OrdinaryITPostAd

কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে

অল্প টাকায় বারান্দায় সবজি চাষ

কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে এটা সব গৃহিণীদের একটি সাধারণ প্রশ্ন। প্রতিটি বাসা বাড়িতে গৃহিণীরা এই ধরনের সমস্যায় প্রতিনিয়ত পড়েই থাকেন বিশেষ করে বর্ষাকালে কারণ বর্ষাকালে কোন ধরনের রোদ থাকেই না বরং আবহাওয়া ভেজা এবং ঠান্ডা থাকে।

কাপড়-শুকানোর-জন্য-কোন-ধরনের-রোদে-দ্রুত-শুকাবে

সাধারণত, গ্রীষ্মকালে গরম এবং রোদের তীব্রতা অনেক বেশি হয়। আবার শীতকালে দুপুরের দিকে যে রোডটা থাকে তা বড়ই স্নিগ্ধ এবং কোন তাপ দেয় না। এই ধরনের রোদে তাপ পোহানোটা খুবই আরামদায়ক চলুন এটা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃকাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে

কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে

তাড়াতাড়ি কাপড় শুকানোর জন্য শুধু রোদে দিয়ে রাখলেই হবে না, এটাও খেয়াল রাখতে হবে যে কোন ধরনের রোদে দিলে কাপড় তীব্র দ্রুত শুকাবে এবং কাপড়ের কোন ক্ষতি হবে না। সাধারণত রৌদ্রজ্জ্বল দিনে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাপড় যেখানে রাখা আছে সূর্যের আলো সরাসরি যেন সেখানে পড়তে পারে। 

কাপড় শুকানোর জন্য সবথেকে ভাল সময় হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলায় রোদের পরিমাণটা একটু বেশি থাকে তো ওই সময়ে কাপড় কেচে শুকাতে দিলে বিকালের মধ্যেই শুকিয়ে যায়। সকালে রোদটাও বেশ সুন্দর এবং হালকা থাকে সেই সময় কাপড় দিলেও তা শুকিয়ে যেতে পারে। আবহাওয়া টা শুষ্ক থাকলে তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যাবে কারণ এর সময় বাতাসে পানি কম থাকে যা কাপড় থেকে পানি শোষণ করে তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে।

কাপড় শুকানোর আগে সঠিকভাবে কাপড় নাড়তে হবে। কাপড় নারার আগে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, তাহলেই অতিরিক্ত পানি না থাকলে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কাপড় নেড়ে দেওয়ার সময় ভালোভাবে সোজা করে সম্ভব হলে হ্যাঙ্গার দিয়ে নেড়ে দিতে হবে। কাপড় যেন ভাঁজ করে থাকা বা কুঁচকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য কাপড় নেড়ে দেওয়ার আগে সেটি নিংড়িয়ে কাপড়টি ঝেড়ে নিতে হবে, তাহলে আর কোন ভাঁজ থাকবে না এবং সোজা হয়ে যাবে।

কাপড় শুকানোর প্রক্রিয়া কি

কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে এটা জানার পূর্বে কাপড় শুকানোর প্রক্রিয়াটা সঠিকভাবে জেনে নিতে হবে। কাপড় শুকানোর জন্য প্রধান হাতিয়ার হচ্ছে তাপ ও বাতাস যা আসে সূর্যের আলো ও ফ্যানের মাধ্যমে। এই তাপ ও বাতাস কাপড় থেকে জলীয় বাষ্প শোষণ করে আবহাওয়ার সাথে মিশিয়ে দেয় এবং এই প্রক্রিয়াকে বাষ্পীভবন প্রক্রিয়া বলা হয়। 

