বাংলা গল্প লিখে আয় করার উপায়
আপনি কি, বাংলা গল্প লিখে আয় করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। অনেকেই গল্প লিখতে ভালোবাসেন, কিন্তু ভাবেন গল্প লিখে কি ইনকাম করা সম্ভব? উত্তর হচ্চে- হ্যাঁ, সম্ভব। বর্তমানে ডিজিটাল যুগে গল্প লিখেও ঘরে বসেই আয় করা সম্ভব।
ফেসবুক, ব্লগ, ইউটিউব অথবা গল্পের অ্যাপ গুলো এমন এক জায়গা, যেখান থেকে আপনি নিজের লেখা গল্পগুলো দিয়েই উপার্জন করতে পারবেন। শুধুমাত্র ইচ্ছা আর ধৈর্য থাকলেই, বাংলা গল্প লিখেও ইনকাম করা সম্ভব। এই পোস্টে বাংলা গল্প লিখে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
পোস্ট সূচিপত্রঃ বাংলা গল্প লিখে আয় করার উপায়
- বাংলা গল্প লিখে আয় করার উপায়
- অনলাইনে গল্প লিখে টাকা আয়
- ফেসবুকে গল্প লিখে ইনকাম করুন
- গল্প লিখে ফ্রিল্যান্সিং করা যায় কি
- গল্প লিখে ইউটিউব থেকে আয় করার পদ্ধতি
- গল্প লেখা দিয়ে প্যাসিভ ইনকাম করার উপায়
- বাংলা কন্টেন্ট রাইটার হয়ে ইনকাম করার উপায়
- গল্প লিখে ব্লগ চালিয়ে টাকা ইনকাম
- গল্প লিখে বই প্রকাশ করে আয় করার উপায়
- বাংলা গল্প লিখে আয় করার উপায়-শেষ কথা
বাংলা গল্প লিখে আয় করার উপায়
অনেকেই বাংলা গল্প লিখে আয় করার উপায় সম্পর্কে জানতে চেয়ে থাকেন। অনেকেই আছেন যারা ছোটবেলা থেকেই গল্প লিখতে ভালোবাসেন। কল্পনা করেন এবং
ভাবনা গুলোকে কাগজে বা মোবাইলের স্ক্রিনে তুলে ধরেন। আগে গল্প লেখা
শুধুমাত্র শখের জায়গায় সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন সেটি ইনকামের একটি
সুযোগ তৈরি করেছে। বর্তমানে ইন্টারনেটের যুগে আপনি ঘরে বসেই নিজের লেখা
গল্প দিয়ে ইনকাম করতে পারবেন। আপনি যদি নিয়মিত গল্প লিখতে পারেন। তাহলে
আপনার জন্য ফেসবুক, ইউটিউব, ব্লগার
অথবা নিজের ওয়েবসাইট ইনকামের জন্য অনেক বড় একটা সুযোগ।
মনে করেন, আপনি একটি ছোট্ট প্রেমের গল্প লিখেছেন। সেটা ফেসবুক
পেজে পোস্ট করলেন, যদি পাঠকদের ভালো লাগে, তারা সেটি সময় নিয়ে মনোযোগ
দিয়ে পড়বে এবং লাইক-কমেন্ট-শেয়ার করবে। আর এভাবেই আপনার পেজের
ফলোয়ার বাড়বে এবং লাইক-ভিউ বাড়তে থাকবে। এক সময় সেই পেজে ইনকামের সুযোগ তৈরি হবে। এছাড়াও স্পনসর, এফিলিয়েট মার্কেটিং বা
ফেসবুক মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি সেই গল্পগুলো
থেকে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে ইউটিউবে কন্ঠ দিয়ে বা
এনিমেটেড ভিডিও বানিয়ে প্রকাশ করতে পারেন।
অনেকেই এভাবেই ইউটিউব থেকে ইনকাম করে থাকে। এজন্য ভিডিও বানানোর
অ্যাপস বা এ.আই টুলস ব্যবহার করতে পারেন। ভিডিও যদি নিয়মিত আপলোড
