অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে
জানুয়ারি মাসের সবজি চাষ পদ্ধতিআপনি কি, অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে সেই সম্পর্কে জানতে ইচ্ছুক? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। বারান্দায় সবজি চাষের মাটি তৈরির নিয়ম বারান্দায় সবজি চাষ করা ধারনা ও টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আমাদের বাড়ির বারান্দা ফাঁকা না রেখে যদি আমরা বারান্দায় সবজি চাষ করি তাহলে আমাদের নিত্যদিনের সবজি চাহিদা মিটবে। এছাড়াও অল্প টাকায় বারান্দায় সবজি চাষ করা সম্ভব। এছাড়াও আমরা অতিরিক্ত সবজি বিক্রি করতে টাকা উপার্জন করতে পারব।
পেজ সূচিপত্রঃ অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে
- অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে
- সবজি চাষ করার সহজ ধারণা ও টিপস
- বারান্দায় সবজি চাষের জন্য মাটির পুষ্টি নিশ্চিত করণ
- বারান্দায় সবজি চাষের জন্য জৈব সার নির্বাচন করার টিপস
- নতুনদের জন্য বারান্দায় সবজি চাষ করার টিপস
- বারান্দায় সবজি চাষ করার জন্য যে সব সরঞ্জাম এর প্রয়োজন
- বারান্দার সবজি বাগান সুস্থ ও সুন্দর রাখার টিপস
- বারান্দায় সবজি চাষের জন্য সঠিক চারা গাছ নির্বাচন
- বারান্দায় সবজি চাষের জন্য সঠিকভাবে টব রাখা
- উপসংহারঃ (অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে)
অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে
আজকের এই আর্টিকেলটিত অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে সংগ্রহ করতে হবে। কারণ দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবজি চাষের জন্য ভালো। এই মাটিগুলোতে সবজি উৎপাদন অনেক ভালো হয়। এরপরে কাঠ পোড়ানো ছাই, সরিষার খৈল, পাতা পচা সার, গোবর সার, টি এস পি সার, পটাশ, পাথর চুন সংগ্রহ করতে হবে।
এরপরে মাটিগুলোকে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। তিন ভাগ মাটি নিতে হবে। একভাগ সার মাটির সঙ্গে মিশাতে হবে। ১৫০ কেজি মাটির জন্য ৫০ কেজি গোবর সার, ২৫ কেজি পাতা পচা সার, ১ কেজি কাঠ পোড়ানো ছাই, ২৫০ গ্রাম সরিষার খৈল ১০০ গ্রাম টিএসসি, ১০০ গ্রাম পটাশ, ৫০ গ্রাম পাথর চুন এর প্রয়োজন। এরপর সবগুলো সার একসাথে ভালোভাবে মাটির সাথে মিশাতে হবে। এরপরে পলিথিন দিয়ে ১০ থেকে ১২ দিন মাটি ঢেকে রাখতে হবে।
১০ থেকে ১২ দিন হয়ে গেলে ভালোভাবে কোদালের সাহায্যে মাটিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। এরপরে আর পলিথিন ঢাকতে হবে না। এভাবে ৬ থেকে ৮ দিন বাকিগুলো খোলা রাখতে হবে। ৬ থেকে ৮ দিন পরে মাটিগুলো যখন ঝুরঝুরে হয়ে যাবে। এরপর প্রতিটি টবে মাটিগুলো ভালোভাবে ভর্তি করে নিতে হবে। এরপরে টবে সবজি চারা লাগাতে হবে। এই সার গুলোর দাম অনেক বেশি নয়। আপনি যদি এই সারগুলো দ্বারা এভাবে বারান্দায় সবজি চাষের জন্য মাটির মিশ্রণ তৈরি করেন। তবে খুব অল্প টাকাই আপনি মাটির মিশ্রণ তৈরি করতে পারবেন।
এছাড়াও আপনি বাড়িতেই আপনার রান্নাঘরের বর্জ্য দিয়ে নিজেই জৈব সার তৈরি করে বারান্দার সবজি বাগানে দিতে পারেন। এতে করে কোন খরচ হবে না। আপনার যদি গরু, ছাগল, মুরগি থাকে। তাহলে আপনি গরু, ছাগল, মুরগির বিষ্ঠা দিয়ে জৈব সার তৈরি করে আপনার বারান্দার সবজি বাগানের জন্য মাটি তৈরি করতে পারেন। তাহলে আপনার কোন খরচ হবে না। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে সেই সম্পর্কে।
