Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
১২টি সেরা Chrome এর বিকল্পShopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ নিয়ে আজকে আর্টিকেলের মাধ্যমে জানবো। আমাদের মাঝে অনেকে রয়েছে যারা Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করতে চায়। মূলত Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার বিভিন্ন ধাপ রয়েছে।
একের পর এক এই ধাপগুলো জানার মাধ্যমে আমরা সঠিকভাবে প্রোডাক্ট যোগ করতে পারব। তাই Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপগুলো আমরা এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারব এর সাহায্যে অনলাইনে ইনকাম করতে পারব।
পেইজ সূচিপত্রঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
- Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
- প্রোডাক্ট পেজে লিংক যুক্ত করা বলতে কি বুঝায়?
- Shopify এ কোন জিনিস বিক্রি করতে কত টাকা লাগে?
- কিভাবে আমার shopify দোকানে আমার পণ্য যোগ করব?
- কিভাবে shopify এ শিপিং যুক্ত করব?
- কিভাবে shopify এ আপনার পণ্য শেয়ার করবেন?
- আপনি dropshipping ছাড়া shopify বিক্রি করতে পারেন?
- Shopify এ কি কি জিনিস কেনা যায়?
- কিভাবে shopify বিক্রেতা খুঁজে পেতে?
- শেষ বিশ্লেষণঃ লেখকের মন্তব্য
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। এটি জানার মাধ্যমে আমরা অনলাইনে Shopify ওয়েবসাইট এর সাহায্যে আমাদের পণ্য গুলি অনলাইনে বিক্রি করতে পারব। বর্তমানে অনলাইন পণ্য কেনা বেচার জন্য খুবই জনপ্রিয় একটি মাধ্যম। এখন ক্রেতা এবং বিক্রেতা সবাই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে।
আরো পড়ুনঃ ক্যানভা প্রো ফ্রিতে এক্টিভ করা
ক্রেতারা চায় বাসায় বসে অনলাইনে পণ্য অর্ডার করে বাসায় বসে তা গ্রহণ করতে। সাধারণত করোনা ভাইরাসের পর থেকে এই অনলাইন ব্যবসা খুবই জনপ্রিয় হয়েছে। ক্রেতারা বাসায় বসে অর্ডার করে পণ্য গ্রহণ করতে বেশি সুবিধা জনক মনে করে। অনলাইনে এরকম কেনাবেচা করার জন্য Shopify স্টোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কারণ Shopify স্টোরের মাধ্যমে আপনার পণ্য আপনি অনলাইনে প্রদান করতে পারবেন। এবং কাস্টমাররা সেই Shopify স্টোর থেকে অর্ডার দিয়ে বাসায় বসে পণ্যটি নিতে পারে। Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার জন্য কিছু ধাপ রয়েছে যেগুলি জানার মাধ্যমে আপনারা আপনার পণ্যগুলি অনলাইনে ক্রেতাদের উদ্দেশ্যে আপলোড করতে পারবেন। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেই Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার সকল ধাপ গুলি।
Shopify-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ |
প্রথমে Shopify স্টোরে একাউন্ট খোলাঃ Shopify স্টোরে পণ্য দেওয়ার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে Shopify স্টোরে নিজের একাউন্ট তৈরি করা। এক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য আপনার কাছে চাইতে পারে। আপনার সকল তথ্যগুলি সঠিকভাবে প্রদানের মাধ্যমে একাউন্টটি খুলুন। এক্ষেত্রে সকল তথ্যগুলি সতর্কতার সাথে প্রদান করুন। কোন ধরনের ভুল ত্রুটি হলে তার সাথে সাথে সংশোধন করুন। এবং সকল সত্য তথ্য প্রদান করুন যেমনঃ আপনার জন্ম সাল, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি। Shopify স্টোরে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সতর্কতার সাথে খুলুন এবং সঠিক তথ্য দিন।
Shopify-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ |
তারপর পণ্যের অপশনে যাওয়া এবং আপনার পণ্যটি যোগ করাঃ অ্যাকাউন্ট খোলার পরে আপনার কাজ হবে Shopify স্টোরের পণ্যের অপশনে গিয়ে সেখানে আপনার পণ্যটি যোগ করা। এক্ষেত্রে খেয়াল রাখবেন পণ্যের সকল তথ্য যেন সঠিকভাবে দেওয়া হয়। এক্ষেত্রে পণ্যের গুণগত মান যেমন সেই অনুযায়ী পণ্যের তথ্যগুলি প্রদান করবেন, কোন রকমের প্রতারণার চেষ্টা করবেন না।
