নরওয়ে যেতে কত টাকা লাগে -বাংলাদেশিদের জন্য
নরওয়ে যেতে কত টাকা লাগে, নরওয়েতে কোন কাজের চাহিদা বেশি, নরওয়েতে
সর্বনিম্ন বেতন কত ইত্যাদি সম্পর্কে কি আপনি জানতে চান? তাহলে আজকের এই
আর্টিকেলটা আপনার জন্য। চলুন নিচে নরওয়ে সম্পর্কে সকল তথ্য জানা যাক।
নরওয়ে মূলত অর্থনৈতিক ভাবে শক্তিশালী একটা দেশ। নরওয়ের অর্থনীতি তেল,
গ্যাস, মৎস্য এবং পর্যটনের উপর নির্ভর করে। নরওয়েতে অনেকেই কাজের জন্য যেতে চাই
কিন্তু যাওয়ার আগে অবশ্যই জানা উচিত নরওয়ে কাজের ভিসার দাম কত।
পেজ সুচিপত্রঃ নরওয়ে যেতে কত টাকা লাগে
নরওয়ে যেতে কত টাকা লাগে
নরওয়ে যেতে কত টাকা লাগে এ নিয়ে অনেকেই চিন্তাই থাকেন। নরওয়ে ইউরোপের উচ্চ
আয়ের একটি দেশ যেখানে শিক্ষা, চাকরি, ভ্রমণ কিংবা স্থায়ীভাবে বাস করার
জন্য অনেক বাংলাদেশির সপ্ন থাকে। নরওয়ে শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য জন্যই
নই উন্নত জীবনযাত্রা, উচ্চ আয়, এবং নিরাপদ পরিবেশের জন্য অনেক বাংলাদেশি
নরওয়েতে যেতে চাই। নরওয়েতে যাওয়ার আগে অনেকেই জানতে চাই নরওয়ে যেতে হলে কত টাকা
লাগবে? আজকের এই আর্টিকেল পড়লে আপনি সঠিক ধারনা পেয়ে যাবেন। নরওয়ে ইউরোপের
দেশ মানেই আমরা ভেবে নি খরচ অনেক বেশি হবে যেতে।
আসলে নরওয়ে যাওয়ার জন্য কত টাকা লাগবে তা নির্ভর করে আপনার ভিসার ধরন এর উপর।
নরওয়ে তে বেশ কয়েক ধরনের ভিসা পাওয়া যায় সেগুলো; স্টুডেন্ট
ভিসা, টুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা। তার পাশাপাশি আর একটা জিনিস এর উপর
নির্ভর করে তা হলো আপনি এজেন্সির মাধ্যমে যাচ্ছেন না নিজে আবেদন করে
যাচ্ছেন? আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে যান তবে আপনার সাধারন যা খরচ তার ২
থেকে ৩ গুন বেশি খরচ হবে। আপনি যদি কাজের ভিসার এজেন্সির মাধ্যমে নরওয়ে যেতে
চান তবে আপনার ১২ থেকে ১৫ লক্ষ টাকা খরচ হবে।
আরো পড়ুনঃ ব্যাংক লোনের অনলাইন ফর্ম পূরণ
অন্য দিকে আপনি যদি নিজে আবেদন করে এই দেশে যেতে পাররেন ক্ষেত্রে আপনার ৩ থেকে ৪
লক্ষ টাকা খরচ হতে পারে। অন্য যেসব ভিসা আছে মানে স্টুডেন্ট বা টুরিস্ট ভিসাই
যাওয়ার জন্য তুলনা মূলক ভাবে কম খরচ হবে। তাহলে বুজঝেছেন নরওয়েতে স্টুডেন্ট
ভিসাই যেতে কত টাকা লাগবে?
