OrdinaryITPostAd

ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন

বাংলা গল্প লিখে আয় করার উপায়ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন? ড্রপশিপিং  দিয়ে গার্মেন্টস ব্যবসা আসলে কি সে সম্পর্কে অনেকেই জানিনা। ড্রপ শিপিং হচ্ছে একটি অনলাইন বিজনেস মডেল যেখানে স্বল্প পুঁজিতে বা স্বল্প খরচে অনলাইনে ব্যবসা করা হয়।

ড্রপশিপিং-দিয়ে-গার্মেন্টস-ব্যবসা-কিভাবে-করবেন
বর্তমান যুগে অনলাইনের মাধ্যমেই সকল বিজনেস করা যায়। আজকের আর্টিকেলে আমি আপনাদের সামনে আলোচনা করব ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা যেভাবে করবেন সেই সম্পর্কে।

পেজ সূচিপত্রঃ ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন

ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন

বর্তমানে অনলাইন যুগে সকল ব্যবসায় অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। দিন দিন অনলাইনের মাধ্যমে সকল ব্যবসায়ী জনপ্রিয়তা পেয়েছে। অনলাইনের মাধ্যমে অল্প পুজিতে আপনারা যারা ব্যবসা করতে চান তাদের তাদের জন্য ড্রপ শিপিং গার্মেন্টস ব্যবসা হতে পারে একটি দারুন মডেল। কারন আমাদের বাংলাদেশের পোশাকশিল্পই সবচেয়ে সেরা। তাই আমরা চাইলেই ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারি। ড্রপ শিপিং ব্যবসা করা খুব সহজ। আজকের আর্টিকেলে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন।

ড্রপশিপিং-দিয়ে-গার্মেন্টস-ব্যবসা-কিভাবে-করবেন

বাংলাদেশ অন্য দেশের থেকে পোশাক শিল্পে অনেক শক্তিশালী একটি দেশ। বাংলাদেশের পোশাক বিশ্বের প্রায় সব দেশেই রপ্তানি হয়ে থাক।  ফলে বিভিন্ন ধরনের মানসম্মত পোশাক খুঁজে পাওয়া যায় ড্রপ শিপিং গার্মেন্টসের মাধ্যমে। গার্মেন্টসের পোশাক বা জামাকাপড় এমন একটি পণ্য যা ছোট বড় সকল বয়সের সকল শ্রেণীর মানুষ প্রতিদিনই ব্যবহার করে থাকে। তাই গার্মেন্টসের ব্যবসায় কখনো শেষ হয় না। 

ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টসের ব্যবসা করতে হলে আপনাকে নির্দিষ্ট নিস বেছে নিয়ে বিজনেস শুরু করতে হবে। যেমনঃ শিশুদের পোশাক, নারীদের জন্য শাড়ি, হিজাবি মহিলাদের জন্য বোরখা বা আভায়া আবার পুরুষদের শার্ট প্যান্ট, বিভিন্ন ধরনের খেলার স্পোর্টস ড্রেস ইত্যাদি নিস বেছে নিয়ে বিজনেস করলে এতে লাভবান হওয়া যায় বেশি। ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা করলে কম পুঁজিতেই এই ব্যবসা শুরু করা যায়। কেননা ড্রপ শিপিং ব্যবসায়ী গুদাম অফিস ঘর বা বড় কোন বিনিয়োগের প্রয়োজন হয় না।

আরও পড়ুনঃ ফাইভারে ফেক বায়ার বোঝার ১০ টি উপায়

নির্দিষ্ট নিস বেছে নেওয়াঃ ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা অনেক বড় আকারের হয়ে থাকে। গার্মেন্টস এর ব্যবসা আপনি যদি সকল ধরনের পোশাক বিক্রি করতে চান তাহলে প্রথমে আপনাকে সফল হতে একটু কষ্ট করতে হবে। আবার আপনি যদি একটি নির্দিষ্ট নিস নিয়ে চলে ড্রপ শিপিং ব্যবসা শুরু করেন। তাহলে আপনি সহজেই সফল হতে পারবেন। ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টসের ব্যবসা করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট নিস অনুযায়ী টার্গেট করতে হবে। 

