ইমেইল মার্কেটিং করে আয় করার সকল উপায়
আপনি কি, ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। বর্তমানে অনেকেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করছেন। আর ইমেইল মার্কেটিং হচ্ছে তার মধ্যে অন্যতম একটি। অনেকেই মনে করেন, ইমেইল মার্কেটিং করা অনেক কঠিন।
কিন্তু আপনি যদি ধৈর্য ধরে শিখতে পারেন, তাহলে খুব সহজেই ইমেইল মার্কেটিং করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে ছোটখাটো কাজেও ইমেইল ব্যবহার করে ইনকাম করা যায়। এই পোস্টে ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
পোস্ট সূচিপত্রঃ ইমেইল মার্কেটিং করে আয় করার উপায়
- ইমেইল মার্কেটিং করে আয় করার উপায়
- ইমেইল মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে
- ফ্রিতে ইমেইল মার্কেটিং শেখার সহজ উপায়
- বাংলাদেশে বসে ইমেইল মার্কেটিং করে ইনকাম করার নিয়ম
- ইমেইল লিস্ট সহজে কিভাবে তৈরি করবেন
- ইমেইল মার্কেটিং দিয়ে কিভাবে অনলাইন বিজনেস বাড়ানো যায়
- ইমেইল মার্কেটিং-এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করার কৌশল
- ইমেইল মার্কেটিং-এর বেস্ট টুলস কোনটি
- নতুনদের জন্য ইমেইল মার্কেটিং গাইড
- ইমেইল মার্কেটিং করে আয় করার উপায়-শেষ কথা
ইমেইল মার্কেটিং করে আয় করার উপায়
আরো পড়ুনঃ অনলাইনে ফ্রিল্যান্সিং শিখে যেভাবে আয় করবেন
যেমন- Mailchilmp,GetResponse বা Systemo.io এইগুলো ব্যবহার করলে, আপনার কাজ অনেকটাই সহজ হবে। টুলস গুলো শুরুতে ফ্রিতে ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। সবশেষে বলা যায়, ইমেইল মার্কেটিং কোনো ম্যাজিক নয়। এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আপনি যদি ধাপে ধাপে শিখেন, সঠিক কনটেন্ট দেন এবং পাঠকের চাহিদা বুঝতে পারেন, তাহলে খুব সহজেই ইমেইল মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। আর একবার ভালোভাবে লিস্ট তৈরি হয়ে গেলে, সেখান থেকে অনেক দিন পর্যন্ত প্যাসিভ ইনকাম আসতে পারে।
ইমেইল মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে
ইমেইল মার্কেটিং হচ্ছে- এমন একটি পদ্ধতি যেখানে আপনি ইমেইলের
মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করবেন। তাদেরকে আপনার পণ্য বা সেবার বিষয়ে
জানাবেন এবং ধীরে ধীরে আস্থার সম্পর্ক গড়ে তুলবেন। সহজ ভাবে
বললে- ইমেইল মার্কেটিং মানে হচ্ছে, কারো ইনবক্সে গিয়ে তাদের
উপকারে আসবে এমন কিছু জানাতে হবে, যাতে করে তারা আপনার কাছ থেকে কিছু
কিনতে আগ্রহী হয়। মনে করেন, আপনি একটি অনলাইন কোর্স
বানিয়েছেন। এখন আপনি যদি শুধু ফেসবুকে পোস্ট করেন, তাহলে হয়তো
অনেকেই দেখবে না।