করেন, তাহলে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, আর তখনই
ইউটিউব থেকে আপনার ইনকাম শুরু হবে। আপনি চাইলে, ফ্রিল্যান্সিং
ওয়েবসাইটগুলোতেও গল্প লেখার কাজ করে ইনকাম করতে পারবেন। অনেক
বিদেশী ক্লায়েন্ট বাংলায় কন্টেন্ট খুঁজে থাকেন, বিশেষ
করে যারা গল্প প্রেমী। আবার আপনি ফাইবার,
আপ-ওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার এই সমস্ত মার্কেটপ্লেসগুলোতে নিজের
একাউন্ট তৈরি করে, বাংলা গল্প লেখার সার্ভিস দিতে পারেন।
আরো পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট
এভাবে আপনি এখান থেকেও খুব সহজে গল্প লিখে ইনকাম করতে পারবেন। সবশেষে বলা
যায়, গল্প লেখার জন্য বড় কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। শুধুমাত্র মন
থেকে লেখার ইচ্ছা থাকলে এবং নিয়মিত চর্চা থাকলেই হয়। আপনি একবার
শুরু করলে, দেখবেন ধীরে ধীরে গল্প লেখা আপনার উপার্জনের অন্যতম
উৎস হয়ে উঠেছে। নিজের কল্পনাকে কাজে লাগিয়ে আয় করার
পথটা, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। এভাবে নিয়মিত
চর্চা করলে এবং কাজ করলে ধীরে ধীরে সফলতা পেতে শুরু করবেন এবং
ভালো পরিমাণ টাকা ইনকাম হবে।
অনলাইনে গল্প লিখে টাকা আয়
অনেকেই মনে করেন, গল্প লিখে শুধু আনন্দ পাওয়া যায়- গল্প লিখে ইনকাম করা
যায় না। কিন্তু এখন প্রযুক্তির যুগে সময় বদলে গেছে। বর্তমানে
অনলাইনে গল্প লিখেও ইনকাম করা সম্ভব এবং ঘরে বসেই এটি করা
সম্ভব। আপনার যদি গল্প লেখার শখ থাকে, আর একটু যদি নিয়মিত চর্চা করতে
পারেন, তাহলে আপনি গল্প লিখে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন খুব
সহজেই। প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে, আপনি কোন ধরনের গল্প লিখতে
ভালোবাসেন? যেমন- ভৌতিক, প্রেমের গল্প, সামাজিক বা
ছোটদের জন্য গল্প।
এরপর সেই গল্পগুলো আপনি ফেসবুক পেজে, ব্লগে, ইউটিউবে বা গল্প
ভিত্তিক অ্যাপে পোস্ট করতে পারেন। একবার যদি আপনার
লেখা গল্পগুলোতে পাঠক যুক্ত হতে শুরু করে, তাহলে ধীরে ধীরে সেখান
থেকে আপনার ইনকাম শুরু হবে। মনে করেন- আপনি সুন্দর
একটা প্রেমের গল্প লিখলেন এবং ফেসবুকে পোস্ট করলেন। পাঠক যদি
গল্পটা পছন্দ করে, তাহলে তারা লাইক করবে-কমেন্ট করবে-শেয়ার
করবে। কিছুদিন পর দেখতে পাবেন ধীরে ধীরে আপনার পেজে ফলোয়ার
বাড়ছে, লাইক-ভিউ বাড়ছে।
তখন আপনি ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ পাবেন। আরেকটি সহজ মাধ্যম
হচ্ছে- ইউটিউব। আপনি চাইলে নিজের লেখা গল্পকে অডিও বা এনিমেটেড ভিডিও
বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। গল্প বলার ভঙ্গিটা যদি আকর্ষণীয়
হয়, তাহলে দর্শক বাড়বে এবং ইনকামও ভালো হবে। অনেকেই এখন ভয়ংকর
