OrdinaryITPostAd

ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২ সেহরী ও ইফতারের সূচি

আপনি কি ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২ ও ইসলামিক ফাউন্ডেশন রোজার সময়সূচি ২০২২ জানতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২ ও ইসলামিক ফাউন্ডেশন রোজার সময়সূচি ২০২২ নিয়ে।

চলুন আর দেরি না করে জেনে নেই ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২ ও ইসলামিক ফাউন্ডেশন রোজার সময়সূচি ২০২২।

আরও পড়ুনঃ রমজানের সময়সূচী ২০২২ ইসলামিক ফাউন্ডেশন

পেজ সূচিপত্রঃ ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২

পবিত্র মাহে রমজান কবে থেকে শুরু হবে?

আরবি বছরের নবম মাস হল রমজান মাস। দীর্ঘ ১১ টি মাস অপেক্ষার পর আসে এই রমজান মাস। এই মাসটি সকল মুসলিমের জন্য একটি ত্যাগের মাস। দীর্ঘ ১ মাস ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা থাকতে হয়। দীর্ঘ ১ মাস রোজার পর আসে পবিত্র ঈদুল ফিতর।

ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২

সেহরি ও ইফতারের সময়সূচি

রোজা ফারসি শব্দ। রোজা এর আরবি পরিভাষা হল রোজা। আরবি রোজার শব্দটি আমরা ব্যবহার করি।রোজা শব্দটির অর্থ হল বিরত থাকা।

ভোররাত্রে সেহরি খাবার খেয়ে সারা দিন কিছু না খেয়ে সন্ধ্যায় ইফতার বা খাবার উপভোগ করা কে রোজা বলে। মুসলিম ধর্মাবলম্বীরা প্রতিবছর আরবি রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে। রমজান মাস ভাবে বিভক্ত ৩ ভাগে বিভক্ত করা হয়েছে যথাঃ রহমত, মাগফিরাত ও নাজাত।রমজান মাসের সময়সূচি নিচে দেওয়া হল।

২০২২ সালের রোজার মাসের সেহেরি ও ইফতারের সময়সূচি
ঢাকা জেলা

রমজান ও তারিখবারসেহেরি(am)ইফতার(pm)
০১ রমজান
৩ এপ্রিল
শনি বার৪ঃ২৭৬ঃ১৯
০২ রমজান
৪ এপ্রিল
রবি বার৪ঃ২৬৬ঃ১৯
০৩ রমজান
৫ এপ্রিল
সোম বার৪ঃ২৫৬ঃ২০
০৪ রমজান
৬ এপ্রিল
মঙ্গল বার৪ঃ২৪৬ঃ২০
০৫ রমজান
৭ এপ্রিল
বুধ বার৪ঃ২৩৬ঃ২১
০৬ রমজান
৮ এপ্রিল
বৃহস্পতিবার৪ঃ২২৬ঃ২১
০৭ রমজান
৯ এপ্রিল
শুক্র বার৪ঃ২১৬ঃ২২
০৮ রমজান
১০ এপ্রিল
শনিবার৪ঃ২০৬ঃ২২
০৯ রমজান
১১ এপ্রিল
রবিবার৪ঃ১৯৬ঃ২২
১০ রমজান
১২ এপ্রিল
সোমবার৪ঃ১৮৬ঃ২৩
১১ রমজান
১৩ এপ্রিল 
মঙ্গলবার৪ঃ১৬৬ঃ২৩
১২ রমজান
১৪ এপ্রিল
বুধবার৪ঃ১৫৬ঃ২৩
১৩ রমজান
১৫ এপ্রিল
বৃহস্পতিবার৪ঃ১৪৬ঃ২৪
১৪ রমজান
১৬ এপ্রিল
শুক্রবার৪ঃ১৩৬ঃ২৪
১৫ রমজান
১৭ এপ্রিল
শনিবার৪ঃ১২৬ঃ২৪
১৬ রমজান
১৮ এপ্রিল
রবিবার৪ঃ১১৬ঃ২৫
১৭ রমজান
১৯ এপ্রিল
সোমবার৪ঃ১০৬ঃ২৫
১৮ রমজান
২০ এপ্রিল
মঙ্গলবার৪ঃ০৯৬ঃ২৬
১৯ রমজান
২১ এপ্রিল
বুধবার৪ঃ০৮৬ঃ২৬
২০ রমজান
২২ এপ্রিল
বৃহস্পতিবার৪ঃ০৭৬ঃ২৭
২১ রমজান
২৩ এপ্রিল
শুক্রবার৪ঃ০৬৬ঃ২৭
২২ রমজান
২৪ এপ্রিল
শনিবার৪ঃ০৫৬ঃ২৮
২৩ রমজান
২৫ এপ্রিল
রবিবার৪ঃ০৫৬ঃ২৮
২৪ রমজান
২৬ এপ্রিল
সোমবার৪ঃ০৪৬ঃ২৯
২৫ রমজান
২৭ এপ্রিল
মঙ্গলবার৪ঃ০৩৬ঃ২৯
২৬ রমজান
২৮ এপ্রিল
বুধবার৪ঃ০২৬ঃ২৯
২৭ রমজান
২৯ এপ্রিল
বৃহস্পতিবার৪ঃ০১৬ঃ৩০
২৮ রমজান
৩০ এপ্রিল
শুক্রবার৪ঃ০০৬ঃ৩০
২৯ রমজান
০১ মে
শনিবার৩ঃ৫৯৬ঃ৩১
৩০ রমজান
০২ মে
রবিবার৩ঃ৫৮৬ঃ৩১

