OrdinaryITPostAd

Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল

CPA মার্কেটিং ব্লগের মাধ্যমে কিভাবে কাজ করেCanva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল এই সম্পর্কে আমাদের অনেকের অজানা। বর্তমান ডিজিটাল যুগে একটি আকর্ষণীয় ওয়েবসাইট মানে দর্শকের কাছে পেশাদারিত্বের প্রতীক। আর সেই ওয়েবসাইটে প্রথম চোখ
Canva-দিয়ে-ওয়েবসাইট-ব্যানার-তৈরি-করার-স্কিনশট-টিউটোরিয়াল
পরা অংশটি হলো ব্যানার। যেখানে ব্র্যান্ডের মূল কথা প্রোডাক্ট বা অফার তুলে ধরা হয়। কিন্তু আমরা অনেকেই আছি যা এই ব্যানার তৈরি করতে পারিনা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করব Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল।

পেজ সূচিপত্রঃ Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল

Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল

Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল এগুলো এখন আপনাদের সাথে আমি আলোচনা করব। বর্তমানে ডিজিটাল যুগে একটি আকর্ষণীয় ওয়েবসাইট মানেই দর্শকের কাছে আপনার পরিচয়। আজ সেই ওয়েবসাইটের প্রথম যোগ করা অংশটি হল আপনার ওয়েবসাইটের ব্যানার যেখানে ব্র্যান্ডের মূল কথা প্রডাক্ট বা অফার তুলে ধরা হয়। আগে এমন বেলা তৈরি করতে ডিজাইনারদের সাহায্য নিতে হতো কিন্তু এখন ক্যানভাস মত সহজ টুল ব্যবহার করে যে কেউ সহজেই অল্প সময়ে দারুন একটি ওয়েবসাইট ব্যানার তৈরি করে ফেলতে পারে। চলুন তাহলে দেখা যাক Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্ক্রিনশট টিউটোরিয়াল।

Canva-দিয়ে-ওয়েবসাইট-ব্যানার-তৈরি-করার-স্কিনশট-টিউটোরিয়াল
Canva অ্যাকাউন্টে "log in" বা "sign up"

আরও পড়ুনঃ ইউটিউবের মাধ্যমে আয় করে কিভাবে 

প্রথমেই ব্রাউজারে গিয়ে www.canva.com লিখে ওয়েবসাইট অন করতে হবে। যদি কানভাতে আপনার আগে থেকে একাউন্ট থাকে তাহলে "log in" এ ক্লিক করতে হবে।

আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে sign up করতে হবে। এটি যেকোনো gmail facebook বা apple id দিয়ে এক মিনিটের রেজিস্ট্রেশন করা যায়।

লগইন করার পর canva এর das board খুলবে সেখানে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন অপশন দেখতে পাবেন। যেমন: পোস্টার, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম, পোস্ট, ইউটিউব থাম্বনেইল ইত্যাদি।

নতুন ডিজাইন করাঃ এখন আপনাকে সাহায্য করে টাইপ করতে হবে"website Banner" বা " web header"। ক্যানভাতে আপনাকে ব্যানারের জন্য উপযুক্ত ডাইমেনশন সাজেস্ট করতে হবে। যেমনঃ (1920×600px)

এরপর আপনাকে "create a blank website banner"এ ক্লিক করতে হবে। 

একটি ফাঁকা ক্যানভাস খুলবে সেখানে আপনি নিজের ব্যানার ডিজাইন শুরু করতে পারবেন।

ব্যাকগ্রাউন্ড যুক্ত করাঃ ব্যানানের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এর মূল ভিত্তি। বাম পাশের মেনু থেকে ব্যাকগ্রাউন্ড স্টেশনে যান।

সেখানে বিভিন্ন রং প্যাটার্ন এবং ইমেজ রয়েছে। 

সেখানে আপনি চাইলে নিজের ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার ফাইল আপলোড থেকে ছবি আপলোড করে নিতে হবে। ছবিটি ক্যানভাসে ড্রাগ করে পুরো জায়গা জুড়ে দিতে পারেন। 

টেক্সট যোগ করাঃ এখন আপনার ব্যানারে আপনি কি সম্পর্কে লিখতে চান সেই বার্তা বা হেডলাইন যোগ করতে হবে। আপনি চাইলে সেখানে এ হেডিং বা অ্যাড সাবহেডিং  ক্লিক করে প্রয়োজনীয়তা লিখে দিতে পারেন। এরপর ফন্ড সাইজ, কালার এবং এসাইনমেন্ট নিজের মত করে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। ক্যানভাতে অনেক ধরনের ফ্রি ফন্ড রয়েছে। যেগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার পেশাদার লোক ফুটে তুলতে পারবেন।

