OrdinaryITPostAd

৫০০টি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস (২০২৪ আপডেট)

আপনি কি আপনার স্যার, মেয়ে, ভাই, বন্ধু, বোনের জন্য জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খুজছেন? জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার বা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই, ছোট বোনের জন্য পছন্দের স্ট্যাটাস দিয়ে তাদেরকে উইশ করার জন্য সবাই আমরা থাকি অনেক আগ্রহী। অন্যদিকে ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তা হয়ে থাকে আরো স্পেশাল।
 

তাই জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই বা মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা প্রিয় নেতার জন্য শুভেচ্ছা বার্তা পেতে আমাদের আজকের পোস্টটি দেখতে থাকুন। আর পেয়ে যান পছন্দের মানুষের জন্য জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | স্যার, মেয়ে, ভাই, বন্ধু, বোন

আমাদের জীবনের নানা ধরণের আলাদা আলাদা পছন্দের মানুষ রয়েছে। কোন কোন ক্ষেত্রে তা হয় আমাদের মা-বাবা, ভাই-বোন, প্রিয় শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব, ছেলে-মেয়ে বা অনেক সময় প্রিয় নেতা বা নেত্রী। অনেক সময় আমাদের অনেক আত্নীয়-স্বজন এরকম পছন্দের মানুষ থাকে যাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস হিসেবে অনেক ধরণের শুভেচ্ছা বার্তার আমাদের প্রয়োজন হয়।
আমাদের আজকের পোস্টে আমরা আলাদা আলাদা ভাবে দেখব স্যার, ছেলে, মেয়ে, ভাই, বোন, বন্ধু, ভালোবাসার মানুষ এবং নেতার জন্য। চলুন দেরি না করে তাহলে দেখে নিই জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার, মেয়ে, ভাই, বন্ধু, বোনদের জন্য।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই

আপন সহহোদর বা সম্পর্কের খাতিরে ভাই যাই বলি না কেন ভাই অনেক আপন একটি সম্পর্ক। ছোট বা বড় ভাই আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে থাকে। তাই তাদের জন্মদিন টাকে আরো সুন্দর করে তুলতে আমাদের দেওয়া জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এর কোন জুড়ি নাই। তাই তাদের জন্য আমাদের কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া হলো-
 • তনয়ের মত উজ্জ্বল হও। তটিনীর মত চঞ্চল হও। অম্বর এর মত করে উদার হও। আর ঢেউয়ের মতন হও উচ্ছল। শুভ জন্মদিন ভাই। সারা জীবন পাশে থাকো এটাই আমি চাই।
 • আজ এক নতুন সকাল, নতুন একটি দিন, নতুন করে  হয়েছে শুরু, এ যেন কখনো হয় নাকো শেষ। আজকের দিনে যেমন আছো সারা জীবন থেকো বেশ।  আজকের এই জন্মদিনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া। >>>শুভ জন্মদিন<<<
 • আজ এক নতুন সকাল, নতুন একটি দিন, নতুন করে  হয়েছে শুরু, এ যেন কখনো হয় নাকো শেষ। আজকের দিনে যেমন আছো সারা জীবন থেকো বেশ। আজকের এই জন্মদিনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় ভাই। শুভ জন্মদিন.........
 • শুভ রজনী শুভ দিন , আমার প্রিয় ভাই আজকে তোমার জন্মদিন। জন্মদিনে কি বা দিবো তোমায়, এক জোড়া গোলাপ ফুল আর এক বুক ভালবাসা ছাড়া কিছুই দেওয়ার নেই আমার। শুভ জন্মদিন প্রিয় ভাই।
 • আজকের এই দিন, প্রিয় ভাই তোমার জন্মদিন। তোমার জীবনের গল্প লিখে রাখো নিজের হাতে। একটু হাসি একটু কান্না থাকবে যে তাতে। একটু শুধু মাথায় রেখো কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে। আজকের দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। শুভ হোক জন্মদিন তোমার।
 • শুভজন্মদিন শ্রদ্ধেয় ভাই। জন্মদিন অনেক আনন্দ ও খুশি নিয়ে আসুক আপনার জীবনে। আজকে আপনার জন্ম না হলে আপনার মত একজন গুরুজন পেতাম না সেই জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া জনাই সেই সাথে যেন আপনি সবসময় সুস্থ ও সুখী থাকতে পারেন সেই দোয়া করি। দীর্ঘজীবী হন এবং আমার মাথার ওপর ছায়া হয়ে থাকুন সবসময়।
 • শুভ জন্মদিন তোকে আদরের ছোট। ঠিক আজকে যেমন হাসিখুশিতে রয়েছিস সারাটি জীবন এভাবেই থাকিস, তোর বাকি জীবনটা অনেক অনেক সুন্দর ও সাফল্যমন্ডিত হয়ে উঠুক।
 • আমার প্রানের প্রিয় ভাই, তুমি হলে আমার জন্য সব থেকে কাছের মানুষ। তুমি আমার বেস্ট ফ্রেন্ডও বটে। আবার তুমিই আমার সবথেকে স্পেশাল মানুষ। যদিও আমি আমার জিনিসপত্র ও খাবারগুলো তোমার সাথে ভাগাভাগি করতে অপছন্দ করি....তবুও তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই দারুণভাবে উপভোগ করি। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাই।
 • প্রিয় ভাইয়া, আজকে তুমি ছিলে বলেই হয়তো বা আজকে আমি আমার জীবনে সফল হয়েছি। তুমি না থাকলে হয়তো কোনো এক অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলতাম। তাই আমার জীবনের সব সফলতার কারিগরই হচ্ছে তুমি। আর তোমার জন্মদিনে আমি উইশ করবো না!!! তা কি করে হয়??? আর তোমাকে উইশ করতে পারলে নিজেকেও যে ভাগ্যবান মনে হবে। যাই হোক শুভ জন্মদিন বড় ভাই। তোমার জীবনের সব স্বপ্ন সব আশা সব ইচ্ছাগুলো পূরণ হোক। সুখী হও তুমি তোমার জীবনে এই কামনাই করি।
 • আজ আমার কাছে সব বিশেষ দিনের মধ্যে সবচেয়ে বিশেষ এবং প্রিয় দিন। যার কারনটি হচ্ছে আজকে আমার একমাত্র আদরের ছোট ভাইটির জন্মদিন। তোর মত আদরের ভাইকে নিয়ে আমার অনেক গর্ব হয়, কারন তোর কারনে আমি আমার আদরের একটি ছোট ভাই পেয়েছি। আজ তোর শুভ জন্মদিন ছোট। তোর লাইফের প্রত্যেকটি সময় সাফল্য বয়ে আসুক, সামনের পথগুলো সুন্দর হয়ে উঠুক আরো। শুভ জন্মদিন ভাই।
 • তুমি হলে আমার একে তিন - একটি ভাই, একটি ভাল বন্ধু  সেইসাথে আবার একটি দেহরক্ষী। শুভ জন্মদিন ভাই আমার!
 • আজ আমার কাছে সব বিশেষ দিনের মধ্যে সবচেয়ে বিশেষ এবং প্রিয় দিন। যার কারনটি হচ্ছে আজকে আমার একমাত্র আদরের ছোট ভাইটির জন্মদিন। তোর মত আদরের ভাইকে নিয়ে আমার অনেক গর্ব হয়, কারন তোর কারনে আমি আমার আদরের একটি ছোট ভাই পেয়েছি। আজ তোর শুভ জন্মদিন ছোট। তোর লাইফের প্রত্যেকটি সময় সাফল্য বয়ে আসুক, সামনের পথগুলো সুন্দর হয়ে উঠুক আরো। শুভ জন্মদিন ভাই।
 • শ্রদ্ধেও ও প্রিয় বড় ভাই আজকে আপনার জন্মদিন। আমার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা ভালবাসা গ্রহণ করুন। আজকের এই বিশেষ দিনে আপনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করি আপনি যেন সমসময় সুস্থ ও সুন্দর থাকেন। দীর্ঘজীবী হন ও সকলের ভালবাসায় থাকুন।
 • শুভ জন্মদিন ভাইয়া! আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার জীবন হোক রংধনুর রং এর মত সুন্দর, বরকতময় এবং আনন্দময়।
 • শুভ জন্মদিন প্রিয় বড় ভাই ❤
 • জন্মদিনের সট্যাটাস দিয়ে হয়না, ভালবাসাটা অন্তরেই থাকে, তবুও দিলাম,,,,
 • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আপনাকে !
 • সুন্দর ও প্রাণবন্ত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয়,চাঁদের আলোই উদ্ভাসিত হোক আপনার  জীবনের প্রত্যেকটি মুহূর্ত।
 • তুমি আমার একমাত্র ভাই...তাই চায় সারা জিবন এক সাথে থাকতে।  সেই ছোট্ট কালের ভাইয়ের মতো শুভ জন্মদিন...।
 • জন্মদিন মানে সব সময়ই একটা শুভ দিন। আর সেই জন্মদিন যদি তোমার হয় ভাই তাহলে তো কথাই নাই আর!! শুভ জন্মদিন আমার পিচ্চি ভাই।
 • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বড় ভাই। আমি আপনার জন্মদিনের তারিখটা কিন্তু ঠিকই স্মরণে রেখেছি এইবার আপনার ট্রিট দেওয়ার পালা। আশা করি স্মরণ করিয়ে দিতে হবেনা। আপনিও মনে রাখবেন।
 • শুভ জন্মদিন ভাইয়া! সকলেই বলে আপনার নাকি বয়স যত বাড়ছে আপনি তত বেশি স্মার্ট হয়ে উঠছেন। অবশ্য আমরা এখনো সেই আগের মত করে অনেক কাজ করি যা আমার  অনেক ভালো লাগে। যে কাজগুলো আমরা ছোটবেলায় করতাম। শুভ জন্মদিন বড় ভাই, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল!
 • তোমার মতো ভাইয়ের হাত যতদিন আমার মাথার ওপরে আছে আমি জানি ততদিন আমার কোনো চিন্তা নেই। আশা করি আমাকে কোনো দিন চিন্তা করতেও হবেনা। আর এমন ভাই এর জন্মদিন কি করে ভুলবো আমি!! শুভ জন্মদিন প্রিয় ভাই।
 • আজকে এক বছর আবার তোমার জন্মদিন আসলো। গত বছরের মতো এইবার হয়তো তোমার জন্মদিনে তোমার সাথে সময় কাটাতে পারবোনা কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য অনেক অনেক প্রার্থনা করি তুমি তোমার জীবনে সফল হও। শুভ জন্মদিন প্রিয় ভাই। 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |  জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার | ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বোন | বড় আপুকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

বোন হলো মহান রাব্বুল আলামীনের এক অশেষ উপহার। একজন বোনকে ধরা হয় মায়ের স্থানীয়। এটা যাদের বোন আছে তারা সবাই বুঝে। মা যেমন নিজের সমস্ত কিছ্য উজাড় করে সন্তান কে ভালো রাখতে চাই ঠিক তেমন ভাবেই একজন বোন ও মায়ের মতো তার ভাই বোনেদের আগলে রাখে। আর সে যদি হয় বড় বোন তাহলে তাকে মায়ের প্রতিরূপ বললেও ভুল হবে না।