যদি বাতাসে আদ্রতা থাকে তাহলে কাপড় থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারেনা কিন্তু বাতাস যদি শুষ্ক থাকে তাহলে এটি দ্রুত কাপড় থেকে জলীয় বাষ্প শোষণ করে নিতে পারে। এছাড়া তাপশক্তি শোষণের মাধ্যমে কাপড় দ্রুত শুকিয়ে যায়। সূর্যের আলো তাপ প্রয়োগের মাধ্যমে কাপড় থেকে জলীয় বাষ্প শোষণ করে কাপড়কে দ্রুত শুকিয়ে দেয়। এর জন্য অধিকাংশ গৃহিণীরা রোদে কাপড় শুকানোকে বেশি প্রাধান্য দেয়। এছাড়া রোদে কাপড় শুকানোর মাধ্যমে জীবাণু নষ্ট হয়ে যায়।

যদি রোদ না থাকে তাহলে ফ্যান বা ড্রায়ারের মাধ্যমে কাপড় শুকানো যায়। যে স্থানে বাতাসের পরিমাণ বেশি থাকে সেই স্থানে কাপড় নেড়ে দিলে তা দ্রুত শুকিয়ে যায় কারণ জলীয় বাষ্প চলাচলের জন্য একটি পথ পায় এবং কাপড় থেকে তার পরিমাণ দ্রুত কমতে থাকে।

কোন ধরনের কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়

কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে তা তো জানলাম কিন্তু এটা জানেন কি যে কোন ধরনের কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। সিনথেটিক ফাইবার, নাইলন, পলিস্টার, সিল্ক, স্পোর্টস সম্পর্কিত কাপড় ও আউটডোর কাপড় গুলো তাড়াতাড়ি শুকানোর জন্য উপযোগী। এই কাপড় গুলো পানি বেশি শোষণ করতে পারে না তাই এরা দ্রুত শুকিয়ে যায়। এছাড়া এইসব কাপড়ের সূর্যের আলো সহজে  প্রবেশ করতে পারে।

আরও পড়ুনঃ রাইস কুকারে বিরিয়ানি রান্নার সঠিক নিয়ম

তবে যে ধরনের কাপড় শুকাতে বেশি সময় নেয় সেটা হল সুতি কাপড়। কারণ সুতি কাপড় বেশি পানি শোষণ করে দেয় যার জন্য এটি শুকাতে অনেক সময় লাগে। সুতি কাপড় গরমের সময় পড়তে অনেক আরামদায়ক অনুভব হয় কিন্তু যদি দ্রুত শুকানোর তারা থাকে তাহলে এ ধরনের কাপড় এড়িয়ে চলা ভালো বা ফ্যানের বাতাসে শুকানো যেতে পারে। কারণ ঘর ভর্তি বাতাসে পানি বাহিরের থেকে অপেক্ষাকৃত কম সময়ে শোষণ করে।

কালো রংয়ের কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কারণ

আমাদের সবার মনে এই প্রশ্নটা থাকে যে কালো রঙের কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কিভাবে। এর পেছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে,যেটি হল কালো কাপড় সাদা কাপড়ের তুলনায় সূর্যের আলো বেশি শোষণ করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় আলোর প্রতিসরণ যেখানে সূর্যের আলো বাধা পেয়ে আর ফিরে আসে না, বরং সেখানে শোষিত হয়ে থাকে। আর কালো কাপড়ে মূলত এই আলোর প্রতিসরণ টা হয়। কালো রঙের কাপড়ের ধর্মই এটা যে তারা বেশি আলো শোষণ করে রাখে যে কারণে পানি শুকিয়ে যায়।

কাপড়-শুকানোর-জন্য-কোন-ধরনের-রোদে-দ্রুত-শুকাবে

তবে খেয়াল করে দেখবেন যে সাদা কাপড় শুকাতে একটু সময় নেয় কারণ সাদা কাপড় কালো কাপড়ের মত আলোর প্রতিসরণ ঘটাতে পারেনা। এই কাপড়ে আলো অপেক্ষাকৃত কম শোষিত হয় যেটাকে বলা হয় আলোর প্রতিফলন। এই প্রক্রিয়ায় আলো কোন বস্তুতে বাধা পেয়ে ফিরে আসে যেটি সাদা কাপড়ের ক্ষেত্রে ঘটে। সাদা রঙের কাপড়ের ধর্ম এটা যে তারা আলো বেশি শোষণ করতে পারে না এই প্রতিফলন প্রক্রিয়ার জন্য।

