে কিভাবে গুগল আপনার টাইপ দেখতে কিভাবে তাকে আরো ভালোভাবে তৈরি করতে হবে এবং কিভাবে আপনার সার্চ ফলাফল উন্নতি আসবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারা যায় গুগল এর মাধ্যমে। আপনি যদি নতুন ওয়েবসাইট বা ব্লক তৈরি করেন তাহলে এটি সেটআপ করা আপনার জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ।
গুগল সার্চ কনসোল কেন ব্যবহার করবেন
গুগল সার্চ কনসোলে কেন ব্যবহার করবেন এটাঅনেকেই জানেনা। গুগল সার্চ কনসোলে কি কাজ হয় তাও অনেকে অজানা। গুগল সার্চ কনসোল অনেক কারণেই ব্যবহার করা হয়ে থাকে। গুগল সার্চ কনসোল কি কি কারণে ব্যবহার করা হয়ে থাকে তা নিচে বর্ণনা করা হলো।
- গুগল সার্চ কনসোল মাধ্যমে আপনার ওয়েবসাইটকে খুব সহজেই গুগল সার্চ ইঞ্জিনে র্যাংকিং করাতে পারবেন, ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি করতে পারবেন।
- গুগলে ঠিকমতো কন্টেন সাইন ইনডেক্স হয়েছে কিনা সে সকল জানার জন্য এ টুলস ব্যবহার করা প্রয়োজন হয়।
- গুগল থেকে আসা ট্রাফিক সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় এই টুলস এর মাধ্যমে।
- আমাদের ওয়েবসাইটের কোন পেজ ইনডেক্স না হলে বা ইনডেক্স রিলেটেড কোন সমস্যা হলে গুগল সার্চ কনসোলের এর মাধ্যমে খুঁজে বের করে তা সমাধান করা হয়ে থাকে।
- গুগলে বিভিন্ন ধরনের কি ওয়ার্ড ব্যবহার করে সার্চ করা হয়র। সে সকল ডেটা পাওয়া যায় গুগল সার্চ কনসোলের মাধ্যমে। যা পরবর্তীতে SEO করতে এবং কন্টেন অপটিমাইজ তৈরি করতে সাহায্য করে।
- ওয়েবসাইটে যেকোনো ধরনের ইনডেক্স, স্প্যাম বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে অ্যালার্ট পেতে গুগল সার্চ কনসোলের এর সহায়তা দরকার হয়।
ওয়েবসাইট ও ব্লগিং মালিকদের কাছে ওয়েবসাইট ম্যানেজ করার জন্য গুগল সার্চ কনসোল অনেক গুরুত্বপূর্ণ। গুগল সার্চ কনসোলের ফিচার গুলি আধুনিক ও টেকনোলজির সাথে সম্পূর্ণ মিল থাকায় এতে কর্মক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।
গুগল সার্চ কনসোলের কাজ কি
গুগল সার্চ কনসোল কাজের পরিধি অনেক আমাদের ওয়েবসাইট তৈরি করার পর থেকে এর কাজ শুরু হয় এবং ওয়েবসাইট পার্মানেন্ট বন্ধ হওয়া পর্যন্ত গুগল স্থায়ী হয়। গুগল সার্চ কনসোল কাজগুলো কি তা বর্ণনা করা হলো।
URL Inspection: আপনি যখন আপনার ওয়েবসাইটের সার্চ কনসোল আপনার ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করবেন তখন সেটি অটোমেটিক ইন্সপেক্ট হয়ে ডেটা শো করবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য গুগল সার্চ কনসোল URLইনফেকশন একটি অপশন পাবেন। সেখানে কাঙ্খিত URL দিয়ে ইনসপেক্ট বাটনে ক্লিক করতে হবে। উক্ত লিঙ্ক সম্পর্কিত সকল তথ্য সেখানেই পেয়ে যাবেন। আপনার HTTP রিকুয়েস্ট সেন্ট হয়েছে কিনা বা কোন ধরনের EROR আছে কিনা তা চিহ্নিত করা যাবে।
