অর্ডিনারি আইটি https://www.ordinaryit.com/2020/09/facebook.html

ফেসবুক থেকে আয় ২০২৩ | ফেসবুক থেকে আয় করার উপায়

ফেসবুক থেকে আয়ঃ ২০২৩ সালে এসে ১০০০৳ পর্যন্ত ফেসবুক থেকে আয় করতে চান শুধুমাত্র পোস্ট শেয়ার করেই? অর্ডিনারি আইটি ওয়েবসাইটের ব্লগপোস্ট ফেসবুকে শেয়ার করে আয় করুন। ফেসবুক থেকে আয় ২০২৩ এর পেমেন্ট নিন বিকাশ, রকেট, নগদ বা ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে। যারা প্রতিদিন ২/১ মিনিট সময় ফেসবুকে ব্যয় করে আয় করতে চান তাদের জন্য এটি অত্যন্ত দারুণ সুযোগ।

ফেসবুক থেকে আয় ২০২৩ | নিচের ভিডিওতে বিস্তারিত দেখুন | ইউটিউব লিংক


ফেসবুক থেকে আয় ২০২৩ এর নিয়মাবলি ও ইনকাম
  • এই লিংকে গিয়ে সেখান থেকে প্রতিদিন একটি করে পোস্ট শেয়ার করতে হবে।
  • প্রতি ৩০টি পোস্ট শেয়ার করার জন্য ১০০০ টাকা পর্যন্ত* প্রদান করা হবে। 
  • একটি ব্লগপোস্ট একাধিকবার ফেসবুকে শেয়ার করা নিষিদ্ধ।
  • প্রতিদিন বিকেল ০৩টা থেকে ০৪টা কিংবা রাত ০৭টা থেকে ০৮টার মধ্যে পোস্ট শেয়ার করতে হবে।
  • প্রতি ৩০টি পোস্ট শেয়ার করার পর পেমেন্ট করা হবে বিকাশ, রকেট, নগদ বা ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে।
  • প্রতি ৩০টি পোস্ট শেয়ার করা শেষ হলে এই 01761060977 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে "30 posts shared" লিখে। যে নম্বর আবেদন ফরমে জমা দিয়েছেন/দেবেন সেই নম্বর থেকে ম্যাসেজ পাঠাতে হবে।
  • আপনি ম্যাসেজ পাঠানোর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অর্ডিনারি আইটি টিম আপনার সাথে যোগাযোগ করবে পেমেন্টের ব্যাপারে। এবার ফেসবুক থেকে আয় করার উপায় জানতে নিচের বর্ণনা মনযোগ দিয়ে পড়ুন।

ফেসবুক থেকে আয় করার উপায়

আপনি আপনার যে ফেসবুক পেজ/গ্রুপ বা আইডি থেকে পোস্ট শেয়ার করে আয় করতে চান, প্রথমে নিচের বাটনে চাপ দিয়ে আপনার ফেসবুক পেজ/গ্রুপ বা আইডিতে পোস্টটি শেয়ার করুন।
উপরের বাটনে চাপ দিয়ে পোস্ট শেয়ার সম্পন্ন করে নিচের বাটনে চাপ দিয়ে আবেদন ফরম পূরণ করে জমা দিন।
আবেদন ফরম পূরণ করে জমা দেওয়ার পরবর্তী ০৭ দিনের মধ্যে আপনার তথ্য যাচাই বাছাই করে আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে যদি আপনি এই কাজটি করার জন্য নির্বাচিত হন। এবার ফেসবুক থেকে আয় করার উপায় এর যোগ্যতা জানতে নিচের বর্ণনা মনযোগ দিয়ে পড়ুন।

যোগ্যতা | ফেসবুক থেকে আয় করার উপায়

ফেসবুকে পোস্ট শেয়ার করে আয় করার জন্য আপনার একটি সচল ফেসবুক অ্যাকাউন্ট/ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের যেকোনো একটি থাকতে হবে।
 
ফেসবুক আইডি/প্রোফাইল বা অ্যাকাউন্টের ক্ষেত্রেঃ ফেসবুক থেকে আয় ২০২৩
  • আপনার অ্যাকাউন্টটি অরিজিন্যাল হতে হবে। 
  • ফেক অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
  • ফেসবুক অ্যাকাউন্টটির প্রোফাইল ও পোস্ট প্রাইভেসি পাবলিক হতে হবে।
  • প্রাইভেট প্রোফাইল লকডযুক্ত ফেসবুক অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
  • ফ্রেন্ডলিস্টে নূন্যতম ৫০০ জন ফ্রেন্ড থাকতে হবে।
  • আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রেগুলার একটিভ হতে হবে।
ফেসবুক গ্রুপের ক্ষেত্রেঃ ফেসবুক থেকে আয় ২০২৩
  • যে গ্রুপে পোস্ট শেয়ার করবেন সেই গ্রুপের প্রাইভেসি পাবলিক থাকতে হবে।
  • গ্রুপের সদস্য সংখ্যা নূন্যতম ১০,০০০+ হতে হবে।
  • গ্রুপের পোস্ট প্রাইভেসি পাবলিক থাকতে হবে।
  • যে গ্রুপে পোস্ট শেয়ার করবেন সেই গ্রুপে আপনার রোল অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক পেজের ক্ষেত্রেঃ ফেসবুক থেকে আয় ২০২৩
  • ফেসবুক পেজ ও পোস্ট প্রাইভেসি পাবলিক হতে হবে।
  • পেজ লাইক সংখ্যা নূন্যতম ১৫,০০০+ হতে হবে।
  • যে পেজে পোস্ট শেয়ার করবেন সেই পেজে আপনার রোল অ্যাডমিন/এডিটর বা মডারেটর হতে হবে।
যেদিন আপনাকে SMS এর মাধ্যমে কনফার্মেশন জানানো হবে সেদিন থেকে আপনাকে উপরোক্ত নিয়মানুযায়ী প্রতিদিন পোস্ট শেয়ার করতে হবে। এখন নিশ্চয় ফেসবুক থেকে আয় করার উপায় জানতে পেরেছেন তাই না?

অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত? ফেসবুক থেকে আয় ২০২৩

অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত এটা জানতে যারা কাজ করার পর টাকা পেয়েছেন তাদের রিভিউ ভিডিওতে তাদের মুখ থেকেই শুনে নিন। অর্ডিনারি আইটি শুধুমাত্র অনলাইন ভিত্তিক নামসর্বস্ব ওয়েবসাইট নয়। অর্ডিনারি আইটি একটি আইটি ফার্ম যেখানে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সার্ভিস দেয়া হয় ও কোর্স করানো হয়। অর্ডিনারি আইটির নিজস্ব অফিস রয়েছে। আপনি গুগল ম্যাপে অর্ডিনারি আইটির ভেরিফাইড অফিস লোকেশন ও বিস্তারিত দেখতে পারবেন। অর্ডিনারি আইটির সাথে যোগাযোগের সমস্ত লিংক নিচে দেয়া রয়েছে। কাজেই অর্ডিনারি আইটি শতভাগ (১০০%) বিশ্বস্ত।  অর্ডিনারি আইটির পুরো টিম মেম্বারদের তালিকা দেখুন।

অর্ডিনারি আইটির অফিস ঠিকানা কোথায়? ফেসবুক থেকে আয় ২০২৩

অফিস ঠিকানা: বিউটি প্লাজা, হাউজ নং: ১৮২ (৩য় তলা - উত্তর সেকশন), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট গেটের সামনে, সপুরা-৬২০৩, বোয়ালিয়া, রাজশাহী | গুগল ম্যাপে ভেরিফাইড > অফিস লোকেশন দেখুন।
*বিঃদ্রঃ পোস্ট শেয়ার করার পর তাতে কেমন অ্যাঙ্গেজমেন্ট আসবে তার ওপর নির্ভর করে সম্মানি নূন্যতম ১০০ থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। অ্যাঙ্গেজমেন্ট কাউন্টের বিষয়টি অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ যা বিবেচনা করবে তা'ই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
নিচের শেয়ার বাটনে চাপ দিয়ে পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও "ফেসবুক থেকে আয় ২০২৩ | ফেসবুক থেকে আয় করার উপায়" জানতে সুযোগ দিন।

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

30 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

  1. উত্তরগুলি
    1. ফেসবুকে পোস্ট শেয়ার করে ইনকাম করতে চাইলে অবশ্যই উপরোক্ত নিয়ম মেনে ফরম জমা দেবেন স্যার।

      মুছুন
  2. আমি নিউজশেয়ার করব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ফেসবুকে পোস্ট শেয়ার করে আয় করার ব্যাপারে আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।

      মুছুন
  3. উত্তরগুলি
    1. জ্বি স্যার। ১০০% সত্যিই ফেসবুকে পোস্ট শেয়ার করে ইনকাম করতে পারবেন।

      মুছুন
  4. Amr numbr a aktu contact korun plz 01707591255

    উত্তরমুছুন
  5. ফরম পূরণ করতে কি কোনো টাকা লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ফেসবুকে পোস্ট শেয়ার করে আয় করার জন্য ফরম পূরণ করতে কোনো টাকা লাগবে না।

      মুছুন
  6. আচ্ছা প্রতিদিন কয়টা পোস্ট শেয়ার করা যাবে?

    উত্তরমুছুন
  7. অর্ডিনারি আইটিতে কাজ করে যারা বেতন পাওয়ার পর ভিডিও রিভিউ দিয়েছেন; তাদের মতামত দেখতে এখানে চাপ দিন

    উত্তরমুছুন
  8. আমি আবেদন করেছিলাম।আজকে সিলেক্ট হওয়ার ম্যাসেজ আসছে।আমি কি এখন থেকেই পোস্ট শেয়ার করে ইনকাম করতে পারবো?

    উত্তরমুছুন
  9. নামহীন৩:২৯ PM

    ১টি করে প্রতিদিন একাধারে শেয়ার করতে হবে? মাঝে কোন গ্যাপ থাকলে প্রবলেম হবে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন।

      মুছুন
  10. নামহীন৪:২৮ PM

    ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট শেয়ার করলে অ্যাকাউন্টটি প্রোফাইল পিক থাকা বাধ্যতামূলক কি?

    উত্তরমুছুন
  11. স্যার কাজটি করতে চাই। তাই পরামর্শ পেতে মোবাইল নম্বর দিলে উপকৃত হবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এব্যাপারে বিস্তারিত জানতে আমাদেরকে ম্যাসেজ দিন এই লিংকে চাপ দিয়ে

      মুছুন
  12. আচ্ছা ভাই এখানে এডসেন্স এর যে কোর্সটি দেওয়া হয়েছে এটা কি পরে দাম বেড়ে যাবে ...

    উত্তরমুছুন
  13. amar ekta female id ase 1500 friends er. Oi id diye ki ami kaj ti korte parbo ?

    উত্তরমুছুন
  14. মনে করেন কারো দুইটা রিয়েল ফেসবুক আইডি আছে, সে দুইটি আইডিতে সবসময় একটিভ থাকে, এবং এই দুই আইডিতে সে পোস্ট শেয়ার করে টাকা ইনকাম করতে চায়, সে কি দুইটি আইডি দিয়ে পোস্ট শেয়ার করে টাকা ইনকাম করতে পারবে।

    উত্তরমুছুন

অর্ডিনারি আইটি কী?