গল্প বা রোমান্টিক গল্প বানিয়ে ইউটিউব থেকে ভালো পরিমাণ
টাকা ইনকাম করছে। সবশেষে বলা যায়, আপনার লেখা যেন একেবারে নিজের
ভাষায় হয়, কপি করা না হয় এবং পাঠকদের মন ছুঁয়ে
যায়। ধৈর্য ধরে কাজ করলে এবং নিয়মিত চেষ্টা করলে, গল্প
লিখেও ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব।
ফেসবুকে গল্প লিখে ইনকাম করুন
আপনি কি গল্প লিখতে ভালোবাসেন? তাহলে, এখনই ফেসবুকে গল্প লেখা শুরু
করুন। কারণ, গল্প লেখা এখন শুধুমাত্র শখ নয় বরং
ইনকামের এক দারুণ সুযোগ। বর্তমানে অনেকেই তাদের লেখা গল্প ফেসবুক
পেজে পোস্ট করে জনপ্রিয়তা পাচ্ছে এবং সেখান থেকে ভালো পরিমাণ
টাকা ইনকাম করছেন। প্রথমে একটি ফেসবুক পেজ খুলে নিতে হবে। তারপরে
সেখানে নিয়মিত গল্প লিখে পোস্ট করতে হবে। গল্পটি হতে
পারে- প্রেমের, ভৌতিক, সামাজিক অথবা যেকোনো ধরনের যেটা
পাঠকের মন ছুঁয়ে যাবে।
নিয়মিত গল্প লিখে পোস্ট করতে থাকলে, ধীরে ধীরে আপনার পেজে পাঠক বাড়বে
এবং লাইক-ফলোয়ার ও বাড়বে। তখন আপনি ফেসবুক মনিটাইজেশন অথবা
ব্র্যান্ড স্পনসরের মাধ্যমে ইনকাম শুরু করতে পারবেন। আপনার গল্প যদি
ইউনিক হয় এবং নিয়মিত ভালো ভালো গল্প পোস্ট করেন, তাহলে অল্প
সময়ে অনেক পাঠক পেয়ে যাবেন। এক সময় সেই পাঠকেরাই হয়ে উঠবে আপনার
ইনকামের মাধ্যম। সবশেষে বলা যায়, দেরি না করে এখনই শুরু করে
ফেলুন। নিজে একটা গল্পনির্ভর পেজ তৈরি করুন এবং ধৈর্য ধরে কাজ
করুন। তাহলে, এই গল্প লিখেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।
গল্প লিখে ফ্রিল্যান্সিং করা যায় কি
অনেকেই মনে করেন, ফ্রিল্যান্সিং হয়তো ওয়েব ডিজাইন, গ্রাফিক্স
ডিজাইন, ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং- এর
কাজ। কিন্তু বর্তমানে গল্প লিখেও ফ্রিল্যান্সিং করা যায় এবং
অনেকেই গল্প লিখে ফ্রিল্যান্সিং করে ইনকাম করছেন। আপনি যদি আপনার
কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সুন্দরভাবে গল্প লিখতে পারেন, তাহলে
আপনার জন্য ফ্রিল্যান্সিংয়ের বড় সুযোগ রয়েছে। অনেক
ক্লায়েন্ট আছেন, যারা ছোট গল্প, শিশুদের গল্প বা রোমান্টিক
গল্প খুঁজে থাকেন। বই প্রকাশ করার জন্য, ইউটিউব ভিডিও
বানানোর জন্য অথবা ওয়েবসাইট এর জন্য।
ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে এই ধরনের কাজের চাহিদা
রয়েছে। আপনাকে শুধু প্রোফাইল বানিয়ে, কিছু নমুনা গল্প যুক্ত করে দিতে
হবে। যারা লেখালেখি ভালবাসেন, কিন্তু বুঝতে পারেন না কোথায় থেকে শুরু
করবেন? ফ্রিল্যান্সিং তাদের জন্য গল্প লিখে আয় করার দারুণ একটি সুযোগ। গল্পের
ধরণের বুঝে সময় মতো কাজ জমা দিতে পারলেই, ভালো রেটিং এবং ইনকাম