সার্চ রিপোর্টঃ সার্চ রিপোর্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের পুরো ডেটা যেখানে সার্চ ইঞ্জিন সাবমিট করার পর কি কি পরিবর্তন হয়েছে বা ভিজিটরা আসার আগে বা কারণে আপনার ওয়েবসাইটের ভ্যালু যোগ হয়েছে কিনা তা সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন। সার্চ রিপোর্টের মাধ্যমে অন্যান্য সকল তথ্যের সাথে সাথে ইম্প্রেসন, ক্লিক এবং পজিশন সকল তথ্য জানতে পারবেন অর্থাৎ আপনার ওয়েবসাইট পেজে কোথায় আছে, কেমন ভিজিটর পাচ্ছে, কোথায় ভিজিটর বেশি সময় দিচ্ছে ইত্যাদি সকল বিষয় সার্চ রিপোর্ট থেকে জেনে নিতে পারবেন।
অ্যাপিয়ারেন্সঃ ওয়েবসাইট পেজে স্ট্রাকচার ডাটা প্রোপে থাকার জন্য অনেক কার্যকরী অপশন টি চালু করা হাইলাইটার ফিচার সঠিকভাবে কাজে লাগানোর জন্য অ্যাফেয়ার্স সেটিং ব্যবহার করতে হয়। অ্যাপিয়ারেন্স ডাটা হাইলাইট অপশন ব্যবহার করার ফলে আর্টিকেল ইভেন্ট, লোকাল বিজনেস, রেস্টুরেন্ট, বুক প্রোডাক্ট ইত্যাদির গুরুত্বপূর্ণ অংশ হাইলাইটার করা যায়।
মোবাইল ইউজাবিলিটিঃ আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য কম্পিউটার ছাড়াও মোবাইল, ট্যাব ইত্যাদি ডিভাইস ব্যবহার করে থাকি। আমাদের ওয়েবসাইট কি মোবাইলে কেমন দেখা যায় এবং মোবাইল রিলেটেড এর সকল সমস্যা মনিটর করার জন্য এই ফিচারটি অনেক কার্যকরী। তাছাড়াও আমাদের ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা বা আলাদা AMP পেজ আছে কিনা এবং সকল থাকলে সে সম্পর্কিত সেটিংস পরিবর্তন করার জন্য মোবাইল ইউজারবিলিটি থাকা দরকার বা ব্যবহার করা দরকার।
URLরিমুভঃ আমাদের ওয়েবসাইটে 404 NOT ফাউন্ড এর সম্মিলিত পেজ অনেক চোখে পড়ে। আমাদের একজন ইউজার যখন দেখে ওয়েবসাইটে এই সমস্যা আছে তখন তার ওয়েবসাইট থেকে চলে যায়। আপনার ওয়েবসাইটে যদি 404 জিরো ফেস থাকে তাহলে একাধারে ব্রাউন সিলেট বাড়ে রেংকিং কমে যায়। ভিজিটর বিরক্ত হয়ে যায় ওয়েবসাইটের প্রতি বিশ্বাস কমে যায়। ওয়েবসাইটের অথরিটি অনেকটা কমে যায়।
আরও পড়ুনঃ ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ উপায়
এগুলো যে কোন ওয়েবসাইটের জন্য খারাপ সংকেত। তাছাড়া আমরা জানি গুগল ইনফরমেশন ছাড়া খালি পেজ একদমই পছন্দ করে না। গুগলে এরকম কোন সমস্যা দেখেন তখন রিমুভ URL ফিচার ব্যবহার করে সার্চ ইঞ্জিন থেকে সেই সকল পেজ সরিয়ে দিতে হবে।
সাইট ম্যাপঃ আমাদের ওয়েবসাইটে কতগুলো ও কি কি লিঙ্ক দেওয়া আছে। তাদের সমন্বয়ে তৈরি করা হয় সাইট ম্যাপ। ম্যাপ করার পর আমাদের সাইট ম্যাপে যোগ করতে হয় এবং গুগল বুঝতে পারে সাইটে কি কি লিংক আছে।
