OrdinaryITPostAd

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন - মেঘলা আকাশ নিয়ে কবিতা

মেঘলা দিনে মন রোমান্টিক হয়ে ওঠে। সেই রোমান্টিকতা শেয়ার করতে গেলে মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন প্রয়োজন। নিচে মেঘলা আকাশ নিয়ে কবিতা, মেঘলা আকাশ নিয়ে ছন্দ ও মেঘলা আকাশ নিয়ে গান উল্লেখ করা হলো।

পেজ সূচিপত্র: মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন - মেঘলা আকাশ নিয়ে কবিতা

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন - মেঘলা আকাশ নিয়ে কবিতা: ভূমিকা

মেঘলা আকাশে, বিষন্ন থাকে প্রকৃতি। কখন ঝড়-বাদল শুরু হবে তা কেউ জানে না। কিন্তু মেঘলা আকাশ প্রশান্তিদায়ক বৃষ্টিও নিয়ে আসে। মেঘলা আকাশ নিয়ে অনেক বড় বড় কবি কবিতা রচনা করেছেন, সাহিত্যিক রচনা করেছেন বিভিন্ন ধরনের সাহিত্য। চলুন দেখে নেয়া যাক মেঘলা আকাশ নিয়ে হাদিস, মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা এবং মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স।

নিচে মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন, মেঘলা আকাশ নিয়ে কবিতা, মেঘলা আকাশ নিয়ে ছন্দ, মেঘলা আকাশ নিয়ে গান, মেঘলা আকাশ নিয়ে হাদিস, মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা এবং মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স তুলে ধরা হবে। 

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন - মেঘলা আকাশ নিয়ে ছন্দ

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন এবং মেঘলা আকাশ নিয়ে ছন্দ নিম্নরুপ: 

শান্ত হয়ে যখন এসে দাঁড়ায় ছাদের রেলিং এ মাথার উপর দিয়ে উড়ে যায়। মেঘ চায়না আমায় ছুঁতে, বৃষ্টি হয়ে ঝরে পড়লেও আমাকে একটুও ছোঁয়না আমার প্রতি কি মেঘেরও অরুচি?

দূর দিগন্তের পানে আমি চেয়ে আছি, আর চেয়ে আছি নীল আকাশের দিকে আমি,  কখন বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে আমার ক্লান্ত গায়ে আমি প্রশান্ত হব। 

যখনি দেখবে তোমার মনের আকাশে চিন্তার কালোমেঘ ঘনীভূত হচ্ছে তখনই বুঝে নেবে যে তোমার মনের আকাশে প্রশান্তির বৃষ্টি হতে আর বেশী দেরী নেই।
মেঘলা দিনে একলা ঘরে থাকতে চায় না মন, তাইতো বন্ধু তোমায় আজকে দিলাম নিমন্ত্রণ। আসবে জানি বসবে পাশে ধরবে আমার হাত, তোমার সাথে গল্প করবো আজকে সারারাত।

সকাল থেকে আজ মেঘলা আকাশ আবহাওয়াটাও খুবই তিক্ত, স্মৃতির পিছনের পাতাগুলো হাটতে গেলে মাঝে মাঝে হয়ে যাই আমি বিষন্ন আর বিরক্ত। 

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন, মেঘলা আকাশ নিয়ে কবিতা, মেঘলা আকাশ নিয়ে ছন্দ, মেঘলা আকাশ নিয়ে গান, মেঘলা আকাশ নিয়ে হাদিস, মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা এবং মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স নিচে আরও উল্লেখ করা হবে। 

মেঘলা আকাশ নিয়ে কবিতা

মেঘলা আকাশ নিয়ে কবিতা গুলো নিচে তুলে ধরা হলো:

বিষন্ন সময়

আকাশটা আজ বিষন্ন যে,
মেঘ করেছে কালো-
বিষন্নতায় মন ভরেছে
ক্যামনে লাগে ভালো?

মেঘলা আকাশ সূর্য্যি ঢাকে,
মনখারাপের চিঠি লিখে,
বৃষ্টি তোমার নিমন্ত্রণ
তোমার মাঝেই ক্ষতের যতন।

অভিমানে আধার দিলে,
ফিরবে পাখি আপন নীড়ে
তোমার মাঝে পূর্নতা পাই-
শূন্যতাদের ভীড়ে।

দেখতে চায় রোদের হাসি
আকাশ তোমায় ভালোবাসি।
সাঝের বেলায় অভিমান
তোমায় দেখে কাতর প্রান।

গোমড়া মুখে আর থাকা নয়
এবার হাসি চাই,
বিশাল তোমার মাঝেই যেন
আপন আলয় ঠিক খুজে পাই।

তোমার আকাশ, আমার আকাশ
                               অনির্বাণ মিত্র চৌধুরী

তোমার আকাশে আলোর মিছিল
আমার আকাশ জুড়ে নিকষ কালো
তোমার আকাশে উড়ে শঙ্খচিল
আমার শূন্য আকাশ লাগে ভালো।
তোমার আকাশে জ্বলে ধ্রুবতারা
আমার আকাশে চাঁদ সাথীহারা।
তোমার আকাশ মায়াবী জোছনামাখা
আমার আকাশ কালো মেঘে ঢাকা।
তোমার আকাশে উড়ে শুভ্র মেঘ
আমার আকাশ জুড়ে ঘন কুয়াশা
তোমার আকাশে স্বস্তির হিম আবেগ
আমার আকাশে ঘনঘোর বরষা।
তোমার আকাশে রংধনুর মায়া
আমার আকাশ বিবর্ণ, ধুপছায়া।
তোমার আকাশে পূর্ণতার সমাহার
আমার আকাশে শূন্যতার হাহাকার।
মেঘলা আকাশ নিয়ে ছন্দ

