OrdinaryITPostAd

গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি

 গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি সম্পর্কে আজকের আমরা জানবো। আজকের এই গরুর মাংসের মজাদার রেসিপি একবার রান্না করে খেলে সারা জীবন সেই স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো রেসিপি গুলো জানতে নিচে বিস্তারিত পড়ুন।

গরুর-মাংস-দিয়ে-বানানো-সেরা-১০টি-ঈদের-রেসিপি

আমরা বাঙালিদের কাছে গরুর মাংস মানেই মুখে জল আসার মত এক অবস্থা। তার উপর যদি আজকে দেওয়া রেসিপি গুলো একবার ট্রাই করে তাহলে সারা জীবন এই স্বাদ ভুলবেন না। সামনে আসছে কোরবানি ঈদ তাই এই রেসিপি গুলো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।

সূচিপত্রঃ গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি

গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি

গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি যা একবার ট্রাই করলে আপনার মুখে সারাজীবন স্বাদ লেগে থাকতে বাধ্য। গরুর মাংসের নাম শুনলেই অনেকের মুখে পানি এমনিতেই চলে আসে। তার উপর আজকে দেওয়া রেসিপি গুলো ট্রাই করলে সারাজীবন ভুলতে পারবেন না। রেসিপি গুলো বানাতে কোনো বাহিরের মসলা বা দামি কোনো উপকরণ একদম ব্যবহার করা হয়নি তাই আপনি নিশ্চিন্তে এই রেসিপি গুলো একবার হলেও বানিয়ে দেখতে পারেন। 

সামনে আসছে কোরবানি ঈদ। আর কোরবানি ঈদ মানেই গরুর মাংসের বিভিন্ন রান্নার স্বাদ গ্রহণ করা। এবারের সামনের কোরবানি ঈদে গরুর মাংসের রান্না গুলো যদি  একটু ভিন্ন হয় তাহলে খারাপ হয়না। তাই আজকে সেই দিক বিবেচনা করেই গরুর মাংসের সেরা ১০টি রেসিপি নিয়ে এসেছি। বিশেষ করে আজকে সহজ পদ্ধতিতে গরুর মাংসের ভুনা রেসিপি নিয়ে আলোচনা করা হবে। যা বানানো একদম সহজ ও মুখরোচক। এরপর গরুর মাংসের কালা ভুনা সবার পছন্দের একটি খাবার। এই রেসিপিও আজ সকলের সামনে তুলে ধরা হবে। 

এছাড়াও এবারের ঈদে একটু আলাদা স্বাদ গ্রহণ করতে গরুর মাংস দিয়ে আফগানি বিরিয়ানি রেসিপি একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। অল্প সময়ে ও খুব সহজ পদ্ধতিতে কিভাবে আফগানি বিরিয়ানি রান্না করতে হয় এ সম্পর্কেও জানবো আজ। এরপর গরুর মাংসের স্টেক ও গরুর মাংসের কাবাব বানানোর রেসিপি বানানোর কথা না বললেই নয়। রেস্টুরেন্টে স্টেক বা কাবাব খেতে গেলে অনেক টাকা গুনতে হয় কিন্তু সেই একই স্বাদের স্টেক ও কাবাব আজকের রেসিপি থেকে খুব সহজে বাড়িতেই বানিতে ফেলতে পারবেন। 

এরপর চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার কথা না বললেই নয়। সম্প্রতি প্রায় সকল জায়গায় চুই ঝালের মাংস বিশেষ ভাবে জনপ্রিয় হয়েছে। তাই আজকে আমরা একটু ইউনিক পদ্ধতিতে চুই ঝালের গরুর মাংসের রেসিপি সম্পর্কে জানবো। সব শেষে আমরা জানবো সকলের পছন্দের বিরিয়ানি তেহেরি রান্নার রেসিপি সম্পর্কে। আমরা শুধু গরুর মাংসের রেসিপি সম্পর্কে জানবো না বরং যারা একটু স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছেন তারা কিভাবে গরুর মাংসের রান্না খাবেন সে সম্পর্কেও আলোচনা করেছি। তাই এখন গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি সম্পর্কে জানতে নিচে বিস্তারিত পড়ুন।

