OrdinaryITPostAd

শবে বরাতের নামাজ কবে - শবে বরাতের নামাজ ২০২২

আপনি কি শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ ২০২২, শবে বরাতের নামাজ আছে কি, বেতের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি, শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের নামাজ কত তারিখ জানতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ ২০২২, শবে বরাতের নামাজ আছে কি, বেতের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি, শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের নামাজ কত তারিখ তা নিয়ে।

চলুন আর দেরি না করে দেখে নেই শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ ২০২২, শবে বরাতের নামাজ আছে কি, বেতের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি, শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের নামাজ কত তারিখ।

আরও পড়ুনঃ শবে বরাত কবে ২০২২

পেজ সূচিপত্রঃ শবে বরাতের নামাজ কবে - শবে বরাতের নামাজ ২০২২

২০২২ সালের শবে বরাত কবে?

লাইলাতুল বরাত বা শবে বরাত আরবি শাবান মাসের ১৫ তারিখ দিবাগত রাতে পালিত হয়ে থাকে। সমস্ত মুসলিমরা এই রাতে নামাজ, কোরআন তেলাওয়াত, প্রার্থনা, ও জমায়েত হয়ে আল্লাহর কাছে তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। এমনকি এই দিনে মুসলমানেরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সাওম পালন করে।

এই বছর তথা ২০২২ সালে শবে-বরাত পালিত হবে ১৮ মার্চ ২০২২ শুক্রবার (১৫ শাবান)। তবে এটি ''চাঁদ দেখার উপর নির্ভরশীল''।

শবে বরাতের নামাজ কবে?

যেহেতু এই বছর তথা ২০২২ সালের শবে-বরাত ১৮ই মার্চ দিবাগত রাতে পালিত হবে এবং শবে-বরাতের সরকারি ছুটি ১৯ মার্চ হবে, সেহেতু ১৮ই মার্চ দিবাগত রাত্রে তথা (১৪ শাবান রাত্রে) শবে-বরাতের নামাজ আদায় করতে হবে। এই দিন রোজা রাখার কথা ও হাদিসে উল্লেখ আছে। নবী করিম (সাঃ) বলেছেন, "যে ব্যাক্তি ১৫ই শাবানের রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না"। এই রাতে আপনি নফল নামাজের সাথেও সালাতুল তাসবীহের নামাজও আদায় করতে পারেন।

শবে বরাতের নামাজ আছে কি?

হ্যাঁ, শবে-বরাতের নামাজ আছে। কিন্তু সেটা নফল নামাজ হিসেবে আদায় করা হয়। শবে-বরাতের নামাজ আপনি চাইলে আপনার ইচ্ছা মত প্রথমে তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ আদায় করার পর, দুই রাকাত করে একাধারে ৮,১২,১৪ ও ২০ রাকাত নামাজ আদায় করতে পারেন। এবং এই নামাজের ফজিলত অনেক। এছাড়াও আপনি শবে-বরাতের নামাজ পর সালাতুল তসবীহের নামাজ আদায় করতে এবং কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন।

বেতের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি? | শবে বরাতের নামাজ কবে

রাতের নফল নামাজের পরে বেতরের নামাজ পড়া উত্তম। কিন্তু তার মানে এই না যে বিতরের নামাজ একবার পড়লে আর নফল নামাজ পড়া যাবে না। বরং, বেতরের নামাজের পরও নফল নামাজ পড়া জায়েজ। 
এই প্রসঙ্গে প্রমানিত আছে, আবু বকর (রাঃ), আম্মার বিন ইয়াসির (রাঃ) ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ সাহাবিরা এশার পর বিতর পড়েছেন এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন।

শবে বরাতের নফল নামাজ, ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফারের পড়ে বেতরের নামাজ পড়বেন।

শবে বরাতের নামাজ কত রাকাত?