নরওয়ে কোন কাজের চাহিদা বেশি
নরওয়ে ইউরোপের এমন একটি দেশ যেখানে চাকরির সুযোগ ক্রমেই বাড়ছে। নরওয়ে যাওয়ার
আগে যদি আপনারা জানতে পারেন নরওয়েতে কোন কাজে চাহিদা বেশি এবং সে কাজের উপর
অভিজ্ঞ হয়ে গেলে খুব ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন। তার যারা নরওয়ে যেতে
চাই তারা যদি বাংলাদেশ থেকে নরওয়েতে কোন কাজের সুযোগ বেশি সম্পর্কে
জেনে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে তবে তবে সে খুব ভালো ইনকাম করতে
পারবে। তাছাড়া অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের মূল্যায়ন করা হয়। চলেন দেখে নেওয়া
যাক নরওয়েতে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন চাকরি গুলো;
প্লাম্বারের কাজ | ইলেকট্রিশিয়ানের কাজ |
নির্মাণ শ্রমিকের কাজ | ক্লিনারের কাজ |
রেস্টুরেন্ট কর্মীর কাজ | হোটেল কর্মীর কাজ |
ডেলিভারি ম্যানের কাজ | ড্রাইভিং এর কাজ |
উপরে আলোচনা করা সকল কাজের চাহিদা রয়েছে নরওয়েতে। তাই নরওয়ে যাওয়ার আগে উপরে
আলোচনা করা কাজ গুলোর মধ্যে যে কোন কাজ এর উপর দক্ষতা অর্জন করে যেতে পারেন যার
ফলে অল্প সময়ে আপনি নরওয়েতে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
নরওয়েতে কোন কাজের কত বেতন
অনেক নরওয়ে প্রতাসি মানুষের জানার আগ্রহ থাকে নরওয়েতে কোন কাজে কত বেতন দেওয়া হয়ে
থাকে এ নিয়ে। আপনাদের জন্য আজকের এই আর্টিকেলে আমরা নরওয়ের সকল কাজে বেতন
নিয়ে আলোচনা করবো। যেহেতু নরওয়ে সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য
দেশ সে কারনে ইউরোপ এর অন্য দেশ গুলোর থেকে নরওয়েতে বেতন একটু বেশি। দেশটিতে
সাধারণত কর্ম ঘন্টা অনুযায়ী বেতন দেওয়া হয়ে থাকে। নরওয়েতে আপনি সপ্তাহে ৪০
কর্মঘন্টা কাজ করতে পারবে লিগাল ভাবে বাকি যে সময় কাজ করবেন তা আপনার জন্য অভার
টাইম হিসাবে গন্য হবে।
নরওয়েতে জীবন যাত্রার মান বেশি সে কারনেই কাজের বেতন এর পরিমান বেশি। চলেন দেখি
নরওয়েতে কোন কাজের কত বেতন তবে স্থান, সময় ভেদে কিছু কম বেশি হতে পারে।
পেশার নাম | মাসিক গড় বেতন (ইউরো) | (বাংলাদেশি টাকা) |
---|---|---|
নার্স / কেয়ারগিভার | €3,500 – €5,000 | প্রায় ৪.৫ – ৬.৫ লক্ষ টাকা |
ইলেকট্রিশিয়ান / প্লাম্বার / ওয়েল্ডার | €3,000 – €4,500 | প্রায় ৪ – ৫.৮ লক্ষ টাকা |
সফটওয়্যার ইঞ্জিনিয়ার / আইটি এক্সপার্ট | €4,000 – €6,500 | প্রায় ৫.২ – ৮.৫ লক্ষ টাকা |
শেফ / রেস্টুরেন্ট ম্যানেজার | €2,500 – €3,500 | প্রায় ৩.২ – ৪.৫ লক্ষ টাকা |
ট্রাক ড্রাইভার / ডেলিভারি ম্যান | €2,500 – €3,200 | প্রায় ৩ – ৪ লক্ষ টাকা |
টেকনিশিয়ান / মেকানিক | €3,000 – €4,000 | প্রায় ৩.৮ – ৫.২ লক্ষ টাকা |
ক্লিনার / হাউজকিপার | €2,000 – €2,800 | প্রায় ২.৫ – ৩.৬ লক্ষ টাকা |