সহজ পদ্ধতিতে গরুর মাংসের ভুনা রেসিপি

গরুর মাংসের ভুনা এমন একটি রেসিপি যা ঈদের দিন ঘরে ঘরে সবার টেবিলে জায়গা করে নেয়। বিশেষ করে কোরবানির পরপরই দ্রুত রান্না করার জন্য সহজ ভুনা রেসিপিটি খুব জনপ্রিয়। এই রেসিপিতে বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। গরুর ভুনা রেসিপির সবচেয়ে ভালো দিক হলো এটি একদম ঝামেলাবিহীনভাবে রান্না করা যায়। এখন আমরা ৪ থেকে ৫ জনের জন্য গরুর মাংসের ভুনা রেসিপি রান্না করার প্রক্রিয়া সম্পর্কে জানবো।

উপকরণঃ
  • হাড়সহ মাঝারি টুকরা করা ১ কেজি মাংস
  • ৩ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ রসুন বাটা
  • ১ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  •  ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো 
  • ২টি থেকে ৩টি তেজপাতা
  • ১ টুকরো দারুচিনি
  • ২টি থেকে ৩টি এলাচ
  • ৩টি থেকে ৪টি লবঙ্গ
  • স্বাদমতো লবণ
  • ১/২ কাপ পরিমাণ তেল ( রাইচ ওয়েল/ সরিষা তেল/ সয়াবিন তেল)
  • ৫টি থেকে ৬টি কাঁচা মরিচ
  • ধনেপাতা ( আপনি এড়িয়ে চলতে পারেন)
  • পরিমাণ মত পানি
উপকরণ গুলো হাতের কাছে প্রস্তুত করে প্রথমেই একটি হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড ভাজতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাঁজতে হবে। এচার আদা, রসুন বাটা এক মিনিট সময় নিয়ে নেড়ে তারপর হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়ো দিয়ে আরও ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার স্বাদ ভাড়ানোর এটিই হলো গোপন রহস্য।

এরপর গরুর মাংস দিয়ে মসলার সাথে ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচ একটু কমিয়ে কম করে হলেও ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে মাংস ভালোভাবে কষাতে হবে। এরপর মাংস একটু শুকলো হয়ে আসলে সাদা পানি অথবা গরম পানি ঢেলে দিতে হবে। এরপর মাঝারি আঁচে আরোও ৪০ থেকে ৫০ মিনিট সময় মাংস সিদ্ধ করতে হবে। আর আপনি যদি প্রেসার কুকার ব্যবহার করেন তাহলে ৪ থেকে ৫ টা সিটি দিতে হবে।
মাংস সিদ্ধ হয়ে আপনি শুকিয়ে আসলে চুলার আঁচ বাড়িয়ে ৫ থেকে ৭ মিনিট ভালোভাবে নাড়তে হবে যতক্ষন পর্যন্ত মাংসটা ঘন ও তেল ছেড়ে না দেয় ঠিক ততক্ষন। এবার গরম মসলা গুঁড়ো ও কাঁচা মরিচ দিয়ে অল্পকিছুক্ষন জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে। আপনি চাইলে পরিবেশন করার জন্য ধনে পাতা ব্যবহার করতে পারেন। ব্যাস এভাবেই খুব সহজে আপনিও মুখরোচক গরুর মাংসের ভুনা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন।

গরুর মাংস দিয়ে সহজ পদ্ধতিতে কালা ভুনা রেসিপি

কালা ভুনা এমন একটি রেসিপি যা কেবল স্বাদেই নয় বরং ঘ্রাণে আর রঙেও একেবারে অনন্য। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই রান্নাটি এখন সারা দেশেই ব্যাপক জনপ্রিয় বিশেষ করে ঈদের দিনে। ঘন মসলা, কষানো ঝোল এবং গাঢ় রঙের জন্য এই পদটি আলাদা। শুনতে যত কঠিন মনে হয় রান্নার পদ্ধতি কিন্তু বেশ সহজ। আজ আমরা জানবো ৪ থেকে ৫ জনের জন্য সহজভাবে গরুর মাংসের কালা ভুনা রান্নার পদ্ধতি।

উপকরণঃ
  • ১ কেজি হাড়সহ মাঝারি টুকরা করা গরুর মাংস
  • ৪ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ রসুন বাটা
  • ১ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  •  ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো 
  • ২টি থেকে ৩টি তেজপাতা
  • ১ টুকরো দারুচিনি
  • ২টি থেকে ৩টি এলাচ
  • ৩টি থেকে ৪টি লবঙ্গ
  • স্বাদমতো লবণ
  • পরিমাণ মত পানি ও তেল