Shopify-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ |
পণ্যের সকল তথ্য সেখানে দেওয়াঃ একটি পণ্য যখন Shopify স্টোরে প্রদান করবেন সে ক্ষেত্রে পণ্যটি সকল ধরনের তথ্য Shopify স্টোরে দিবেন। যেমনঃ পণ্যের রং, গুন, সাইজ ইত্যাদি সকল ধরনের তথ্য প্রদান করবেন। এক্ষেত্রে সর্বদা নৈতিকতার পরিচয় দেওয়াই ভালো। কারণ অনলাইনে অনেকেই নৈতিকতার সাথে কাজ করে না। সঠিক পণ্য প্রদান করে না যার কারনে কাস্টমাররা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়। তাই সঠিক পণ্য প্রদানের মাধ্যমে কাস্টমারদের কাছে নিজের বিশ্বস্ততা তৈরি করুন।
পণ্যের দাম সংক্রান্ত তথ্য দেওয়াঃ পণ্যের সকল তথ্য প্রদানের পরবর্তী সময়ে পণ্যের দামের তথ্য প্রদান করুন। পন্যের মান অনুযায়ী পণ্যের দাম সিলেক্ট করুন। পণ্যের দাম এমন ভাবে প্রদান করুন যেন ক্রেতারা আকৃষ্ট হয়। পণ্যের দাম সব সময় ক্লিয়ার রাখুন। প্রয়োজনে পণ্যের দামের জায়গাতে অন্য রং যুক্ত করতে পারেন। একটা পণ্য কেনার ক্ষেত্রে পণ্যের দাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পণ্যের দাম সঠিকভাবে প্রদান করুন যেন ক্রেতারা এর মাধ্যমে আকৃষ্ট হয়।
Shopify-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ |
পণ্যের গুণগতমান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করাঃ সকল তথ্য সঠিকভাবে প্রদানের পরে ক্রেতাদের সুবিধার জন্য পণ্যের গুণগত মান এবং দাম অনুযায়ী পণ্যকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করুন। যেন কোনো ক্রেতা সহজেই বুঝতে পারে পণ্যের মান কেমন এবং সেই অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ করা হয়। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের প্রতি ক্রেতাদের ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
সকল তথ্য প্রদানের পরে তা সেভ করাঃ সবশেষে, যখন সকল ধরনের তথ্য সঠিকভাবে প্রদান করবেন, তারপর সেই তথ্যগুলি সেভ করে নেবেন। তথ্য গুলি সেভ করার আগে ভালোভাবে দেখে নেবেন সকল তথ্য সঠিকভাবে প্রদান করা আছে কিনা। তার পরবর্তী সময় তথ্য গুলি সেভ করবেন।
Shopify স্টোরে কিভাবে আপনার প্রোডাক্ট যোগ করবেন তা ধাপে ধাপে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। প্রতিটি নিয়ম সঠিকভাবে মেনে চলার মাধ্যমে Shopify স্টোরে আপনারা আপনার প্রোডাক্ট গুলোর তথ্য দিতে পারবেন। এবং সে অনুযায়ী আপনার ব্যবসা বাড়াতে পারবেন। Shopify স্টোরের মাধ্যমে পণ্য কেনাবেচা করার ফলে নিজের জন্য একটি নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবেন।
প্রোডাক্ট পেজে লিংক যুক্ত করা বলতে কি বুঝায়?
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ হিসেবে প্রোডাক্ট পেজে লিংক যোগ করতে হয়। প্রোডাক্ট পেজে লিংক যুক্ত করা বলতে মূলত বুঝানো হয় যে, Shopify স্টোরে আপনার পণ্যের সকল তথ্য সংযুক্ত করা। কারণ Shopify স্টোরে পণ্যের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে হয়। এক্ষেত্রে আপনি যখন Shopify স্টোরে আপনার নতুন পণ্যের তথ্য যুক্ত তাকেই Shopify স্টোরের প্রোডাক্ট পেজের লিংক যুক্ত করা বোঝায়।
যারা মূলত shopify ব্যবহারের মাধ্যমে স্টোর বানিয়ে করে ইনকাম করতে চান। তাদের জন্য এটি ব্যবহার হয়ে থাকে, কারণ Shopify স্টোরে প্রোডাক্ট পেজের লিংক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রোডাক্ট পেযে লিংঙ্ক করা থাকলে Shopify স্টোরের সাহায্যে পণ্য বিক্রয় করা সহজ হয়। এখানে পণ্যের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে হয়। এক্ষেত্রে নতুন পণ্যের যখন ইনফরমেশন গুলি প্রদান করবেন এটাকেই লিংক করা বোঝায়।
Shopify এ কোন জিনিস বিক্রি করতে কত টাকা লাগে?