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন, মেঘলা আকাশ নিয়ে কবিতা, মেঘলা আকাশ নিয়ে ছন্দ, মেঘলা আকাশ নিয়ে গান, মেঘলা আকাশ নিয়ে হাদিস, মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা এবং মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা

মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা নিচে উল্লেখ করা হলো:
 
আকাশ
– রবীন্দ্রনাথ ঠাকুর

শিশুকালের থেকে
         আকাশ আমার মুখে চেয়ে একলা গেছে ডেকে।

        দিন কাটত কোণের ঘরে দেয়াল দিয়ে ঘেরা
            কাছের দিকে সর্বদা মুখ-ফেরা;
        তাই সুদূরের পিপাসাতে
   অতৃপ্ত মন তপ্ত ছিল। লুকিয়ে যেতেম ছাতে,
               চুরি করতেম আকাশভরা সোনার বরন ছুটি,
          নীল অমৃতে ডুবিয়ে নিতেম ব্যাকুল চক্ষু দুটি।
দুপুর রৌদ্রে সুদূর শূন্যে আর কোনো নেই পাখি,
            কেবল একটি সঙ্গীবিহীন চিল উড়ে যায় ডাকি
                        নীল অদৃশ্যপানে;
            আকাশপ্রিয় পাখি ওকে আমার হৃদয় জানে।
স্তব্ধ ডানা প্রখর আলোর বুকে
     যেন সে কোন্‌ যোগীর ধেয়ান মুক্তি-অভিমুখে।
                      তীক্ষ্ণ তীব্র সুর
          সূক্ষ্ম হতে সূক্ষ্ম হয়ে দূরের হতে দূর
                        ভেদ করে যায় চলে
               বৈরাগী ঐ পাখির ভাষা মন কাঁপিয়ে তোলে।

     আলোর সঙ্গে আকাশ যেথায় এক হয়ে যায় মিলে
                        শুভ্রে এবং নীলে
          তীর্থ আমার জেনেছি সেইখানে
     অতল নীরবতার মাঝে অবগাহনস্নানে।
               আবার যখন ঝঞ্ঝা, যেন প্রকাণ্ড এক চিল
     এক নিমেষে ছোঁ মেরে নেয় সব আকাশের নীল,
            দিকে দিকে ঝাপটে বেড়ায় স্পর্ধাবেগের ডানা,
                 মানতে কোথাও চায় না কারো মানা,
            বারে বারে তড়িৎশিখার চঞ্চু-আঘাত হানে
     অদৃশ্য কোন্‌ পিঞ্জরটার কালো নিষেধপানে,
                       আকাশে আর ঝড়ে
             আমার মনে সব-হারানো ছুটির মূর্তি গড়ে।
                       তাই তো খবর পাই–
           শান্তি সেও মুক্তি, আবার অশান্তিও তাই।

মেঘলা আকাশ নিয়ে গান - মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স

মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স গুলো নিচে উল্লেখ করা হলো:

বৃষ্টি ঝরে যায় - তৌসিফ
'বৃষ্টি ঝরে যায়, দু'চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে'

 বৃষ্টি নাচে তালে তালে - মিলা ft ফুয়াদ
'বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়
নি:স্ব এ রাত্রি কাটে তোমার প্রতিক্ষায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়'
যতটা মেঘ হলে বৃষ্টি - খালিদ
'যতটা মেঘ হলে বৃষ্টি নামে
ততটা মেঘ বুকে রেখেছি পুষে
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো'

অঝোর বৃষ্টি - বালাম
'ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি'

উপরে মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন, মেঘলা আকাশ নিয়ে কবিতা, মেঘলা আকাশ নিয়ে ছন্দ, মেঘলা আকাশ নিয়ে গান, মেঘলা আকাশ নিয়ে হাদিস, মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা এবং মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স কোলে তুলে ধরা হয়েছে নিচে আরো কিছু মেঘলা আকাশ নিয়ে হাদিস তুলে ধরা হলো। 

মেঘলা আকাশ নিয়ে হাদিস

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘দুই সময়ের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না। এক- আজানের পরে করা দোয়া। আর দুই- বৃষ্টির সময় করা দোয়া।’ (আল-হাকিম)

আনাস (রা.) কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন, একবার আমরা রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম; তখন আমাদের বৃষ্টি পেল। তখন রাসুল (সা.) তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন— যাতে করে গায়ে বৃষ্টি লাগে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন, ‘কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত।’ (মুসলিম, হাদিস : ৮৯৮)

আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুল (সা.) যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, ‘আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ।’ [হে আল্লাহ, কল্যাণকর বৃষ্টি বর্ষণ করুন]। (বুখারি, হাদিস : ১০৩২)

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন, মেঘলা আকাশ নিয়ে কবিতা, মেঘলা আকাশ নিয়ে ছন্দ, মেঘলা আকাশ নিয়ে গান, মেঘলা আকাশ নিয়ে হাদিস, মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা এবং মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স উপরে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন - মেঘলা আকাশ নিয়ে কবিতা: উপসংহার

উপরে মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন, মেঘলা আকাশ নিয়ে কবিতা, মেঘলা আকাশ নিয়ে ছন্দ, মেঘলা আকাশ নিয়ে গান, মেঘলা আকাশ নিয়ে হাদিস, মেঘলা আকাশ নিয়ে রবীন্দ্র কবিতা এবং মেঘলা আকাশ নিয়ে গানের লিরিক্স তুলে ধরা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • digitalbanglablog ☑️
    digitalbanglablog ☑️ ১৩ সেপ্টেম্বর

    I like it a lot
    the poem

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url