পাওয়া সম্ভব। সবশেষে বলা যায়, গল্প লিখে শুধু আনন্দই পাওয়া যায়
না বরং ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা যায়।
গল্প লিখে ইউটিউব থেকে আয় করার পদ্ধতি
আপনি যদি গল্প লিখতে পছন্দ করেন, তাহলে ইউটিউব হতে পারে আপনার আয় করার জন্য
দারুণ একটি মাধ্যম। এখন অনেকেই নিজের লেখা গল্পকে ভিডিও
আকারে ইউটিউবে প্রকাশ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করে থাকে। এর জন্য
প্রথমে আপনাকে ইউটিউবে একটি চ্যানেল খুলতে হবে। তারপরে নিজের লেখা গল্পকে
অডিও বা এনিমেটেড ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে পোস্ট করতে
হবে। আপনি চাইলে নিজের গলায় সুন্দর করে গল্পগুলো রেকর্ড করতে পারেন বা
কোনো ভয়েস টুলস ব্যবহার করেও কন্ঠ দিতে পারেন। গল্পের সাথে স্লাইড বা
ছবি দিয়ে একটা সুন্দর ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে হবে।
ভিডিও থাম্বনেইল আকর্ষণীয় করতে হবে, যাতে করে
দর্শক বেশি ক্লিক করে। যখন আপনার ইউটিউব চ্যানেলে
১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ
হবে, তখন আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন চালু করতে পারবেন। এরপরে আপনার
গল্পের ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখানো হবে, আর সেখান থেকে আপনার ইনকাম
হবে। আবার আপনি চাইলে- স্পনসরশিপ, বই বিক্রি বা গল্পের পেইড
সিরিজও চালু করতে পারেন। সবশেষে বলা যায়, নিয়মিত কাজ করলে এবং ধৈর্য
ধরে কাজ করলে, গল্প দিয়েও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।
গল্প লেখা দিয়ে প্যাসিভ ইনকাম করার উপায়
প্যাসিভ ইনকাম মনে হচ্ছে- যা একবার কাজ করে রাখলে দীর্ঘ সময়
ধরে উপার্জন আসে। আপনি যদি গল্প লিখতে পারেন, তাহলে সেটাকেও
প্যাসিভ ইনকামের উৎস হিসেবে গড়ে তোলা সম্ভব। অনেকেই এখন গল্প
লেখাকে শুধু শখ নয় বরং ইনকামের উপায় হিসেবে বেছে নিয়েছে। মনে
করেন- আপনি কয়েকটি সুন্দর করে বাংলা গল্প লিখলেন। সেগুলো
যদি আপনি ইবুক আকারে Amzon Kindle অথবা Google Books-এ প্রকাশ
করেন, তাহলে পাঠক যতবার বইটি কিনবে, আপনি সেখান থেকে ততবার টাকা
পাবেন। এর জন্য আপনাকে বারবার কাজ করা লাগবে না, আর এটিই হচ্ছে
প্যাসিভ ইনকাম।
আবার আপনি চাইলে, ইউটিউব চ্যানেলে গল্প দিয়ে ভিডিও তৈরি করে পোস্ট করে
রাখতে পারেন। একবার একটি গল্প দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে রাখলে, সেটি
যদি নিয়মিত দেখা হয়, তাহলে আপনি প্রতিবার বিজ্ঞাপন দেখানোর জন্য
সেখান থেকে টাকা পাবেন। আরেকটি সহজ উপায় হচ্ছে- গল্পভিত্তিক
অ্যাপস বা ওয়েবসাইটে গল্প প্রকাশ করা। অনেক প্লাটফর্ম