আপনাদের মাঝে অনেকে রয়েছে যারা Shopify এ কোন জিনিস বিক্রি করতে কত টাকা লাগে এটা জানতে চেয়েছেন। সাধারণত Shopify এ কোন জিনিস বিক্রি করতে দুই ভাবে টাকা লাগে একটি হচ্ছে মাসিক ফি প্রদান করতে হয়। এবং অপরটি হচ্ছে পণ্যের বিক্রির সময় নির্দিষ্ট একটি ফি Shopify কে প্রদান করতে হয়। এক্ষেত্রে সাধারণত নতুন একাউন্ট এর জন্য Shopify স্টোরে মাসিক ভিত্তিতে ৩০-৪০ ডলারের মত ফি প্রদান করতে হতে পারে। অন্যদিকে পণ্য বিক্রির উপর নির্ভর করে প্রতিটা লেনদেনের জন্য ৩ থেকে ১০ ডলারের মতো প্রদান করতে হয়।
Shopify স্টোরে ফি প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম নীতি রয়েছে। যে নিয়ম নীতিগুলো মানার মাধ্যমে কোন ব্যবসায় সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। এর জন্য Shopify স্টোরের নিয়ম-নীতি মেনে ফি প্রদান করা বাধ্যতামূলক। কেউ যদি Shopify স্টোরের ফি সঠিকভাবে প্রদান করতে না করে তাহলে তার Shopify স্টোরের একাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে পণ্যের ক্যাটাগরির উপর নির্ভর করে এই ফি গুলো প্রদান করতে হয়।
কিভাবে আমার shopify দোকানে আমার পণ্য যোগ করব
আপনাদের মাঝে অনেকে রয়েছে যারা কিভাবে আমি আমার shopify দোকানে আমার পণ্য যোগ করবেন এটা জানতে চেয়েছেন। Shopify স্টোরে পণ্য প্রদান করার ক্ষেত্রে Shopify স্টোরের প্রোডাক্ট বা পণ্যের অপশনে যান। তারপরে পণ্যের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করুন। এই ক্ষেত্রে সকল তথ্য সঠিকভাবে প্রদান করবেন। কোন ধরনের ভুল তথ্য প্রদান করবেন না।
Shopify স্টোরে পণ্য যোগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম-নীতি রয়েছে। সে নিয়ম নীতিগুলো পালন করে পণ্য যোগ করতে হয়। সঠিকভাবে নিয়ম নীতি মেনে কাজ না করলে পরবর্তীতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা ধাপ গুলি পর্যায়ক্রমিক ভাবে বলা হয়েছে তা মেনে Shopify স্টোরে পণ্যের তথ্য যোগ করবেন।
কিভাবে shopify এ শিপিং যুক্ত করব?
Shopify স্টোরে পণ্যের শিপিং যোগ করার ক্ষেত্রে কিছু ধাপ আপনাকে মেনে চলতে হবে। Shopify স্টোরের শিপিং অপশনে গিয়ে সেখানে পণ্যের শিপিং এর তথ্যগুলো প্রদান করুন। যে যে এরিয়া গুলোতে পণ্যগুলি পৌঁছে দেয়া সম্ভব হবে সেই সকল এরিয়া বা জায়গা গুলি সঠিকভাবে প্রদান করুন। এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবেন জায়গার সঠিক নাম প্রদান করা।
কারণ শিপিং এর ক্ষেত্রে অনেক সময় জায়গার নাম ভুল থাকে যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা ভুগতে হয়। Shopify স্টোরের শিপিং যুক্ত করার ক্ষেত্রে Shopify স্টোরের নিয়ম নীতিগুলো মেনে করতে হয়। তা না হলে পরবর্তীতে Shopify স্টোরের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য শিপিং এর তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতার সাথে সঠিক তথ্য গুলি যুক্ত করুন।
কিভাবে shopify এ আপনার পণ্য শেয়ার করবেন?
Shopify স্টোরে পণ্য শেয়ার করার ক্ষেত্রে কিছু ধাপ আপনাকে মেনে চলতে হবে। এক্ষেত্রে Shopify স্টোরের পণ্যের ক্যাটাগরিতে গিয়ে পণ্যের সকল তথ্য প্রদান করুন। নির্দিষ্ট ক্যাটাগরি থেকে পণ্যের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে গ্রাহকদের মধ্যে তা শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে পণ্যের বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো প্রদান করবেন।
যে ইনফরমেশন গুলি একটি পণ্য কেনার ক্ষেত্রে জানা খুবই জরুরী, সেই তথ্য গুলি শুরুতে প্রদান করবেন। Shopify স্টোরে কোন পণ্য সংযুক্ত করলে স্বয়ংক্রিয় ভাবে সেইখানে লিংক তৈরি হয়ে যায়। যা পরবর্তীতে শেয়ার করতে কাজে লাগে। এবং Shopify স্টোরের নিয়ম গুলি মেনে পণ্য শেয়ার করলে ভালো ফলাফল পেতে পারেন।
আপনি dropshipping ছাড়া shopify বিক্রি করতে পারেন?