ভালো মানে  সাপ্লায়ার নির্বাচন করাঃ ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টসের ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে ভালো কর্মী বা সাপ্লায়ার খুঁজতে হবে। কেননা ড্রপ শিপিং ব্যবসায়ী সাপ্লায়ার বা কর্মী একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ তারাই আপনাকে সকল পণ্য পাঠাবে মান ঠিক রেখে এবং সময়মতো ডেলিভারি করে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যেন সঠিক কর্মঠ ও দক্ষ কর্মী বা সাপ্লায়ার খুঁজে বেচে রাখতে হবে। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র গার্মেন্টস ফ্যাক্টরি বা পাইকারি মার্কেট থেকে ভালো সাপ্লায়ার খুঁজে নিতে হবে। 

অনলাইন স্টোর তৈরি করাঃ যেহেতু আপনি অনলাইনের মাধ্যমে ড্রপ শিপিং গার্মেন্টস ব্যবসা শুরু করবেন সেহেতু আপনাকে অনলাইন স্টোর তৈরি করতে হবে। 

ছবি ও পণ্যের বিবরণ যুক্ত করাঃ ড্রপ শিপিং গার্মেন্টস ব্যবসায় সরাসরি পণ্য হাতে না থাকার কারণে আপনাকে পণ্যের সুন্দর করে ছবি ও ডেসক্রিপশনে গ্রাহকদের আকর্ষণ করতে হবে। তাই আপনার প্রোডাক্টের উচ্চমানের ছবি তুলে রাখতে হবে। প্রতিটি পণ্যের সাইজ, কাপড়ের ধরন, কাপড় গুলো ব্যবহারের সুবিধা ইত্যাদি বিস্তারিত লিখে জানাতে হবে। এতে করে গ্রাহক যাতে সহজে বুঝতে পারে সে আপনার প্রোডাক্টের সম্পর্কে। এমন ভাবে আপনাকে প্রোডাক্টের তথ্য সাজাতে হবে। 

মার্কেটিং করাঃ ড্রপ শিপিং ব্যবসায় মূল শক্তি হলো মার্কেটিং। আপনাকে ড্রপ শিপিং গার্মেন্টস ব্যবসা করতে হল আপনাকে মার্কেটিং এর দিকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেহেতু অনলাইনের মাধ্যমে গার্মেন্টসের ব্যবসা সেহেতু আপনাকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়া যেমনঃ ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক এসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গার্মেন্টসের পণ্যের ছবি বা বিজ্ঞাপন দিতে হবে। ইনফ্লুএন্সার মার্কেটিং ব্যবহার করে পণ্যের প্রচার-প্রচারণার কাজ করতে হবে। আপনার প্রোডাক্টের নাম লোগো এবং ব্র্যান্ড কি সে সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। SEO অপটিমাইজেশন ব্যবহার করলে গুগল সার্চে যেন আপনার স্টোরকে সবার উপরে আনা যায় সেদিকে গুরুত্ব দিতে হবে। 

অর্ডার ম্যানেজমেন্টঃ ড্রপ শিপিং গার্মেন্টস ব্যবসা করতে হলে আপনাকে অর্ডারের দিকটা খেয়াল রাখতে হবে। আপনাকে যখন গ্রাহক অনলাইনে অর্ডার দেবে। অর্ডারের তথ্য সাপ্লাইয়ের কাছে আপনাকে পাঠাতে হবে। গ্রাহক আপনার কাছ থেকে যে পণ্য বা সামগ্রী নিতে চায় সেই তথ্য আপনাকে সাপ্লাই এর কাছে পাঠাতে হবে। সাপ্লাইয়ের সেই মোতাবেক পণ্য ডেলিভারি করবে আপনার কাছে।তারপর আপনি গ্রাহকের পণ্য ডেলিভারি করে গ্রাহকের কাছ থেকে কমিশন বা লাভ পাবেন। তাই অর্ডার ম্যানেজমেন্টের দিক গুরুত্ব সহকারে সেট করতে হবে। 

গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবেঃ গ্রাহক হচ্ছে ব্যবসার মূল শক্তি। তাই অর্ডার করার সাথে সাথে বা কোন কিছু জানতে চাওয়ার সাথে সাথে আপনাকে গ্রাহকদের প্রশ্নের দ্রুত উত্তর দিতে হবে। সঠিক সময়ে পণ্য পৌঁছেছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের কোন সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ব্যবসায়ী যদি ভালো রিভিউ বা রেটিং সংগ্রহ করতে হবে যা আপনার বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করতে হলে আপনাকে উপরের নিয়ম গুলো সঠিকভাবে গুরুত্বসহকারে তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন।