কিন্তু, আপনি যদি আগে থেকেই উক্ত বিষয়ে যারা আগ্রহী, তাদের ইমেইল ঠিকানা সহ একটি তালিকা তৈরি করে নিতেন। তাহলে সরাসরি আপনি তাদের ইনবক্সে আপনার কোর্স সম্পর্কে জানতে পারতেন। এতে করে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতো এবং বিশ্বাসযোগ্যতা তৈরি হতো। ইমেইল মার্কেটিং তিনটি ধাপে কাজ করে। প্রথমটি হচ্ছে- ইমেইল সংগ্রহ করা।আপনি কোনো ফ্রি গিফট, চেকলিস্ট অথবা মিনি কোর্স দিয়ে মানুষকে আপনার ওয়েব সাইটে বা ল্যান্ডিং পেজে এনে তাদের ইমেইল নিতে পারবেন। দ্বিতীয়ত, সম্পর্ক তৈরি করতে হবে।
একবার তাদের ইমেইল নিতে পারলে, তাদের উপকারে আসবে এমন কনটেন্ট
নিয়মিত পাঠাতে হবে। যাতে করে তারা আপনাকে চিনে এবং বিশ্বাস
করে। তৃতীয়ত, অফার করতে হবে। যখন সময় বুঝে আসবে- তখন আপনি
আপনার পণ্য, সার্ভিস বা এফিলিয়েট লিংক পাঠিয়ে অফার করতে
পারেন। যারা আগ্রহী তারা সেটি কিনবে এবং এখান থেকেই আপনার ইনকাম শুরু
হবে। ইমেইল মার্কেটিংয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে- এটা ব্যক্তিগত
এবং সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়। তবে একটা কথা মাথায় রাখতে
হবে, রাতারাতি কোনো কিছুই হয় না। তাই ধৈর্য ধরতে
হবে, নিয়ম মেনে কাজ করতে হবে এবং পাঠকদের চাহিদা বুঝে কনটেন্ট
পাঠাতে হবে।
ফ্রিতে ইমেইল মার্কেটিং শেখার সহজ উপায়
বর্তমানে অনলাইনে আয় করতে চাইলে ইমেইল মার্কেটিং জানা খুবই
গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, এটা শিখতে হলে অনেক টাকা
লাগে। কিন্তু সত্যি কথা বলতে- নিজের ইচ্ছা থাকলে ফ্রিতেও ইমেইল
মার্কেটিং শেখা যায়। এর জন্য শুধু সঠিক পথ এবং ধৈর্যের
প্রয়োজন। প্রথমেই আপনি ইউটিউব থেকে শুরু করতে পারেন। অনেক
বাংলাদেশী এবং বিদেশি ইউটিউব চ্যানেল রয়েছে- যারা ধাপে
ধাপে ইমেইল মার্কেটিং শিখিয়ে থাকে। ভিডিও দেখে আপনি একেবারে
শূন্য থেকে শুরু করতে পারবেন।
এছাড়াও কিছু ওয়েবসাইট রয়েছে- Coursera, HubSpot Academy এবং Google Digital Garage এই ওয়েবসাইট গুলোতে আপনি ফ্রিতে কোর্স করতে পারবেন এবং সার্টিফিকেটও নিতে পারবেন। শেখার পাশাপাশি প্র্যাকটিস করা অনেক জরুরী। আপনি Mailchilmp,GetResponse বা Systemo.io এই টুলস গুলো ব্যবহার করে হাতে-কলমে কাজ শিখতে পারবেন। এতে করে আপনার অভিজ্ঞতা তৈরি হবে। যেকোনো কিছু শেখার জন্য আগ্রহ এবং নিয়মিত সময় দেওয়া অনেক জরুরী। প্রতিদিন ২ ঘন্টা করে সময় দিলেও, আপনি ইমেইল মার্কেটিংয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন।
বাংলাদেশে বসে ইমেইল মার্কেটিং করে ইনকাম করার নিয়ম
বর্তমানে বাংলাদেশে বসে ইমেইল মার্কেটিং করা খুব একটা কঠিন কোনো বিষয়
না। বাংলাদেশে বসেও এখন ইমেইল মার্কেটিং করে ভালো পরিমাণ টাকা ইনকাম
করা সম্ভব। এর জন্য শুধু সঠিক পরিকল্পনা এবং নিয়মিত চেষ্টা করতে
হবে।প্রথমে আপনাকে বুঝতে হবে, আপনি কি নিয়ে কাজ করতে
চাচ্ছেন? যেমন- ডিজিটাল প্রোডাক্ট, এফিলিয়েট
