OrdinaryITPostAd

২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন

ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম

২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শুন্য কেন এই প্রশ্নটার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে।কারণ নতুন বছর উপলক্ষে ফেসবুক পেজে অ্যালগরিদম পরিবর্তন হওয়ার পাশাপাশি প্রতিযোগিতা বেড়ে যাওয়ার মতন কারণ থাকতে পারে।

২০২৬-সালের-ফেসবুক-পেজ-রিচ-হঠাৎ-শূন্য-কেন

বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরের হওয়ার প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে। কনটেন্ট ক্রিয়েটর হওয়ার মাধ্যমে ফেসবুক পেইজে এর মাধ্যমে লাখ লাখ টাকা আয় করার স্বপ্ন দেখে। চলুন জেনে নেই হঠাৎ করে পেজের রিচ শূন্য হয় কেন।

পেজ সূচিপত্রঃ২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন

২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন

বাংলাদেশের প্রতিনিয়ত ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের এর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। সবাই এখন ঘরে বসে ফেসবুকের মাধ্যমে টাকা আয় করার স্বপ্ন দেখে। কিন্তু ফেসবুক থেকে টাকা আয় করা দিনে দিনে যেন কঠিন হয়ে পড়ছে। কারণ প্রতি বছরই ফেসবুক তার নিজস্ব অ্যালগরিদম এর পরিবর্তন ঘটায় এবং যার কারণে মনিটাইজেশন পাওয়া এবং টাকা আয় করার শর্তগুলো পরিবর্তন হয়ে যায়। যারা ফেসবুক থেকে টাকা আয় করছে হঠাৎ করে যদি রিচ না থাকে তাহলে বুঝে নিতে হবে যে এলগরিদম এর পরিবর্তন এসেছে।

এছাড়া অন্যান্য কারণ যেমন দর্শকের চাহিদার পরিবর্তন। নির্দিষ্ট সেক্টরে প্রতিযোগিতা মূলক কনটেন্ট বেশি তৈরি হওয়া, কারোর থেকে কোন কপি করা কনটেন্ট, ছবি ব্যবহার না করা ইত্যাদি ব্যাপার রয়েছে। যেমন ২০২৫ সালে ফেসবুক থেকে স্টোরির মাধ্যমে আয় করার সুযোগ দিয়েছিল। এটা ছিল ফেসবুকে নতুন এলগরিদম এর আপডেট। এছাড়াও অনলাইন ব্যবসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। গত বছরের নিয়ম অনুযায়ী কোন গায়কের গান ব্যবহার করলে আয়ের এক শতাংশ গায়কের হবে।

এছাড়াও কন্টেন্টের শুরুতে যদি আকর্ষণীয় বিষয়বস্তু না থাকে তাহলে দর্শক সেটা দেখার আগ্রহ খুঁজে পায় না এবং দ্রুত স্ক্রলিং এর কারণে কনটেন্টের রিচ কমে যেতে শুরু করে। দর্শক কি ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করে এবং ট্রেন্ডিং এ কি কি আছে সেসব বিষয় খেয়াল রেখে কনটেন্ট বানানো উচিত। এছাড়াও নিয়মিত পোস্ট না করলে, ফেসবুকে ভিউ টাইম অনুযায়ী কনটেন্ট পোস্ট না করলে, ভালো মানের কনটেন্ট না দিলে ধীরে ধীরে ভিউ কমে যাওয়ার মাধ্যমে পেজের রিচ অনেক কমে যেতে থাকে।

ফেসবুক পেজের মনিটাইজেশন কি

ফেসবুক থেকে আয় করার জন্য সবার আগে যেটা জানতে হবে যে ফেসবুকে মনিটাইজেশন কি। কারণ ফেসবুকের এই মনিটাইজেশন না পেলে কনটেন্ট এর মাধ্যমে ডলার আয় করা যাবে না। মূলত এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ক্রিয়েটর তার কন্টেন্টের মাধ্যমে ফেসবুকে নির্দিষ্ট শর্ত যেমন বিজ্ঞাপন, ফলোয়ার, ওয়াচ টাইম, লাইক, কমেন্ট, শেয়ারিং ইত্যাদির মাধ্যমে ডলার আসতে শুরু করে।

