OrdinaryITPostAd

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস - কিভাবে Free SMS পাঠানো যায়

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস করার উপায় যারা জানতে চাচ্ছেন তাঁদের জন্য এই পোস্ট। এছাড়াও পোস্টটিতে আরো থাকবে কিভাবে ফ্রি এস এম এস পাঠানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা। আরো যা থাকছে এস এম এস এর পূর্নরূপ কি।

বর্তমানে মোবাইলে এসএমএস পাঠানো অনেক খরচ ইস্যু হয়ে দাড়িয়েছে। যারা কারণে প্রায় সবাই খুঁজতে থাকবে কিভাবে ফ্রি এস এম এস পাঠানো যায়। যাদের কম্পিউটার রয়েছে তাঁরা খুজতে থাকে কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস কিভাবে পাঠাবেন অথবা ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর উপায়। চলুন ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস কিভাবে পাঠাবেন তা বিস্তারিত জানার আগে জেনে নিন সূচিপত্রে কি কি থাকছেঃ

পেজ সূচিপত্রঃ কিভাবে ফ্রি এস এম এস পাঠানো যায়ঃ

এস এম এস এর পূর্নরূপ কি?

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস কিভাবে পাঠাবেন তা জেনে নেয়ার আগে ছোট একটি তথ্য জেনে রাখা উচিত। তথ্যটি হলো এস এম এস এর পূর্নরূপ কি। এস এম এস এর পূর্নরূপ কি তা যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে বলে আশা করা যায়। চলুন তাহলে জেনে নেয় এস এম এস এর পূর্নরূপ কি। এস এম এস এর পূর্নরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস । ইংরেজিতে যেটা হলো Short Message Service যার সংক্ষিপ্ত রূপ হলো SMS। 

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস করবেন কিভাবে?

মোবাইল ব্যালেন্স দিয়ে কাউকে এসএমএস দেয়া বর্তমানে দুসাধ্য হয়ে পড়েছে। কারণ বর্তমানে সিম অপারেটরগুলো মোবাইল দিয়ে মেসেজ পাঠানোর জন্য অনেক ব্যালেন্স কাটে। যে কারণে দেখা যায় কেউ এখন আর খুব বেশি মোবাইল মেসেজ আদান প্রদান ক্রএন না। আর ইন্টারেন্টের অফুরন্ত সুযোগ সুবিধা রয়েছে যার বিভিন্ন উপায় ব্যবহার করে সবাই এখন মেসেজ আদান প্রদান করে। এই ইন্টারনেটের অফুরন্ত সুযোগ সুবিধাবলীর মধ্যে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর সার্ভিস একটি। জ্বি হ্যাঁ। 

আপনি জানলে অবাক হবেন যে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানো যায়। এখন আপনার মনে প্রশ্ন আস্তে পারেন কিভাবে ফ্রি এস এম এস পাঠানো যায়। কিভাবে ফ্রি এস এম এস পাঠানো যায় তার উত্তর নিয়েই আজকের এই পোস্ট।চলুন তাহলে শুরু করা যাক কিভাবে ফ্রি এস এম এস পাঠানো যায় তার নিয়মঃ

আপনি ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস যেকোনো সিম অপারেটরে পাঠাতে পারবেন। এজন্য কোনো ধরণের ব্যালেন্স এর প্রয়োজন নেই। 

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস এর জন্য কি কি প্রয়োজন? 

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস এর জন্য আপনাদের যা যা প্রয়োজন হবেঃ

  • একটি স্মার্টফোন 
  • ইন্টারনেট
  • যেকোনো ধরণের ব্রাউজার 
চলুন তাহলে ধাপগুলো দেখে নিইঃ 
  • প্রথমে আপনার স্মার্টফোনের ব্রাউজার খুলুন যেকোনো একটি। 
  • এরপর সার্চ বারে লিখুন BD GO SMS Portal  এ যান।  
  • এরপর আপনারা যে ইন্টারফেস পাবেন সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • এজন্য আপনাকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর মোবাইল নাম্বার দিন
  • এরপর ক্যাপচা পূর্ন করুন
  • এরপর Go লেখা বাটনে ক্লিক করুন
  • এরপর ইন্তারফেস আসবে সেটি সেটিতে প্রয়োজনীয় তথ্যাবলী দিন
  • এরপর আপনি যে নাম্বার ব্যবহার ক্রএছেন সেখানে একটি কোড আসবে
  • সে কোডটি দিতে হবে
  • এরপর সাবমিট লেখা অপশন আসবে
  • সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে

ব্যস রেজিস্ট্রেশন হয়ে গেলো। এখন আপনাকে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর জন্য লগইন করতে হবে। লগইন করার জন্য যা করতে হবেঃ

  • আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
  • লগইন করার পর যে ইন্টারফেস আসবে সেখানে সেন্ড এসএমএস এ ক্লিক করতে হবে
  • এরপর যে নাম্বারে এসএমএস পাঠাবেন সে নাম্বারটি দিন
  • এরপর এসএমএস সেটি পাঠাবেন সেটি লিখুন
  •  এখানে আপনারা সর্বোচ্চ ১৬০ ক্যারেক্টারের এসএমএস লিখতে পারবেন
  • এরপর সেন্ড বাটনে ক্লিক করুন

আপনি যদি চান আপনি যাকে মেসেজ করছে সে যেনো আপনার নাম না দেখুন। আপনি যদি এরকম চেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে তা দেখে নিনঃ

  • আপনারা যে ইন্টারফেসে এসএমএস লিখেছেন সেখানে সেন্ডার অন বলে একটি অপশন আছে যেখানে সেন্ডার অফ করলে আপনার নাম আর অন্য কেউ দেখতে পারবেনা।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 

কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস কিভাবে পাঠাবেন?

কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর জন্য কি প্রয়োজন তা আগে আপনাকে জেনে নিতে হবে। কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর জন্য প্রয়োজনঃ

  • কম্পিউটারটি উইন্ডোজ ১০ আপডেট করে নিতে হবে
  • ইউএসবি ক্যাবল 
  • ওয়াইফাই কানেকশন
  • অ্যান্ড্রয়েড মোবাইল

এখন চলুন এসব উপকরণ দিয়ে কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস করবেন তা দেখে নেয়া যাকঃ

  • আপনাকে কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস করার জন্য প্রথমে আপনার পিসিতে “Your Phone”  অ্যাপটি ইন্সটল করে নিতে হবে
  • এরপর Get Start বাটনে ক্লিক করুন
  • এবার আপনার মোবাইল নাম্বার দিন
  • এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন
  • এবার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মাইক্রোসফট অ্যাপ ইন্সটল করে নিন
  • এরপর মাইক্রোসফট অ্যাপ ওপেন করুন
  • এবার গেট স্টার্ট এ ক্লিক করুন’
  • অতঃপর মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করুন
  • সবগুলো অনুমতি এক্সেপ্ট করন
  • এরপর কম্পিউটারের স্টার্ট বাটন ক্লিক করুন
  • এরপর মেসেজ গিয়ে এসএমএস পাঠান

আশা করি কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর উপায় আয়ত্ত করতে পেরেছেন। 

বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সবাই মেসেজিং এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। আর করবেন ই বা না কেন। কারণ ইন্টারনেট আমাদের জন্য বর্তমানে অপরিহার্য একটি উপাদান হয়ে দাড়য়েছে যার কারণে এখন ইন্টারনেট সবার হাতে হাতে পৌছে গিয়েছে। ইন্টারনেট এর সুব্যবস্থার কারণে দেখা যায় যোগাযোগটা এখন ইন্টারনেটের মাধ্যমেই হয়ে থাকে। সেটা ফেসবুক হক কিংবা হোয়াটসঅ্যাপ । কিন্তু যতই প্রযুক্তির উন্নতি ঘটুক এখনো মাঝে মাঝে প্রয়োজন হয়ে থাকে মোবাইল মেসেজের। কিন্তু ওই তো ইন্টারনেটের সুব্যবস্থা থাকাতে দেখা যায় মোবাইলে ব্যালেন্স থাকেনা। তখন প্রয়োজনীয় মেসেজ পাঠানো কস্টকর হয়ে থাকে। 

কিন্তু ইন্টারনেট ই আবার এই ব্যবস্থা রেখেছে কিভাবে ফ্রি এস এম এস পাঠানো যায় । দুঃখের বিষয় অনেকেই এখনো এই নিয়মের কথা জানেন না। আপনি যদি তাঁদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয় খুজতে আসছেন কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস কিভাবে পাঠাবেন তা জানতে। আপনি তাহলে ভুল জায়গায় আসেন নাই তা এতক্ষণে নিশ্চয় জেনে গিয়েছেন। কম্পিউটার থেকে মোবাইলে ফ্রি এসএমএস কিভাবে পাঠাবেন তা জেনে আপনি অবশ্যই মেসেজ পাঠাবেন এবং আপনার আশেপাশের সবাইকে জানাতে ভুল্বেন না। সবাইকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url