OrdinaryITPostAd

মে মাসের সরকারি ছুটি - মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২

ইংরেজী ১২টি মাসের মধ্যে পঞ্চম মাসটি হল মে মাস। বাকি আরও ১১টি মাসের মত মে মাসেও কিছু সরকারি-বেসরকারি ছুটি রয়েছে। আজ আমরা মে মাসের সরকারি ছুটি নিয়েই আলোচনা করব। এবং দেখব মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২ সমূহ।

চলুন আর দেরি না করে আমরা মে মাসের সরকারি ছুটি ও মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২ সমূহ কি ভা কয়দিন তা দেখে নেই।

পেজ সূচীপত্রঃ মে মাসের সরকারি ছুটি - মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২

মে মাসের সরকারি ছুটি

মে মাসের প্রথম দিনই বা পহেলা মে রবিবার (১৮ বৈশাখ ১৪২৯) রয়েছে সরকারি ছুটি। এই দিন অর্থাৎ পহেলা মে সারাদেশে পালিত হয় মে দিবস বা শ্রমিক দিবস ১ দিন। এই দিন সরকারি ছুটি হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ এপ্রিল মাসের সরকারি ছুটি ২০২২

এছাড়াও ২০২২ সালের ২,৩,৪ মে সোমবার, মঙ্গলবার ও বুধবার (১৯,২০,২১ বৈশাখ ১৪২৯) পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৩ দিন এবং ১৫ মে রবিবার (১লা জৈষ্ঠ ১৪২৯) রয়েছে বৌদ্ধ পূর্নিমার ছুটি ১ দিন। এছাড়াও রয়েছে প্রতি শুক্র ও শনিবার সরকারি ছুটি।

মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২

২০২২ সালের মে মাসে সরকারি ও ঐচ্ছিক ছুটি মিলে বেশ কিছু ছুটি রয়েছে। যা আমরা নিম্নে আলোচনা করব। 

সাধারন ছুটিঃ ২০২২ সালের ০১ লা মে রবিবার (১৮ বৈশাখ ১৪২৯) শ্রমিক দিবসের ছুটি রয়েছে যা সরকারি ছুটি হিসেবে বিবেচিত। এছাড়াও ২০২২ সালের ৩রা মে মঙ্গলবার ২০২২ (২০ বৈশাখ ১৪২৯) ঈদুল ফিতরের ছুটি ১ দিন। ও ১৫ মে রবিবার (১লা জৈষ্ঠ ১৪২৯) বৌদ্ধ পূর্নিমার (বৈশাখী পূর্নিমা) ১ দিন ছুটি রয়েছে। এছাড়াও সাপ্তাহিক ছুটি শুক্র-শনি সরকারি ছুটি।

নির্বাহি আদেশে ছুটিঃ  ২০২২ সালের রোজার ঈদ বা ঈদুল ফিতর ৩রা মে মঙ্গলবার ২০২২ (২০ বৈশাখ ১৪২৯) পালিত হবে। এবং সরকারি-বেসরকারি অফিস আদালত ২-৪ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষনা করেছে।

ঐচ্ছিক ছুটি (মুসলিম)ঃ ৫ মে বৃহস্পতিবার ( ২২ বৈশাখ ১৪২৯) ঈদুল ফিতরের পরের দ্বিতীয় দিন। 

আরও পড়ুনঃ জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ১৪২৯ 

বিঃদ্রঃ পর পর দুইদিন শুক্র ও শনি সরকারি ছুটি হওয়ার কারণে এবার ২ থেকে ৭ মে মোট ৬ দিন ছুটি ধরা হয়েছে। 

মে মাসের ক্যালেন্ডার ২০২২

আজ কি সরকারি ছুটি ২০২২

আজ মে মাসের ১০ তারিখ মঙ্গলবার ২০২২ (২৭ বৈশাখ ১৪২৯)। আজ কোন সরকারি ছুটি নেই। সারা বছরের সরকারি ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

আগামিকাল কি সরকারি ছুটি ২০২২

আগামিকাল ১১ মে বুধবার ২০২২ (২৮ বৈশাখ ১৪২৯)। আগামিকালও কোন সরকারি ছুটি নেই। মে মাসের অন্যান্য ছুটি সমূহ দেখতে এখানে ক্লিক করুন

২০২২ সালের সাধারন ছুটির তালিকা

  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২১ শে ফেব্রুয়ারি
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস - ১৭ ই মার্চ
  • স্বাধীনতা ও জাতীয় দিবস - ২৬ শে মার্চ
  • জুমাতুল বিদা - ২৯ শে এপ্রিল
  • মে দিবস - ১লা মে
  • ঈদ-উল-ফিতর - ৩রা মে
  • বুদ্ধ পূর্ণিমা - ১৫ই মে
  • ঈদুল আযহা - ১০ই জুলাই
  • জাতীয় শোক দিবস - ১৫ আগস্ট
  • জন্মাষ্টমী - ১৮ই আগস্ট 
  • দূর্গাপূজা (বিজয়া দশমী) - ৫ই অক্টোবর
  • ঈদে মিলাদুন্নবী (সাঃ) - ৯ই অক্টোবর
  • বিজয় দিবস - ১৬ই ডিসেম্বর
  • যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) - ২৫শে ডিসেম্বর

২০২২ সালের নির্বাহী আদেশে ছুটির তালিকা

  • শব-ই-বরাত - ১৯শে মার্চ
  • বাংলা নববর্ষ - ১৪ই এপ্রিল
  • শব-ই-কদর - ২৯শে এপ্রিল
  • ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন - ২ থেকে ৪ মে
  • ঈদুল আযহার আগে ও পরের দুই দিন - ৯ ও ১১ জুলাই
  • আশুরার দিন - ৯ই আগস্ট

শেষ কথাঃ মে মাসের সরকারি ছুটি - মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২

বন্ধুরা, আজ আমরা মে মাসের সরকারি ছুটি - মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২ নিয়ে আলোচনা করেছি। আমাদের এই পোস্টে মে মাসের সকল সরকারি ছুটি নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলা ক্যালেন্ডার ২০২২

আমাদের এই মে মাসের সরকারি ছুটি - মে মাসের সরকারি ছুটির তালিকা ২০২২ পোস্টটি আশাকরি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url