লেখককে রিডার ভিউয়ের উপর পেমেন্ট দিয়ে থাকে। সবশেষে বলা
যায়, গল্প লেখার ক্ষমতা থাকলে আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলেই,
সেটা দিয়েই প্যাসিভ ইনকাম করা সম্ভব।
বাংলা কন্টেন্ট রাইটার হয়ে ইনকাম করার উপায়
যারা লেখালেখি করতে ভালোবাসেন, তাদের জন্য বাংলা কনটেন্ট রাইটার হয়ে ইনকাম
করা এখন অনেক সহজ। আগের মতো শুধু পত্রিকা বা বইয়ের লেখায়
নয় বরং এখন ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব
স্ক্রিপ্ট, ব্লগ এবং প্রোডাক্টের বর্ণনার লেখার জন্যও বাংলা
কনটেন্ট রাইটারের চাহিদা অনেক বেড়েছে। আপনি যদি সুন্দরভাবে
বিষয়গুলো বুঝতে পারেন, সহজ ভাষায় লিখতে পারেন এবং বানানে ভুল না
থাকে, তাহলে সহজেই কন্টেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করতে পারবেন।
ফাইবার, আপ-ওয়ার্ক এবং পিপল পার আওয়ার- এই সমস্ত ফ্রিল্যান্সিং
সাইট গুলোতে বাংলা কনটেন্ট লেখার অনেক কাজ পাওয়া যায়। এমনকি অনেক
বাংলাদেশী কোম্পানিও রিমোট কন্টেন্ট রাইটার খুঁজে থাকেন। এছাড়াও আপনি নিজের
একটি ফেসবুক পেজ বা ওয়েবসাইট করলে নিয়মিত পোস্ট লিখতে
পারেন। যদি আপনার লেখা পাঠকের মন ছুঁয়ে যায়, তাহলে ধীরে
ধীরে পাঠক বাড়তে থাকবে এবং আপনার ইনকাম শুরু হবে। সবশেষে বলা
যায়, এই কাজগুলো বাসাতেই করা যায়। শুধু ইচ্ছা, ধৈর্য এবং লেখার
অভ্যাস থাকলেই হবে।
গল্প লিখে ব্লগ চালিয়ে টাকা ইনকাম
আপনি যদি গল্প লিখতে ভালবেসে, তাহলে ব্লগ চালিয়ে সেই লেখা
দিয়েই ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। নিজের একটি
ব্লগ ওয়েবসাইট খুলে নিয়মিত পোস্ট লিখতে হবে। তাহলে, ধীরে
ধীরে পাঠক তৈরি হবে। যখন আপনার ব্লগে ভিজিটর বাড়তে
থাকবে, তখন সেই ট্রাফিক থেকেই ইনকামের সুযোগ তৈরি হবে। প্রথমে একটি
ফ্রী বা পেইড ব্লগ পেজ খুলে নিতে হবে। তারপরে নিয়ম
অনুযায়ী প্রতিদিন গল্প লিখে পোস্ট করতে হবে। যেমন- প্রেমের
গল্প, হাস্যকর, ভৌতিক বা সামাজিক- যেটা পাঠকদের ভালো
লাগবে।
আরো পড়ুনঃ ঘরে বসে কাজ করে মোবাইলে আয়
কিছুদিন পর গুগল থেকে ভিজিটর আসতে শুরু করবে, তখন আপনি গুগল
থেকে এডসেন্স এপ্রুপ করে বিজ্ঞাপন চালু করতে পারবেন এবং সেখান
থেকে ইনকাম করতে পারবেন। ব্লগে বিজ্ঞাপন দেখানো ছাড়াও, স্পন্সর
পোস্ট, এফিলিয়েট লিংক অথবা নিজস্ব ইবুক বিক্রির মাধ্যমেও
ইনকাম করতে পারবেন। গল্প যতই ইউনিক হবে এবং আকর্ষণীয়
হবে, পাঠক ততই ক্লিক করবে এবং আপনার ইনকামও বেড়ে যাবে। সবশেষে বলা
যায়, ব্লগ চালানো মানে শুধুমাত্র লেখা নয়, এটা একটি ডিজিটাল
সম্পদ। এটি একবার ভালোভাবে সাজিয়ে তুলতে পারলে, গল্প লিখে প্রতি
মাসে নিয়মিত ইনকাম করতে পারবেন।