২০২৬-সালের-ফেসবুক-পেজ-রিচ-হঠাৎ-শূন্য-কেন

এটি মূলত আয় করার জন্য একটি প্রধান শর্ত যেখানে ফেসবুকে শর্ত অনুযায়ী ফলোয়ার ও ওয়াচ টাইম থাকলে এই মনিটাইজেশন দেওয়ার মাধ্যম দিয়েই টাকা আয় করা শুরু হয়। এছাড়াও ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে বিজ্ঞাপন দেখানো শুরু হয় এবং সেই বিজ্ঞাপন দিয়ে টাকা আয় করা হয়। মূলত দর্শক যতক্ষণ ওই ভিডিওটা দেখবে এবং সেই বিজ্ঞাপনের ভিডিওতে ভিউ করবে সেটার উপর ভিত্তি করেই ডলারের পরিমান নির্ধারিত হয়।

এছাড়াও ফেসবুকে মনিটাইজেশন ও ভালো পরিমাণে ফলোয়ার্ড থাকলে স্পন্সার শিপ এর মাধ্যমে টাকা আয় করা যায় কারণ ফেসবুকে সুপরিচিত হলেই ভালো স্পন্সরশিপের অফার আসে।

ফেসবুক পেজের মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো কি

২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন এটা জানার আগে জানতে হবে যে ফেসবুক পেজের মনিটাইজেশন এর শর্ত গুলো কি কি এবং নতুন বছর অনুযায়ী সেই শর্ত বা অ্যালগরিদম এ কোন রকম পরিবর্তণ এসেছে কিনা। আগে ফেসবুকে লং ভিডিওর মাধ্যমে বেশ ভালো পরিমানে টাকা আয় করা যেত কিন্তু রিলস, স্টরি ইত্যাদির মাধ্যমে রিচ এনগেজমেন্ট অনুযায়ী ফেসবুক এখানে বেশ ভালো পরিমানে ডলার দিচ্ছে। কনটেন্ট এর মান যদি উন্নত হয় ও অনন্য হয় তাহলে দর্শকরা দেখতে পছন্দ করে।

আরও পড়ুনঃ ফেসবুকে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় গুলো কি

দর্শকরা যে কনটেন্ট দেখতে বেশি পছন্দ করবে সেই কনটেন্টে এনগেজমেন্ট বাড়ার সাপেক্ষে ফেসবুকে ডলার নির্ধারণের পরিমাণ ঠিক হবে। এছাড়া ও ফেসবুকে কমিউনিটি গাইডলাইন সঠিকভাবে মেনে চলতে হবে। ফেসবুকে নিয়মিত কনটেন্ট পোস্ট করে যেতেই হবে এবং ফেসবুকের ভিউ টাইম যেমন দুপুর ১১ টা, দুপুর ২ টায় ও সন্ধ্যা ছয়টার সময় কনটেন্ট পোস্ট করলে ওই সময়ে ভিউ ও এনগেজমেন্ট বাড়ার সম্ভাবনা থাকে। এছাড়া মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক পেজে কমপক্ষে ১০০০ ফলোয়ার থাকতে হবে।

ফেসবুক পেজে হঠাৎ করে রিচ কমে গেলে কি করবেন

২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন এমনটা দেখা গেলে বুঝে নিতে হবে যে কনটেন্ট পোস্ট করাতে কোথাও সমস্যা রয়েছে। সব সময় ফেসবুকে ট্রেন্ডিংয়ের দিকে খেয়াল রাখতে হবে। ফেসবুকে ট্রেন্ড সময়ের সাথে সাথে বদলে যায়। তাই কনটেন্ট হতে হবে ট্রেন্ডিং। এছাড়াও কনটেন্ট বানানোর সময় ভয়েস ওভার বেশি ব্যবহার করতে হবে। কারণ এতে এংগেজমেন্ট আসে বেশি। তাছাড়া ভিডিওটা যে অনন্য সেটা প্রমাণিত হয়। তা না হলে ট্রেন্ডিং গানগুলো দিয়ে ভিডিও বানাতে হবে।