ফ্যাক্টরি ওয়ার্কার / প্যাকেজিং কর্মী | €2,200 – €3,000 | প্রায় ২.৮ – ৩.৯ লক্ষ টাকা |
নরওয়ে যেতে কি কি কাগজপত্র লাগে
নরওয়ে যেতে কি কি কাগজ পত্র লাগে এ নিয়ে অনেক জানতে চাই। নরওয়ে যাওয়ার জন্য কি কি
কাগজ লাগবে জানা খুবই দরকারি কেন না এ সকল কাগজ ছাড়া আপনি ভিসার জন্য আবেদন করতে
পারবেন নাহ। সে জন্য নরওয়ে যাওয়ার জন্য কি কি কাগজ লাগবে তা নিচে দেওয়া
হলো;
- আপনার বৈধ পাসপোর্ট
- ভিসা আবেদন ফরম
- পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা ছবি
- আপনার নরওয়ে থাকার ব্যবস্থার প্রমাণপত্র
- কাজের অফার লেটার
- নিয়োগকর্তার চুক্তিপত্র
- আপনার সিভি
- স্বাস্থ্য সনদ
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
নরওয়ে যেতে উপরে উল্লেখিত কাগজপত্র গুলো অবশ্যই আপনার লাগবে। তাই যারা নরওয়ে
যাওয়ার জন্য ভিসা আবেদন করবেন তারা উপরে কাগজ গুলো আগে থেকে সংগ্রহ করে
রাখবেন।
নরওয়ের জীবন যাত্রার খরচ কেমন
নরওয়ে ইউরোপ এর একটি উচ্চ আয়ের দেশ। নরওয়ে উচ্চ আয়ের দেশ হওয়ার কারনে এখানে
জীবন যাত্রার মান অন্য সব ইউরোপ এর দেশ গুলোর থেকে অনেক বেশি। নরওয়েতে শহর ভেদে
জীবন যাত্রার মান কিছু টা কম বেশি হতে পারে। যেমন নরওয়ের রাজধানী অসলো বা
অন্য বড় বড় শহর গুলোতে থাকা খাওয়ার ব্যয় অনেক বেশি। একজন একক ব্যাক্তি অসলো বা
অন্য বড় শহর গুলোই থাকলে তার মাসে প্রায় ১৫ থেকে ১৮ হাজার নরওয়েজিয়ান
ক্রোন খরচ হতে পারে এবং যদি আপনি ছোট শহর বা গ্রাম এর দিকে থাকে তাহলে আপনার
ব্যয় অনেক কমে যাবে।
তাছাড়া অনেক অংশে আপনার উপর নির্ভর করে কত টাকা খরচ হবে নরওয়েতে। আমি যদি একটু
বিলাস জীবন জাপন করেন তবে বেশি হবে আর যদি সাধারন ভাবে চলেন তবে কম হবে ।
নরওয়ে যেতে কত বছর বয়স লাগে
নরওয়ে যাওয়ার জন্য কত বছর বয়স লাগে তা জানা জরূরী। নরওয়ে যাওয়ার বয়স সিমা ভিসার
ধরনের উপর নির্ভর করে। আপনি যেমন ধরনের ভিসা নিবেন সে অনুপাতে আপনার বয়স
লাগবে। নরওয়েতে কাজের বিসার জন্য কত বয়স লাগে ? নরওয়ে কাজের ভিসার জন্য সাধারনত
১৮ বছরে উপরে বয়স লাগে কোন কোন ক্ষেত্রে ২০ বছর এর উপর এবং ৩৫ থেকে ৪০ এর মধ্যে
তাছাড়া ২১ থেকে ৩৫ বছর বয়সির ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভনা বেশি আর স্টুডেন্ট
ভিসার জন্য সাধারনত ১৮ বছর এর উপরে লাগে বয়স এবং টুরিস্ট ভিসার জন্য কোন
বয়স এর সিমা নেই তবে
আরো পড়ুনঃ আমেরিকা কাজের ভিসা ২০২৪
১৮ বছর এর নিচের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের অনুমতি লাগবে নরওয়ে যাওয়ার
জন্য। এ স বয়সের অনুপাতে আপনি নরওয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
নরওয়ে যাওয়ার সুবিধা ও অসুবিধা