সবজি চাষ করার সহজ ধারণা ও টিপস
আপনি যদি বারান্দায় সবজি চাষ করতে চান। তাহলে আপনাকে যেই বারান্দায় সূর্যের আলো বেশি করে পড়ে। সেই বারান্দাতে সবজি চাষ করার জন্য বাছাই করতে হবে। কেননা সূর্যের আলো গাজকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে। যদি গাছের উপরে সূর্যের আলো না পড়ে। তাহলে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। গাছ ভালোভাবে বেড়ে না উঠে। তাহলে সবজির ভালো ফলন হবে না।
আরো পড়ুনঃ নিয়মিত গাজর খেলে যেসব রোগ দূরে থাকবে
তাই আপনি যদি ভালভাবে বারান্দায় সবজি উৎপাদন করতে চান। অবশ্যই আপনার বারান্দায় গাছের ওপরে যেন কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টার সূর্যের আলো পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দক্ষিণ দিকে সূর্যের আলো খুব ভালোভাবে পড়ে। তাই আপনি সবজি চাষের জন্য দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে সবজি চাষ করার জন্য নির্বাচন করুন। এইভাবে আপনি সবজি চাষ করেন তাহলে অনেক ভালো ফলন পাবেন।
বারান্দায় সবজি চাষের জন্য মাটির পুষ্টি নিশ্চিত করণ
আজকের এই আর্টিকেলটিতে বারান্দায় সবজি চাষের জন্য মাটির পুষ্টি নিশ্চিত করণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে প্রায় অনেক মানুষের বারান্দায় সবজি চাষ করার জন্য আগ্রহী হচ্ছে। বারান্দায় সবজি চাষ করলে নিজেদের সবজির চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি বেশি হলে সেগুলো বিক্রি করে কিছু আয় করাও সম্ভব হয়ে ওঠে। তবে সবজি চাষ করতে আপনি ইচ্ছুক হন। তবে অবশ্যই বারান্দায় সবজি চাষের জন্য মাটির পুষ্টি নিশ্চিত করতে হবে। মাটি যদি সঠিকভাবে পুষ্টি না পায়। তাহলে কখনোই উৎপাদন ভালোভাবে হবে না। তাই সবজি ভালো উৎপাদন এর জন্য অবশ্যই মাটির পুষ্টি নিশ্চিত করতে হবে।
সবজি চাষ করার জন্য বর্তমানে সবচেয়ে উপযুক্ত তাই সবজি চাষ করার জন্য আপনাকে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। এরপরে আপনাকে জৈব কম্পোস্ট সার দিতে হবে। যেন সঠিকভাবে গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় এবং সবজি গাছ থেকে আপনি ভালো সবজি ফলন পান। এছাড়াও সঠিকভাবে গাছ রোপন করতে হবে এবং সঠিকভাবে পানি দিতে দিতে হবে। এছাড়াও পানি যেন কাছের গোড়ায় জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মাটির পুষ্টির নিশ্চিত করার জন্য সঠিকভাবে সঠিক ধরনের সার মেশাতে হবে এবং নিয়মিত ভালোভাবে চাষ করতে হবে।
বারান্দায় সবজি চাষের জন্য জৈব সার নির্বাচন করার টিপস
বারান্দায় সবজি চাষের জন্য জৈব সার নির্বাচন করার টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বারান্দায় সবজি চাষ করতে চান। তাহলে জৈব সারের ভূমিকা অপরিসীম। জৈব সার মাটির পুষ্টি নিশ্চিত করে এবং সবজি গাছকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এছাড়াও জৈব সার সবজির ভালো উৎপাদন করতে সাহায্য করে। তাই আপনি যদি বারান্দায় সবজি চাষ করে ভালো ফলন পেতে চান। তাহলে অবশ্যই আপনাকে সবজি চাষের জন্য জৈব সার নির্বাচন করতে হবে। বর্তমানে বিভিন্ন ধরনের জৈব সার পাওয়া যাচ্ছে। জৈব সারের মধ্যে সবচেয়ে অন্যতম জৈব সার হলো কম্পোস্ট বা গোবর সার।