মার্কেটিং অথবা নিজের সার্ভিস। এরপরে আপনাকে সেই বিষয়ের উপর
আগ্রহী মানুষের একটি ইমেইল লিস্ট তৈরি করতে হবে। আপনি চাইলে-
ফেসবুক, ইউটিউব বা নিজের কোনো ছোট ওয়েবসাইট ব্যবহার করে
ফ্রি রিসোর্স দিয়ে ইমেইল নিতে পারবেন।
একবার যদি আগ্রহী মানুষদের ইমেইল নিয়ে তালিকা তৈরি হয়ে যায়। তাহলে, নিয়মিত উক্ত বিষয়ের উপকারী তথ্যগুলো তাদের ইনবক্সে পাঠাতে হবে। এতে করে পাঠকদের মনে আস্থা তৈরি হবে। এরপর আপনি ধাপে ধাপে পণ্য বা সার্ভিস প্রমোট করতে পারবেন। আপনি চাইলে-Mailchilmp,GetResponse বা Systemo.io এই সমস্ত ফ্রি টুলস গুলো ব্যবহার করে খুব সহজেই কাজ করতে পারবেন। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে- এসব কাজ করতে আপনার কোনো অফিস লাগবে না। আপনার কাছে শুধুমাত্র একটি মোবাইল এবং ল্যাপটপ থাকলে, ঘরে বসেই ইনকাম করতে পারবেন।
ইমেইল লিস্ট সহজে কিভাবে তৈরি করবেন
ইমেইল মার্কেটিং করতে চাইলে প্রথম কাজ হচ্ছে, একটি ভালো ইমেইল লিস্ট তৈরি
করা। এখানে এমন মানুষের তালিকা তৈরি করতে হবে, যারা উক্ত বিষয়ের
প্রতি আগ্রহী হবে। এই তালিকা তৈরী করার
সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে- মানুষকে ফ্রি কিছু
উপকারী জিনিস দেওয়া এবং তার বিনিময়ে ইমেইল নেওয়া। আপনি
যদি কোনো বিষয়ের উপর একটু ভালো জেনে থাকেন, তাহলে একটা ছোট
গাইড, চেক লিস্ট বা ভিডিও বানিয়ে "ফ্রী ডাউনলোড" অপশন দিতে
পারেন। যখন কেউ সেটি নিতে চাইবে, তখন তাদেরকে
একটি ফর্মে ইমেইল দিতে বলবেন।
এই কাজের জন্য আপনি চাইলে- Mailchilmp,GetResponse বা Systemo.io এই ফ্রি টুলস গুলো ব্যবহার করতে পারেন। সেখানে সহজেই ফর্ম তৈরি করে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়। সবশেষে বলা যায়, লিস্ট বানাতে সময় লাগে। কিন্তু একবার যদি বিশ্বস্ত লোকজনের তালিকা তৈরি করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে দীর্ঘদিন ধরে ইনকাম করতে পারবেন এবং এর জন্য বারবার খরচ করা লাগবে না। তাই ভালোভাবে শিখে নিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, অভিজ্ঞতা তৈরি করতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে। তাহলে, ইমেইল মার্কেটিং করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
ইমেইল মার্কেটিং দিয়ে কিভাবে অনলাইন বিজনেস বাড়ানো যায়
ইমেইল মার্কেটিং অনলাইন বিজনেস বাড়ানোর জন্য একটি অসাধারণ
উপায়। কারণ ইমেইল সরাসরি মানুষের ইনবক্সে যায়, সেখানে তারা
ব্যক্তিগতভাবে মনোযোগ দেয়। আপনি যদি নিয়মিত উপকারী তথ্য, অফার এবং
নতুন পন্যের খবর পাঠান। তাহলে, ক্রেতার সঙ্গে একটা বিশ্বাসের সম্পর্ক
তৈরি হবে। এই বিশ্বাসই ব্যবসা বাড়ানোর মূল চাবিকাঠি। মনে করেন, আপনি
একটি অনলাইন শপ চালান। এতে করে সেই ব্যক্তি আপনার সাইটে আবার আসবে এবং