তাই এই প্রিয় বোনের শুভ জন্মদিনের জন্য আমাদের তরফ থেকে আপনাদের সুবিধার জন্য বোনের বা ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া হলো-
 • জানি তোর সাথে আমার প্রিয় জিনিস গুলো ভাগ করা নিয়ে আনেক ঝগড়া করেছি।  তবুও আমি আমার শৈশব এবং দুজনের ভালেবাসা ভাগ করে অনেক মজা পেয়েছি..// তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আপু. // @@ Happy Birthday @@
 • তোর মত পাগলি একটা ভোন পেয়ে আমি নিজেকে গর্ভিত মনে করি।  তোর সাথে বেড়ে উঠা আমার জীবনের সবচেয়ে দুর্দান্ত অভিজ্ঞতা।  আমি এখনো তোর সাথে চলা সেই শৈশবের কথা মনে লালন করি।  তুই এখনো আমার কাছে আমার সেই ছোট্ট বোনটি.. // শুভ জন্মদিন
 • আমার প্রিয় বোন, আমি চাই তুই ভালো থাকিস সারা জীবন।  এমন একটা দিনে আমি চাই তোর সারা জীবন কাটুক আনন্দ ও খুশিতে।  শুভ জন্মদিন তোকে...
 • তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং সবচেয়ে আদরের বোন তোকে জানাই জমদিনের শুভেচ্ছা....Happy Birthday
 • তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটি ছিলে... তবে আমি ভাগ্যবান যে আমি তুমার মতো মিষ্টি দুষ্ট একটা মেয়েকে বোন হিসাবে পেয়েছি... শুভ জন্মদিন আপু।
 • জানি তোকে অনেক জালিয়েছি... তোর অনেক কিছু নষ্টও করেছি... জানি তোর সাথে আনেক ঝগড়া করেছি... কিন্তু আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি আপু... @Happy Birthday @@ শুভ জন্মদিন প্রিয় @@
 • তোর মত পাগলি একটা বোন পেয়ে আমি নিজেকে গর্ভিত মনে করি। তোর সাথে বেড়ে উঠা আমার জীবনের সবচেয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। আমি এখনো তোর সাথে চলা সেই শৈশবের কথা মনে লালন করি। তুই এখনো আমার কাছে আমার সেই ছোট্ট বোনটি... শুভ জন্মদিন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা বাণী।
 • তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং সবচেয়ে আদরের বোন তোকে জানাই জন্মদিনের শুভেচ্ছা.. // Happy Birthday My Dear Little sis........
 • তোমার মতো স্মার্ট ও যত্নশীল বোন পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তোমার আজকের দিনটা হোক আনন্দময়। তোমার প্রতিটা দিন সেভাবেই কাটুক, যে ভাবে কাটাতে তুমি পছন্দ করো। জন্মদিনের শুভেচ্ছা রইলো তোমার জন্য। শুভ জন্মদিন প্রিয় বনু।
 • পরিবারের সবার খেয়াল রাখা আমার আপুর আজকে জন্মদিন। আজকের দিনটা অন্তত আমরা তোমার খেয়াল রাখতে চাই। শুভ জন্মদিন আপু, বিস্ময়কর কিছুর জন্য অপেক্ষা করতে থাকো।
 • পরিবারের সবার খেয়াল রাখা আমার আপুর আজকে জন্মদিন। আজকের দিনটা অন্তত আমরা তোমার খেয়াল রাখতে চাই। শুভ জন্মদিন আপু, বিস্ময়কর কিছুর জন্য অপেক্ষা করতে থাকো।
 • বোনেরা সব সময় পাশে থাকতে চাইলেও পারে না। জীবনের একটা সময় তাদের অন্যের সংসারে চলে জেতে হয়। সেই দিন গুলোর অভাব বোধ করি, যেই দিনগুলোতে পাশে ছিলে তুমি। শুভ জন্মদিন আপু।
 • আমার সবচেয়ে প্রিয় বন্ধু ও সবচেয়ে প্রিয় বোনকে জানাচ্ছি জন্মদিনের অগণিত শুভেচ্ছা। শুভ জন্মদিন আমার ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস।
 • আমার প্রিয় আপু ,তোমার এই বিশেষ দিনে তোমার সুন্দর জীবন কামনা করছি। সেই সাথে দোয়া করি তুমি যেন বাকি জীবনটা সুখে কাটাতে পারো। শুভ জন্মদিন প্রিয় আপু।
 • তুমি আমার কাছে সব কিছুর চাইতেও বেশি দামি। আমি নিজেকে ভাগ্যবান মনে করি তোমার মত বোন পেয়ে। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্যজন্য আর আমার প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। 
 • তোর মত পাগলি একটা বোন পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি।  তোর সাথে বেড়ে উঠা আমার জীবনের সবচেয়ে দুর্দান্ত অভিজ্ঞতা।  আমি এখনো তোর সাথে চলা সেই শৈশবের কথা মনে লালন করি।  তুই এখনো আমার কাছে আমার সেই ছোট্ট বোনটি... শুভ জন্মদিন।
 • আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই কারণ তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো বোন।  তোমার চেয়ে এতো ভালো আমায় কেউ বোযে না তোর মত এত ভালো কেউ আমায় ভাসে না।  আজ এই দিনে তোমায় জানাই আমি শুভ জন্মদিন..........
 • জানি তোকে অনেক জালিয়েছি...তোর আনেক কিছু নষ্ট করেছও...জানি তোর সাথে আনেক ঝগড়া করেছি...কিন্তু  আমি তোকে সবচেয়ে ভালোবাসি আপু...@Happy Birthday @@
 • তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটি ছিলে...তবে আমি ভাগ্যবান যে আমি তুমার মতো মিষ্টি দুষ্ট একটা মেয়েকে বোন হিসাবে পেয়েছি...শুভ জন্মদিনআমাদের মা বাবার জন্য আজ আমরা ভাই বোন...আমরা একসাথে হয়েছি প্রিয়জন...তুই যে আমার সেই আদরের ছোট বোন...তোকে জানাই শুভ জন্মদিনআজকে আমার সবচেয়ে প্রিয় বোনটির জন্মদিন। আমি সব সময় চাই আমার বোনটিকে সুখে রাখতে সুখি দেখতে...আমি তোকে আনেক ভালোবাসি...।
 • এমন একটা বোন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যা সবার জীবনে হয়না.. // তোমাকে বোন হিসাবে পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি. / Happy Birthday
 • আমার প্রিয় বোন আমি আপনাকে পেয়ে খুপ খুশি এবং আপনি আমার এমন একজন  বন্ধ যাকে আমি সারা জীবন ভালো বাসি...শুভ জন্মদিন
 • তুই আমার পাগলি বোন.. / তুই আমার মিষ্টি বোন.. / তুই আমার প্রিয় বোন.. // শুভ জন্মদিন
 • আল্লাহ যদি বলে তুমি কাকে ভালোবাসো আমি বলবো আমার বোনকে। আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি...শুভ জন্মদিন
 • আপু আগের জন্মদিনে কিন্তু ট্রিট দিতে চেয়েও এখনো দাওনি। এইবার যদি না দাও তাহলে তোমার খবর আছে। আর ছোট ভাইকে এইভাবে ভুলানো ঠিক না। তাড়াতাড়ি ট্রিট দিয়ে দিবে। যাইহোক হ্যাপি বার্থডে টু ইউ আপু। তোমার জন্মদিনে তোমার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।
 • শুভ জন্মদিন আপু...তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। তুমি আমাদের কতো ভালোবাসা দিয়েছো তার শোধ কোন দিন আমরা করতে পারবো না...শুধু সারা জীবন আমি তুমাকে ভালো বেসে যাবো...
 • আমার অপরাধে সব সময় তুমি সাথে ছিলে...তাই অনেক বকা খেয়েছো পুরনো সেই কথা গুলো মনে করিয়ে বলতে চাই শুভ জন্মদিন
 • ধন্যবাদ, আমার প্রিয় ছোট বোন, আমার সারা জীবন বারোটা বাজানোর জন্য | তবু তুই থাকিস এমন খুশি শুভ হোক তোর জন্মদিন...
 • আজ এই দিনে চলো আমরা শপথ করি জীবনে ঝর ঝনঝা যাই আসুখ না কেন আমরা সব সময় এক সথে থাকবো...শুভ জন্মদিন আপু...
 • আমার মিষ্টি বোনকে জন্মদিনের শুভেচ্ছ.!  তোর সারা জীবনের আনন্দ ও সাফাল্য কামনা করি এক দিন তুই অনেক বর হবি...
 • তার জন্মদিন আমার কাছে সবচেয়ে সেরা দিন.. তই আমর সবচেয়ে প্রিয় মিষ্টি বোনকে জানাই শুভ জন্মদিন
 • শুভ জন্মদিন আপু। আমি আল্লার কাছে দোয়া করি নতুন বছরটি সবচেয়ে ভালো কাটুক আপনার জীবনে... কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি আপু...
 • মায়ের পর যেই মানুষটির কাছ থেকে মাতৃস্নেহ পেয়ে বড় হয়েছি সেই মানুষ হচ্ছে তুমি আপু।  তুমি সব সময় মাতৃস্নেহ দিয়ে আমাকে আগলে রেখছো সেই ছোটবেলা থেকে। আর আজকে তোমার জন্মদিনে তোমাকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন আপু।
 • ছোট বেলা থেকে আমাকে ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করেছো আমার জন্য মায়ের কাছে মার খেয়েছো আজকে তার জন্মদিন কি করে ভুলে যায়? শুভ জন্মদিন দিদি। সব সময় ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে জিজুকে দেখতে চায় বলে দিলাম কিন্তু। বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা
 • শুভ জন্মদিন বনু। জীবনে অনেক অনেক সুখী হও। সব ইচ্ছেগুলো পূরণ হোক। এই কামনায় করি। আর হ্যা ভালো করে পড়াশুনা করো না হলে কিন্তু তোমার জন্য ভালো বর পাবোনা। এটা মাথায় রেখো। 
 • শুভ জন্মদিন আমার ছোট্ট আপু। তুমি তোমার জন্মদিনে কি উপহার চাও বল। যেটা চাও সেটাই দিব কিন্তু শর্ত একটাই এইবার ক্লাসে ১ম হতে হবে। মনে থাকবে?
 • বাবা মায়ের পর সবচেয়ে আপন বলে যাকে জেনেছি সেই মানুষটি হচ্ছো তুমি দিদি। আর আজকে তোমার জন্মদিনে তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন দিদি। তোমার জীবনের সব ইচ্ছে পূরণ হোক। জীবনে সফল হও এই কামনায় করি।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |  জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার | ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

শিক্ষকের জন্মদিনের শুভেচ্ছা বার্তা | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার

জীবনের এক এক ধাপে জেয়ে আমরা এক এক জন মানুষের সাথে পরিচিত হই। আবার আমাদের জীবনকালে একটা অনেক বড় সময় কেটে যায় শিক্ষা অর্জনের জন্য। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় আরো উচ্চতর শিক্ষা যায় ই বলুন না কেন শিক্ষকদের সহোচার্যে আমাদের জীবনের অনেকটা সময় ই কেটে যায়। তাদের মধ্যে আবার অনেক মানুষ হয়ে ওঠেন আমাদের জীবনের আদর্শ।
তাই আজকে আমাদের পোস্টের একটা অংশ জুড়ে আমরা রেখেছি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার বা আমাদের সম্মানিও শিক্ষকদের জন্য শুভেচ্ছা বার্তা। তাই চলুন দেরি না করে দেখে আসি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার দের জন্য-
 • আপনার নেওয়া সেই প্রথম ক্লাস থেকে শুরু করে আপনার সাথে করা আমার শেষ ক্লাস প্রতিটা ক্লাসেই মুগ্ধ হয়ে যেতাম আপনার বাচন ভঙ্গি, বুঝানোর স্টাইল দেখে। আর এইজন্যই বোধয় আপনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষক। আপনার দেওয়া উপদেশগুলো এখনো মেনে চলার চেষ্টা করি কারণ জানি আপনি সবসময় আমার ভালোই চেয়েছেন। শুভ জন্মদিন স্যার। সবসময় ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন।
 • আপনার মতো শিক্ষকের দরকার প্রতিটা স্কুল কলেজে। তবেই এই জাতিকে একজন সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব। আর সেইজন্য প্রয়োজন আপনার শিক্ষার আলো, আদর্শ ছড়িয়ে দিন সকল ছাত্রের মধ্যে সকল মানুষের মধ্যে এই কামনাই করি আপনার জন্মদিনে। শুভ জন্মদিন স্যার।
 • আপনার মতো আদর্শ শিক্ষকের প্রয়োজেন রয়েছে প্রতিটি মুহুর্তে। কারণ আপনার মতো শিক্ষকের দ্বারাই কেবল এই জাতিকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করে তোলা সম্ভব। আর তাই আপনার জন্মদিনে ঈশ্বরের কাছে একটাই প্রার্থণা আপনার জীবনে এইরকম আরো হাজারটা জন্মদিন আসুক। পাশে থাকুন আমাদের সবসময়। পথ দেখান সত্যের। শুভ জন্মদিন স্যার।
 • প্রিয়তম শিক্ষক আজ সেই বছরের একটি দিন যা আপনি আমাদের আনুষ্ঠানিকভাবে আচরণ করতে এবং বিরক্তিকর আচরণ না করার অনুরোধ জানালেন আপনাকে শুভ জন্মদিন এবং নাটকটির সব সত্ত্বেও আমাদের সহ্য করার জন্য আপনাকে ধন্যবাদ!
 • শিক্ষক এই বিশেষ দিনে আপনি আমাকে প্রতিদিন আমাদের যে মূল্যবান উপহার দিচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। জ্ঞান ও শিক্ষার দান! শুভ জন্মদিন বিজ্ঞ পরামর্শদাতা!
 • আমি আমার শিক্ষা জীবনে অনেক শিক্ষকই পেয়েছি কিন্তু আপনার মতো হাসি খুশি আর আদর্শ শিক্ষক দেখিনি। আর সেইজন্যই হয়তো আপনার তুলনা হয়না। শুভ জন্মদিন প্রিয় শিক্ষক। সব সময় ভালো থাকবেন। আর আমার জন্য আশির্বাদ করবেন। শুভ জন্মদিন স্যার.....
 • আমার প্রিয় শিক্ষক। শুভ জন্মদিন। আপনার জন্মদিন উপলক্ষে একটা অনুরোধ ছিলো। আজকে পড়া পারি না স্যার আপনার জন্মদিন উপলক্ষে আজকে মাফ করে দেন please.
 • অফিসের বস হিসেবে নই বাবা হিসেবে আপনার এই ছেলের পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় বাবা।
 • অফিসের বস হিসেবে আপনি আমার কাসে যতটা প্রিয় তারচেয়েও বেশি প্রিয় একজন আদর্শবান মানুষ হিসেবে। আপনার দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিন প্রিয় স্যার।
 • আমার জীবনের সাফল্যের পিছনে যদি মা বাবার পর সবচেয়ে বেশি কারো অবদান থেকে থাকে তা হলো আপনার স্যার। আপনার দেওয়া উপদেশ আর শিক্ষায় আমাকে আজকে এই সফলতার স্বর্ণ শিখড়ে পৌছে দিয়েছে। তাই আপনার জন্মদিনে আপনাকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা। শুভ জন্মদিন স্যার।
 • আপনাকে শিক্ষক রূপে পিতা হিসেবে পেয়ে থাকি। আপনার বিনয়ী উদারতার স্পর্শে আমাদের নেতিবাচক দিকগুলো দূরীভূত হতে বাধ্য হয়। আমাদেরকে ভালোবাসা দেয়ার জন্য – স্নেহ দেয়ার জন্য শত কৃতজ্ঞতায় কৃতার্থ আপনার কাছে। শুভ জন্মদিন হে প্রিয় শিক্ষক – শুভ জন্মদিন।
 • জন্মের শুভক্ষণ সমুজ্জ্বল প্রীতিময় হোক। শ্রদ্ধায় ভালোবাসায় অভিনন্দন বার্তা। জীবনের প্রতি পরতে আনন্দক্ষণগুলো আপনাকে ছুঁয়ে ছুঁয়ে থাকুক। বিপদ মুক্ত হোক চলার পথ। আপনার দীর্ঘায়ু যেনো আমাদের আয়ূক্ষণকে দীর্ঘায়িত করে। আপনার স্নেহ ছায়ায় যেনো অনেক বছর পথ চলা হয় আমাদের। শুভ জন্মদিন শ্রদ্ধেয় শিক্ষক।
 • শুভ জন্মদিন হে প্রিয় শিক্ষক – শুভ জন্মদিন। জন্মের শুভক্ষণ সমুজ্জ্বল প্রীতিময় হোক। শ্রদ্ধায় ভালোবাসায় অভিনন্দন বার্তা। জীবনের প্রতি পরতে আনন্দক্ষণগুলো আপনাকে ছুঁয়ে ছুঁয়ে থাকুক। বিপদ মুক্ত হোক চলার পথ। আপনার দীর্ঘায়ু যেনো আমাদের আয়ূক্ষণকে দীর্ঘায়িত করে। আপনার স্নেহ ছায়ায় যেনো অনেক বছর পথ চলা হয় আমাদের। আমরা আপনাকে শিক্ষক রূপে পিতা হিসেবে পেয়ে থাকি। আপনার বিনয়ী উদারতার স্পর্শে আমাদের নেতিবাচক দিকগুলো দূরীভূত হতে বাধ্য হয়। আমাদেরকে ভালোবাসা দেয়ার জন্য – স্নেহ দেয়ার জন্য শত কৃতজ্ঞতায় কৃতার্থ আপনার কাছে। শুভ জন্মদিন হে প্রিয় শিক্ষক – শুভ জন্মদিন।
 • শুভ জন্মদিন! প্রিয় শিক্ষক. আপনার জ্ঞানের রোদ সমতল মুখগুলিতে সুখ ছড়াতে দিন এবং আপনি আরও দীর্ঘায়িত হন।
 • সর্বকালের অন্যতম সেরা শিক্ষককে জন্মদিনের শুভেচ্ছা। আপনি আমাদের সবার সাথেই এমন একটি দুর্দান্ত কাজ করেছেন এবং আমি আশা করি যে অন্যান্য শিক্ষার্থীরাও দেখতে পাবে আপনি কী দুর্দান্ত শিক্ষক এবং চমৎকার।
 • প্রিয় শিক্ষক ... আপনি কীভাবে আমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন তা দেখাতে আমি বলতে চাই যে আমি যখন বড় হব তখন আমিও আপনার মতো হতে চাই। শুভ জন্মদিন স্যার....
 • আপনার এই জন্মদিনে প্রচুর খুশির মুহুর্তগুলি পূর্ণ হোক। আপনার মতো একজন শিক্ষক জীবনের সমস্ত সুখের দাবিদার। শুভ জন্মদিন স্যার!
 • আপনার জন্মদিন বিবেচনা করে আমি সন্তুষ্ট আপনাকে আমার শিক্ষক হিসাবে ভাবনা আমি কৃতজ্ঞ! আমি আপনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করি যে এই দিনটি আপনার জন্য বিশেষ হবে।
 • আপনি অবশ্যই আমার সেরা শিক্ষক এবং আপনার ক্লাসগুলিই কেবল এমন ক্লাস যা আমি খুব মিস করি শুভ জন্মদিন আমার প্রিয় শিক্ষক!
 • বয়স্ক আপনি আরও জ্ঞান পাবেন। আমি খুব আনন্দিত যে আজ আমি আপনার জ্ঞান উদযাপন করতে পারবো। এত সহায়ক এবং বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ জন্মদিন প্রিয় শিক্ষক!
 • আমার প্রিয় শিক্ষক আপনার কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ব্যতীত এই পৃথিবীতে কিছুই সত্যই নির্দোষ নয় যা সত্যই মূল্যবান। একটি দুর্দান্ত জন্মদিন !!
 • প্রিয় শিক্ষক আপনার বিশেষ দিনে আমরা আপনাকে প্রতি একদিন আমাদের জ্ঞান এবং শিক্ষা দিচ্ছি। এমন অমূল্য উপহারের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই! শুভ জন্মদিন !!
 • আপনার মধ্যে আমি একটি দুর্দান্ত ব্যক্তি পেয়েছি যিনি আমাকে কেবল বই সম্পর্কেই নয় জীবন সম্পর্কেও শিখিয়েছেন।
 • আপনার হৃদয়টি যে সমস্ত সুখ চায় তা আপনি প্রাপ্য এবং আমি আপনাকে আজ এবং অন্যান্য দিনগুলির জন্য সবচেয়ে শুভকামনা জানাই।একটি আনন্দময় জন্মদিন শিক্ষক!
 • শিক্ষকরা যতটা কঠিন আপনি আসতে কঠিন! আপনি খুব উত্সর্গীকৃত এবং আপনি আপনার ছাত্রদের জন্য সেরা ছাড়া কিছুই চান না। জন্মদিন শুভ হোক!
 • যদি আপনার প্রিয় শিক্ষক তার বা তার জন্মদিন উদযাপন করে থাকেন তবে তার বা তার প্রতি আপনার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর এটিই সেরা সময়। জন্মদিনের শুভেচ্ছা স্যার।
 • আপনি একজন শিক্ষক বন্ধু দার্শনিক এবং গাইড। এর চেয়ে আর কী চাইতে পারে! আমরা আপনাকে আমাদের শ্রেণির শিক্ষক হিসাবে পেয়ে ভাগ্যবান। ধন্যবাদ! শুভ জন্মদিন!
 • প্রচুর লোক বইয়ের উপর ভিত্তি করে পাঠদান করতে পারে তবে কেবলমাত্র আপনার মতো প্রতিভাশালী শিক্ষকই অন্যান্য জীবন পাঠের সাথে তাদের মাধ্যমে সূক্ষ্মভাবে বুনন করার ক্ষমতা রাখেন যা বইতে কখনও লেখা হয় না সেরা জন্মদিন স্যার!
 • প্রিয়তম শিক্ষক ঠিক তাই আপনি জানেন যে আপনি আমার জীবনকে কতটা পরিবর্তন করেছেন আমি বলতে চাই যে আমি যখন বড় হব তখন আমি আপনার মতো একজন শিক্ষক হতে চাই দুর্দান্ত জন্মদিন!
 • আমি মনে করি গণিতটি আমার পক্ষে এত কঠিন ছিল। আমি আরও ভালভাবে পড়তে স্কুলের পাঠের পরে মনে রাখছি। আমার সাথে অধ্যবসায় এবং আমাকে শেখাতে কখনও হাল না ছাড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ জন্মদিন স্যার।
 • আমার পরম জন্মদিনের শুভেচ্ছা!!!!প্রিয় শিক্ষক! আপনি অনেক স্মার্ট জ্ঞানী এবং তাই অবিশ্বাস্যরকম মজার তবে সব থেকে বাইরে। আপনার লক্ষণীয় গুণাবলী....আমি আপনার সম্পর্কে সবচেয়ে প্রশংসিত জিনিস। আপনার উদারতা....অসাধারণ দলগুলি এবং দারুণ বন্ধুরা ছাড়াও আপনার মতো দুর্দান্ত এক অধ্যাপকের কারণে আমার কলেজের স্মৃতি স্মরণীয় হবে। শুভ জন্মদিন প্রিয় শিক্ষক।

 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |  জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার | ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছেলে

 • আমার প্রিয় সন্তান! "এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিসেরই সীমাবদ্ধতা আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো সীমা নেই। শুভ জন্মদিন তোমাকে!"
 • ছেলের জন্মদিনের শুভেচ্ছা বার্তা
 • "আমি শুধুমাত্র একটাই কামনা করি যে, জীবনে তুমি কল্যাণকর যা চাও তাই যেন পাও। সব সময় ধন্য থাকো, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।"
 • শুভ জন্মদিন। তোমার জন্য আমার জন্মদিনের শুভেচ্ছা হল যে প্রতি বছর যেন তোমার জন্যে নিয়ে আসে: আরও জ্ঞান; আরও স্বপ্ন; আরও হাসি; এবং আরও শুভেচ্ছা।"
 • হাসি খুশিতে কাটে যেন তোমার প্রত্যেকটি দিন, আমার পক্ষ থেকে তোমাকে জানাই শুভ জন্মদিন।
 • সন্তানের জন্মদিনের শুভেচ্ছা
 • "সর্বদা তুমি আমার জীবনে ঝলমলে মিষ্টি রোদের আলো, আমার চোখের সামনে থাকলে আমি থাকি অনেক ভালো। তুমি সবসময় ছোট দেবদূত হয়ে থাকবে। তোমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসে! মায়ের কাছ থেকে তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা!"
 • আজ তোমার খুশির দিন, জীবনটা হয়ে উঠুক তোমার রঙিন। সুখ যেন কোনদিনও হয়না বিলীন, দুঃখ যেন তোমার কাছেই না আসে কোনদিন। প্রিয় সন্তান আমার তোমাকে জানাই শুভ জন্মদিন।
 • শুভ জন্মদিন। কয়েক বছর ধরে আমরা তোমাকে আজকের এই মানুষটি হয়ে উঠতে দেখে উপলব্ধি করেছে যে আমাদের জীবনে তোমাকে পেয়ে আমরা কতটা কৃতজ্ঞ। তোমার জন্য একটি খুব বিশেষ জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালবাসি!
 • ছেলের জন্মদিনের শুভেচ্ছা বার্তা
 • বেড়ে গেল আরো একটি বছর তোমার, তার সাথে বেড়ে গেল আরেকটি মোমবাতি এবার। কালও ছিলাম আজও আছি, ছায়া হয়ে থাকবো তোমার পাশাপাশি। শুভ জন্মদিন প্রিয় সন্তান আমার।
 • তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনেন্দর, ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের, ৮৭৬০ ঘণ্টা সুস্থতার, আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের হোক! শুভ জন্মদিন!!
 • আজ আমার ছেলের শুভ জন্মদিন
 • শুভ জন্মদিন প্রিয় সন্তান। তুমি সর্বদা আনন্দে থাকো। এই বিশাল, সুন্দর বিশ্বে তুমি যেখানেই থাকোনা কেন, সর্বদা হাঁসতে-খেলতে থাকো।
 • আজকের এই সুন্দরতম দিনে হয়ে উঠো আরো অনেক নবীন, ভালবেসে হৃদয়ের গভীর থেকে তোমাকে জানাই ~শুভ জন্মদিন~
 • তোমার প্রতি আমার ভিতরের অনুভূতিগুলো প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন সন্তান আমার। সব সময় দোয়া করি এই পৃথিবীর সব  সুখ দিয়ে জীবনে ভরে উঠুক তোমার।
 • সন্তানের জন্মদিনের শুভেচ্ছা
 • এই দিনটা আসে যেন বারে বারে ফিরে, অনেক সুখ শান্তি যেন বয়ে যায় তোমার জীবন জুড়ে। হ্যাপি বার্থডে!
 • আমি হলাম পৃথিবীর সবথেকে ভাগ্যবান একজন মানুষ কারণ আমার জীবনে তোমার মতো একজন সন্তান পেয়েছি। জীবনে অনেক বড় হও, সবসময় এই কামনা করি। শুভ জন্মদিন পুত্র আমার।
 • সন্তানের জন্মদিনের শুভেচ্ছা
 • আজকের দিনটির মত করে আনন্দে পরিপূর্ণ থাকুক তোমার জীবন! মা বাবার সৎ উপদেশ গুলো মেনে চলো সারাক্ষণ। শুভ জন্মদিন!
 • শুভ জন্মদিন। তোমার জন্য আমার জন্মদিনের শুভেচ্ছা হল যে প্রতি বছর যেন তোমার জন্যে নিয়ে আসে: আরও জ্ঞান; আরও স্বপ্ন; আরও হাসি; এবং আরও শুভেচ্ছা।
 • তুমি সর্বদা আমার জীবনে রোদের আলো এবং ছোট দেবদূত হয়ে থাকবে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে! মায়ের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা!
 • আমার প্রিয় সন্তানকে - তোমার জন্মদিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি তোমাকে আমার সমস্ত হৃদয় থেকে ভালোবাসি। একটি দুর্দান্ত জন্মদিন এবং একটি দুর্দান্ত বছরএর জন্যে শুভেচ্ছা!
 • নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন ছেলে আমার।
 • জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার সবথেকে ভালোবাসার প্রিয় সন্তানটিকে! তোমার মিষ্টি হাসিতে ঝলমলে হয়ে ওঠে চারদিক। তোমার জন্য আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং অনেক ভালবাসা রইল।
 • অভিমানের আছে যত মেঘ তা ভাসিয়ে দাও বহুদূরে, মন খারাপের দিনগুলি কখনো না আসুক ফিরে। কষ্টগুলোকে উড়িয়ে দাও ওই আকাশের নীড়ে, অফুরন্ত সুখ-শান্তি বয়ে আসুক তোমার জীবন জুড়ে। শুভ জন্মদিন ছেলে আমার
 • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন। আজ আমার ছেলের শুভ জন্মদিন।
 • হাজার বছর পূরণ হোক তোমার মুখের মিষ্টি হাসিতে, হৃদয় তোমার ভরে যাক মিষ্টি সুরের বাঁশিতে। ব্যাথা বেদনা হাওয়া হয়ে যাক, খুশি ভরা হাসিতে, আলোকিত হোক তোমার জীবন মিষ্টি ফুলের সুবাসে।
 • সন্তানের জন্মদিনের শুভেচ্ছা।
 • শুভ জন্মদিন।তুমি যার সাথেই জন্মদিন মানায়না কেন, চেষ্টা করো যেন সেটা সব থেকে সেরা সময় হয় কাটুক। আমি এইটা কামনা করি যে তোমার আগামী জীবন খুব ভালো হোক।  আমি তোমাকে খুব ভালোবাসি।
 • বার্থডে মানে বাঁচলাম কতদিন সেটা হলো জানা, বার্থডে মানেই বাঁচবো কয়দিন সেটা সবার অজানা। জানা অজানা সব কিছু নিয়ে জীবন চলুক বয়ে, কে জানে কখন ফুরাবে জীবন- মৃত্যু নামটি নিয়ে।
 • তুমি চিরকাল একটি তারার মতো ঝলমলে হয়ে ওঠো। শুভ জন্মদিন, আমার রাজপুত্র!
 • পুত্ররা হল সূর্যের আলোর মতো যা আমাদের জীবনের বৃষ্টিপাতে প্রতিচ্ছবি দিয়ে সুন্দর রংধনু তৈরি করে। শুভ জন্মদিন!
 • মা মনি, তোমায় জন্মদিনের খুব খুব শুভেচ্ছা! আমি কামনা করি যে তোমার আজগের দিনটি তোমার মতোই মিষ্টি ভাবে কাটুক!
 • আমার প্রিয় রাজপুত্রকে জন্মদিনের শুভেচ্ছা! আজগের দিনটি যেন একটি রাজকীয় সময় হয়ে কাটুক।
 • বাবু, তুমি আমাদের কাছে সত্যি একটি রাজপুত্রের মতো। তোমার আগামী বছরটা খুব ভালো কাটুক এবং গৌরবময় জীবন হোক। আমরা সবসময় তোমার সাথে আছি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।
 • প্রতিদিন তুমি আমার মুখে একটি হাসি এবং আমার হৃদয়ে আনন্দ দাও। শুভ জন্মদিন আমার প্রিয় 'ছেলের ডাক নাম'!
 • তুমি প্রতি বছর উজ্জ্বল করো এবং তুমি তোমার হাসি এবং তোমার সদয় হৃদয় দিয়ে আমাদের জীবনকে আলোকিত করতে চালিয়ে যায়। শুভ জন্মদিন 'ছেলের ডাক নাম'!
 • রতিদিন তুমি আমার মুখে একটি হাসি এবং আমার হৃদয়ে আনন্দ দাও। শুভ জন্মদিন আমার প্রিয় 'ছেলের ডাক নাম'!
 • তোমার জন্মদিনের উপলক্ষে মা এবং বাবার একটি বিশেষ সংবাদ: আমরা খুবই কৃতজ্ঞ যে ঈশ্বর আমাদের তোমার মতো একটি ছেলে দিয়েছে। আমরা তোমাকে খুব ভালোবাসি।
 • তোমার জন্য আমার ভালবাসা এবং উপাসনা অফুরন্ত, তুমি চিরকালের জন্য লালিত হবে। শুভ জন্মদিন 'ছেলের ডাক নাম'!
 • জেনে রাখো যে তুমি জীবনে যা কিছু বেছে নিতে চাও তার জন্যে আমি চিরকাল গর্বিত হব। আমি তোমার জন্মদিনে এই বছর, বিশেষভাবে গর্বিত যে তুমি একটি স্মার্ট, সদয় এবং চিন্তাশীল যুবক হয়ে উঠেছ। শুভ জন্মদিন!
 • তোমার জন্মদিনের উপলক্ষে মা এবং বাবার একটি বিশেষ সংবাদ: আমরা খুবই কৃতজ্ঞ যে ঈশ্বর আমাদের তোমার মতো একটি ছেলে দিয়েছে। আমরা তোমাকে খুব ভালোবাসি।
 • তোমার মতো প্রতিভাধর পুত্র পাওয়া, কেবল কয়েক জন অভিভাবকই বিশেষ সুযোগ পায়। পুরো প্রশস্ত বিশ্বের সেরা ছেলের জন্মদিনের শুভেচ্ছা!
 • তোমার বয়স কতই না হোক, জেনে রাখো যে তুমি সর্বদা আমার সেই ছোট্ট শিশু ছেলেটাই থাকবে। জন্মদিনের খুব খুব শুভেচ্ছা! - তোমার প্রিয় মা
 • আমরা সত্যিই ধন্য কারণ আমরা তোমাকে আমাদের মেয়ে হিসাবে পেয়েছি। আমরা তোমার আজীবন সুখ এবং সুস্বাস্থ্যের কামনা করি। আমরা তোমাকে সমস্ত উপায়ে ভালবাসি এবং সমর্থন করি। মা বাবার আলিঙ্গন এবং চুম্বন সহ শুভ জন্মদিনের খুব খুব শুভেচ্ছা!
 • আমার প্রিয় রাজপুত্রকে জন্মদিনের শুভেচ্ছা! আজগের দিনটি যেন একটি রাজকীয় সময় হয়ে কাটুক।

 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |  জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার | ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস মেয়ে

