OrdinaryITPostAd

মোবাইলে টাকা রিচার্জ করার ০৭ নিয়ম জেনে নিন

 

মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম নিয়ে অনেকে দ্বিধাতে ভুগতে থাকেন। আপনারা যারা মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম খুঁজছেন তাঁদের জন্য আজকের এই পোস্ট। তাহলে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জানতে আমাদের সাথে থাকুন।

এই পোস্টে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম উল্লেখ করা ছাড়াও থাকবে সকল ধরণের মোবাইল ব্যাংকিং এ  মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম । চলুন তাহলে শুরু করা যাকঃ

পেজ সূচিপত্রঃ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়মঃ

মোবাইলে টাকা রিচার্জ করার অ্যাপসঃ

বাংলাদেশে বর্তমানে আগের মত দোকানে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম এখন প্রায় নাই বলতে গেলেই চলে। সবার হাতে রয়েছে এখন স্মার্টফোন। আর এই স্মার্টফোনে রয়েছে বিভিন্ন ধরণের মোবাইল ব্যাংকিং এর সুবিধা। এসব মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজে ঘরে বসে বিপদে আপদে আপনার মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জেনে নেয়ার আগে জেনে নিন কি কি মোবাইল ব্যাংকিং রয়েছে যারা দ্বারা আপনি মোবাইলে টাকা রিচার্জ করার সুবিধা পেতে পারেন। মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জানার অ্যাপসগুলো জেনে নিইঃ

১। বিকাশ

২। নগদ

৩। রকেট

৪। উপায় 

৫। শিওর ক্যাশ 

চলুন এসব অ্যাপ ব্যবহার করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জেনে নেয়া যাকঃ

বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

বিকাশ অ্যাপ ব্যবহার করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়মঃ 

বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি শুধু নিজের মোবাইলেই নয় আপনি বরং আপনার যদি আরেকজনে টাকা পাঠানোর প্রয়োজন হয় তাহলে তা ও করতে পারবেন। আপনি দুইভাবে বিকাশের ব্যবহার করে মোবাইল টাকা রিচার্জ করতে পারবেন। উপায়গুলো হলোঃ

১। বিকাশ অ্যাপ ব্যবহার করে

২। *২৪৭# ডায়াল করে

বিকাশ অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়মঃ

বিকাশ অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম এর ধাপগুলো হলোঃ

১। বিকাশ অ্যাপ এ লগ ইন করতে হবে

২। মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে

৩। যে নাম্বারে রিচার্জ করবেন সে নাম্বার টাইপ করুন অথবা কন্টাক্ট লিস্টে থাকলে সিলেক্ট করুন

৪। অপারেটর সিলেক্ট করুন

৫। যত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ লিখুন অথবা প্রয়োজনমতো টাইপ করুন

৬। আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন

৭। মোবাইল রিচার্জ সম্পূর্ন করতে নিচের গোলাপী অংশটি ট্যাপ করে দরে রাখুন কিছুক্ষণ

৮। মোবাইল রিচার্জ হলে আপনার মোবাইল নাম্বারে কনফারমেশন মেসেজ আসবে

ব্যাস ,এত সহজ। আপনি এখনি বিকাশ অ্যাপে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম ব্যবহার করে নিজের মোবাইলে টাকা রিচার্জ করে নিন।

*২৪৭# ডায়াল করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়মঃ

*২৪৭# ডায়াল করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম ব্যবহার করে আপনার মোবাইল যদি বিকাশ অ্যাপ না থাকে তাহলে খুব সহজে আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন। চলুন তাহলে দেখা নেয়া যাক *২৪৭# ডায়াল করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়মঃ

১। *২৪৭# ডায়াল করুন

২। মেন্যু থেকে মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করুন

৩। আপনার অপারেটর সিলেক্ট করুন

৪। আপনার সংযোগের ধরণ সিলেক্ট করুন

৫। যে নামাব্রে রিচার্জ করতে আচন সেই নাম্বার টাইপ করুন

৬। টাকার পরিমান টাইপ করুন

৭। পিন নাম্বার দিয়ে টাকা রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন করুন