বর্তমান সময় বাংলাদেশির দের সপ্ন হয়ে দাঁড়িয়েছে নরওয়ে। নরওয়ের জীবন যাত্রা ভালো
, উচ্চ আয় সম্পূর্ণ দেশ এবং নিরাপদ দেশ যার কারনে হাজারো মানুষ এ দেশে
যেতে চাই। শুধু যে নরওয়ের সুবিধা আছে তা এ দেশের অনেক অসুবিদাও আছে। নরওয়ের সব
থেকে বড় অসুবিধা হলো এখানে জীবন যাত্রার মান অনেক ব্যয় বহুল, তার পাশা
পাশি আবহাওয়া শীতকালে খুব ঠান্ডা হয়। তাছাড়া অনেক ক্ষেত্রে নরওয়ের ভাষা
না জানলে সমস্যার মুখে পরতে হয়। আর একটা বড় সমস্যায় পড়তে হয়ে ইউরোপ এর দেশ
এবং
ভালো ইনকামের দেশ হওয়ার জন্য এ দেশে মানুষ যাওয়ার প্রতিযোগিতা অনেক বেশি
যা কারন অনেকেই প্রতারণার শিকার হয়। এ জন্য দেখে শুনে ভালো করে যাচাই
বাছাই করে কাজ করবেন।
নরওয়ে ভিসা রিজেক্ট হওয়ার কারণ
নরওয়ে বাংলাদেশিদের জন্য একটি সপ্নের দেশ। প্রতি বছর হাজার হাজার মানুষ
বাংলাদেশ থেকে নরওয়েতে কাজ কিংবা পড়া লিখার জন্য যায়। এক দিকে নরওয়ের ভিসা
পাওয়া সহজ ঠিক তেমনি অন্য দিকে কঠিনও। বেশ কিছু কারনের জন্য আপনার নরওয়ে ভিসা
বাতিল হয়ে যেতে পারে। এ কারন গুলো এড়িয়ে চলতে পারলে আপনি খুব সহজে নরওয়ে ভিসা
হাতে পেয়ে যাবেন। সব থেকে বেশি ভিসা বাতিল হয় ভুল তথ্য বা তথ্যের মিল না থাকলে।
তারা যদি আপনার ভিসা তথ্যের সাথে আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম
নিবন্ধন অথবা অন্য কাগজ গুলোর সাথে মিল না পায় তবে আপনার ভিসা বাতিল হয়ে যেতে
পারে।
অন্য দিকে স্টুডেন্ট ভিসাই যাওয়া সময় ব্যাকং স্টেটমেন্ট দেখাতে হয়। সঠিক
ভাবে ব্যাকং স্টেটমেন্ট না দেখাতে পারলে ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাছাড়া
আপনার যদি আইনি কোন ঝামেলা থাকে তবেও আপনার নরওয়ে ভিসা বাতিল হতে পারে। সর্বপরি
বলা যায় যে তারা আপনার সত্যতা ও ফেরার নিশ্চয়তার উপর ভিত্তি করে নরওয়ে ভিসা
প্রদান করবে।
লেখকের শেষ মন্তব্যঃ নরওয়ে যেতে কত টাকা লাগে
নরওয়ে যেতে কত টাকা লাগে তা উপরে আলোচনা গুলো পরলে আপনি খুব সহজেই জানতে
পারবেন। নরওয়ে যাওয়ার জন্য কত টাকা লাগবে শুধু এটাই নই নরওয়ে যাওয়া জন্য সকল
তথ্য আমরা তুলে ধরার চেস্টা করেছি আজকের আর্টিকেলে। নরওয়েতে কাজের সুজক
অনেক হলেও ভিসা পাওয়ার জন্য কিছু সময় ব্যয় করতে হবে আপনাকে। আপনারা যারা নরওয়ে
যাবেন ভাবছেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সকল এর জানা দরকার
নরওয়ে ভিসার জন্য কত খরচ হয় যার ফলে পরবর্তী সময়ে কোন দালাল
বা প্রতারনার শিকার যেনো না হন। কারন বর্তমানে নরওয়ে যাওয়ার চাহিদা বেশি এ
জন্য অনেক প্রতারনাও বেশি দেখা যাচ্ছে বর্তমানে। তাই তাড়াহুড়া না করে দেখে শুনে
এবং জাচাই করে আপনার নরওয়ে যাওয়ার যাত্রা শুরু করবেন। [job id 250914]
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url