শবে-বরাতের নামাজের কোন নিদিষ্ট রাকাত নেই। আপনি দুই রাকাত করে যত খুশি তত রাকাত নামাজ আদায় করতে পারেন। হাদিস শরিফে আছে, নবী করিম (সাঃ) বলেছেন, যেদিন শাবান মাসের মধ্য দিবস আসবে সে রাতে তোমরা নফল নামাজ পড়বে এবং দিনে সাওম পালন করবে। ইবাদতের মধ্যে নামাজ হল সর্বশ্রেষ্ঠ। সুতরাং, নফল নামাজও নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ (ইবনে মাজাহ ১৩৮৪ নং হাদিস)।

শবে বরাতের নামাজের নিয়ত কি? | শবে বরাতের নামাজ কবে

শবে বরাতের নামাজের নিয়তঃ
উচ্চারনঃ নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

বাংলায় নিয়ত করতে চাইলে এই ভাবে বলতে পারেনঃ ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবর’।

শবে বরাতের রোজার ফজিলত

শবে বরাতের রোজা রাখার ফজিলত সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,- যে ব্যক্তি শাবান মাসের একদিন রোজা রাখবে আমার পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে। অন্য হাদীসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যাক্তি শাবান মাসের 15 তারিখ রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।

এছাড়াও বিভিন্ন হাদিস শরীফ থেকে এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) প্রতি আরবি মাসের ১৩,১৪ ও ১৫ তারিখে নফল রোজা রাখতেন এবং তিনি সকলকে নফল রোযা রাখতে উৎসাহিত করেছেন। সেই হিসেবে শাবান মাসেও ৩টি রোজা রাখা যেতে পারে।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস (রাঃ)-কে আল্লাহকে সালাতুল তাসবির নামাজ সম্পর্কে বলেছেন যে এই নামাজ আদায় করলে আল্লাহ আপনার আওয়াল আখেরের সগিরা-কবিরা, জানা-অজানা সকল গুনাহ মাফ করে দেবেন।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন - হে চাচা জান, যদি পারেন তাহলে প্রতিদিন একবার এই নামাজ আদায় করুন। আপনি যদি প্রতিদিন না পারেন তবে সপ্তাহে একবার এটি পড়ুন। যদি তাও না পারেন মাসে একবার এটি পড়ুন। না পারলে বছরে একবার পড়ুন। যদি আপনি তাও করতে না পারেন তাহলে জীবনে অন্তত একবার এই নামাজ আদায় করুন (তবুও ছেড়ে দিবেন না)।

শবে বরাতের রাতে করণীয় ও বর্জনীয় | শবে বরাতের নামাজ কবে

যা যা করা উচিতঃ
  • নফল নামাজ
    • তাহিয়্যাতুল অজু, 
    • দুখুলিল মাসজিদ, 
    • আউওয়াবিন, 
    • তাহাজ্জুদ, 
    • ছলাতুত তাসবিহ 
    • তাওবার নামাজ, 
    • ছলাতুল হাজাত, 
    • ছলাতুশ শোকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া। 
  • নামাজে কিরাআত ও রুকু-সেজদা দীর্ঘ করা। 
  • পরের দিন নফল রোজা রাখা; 
  • কোরআন শরিফ 
    • সুরা দুখান ও 
    • অন্যান্য ফজিলতের সুরাসমূহ তিলাওয়াত করা; 
  • দরুদ শরিফ বেশি বেশি পড়া; 
  • তাওবা-ইস্তিগফার অধিক পরিমাণে করা; 
  • দোয়া-কালাম, তাসবিহ তাহলিল, জিকির-আসকার ইত্যাদি করা; 
  • কবর জিয়ারত করা; 
  • নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সকল মোমিন মুসলমানের জন্য ক্ষমাপ্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা।
যা যা করা উচিত নয়ঃ
  • আতশবাজি, পটকা ফোটানো,
  • ইবাদত-বন্দেগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা, 
  • অনাকাঙ্ক্ষিত আনন্দ-উল্লাস করা, 
  • অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা, 
  • অন্য কারও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো, 
  • হালুয়া-রুটি বা খাওয়াদাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে গাফিল থাকা।

শেষ কথাঃ শবে বরাতের নামাজ কবে - শবে বরাতের নামাজ ২০২২

বন্ধুরা আজ আমরা শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ ২০২২, শবে বরাতের নামাজ আছে কি, বেতের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি, শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের নামাজ কত তারিখ তা নিয়ে আলোচনা করেছি। আমাদের শবে বরাতের নামাজ কবে - শবে বরাতের নামাজ ২০২২ পোস্টটিতে শবে বরাতের সকল তথ্য দেওয়া হয়েছে। আশা করি, আমাদের এই শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ ২০২২, শবে বরাতের নামাজ আছে কি, বেতের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি, শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের নামাজ কত তারিখ পোস্টটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url