 • “ঘুমানোর আগে প্রতি রাতে আমি আপনার হাসি এবং প্রফুল্ল মুখটি জাগাতে চাই to শুভ জন্মদিন প্রণয়ী."
 • “আপনি আমার জীবনে আসার পরে আমি জিনিসগুলি অন্যরকম দেখতে শুরু করেছি; আপনি সর্বদা আমার দিকে তাকিয়ে থাকায় আমি নিখুঁত পিতা বা মাতা হওয়ার চেষ্টা করেছি। শুভ জন্মদিন আমার সুপারস্টার। "
 • “এই বিশেষ দিনে, আমি আপনাকে বলতে চাই যে আমরা সবসময় আপনার জন্য থাকব এবং জীবন আপনাকে যতই ছুড়ে মারুক না কেন, আমরা সর্বদা আপনাকে সমর্থন করব। শুভ জন্মদিন প্রিয়তম."
 • “আমি জানি আমি নিখুঁত মা নই, আমি কিছু জিনিস গণ্ডগোল করেছিলাম, কিন্তু আপনি আমাকে কখনও নিজের মতো করেননি। তোমার মতো কন্যা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমার সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। ”
 • “বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। আমি না দেখাতে পারি, তবে আমি আপনাকে অনেক ভালবাসি, আপনি আমার মনে ক্রমাগত থাকেন। শুভ জন্মদিন!"
 • “আপনি অন্যকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবকরা আমাকে গর্বিত করেছেন। আপনি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ভাল কাজগুলো করতে থাকো. আমার ছোট মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। ”
 • “প্রিয় কন্যার জীবন ছোট। আপনার মুখে হাসি ফোটে এমন কাজ করে এটি বুদ্ধিমানের সাথে ব্যয় করুন। শুভ জন্মদিন প্রণয়ী."
 • “আপনি যা কিছু নিশ্চিত করেছেন তা নিশ্চিত করেই আপনি অর্জন করবেন কারণ আমি আপনার মধ্যে একটি নিরলস পরিশ্রমী দেখতে পাচ্ছি। শুভ জন্মদিন আমার যোদ্ধা রানী। "
 • “আজকের দিনটি আমরা থামে এবং ঘরের রাজকন্যার আগমন উদযাপন করি। শুভ জন্মদিন মূল্যবান। "
 • “আপনি সর্বদা আমার রাজকন্যা এবং আমার শিশুকন্যা হবেন, এবং আমার চিরকালীন ভালবাসা। শুভ জন্মদিন, কন্যা! আমি আশা করি জীবন আপনি যা স্বপ্নে দেখেছেন সে সব উপহার দেয়।
 • “আমি আশা করি প্রত্যেকেরই আপনার মতো কন্যা থাকুক, কারণ তারাও আমার মতো সুখী এবং সন্তুষ্ট জীবনযাপন করবে। শুভ জন্মদিন প্রিয়তম."
 • "আপনি এতগুলি জিনিস থেকে বাড়তে পারেন: আপনার পোশাক, আপনার বার্বি পুতুল, আপনার ডিজনি ম্যানিয়া এবং আপনার শোবার সময়কার গল্প stories তবে যে জিনিসটি আপনি কখনই বড় হতে পারবেন না তা হ'ল আপনার প্রতি আমার ভালবাসা। শুভ জন্মদিন আমার ভালবাসা."
 • "আমার পৃথিবী এটিকে বাদ দিয়ে আপনি এত নিস্তেজ এবং বিরক্তিকর হয়ে উঠবেন। শুভ জন্মদিন মিঠাই."
 • “আমি আপনাকে রক্ষা করতে একশো তীর নেব। আপনার সুখ আমার জীবনের লক্ষ্য। আমার সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। ”
 • “এই অস্থায়ী দুনিয়াতে, আমার অবিরাম ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ জন্মদিন কন্যা। ”
 • “আমি কখনই এর চেয়ে ভাল কন্যা চাইব না। আমার প্রিয়তম আমি এই বিশেষ দিনে কামনা করি আপনি নিজের মুখে হাসি এবং আপনার হৃদয়ে আনন্দ নিয়ে জেগে। শুভ জন্মদিন."
 • “আমি হয়ত তোমাকে জীবন দিতাম তবে তুমি আমাকে বাঁচার ও সুখী হওয়ার কারণ দিয়েছ। শুভ জন্মদিন আমার প্রিয়। "
 • “জন্মদিন সবসময়ই বিশেষ, তবে আপনার জন্মদিনটি আমাদের জন্য অতিরিক্ত বিশেষ কারণ আপনার আগমনের সাথে সাথে আমাদের পরিবার পরিপূর্ণ হয়েছিল। শুভ জন্মদিন."
 • “এই দিনটিতে, আমরা Godশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সমস্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য আত্মবিশ্বাস দিন, সময়ের পরীক্ষাগুলি সহ্য করার সাহস করুন। শুভ জন্মদিন মিঠাই."
 • “যদি সেরা কন্যাদের জন্য প্রতিযোগিতা হয় তবে নিঃসন্দেহে আপনি প্রথম আসতেন। এত বছর ধরে আপনি আমার কাছে এত দুর্দান্ত হয়েছেন। শুভ জন্মদিন আমার সুপারস্টার। "
 • “আপনি যখন মোমবাতি উড়িয়ে আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন, আমি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে এবং সর্বদা আপনাকে সুখী ও স্বাস্থ্যবান রাখার জন্য প্রার্থনা করব। শুভ জন্মদিন কন্যা।”
 • “বছরের সর্বাধিক প্রতীক্ষিত এবং উদযাপিত দিনটি এখানে। এই দিনে, আমরা আপনাকে বলতে চাই যে আমাদের মেয়ে হিসাবে আপনাকে পেয়ে আমরা গর্বিত। শুভ জন্মদিন মুন্চকিন। "
 • “আমার টকটকে মেয়েটির জন্য আপনাকে অনেক শুভ জন্মদিন। এটি আপনার হাসি যা আমাকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আমি আশা করি আপনার সমস্ত স্বপ্ন সত্য হয়ে উঠবে ”
 • “ইংরাজির সমস্ত শব্দই আমি আপনাকে কতটা ভালবাসি তা বলার জন্য যথেষ্ট নয়। আমি কেবল এটুকুই বলতে পারি যে আপনিই আমার জীবন, এবং আপনার মুখের হাসি দেখতে আমি কিছু করব। শুভ জন্মদিন আমার cutie পাই। "
 • "আমার পরি! আজ আপনার জন্মদিন. আমি জানি আপনিও সমান উত্তেজিত; আমরা এই দিনটি সুখ এবং আনন্দে ভরপুর হোক wish আপনার জন্মদিনের একটি দুর্দান্ত রাজকন্যা দিন।
 • “কেউ আমার মনে আপনার জায়গা নিতে পারে না। তুমি আমার মূল্যবান কন্যা; আপনি এই বিশ্বের সবচেয়ে দুর্দান্ত ব্যক্তি। একটি দুর্দান্ত জন্মদিন প্রিয়তম। "
 • “আমি বিশ্বের অন্যান্য অংশের সাথে কঠোর অভিনয় করতে পারি, তবে আপনি কি জানেন আমার সবচেয়ে বড় দুর্বলতা কী? এটা তুমি! হ্যাঁ, তোমাকে খুশি দেখতে আমি জীবনে কিছু করতে চাই। শুভ জন্মদিন আমার মূল্যবান। "
 • “আমি আশা করি আপনি জীবনের দুর্দান্ত উচ্চতা অর্জন করবেন এবং আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। সর্বদা মনে রাখবেন আমি আপনাকে সমর্থন করার জন্য সর্বদা থাকব। আমার সুপারগার্লকে জন্মদিনের শুভেচ্ছা। ”
 • “আমি জানি আপনি প্রায়শই আমাকে বলতে চান না যে আপনি আমার কাছে কতটা বোঝাচ্ছেন। আপনার জন্মদিনে আমি আপনাকে বলার সুযোগটি কাজে লাগাতে চাই যে আপনি আমার কাছে বিশ্ব বোঝাচ্ছেন, এবং আপনার প্রাপ্য জীবন দেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করতে কিছু মনে করব না। শুভ জন্মদিন আমার মূল্যবান মেয়ে। "
 • "আমি তোমাকে সর্বদা ভালবাসবো. তুমি আমার হৃদয়ের এক টুকরো, আমার চির ভালবাসা। শুভ জন্মদিন প্রিয়তম."
 • “আমি জানি আপনি আমার জন্য সর্বদা উদ্বিগ্ন হওয়া পছন্দ করেন না তবে আমি কেবল এটির সাহায্য করতে পারি না কারণ আপনি আমার কাছে অত্যন্ত মূল্যবান। শুভ জন্মদিন."
 • “এই বিশেষ দিনে, আমরা আপনার জীবনকে প্রচুর আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার জন্মদিনটি শুভ হোক ”
 • “আপনি প্রমাণ করেছেন যে আপনি কেবল একটি দুর্দান্ত কন্যা নন; কিন্তু একটি দুর্দান্ত মানুষ। আজ আমরা আপনার জন্মদিন উদযাপন করি, এবং আপনার সমস্ত স্বপ্ন সত্য হওয়ার আশা করি ”
 • "বিশ্বাস করা শক্ত যে আপনি ইতিমধ্যে একজন মা, কেবল গতকাল আপনি আমার কোলে বসে ছিলেন! যদিও আমি সে সমস্ত দিন মিস করছি, আপনি এমন এক দুর্দান্ত মহিলা হিসাবে বেড়ে উঠতে পেরে আমি আনন্দিত। শুভ জন্মদিন."
 • “আমি তোমাকে আমার মেয়ে হিসাবে রাখতে কিছু সত্যিকারের ভাল কাজ অবশ্যই করেছি। আমাকে স্বর্গ থেকে একজন দেবদূত প্রেরণের জন্য আমি সর্বদা thankশ্বরের ধন্যবাদ জানাই। শুভ জন্মদিন."
 • "কঠোর দিনের পরিশ্রমের পরে, এটি আপনার হাসি যা সমস্ত চাপকে সরিয়ে দেয়। একটি দুর্দান্ত জন্মদিন আপনার প্রিয়। "
 • “একদিন যখন আপনি নিজের পথে আসতে পারেন এখানে এসেছেন; আমি নিশ্চিত আপনি এটি থেকে সর্বাধিক উপার্জন করতে যাচ্ছেন। শুভ জন্মদিন আমার দুষ্টু কন্যা। "
 • "ট্রিট হিসাবে, আমি আপনাকে আপনার বন্ধুদের সামনে আপনার পোষা প্রাণীর নামে ডাকব না। তবে তা আজকের জন্যই! একটি দুর্দান্ত পার্টি প্রিয়তম। "
 • "আজ তোমার দিন! আপনি চান সমস্ত কেক খেতে পারেন এবং দেরিতে থাকতে পারেন। একটি আশ্চর্যজনক জন্মদিন প্রিয়তম। "
 • “আপনি যখন দুঃখ পান তখন আমি আপনার কাঁধে ঝুঁকে যাব। আপনি যখন খুশি হবেন, আমি আপনার মুখের হাসি হব। ডার্লিং, তুমি আমার কাছে যা ঘটেছে সেটাই সেরা এবং আমি আমাদের সমস্ত স্মৃতি চিরকালের জন্য হৃদয়ে রেখে দেব। শুভ জন্মদিন মুন্চকিন। "
 • “Daysশ্বর যদি আপনাকে আমার কাছে না পাঠাত তবে আমার দিনগুলি নিস্তেজ ও বিরক্তিকর হত। এখন, প্রতিটি দিন আপনার ননস্টপ প্রশ্ন, আপনার হাসি এবং আপনার হাসিতে পূর্ণ। আমি আপনাকে একটি শুভ জন্মদিন প্রিয়তম কামনা, আমার cutie পাই চিরকাল থাকুন। "
 • “বাড়ি তোমাকে ছাড়া খালি দেখাচ্ছে; আমার আজও মনে আছে আমরা কীভাবে আপনার জন্মদিনে সবচেয়ে বেশি পার্টির আয়োজন করতাম। আপনার বিশেষ দিনটিতে আমার আশীর্বাদগুলি আপনাকে পাঠাচ্ছি। শুভ জন্মদিন রাজকুমারী."
 • “আমার প্রিয় কন্যা, এই দিনটি আপনি আমার জীবনে এসেছিলেন এবং এটিকে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হিসাবে পরিণত করেছেন। যে মুহুর্তে আমি তোমাকে দেখেছি আমার সমস্ত ব্যথা বিলীন হয়ে গেছে। আমি আর কিছু চাইব না। শুভ জন্মদিন মধু."
 • “আপনার জন্মদিনে, আমি আপনাকে একটি ছোট্ট পরামর্শ দেব। বিশ্ব সর্বদা ন্যায্য নয়, এবং আপনার হতাশাগুলি আপনার ভাগীদার হবে, তবে কীভাবে গুরুত্বপূর্ণ তা হল আপনি কীভাবে আপনার পায়ে ফিরে যাবেন; এছাড়াও আমি আপনাকে জীবনের নির্দেশের জন্য প্রতিটি পদক্ষেপে সর্বদা থাকব। শুভ জন্মদিন প্রণয়ী."
 • “আমি তোমাকে আমার বলে ডাকে আমি শিহরিত। আমার নিখুঁত মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। ”
 • “লোকেরা যখনই বলে আমি ভাল মা, আমি সমস্ত কৃতিত্ব নেওয়ার জন্য আমি দোষী হব, কারণ এই জাতীয় বাধ্য ও বোধগম্য কন্যার জন্য কৃতিত্ব অবশ্যই আপনারই উচিত। শুভ জন্মদিন মিঠাই."
 • “অবশেষে যে দিনটির জন্য আপনি অপেক্ষা করেছিলেন সে এখানেই আছে। শুভ জন্মদিন! এটি আপনার দিন, প্রতি মুহুর্তে প্রবৃত্ত হন এবং স্বাদ নিন।
 • “এই বিশেষ দিনে, আমার হৃদয় একটি চতুর ছোট্ট মেয়েটির মধুর স্মৃতিতে পূর্ণ হয়েছে যিনি আমার হৃদয় ছুঁয়েছেন এবং আমার জীবনকে চিরতরে পরিবর্তন করেছেন। শুভ জন্মদিন আমার প্রিয়তম কন্যা। "
 • “আমি জেগে প্রতিদিন আমার জীবনের জন্য কৃতজ্ঞতা বোধ করি, কিন্তু এই দিনটি আমি blessedশ্বর আমাকে সবচেয়ে মূল্যবান উপহার হিসাবে উপহার হিসাবে পেয়েছিলেন বলেই ধন্য মনে হয়েছিল। শুভ জন্মদিন আমার টকটকে মেয়ে। "
 • “আমার হৃদয় চুরি করে এমন চতুর ছোট্ট চোরকে জন্মদিনের শুভেচ্ছা। এটি যেখানে উপযুক্ত সেখানে ঠিক সেভাবেই এটি ফিরিয়ে দেওয়ার বিরক্ত করবেন না। "
 • “এখানে একসাথে হাসতে, মাকে জ্বালাতন করা এবং গোপনীয়তা ভাগ করে নেওয়ার আরও এক বছর। আমার কন্যা সন্তানের জন্মদিনের শুভেচ্ছা যারা আমার সবচেয়ে ভাল বন্ধু best
 • “আমি এখনও মনে করি এবং হাসি সেদিন যেদিন আপনি সূর্যকে আপনার জন্মদিনে ডুবে না বলেছিলেন। শুভ জন্মদিন প্রিয়তম."
 • "আমি বিরক্তিকর মা হতে পারি, তবে আপনি কী আশ্চর্য কন্যা তা নিয়ে আমি বড়াই করতে কখনও পারব না will"
 • “আপনাকে রক্ষা করা, গাইড করা এবং আপনাকে এখনই বিব্রত করা আমার দায়িত্ব। শুভ জন্মদিনের ডিভা নিন ”
 • “তুমি বাড়িটা উল্টে দাও; আপনি দুষ্টু এবং গোলমাল, সমস্ত ক্ষমা করা হয়েছে কারণ আপনি সবচেয়ে প্রিয় এবং প্রেমময় কন্যা এবং আমাদের বাড়ি আপনাকে ছাড়া বাড়ি নয়। জন্মদিনের শুভেচ্ছা কন্যা ”
 • “আপনার জন্মদিনের জন্য আমি আপনাকে ডাবল চকোলেট কেক এবং চেরি ব্লসম আইসক্রিম পেয়েছি, আপনার পছন্দ মতো। শুভ জন্মদিন."
 • “আপনাকে এত আত্মবিশ্বাসী এবং সুন্দর দেখে আমি বলতে পারি আপনি নিজের মাকে ধরেছেন! আপনার গর্বিত মা থেকে জন্মদিনের শুভেচ্ছা। "