কিছু না কিছু কিনবেই।
ইমেইল মারফত আপনি স্পেশাল ছাড় বা সময়সীমাবদ্ধ আপডেট পাঠাতে
পারেন। নিতে পারে দ্রুত বিক্রি বাড়তে সাহায্য হবে। আবার পুরনো
গ্রাহকদের ধরে রাখার জন্য ইমেইল অনেক কাজে দেয়। ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে ইমেইল
এর গুরুত্ব অনেক। এই পুরো প্রক্রিয়ার খরচ অনেকটাই কম এবং ফলাফল
অনেক ভালো। যারা ছোট ছোট ব্যবসা থেকে বড় অনলাইন বিজনেস ব্যবসা গড়ে
তুলতে চান, তাদের জন্য ইমেইল মার্কেটিং একটা শক্তিশালী এবং
কার্যকর কৌশল হতে পারে।
ইমেইল মার্কেটিং-এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করার কৌশল
ইমেইল মার্কেটিং শুধুমাত্র একবারের ইনকামের জন্য নয়, এটা দিয়ে আপনি
নিয়মিত প্যাসিভ ইনকামও করতে পারবেন।মানে আপনি একবার কাজ করে
রাখলে, সেটার ফল দীর্ঘ সময় ধরে আসতে থাকবে। এই কৌশল খুব বেশি কঠিন
নয়, তবে ধৈর্য এবং নিয়মিত এবং পরিকল্পনা থাকলে, সবই সম্ভব।
প্রথমে একটি নির্দিষ্ট বিষয় বেছে নিতে
হবে। যেমন-স্বাস্থ্য, শিক্ষা অথবা অনলাইন ইনকাম। তারপরে সেই
বিষয় নিয়ে একটি ফ্রি গাইড, চেকলিস্ট অথবা ছোট কোর্স তৈরি করতে
হবে। মানুষকে সেই রিসোর্স ফ্রিতে দিতে হবে এবং তাদের ইমেইল
সংগ্রহ করতে হবে।
যখন একটি বড় ইমেইল লিস্ট তৈরি করতে পারবেন। তখন আপনাকে সেখানে নিয়মিত
মানসম্মত উক্ত বিষয়ের উপর কনটেন্ট পাঠাতে হবে। এরপর আপনি ওই ইমেইলের
মধ্যে দিয়ে অ্যাফিলিয়েট লিংক, ডিজিটাল প্রোডাক্ট অথবা নিজের
সার্ভিস প্রমোট করতে পারবেন। আপনি যখন ঘুমাচ্ছেন বা বাইরে আছেন, তখনও
যে কেউ আপনার ইমেইল খুলে প্রোডাক্ট কিনতে পারবে এবং এখান থেকেই আপনার
প্যাসিভ ইনকাম শুরু হবে। একবার ভালোভাবে সেটআপ করে ফেললে, নিয়মিত
ইনকাম আসতে থাকবে। খালি মাঝে মাঝে একটু আপডেট করতে হবে তাহলেই হবে
ইমেইল মার্কেটিং-এর বেস্ট টুলস কোনটি
ইমেইল মার্কেটিং করতে গেলে, একটা ভালো টুলস ব্যবহার করা খুবই জরুরী। এমন অনেকগুলো টুলস রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ টুলস হচ্ছে- Mailchimp। কারণ এটি নতুনদের জন্য ফ্রি প্ল্যান দিয়ে শুরু করার সুযোগ দেয় এবং ব্যবহার করার নিয়মও অনেক সহজ। যারা বেশি ইমেইল পাঠাতে চান, তাদের জন্য পেইড প্ল্যানো রয়েছে, যা আরো সুবিধা জনক। Mailchimp এই টুলসে আপনি সহজে ইমেইল লিস্ট তৈরি করতে পারবেন, স্বয়ংক্রিয় ইমেইল পাঠাতে পারবেন এবং এটির বিভিন্ন টেমপ্লেট রয়েছে, যেগুলো আপনার ইমেইলকে আরো আকর্ষণীয় করে তুলবে।
এর পাশাপাশি ইমেইল খোলা এবং ক্লিকের স্ট্যাটাস দেখতে পাবেন। আরেকটি ভালো টুলস হচ্ছে- Systemo.io। এটি শুধু ইমেইল মার্কেটিং নয়, পুরো বিজনেস চালানোর জন্য উপযোগী। এখানে আপনি কোর্স বানাতে পারেন, ফান্নেল সেটাপ করতে পারবেন এবং সবকিছু এক জায়গায় ম্যানেজ করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে নতুন শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই দুইটি টুল ফ্রি এবং সহজ। তাই এগুলো টুলসকে বেস্ট বলা যেতে পারে। কাজের ধরন অনুযায়ী টুলস বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।