গুগল সার্চ কনসোলের সুবিধা
ওয়েবসাইটে কনটেন্ট আপলোড করেই কাজ শেষ নয়। ওয়েবসাইট গুগলে ঠিকভাবে ইনডেক্স হচ্ছে কিনা, কোন পেজ থেকে আসছে বা কোন পেজে কোন সমস্যা আছে কিনা এসব কোন কিছু জানতে গুগল সার্চ কনসোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। যা আমাদের ওয়েবসাইটে পারফরম্যান্স এর সকল সার্চ ও টেকনিক্যাল সমস্যাগুলো পর্যবেক্ষণ ও সমাধান করতে সাহায্য করে।
গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের অনেক সমসসার সমাধান করা যায়। ব্যবহারকারিদের অনেক অভিজ্ঞতা বৃদ্ধি করে, যা ওয়েব সাইটের দর্শকদের ধরে রাখতে সাহায্য করে আবার নতুন দর্শকদের আকৃষ্ট করতে সাহায্য করে।
গুগল সার্চ কনসোল এর মাধ্যমে কোন কন্টেন্টের এর মাধ্যমে থেকে দর্শক আছে এবং বিস্তারিত তথ্য প্রদান করে এবং নতুন কনটেন্ট তৈরি করতে অনেক অংশে সাহায্য করে। গুগল সার্চ কনসোল এর মাধ্যমে মোবাইল ডিভাইস ওয়েবসাইট এর কর্ম ক্ষমতা কেমন তা পরীক্ষা করে এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য সমস্যা চিহ্নিত করা যায় এবং যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে অধিক কার্যকরী।
ওয়েবসাইটের পারফরম্যান্স ত্যাগ করতে অনেক সাহায্য করে। কোন কি ওয়ার্ড আপনার ওয়েবসাইটকে র্যাংক করছে এবং আপনার ওয়েবসাইট যে কোন কি ওয়ার্ড এর ইম্প্রেশন, ক্লিক ও ক্লিক কেমন তা জানতে সাহায্য করে। ইনডেক্সিং স্ট্যাটাস চেক ও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে গুগল সার্চ কনসোল অনেক সুবিধা রয়েছে। গুগল সার্চ কনসোল এর মাধ্যমে সাইট ম্যাপ জমা দেওয়া হয়।
আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা পরীক্ষা করার জন্য গুগল সার্চ কনসোল মাধ্যমেই তা চেক করতে হয়। আপনার ওয়েবসাইটে কোন লিংক দিচ্ছে, ব্যাক লিঙ্ক এবং আপনার নিজের সাইটের অভ্যন্তরীণ লিংক ইন্টারনাল লিংক কিভাবে আছে এসব তথ্যও গুগল সার্চ কনসোল থেকে জানা যায়।
গুগল সার্চ কনসোল একটি ফ্রি টুলস। যা ব্যবহার করে ওয়েবসাইট মালিকরা তাদের সাইটের গুগল সার্চে সকল কিছু দৃশ্যমান্যতা বাড়াতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে। পরিশেষে বলা যায় ওয়েবসাইটের পারফরম্যান্স বাড়াতে, গুগল রাঙ্কিং উন্নত করতে, টেকনিক্যাল সকল সমস্যা সমাধান করতে এবং ভিজিটর ডাটা বিশ্লেষণ করতে গুগল সার্চ কনসোল একটি অপরিহার্য টুল।
গুগল সার্চ কনসোলের বিভিন্ন বিভাগ