ব্যালেন্স রিচার্জ হয়ে গেলে আপনার মোবাইএল কনফারমেশন মেসেজ যাবে যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে টাকা রিচার্জ প্রকির‍্যাটি সম্পন্ন হয়েছে।

নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

নগদ মোবাইল ব্যাংকিং এ মোবাইল টাকা রিচার্জ করার নিয়ম খুব সহজ। নগদ মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম দেখে নেয়া যাকঃ

আপনার নগদ একাউন্ট-এর  মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন।

 ১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন

২। নম্বর দিন

৩। পরিমাণ লিখুন

৪। ব্যালেন্স রিসিভ করুন

মোবাইল রিচার্জ হয়ে গেলো! আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। নগদ একাউন্ট দিয়ে আপনি নিম্নোক্ত মোবাইল অপারেটরগুলোর প্রিপেইড রিচার্জ ও পোস্ট-পেইড বিল পরিশোধ করতে পারবেন:

  • গ্রামীণফোন
  • রবি
  • এয়ারটেল
  • টেলিটক
  • বাংলালিংক

আপনাদের সুবিধার কথা ভেবেই নগদ-এ চলছে সেরা মোবাইল রিচার্জ অফার। এখন নগদ থেকে রিচার্জ করলেই পাবেন বেশি লাভ। দেশের সকল অপারেটরের গ্রাহকরাই নগদ থেকে দারুণ রিচার্জ অফারগুলো এনজয় করতে পারবেন।

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম অনেকটা বিকাশমোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম এর মতোই। এখানে আপনি নিজেকে ছাড়া চাইলে অন্য কাউকে মোবাইল টাকা রিচার্জ করে দিতে পারবেন। চলুন তাহলে রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম দেখে নিইঃ

রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম গুলো সিটিসেল সিম ব্যবহারকৃত ছাড়া বাকি সব অপারেটর ব্যবহার কারীর জন্য প্রযোজ্য।

১। আপনাকে *৩২২# ডায়াল করতে হবে

২। ব্যালেন্স অপশন সিলেক্ট করতে হবে

৩। সেলফ এবং আদারস বলে একটি অপশন আসবে যেখান থেকে আপনাকে বেছে নিতে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী একটি অপশন সিলেক্ট করে নিতে হবে। 

৪। আপনার পিন নাম্বারটি দিতে হবে

৫। এরপর মোবাইল নাম্বারটি দিন

৬। টকার পরিমান দিন

ব্যস হয়ে গেলো রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ। 

যেসব ব্যক্তি সিটিসেল সিম ব্যবহার করেন তাঁরা ১৬২১৬ নাম্বারে একটি খালি এসএমএস পাঠাবেন। 

শিওরক্যাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়মঃ 

রিচার্জ করুন আপনার মোবাইলে, যে কোনো সময়

আপনি আপনার এবং আপনার বন্ধু ও পরিবারের মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারেন।কিভাবে শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করবেন?

আপনার শিওরক্যাশ একাউন্ট থেকে মোবাইলের রিচার্জ করতে পারবেন খুব সহজেই। কোন বাড়তি ফি নেই।

১। *৪৯৫# ডায়াল করে ইউএসএসডি মেনুতে প্রবেশ করুন।

২। ২ টাইপ করে “মোবাইল রিচার্জ” অপশনটি বেছে নিন।

৩। যে নম্বরটি রিচার্জ করতে চান সেই নম্বরটি লিখুন।

৪। আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন।

৫। প্রি-পেইড নাম্বারে রিচার্জ করতে ১ চাপুন এবং পোস্ট-পেইড নাম্বারে রিচার্জ করতে ২ চাপুন।

৬। যত টাকা রিচার্জ করতে চান তার পরিমানটি লিখুন।

৭। লেনদেনটি সম্পন্ন করার জন্য আপনার শিওরক্যাশ ওয়ালেটের/একাউন্টের ৪ ডিজিটের পিন নম্বরটি লিখুন।

সফলভাবে মোবাইল রিচার্জ সম্পন্ন হয়েছে। সবশেষে আপনি একটি লেনদেন নিশ্চিতকরণ এসএমএস পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url