 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |  জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার | ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভালোবাসার মানুষ

 • হঠাৎ তোমার আগমন ঘটেছিল কোনো এক বসন্তে আমার এই হৃদয় মাঝে, তুমি এখনো মনের গহীনে বখস করো। তোমার প্রতি আমার ভালোবাসা আজীবন এমনি অমলিন থাকবে, অনেক অনেক ভালোবাসি তোমায়। শুভ জন্মদিন প্রিয়।
 • তোমার ঐ চঞ্চলতা আমায় বারবার তোমার প্রেমে ফেলে,আজ তোমার শুভ জন্মদিন। সারাজীবন ঠিক এভাবেই হাসিখুশি থেকো।হ্যাপি বার্থডে ডিয়ার।
 • শুভ জন্মদিন প্রিয়, আজকের এই জন্মদিন আমি বারবার পালন করতে চাই।তোমাকে আরও শতশত বার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, সৃষ্টিকর্তা তোমাকে যেনো আমার পাশে শতশত বছর এভাবেই ভালোবাসার বাধনে বেঁধে রাখে।
 • তুমি আমায় বেঁচে থাকার মানে শিখিয়েছো, সৃষ্টিকর্তা তোমার জন্যই গড়েছে আমাকে নিজ হাতে। সারাজীবন ভালোবাসায় বেঁধে রাখতে চাই তোমায়। শুভ জন্মদিন ডিয়ার, ভালোবাসা নিও।
 • পৃথিবীর সমস্ত সুখ বিধাতা আমায় দিয়েছে, তোমায় আমার জীবনে দিয়ে। তোমাকে ছাড়া একদন্ড ও বাঁচা দায়,আজ তোমার শুভ জন্মদিন। জানিনা কীভাবে উইশ করবো! শুধু বলছি, অনেক অনেক ভালোবাসি তোমায় আর ভবিষ্যতেও বাসবো।
 • আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন, আর সেই হচ্ছে তুমি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছ আমার প্রতিটি মুহূর্তকে তুমি সুন্দর করেছো । আজকে আমার অনেক আনন্দের দিন কারণ আজকের দিনের জন্যই তোমাকে আমি পেয়েছি । শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।
 • প্রিয় আজকের এই শুভ ক্ষনে পৃথিবী যেন আনন্দময়ী ও লাবণ্যে সুশোভিত হয়ে সজ্জিত হয়েছে কারণ আজকে তোমার জন্মদিন । জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নাও । আমাকে কথা দাও চিরকাল আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবে। আমার চলার পথে আমার সাথী হবে এবং শুধু আমাকে ভালবাসবে।
 • ওগো প্রিয় , ঐ শোনা যায় সময়ের ঘন্টা বয়ে চলেছে অবিরাম। তেমনি এই সময় আমাদের উপহার দিয়েছে এক সুন্দর ও ভালো মানুষ সে হচ্ছে তুমি। তোমাকে এত ভালোবাসি যে আমি চাই সারা জীবন তুমি সুখে থাকো ভালো থাকো আর আমাকে ভালোবাসো। জন্মদিনের শুভেচ্ছা নাও প্রিয়তম।
 • ওগো বন্ধু, ওগো প্রিয়তম সাথী আজকের দিনে তুমি নামক সূর্যের উদয় হয়েছিল যার অসীম আলোয় আলোকিত হয়েছে আমার পুরো পৃথিবী। ধন্য করেছো আমার মানব জন্ম। এ জীবন তোমার আলোয় আলোকিত । আজকের এই জন্মদিনে তোমাকে জানাই শুভেচ্ছা শুধু একটাই প্রার্থনা তোমার ভালো হোক।
 • ওগো নিরুপমা ঐ শোনা যায় কালের যাত্রা। যার অসীমে পেয়েছি গো তোমায়। এই শুভক্ষণ দিয়েছে যে ধরা, শুভ জন্মদিন ওগো ,তাইতো পুষ্প মাল্য তোমাতে সমর্পিত করে তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার অসীম করুণা, ভালোবাসা ও বিনয়ে ধন্য হোক এই ধরনী। জন্মদিনের এই শুভ ক্ষনে ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করো ।
 • আজ আমার স্বপ্নপুরুষের জন্মদিন,যাকে আমি কল্পনায় বাস্তবে সবসময় মনের গহীনে রাখি। সুন্দর ও শুভ হোক তোমার আগামী দিনের পথচলা, সাফল্য বয়ে আসুক তোমার প্রতি পদক্ষেপে। হ্যাপি বার্থডে মাই ডেয়ার।
 • তোমার ঐ নিষ্পাপ চোখের চাহনি আমায় বিমোহিত করেছে প্রিয়া, তোমার ওই মায়াবী হাসিতে আমি মুগ্ধ।জনম জনম মুগ্ধ থাকতে চাই শুধু তোমার পানে চেয়ে। হ্যাপি বার্থডে পরী।
 • তোমায় দেখলে মনে হয়, এতো কোনো মানুষ নয়,যেনো স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী। জগতের সমস্ত সৌন্দর্য দিয়ে যেন বিধাতা তোমায় গড়েছে আপন হাতে, তোমার সৌন্দর্যের প্রেমে আমি বারবার পরতে চাই। শুভ জন্মদিন ডিয়ার।
 • তোমার সহজ সরল আচরণ আমায় বারবার মুগ্ধ করে, তোমার ভালোবাসা আমায় উদাসী করেছে।যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি নতুন করে তোমার প্রেমে পরতে চাই। শুভ জন্মদিন ডিয়ার।
 • বসন্তের কোকিলের কুহু কুহু সুর, চারিদিকে রঙ বেরঙের ফুলের সমারোহ আর আমার অফুরন্ত ভালোবাসা নিয়ে তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা। হাজার বছর বেঁচে থাকো, ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন। হ্যাপি বার্থডে মাই ডিয়ার।
 • আজ রাতের আকাশে পূর্ণিমার চাঁদ হাসছে, তারকারাজি ঝিকিমিকি আলো দিচ্ছে। নদীর ঢেউ কলকল আওয়াজ দিচ্ছে। তারা আমায় ফিসফিসিয়ে জানান দিচ্ছে তোমার জন্মদিনের কথা। চাঁদ বলছে, “সে হাজার বছর তার আলোই তোমাকে আলোকিত করতে চায়।” নদী বলছে, “তার বুকে তোমার নুপুর পরা পা ধরে রাখার সৌভাগ্য যেন হাজার বার পায় সে।” আর আমি বলছি,”আজীবন তোমার মেহেদী রাঙ্গানো হাতটি ধরে পাশে থাকতে চাই। তোমার ভালোবাসায় পরিপূর্ণ হতে চাই। শুভ জন্মদিন প্রিয়া, ভালোবাসা নিও।”
 • শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আমার অনেক ভালোবাসা রইল তোমার এই বিশেষ দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব ইচ্ছে আমি পূরণ করবো।
 • তোমার জন্য আমার অনুভুতি প্রকাশ করার মতো কোনো শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন আমার ভালোবাসা। প্রার্থনা করবো এই জীবনের সব সুখ তোমার জীবনে ভরে উঠুক।
 • তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ আমার মুখে হাসি ফুটিয়েছো। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং ভালোবাসা। তোমাকে ঘিরে আমার এক অদ্ভুত অনুভূতি কাজ করা। শুভ জন্মদিন।
 • জন্মদিন প্রত্যেক বছর ফিরে আসে কিন্তু তোমার মত বন্ধু আমার জীবনপ একবারই এসেছে। তুমি আমার জীবনে আসার জন্য আমি খুবই আনন্দিত। তোমার এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। শুভ জন্মদিন 
 • তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ আমার মুখে হাসি ফুটিয়েছো। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং ভালোবাসা। তোমাকে ঘিরে আমার এক অদ্ভুত অনুভূতি কাজ করা। শুভ জন্মদিন।
 • রুপকথার সেই রাজপুত্র তুমি। দুই নয়নের আলো, সারাজীবন এমন করে বেসে যাবো ভালো। তুমি আমাী জীবন মরন আমার চলার সাথী। তোমাকে ছাড়া একলা আমি কী করে থাকি?
 • Happy birthday my love
 • সুখের নীড়ে হোক তোমার বসবাস। স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক সারা বছর। ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো। মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত। Happy birthday.....
 • এখনো বরষা আসে,,কদমগুচ্ছ নিয়ে এখনো আমি দাড়িয়ে থাকি সেই কৃষ্নচূড়া গাছতলায় নিয়মকরে সপ্তাহের শুক্রবারটিতে এখনো আসি।।।।
 • তোমার পছন্দের রেস্টুরেন্টে আজও বসে আছি তোমার জন্মদিনের কেক নিয়ে।।
 • তোমার অভিমান ভাঙবে কবে প্রিয়ে,,,
 • তোমার স্পেশালদিনগুলো নাকি আমায় ছাড়া কাটেনা ভালো। আমার কাছে ফিরে না আসো, যেখানেই থাকো সুখে থেকো। Happy birthday ovimani
 • তুমি চলে গেছো এক কুয়াশার চাদর ঢাকা সকালে। হাজার বার ডেকেছিলাম তুমি ফিরে তাকানোর প্রয়োজন মনে করনি। তখনো চেয়েছিলাম তুমি শুধু ভালো থেকো আজ ও ঠিক একি ভাবে চাই তুমি ভালো থাকো,,,বেঁচে থাকো হাজার বছর,,,,শুভ জন্মদিন
 • তোমাকে একটি সুন্দরতম জন্মদিন উদযাপনের শুভেচ্ছা জানাই।আজকের দিনে তুমি তোমার প্রিয়জনদের সাথে অনেক অনেক আনন্দ নিয়ে কাটাও।শুভ জন্মদিন প্রিয়তমা।
 • তোমায় ভালোবাসি তাই শতফুল মনের বাগানে ফুটে। তুমি পাশে থাকো তাই জীবন এতো রঙিন উঠে। শুভ জন্মদিন প্রিয়া।
 • সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ আজকের দিনে তোমাকে পাঠিয়েছেন। যার জন্য তোমাকে আমার করে পেয়েছি। শুভ জন্মদিন আমার ভালোবাসা।
 • তোমাকে ছাড়া এই জীবন কল্পনা করতে পারি না।আমার প্রতিটা মুহুর্তে তুমি মিশে তাকো।শুভ জন্মদিন মাই লাভ।
 • আমার প্রেয়সী আজকের এই সুন্দর দিনে তোমার সাথে মিষ্টি কেক খাওয়ার অপেক্ষায় আছি। আজকের দিন বারবার ফিরে আসুক তোমার জীবনে। শুভ জন্মদিন।
 • তোমার জীবনের প্রতিটি জন্মদিনে প্রথম উইশ যেনো আমি করতে পারি এইটুকুই চাই।সারাজীবন পাশে থেকো। হেপি বার্থডে মাই লাভ।
 • তোমার জন্যই আজ জীবন এতটা মধুর।তোমার জন্যই আজ জীবনে এতো সুখ।ভালো থেকো সবসময় প্রিয়া। শুভ জন্মদিন।
 • আজকের এই স্পেশাল দিনে আমার মনের গভীর থেকে ভালোবাসাপূর্ন শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে।খুব ভালোবাসি তোমায়। শুভ জন্মদিন প্রেম আমার।
 • তোমার ছোঁয়া আমার মন জুড়িয়ে যায়।তোমার মিষ্টি হাসি আমাকে পাগল করে দেয়। ভালোবাসি প্রিয়া। শুভ জন্মদিন।
 • সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ আজকের দিনে তোমাকে পাঠিয়েছেন। যার জন্য তোমাকে আমার করে পেয়েছি। শুভ জন্মদিন আমার ভালোবাসা।