প্রথমেই উপকরণ গুলো হাতের কাছে প্রস্তুত করে নিতে হবে যেন রান্নার সময় অসুবিধা না হয়। এবার একটি বড় হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজ গাঢ় বাদামি হয়ে যায়। কালা ভুনার স্বাদ আর রঙ আসার এটিই প্রধান ধাপ।পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে তাতে আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট নাড়তে হবে। এরপর একে একে হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে কষাতে হবে। এসময় আঁচ মাঝারি রাখতে হবে যেন মসলা পুড়ে না যায়।

এখন গরুর মাংস দিয়ে দিতে হবে এবং মাংসের সাথে মসলা ভালোভাবে মিশিয়ে ধৈর্য নিয়ে কষাতে হবে। কম করে হলেও ২০ থেকে ২৫ মিনিট সময় নিয়ে মাংসের নিজস্ব রসে কষিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন মতো গরম পানি দিয়ে হাড় ঢেকে দিতে হবে। এবার ঢেকে মাঝারি আঁচে ৪৫ থেকে ৫০ মিনিট মতো রান্না করতে হবে। প্রেসার কুকার ব্যবহার করলে ৪টি সিটি যথেষ্ট।

মাংস সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে দিতে হবে এবং যতক্ষণ না ঝোল ঘন হয়ে তেল ছাড়ে ততক্ষণ নাড়তে হবে। এই সময় চাইলে ১ চা চামচ চিনি দিতে পারেন এতে কালো রঙ আরও গাঢ় হবে। অবশেষে গরম মসলা গুঁড়ো ও কাঁচা মরিচ দিয়ে কয়েক মিনিট জাল দিয়ে নামিয়ে নিতে হবে। চাইলে উপরে সামান্য ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করতে পারেন। তবে মাংসের রঙ কালো না হওয়া পর্যন্ত রান্না থামানো যাবেনা। বাজারে অনেক কালা ভুনার মসলা পাওয়া যায় আপনি চাইলে রান্নাই সেগুলোও ব্যবহার করতে পারেন।

গরুর মাংস দিয়ে আফগানি বিরিয়ানি রেসিপি

আফগানি বিরিয়ানি একাধারে সুগন্ধি, মশলাদার এবং অন্য রকম স্বাদের জন্য অনেক পরিচিত। গরুর মাংস দিয়ে তৈরি এই বিরিয়ানি আপনাকে তার সুগন্ধ এবং স্বাদের জন্য মুগ্ধ করবে। এটি একটি বিশেষ ধরনের বিরিয়ানি যা সাধারণত একটু আলাদা পদ্ধতিতে রান্না করা হয়। এটি বিশেষ করে ঈদের সময় কিংবা কোনো বিশেষ আয়োজনে রান্না করা হয়। এখন আমরা ৪ থেকে ৫ জনের জন্য গরুর মাংস দিয়ে আফগানি বিরিয়ানি রান্না করার পদ্ধতি জানবো।

উপকরণঃ
  • ২ কাপ পরিমাণ বাসমতি চাল
  • হাড়সহ মাঝারি টুকরা করা ১ কেজি মাংস
  • ৩ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ রসুন বাটা
  • ১ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  •  ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো 
  • ২টি থেকে ৩টি তেজপাতা
  • ১ টুকরো দারুচিনি
  • ২টি থেকে ৩টি এলাচ
  • ৩টি থেকে ৪টি লবঙ্গ
  • স্বাদমতো লবণ
  • ১/২ কাপ পরিমাণ তেল ( রাইচ ওয়েল/ সরিষা তেল/ সয়াবিন তেল)
  • ৫টি থেকে ৬টি কাঁচা মরিচ
  • ধনেপাতা ( আপনি এড়িয়ে চলতে পারেন)
  • পরিমাণ মত পানি
  • আদা, রসুন, পুদিনা ও ধনেপাতা একত্রে পেস্ট
প্রথমে গরুর মাংস ১/২ কাপ দই, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এবং ১ চা চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এরপর বাসমতি চাল ধুয়ে একটি পাত্রে অল্প লবণ ও তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ না করে কিছুটা কাঁচা রেখে সিদ্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। 
এরপর একটি বড় প্যানে গরম তেল ও আপনি চাইলে ঘি দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ যোগ করে নাড়তে হবে। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালী রঙ না হওয়া পর্যন্ত ভাঁজতে হবে। এরপর ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভালোভাবে কষাতে হবে। এরপর একটি বিরিয়ানি প্যানে মাংসের মিশ্রণ ঢেলে এর উপরে কিছু কাঁচা মরিচ, কুচি করা পুদিনা, ধনেপাতা ছড়িয়ে দিতে হবে ও সেদ্ধ করা বাসমতি চাল প্যানের উপর ছড়িয়ে দিতে হবে। সব শেষে গরম মসলা গুঁড়ো ও আপনি চাইলে ঘি দিয়ে মাঝারি আঁচে ২০ থেকে ২৫ মিনিট রান্না করতে হবে। ব্যাস এরপরই আপনার আফগানি বিরিয়ানি রেসিপি পরিবেশনের জন্য প্রস্তুত