গোবর সার খুব দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে এবং ভালো ফলন দিতে সাহায্য করে।
এছাড়াও আপনি আপনার সবজি বাগানের জন্য কমলার খোসা, ডিমের খোসা, কলার খোসা, সবজির
টুকরো, বিভিন্ন পাতার তৈরি জৈব কম্পোস্ট সার তৈরি করতে পারেন। এই সারগুলো গাছের
জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই ধরনের জৈব সার ব্যবহার করলে গাছ
খুব দ্রুত বৃদ্ধি পায়। সবজি বাগান থেকে ভালো মানের সবজি উৎপাদন হয়। আপনি আপনার
রান্নাঘরের সকল বর্জ্য উপাদান দিয়ে আপনি নিজে জৈব সার তৈরি করতে সবজি বাগানে
দিতে পারেন। তাহলে আপনার বারান্দার সবজি বাগানে অনেক বেশি পরিমাণে সবজি উৎপাদন
হবে।
নতুনদের জন্য বারান্দায় সবজি চাষ করার টিপস
নতুনদের জন্য বারান্দায় সবজি চাষ করার টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে অনেকে বারান্দায় সবজি চাষ করার জন্য আগ্রহী হচ্ছে। বারান্দায় ছবি চাষ করতে হলে অবশ্যই ছবিটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। না হলে আপনি সবজি চাষ করে সফল হতে পারবেন না। তাই আপনি যদি সবজি চাষ করতে চান এবং ভালো মানের সবজি উৎপাদন করতে চান। তাহলে অবশ্যই সবজি চাষ করা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন এবং বারান্দায় ছবি চাষ করতে ইচ্ছুক হন।
আরো পড়ুনঃ কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার উপকারিতা
তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক কার্যকরী হতে যাচ্ছে। প্রথমে যে বারান্দায় রোদ লাগে সেই বারান্দা সবজি চাষের জন্য বাছাই করতে হবে। এরপরে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি সবজি চাষের জন্য বাছাই করতে হবে। এরপর সঠিকভাবে এবং সঠিক পরিমাণে সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। এরপরে সবজি চাষের জন্য স্বাস্থ্যবান এবং ভালো মানের সবজি চারা বাছাই করতে লাগাতে হবে। সঠিক সময়ে এবং সঠিকভাবে পানি সেচ দিতে হবে। গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে।
কারণ গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কাণ্ড পচে যেতে পারে। ফলে গাছ নষ্ট
হয়ে যেতে পারে। তাই অবশ্যই সঠিকভাবে এবং সঠিক পরিমাণে গাছে পানি সেচ দিতে হবে।
গ্রীষ্মকালে গাছের জন্য বেশি পানির প্রয়োজন পড়ে। তাই গ্রীষ্মকালে অবশ্যই
সঠিকভাবে গাছে পানি দিতে হবে। বর্ষা কালে গাছে অতিরিক্ত পানির প্রয়োজন পড়ে না।
তবু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সঠিক পরিমাণে গাছে পানি দিতে হবে। এছাড়াও
বর্ষার পানি যেন গাছের গোড়ায় জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। গাছের
গোড়া চালনা করতে হবে মাঝে মাঝে জৈব সার প্রয়োগ করতে হবে এইভাবে সবজি চাষ করলে
প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হবে।
বারান্দায় সবজি চাষ করার জন্য যে সব সরঞ্জাম এর প্রয়োজন