লোগো বা ব্র্যান্ড যুক্ত করাঃ যেকোনো ওয়েবসাইট ব্যানারের মূল পরিচয় হলো আপনার লোগো ও ব্যান্ড কালার সেজন্য আপনার আপলোড ফাইলে গিয়ে আপনার ব্যান্ডের লোগো আপলোড করুন। লোগো বা ব্র্যান্ড ব্যানারে কর্নারে ডান কর্নারে বা বাম কর্নারে বসাতে হয়। লোগো বা ফ্রন্ড আপনার ওয়েবসাইটে থিম কালার এ ব্যবহার করতে হবে।

ডিজাইন সম্পন্ন হওয়ার পর ব্যানারটি সুন্দরভাবে দেখে নিন। স্কিনের উপরে ডান দিকে থাকা পিভিউ বোতামে ক্লিক করলে সম্পূর্ন ব্যানার দেখা যাবে।

তারপর আপনি সবকিছু চেক করে নিন। টেক্সট ঠিকভাবে পড়া যাচ্ছে কিনা, ছবি বা ব্যাকগ্রাউন্ড ঝাপসা কিনা, রঙের ভারসাম্য ঠিক আছে কিনা সবকিছু ভালোভাবে দেখে নিন।

ডাউনলোড ও ব্যবহারঃ সবকিছু ঠিকঠাক থাকলে উপরের ডানকোনে শেয়ার ডাউনলোড এ ক্লিক করুন।

ফাইল ফরমেট হিসেবে png বা jpeg বেছে নিন। যদি ওয়েবসাইটে ব্যানার হিসেবে ব্যবহার করতে চান তাহলে png সবচেয়ে উপযুক্ত। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং আপনার বা ব্যানারটি ডাউনলোড করুন।
আর এভাবেই ক্যানভা দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন।

ক্যানভাতে ডিজাইন ডাউনলোড করার বিভিন্ন ফরমেট 

Canva ব্যবহারকারীদের ডিজাইন ডাউনলোড করার জন্য বিভিন্ন রকমের ফরমেট রয়েছে। যাতে প্রয়োজন অনুযায়ী ফাইল ব্যবহার করতে পারেন। সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হলো PNG যা উচ্চমানের ছবি সংরক্ষণের জন্য ব্যবহার হয়ে থাকে। ওয়েবসাইটে ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য PNG সবচেয়ে ভালো।

আরও পড়ুনঃ ইউটিউব চ্যানেলে ভেরিফিকেশনের করনীয় ধাপের বিস্তারিত 

আবার canva তে যে কোন ফ্রি ফরমেট ব্যবহার করা হয় হালকা ফাইল সাইজের জন্য। এটি ওয়েব পেজ বা ব্লগ ব্যবহারের ক্ষেত্রে দ্রুত লোড নেয়।

PDF Standard ও PDF Print ফরমেট মূলত পেইন্টিং এর জন্য ভালো। বিভিন্ন পোস্টার, ফ্লায়ার, ব্যানার প্রিন্ট করতে চাইলে pdf print বেছে নিতে পাড়েন।

আবার আপনি যদি ভিডিও ডিজাইন করতে চান সেক্ষেত্রে canva MP4 video ফরমেটে ডাউনলোডের সুযোগ দেই। এটি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য ভালো। 

অ্যানিমেটেড পোস্ট বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের জন্য ক্যানভাস গিফট ফরম্যাটো প্রদান করে থাকে যা ছোট ভিডিওর মত চলে। এছাড়াও canva pro ব্যবহারকারীরা SVG ফরম্যাটের ডিজাইন ডাউনলোড করতে পারেন যা লোগো ও গ্রাফিক্স কাজের জন্য বেশি ভালো। 

সুতরাং বলা যায় যে canva ডিজাইন এর ব্যবহার ও প্রয়োজনে অনুযায়ী বিভিন্ন ফরমেট ব্যবহার করলেই আপনার কাজ হবে আরো সুন্দর ও ভালো। 

ক্যানভা ডিজাইন 

Canva হলে একটি জনপ্রিয় অনলাইন ডিভাইস টুলস। যার মাধ্যমে আমরা খুব সহজেই ডিজাইন তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন শেখার কোন বিশেষ দক্ষতা ছাড়াই ক্যানভা ব্যবহার করে পোস্টার, ব্যানার, লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, এমনকি ভিডিও পর্যন্ত তৈরি করতে পারা যায়। কেন ভাই মূল সুবিধা হলো এর ড্রাগ এন্ড ড্রপ ফিচার যা ব্যবহারকারীদের জন্য ডিজাইন তৈরি করা অনেক সহজ ও ভালো। ক্যানভার এই ডিজাইনের জন্য হাজারো ফ্রি ও প্রিমিয়াম টেমপ্লেট ফন্ট আইকন এবং ছবি সংগ্রহ রয়েছে। যা আমরা সহজেই ব্যবহার করে যে কোন ধরনের ডিজাইন আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারি।