ড্রপ শিপিং কি

ড্রপ শিপিং কি আমরা অনেকেই জানিনা। ড্রপ শিপিং হলো একটি অনলাইন ব্যবসার মডেল ছক। ড্রপ শিপিং এর মাধ্যমে আপনি কোন পণ্য নিজের কাছে স্টক না রেখেই সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারেন। সহজভাবে বলতে গেলে আপনি কোন বিজনেসের মধ্যস্থ কারবারি বিক্রেতা যিনি ক্রেতা ও সরবরাহকারীর কাছে ব্যবসা করা সেতুবন্ধন হিসেবে কাজ করেন। ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে হলে অনেক মূলধন কম লাগবে। ড্রপ শিপিং এর মূল ধারণা হলো মধ্যস্থ হিসেবে কাজ করা। ড্রপ শিপিং এ স্টক ম্যানেজ করা কোন ঝামেলা থাকে না। ড্রপ শিপিং ব্যবসায় প্রতিযোগিতা অনেক বেশি থাকে। 

ড্রপ শিপিং ব্যবসা কিভাবে শুরু করবেন 

ড্রপ শিপিং ব্যবসায় শুরু করা তুলনামূলক অনেক সহজ। কারণ এখানে আপনাকে নিজস্ব কোন স্ট্রোক রাখতে হয় না বা কোন দোকান বা গুদামের জন্য কোন জায়গা কিনতে হয় না তবে সঠিকভাবে পরিকল্পনা করলে তবে সফল হওয়া যায় ড্রপ শিপিং ব্যবসায়। ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে হলে যা যা প্রয়োজন।
  
নিজ ঠিক করাঃ আপনি কোন প্রোডাক্ট বা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চান সে অনুযায়ী আপনাকে একটি নিস তৈরি করতে হবে। যেমনঃ পোশাক, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, বেবি প্রোডাক্টস,  হোম ডেকোরেটর আইটেম ইত্যাদি।
মার্কেট রিসার্চ করাঃ ড্রপ শিপিং ব্যবসা শুরু করার আগে আপনাকে ভালোভাবে মার্কেট রিসার্চ  করতে হবে। মার্কেটে কোন ধরনের প্রোডাক্ট চলছে, কোন ধরনের পোশাকের চাহিদা বেশি খেয়াল রাখতে হবে।

সরবরাহকারী খুঁজে বের করাঃ যেহেতু আপনি ড্রপ শিপিং ব্যবসা করবেন সেহেতু আপনাকে সঠিক সরবরাহকারী প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে। যাতে সময় মতো প্রোডাক্ট ডেলিভারি করা যায়।
 
অনলাইন স্টোর তৈরিঃ আপনাকে অনলাইনে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট বানাতে হবে যার মাধ্যমে ড্রপ শিপিং ব্যবসার সমস্ত কার্যকলাপ পরিচালনা করবেন। কেননা ড্রপ শিপিং বিজনেস একটি অনলাইন ব্যবসা এখানে একটি ওয়েবসাইটের মাধ্যমেই আপনি এই ব্যবসা পরিচালনা করতে হবে।
  
পেমেন্ট সিস্টেম সেটআপ করাঃ ড্রপ শিপিং ব্যবসা করার আগে আপনাকে পেমেন্ট সিস্টেম সুন্দরভাবে সেটআপ করতে হবে। যেন ক্রেতা সহজেই পণ্যের পেমেন্ট করতে পারে কোন ঝামেলায় পড়তে না হয়।

মার্কেটিং করাঃ ড্রপ শিপিং ব্যবসায়ী বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে হবে। সোশ্যাল মিডিয়া যেমনঃ ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক এখানে বিজ্ঞাপন দেখিয়ে প্রোডাক্টের প্রচারণা চালাতে হবে।

অর্ডার ম্যানেজমেন্ট ও কাস্টমার সার্ভিসঃ ড্রপ শিপিং ব্যবসায়ী যখন কাস্টমার অর্ডার দিবে তখন সরবরাহকারীর কাছে সেই অর্ডার ফরওয়ার্ড করতে হবে। সরবরাহকারী সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিবে। সব সময় কাস্টমারের সাথে যোগাযোগ রাখতে হবে।