নতুনদের জন্য ইমেইল মার্কেটিং গাইড
ইমেইল মার্কেটিং নতুনদের জন্য শুরুতে একটু কঠিন মনে হলেও, ধাপে ধাপে শিখতে পারলে অনেক সহজ হয়ে যাবে।প্রথমেই বুঝতে হবে, ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিং হচ্ছে- এমন একটি মাধ্যম যেখানে আপনি আগ্রহী মানুষদের ইমেইল সংগ্রহ করে, তাদের কাছে নিয়মিত তথ্য, অফার এবং পণ্য পাঠাবেন। শুরুতে আপনাকে একটি ছোট ইমেইল লিস্ট তৈরি করতে হবে। এজন্য ফ্রি রিসোর্স যেমন- গাইড, ভিডিও বা চেকলিস্ট মানুষকে দিয়ে তাদের ইমেইল সংগ্রহ করতে হবে। এরপরে, Mailchilmp,GetResponse বা Systemo.io এই টুলস গুলোর মাধ্যমে ইমেইল পাঠানো শুরু করতে হবে।
আরো পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
নিয়মিত উপকারী তথ্য এবং শিক্ষামূলক কনটেন্ট পাঠাতে হবে। যাতে করে
পাঠক আপনার প্রতি বিশ্বাস তৈরি করতে পারে। একবার পাঠকের মনে আস্থা তৈরি করতে
পারলে, আপনি ধীরে ধীরে পণ্য বা সার্ভিস প্রমোট করতে পারবেন। একটা
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য রাখা এবং নিয়মিত কাজ করা। একদিনে সফলতা আসে
না, সময় দিতে হবে, দিতে হবে এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করতে
হবে। ইমেইল মার্কেটিং করার জন্য শেখার ইচ্ছা থাকতে হবে এবং
নিয়মিত কাজ করার মানসিকতা থাকতে হবে।
ইমেইল মার্কেটিং করে আয় করার উপায়-শেষ কথা
এই পোস্টে ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইমেইল মার্কেটিং হচ্ছে ধৈর্যের খেলা। একটা কথা মাথায় রাখতে হবে রাতারাতি বড় কিছু আশা করা ঠিক নয়। কিন্তু নিয়মিত কাজ করলে এবং সঠিক পথ অনুসরণ করলে, এটা থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে। শুধু বিক্রির কথা ভাববেন না, গ্রাহকদের উপকার করার চেষ্টা করতে হবে। যখন তারা বুঝতে পারবে আপনি তাদের জন্য ভালো কিছু দিচ্ছেন, তখন তারাই আপনার প্রস্তাবকে গুরুত্ব দিবে।
আপনার ইমেইল লিস্ট যত বড় হবে, আপনার ইনকাম তত বেশি হওয়ার সম্ভাবনা
থাকবে। আর সেই লিস্ট তৈরিতে ধৈর্য আর সময় দিতে হবে। ভালো কনটেন্ট তৈরি
করতে হবে, নিয়মিত পাঠাতে হবে এবং ফিডব্যাক নিতে হবে। আরেকটি কথা
হচ্ছে- ইমেইল মার্কেটিং করার জন্য ভালো টুলস ব্যবহার করা খুবই
গুরুত্বপূর্ণ। কিন্তু সেটার চেয়েও বেশি দরকার হচ্ছে- কৌশল এবং
মনোযোগ। তাই ধীরে ধীরে শিখতে হবে, প্রয়োগ করতে হবে এবং ধৈর্য ধরে
এগিয়ে যেতে হবে। এভাবেই ইমেইল মার্কেটিং আপনার ঘরে বসে ইনকাম করার মাধ্যম
তৈরি হতে পারে। 250455
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url