OrdinaryITPostAd

উপায় একাউন্ট খোলার নিয়ম 2022 - Upay মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম বা উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম খুঁজছেন? উপায় একাউন্ট খোলার নিয়ম নিয়েই আজকের এই পোস্ট। উপায় একাউন্ট খোলার নিয়ম ছাড়াও আরো থাকবে উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম। 

চলুন তাহলে উপায় একাউন্ট খোলার নিয়ম বা উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম জেনে নিই।

পেজ সূচিপত্রঃ উপায় একাউন্ট খোলার নিয়মঃ

উপায় একাউন্ট এ কি কি সুবিধা রয়েছে?

অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মত উপায় একাউন্ট খুললে আপনি আপনার বাসায় থেকে মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা পেতে পারবেন। এই সুবিধাটি হচ্ছে উপায় একাউন্ট খোলার অন্যতম সুবিধা। এছাড়া আসো যেসকল সুবিধা পেতে পারেনঃ

  • মোবাইল রিচার্জ 
  • সেন্ড মানি
  • ক্যাশ ইন
  • ক্যাশ আউট
  • পেমেন্ট
  • পে বিল
  • ফান্ড ট্রান্সফার 

চলুন এসব সুবিধা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিইঃ

মোবাইল রিচার্জঃ আপনার যদি উপায় একাউন্ট থাকে এবং সেখানে যদি উপায় একাউন্ট বোনাস থাকে তাহলে রাত দিন ঝড় বৃষ্টি অথবা বিপদ আপদ যেকোনো সময়ে আপনার মোবাইলে যদি রিচার্জের প্রয়োজন হয় তাহলে আপনি নিসেন্দেহে আপনার উপায় একাউন্ট দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন। 

উপায়ে সেন্ড মানিঃ

আপনি চাচ্ছেন কারো কাছে টাকা পাঠাতে । কিন্তু আপনার এখন দোকানে গিয়ে টাকা দেয়া অথবা লোকটার সাথে দেখা করার সময় হচ্ছেনা কিন্তু টাকা দেয়া জরুরি। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি তখন আপনার উপায় একাউন্ট থেকে সেন্ড মানি অপশন ব্যবহার করে আপনার প্রয়োজনীয় কাজটি করে নিতে পারবেন। 

উপায়ে ক্যাশ ইনঃ

আপনি উপায় এর এজেন্টের কাছে গিয়ে ক্যাশ ইন করেনিতে পারবেন ।

ক্যাশ আউটঃ আপনার উপায় একাউন্ট থেকে টাকা তোলার প্রয়োজন হলে আপনি যখন ইচ্ছা তখন টাকা তুলে নিতে পারবেন।

উপায়ে পেমেন্টঃ 

আপনি পেমেন্ট অপশনটি ব্যবহার করে আপনার ইচ্ছামতো পেমেন্ট করতে পারবেন।

উপায়ে পে বিলঃ 

আপনি উপায় একাউন্ট ব্যবহার করে আপনার যেকোন ধরণের বিল যেমনঃ গ্যাস বিল, কারেন্ট বিল অথবা পানির বিল পে করতে পারবেন। 

উপায়ে ফান্ড ট্রান্সফারঃ 

যেসব দিন সাধারণ নিয়ম অনুযায়ী বন্ধ থাকে সেসব দিনেও আপনি চাইলে ফান্ড ট্রান্সফার করতে পাবেন উপায় একাউন্ট ব্যবহার করে। 

উপায় অ্যাপ ডাউনলোড করার উপায় একাউন্ট খোলার নিয়মঃ

উপায় একাউন্ট খোলার নিয়ম জানার আগে আপনাকে জানতে হবে কিভাবে উপায় অ্যাপ ডাউনলোড করতে হবে। উপায় অ্যাপ ডাউনলোড করতে পারবেন এই লিংক এ ক্লিক করে। 

উপায় অ্যাপ ব্যবহার করে উপায় একাউন্ট খোলার নিয়মঃ 

উপায় একাউন্ট খোলার নিয়ম জেনে উপায় একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ 

১। এতক্ষণে নিশ্চয় আপনারা উপায় অ্যাপটি ডাউনলোড করেছেন। এখন ইন্সটল করে নিয়ে উপায় অ্যাপের রেজিস্ট্রেশন বাটন এ চাপ দিন। 

২। আপনার মোবাইল নাম্বার দিন 

৩। আপনার অপারেটর বেছে নিন

৪। আপনার ফোনে একটি কোড যাবে। কোডটি পূরণ হয়ে গেলে আপনার ভ্যারফিকেশন করা হয়ে যাবে। 

৫। এরপর আপনাকে আপনার ভোতার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রের দুই পৃষ্ঠার ছবি তুলে সাবমিট করতে হবে। এক্ষেত্রে প্রথমে সামের পৃষ্ঠার ছবি তুলতে হবে এবং পরে পিছনের পৃষ্ঠার ছবি তুলতে হবে। 

৬। এরপর আপনার একটি ছবি তোলা হবে যা একদম রিসেন্ট হতে হবে অর্থ্যাত আপনাকে তখন একটি সেলফি তুলে জমা দিতে হবে। 