ড্রপ শিপিং ব্যবসা কি হালাল

ড্রপ শিপিং ব্যবসা কি হালাল নাকি হারাম তা অনেকেই জানেনা। আসলে ড্রপ শিপিং ব্যবসা হালাল কি হারাম তা নির্ভর করে সম্পূর্ণ ব্যবসায়ের উপরে। আপনি যদি ইসলামিক শরীয়ত মোতাবেক ড্রপ শিপিং ব্যবসা পরিচালনা করেন তাহলে তা অবশ্যই হালাল। আর যদি আপনি অসৎ কোন উপায়ে ব্যবসা পরিচালনা করেন তাহলে তা হারাম। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যবসায়িক পরিবেশ আপনার কাজ ও বিশ্বস্ততার ওপর। ড্রপসিপিং ব্যবসায় যদি আপনি কাস্টমারকে না ঠকান কাস্টমারের ভালোর জন্য হয় বা কাস্টমারকে মিথ্যা রিভিউ, ভূয়া ছবি ব্যবহার না করে বিজনেস করে থাকেন তাহলে তা অবশ্যই হালাল। আশা করি বুঝতে পেরেছেন।

ডিজিটাল ড্রপ শিপিং কি 

ড্রপ শিপিং ব্যবসা কি আমরা জানলাম এখন আমরা জানবো ডিজিটাল ড্রপ শিপিং ব্যবসা কি। আসলে ডিজিটাল ড্রপ শিপিং হল ড্রপ শিপিং মডেলের মতোই একটি ব্যবসা তবে এখানে ফিজিক্যাল বা শারীরিক কোন প্রোডাক্ট নয় বরং ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা হয়। ডিজিটাল ড্রপ স্লিপিং প্রোডাক্ট যেমনঃ
  • ই-বুক 
  • অনলাইন কোর্স 
  • সফটওয়্যার বা অ্যাপ 
  • টেমপ্লেট 
  • ওয়েবসাইট প্রেজেন্টেশন 
  • গ্রাফিক্স ডিজাইন বা ফটো 
  • মিউজিক ভিডিও 
  • বিভিন্ন ধরনের টুল স ইত্যাদি 
ডিজিটাল ড্রপ শিপিং প্রডাক্ট গ্লোবাল মার্কেটের খুব সহজেই বিক্রি হয়। ডিজিটাল ড্রপ সিপিং ব্যবসায় কোন ডেলিভারির ঝামেলা নেই। একবার তৈরি করা হয়ে গেলে বারবার বিক্রি করা যায়।

ড্রপ শিপিং বিজনেসের সুবিধা 

ড্রপ শিপিং বিজনেসের প্রধান সুবিধা হল এটি খুব সহজেই সেট আপ করা যায় এবং এতে খরচ অন্য বিজনেসের থেকে অনেক অংশ কম হয়। ড্রপ শিপিং বিজনেসের সুবিধাগুলো হল।যেমনঃ  
  • অন্য বিজনেসের থেকে খরচ অনেকাংশে কম হয়।
  • গুদাম বা অফিস ঘরের জন্য কোন শোরুম প্রয়োজন হয় না। 
  • এটি অনলাইনের মাধ্যমেই পরিচালনা করা যায়। 
  • স্টক বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর কোন প্রকার ঝামেলা থাকে না। 
  • প্রোডাক্ট নিয়ে কোন ঝামেলা পোহাতে হয় না। 
  • ড্রপ শিপিং বিজনেসে সহজেই নতুন প্রোডাক্ট যোগ করা যায়। 
  • ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অনুপ্রান্ত পর্যন্ত ব্যবসা করা যায়। 
  • ড্রপ শিপিং ব্যবসা বড় পরিসরে করার সুবিধা রয়েছে। 
  • এখানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে লিস্ট করা যায়। 
  • ড্রপ শিপিং ব্যবসায়ী ডেলিভারি ঝামেলা থাকে না। 
  • সরবরাহকারী কাস্টমারের কাছে সহজেই সরাসরি প্রোডাক্ট পাঠিয়ে দেয়। 
  • ড্রপ শিপিং ব্যবসায়ী ঝুঁকি তুলনামূলক অনেক কম থাকে।

ড্রপ শিপিং বিজনেস করার অসুবিধা

ড্রসিপিং বিজনেস সে সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। যেমনঃ
 
প্রোডাক্ট কোয়ালিটিঃ প্রোডাক্ট কোয়ালিটি ও ডেলিভারির উপর কোন নিয়ন্ত্রণ থাকেনা। যেহেতু আপনি প্রোডাক্ট পাঠাচ্ছেন না সেহেতু প্রোডাক্ট এর কোয়ালিটি কেমন সরবরাহকারির উপর পুরোপুরি নির্ভর করে। তাই প্রোডাক্টের কোন অভিযোগ থাকলে কাস্টমার সরাসরি আপনাকেই অভিযোগ জানাবে।
ড্রপ-শিপিং-বিজনেস-করার-অসুবিধা
প্রফিট মার্জিন কমঃ ড্রপ শিপিং বিজনেসের আরেকটি অসুবিধা হচ্ছে প্রফিট কম থাকে। কেননা এই বিজনেসে প্রতিযোগিতা অনেক বেশি। একই প্রোডাক্ট অনেকেই বিক্রি করে। তাই এখানে প্রফিট এর পরিমাণ কম।