সহজে গরুর মাংসের স্টেক বানানোর রেসিপি

গরুর মাংসের স্টেক একটি সুস্বাদু ও প্রিয় খাবার যা আপনি খুব সহজেই ঘরেই বানাতে পারেন। এই রেসিপি অনুসরণ করে আপনিও চাইলে খুব কম উপকরণে একটি মজাদার গরুর মাংসের স্টেক তৈরি করতে পারবেন। এই রেসিপি এমনভাবে সাজানো যাতে কোনো ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে স্টেক রান্না করতে পারেন। 

গরুর-মাংস-দিয়ে-বানানো-সেরা-১০টি-ঈদের-রেসিপি
উপকরণঃ
  • ২৫০ থেকে ৩০০ গ্রাম টুকরা করা গরুর মাংস
  • ১ চা চামচ রসুন কুচি
  • ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়া
  • স্বাদমতো লবণ
  • ১ টেবিল চামচ সয়া সস
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
  • ১ টেবিল চামচ মাখন (আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন)
  • রোজমেরি (আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন)
প্রথমে গরুর মাংসের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা বড় পাত্রে সেই মাংস রাখতে হবে। এখন তার ওপর একটু রসুন কুচি, স্বাদমতো লবণ, হালকা গোল মরিচ গুঁড়া, আর এক চামচ সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আপনি চাইলে একটু অলিভ অয়েল মিশিয়ে দিতে পারেন এতে মাংসটা আরও কোমল হবে। এইভাবে মিশিয়ে রেখে দিন অন্তত ৩০ মিনিট তবে সময় থাকলে এক দু ঘণ্টা রাখলে স্বাদ অনেক ভালো হয়।

এবার একটা ভারী তলযুক্ত ফ্রাইপ্যান গরম করতে হবে। তেল গরম হলে একটু মাখন দিয়ে দিতে হবে এতে স্টেকে সুন্দর একটা ঘ্রাণ আর রিচ টেক্সচার আসবে। এখন ম্যারিনেট করা মাংসের টুকরাগুলো প্যানে দিয়ে দুই পাশ ভালো করে সেঁকে নিতে হবে। এক এক পাশ ৩ থেকে ৪ মিনিট করে রাখলেই হয়। তবে আপনি যদি একটু বেশি রান্না করা পছন্দ করেন তাহলে সময় একটু বাড়িয়ে নিতে পারেন। মাঝেমধ্যে স্টেকের ওপর রোজমেরি ছড়িয়ে দিতে পারেন এতে ঘ্রাণ আরও সুন্দর হয়। শেষে মাংসটা প্যান থেকে তুলে একটা প্লেটে রেখে দিন আর ওপর দিয়ে একটু ঢেকে ৫ মিনিট রেস্ট দিন। ব্যাস এভাবেই ঘরে বসেই রেস্তরা স্টাইলে স্টেক বানিয়ে ফেলতে পারবেন।

ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের কাবাব রেসিপি

কাবাব রান্না করার কথা শুনলেই অনেকে ভাবেন অনেক ঝামেলার বিষয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ ঘরোয়া উপায়ে খুব সহজেই এই রেসিপি বানানো যায়। বিশেষ করে এই রেসিপি যায়া খাবার পছন্দ করেন তাদের জন্য সেরা একটি রেসিপি হতে পারে । ঈদের দিনে অতিথি আপ্যায়নের জন্য এটি দারুণ একটি খাবার হতে পারে গরুর কাবাব। এখন আমরা গরুর মাংসের কাবাব রেসিপি সম্পর্কে জানবো।