আজকের এই আর্টিকেলটিতে বারান্দায় সবজি চাষ করার জন্য যেসব সরঞ্জাম এর প্রয়োজন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারান্দায় অনেকেই এখন সবজি চাষ করতে চাই। বারান্দায় সবজি চাষ করার জন্য অবশ্যই গাছগুলোর সঠিকভাবে পরিচর্যা করতে হবে। সঠিকভাবে যদি পরিচর্যা না করা যায়। তাহলে সবজি গাছ দ্রুত বেড়ে উঠতে পারবে না। ফলে সবজির ভালো ফলন হবে না। বারান্দায় সবজি গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করার জন্য অবশ্যই কিছু সরঞ্জাম এর প্রয়োজন পড়ে।
সরঞ্জাম ছাড়া সবজি গাছের সঠিকভাবে পরিচর্য করা সম্ভব নয়। সবজি চাষ করার জন্য
ছুরি, বেলচা, কোদাল, কাটা, দাওলি, ট্রোয়েল, কাঁচি, পানি সেচ দেওয়ার জন্য ক্যান
এর প্রয়োজন পড়ে। এই সরঞ্জাম গুলোর সাহায্যে সঠিকভাবে সবজি গাছ লাগাতে পারা
যায়। এছাড়াও এ সরঞ্জামগুলোর দ্বারা সবজি গাছের সঠিকভাবে পরিচর্যা করতে পারা
যায়। সবজি গাছ থেকে অবাঞ্ছিত গাছপালা তুলে ফেলতে পারবেন। তাই সবজি চাষ করার জন্য
অবশ্যই এই সরঞ্জাম গুলো সংগ্রহ করা অত্যন্ত জরুরী।
বারান্দার সবজি বাগান সুস্থ ও সুন্দর রাখার টিপস
আজকের এই আর্টিকেলটিতে বারান্দার সবজি বাগান সুস্থ ও সুন্দর রাখার টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই বারান্দায় সবজি বাগান সুস্থ ও সুন্দর রাখার জন্য অবশ্যই সুস্থ ও সবল ভালো মানের সবজি গাছের চারা বাছাই করে কিনতে হবে। এরপর সঠিকভাবে চারা গুলো টবে রোপন করতে হবে। সবজি গাছের চারা ঘোড়া গোড়ায় যেন কোন আগাছা না থাকে তাই সঠিকভাবে পরিচর্যা ও ছাটাই করতে হবে।
আরো পড়ুনঃ কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার উপকারিতা
এর ফলে গাছ সুস্থ ও সুন্দর থাকে। এছাড়াও সবজি গাছে পাতাগুলোকে সবসময় পরিষ্কার এবং পরিছন্ন রাখতে হবে। কারণ অপরিষ্কার পাতাতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ভালোভাবে হতে পারে না। ফলে গাছ ভালোভাবে বৃদ্ধি হতে পারে না। তাই অবশ্যই গাছের পাতা সঠিকভাবে পরিষ্কার রাখতে হবে। তাহলে বারান্দার বাগান সুস্থ ও সুন্দর থাকবে। পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিমের তেল বা কীটনাশক ব্যবহার করতে হবে।
এছাড়াও ছোট পাখি, মৌমাছি, প্রজাপতি যেন গাছে পরাগায়ন করতে পারে। সেদিকে লক্ষ্য
রাখতে হবে। যত বেশি পরায়ণ হবে তত বেশি সবজি উৎপাদন হবে।প্রতিটি টবে যেন অতিরিক্ত
পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ অতিরিক্ত পানি জমে থাকলে
গাছের কান্ড পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। সঠিকভাবে পরিচর্যা করার মাধ্যমে
বারান্দার সবজি বাগান সুস্থ সুন্দর থাকবে।
বারান্দায় সবজি চাষের জন্য সঠিক চারা গাছ নির্বাচন
আজকের এই আর্টিকেলটিতে বারান্দায় সবজি চাষের জন্য সঠিক চারা গাছ নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে প্রায় অনেক মানুষই জায়গার অভাবের কারণে বারান্দায় সবজি চাষের প্রতি আগ্রহী হচ্ছে। আপনি যদি বারান্দায় সবজি চাষের করতে ইচ্ছুক হন। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক কার্যকরী হতে যাচ্ছে। বারান্দায় সবজি চাষ করার জন্য অবশ্যই সুস্থ সবল সবজি চারা গাছ নির্বাচন করতে হবে।