হ্যাঁ, আপনি dropshipping ছাড়া shopify এ পণ্য বিক্রি করতে পারেন। বর্তমানে বিভিন্ন ধরনের ডিজিটাল পণ্য রয়েছে যেগুলি আপনি dropshipping ছাড়া shopify বিক্রি করতে পারেন। Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ হিসেবে ড্রপ শিপিং একটি অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আপনি সঠিক তথ্য গুলি প্রদানের ফলে dropshipping ছাড়া shopify বিক্রি করতে পারেন।
যেমন ধরুন অনলাইন গেম, এপিআই, সিনেমা, ওয়েব সিরিজ, ই-মেইল ইত্যাদির বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট গুলি প্রদান করতে পারেন। এই সকল পণ্যের জন্য ড্রপ শিপিং এর প্রয়োজন হয় না। সাধারণত যেগুলো অফলাইন পণ্য বা স্বাভাবিক জীবনে ব্যবহারযোগ্য পণ্য সেই সকল পণ্যের ক্ষেত্রে ড্রপ শিপিং এর প্রয়োজন হয় যেমন ধরুন বই, জামা, কাপড়, খাবার ইত্যাদি।
Shopify এ কি কি জিনিস কেনা যায়?
Shopify স্টোরে বিভিন্ন ধরনের পণ্য কেনা যায়। এখানে পণ্যের বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। আপনারা চাইলে সে ক্যাটাগরি অনুযায়ী পণ্য কিনতে পারবেন। Shopify স্টোরে পণ্যের বিভিন্ন ভাগ থাকে যেমনঃ খাবার বা ফুড আইটেম, জামা কাপড়, ছেলে মেয়েদের জন্য নির্দিষ্ট পণ্য, ডিজিটাল পণ্য ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য Shopify স্টোরে সংযুক্ত করা হয়ে থাকে।
আরো পড়ুনঃ ফ্রিতে ChatGPT 4o প্রিমিয়াম একাউন্ট
যার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মত পণ্য কিনতে পারেন। এক্ষেত্রে এখানে আপনার মতামতকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা ধাপ গুলি জানা থাকলে সহজেই, পণ্যের ক্যাটেগরি অনুযায়ী পণ্য প্রদান করে Shopify স্টোর থেকে পন্য কিনতে পারবেন।
কিভাবে shopify বিক্রেতা খুঁজে পেতে সাহায্য করে ?
shopify বিক্রেতা খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। shopify তে বিভিন্ন ধরনের বিক্রেতা রয়েছে যাদের সম্পূর্ণ লিস্ট দেখা যায়। shopify এর এই লিস্টে বিক্রেতার সংখ্যা এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়ে থাকে। যে তথ্যগুলো বিক্রেতা খুঁজে খুঁজে সহ্য করে। তাছাড়াও shopify তে বিক্রেতাদেরকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা থাকে।
যার মাধ্যমে shopify থেকে সহজে বিক্রেতা খুঁজে পাওয়া যায়। আমাদের মাঝে অনেকে রয়েছে যারা বিক্রেতাদেরকে খুঁজে থাকে shopify তাদেরকে সাহায্য করতে পারে। এক্ষেত্রে সম্পূর্ণ ভাবে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে shopify থেকে সহজে বিক্রেতা খুঁজে পাওয়া সম্ভব হবে।
শেষ বিশ্লেষণঃ লেখকের মন্তব্য
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ নিয়ে আজকের আর্টিকেল এর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাছাড়াও shopify স্টোরের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করা হয়েছে। যার মাধ্যমে আপনাদের উপকার হবে বলে আশা করছি। বর্তমানে shopify এর স্টোর ব্যবহার করে অনেকে আছে যারা নতুন ব্যবসা করতে চাই তারে লাভবান হচ্ছে।
এর কারণ হচ্ছে shopify এর ট্রাফিক সংখ্যা অনেক বেশি যার ফলে কোন নতুন পণ্য shopify এ সংযুক্ত করলেও ভালো ফলাফল পাওয়া যায়। এর জন্য মূলত shopify স্টোরের প্রয়োজন হয়ে থাকে। যা এই আর্টিকেল এর মাধ্যমে প্রত্যেকটি ধাপ সাবলীল এবং বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। যার মাধ্যমে আপনারা shopify ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন। 250729
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url