এছাড়াও ক্যানভাতে দলগতভাবে কাজ করার সুবিধা রয়েছে যেখানে একাধিক ব্যক্তি একসাথে একটি প্রজেক্টে কাজ করতে পারবে। বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয়ে গেলে সেটি PNG, JPEG, PDF, GIF বা MP4 ফরমেটে ডাউনলোড করতে পারবে। তাই অনেক শিক্ষার্থী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা ব্যবসায়ী সবার জন্যই ক্যানভায় একটি দারুন মাধ্যম যা সময় ও খরচ দুটিই বাছাই। ক্যানভাস ডিজাইন এমন একটি ডিজাইন বা মাধ্যম যা যে কেউ সহজেই সিজনসিল ডিজাইনারের পরিণত হতে পারে।

ক্যানভাস কোন ধরনের ডিজাইন তৈরি করা যায় 

ক্যানভা একটি বহুমুখী অনলাইন ডিজিটাল প্লাটফর্ম। এই এখানে খুব সহজেই বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। কানভা নবীন থেকে পেশাদার সবার জন্য অনেক উপযোগী। Canvar মাধ্যমে বিভিন্ন ধরনের জনপ্রিয় ডিজাইনগুলো করা যায়। যেমনঃ

সোশ্যাল মিডিয়ার ডিজাইনঃ facebook post, cover photo, instagram পোস্ট, স্টরি, ইউটিউব থাম্নেল, লিংক ডাউন ব্যানার প্রিন্টারের ইত্যাদি সকল ধরনের সোশ্যাল মিডিয়ার ডিজাইন তৈরি করা হয় ক্যানভার  মাধ্যমে।

মার্কেটিং ও ব্যবসায়িক ডিজাইনঃ বিভিন্ন ধরনের ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড, লোগো, ব্যানার, প্রোডাক্ট বিজ্ঞাপন, ইমেল হেডার ইত্যাদি ক্যানভের মাধ্যমে ডিজাইন করা হয়ে থাকে। 

ডকুমেন্ট ডিজাইনঃ বিভিন্ন ধরনের সিভি, রিপোর্ট, প্রেজেন্টেশন, ইনভয়েস, প্রজেক্ট ইত্যাদি ক্যানভের মাধ্যমে ডিজাইন করা যায়। 

শিক্ষামূলক ডিজাইনঃ ইনগ্রাফিক ক্লাস, প্রেজেন্টেশন, সার্টিফিকেট, লেসন প্ল্যান, বিভিন্ন ধরনের শিক্ষামূলক পোস্টারও ক্যানভার মাধ্যমে করা হয়ে থাকে।

প্রিন্ট ডিজাইনঃ ক্যালেন্ডার টি শার্ট ডিজাইন মেনু কার্ড নিমন্ত্রণ পত্র ব্যানার প্রিন্ট ইত্যাদি সকল ডিজাইনিং ক্যান্সার মাধ্যমে আমরা করে থাকি। 

Canva এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি চাইলেই প্রায় সব ধরনের ডিজাইন অনলাইন বা প্রিন্ট সহজেই তৈরি করতে পারবেন। 

মোবাইল দিয়ে ব্যানার তৈরি 

বর্তমানে ক্যানভাতে ব্যানার তৈরি করা আর শুধু কম্পিউটারের কাজ নয় এটি মোবাইল ফোনের মাধ্যমেও সুন্দরভাবে পেশাদার মানের ব্যানার তৈরি করা যাবে। এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হলো Canva।