 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |  জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার | ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

 • বিধাতার সুখের নিরে হোক তোমার বসবাস ।স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস । ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো।মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত। ----***হ্যাপি বার্থডে**----চোখ খুলি বা বন্ধ করি তুমিই ভেসে আসো! মেয়ে তুমি আমায় কি এমনি ভালবাসো?" Happy Birthday".
 • আজ তোমার জন্মদিন ,,, কি দিবো বলো উপহার ?? জন্মদিনে তোমার হৃদয় দিলাম উপহার । অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে ,মন খারাপ এর দিন গুলো দাও উরিয়ে অই আঁকাশের নীড়ে।অসীম শুখ বয়ে আনুক আসুক তোমার জীবন জুড়ে ।""Happy Birthday To U.""*..!
 • শুভ রজনী শুভ দিন , সামনে আসছে তোমার জন্মদিন, জন্নমদিনে কি দেবো তোমাই ,এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালবাসা ছাড়া আর কিছু নেই । তোর জন্য ভালবাসা ,লক্ষ তারা জুঁই , হাজার লোকের ভিরে আমার , থাকবি হৃদয়ে তুই ।***শুভ জন্মদিন***
 • গ্রীষ্মের ফুলগুলি , ভালোবাসার অঞ্জলি ।শরৎ এর গীতালি , হেমন্তের মিতালী ।শিতের পিঠাপুলি ,বসন্তের ফুল-কলি ,এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি ।।………Shuvo Jonmodin…….
 • কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্মদিন ***
 • আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান । প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন । ফুলেরা সব ফুটেছে বাগানে । আজ আমার প্রিয়ার জন্মদিন । শুভ জন্মদিন ।
 • আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! হ্যাপি বার্থডে !
 • তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনেন্দর ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৬০০ মিন সৌভাগ্যের ! শুভ জন্মদিন !
 • রূপ কোথার রানী তুমি , ২ নয়নের আলো সারা জীবন এমন করে বেশে যাবো ভালো ।তুমি আমার জীবন মরন,আমার চলার সাথি।তমাক ছারা ১ লা আমি কি করে থাকি ?---"Happy Birth day janu"------
 • আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।
 • এই দিনটির জন্য আমি অপেক্ষা করি শুধু সবার আগে আমি তোকে উইশ করবো বলে।জীবনে অনেক সুখী হ। শুভ জন্মদিন বন্ধু।
 •  বন্ধুত্ব শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর আন্তরিকতা। যেই আন্তরিকতার কোন ইতি নেই। আর আমাদের মধ্যে এই গভীর আন্তরিকতা সারা জীবন অটুট থাকুক। শুভ জন্মদিন বন্ধু।
 • স্কুল লাইফ থেকে তুই আর আমি একসাথে আছি। আজ একমুহুর্ত তুই ছাড়া জীবন কল্পনা করতে পারি না আর কোনোদিন পারবো ও না। বন্ধুত্ব বেচে থাক সারাজীবন। শুভ জন্মদিন দোস্ত।
 • এই দিনে তোকে উপহার দিলাম অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। ভালো থাকিস সবসময়। শুভ জন্মদিন দোস্ত।
 • একটি একটি করে দিন কাটছে, শেষ হচ্ছে জীবনের পথ চলা। তবুও আজও আছো তুমি সেই আগের মতোই আমার বন্ধু হয়ে। শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
 • শত কষ্টের মাঝে মন ভালো হওয়ার একটি মাধ্যম হলি তুই।শুভ জন্মদিন বন্ধু।
 • তুই আমার এমনি আপন তোকে ছাড়া আজ জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারিনা।আমার ভালো মন্দে সবসময় পাশে ছিলি সারাজীবন থাকিস। শুভ জন্মদিন বন্ধু।
 • আজ মনে হয় যার জীবনে ভালো বন্ধু নাই তার জীবন কতটা কষ্টের। সত্যিই আমি লাকি তর মতো বন্ধু পেয়ে। হাজার বছর বেচে থাক। শুভ জন্মদিন।
 • আজকের মতো সারাজীবন পাশে থাকিস। তোকে ছাড়া জীবন আমার অপূর্ণ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ডিয়ার।শুভ জন্মদিন।
 • আমাদের বয়স যতই বেড়ে চলছে ততোই যেনো আমাদের বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হচ্ছে। অনেক অনেক সুন্দর হোক তোর জন্মদিন দোস্ত।
 • শুভ জন্মদিন বন্ধু। আজ তোমার জীবনে আরেকটি নতুন বছর শুরু হলো। আশা করি এটি তোমার জীবনে নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে আসবে।
 • শুভ জন্মদিন দোস্ত।আজকের দিনে একটাই কামনা তোর জীবনের সকল সুখ, সমৃদ্ধি এবং সাফল্য গুলো দ্বিগুণ হোক। খুব ভালো থাকিস।
 • আজকের দিন তোর কাছে অনেক অনেক আকর্ষণীয় ও অবিস্মরণীয় হয়ে উঠুক। হ্যাপি বার্থডে প্রিয় বন্ধু.....
 • মন খারাপের প্রথম সঙ্গী তুই। সকল কষ্টে প্রথম সুখের জায়গা তুই। শুভ জন্মদিন দোস্ত।
 • মানুষের জীবন পরিপূর্ণ হয় তখনই যখন তর মতো বন্ধু পাশে থাকে।ধন্যবাদ দোস্ত আমার জীবন পূর্ণ করার জন্য। আজকের দিন অনেক ভালো কাটুক তর।শুভ জন্মদিন।
 • আজ জীবনের কোনো সিদ্ধান্ত নিতে পারিনা তোকে ছাড়া। কি আশ্চর্য না? প্লিজ আমাকে ভুলে যাস না। আজকের শুভদিনে এই চাওয়াটাই তোর কাছে আমার। শুভ জন্মদিন বন্ধু।
 • বিধাতা আজ তোকে পাঠিয়েছেন কি শুধু আমাকে জ্বালানোর জন্য? অনেক বড় হইছিস একটুু মানুষ হহ। সারাজীবন এভাবেই পাশে থাকিস। শুভ জন্মদিন।
 • আমি জানি আমার মতো বন্ধু পেয়ে তুই নিজেকে অনেক ভাগ্যবান মনে করিস। আমি ও তোকে পেয়ে একটু একটু ভাগ্যবান মনে করি তবে বেশি না। তবে চিন্তা করিস না তোকে ছেড়ে যাবো না। শুভ জন্মদিন দোস্ত।
 • জানি দোস্ত তর বুদ্ধি শুনে অনেক মুশকিল আসান হয়েছে। যদিও তর মাথা ভর্তি শুধু শয়তানি বুদ্ধি। তর মতো শয়তানকেই পাশে চাই। শুভ জন্মদিন বন্ধু।
 • জানিস আজকে তর জন্য গিফট কিনতে গিয়ে ভালো কোনো গিফট পেলাম না। তবে চিন্তা করিস না তকে দোআ করে দিলাম যাতে ভালো একটা মোটাসোটা বর পাস। শুভ জন্মদিন দোস্তি।
 • হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়... দুঃখ যেন তোমায় ধরা না দেয়, সবসময় যেন তোমার থাকে ভালো সময়....এই কামনায় তোমাকে জানাই শুভ জন্মদিন
 • স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব...যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়, আজ তার জন্মদিন....চিরকাল তুই এমনই থাকিস ভাই...ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে... হ্যাপি বার্থ ডে ভাই
 • ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে । তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে । এই কামনা করি বিধাতার কাছে ।শুভ জন্মদিন...
 • দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন ! চলার পথে সৌভাগ্যবান থেকো ; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। শুভ জন্মদিন !
 • তোর্ কথাই ভাবছিলাম ..পুরনো দিনের কথা ভেবে হাসছিলাম ...শুভ জন্মদিন আমার মনের সবথেকে কাছে থাকা বন্ধুকে ...তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা..যারা তোমাকে প্রতিদিন হাসাবে..আনন্দ দেবে....শুভ জন্মদিন...
 • তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের এই বিশেষ দিনটিকে এতটা বিশেষ করে তোলার জন্যে...আমার জীবনের এটা সেরা জন্মদিন ছিল এখনও অবধি...জন্মদিনটা হল জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটা..তোমার এই বিশেষ দিনটাকে প্রাণ ভরে উপভোগ করো আরও একশ বছর. শুভ জন্মদিনের শুভেচ্ছা
 • জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে ! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক অনেক ভালবাসা নিও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে... শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে...জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পারো ! শুভ জন্মদিন
 • জন্মদিন মানে শুধু বন্ধুদের সাথে এনজয় করা নয়...জন্মদিন মানে তোমার কাছে নিজেকে প্রমান করার জন্যে আগের বছর অবধিও যা সময় ছিল,তার চেয়ে এখন এক বছর কম আছে..তাই নিজের প্রতি যত্নশীল হও ,নিজের দায়িত্ব পালন করতে শেখ...আরো বড় হও-তোমার জন্মদিনে আমি এই কামনা করি..শুভ জন্মদিন
 • জন্মদিন আসে যায় , সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়। ... ফেলে দেওয়া হয়। কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক। শুভ জন্মদিন
 • জীবনটা আঙুলের ছাপের মতই নকল করা যায়না ..তাই এটা দিয়ে সুন্দর ছাপ রেখে যাওয়ার চেষ্টা করো ..মুহূর্তও নষ্ট কোরো না, কারণ সময়ের কোনো ছুটি নেই, স্বপ্নের কোনো শেষ নেই এবং জীবনে কোনো থামা নেই ..শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি.
 • গত বছর ঈশ্বর এই দিনটাতে স্বর্গ থেকে সবচেয়ে মিষ্টি এঞ্জেল-টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে...ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ এক বছর বয়সী হয়ে উঠেছে...কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো....শুভ জন্মদিন...
 • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি। শুভ জন্মদিন
 • আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন,আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..শুভ জন্মদিন!
 • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন. শুভ জন্মদিন
 • অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে...শুভ জন্মদিন...
 • এই SMS টায় ফ্যাট , কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি , এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা*
 • আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন
 • আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরো নবীন , ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ।
 • জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ? বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার । শুভ জন্মদিন।
 • তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই, হাজার লকের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই । শুভ জন্মদিন
 • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর  ** শুভ জন্মদিন 
 • চোখ খুলি বা বন্ধ করিতুমি ই ভেসে আসো!মেয়ে তুমি আমায় কিএমনি ভালবাসো?" Happy Birthday"
 • আজ তোমার জন্মদিন ,,, কি দিবো বলো উপহার ?? জন্মদিনে তোমার হৃদয় দিলাম উপহার । অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে ,মন খারাপ এর দিন গুলো দাও উরিয়ে অই আঁকাশের নীড়ে।অসীম শুখ বয়ে আনুক আসুক তোমার জীবন জুড়ে ।""Happy Birthday To U.""*..!
 • শুভ রজনী শুভ দিন , সামনে আসছে তোমার জন্মদিন, জন্নমদিনে কি দেবো তোমাই ,এক তঁরা গোলাপ ফুল আর এক বুক ভালবাসা ছারা র কিছু নেই । তোর জন্য ভালবাসা ,লক্ষ তারা জুই , হাজার লোকের ভিরে আমার , থাকবি হৃদয়ে তুই ।***শুভ জন্মদিন***
 • গ্রীষ্মের ফুলগুলি , ভালোবাসার অঞ্জলি ।শরৎ এর গীতালি , হেমন্তের মিতালী ।শিতের পিঠাপুলি ,বসন্তের ফুল-কলি ,এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি ।।………Suvo Jonmodin…….
 • কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্মদিন ***
 • আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান । প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন । ফুলেরা সব ফুটেছে বাগানে । আজ আমার প্রিয়ার জন্মদিন । শুভ জন্মদিন ।
 • আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।
 • ^^^^শুভ জন্মদিন^^^^
 • তোমার জন্মদিনে শেয়াল বলে সঙ্গে যাব,বিড়াল বলে,মিউ মিউ সঙ্গে গিয়ে কেক খাব।ময়না বলে,আমিও যাব জোছনারাতের গানটি নিয়ে।ক জনকে আর থামিয়ে রাখি,মাসি পিসি বনকাপাসি,চাঁদের খুড়ি ঘুঁটের ঝুড়ি সঙ্গে নিয়ে আসি যদি,না জানি কোন্ সমালোচন করবে সভ্য ভব্য জনে!তাইতো আজি একলা এলাম,মামা তোমার জন্মদিনে।
 • Love`` দিও ``But`` ঝাপ দিও না````Kiss`` দিও ``But`` বিশ দিও না````Mala`` দিও ``But`` জালা দিও না````Hasi`` দিও ``But`` ফাঁসি দিও না````আশা`` দিওBut ‘‘ কাউকে মিথ্যা Valobasa`` দিও না।"মন is Not সরকারী,it is Very দরকারী.যাকে তাকে Do Not দান,হারিওনা Your মান সম্মান.মনটা দিবে Just তাকে,Love করবে যে Only তোমাকে।শুভ জন্মদিন!
 • শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন । মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি ।হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমন করে বন্ধু তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে ।
 • বন্ধুত্ব, এটি এমন এক জিনিস যা কোন জায়গায় টাকা দিয়ে কিনতে পাওয়া যায়না। আবার ইচ্ছে করলেও করা যায় না। কিন্তু কখন কার সাথে যে বন্ধুত্ব হয়ে যায় বলাও যায়না। ঠিক আমাদের বন্ধুত্বটাও যে কখন যে হয়ে গেছে আমি নিজেও জানি না। শুভ জন্মদিন বন্ধু আমার।
 • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান। প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, প্রিয় বন্ধু তোমার জন্মদিনের জয়গানে। শুভ জন্মদিন দোস্ত। 