উপকরণঃ 
  • ৫০০ গ্রাম গরুর কিমা  
  • ১ কাপ পেঁয়াজ কুচি  
  • ১ টেবিল চামচ রসুন বাটা  
  •  ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ চা চামচ ধনে গুঁড়া  
  • ১ চা চামচ জিরা গুঁড়া  
  • স্বাদমতো লবণ 
  • ১ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  • ২ থেকে ৩টি কাঁচা মরিচ কুচি
  • ২ টেবিল চামচ ধনে পাতা কুচি
  • ১টি ডিম
  • ২ টেবিল চামচ বেসন
  • পরিমাণ মত তেল
সবার আগে গরুর কিমাটা একটু ঝরঝরে করে নিন। তারপর একটা বড় পাত্রে কিমা নিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন-আদা বাটা, মরিচ গুঁড়া, ধনে জিরা গুঁড়া, গরম মসলা, কাঁচা মরিচ কুচি, আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণে দিন একটা ডিম আর ২ টেবিল চামচ বেসন বা চানাচুর গুঁড়া এতে কাবাব আর ভাঙবে না। সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে ফেলুন যেন একটানা একটা মিশ্রণ তৈরি হয়। এবার ঢেকে রেখে দিন ৩০ মিনিট যাতে মশলার স্বাদ মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়।

এইবার মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে হাত দিয়ে লম্বাটে বা গোল কাবাব শেপ তৈরি করে নিন। প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ধীরে ধীরে কাবাবগুলো ভেজে নিন। প্রতিটা কাবাব যেন দু’পাশ থেকে ভালোভাবে সোনালি হয়ে আসে। এই দিক লক্ষ্য করে কাবাব গুলো ভাঁজতে হবে। এভাবেই সকল কাবাব ভেজে নিজের মত করে পরিবেশন করতে পারেন।

চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার ইউনিক রেসিপি

চুই ঝাল একটি বিশেষ ধরনের মসলা যা সাধারণত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকা গুলোতে খাবারে ব্যবহৃত হয়ে থাকে। আর গরুর মাংসের সঙ্গে চুই ঝাল মাংসের স্বাদ কয়েক গুন বাড়িয়ে দিতে পারে। এই ঝালটি স্বাদে খুব বেশি ঝাল না হলেও এর ফ্লেভার অসাধারণ। চুই ঝাল এক প্রকার গাছের সিকড় যার ফলে এটি রান্নার ঝাল বাড়ায় না বরং এটি মাংসের এক প্রকার ঘ্রাণ ও অন্যরকম স্বাদ প্রদান করে। এটি মাংসের সাথে রান্না করলে একদম ইউনিক একটা স্বাদ তৈরি করে। 

উপকরণঃ 
  • লম্বা করে কাটা চুই ঝাল ১ কাপ পরিমাণ
  • হাড়সহ মাঝারি টুকরা করা ১ কেজি মাংস
  • ৩ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ রসুন বাটা
  • ১ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  •  ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো 
  • ২টি থেকে ৩টি তেজপাতা
  • ১ টুকরো দারুচিনি
  • ২টি থেকে ৩টি এলাচ
  • ৩টি থেকে ৪টি লবঙ্গ
  • স্বাদমতো লবণ
  • ১/২ কাপ পরিমাণ সরিষার তেল
  • ৫টি থেকে ৬টি কাঁচা মরিচ
  • পরিমাণ মত পানি
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে সরিষার তেলে তেজপাতা, এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এরপর তাতে আদা রসুন বাটা, মরিচ, ধনে-জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষিয়ে মাংস দিয়ে ভালোভাবে ভুনা করে নিতে হবে। মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন পরিষ্কার করে কাটা চুই ঝাল দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। তারপর পানি দিয়ে ঢেকে দিতে ধীরে ধীরে চুলায় সেদ্ধ হতে দিন যেন মাংস আর চুই দুটোই নরম হয়।

যখন ঝোলটা ঘন হয়ে আসবে আর তেল উপরে উঠে আসবে তখন বুঝবেন রান্না শেষের পথে। এবার উপর দিয়ে একটু গরম মসলা ছড়িয়ে দিন আর ঢেকে রেখে ২ থেকে ৩ মিনিট রেখে দিন। এই রান্নাটার মজাই হচ্ছে এর ঘ্রাণ আর ঝাঁজ। চুই ঝাল নাকে মুখে এক অন্যরকম তৃপ্তি এনে দেয়। সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলেই বোঝা যাবে এর আসল স্বাদ কতটা দারুণ। একবার খেলে এই ইউনিক রেসিপি বারবার রান্না করতে মন চাইবে।