এই জন্য গরমের সময় সাদা কাপড় পড়ার জন্য উপদেশ দেওয়া হয়। কালো রঙের কাপড় পড়ে আরামদায়ক অনুভব হয় না। সাদা কাপড়ে আলো তেমন শোষিত হতে পারে না বলে এই কাপড় পড়লে আরামদায়ক অনুভব হয় ও বেশি গরম লাগে না।

কাপড় শুকানোর জন্য উপযোগী পদ্ধতি জানুন

কাপড় শুকানোর জন্য শুধু রোদের উপর নির্ভরশীল হলেই হবে না বরং এর জন্য আমাদের সঠিক পদ্ধতির সম্পর্কে অবগত থাকতে হবে। রোদ সবসময় থাকবে না এটাই স্বাভাবিক। তাই প্রতিকূল অবস্থাতেও কিভাবে কাপড় শুকিয়ে নেওয়া যায় এর সমস্ত কার্যকর পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সর্বপ্রথম, কাপড় নাড়ার আগে অবশ্যই এটি ভালোভাবে নিংড়িয়ে নিতে হবে এবং কাপড়টা একবার ঝাড়া দিতে হবে।

এরপর কাপড় গুলো এমন জায়গায় নেড়ে দিতে হবে যেন সেখানে পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস চলাচল করতে পারে। একটি কাপড় থেকে আরেকটি কাপড়ের দূরত্ব বজায় রাখতে হবে তাহলে কাপড় পরিপূর্ণভাবে শুকাতে পারবে। ভারী কাপড়ের জন্য মাঝে মাঝে এপিঠ ওপিঠ উল্টে দিতে হবে যাতে আলো পর্যাপ্ত ভাবে সর্বত্র ছড়াতে পারে। এছাড়াও বাইরের রোদ না থাকলে বা বৃষ্টি হলে ঘরের ভেতর ফ্যান চালিয়ে শুকানো যেতে পারে।

আরও পড়ুনঃ নিম পাতা গুড়া করার নিয়ম দেখুন

বর্ষাকালে তো রোদ থাকে না তো এর জন্য ঘরের ভেতর কাপড় শুকানো ব্যবস্থা করতে হবে। ফ্যান চালিয়ে বা এস্ত্রির মাধ্যমে কাপড় শুকাতে হবে। কেউ কেউ ঘরে চুলা জ্বালিয়ে নিরাপদ দূরত্বে তারটা নিয়ে তার উপর কাপড় শুকাতে দেয়। এতে কাপড় তাড়াতাড়ি শুকালেও দুর্ঘটনা হওয়ার ঝুঁকি থেকে যায়। এছাড়াও অনেকে হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত কাপড় শুকিয়ে নেয়। কিন্তু কাপড় যদি হালকা ভেজা থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করা যায়।

কড়া রোদে কাপড় শুকালে কি রং নষ্ট হয়

কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে এটা জানার পাশাপাশি কড়া রোদে কাপড় শুকালে কাপড়ের কোন ক্ষতি হবে কিনা সেই সম্পর্কে জানতেও সতর্ক হতে হবে। সূর্যের আলোতে রয়েছে অতি বেগুনি রশ্মি যা কাপড়ের রং নষ্ট করতে সহায়ক। এই অতি বেগুনি রশ্মি সূর্যের তীব্র আলোতে পাওয়া যায়। যদি রঙিন কাপড় থাকে অতিবেগুনি রশ্মি এটিতে আরো বেশি ক্ষতি করে রং হালকা করে দেয়। তাই রঙিন কাপড় অবশ্যই একটু ছায়ায় শুকানো উচিত।

কাপড় নেড়ে দেওয়ার সময় উল্টিয়ে নেড়ে দিলে রং হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তবে কড়া রোদে শুকাতে না দিলেই ভালো। অতিরিক্ত আলোতে কাপড়ের রং হালকা হয় বা নষ্ট হয়ে যায়। নতুন কাপড় ধোয়ার সময় তাতে একটু হালকা লবণ মিশিয়ে নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ এটি রং ধরে রাখতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে।