লং ভিডিওতে বেশি আয় আসে না তাই ভিডিওর আকর্ষণীয় বিষয়বস্তুগুলো রিলস আকারে আপলোড করতে হবে। কারণ রিলস এ এনগেজমেন্ট এবং আয় দুটোই ভালো হয়। এছাড়াও স্টোরিতে আকর্ষণীয় ছবি আপলোড করলে ভিউ এর মাধ্যমে বেশ ভালো আয় আসে। ভিডিও বানানোর শেষের দিকে দর্শককে যুক্ত করার জন্য বিভিন্ন অফার, গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্ন ইত্যাদি রেখে দেওয়া যেতে পারে। এছাড়াও কনটেন্ট নিয়মিত পোস্ট করতে হবে ও সময় অনুযায়ী করতে হবে।

ফেসবুক পেজে রিচ হয় কিভাবে

ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কনটেন্ট যেমন লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে রিচ হয় ও তার উপর ভিত্তি করে ডলার আসা শুরু হয়। ফেসবুকে নতুন এলগরিদম অনুযায়ী ফেসবুক পেজের রিচ হওয়ার কিছু কারণ রয়েছে। যেমন ভালো মানের ভিডিও ও ছবি যাতে গুরুত্বপূর্ণ তথ্য যা দর্শকের উপকারে আসবে এমন ভাবে কনটেন্ট তৈরি করে পোস্ট করতে হবে। এছাড়াও মাঝে মধ্যে লাইভে আসতে হবে কারণ লাইভের ওয়াচ টাইম অনুযায়ী ভালই হয় ও ইনকাম আসার শুরু হয়।

২০২৬-সালের-ফেসবুক-পেজ-রিচ-হঠাৎ-শূন্য-কেন

কনটেন্ট এর মধ্যে কোনরকম নেতিবাচক উপাদান রাখা যাবে না। এছাড়াও দর্শকের উদ্দেশ্যে বিভিন্ন রকম অফার ও গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ও তথ্য রাখতে হবে যাতে দর্শকরা কমেন্ট করতে আগ্রহী হয় ও ইনবক্স করে। কারণ এগুলোর মাধ্যমে দর্শকের এনগেজমেন্ট বারে ও কনটেন্টের রিচ হতে শুরু করে। এছাড়া ফেসবুকের আরেক নিয়ম অনুযায়ী অ্যাড রান করা যায় যেখানে নির্দিষ্ট একটি টাকার পরিমানে কনটেন্ট ফেসবুকে অ্যাড এর মাধ্যমে পোস্ট করে দর্শকের কাছে পৌঁছালে রিচ হতে শুরু করে।

ফেসবুক পেজের রিচ কতটা প্রয়োজনীয়

ফেসবুক পেজের জন্য রিচ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই রিচ না হলে ফেসবুক থেকে টাকা আয় করা সম্ভব না।২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন এ জাতীয় সমস্যার সৃষ্টি হওয়ার মানেই হচ্ছে যে কনটেন্ট দর্শকের কাছে পৌঁছাচ্ছে না বা এই কন্টেন্টের কার্যকারিতা দর্শকের কোনো প্রয়োজন নেই। যার জন্য কন্টেন্টের ব্র্যান্ডিং কমে যেতে শুরু করে ও পোস্ট করলেও সব পরিশ্রম বৃথা হয়ে যায়। অনলাইন ব্যবসার জন্য তাদের পেজে রিচ হওয়াটা সবথেকে বেশি প্রয়োজন কারণটা হচ্ছে পণ্যের প্রচার।

ফেসবুক পেজের জন্য অর্গানিক রিচ কতটা কার্যকর

ফেসবুক পেজে রিচ হওয়ার জন্য দুটো মাধ্যম ব্যবহার করা হয়। একটি হল অ্যাড রান করার মাধ্যম দিয়ে কনটেন্টের রিচ বাড়ানো, আরেকটি হলো ভালো মানের কন্টেন্ট পোস্ট করে দর্শকের মনে জায়গা তৈরি করে নেওয়া যেখানে কোনরকম অ্যাড রান করা লাগে না এবং ভাইরাল হওয়ার মাধ্যমে প্রচুর রিচ হয়ে যায়। এখানে এড রান ও অর্গানিক রিচ এর মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাড রান করতে হলে অর্ধ প্রদান করতে হয়। অর্ধ প্রদানের মাধ্যমে ফেসবুকে অ্যাড এর মাধ্যমে দর্শকের কাছে প্রচার-প্রচারণা চালানো যায়।

