OrdinaryITPostAd

১০টি বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার

সেরা আইটি কোনটি? বাংলাদেশের সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান সমন্ধে জানুন। সেরা আইটি কোম্পানি কোনটি? দেশের সেরা আইটি সেন্টার কোথায় অবস্থিত? কোন সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ভর্তি হবেন এবং কেন?


এই পোস্টে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান কোনটি? সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার কোনটি? কেন, কিসের ভিত্তিতে অর্ডিনারি আইটি নিজেদেরকে সেরা দাবি করার অধিকার রাখে, তা জানতে হলে আপনাকে পুরো পোস্টটি মনযোগ দিয়ে পড়তে হবে।

বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার - অর্ডিনারি আইটি

বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি,সেরা আইটি, সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান, সেরা আইটি কোম্পানি, সেরা আইটি সেন্টার, সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার
প্রথমেই বলে নেই আমরা কারা। 'অর্ডিনারি আইটি' একটি বৈধ, শতভাগ বিশ্বস্ত  আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমাদের অফিস রাজশাহীতে। আমরা প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কোর্স করাই। আইটি সার্ভিস প্রদান করি। OrdinaryIT.com ওয়েব সাইটে নিয়মিত ব্লগপোস্ট প্রকাশ করি। 

অর্ডিনারি আইটি - বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার

আমাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল, কোর্স করানোর পর আয়ের কয়েকটি পথও দেখিয়ে দেই। যোগ্য হলে, আইটি বিষয়ক ফ্রিল্যান্স চাকুরির ব্যবস্থাও করে দেই। আমাদের ট্রেড লাইসেন্স, অফিসিয়াল টিম মেম্বারদের তালিকা ও ফটো গ্যালারি দেখে নিতে পারেন।

অর্ডিনারি আইটির অফিস ঠিকানাঃ

বিউটি প্লাজা, হাউজ নং: ১৮২ (৩য় তলা - উত্তর সেকশন), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট গেটের সামনে, সপুরা-৬২০৩, বোয়ালিয়া, রাজশাহী | গুগল ম্যাপে ভেরিফাইড অফিস লোকেশন দেখে নিন | আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘুরে আসুন | হেল্প লাইন: 01761 060 977 | ইমেইল: ordinaryit@gmail.com 
বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি,সেরা আইটি, সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান, সেরা আইটি কোম্পানি, সেরা আইটি সেন্টার, সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার

গুগল ম্যাপে আমাদের ভেরিফাইড অফিস লোকেশন ও বিস্তারিত দেখতে পারবেন। সেরা আইটি।

জনপ্রিয় কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটির এক নজরে সূচীপত্রঃ

জনপ্রিয় আইটি কোম্পানি অর্ডিনারি আইটির কোর্স ও ট্রেনিংসমূহঃ

অন্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের এখানে কোর্স করলে বেশী উপকার পাবেন, এটা আমরা গর্বের সাথে বলি। কারণ, আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যারা বিএসসি করছেন এমন দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস নেওয়াই। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমাদের মাল্টিমডিয়া কম্পিউটার ল্যাব রয়েছে। আমরা প্রত্যেক চ্যাপ্টারের বিষয়ভিত্তিক প্রাকটিক্যাল কাজ কম্পিউটারে শেখাই এবং প্র্যাকটিস করিয়ে নেই। সেরা আইটি। নিম্নের যেই কোর্স করতে আপনি আগ্রহী, সেই লিংকে চাপ দিন।
ডিজিটাল মার্কেটিং শিখে কেমন আয় করতে পারবেন ও আমরা কত আয় করি তা দেখুন নিচের বাটনে চাপ দিয়ে। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। ক্লাস সংখ্যাঃ ৩৬টি। কোর্সের সময়কালঃ ৩মাস। সপ্তাহেঃ ৩দিন ক্লাস। অফিসে এসে ও বাসায় বসে অনলাইনে ক্লাস করার সুযোগ রয়েছে।

জনপ্রিয় কম্পিউটার ট্রেনিং সেন্টারের কোর্স সিলেবাস ও ভর্তি ফরম

কোন কোর্স করতে চাইলে এই লিংকে চাপ দিয়ে রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুন

জনপ্রিয় আইটি কোম্পানি অর্ডিনারি আইটি যেসব আইটি সার্ভিস প্রদান করেঃ

আমাদের প্রদত্ত সমস্ত সার্ভিস নিম্নে দেয়া হল।সেরা আইটি কোম্পানী।

বাসায় গিয়ে কোর্স করানো সার্ভিসটি নিতে এখানে চাপ দিন

এটি ICT সাবজেক্ট ও কম্পিউটার শেখানোর কোর্স। এখন শুধুমাত্র রাজশাহী সিটিতেই এই সার্ভিসটি আমরা দেই। ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে চাকুরিজীবী বা যে কোন বয়সের ব্যক্তিদেরই বাসায় গিয়ে বা অনলাইনে এই কোর্সটি করানো হয়। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। অভিজ্ঞ কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্বারা এই কোর্সটি করানো হয় এবং প্রতিটি বিষয় হাতে কলমে শিখিয়ে কম্পিউটারে ব্যবহারিক করানো হয়।