গল্প লিখে বই প্রকাশ করে আয় করার উপায়
আপনি যদি গল্প লিখতে পারেন, তাহলে সেটাকে বই আকারে প্রকাশ করেও আয় করা
সম্ভব। আগে বই প্রকাশ করা মানেই, প্রকাশকের কাছে যেতে
হতো এবং অনেক খরচ করতে হতো। কিন্তু এখন ডিজিটাল যুগে নিজে
থেকে খুব সহজেই বই প্রকাশ করা যায়, তাও আবার বিনা খরচে তা সামান্য
কিছু টাকায়। প্রথমে আপনাকে সুন্দর কিছু গল্প লিখে একত্রিত করতে
হবে। এরপর সেটাকে একটি পিডিএফ বা ইবুক ফরম্যাটে তৈরি করতে
হবে। এখন অনেক অনলাইন প্লাটফর্ম রয়েছে, যেখানে আপনি নিজে
লেখা ইবুক প্রকাশ করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে
পারবেন।
আপনি চাইলে প্রিন্ট ভার্সনও প্রকাশ করতে পারেন, লোকাল কোনো প্রকাশকের
সাহায্যে। আপনার গল্পের বইয়ের প্রচারণার
জন্য ফেসবুক, ইউটিউব অথবা নিজের ব্লগ ব্যবহার করতে
হবে। ভালো প্রচারণা হলে, বইয়ের বিক্রি অনেক বেড়ে যাবে এবং
ইনকামও বেড়ে যাবে। গল্প যদি পাঠকের মন ছুঁয়ে যায়, তাহলে আপনার
লেখা গল্পের বইয়ের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। এভাবেই আপনি আপনার
লেখা গল্পের বই দিয়ে গড়ে তুলতে পারবেন একটি স্থায়ী আয়ের
মাধ্যম। তাই, ধৈর্য ধরে কাজ করতে হবে এবং নিয়মিত চেষ্টা করতে
হবে, তাহলে ধীরে ধীরে সফলতা পেতে শুরু করবেন।
বাংলা গল্প লিখে আয় করার উপায়-শেষ কথা
এই পোস্টে বাংলা গল্প লিখে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হয়েছে। বাংলা গল্প লেখা শুধুমাত্র একটি শখ নয় বরং এটি হতে
পারে আপনার জীবনে আয়ের একটি উৎস। যদি আপনি মন দিয়ে
গল্প লিখেন, নিজের ভাষায় এবং নিজের ভাবনা দিয়ে- তাহলে সেই
গল্প একদিন বহু মানুষের মনে জায়গা করে নেবে। আর ঠিক তখনই শুরু হবে আপনার
লেখার মূল্য পাওয়া এবং আয়ের
পথ। বর্তমানে ফেসবুক, ইউটিউব, ব্লগ, ইবুক এবং
ফ্রিল্যান্সিং সব জায়গাতেই বাংলা গল্পের চাহিদা বেড়েই চলেছে।
আপনাকে শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে, নিয়মিত লিখতে হবে এবং পাঠকের
সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। কখনো হাল ছেড়ে দেওয়া যাবে
না। আপনার কল্পনা থেকে লেখা গল্প গুলোই একদিন আপনার
পরিচয়, আপনার ইনকাম এবং আপনার সাফল্যের মাধ্যম হয়ে
উঠবে। কল্পনা করতে হবে- আপনার লেখা গল্প গুলো পড়ে কেউ
হাসছে, কেউ কাঁদছে আবার কেউ অনুপ্রাণিত হচ্ছে। আর এসবের
মাধ্যমে আপনি ঘরে বসে ইনকাম করছেন। সবশেষে বলা যায়, নিয়মিত গল্প
লিখতে থাকুন এবং ধৈর্য ধরে কাজ, তাহলে ধীরে ধীরে নিজের লেখা গল্প গুলো
দিয়েই সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। 250455
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url