আর এখানে অর্গানিক রিচ করতে কোন রকম অর্থ প্রদান করতে হয় না। শুধু ভালো মানের ও তথ্যবহুল কন্টেন্ট পোস্ট করলে ও দর্শক তা পছন্দ করলে খুব ভালো রিচ হতে শুরু করে। তাছাড়া অর্গানিক রিচ এর মাধ্যমে ফেসবুকের ইম্প্রেশন অনেক ভালো হয় এবং রেকমেন্ডেশন আসতে শুরু করে। তাই চেষ্টা করতে হবে যে ভালো মানের কন্টেন্ট তৈরি করে অর্গানিক রিচ এর মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করতে হবে।

ফেসবুক পেজের রিচ বাড়ানোর উপায় গুলো কি

ফেসবুক পেজের রিচ বাড়াতে গেলে অবশ্যই খুব ভালো মানের কন্টেন্ট পোস্ট করতে হবে। অযথা কোনো রকম নেতিবাচক কনটেন্ট তৈরি করে মানুষের নেগেটিভ ইম্প্রেশন নেওয়া যাবে না। এছাড়া রিচের ক্ষেত্রে অর্গানিক রিচ টাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। যদি টাকা থাকে তাহলে অ্যাড রান করা যেতে পারে কিন্তু সেটা শুধু অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো হয়। অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রথমে দুই একটা এড রান করা যায়। এরপর দর্শকের পরিচিতি বাড়তে থাকলে তখন অর্গানিক রিচের দিকে মনোযোগী হতে হবে।

আরও পড়ুনঃ ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কাস্টমার পাওয়ার উপায় গুলো

এছাড়া ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। ১৫ সেকেন্ডের রিলস ও স্টোরি আপলোড করার মাধ্যমে এনগেজমেন্ট বাড়াতে হবে। ভিডিও বেশি বড় করা যাবে না বরং আকর্ষণীয় ছবি ব্যবহার করতে হবে। ভিডিও রেজুলেশন যেন ভাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ট্রেন্ডিং বিষয়ে ও গান বেছে নিতে হবে এবং অবশ্যই কনটেন্ট পোস্ট করার সময় প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

ফেসবুক পেজের রিচ বাড়ার সুবিধা

ফেসবুক পেজের রিচ বাড়লে ডলার আসা শুরু করে। ডলারের পরিমাণ নির্ভর করে ফেসবুকের রিচের উপর। এছাড়াও পেজের রিচ বাড়লে জনপ্রিয়তা বাড়ে এবং দর্শকের কাছে তার সহজে ও বেশি বেশি পৌঁছায়। যদি ভালো মানের কনটেন্ট হয় তাহলে খুব সহজেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা লাভ করা যায় ও স্পনসরশীপের মাধ্যমে বাড়তি আয় করার সুযোগ থাকে। অনলাইন ব্যবসায়ীদের ক্ষেত্রে পণ্যের প্রচার ও প্রসার অনেক বেশি হয় ও ব্যবসার বিক্রি এবং লাভ বেড়ে যেতে শুরু করে।

২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন এ সমস্যার সমাধানের জন্য উপরোক্ত কারণ নির্ণয় করে তার যথোপযুক্ত ভাবে সমাধান করে নিতে হবে। তাহলে ফেসবুক থেকে ভালো পরিমাণে টাকা আয় করা যাবে।

লেখকের মন্তব্য

ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্ম থেকে টাকা আয় করার জন্য এবং ভবিষ্যতে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করার জন্য ও ঘরে বসে আয় করার একটি সুযোগ হিসেবে এই সেক্টরে আসা যেতে পারে। কিন্তু কনটেন্ট দিয়ে আয় করার আগে সর্বপ্রথম সেই প্লাটফর্মে অ্যালগরিদম অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। তা না হলে ২০২৬ সালের ফেসবুক পেজ রিচ হঠাৎ শূন্য কেন এ জাতীয় সমস্যার মধ্যে পড়তে হবে এবং আয় করার পরিমাণ কমে যেতে শুরু করবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url