আরও পড়ুনঃ রমজানের সময়সূচী ২০২২

ঢাকা জেলার সাথে বাড়াতে হবে - 

  • পিরোজপুর, গাজীপুর, শরীয়তপুর, বরগুনা, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠী, - সেহরি ১ মিনিট ও ইফতার ১ মিনিট।
  • বাগেরহাট, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর,  মানিকগঞ্জ - সেহরি ২ মিনিট ও ইফতার ২ মিনিট।
  • ফরিদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইল, খুলনা - সেহরি ৩ মিনিট ও ইফতার ৩ মিনিট।
  • মাগুড়া, রাজবাড়ি, পাবনা - সেহরি ৪ মিনিট ও ইফতার ৪ মিনিট।
  • সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহ - সেহরি ৬ মিনিট ও ইফতার ৬ মিনিট।
  • নিলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, চুয়াডাঙ্গা - সেহরি ৬ মিনিট ও ইফতার ৬ মিনিট।
  • রাজশাহী, মেহেরপুর, লালমনিরহাট, বগুড়া - সেহরি ৭ মিনিট ও ইফতার ৭ মিনিট।
  • নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ - সেহরি ৮ মিনিট ও ইফতার ৮ মিনিট।
  • পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও - সেহরি ৬ মিনিট ও ইফতার ১১ মিনিট।

ঢাকার সাথে কমাতে হবে -

  • মুনশীগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, চাঁদপুর - সেহরি ১ মিনিট ও ইফতার ১ মিনিট।
  • পটুয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, কিশোরগঞ্জ - সেহরি ২ মিনিট ও ইফতার ২ মিনিট।
  • কুমিল্লা, বি-বাড়িয়া, নেত্রকনা - সেহরি ৩ মিনিট ও ইফতার ৩ মিনিট।
  • ফেনী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী - সেহরি ৪ মিনিট ও ইফতার ৪ মিনিট।
  • চট্টগ্রাম - সেহরি ৫ মিনিট ও ইফতার ৫ মিনিট।
  • সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার - সেহরি ৬ মিনিট ও ইফতার ৬ মিনিট।
  • রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি - সেহরি ৭ মিনিট ও ইফতার ৭ মিনিট।

সেহরির সঠিক নিয়ম | ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২

ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা। রোজা রাখতে হলে সেহরি খেতে হয়। এটি মুসলমানদের রমজান মাসের ফরজ রোজা।

সেহরি হল "মুসলমানদের গ্রহনকৃত ধর্মীয় বা ঐতিহ্যবাহী খাবার" যেটা মুসলমানদের রোজা রাখার জন্য ফজরের নামাজের আগে খেতে হয়। 

আর সেহরি করার পর সেহরির দোয়া বা সেহরির নিয়ত আছে। যদিও সেহরির দোয়া বা নিয়ত ফরজ না। তাও অনেক মুসলমানদের সেহরির দোয়া বা নিয়ত জানার আগ্রহ আছে।

আল্লাহ তায়ালা সূরা আল বাকারার ১৮৫ নং আয়াতে বলেছেন- অতঃপর এসব পরিত্যাগ করো এবং সন্ধ্যা না হওয়া পর্যন্ত রোযা পূর্ণ কর।

সেহরির দোয়া ও নিয়ত

উচ্চারণঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম। 

অর্থঃ হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে নির্ধারিত ফরজ রোজা পালন করার নিয়ত করলাম, অতএব, তুমি আমাকে সকল ধরনের পানাহার থেকে বিরত রাখুন এবং আমার রোজা কবুল করুন।

ইফতারের দোয়া ও নিয়ত | ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২

সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার সময় মাগরিবের আযানের পর ইফতার করে রোজা ভঙ্গ করতে হয়। এই সময় ইফতার করার জন্য ইফতারের দোয়া পড়তে হয়।

ইফতারের আগের দোয়া-

উচ্চারণঃ ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।’

অর্থঃ ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

ইফতারের সময় যে দোয়া পড়তে হয়-

উচ্চারণঃ ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।’

অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের দ্বারা ইফতার করছি।

ইফতারের পর যে দোয়া পড়তে হয়-

উচ্চারণঃ ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থঃ ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।’ (আবু দাউদ, মিশকাত)

ইফতারের সময় কি কি করণীয়? | ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২

ইফতারের সময় করণীয় হলঃ

  • ইফতারের সময় হওয়ার সাথে সাথে বা মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে ইফতার করা।
  • ইফতারের সময় বেশী করে ক্ষমা প্রার্থনা ও দোয়া করা।
  • ইফতারের সময় অন্য কোন কাজে ব্যস্ত না হওয়া।
  • ইফতার না করে জামায়াতে নামাজ শুরু না করা।
  • হালকা খাবার খেয়ে রোজা ভঙ্গ করা। এবং মাগরিবের নামাজ শেষ করে তৃপ্তি করে খাবার খাওয়া।
  • মাগরিবের নামাজ জামায়াতের সাথে আদায় করা।

শেষ কথাঃ ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২

বন্ধুরা আজ আমরা আলোচনা করেছি ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২ ও ইসলামিক ফাউন্ডেশন রোজার সময়সূচি ২০২২ নিয়ে। আমাদের লিখা আজকের ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২ ও ইসলামিক ফাউন্ডেশন রোজার সময়সূচি ২০২২ পোস্টে রমজান মাসের সকল তথ্য আলোচনা করা হয়েছে। আশা করি আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার ২০২২ ও ইসলামিক ফাউন্ডেশন রোজার সময়সূচি ২০২২ পোস্টটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url