গুগল সার্চ কনসোল এমন একটি ফ্ট্লসলে SEO যা আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স কন্টেন্ট ইন্ডেক্সিং এবং google এর সকল সার্চ রেজাল্ট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে থাকে। গুগল সার্চ কনসোলে লগইন করলে আপনি একাধিক বিভাগ বা সেকশন দেখতে পাবেন। প্রতিটির কাজ আলাদা ও আলাদা কাজের জন্য ব্যবহার করা হয়। যেমনঃ
Performance পারফরম্যান্সঃ এই সেকশনে আপনার সাইট কোন কি ওয়ার্ডে গুগলের র্যাংক করছে গুগলে কত ক্লিক ও ইমপ্রেশন পারছে,গড় CTR কত, গড় পজিশন কত তা জানানো হয়। SEO উন্নত করতে কোন কি ওয়ার্ডে কাজ করা উচিত তা বোঝাতে সাহায্য করে।
Indexing ইনডেক্সিংঃ আপনার ওয়েবসাইটে কোন পেজ ইনডেক্স হয়েছে, কোন পেজ ইনডেক্স হয়নি, কেন ইনডেক্স হয়নি সকল ধরনের তথ্য জানা যায়। আপনার সাইটে ভিডিও থাকলে গুগল কতগুলো ভিডিও ইনডেক্স করেছে তাও এখানে দেখানো হয়। এখানে আপনি XML সাইট ম্যাপ সাবমিট করতে পারবেন। গুগল সর্বশেষ কখন সাইট ম্যাপ পড়েছে সেটিও জানা যায় এখান থেকে।
Experience অভিজ্ঞতাঃ আপনার ওয়েবসাইটে পেজ লোডিং স্পিড মোবাইল ফ্রেন্ডলিস্ট HTTPS সিকিউরিটি ইত্যাদি সম্পর্কে জানাও যায়। আপনার ওয়েবসাইটে বড় পেজে কনটেন্ট কত সময় লোড হচ্ছে, ব্যবহারকারীর প্রথম ক্লিক ও অ্যাকশন, রেসপন্স টাইম, পেজের লেআউট কতটা শিফট হচ্ছে সকল তথ্য পাওয়া যায় এর মাধ্যমে। আপনার সাইট মোবাইল ডিভাইসে করার সঠিকভাবে দেখা যাচ্ছে কি না, টেক্সট ছোট কি না, বাটন ক্লিক করা সঠিক কিনা এসব সমস্যাও দেখানো যায়।
Enhancement উন্নয়নঃ ওয়েবসাইটের সকল ধরনের স্ট্রাকচার যেটা সম্পর্কিত রিপোর্ট পাওয়া যায় এর মাধ্যমে ভুল বা মিসিং মার্কআপ থাকলে সেটিও দেখা যায়।
Security & Manual Action নিরাপত্তা ও ম্যানুয়াল অ্যাকশনঃ গুগলের সকল ধরনের পলিসি ভঙ্গ করলে এখানে সতর্কবার্তা আসবে। ওয়েবসাইটের সকল পলিসি ভঙ্গ করলে আপনাকে সিকিউরিটি ম্যানুয়াল একশন সতর্কবার্তা জানাবে। যেমনঃ স্পাম, লিংক, কপিরাইট, ভায়োলুশন ইত্যাদি।
Links লিংকসঃ কোন সাইট থেকে আপনার সাইটে ব্যাক লিঙ্ক আসছে আপনার সাইটের ভিতরে কোন পেজে সবচেয়ে বেশি লিংক রয়েছে সকল কিছু জানানো যায় এখান থেকে।
URL Inspection/ URL পরিদর্শনঃ আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট একটি পেজ গুগল ইনড্রেস করেছে কিনা চেক করা যাই নতুন কনটে্তেন সরাসরি ইনজেকশন রিকুয়েস্ট পাঠানো যায়।
Settings সেটিংসঃ ওয়েবসাইটের মালিকানা অনার্সের ভেরিফিকেশন করা যায়। ইউজার এক্সেস কন্ট্রোল করা যায় প্রপার্টি রিমুভার্নমেন্ট পরিবর্তন করা যায় সেটিংস এর মাধ্যমে।
গুগল সার্চ কনসোলের প্রতিটি বিভাগ আপনার ওয়েবসাইটের SEO করতে উন্নত করতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছেন।
গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করবেন