  • মোবাইল ফোন দিয়ে ব্যানার তৈরি করতে হলে প্রথমে আপনাকে google pay store বা app স্টোর থেকে ক্যামেরা অ্যাপস টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। 
  • তারপর আপনার জিমেইল বা ফেসবুক দিয়ে লগইন করতে হবে। 
  • একটি খুলে ৭ বাড়ে লিখতে হবে ব্যানার বা ওয়েবসাইট ব্যানার। তারপর সেখানে ক্রিয়েট এ ব্ল্যাক ব্যানার সিলেক্ট করতে হবে।
  • এবার নিচের ব্লাকগ্রাউন্ড অপশন থেকে রংবাজ ছবি বেছে নিতে হবে। আপনি চাইলে নিজেই গ্যালারি থেকে ছবি আপলোড করে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। 
  • এখন আপনি যে টপিক নিয়ে ব্যানার তৈরি করবেন সেই ব্যানারের টাইটেল লিখতে হবে ফ্রন্ট রং সাইজ স্টাইল পরিবর্তন করতে হবে। 
  • আপনার প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের লোগো বা ছবি যুক্ত করতে হবে।। লোগো বা ছবি পজিশন ও আকার ঠিক করে লাগাতে হবে যেন  ব্যানারটি যেন সুন্দর লাগে। 
  • এরপর ওপরের ডান পাশে থাকা ডাউনলোড সেয়ার আইকনে ক্লিক করতে হবে। ফরমেট হিসেবে আপনি পিএনজি বা জেপিজি বেছে নিতে হবে। তারপর ডাউনলোড করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।

অনলাইনে ব্যানার তৈরি

অনলাইন ব্যানার তৈরি করা এখন খুব একটা সহজ ও দ্রুত কাজ হয়ে যায়। আগে যেখানে ব্যানার বানাতে ডিজাইনার বা সফটওয়্যার প্রয়োজন হতো এখন আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে অনলাইনে টুলস ব্যবহার করে ব্যানার তৈরি করতে পারবেন খুব সহজে। 

অনলাইনে একটি টুলস নির্বাচন করতে হবে আপনাকে। যেমনঃ canva, Adobe Express, Pixir, Crello ইত্যাদি। 

এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনি অসংখ্য ফ্রী টেমপ্লেট ও ডিজাইন পেয়ে যাবেন। 

আপনি যে কাজের জন্য ব্যানার্জি তৈরি করতে চান ব্যাংকটি কোথায় ব্যবহার হবে তার উপর সাইজ নির্ভর করে। যেমনঃ 

  • ওয়েবসাইট ব্যানার 1920×600px
  • ফেসবুক কভার 820×312px 
  • ইউটিউব ব্যানার 256×144px 

বিভিন্ন টেমপ্লেট থেকে আপনি আপনার পছন্দমত একটি টেমপ্লেট নিতে হবে এবং আপনার পছন্দ মত এতে ডিজাইন করা সহজ হবে। 

আপনার নিজস্ব কন্টেন্ট যোগ করতে পারবেন বা লোগো ছবি আইকন ও রং পরিবর্তন করে নিজের ব্যান্ড অনুযায়ী সাজাতে হবে। 

সব শেষ রিভিউ বা ডাউনলোড করতে হবে আপনার কাজ হিসেবে png না হলে jpg ফরমেট ডাউনলোড করেন। তাহলে আপনার ব্যানার তৈরি হয়ে যাবে। 

ব্যানার তৈরি করতে কত টাকা লাগে

আসলে ব্যানার তৈরি করতে কত টাকা লাগে এটা নির্ভর করে কিভাবে এবং কেমন ব্যানার বানাচ্ছেন তার ওপর। আপনি যদি Canva বা Adobe Express এর মত অনলাইন টুলস ব্যবহার করে তাহলে ব্যানার তৈরি করা প্রায় ফ্রি করে পাবেন। ফ্রি ফ্রি টেমপ্লেট ছবি ফ্রন্ট ও আইকন পাওয়া যায়। এতে কোন খরচ হয় না। আর আপনি যদি প্রভাবশনে কোন ব্যানার তৈরি করতে চান তাহলে আপনার খরচ হবে।

আরও পড়ুনঃ কিভাবে ব্লগার সাইটকে মোবাইল ফেন্ডলি করবেন 

Canvapro থেকে ব্যানার তৈরি করতে চাইলে প্রায় ৫০০ থেকে ৮০০ টাকা প্রতি মাসে সাবস্ক্রিপশন দিতে হবে। আবার আপনি যদি ব্যানার ডিজাইনার বা ফিনান্সারকে দিয়ে করান তাহলে খরচটা নির্ভর করে কাজের মান ও ডিজাইনের ধরন অনুযায়ী। যেমন সাধারণ ফেসবুক ও ইউটিউব ব্যানার এর জন্য আপনাকে ২০০ থেকে ৫০০ টাকা লাগতে পারে। 

আবার বিজনেস ওয়েবসাইটের জন্য ব্যানার তৈরি করতে চাইলে ৫০০ থেকে ১৫০০ টাকার মত খরচ হতে পারে। আর আপনি যদি আপনার বিজ্ঞাপন ও প্রফেশনাল ব্যানার তৈরি করতে চান সে ক্ষেত্রে আপনার এক হাজার থেকে তিন হাজার টাকার মত খরচ হতে পারে তার সাথে আবার প্রিন্ট করা জন্য আরো কিছু ফিট হিসেবে খরচ হতে পারে।