কাস্টমার সার্ভিসে চাপঃ যেহেতু সরবরাহকারী সরাসরি পণ্য ডেলিভারি করে থাকে সেহেতু কোন পণ্য খারাপ হলে কাস্টমার সরাসরি আপনাকে চার্জ করবে। তাই এই বিজনেসের এটি একটি প্রধান অসুবিধা।
স্টক সমস্যাঃ অনেক সময়ই দেখা যায় আপনি যে প্রোডাক্ট বাজারে বিক্রি করছেন সরবরাহকারীর কাছে সেই যদি শেষ হয়ে যায় তাহলে অনেক বড় অসুবিধায় পড়তে হয়।

আইনি ও কপিরাইট সমস্যা হতে পারেঃ যেহেতু এটি অনলাইন বিজনেস সেহেতু অনেক সময় সরবরাহকারী ভুয়া ও কপিরাইটেড প্রোডাক্ট পাঠায় এতে আপনার ব্যবসায় আইনগত সমস্যায় পড়তে হয়। 

ড্রপ শিপিং বিজনেস থেকে ইনকাম হয় কিভাবে 

ড্রপ শিপিং বিজনেস থেকে ইনকাম হয় প্রোডাক্টের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে। আপনি কম দামে পণ্য কি নিয়ে বেশি দামে বিক্রয় করে মাঝখানে যে টাকা বেশি হয় সেটি আপনার জন্য লাভ। যেমনঃ আপনি একটি শাড়ি ৩০০ টাকায় কিনে যদি তা ৪০০ টাকায় বিক্রি করেন তাহলে এখানে ১০০ টাকা আপনার লাভ। আবার  অনেক সময় কাস্টমার শিপিং ফি দেয় এতে লাভ হয়। বিভিন্ন ধরনের ডিজিটাল ড্রপ শিপিং ইনকাম হয়ে থাকে। যেমনঃ ই-বুক, সফটওয়্যার, অনলাইন কোর্স ইত্যাদি একবার কিনে নিয়ে বারবার বিক্রি করলে আপনার এখানে ১০০% প্রফিট থাকে। পরিশেষে বলা যাই সাপ্লায়ের দামের সাথে নিজের বিক্রির দামের পার্থক্য যেটি থাকে সেটি ড্রপ শিপিং থেকে আপনার আয়ের প্রধান উৎস।

কিভাবে লোকাল ড্রপ শিপিং বিজনেস করবেন

নিজের এলাকায় বা শহরের ভিতরে স্থানীয় সরবাহকারি থেকে প্রোডাক্ট কিনে অনলাইনে বিক্রি করায় হচ্ছে লোকাল ড্রপ শিপিং ব্যবসা। লোকাল ড্রপ শিপিং ব্যবসায় নিজেকে কোন পণ্য বা প্রোডাক্ট স্টক করে রাখতে হয় না। বিভিন্ন গ্রাম বা শহর থেকে সাপ্লায়ার খুজে বের করে পায়কারি দাম করে চুক্তি করতে হয়। সাপ্লায়ারের সাথে চুক্তি করে অর্ডার করা পণ্য বা প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠাতে হবে।এভাবেই লোকাল ড্রপ শিপিং ব্যবসায় করতে হয়।

মন্তব্য ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন

ড্রপশিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা কিভাবে করবেন আশা করি উপরের আর্টিকেল পড়ে আপনি বুঝতে পেরেছেন। ড্রপ শিপিং দিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করতে হলে নিস নির্বাচন করতে হবে। স্থানীয় গার্মেন্টস সরবরাহকারী খুঁজে বের করতে হবে। অনলাইনে স্টোর পেজ খুলতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করে অর্ডার ম্যানেজ করতে হবে এবং সেই অর্ডার সরবরাহকারীর কাছে ফরওয়ার্ড করে অর্ডার কনফার্ম করতে হবে। ড্রপ শিপিং বিজনেসে নিজের স্টক রাখার কোন প্রয়োজন হয় না। ড্রপ শিপিং গার্মেন্টস ব্যবসা এভাবেই করতে হয়। ভালো থাকুন। সুস্থ থাকুন। 250535

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url