গুগল সার্চ কনসোল একটি ফ্রি টুলস যা আমরা ওয়েবসাইটের সার্চ পারফরম্যান্স পর্যবেক্ষণ ও উন্নত করতে সাহায্য করে সঠিকভাবে এটি ব্যবহার করলে আমাদের SEO স্টাটেজি অনেক বড় সহায়তা পেয়ে থাকে।
গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করতে হয়ঃ
প্রথমে আপনাকে গুগল সার্চ কনসোল সাইন আপ ও লগইন করতে হবে।
আপনার ওয়েবসাইটে সাথে গুগল সার্চ কনসোল সেট করতে হবে, ডোমেন ভেরিফাই করে ডোমেনের সাবডোমেন ও প্রটোকল কভার হবে ভেরিফিকেশনের জন্য DNS রেকর্ড যুক্ত করতে হবে।
ওনারশিপ ভেরিফিকেশন বা মালিকানা ভেরিফিকেশন করতে হবে। আপনার ওয়েবসাইটের মালিকানা প্রমাণ দিতে হবে গুগল প্রদত্ত ফাইলটি সার্ভার আপলোড করতে হবে।
গুগল সার্চ কনসোল ড্যাশবোর্ড এ ইনজেকশন সাইন সাইট ম্যাপ এর যেতে হবে এবং আপনার সাইটের XML সাইট ম্যাপের URL দিতে হবে। তারপরে সাবমিট এ ক্লিক করতে হবে।
এখন কোন কি ওয়ার্ড থেকে ট্রাফিক আসছে, কোন কিওয়ার্ড র্যাংকিংকরছে, কত ক্লিক ও ইম্প্রেশন সংখ্যা সকল পারফরম্যান্স চেক করতে হবে।
আরও পড়ুনঃ ইমেল মার্কেটিং করে আয় করার সকল উপায়
ইনডেক্সে কোন সমস্যা হলে তা সমাধান করতে হবে ইনজেকশন পেজে গিয়ে দেখতে হবে কোন পেজ ইনডেক্সিং হয়নি।
আপনার ওয়েবসাইট কি মোবাইল ফ্রেন্ডলি কিনা বা মোবাইল ফ্রেন্ডলিনেস ওপেন এক্সপেরিয়েন্স চেক করতে হবে। ওয়েবসাইটের মোবাইল ইউজারবিলিটি তে গিয়ে দেখুন মোবাইলে আপনার সাইটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। Core Web Vitals রিপোর্ট চেক করে পেজের স্পিড ও আপনার লেআউট শিফট ঠিক করে নিন।
আপনার ওয়েবসাইটের বা কনটেন্ট এর লিংক রিপোর্ট বিশ্লেষণ করুন। লিঙ্ক সেকশনে গিয়ে কোন সাইট থেকে ব্যাক লিংক আসছে কিনা,কোন পেজের সবচেয়ে বেশি লিংক রয়েছে এবং কোন এংকর টেক্সট সবচেয়েবেশি ব্যবহৃত হচ্ছে বিশ্লেষণ করুন।
আপনার ওয়েবসাইটে নতুন কনটেন্ট ইনডেক্স করান URL Inspection Tools ব্যবহার করে আপনার ওয়েবসাইটের নতুন পোস্ট বা পেজের URL দিয়ে রিকোয়েস্ট Indexing করুন। এতে গুগল দ্রুত ক্রল করবে।
গুগল সার্চ কনসোল যাচাই পদ্ধতি
HTML ফাইল আপলোডঃ আপনার ব্লগিং ওয়েব সাইটের একটি নির্দিষ্ট স্থানে একটি যাচাই করুন। HTML যুক্ত করতে হবে বা ফাইল আপলোড করতে হবে।
ডোমেনের নামঃ আপনার ডোমেনের নাম রেজিস্টরের সাইন ইন করতে হবে। যেমনঃ Namecheap এবং সরাসরি গুগল সার্চ কনসোলে আপনার সাইট যাচাই করে একটি DNS টেক্স বা CName রেকর্ড করতে হবে।
HTTPS ট্যাগঃ আপনার ওয়েবসাইটে HTML কোড যাবে<head>বিভাগে একট<Meta>ত্যাগ যোগ করতে হবে।
Google Analytics: আপনার সাইটের Google Analytics যে প্যাকিং কোড ব্যবহার করেন সেটি কপি করতে হবে।