৭। আপনার প্রদত্ত যাবতীয় তথ্য ঠিক আছে কিনা তা দেখে নিয়ে কনফার্ম বাটনে চাপ দিন।

৮। এরপর আপনাকে একটি ৪ ডিজিটের পিন দিতে হবে। 

৯। আপনার প্রদত্ত তথ্যাবলী যদি সব ঠিক হয়ে থাকে তাহলে আপনার কাছে Welcome to Upay  লেখাটি স্ক্রিনে আসবে। 

১০। এরপর থেকে আপনি যখন আপনার উপায় একাউন্টে লগিন করতে চাইবেন তখন থেকে উপায় একাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সে নাম্বারটি এবং ৪ ডিজিটের পিনটি ব্যবহার করবেন।

উপায় মোবাইল ব্যংকিং খোলার নিয়ম এজেন্টের মাধ্যমেঃ

আপনি যদি নিজে উপায় অ্যাপ এর মাধ্যমে উপায় একাউন্ট খোলার নিয়ম বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি যেকোনো এজেন্টের মাধ্যমে উপায় একাউন্ট খুলতে পারেন। এজন্য আপনি যখন এজেন্টের কাছে যাবেন তখন আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেগুলো কি কি চলুন জেনে নেয়া যাকঃ

  • জাতীয় পরিচয়পত্র 
  • স্বয়ং নিজেকে উপস্থিত হতে হবে
  • মোবাইল এবং যে নাম্বার ব্যবহার করা হবে সে নাম্বার

এখন জেনে নিই এজেন্ট দ্বারা উপায় মোবাইল ব্যংকিং খোলার নিয়ম। এজেন্ট কিছু কাজ করার পর আপনার ফোনে যে কোডটি যাবে সে কোড চাইবে এবং আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের দিকের ছবি তুলবে। ৪ ডিজিটের পিন সেট করে আপনি উপায় মোবাইল ব্যংকিং এর সকল সুযগ পেতে পারবেন। 

উপায় মোবাইল ব্যংকিং নিয়ে আরো কিছু তথ্যঃ

কখনো নেট এর ঝামেলার কারণে যদি আপনি অ্যাপ ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আপনি উপায় মোবাইল ব্যংকিং কোড ব্যবহার করতে পারবেন। উপায় মোবাইল ব্যংকিং কোড হলো *268# । এছাড়া উপায় মোবাইল ব্যংকিং এর বিভিন্ন অফার রয়েছে। এসব উপায় মোবাইল ব্যংকিং অফারসমূহ উপভোগ করতে এখুনি ক্লিক করুন এই লিংক এ। 

এছাড়া উপায় মোবাইল ব্যংকিং সম্পর্কে আরো যদি কোন সাহায্যের প্রয়োজন হয় থাওলে আপনারা উপায় মোবাইল ব্যংকিং এর হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। উপায় মোবাইল ব্যংকিং এর হেল্পলাইন পেতে এই লিংক এ ক্লিক করুন। 

উপায় মোবাইল ব্যংকিং সারাদিনে কত বার লেনদেন করা যাবে?

১। ব্যাংক অথবা ক্রেডিট কার্ড অথবা এজেন্ট থেকে ক্যাশ ইন করতে চান সেক্ষেত্রে আপনি দিনে সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ৩০০০০ টাকা রাখতে পারবেন। আপনি দিনে সর্বোচ্চ ৫ বার ৩০০০০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন উপায় মোবাইল ব্যংকিং এর মাধ্যমে। 

২। একইভাবে আপনি যদি এজেন্ট থেকে ক্যাশ আউট করতে চান তাহলে দিনে সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং ৫ বার ২৫,০০০ টাকা তুলতে পারবেন দিনে সর্বোচ্চ। 

৩। সেন্ড মানি এবং ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফারের করার ক্ষেত্রে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং দিনে৫০ বার ২৫,০০০ টাকা সেন্ড মানি করতে পারবে যেকেউ। 

৪। পেমেন্টে এর ক্ষেত্রে সর্বনিম্ন ১ টাকার পে করতে হবে এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই। 

৫। পে বিল আপনি সারাদিনে যত ইচ্ছে পে করতে পারবেন। এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।

৬। মোবাইল রিচার্জ আপনি সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা এবং দিনে৫০ বার ১০,০০০টাকা রিচার্জ করতে পারবেন। 

আশা করি উপায় মোবাইল ব্যংকিং এ কতবার দিনে কি কি লেনদেন করা যাবে তা নিয়ে আর চিন্তা নেই।

উপায় মোবাইল ব্যংকিং এ চার্জ ফি কত?

উপায় মোবাইল ব্যংকিং এর মাধ্যমে ক্যাশ আউট করতে চাইলে আপনাকে প্রতি এক হাজার টাকায় ১৪ টাকা চার্জ ফি দিতে হবে। কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে হাজারে ৮ টাকা চার্জ হিসেবে কাটবে। কিন্তু আপনি যদি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন তাহলে সে ক্ষেত্রে একদম ফ্রি চার্জে টাকা উওোলন করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url