আপনি যদি অসুস্থ বা দুর্বল চারা দিয়ে সবজি চাষ করেন। তাহলে আপনার সবজি গাছ ভালোভাবে বৃদ্ধি পাবে না। ফলে সবজি ভালোভাবে উৎপাদন হবে না। আপনি যদি বারান্দায় সবজি চাষ করে ভালো মানের সবজি উৎপাদন করতে চান। তাহলে অবশ্যই আপনাকে সুস্থ সবল এবং ভালো মানের যারা নির্বাচন করতে হবে। তাই আপনি বারান্দায় সবজি চাষ করার জন্য যখন চারা কিনতে যাবেন।
তখন অবশ্যই চারা গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন। যেন চারা গুলো স্বাস্থ্যবান হয়।
চারা গুলোর ডালপালা কান্ড সব সুস্থ সবল থাকে। পাতা যেন শুকিয়ে না থাকে। পাঠাতে
যেন যেন কীটপতঙ্গের করা কোন গর্ত বা ছিদ্র না থাকে। সেদিকে ভালোভাবে পরীক্ষা করতে
হবে। তারপরে ভালোভাবে যাচাই-বাছাই করে সুস্থ সবল চারা বাছাই করতে হবে। সুস্থ সবল
চারা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সেই চারা থেকে ভালো মানের সবজি উৎপাদন হয়।
বারান্দায় সবজি চাষের জন্য সঠিকভাবে টব রাখা
আজকের এই আর্টিকেলটিতে সবজি চাষের জন্য সঠিকভাবে টব রাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে প্রায় অনেকেই বারান্দায় সবজি চাষ করার জন্য অবশ্যই বারান্দায় সঠিকভাবে টব রাখতে হবে। আপনি যদি বারান্দায় সঠিকভাবে টব সাজিয়ে না রেখে এলোমেলোভাবে টব রাখেন। তাহলে কয়েকটি টবে অনেক জায়গা দখল করে নেবে। ফলে আপনি কম জায়গায় বেশি করে সবজি চাষ করতে পারবেন না।
তবে আপনি যদি টবগুলো সঠিকভাবে এবং বিন্যস্ত ভাবে সাজিয়ে রাখেন। তাহলে অল্প জায়গায় অনেকগুলো টব রাখা সম্ভব হবে। এর ফলে আপনি অল্প জায়গায় অনেকগুলো টব রেখে অনেক সবজি গাছ লাগাতে পারবেন। অনেকগুলো সবজি গাছ লাগাতে পারলে আপনার সবজি বাগান থেকে অনেক বেশি পরিমাণে সবজি উৎপাদন হবে। তাই আপনি যদি বেশি পরিমাণে সবজি গাছ লাগাতে চান এবং বেশি পরিমাণে সবজি উৎপাদন করতে চান। তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে এবং বিন্যস্ত ভাবে টব সাজিয়ে রাখতে হবে।
উপসংহারঃ (অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে)
আজকের এই আর্টিকেলটিতে অল্প টাকায় বারান্দায় সবজি চাষের মাটির মিশ্রণ কিভাবে তৈরি করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও সবজি চাষ করার সহজ ধারণা ও টিপস, বারান্দায় সবজি চাষের জন্য মাটির পুষ্টি নিশ্চিত করণ, বারান্দায় সবজি চাষের জন্য জৈব সার নির্বাচন করার টিপস, নতুনদের জন্য বারান্দায় সবজি চাষ করার টিপস, বারান্দায় সবজি চাষ করার জন্য যে সব সরঞ্জাম এর প্রয়োজন, বারান্দার সবজি বাগান সুস্থ ও সুন্দর রাখার টিপস, বারান্দায় সবজি চাষের জন্য সঠিক গাছ নির্বাচন, বারান্দায় সবজি চাষের জন্য সঠিকভাবে টব রাখা সম্পর্কে আলোচনা করেছি।
আজকের এই আর্টিকেলটিতে যেভাবে অল্প টাকায় বারান্দায় সবজি চাষের জন্য মাটি মিশ্রণ তৈরি করা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি সেই ভাবে মাটি মিশ্রণ করতে পারেন। তাহলে আপনি অল্প টাকায় বারান্দায় সবজি চাষ করার জন্য মাটির মিশ্রণ তৈরি করতে পারবেন। এভাবে মাটি মিশ্রণ করে আপনি বারান্দায় খুব সহজেই সবজি চাষ করতে পারবেন। এভাবে মাটির মিশ্রণ তৈরি করলে সবজির ফলন অনেক বেশি পরিমাণে হয়। Job id no: 250833




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url