 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |  জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস স্যার | ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি

 • কিরে জন্মদিন তো আবার চলে এলো আগের বারের ট্রিট তো বাকিই আছে। এইবারও কি ফাকিই দিবি নাকি? এইরকম চিন্তা থাকলে কেলিয়ে সোজা করে দিব। তাড়াতাড়ি বল জন্মদিনের ট্রিট কবে দিবি না হলে তোর তো খবরই আছে এইবার। যাইহোক জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ভাই।
 • শুভ জন্মদিন দোস্ত। আজকে তোর জন্মদিনে সবার আগে কিন্তু আমিই উইশ করলাম তাই প্রথম ট্রিটটাও আমারই চাই। মনে থাকে যেন। যাইহোক জীবনে অনেক সুখী হ এই কামনাই করি। শুভ জন্মদিন দোস্ত.....
 • জীবনে যতবার সমস্যার সম্মুখীন হয়েছি ততবার তোকে পাশে পেয়েছি। অন্য কেউ পাশে না থাকলেও তুই সবসময় ছিলি। আর সত্যি বলতে তোর মতো বন্ধু পেয়েছি সত্যিই আমি অনেক লাকি। আর আজকে তোর জন্মদিনে তোকে সবার আগে উইশ করে কিছুটা হলেও খুশি করতে যদি পারি সেটাই আমার কাছে অনেক পাওয়া।শুভ জন্মদিন দোস্ত। জীবনে সফল হ। আর সবসময় এমনই থাকিস.....
 • জীবনে অনেক বন্ধু পেয়েছি কিন্তু সত্যিকারের বন্ধু বলতে শুধু তোকেই পেয়েছি আর বাকি সবাই তো সুসময়ের বন্ধু ছিল। আর এমন সুসময়ের বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু তোর মতো বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাজ্ঞের ব্যাপার। আর আমি সত্যিই ভাগ্যবান এই দিক থেকে। সারা জীবন যেন আমাদের বন্ধুত্ব অটুট থাকে। এই কামনায় করি ঈশ্বরের কাছে। শুভ জন্মদিন দোস্ত।
 • A ফর আমি, B ফর বলতে, C ফর চাই, D ফর দারুণ, E ফর একটা, F ফর ফাটাফাটি, G ফর গোপন কথা :::::: H ফর হ্যাপি বার্থডে !
 • কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে, আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে ! হ্যাপি বার্থডে !
 • বহুদিন ধরে, বহু চেষ্টা করে, তোমার জন্মদিন এলে, তোমায় তৈল মেরে, খাইতে চাহিয়াছি মোরগ পোলায়া-মাসাল্লা কিন্তু, কখনো কী খাওয়াইছ হে বন্ধু, কখনোই বলি নাই তোমার গার্লফ্রেন্ডকে গিয়া তবুও লক্ষ শুভেচ্ছা নিয়ে, এবারও আছি অপেক্ষা করিয়া থাকি! তোমার প্রতি আমার শুভেচ্ছা নির্মল, নয় মরুভুমি ধু ধু........
 • কিরে বার্থডে তো হয়ে গেল এবার তাড়াতাড়ি ট্রিট দিয়ে পাওনা পরিশোধ করে দে নাকি? যায় হোক হ্যাপি বার্থডে দোস্ত......

 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

 • শুভ জন্মদিন লিডার, রাজনৈতিক অঙ্গনে অনেক মুখোশধারী নেতা রয়েছে। খুব কম মানুষই আছে যারা মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়ায়,আপনি সেই কম মানুষের মধ্যে অন্যতম। আল্লাহ আপনার মঙ্গল করুন।
 • জনমানুষের নেতা, নিরীহ মানুষের জন্য আকুল প্রাণ ,সকলের প্রিয় নেতার আজ জন্মদিন। আপনার জন্মদিনে হাজার হাজার মানুষের অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শুভ জন্মদিন লিডার।
 • গরীব ও অসহায় মানুষের নেতা আপনি, হাজার মানুষের অন্নের জোগানদাতা এবং ভরসাস্থল আপনি। আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন। শুভ জন্মদিন প্রিয় নেতা।
 • শুভ জন্মদিন, জনমানুষের নেতা। আপনি আছেন বলেই গরিব, দুঃখী মানুষ ভরসা পায়। সাধারণ মানুষ তাদের অধিকার আদায় সচেষ্ট হয় হয়। আজকের জন্মদিন আপনার জীবনে আরো শতবার নেমে আসুক। শুভ জন্মদিন।
 • শুভ জন্মদিন, রাজপথের লড়াকু সৈনিক। এভাবে আজীবন মানুষের পাশে থেকে মানুষের মঙ্গল করে যান,শুভকামনা রইল লিডার।
 • সকল মানুষের ভালোবাসা পায় এমন নেতা খুব কমই জন্ম নেয়। আপনি এমন নেতা যাকে গরিব, দুঃখী ,ধনী সকলেই ভালবাসে। সকল মানুষের শ্রদ্ধার পাত্র আপনি,আপনার জন্মদিনে সকলের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন লিডার।
 • গরিব, দুঃখী, অসহায় মানুষের জন্য যতবার আন্দোলন হয়েছে ততবারই সাধারণ মানুষ আপনাকে পাশে পেয়েছে। শাসকের বিরুদ্ধে গণমানুষ যখন রুখে দাঁড়িয়েছে সবার প্রথমে সহযোগিতার হাত হিসেবে আপনাকে পাশে পেয়েছে। এইভাবে সারা জীবন মানুষের পাশে থেকে সবার উপকার করে যান,শুভ জন্মদিন প্রিয় নেতা।
 • শুভ জন্মদিন লিডার, নেতৃত্ব দেওয়ার মতো এবং সকলের শ্রদ্ধা অর্জনের মত সকল গুণ নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ যেন আপনাকে সাধারণ মানুষের পাশে থাকার তৌফিক দান করেন।
 • আপনার এখনো শত বছর বেঁচে থাকা প্রয়োজন, কারণ সাধারণমানুষ তাদের অধিকার আদায়ে এখনো আপনাকে পাশে চায় ‌। প্রিয় নেতা আপনার এখনো শত বছর বেঁচে থাকা প্রয়োজন কারণ গরিব- দুঃখীর ভরসাস্থল হিসেবে আপনাকে চায় বারবার। শুভ জন্মদিন, রাজপথের লড়াকু সৈনিক।
 • শুভ জন্মদিন, রাজনৈতিক দীক্ষাগুরু। আপনি শুধু একজন নেতাই নয় একজন যোগ্য নেতা বানানোর কারিগর। আপনার দিক নির্দেশনাতেই একজন কর্মী দেশপ্রেমীক হয়ে গড়ে উঠে। মানুষকে আপন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনার মাঝে। হাজার বছর বেঁচে থাকুন প্রিয় নেতা, শুভ জন্মদিন।
 • ভাই আপনার পাশে আছি সবসময়। সুখের দিন অথবা দুঃখের দিনে আমাকে সাথে পাবেন। আজকের দিনে আপনি পৃথিবীতে এসে আলোকিত করেছেন। জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
 • প্রিয় নেতা, আপনার সাথে পথ চলতে চাই আজীবন। আপনি আমার কাছে একজন আদর্শ। আপনার জন্মদিন শুভ হোক।
 • আজকের এই বিশেষ দিনে আপনি পৃথিবীতে এসে বাবা মার কোল আলোকিত করেছেন। একইভাবে জানো বাংলাদেশের রাজনীতিতে সমৃদ্ধ এবং শক্তিশালী করতে পারেন সেই দোয়া করি। শুভ জন্মদিন।
 • ডানে বামে যেদিকে যাই আপনার গুনোগান দেখতে পাই। আপনার ভবিষ্যৎ সুন্দর হবে এই প্রার্থনা করি। আপনি একদিন দেশের নামকরা রাজনীতিবিদও হবেন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
 • প্রিয় নেতা আগামী নির্বাচনে আপনাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। আমরা কঠোর পরিশ্রম করার মাধ্যমে আপনাকে জয় যুক্ত করব ইনশাল্লাহ। আপনার জন্মদিন শুভ হোক।
 • বিপদের দিনে আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে রাজপথ দখলে রাখতে হয়। আপনার নেতৃত্বে ভবিষ্যতে যেকোনো লড়াইয়ে নামতে প্রস্তুত। আপনার জন্মদিন শুভ হোক।
 • আপনার মত বড় ভাই পেয়েছি বলেই রাজনীতিতে থাকতে পেরেছি। আপনি আমাদের মাথার ওপরে ছায়ার মত। এভাবে যেন সারাজীবন আমাদের পাশে থাকতে পারেন সেই দোয়া করি। আপনার জন্মদিন শুভ হোক। শুভ জন্মদিন বড় ভাই
 • আপনার জন্মদিনে একটি প্রার্থনা করব, প্রিয় নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
 • প্রিয় নেতা, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার আগামীর পথচলা শুভ হোক।
 • আপনার মত একজন নেতা পেয়েছি বলেই আমরা রাজনীতি করার অনুপ্রেরণা পাই। আপনার জন্মদিন আনন্দের হোক। শুভ জন্মদিন প্রাণপ্রিয় নেতা।
 • সময়ের যোগ্য নেতা, আজকের এই বিশেষ দিনে দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করে। আগামীর পথ চলা শুভ হোক.........

 

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছোট ভাই | ছেলের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা | নেতার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিন মানুষের জীবনের একটি বিশেষ দিন। এইদিনে মানুষের জীবনের একটা করে বছর বাড়ে। আবার ছোট থেকে বড় হয়। এগিয়ে যায় জীবনের স্বপ্নার্জনের লক্ষ্যে। তাই জন্মদিন সব মানুষের জীবন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url