Google ট্যাগ ম্যানেজার কন্টেইনার সিক্রেট কোডঃ আপনার সাইটের সাথে যুক্ত এক ম্যানেজার কন্টেইনার পেড কোড কপি করে নিতে হবে।
গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপ সাবমিট
- গুগল সার্চ কনসোলে লগইন করে আপনার ভেরিফাই করা ওয়েবসাইট সিলেক্ট করতে হবে।
- এবার ইন্ডাকশন সাইট ম্যাপে যান বাম পাশের মেনুতে সাইট ম্যাপ অপশন খুঁজে পাবেন।
- সাইট ম্যাপে আপনার ওয়েবসাইটের URL লিখুন। শুধুমাত্র ডোমেনের পরের অংশ লিখতে হবে।
- সাইট বাটনে ক্লিক করুন গুগল আপনার সাইট ম্যাপ পড়ে নেবে এবং ইনডেক্সন শুরু করে দিবে।
- স্ট্যাটাস চেক করুন সাইট ম্যাপ সফলভাবে সাবমিট হলে সাকসেস স্ট্যাটাস দেখাবে। যদি কোন সমস্যা হয় তাহলে could not বা eror দেখাবে তবে সাইট ম্যাপ URL সঠিক আছে কিনা যাচাই করুন।
সাইট ম্যাপের শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইনডেক্স যোগ্য পেজ রাখতে হবে। ডুবলিকেট বা NO INDEXING পেজ সাইট ম্যাপে রাখবেন না এতে আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে। নতুন পেজ যোগ বা পুরনো পেজ মুছে ফেললে সাইট ম্যাপ আপডেট করুন। মাসে অন্তত একবার গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপ রিপোর্ট চেক করুন।
মন্তব্য Google search console এ crawled-currently not indexed সমাধান
Google search console এ crawled-currently not indexed সমাধান স্ট্যাটাস দেখানো মানেই আপনার ওয়েবসাইট পেজে বড় ধরনের সমস্যা আছে তা নয়।এই বার্তা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক সময় গুগল পেজটি ক্রল করলেও সঙ্গে সঙ্গে ইনডেক্স করেনা। আবার যদি পেজটি নতুন হয় এবং এর কনটেন্ট এর পর্যাপ্ত ভ্যালু না থাকে তাহলে এই সমস্যা দেখা দিয়ে থাকে। তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই বরং ধৈর্য ধরে কন্টেন্টের মান উন্নত করুন এবং আপনার কন্টেন্টের অভ্যন্তরীণ লিংক দিন এবং পেজটি পুনরায় ইনডেক্স রিকুয়েস্ট করুন।
গুগলের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য সবচেয়ে উপকারী ও প্রাসঙ্গিক কন্টেন্ট সার্চ রেজাল্টে দেখানো। আপনার ওয়েবসাইটে কন্টেনের মান লিংক স্ট্রাকচার বা গুগলের নিজস্ব এলগরিদম সিদ্ধান্তের কারণেই এটি হয়ে থাকে। আপনি যদি আপনার কন্টেনের মান উন্নত করেন সাইট অপটিমাইজ করেন এবং সঠিক SEO টেকনিক ব্যবহার করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে পেজ ইনডেক্স হয়ে যাবে অটোমেটিক। Google search console এ crawled-currently not indexed সমাধান এ সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। সুস্থ থাকুন।ধন্যবাদ।250535
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url