ব্যানার তৈরি করার বিভিন্ন অ্যাপস

ব্যানার তৈরি করার জন্য বর্তমানে অনেক অনেক দারুন এপস রয়েছে যেগুলোর মাধ্যমে মোবাইল ফোন থেকেও সহজে প্রফেশনাল ডিজাইন ব্যানার বানানো যায়। ব্যানার তৈরি করার বিভিন্ন অ্যাপস হলো। যথাঃ
ব্যানার-তৈরি-করার-বিভিন্ন-অ্যাপস
Canvaঃ ক্যানভা সবচেয়ে জনপ্রিয় ও একটি সহজ ডিজাইন অ্যাপ এখানে হাজারো ফ্রি ব্যানার টেমপ্লেট রয়েছে। সোশ্যাল মিডিয়া, পোস্টার সব ধরনের ব্যানার ডিজাইন করা যায় ক্যানভাতে। 

Adobe Expressঃ এটি একটি পেশাদার ব্যানার পোস্টার ও বিজ্ঞাপনের জন্য দারুন অ্যাপস। এটি প্রিমিয়াম টেমপ্লেট। এই অ্যাপস এর মাধ্যমে টেক্স অ্যানিমেশন ও ব্র্যান্ডিং ফিচার তৈরি করা যায়। এটির ফ্রি + পেইড ভার্সন রয়েছে।

Poster Makerঃ পোস্টার মেকার দ্রুত ব্যানার বা পোস্টার বাড়ানোর জন্য একটি উপযুক্ত অ্যাপস। এতে প্রচুর রেডিমেড ব্যাকগ্রাউন্ড ও স্টিকার অপশন রয়েছে। এইরকম অনেক অনেক অ্যাপস রয়েছে ব্যানার তৈরি করার জন্য। 

মোবাইলে ব্যানার সাইজ কত লাগে

মোবাইলে ব্যানার তৈরি করা যায় খুব সহজে। কিন্তু এমন অনেকে আছে যারা জানে না মোবাইলে ব্যানার সাইজ কত লাগে। আসলে ব্যানার সাইজ কত লাগে সেটা নির্ভর করে তুমি ব্যানারটা কোথায় ব্যবহার করবে তার ওপর। কারণ তুমি যদি ফেসবুকে কাভার ব্যানার তৈরি করতে চাও তাহলে একরকম সাইজের লাগবে আবার তুমি যদি ইউটিউব বা ওয়েবসাইট বা পোস্টার বিভিন্ন সাইটের জন্য ব্যানার তৈরি করতে চাও সেখানে ব্যানারের সাইজ আলাদা আলাদা হবে। যথাঃ 

  • ওয়েবসাইট এর ব্যানারের সাইজ হতে হবে 1920× 600px 
  • আবার ফেসবুক কভারের সাইজ 820×312px 
  • ফেসবুক বিজ্ঞাপনের জন্য 1080×1080px 
  • ইউটিউবের জন্য 2560×1440px ইত্যাদি এরকম বিভিন্ন ব্যানারের সাইজ বিভিন্ন রকম ভাবে মোবাইল ফোনের মাধ্যমে করতে হবে।

মন্তব্য Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল 

ক্যানভা এমন একটি সহজ ও শক্তিশালী টুলস যা দিয়ে আমরা যে কেউ কয়েক মিনিটে দারুণ মানের ওয়েবসাইট ব্যানার তৈরি করতে পারবেন। canvar ড্রাগ এন্ড ড্রপ ফিচার, টামপ্লেট এবং ফ্রি রিচার্জগুলো ব্যানার ডিজাইন কে করে তুলছে অত্যন্ত সহজ ও ভালো। আপনি যদি চান আপনার ওয়েবসাইট পেশাদার ও দৃষ্টি আকর্ষণীয় হোক তাহলে আজই কেনবা খুলে চেষ্টা করতে থাকুন আপনার ওয়েবসাইটের ব্যানার বানাতে। আজকের আর্টিকেলট পড়ে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যানার তৈরি করতে পারবেন। একবার প্র্যাকটিস শুরু করলে বুঝতে পারবেন ডিজাইন আসলে কতটা সহজ। আশা করি ভালো লেগেছে আজকের আর্টিকেলটি Canva দিয়ে ওয়েবসাইট ব্যানার তৈরি করার স্কিনশট টিউটোরিয়াল গুলো। ধন্যবাদ। 250535

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url