গরুর মাংস দিয়ে তেহেরি রান্নার সহজ রেসিপি 

অনেকেই ভাবেন যে তেহেরি রান্না করা অনেক কঠিন ও সময় সাপেক্ষ কিন্তু বাস্তবে তেহেরি রান্না করা অনেক সহজ। আপনি চাইলে আমাদের দেওয়া পদ্ধতি ব্যবহার করে তেহেরি রান্না করতে পারেন। তেহেরি রান্না করা সহজ তার আরেকটি অন্যতম কারণ হচ্ছে চাল ও মাংস এখানে এক সাথে রান্না করা যায়। যার ফলে সময় ও পরিশ্রম দুইটিই কম লাগে। এখন আমরা জানবো কিভাবে অল্প সময়ে তেহেরি রান্না করা যায়।

উপকরণঃ
  • ২ কাপ বাসমতি/পোলাও চাল
  • হাড় সহ ৫০০ গ্রাম গরুর মাংস
  • ১/২ কাপ দই
  • ১ কাপ পেঁয়াজ কুচি
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ রসুন বাটা
  • ২ থেকে ৩টি করে দারুচিনি, এলাচ, লবঙ্গ
  • ২টি তেজপাতা
  • স্বাদমতো লবণ
  • ১ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ হলুদ
  • ১ চা চামচ জিরা গুঁড়া
  • ১/২ কাপ তেল অথবা ঘি
  • পরিমাণ মত গরম পানি
প্রথমে চাল ধুয়ে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর প্যানে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর দিন আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। মসলা কষে নিলে গরুর মাংস দিয়ে দিতে হবে এবং মরিচ, হলুদ, জিরা গুঁড়া ও লবণ মিশিয়ে ভালো করে ভুনা করতে হবে।
ভুনা হয়ে গেলে দই দিয়ে আরও কষিয়ে নিতে হবে। এরপর পানি দিয়ে ঢেকে মাংস সেদ্ধ করে নিতে হবে। য়াপনি চাইলে এই কাজ প্রেসার কুকার ব্যবহার করেও করতে পারবেন। তবে প্রেসার কুকারে ৩ থেকে ৪টি সিটি দিলেই হবে। মাংস সেদ্ধ হলে তাতে ভেজানো চাল দিয়ে দিতে হবে এবং নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মত পানি দিয়ে চাল ও মাংস অল্প আঁচে রান্না করতে হবে। চাল ও মাংস একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলেই গরুর মাংসের তেহেরি পরিবেশন করার জন্য প্রস্তুত।

স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য গরুর মাংসের রেসিপি

স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা স্বাস্থ্যের কথা চিন্তা করে গরুর মাংসের বিভিন্ন রান্না খেতে চাননা। আবার অনেকের বিভিন্ন সমস্যা যেমনঃ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, এলার্জি ইত্যাদি রোগ থাকার কারণে গরুর মাংস খেতে ভয় করেন। যদি ডাক্তার সরাসরি গরুর মাংস খেতে নিষেধ  করেন তাহলে অবশ্যই গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর যদি ডাক্তার পরিমাণ মত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাহলে নিচে দেওয়া কিছু নিয়ম মেনে গরুর মাংস রান্না করলে আশা করা স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না।
গরুর-মাংস-দিয়ে-বানানো-সেরা-১০টি-ঈদের-রেসিপি
  • চর্বি বাদ দিয়ে মাংস ব্যবহার করা।
  • তেল ও লবন কম ব্যবহার করা।
  • সোয়াবিন তেল ব্যবহার না করে সরিষার তেল ব্যবহার করা।
  • অতিরিক্ত ঝাল বা তীব্র মসলা ব্যবহার না করা।
  • রান্নায় ঘি ব্যবহার না করা।
  • রান্নায় প্রাকৃতিক মসলা ব্যবহার করা।
  • রান্নায়  ভিনেগার বা লেবুর রস ব্যবহার করা।
  • সঠিক পরিমাণে মাংস সিদ্ধ করা ইত্যাদি।

শেষ কথা - গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি

গরুর মাংস দিয়ে বানানো সেরা ১০টি ঈদের রেসিপি নিয়ে আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে যারা ভুজন প্রমিক বা খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি গুলো অনেক কাজে আসতে পারে। কারণ এই রেসিপি গুলো বাড়িতে বানানোর জন্য দামি কোনো মসলা বা উপকরণ না লাগার কারণে আপনার ঘরে থাকা মসলা ও উপরকন দিয়েই রেসিপি গুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের জন্য বিশেষ ভাবে গরুর মাংসের অন্যরকম রেসিপি তুলে ধরা হয়েছে। আশা করা যায় যে স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন কারণ এতে স্বাস্থ্যের কথা চিন্তা করেই মসলা ও উপকরণ দিয়ে এই রেসিপি গুলো দেওয়া হয়েছে।  250311

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url