রোদে নষ্ট কাপড়ে প্রাণ ফেরানোর টিপস

গ্রীষ্মকালে এই কড়া রোদে সমস্যাটা বেশি থাকে এবং ওই সময়ের দুপুরের সরাসরি রোদে কাপড় শুকায়ে দিলে রংটা হালকা হয়ে যেতে থাকে। এর জন্য ঘরোয়া টিপস খুব উপকারে আসবে। কাপড়ে গরম পানি মেশানো থেকে বিরত থাকতে হবে এই সময়। ঠান্ডা পানিতে একটু লবণ বা ভিনেগার মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে নিয়ে নেড়ে দিলে তা কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করবে। এছাড়াও ধোয়ার সময় ডিটারজেন্টের সাথে একটু বেকিং সোডা মেশিয়ে নিলে কাপড়ের উজ্জ্বলতা বাড়ে এবং দুর্গন্ধ কমে যায়।

কাপড়-শুকানোর-জন্য-কোন-ধরনের-রোদে-দ্রুত-শুকাবে

বর্তমানে বাজারে কাপড়ের রং ধরে রাখার জন্য ডিটারজেন্টের পাশাপাশি নতুন কেমিকাল মিশ্রণ আবিষ্কার হয়েছে। কিন্তু তা কতটা কার্যকর বা কাপড়ের রং এর জন্য উপকারী হবে সেটা বলা মুশকিল। তাই কাপড়ের রং  ঠিক রাখার জন্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করাই উত্তম। এবং গরমের সময় কাপড় অবশ্যই সাধারণ বা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। গরম পানি ব্যবহার করা এড়িয়ে চললেই ভালো।

কাপড় শুকানোর জন্য ফ্যান কতটা কার্যকর

কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে তার বিকল্প হিসেবে কাপড় শুকানোর জন্য ফ্যান ব্যবহার করা যেতে পারে। ফ্যানের নিচে দিলেও কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ যেহেতু একটি বদ্ধ ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে যার জন্য জলীয় বাষ্প তাড়াতাড়ি শোষিত হয়ে কাপড় শুকিয়ে দেয়। আমি ইতোমধ্যেই আলোচনা করেছি যে কাপড়ের মধ্যে থাকা জলীয় বাষ্প শুষ্ক বাতাসের সাথে দ্রুত মিশে যায় এবং খুব তাড়াতাড়ি কাপড়ের জলীয় বাষ্পে পরিমাণ কমে যায়।

ঘুমানোর সময় কাপড় শুকালে কি হবে

বৃষ্টির দিনে এই সমস্যাটা বেশি হয় যখন দিনের বেলায় কাপড় শুকাতে চায় না তখন জরুরি ভিত্তিতে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে কাপড় শুকাতে হয়। এতে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কারণ ভেজা কাপড়ে থাকে ব্যাকটেরিয়া ও ছত্রাক এটা নিঃশ্বাস-প্রশ্বাসের সাথে মিশে গিয়ে শ্বাসকষ্ট বা কিছু ক্ষেত্রে এলার্জির সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও ঘরের মধ্যে কাপড় শুকানোর কারণে স্যাঁতস্যাঁতে ভাব ও দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। তাই যথাসম্ভব এই পদ্ধতি এড়িয়ে যাওয়াই উত্তম।

লেখকের মন্তব্য

আমার লেখাতে কাপড় শুকানোর পদ্ধতির সাথে সাথে কাপড় শুকানোর জন্য কোন ধরনের রোদে দ্রুত শুকাবে এবং কেমন কাপড় ও কোন রঙের কাপড় দ্রুত শুকায় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি এই উপদেশগুলো আপনাদের কাজে আসবে। তবে অবশ্যই রাতের বেলা ফ্যানের নিচে কাপড় শুকানো থেকে বিরত থাকবেন স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার জন্য। 251118

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url