গ্রাফিক ডিজাইন সম্পর্কিত যেকোন সার্ভিস নিতে এখানে চাপ দিন

  • বিভিন্ন অনুষ্ঠানের ফটোগ্রাফি
  • ব্যানার ডিজাইন
  • পোস্টার ডিজাইন
  • লিফলেট ডিজাইন
  • বিজনেস কার্ড ডিজাইন
  • লোগো ডিজাইন
  • ইমেজ এডিটিং
  • ফটো রিটাচ
  • টিশার্ট ডিজাইন
  • মগ ডিজাইন
  • অফিস আইডেন্টিটি ডিজাইন
  • ওয়েব অ্যাড ডিজাইনসহ
  • সকল গ্রাফিক ডিজাইন সার্ভিস

ওয়েবসাইট ডিজাইন সম্পর্কিত যেকোন সার্ভিস নিতে এখানে চাপ দিন

ভিডিও এডিটিং সম্পর্কিত যেকোন সার্ভিস নিতে এখানে চাপ দিন

  • ভিডিও বিজ্ঞাপন
  • ইন্ট্রো ও আউট্রো ভিডিও
  • টিউটোরিয়াল মেকিং ভিডিও
  • শর্ট ফিল্ম শুটিং ও এডিটিং
  • বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও শ্যুটিং ও এডিটিং

ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যেকোন সার্ভিস নিতে এখানে চাপ দিন

  • ওয়েবসাইট SEO
  • ওয়েবসাইট ব্যাকলিংক
  • চাহিদামত যেকোন ব্লগপোস্ট/আর্টিকেল সরবরাহ
  • ফেসবুক, গুগল, ইউটিউব বিজ্ঞাপন এবং বুস্ট করানো

ফেসবুক পেইজ বিজনেস প্যাকেজ সার্ভিসটি নিতে এখানে চাপ দিন

  • বিজনেজ পেজ সেটআপ, প্রোফাইল পিকচার লোগো ও কাভার ফটো তৈরী করে দেই
  • আপনার চাহিদা পরিমাণ, শতভাগ রিয়্যাল ও অর্গানিক পেজ লাইক এনে দেই
  • পেইজে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট করার রোবট সেটআপ করে দেই।
  • পোস্ট/পণ্যের বিজ্ঞাপন বুস্ট করে দেই, ভিউ বাড়িয়ে দেই
  • চাহিদামত প্রফেশনাল পোস্ট অ্যাড তৈরি করে দেই
  • প্রফেশনাল ভিডিও অ্যাড তৈরি করে দেই, কারণ পোস্ট বিজ্ঞাপনের চেয়ে ভিডিও বিজ্ঞাপন বুস্ট করালে ব্যবসায়িক লাভ নূন্যতম ৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়

নেটওয়ার্ক ডিজাইন সম্পর্কিত যেকোন সার্ভিস নিতে এখানে চাপ দিন

  • হোম ও অফিস নেটওয়ার্ক
  • অফিস, স্কুল ম্যানেজমেন্ট
  • অনলাইন এক্সাম সিস্টেম

মাইক্রোসফট অফিস সম্পর্কিত যেকোন সার্ভিস নিতে এখানে চাপ দিনঃ

  • প্রফেশনাল সিভি তৈরী
  • পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন
  • ডাটাবেজ সফটওয়্যার

প্যাসিভ ইনকাম কি | এর সুবিধা কি | বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি

আসলে, অর্থ উপার্জনের সবগুলো পদ্ধতিকে মোট ২ শ্রেনীতে ফেলা যায়। অ্যাক্টিভ ও প্যাসিভ। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। অ্যাক্টিভ ইনকাম সমন্ধে আমাদের সবারই জানা আছে। তাই এখন জানা যাক প্যাসিভ ইনকাম জিনিসটা আসলে কি?

এটি আয়ের এমন ধরনের একটি ব্যবস্থা বা উপার্জনের সোর্স, যেখানে টাকা আয়/কামাই-রোজগারের জন্য আপনাকে সবসময় কাজটির/ব্যবসাটির সাথে লেগে থাকতে হয় না। সেরা আইটি সেন্টার। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। সোর্সটিকে গড়েপিটে তৈরী করে নেয়ার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ, সময় ও শ্রম দিয়ে যেতে হয়। আর সোর্সটি একবার দাঁড়া হয়ে গেলে, স্বয়ংক্রিয়ভাবে আয় আসতেই থাকে। শুধুমাত্র নূন্যতম মেইনটেনেন্স বজায় রাখলেই চলে।

উদাহরণস্বরুপ, একজন বাড়িওয়ালার (যিনি বাড়ি ভাড়া দেন) আয়ের সোর্সটির দিকে তাকান। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। বাড়ি বানানোর জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অর্থ, সময় ও শ্রম দিয়ে যেতে হয়েছে। আর এখন প্রতিমাসেই এখান থেকে তার আয় আসছে। বর্তমানে তার মেইনটেনেন্স ব্যয় আয়ের তুলনায় খুবই সামান্য। 

এটা জেনে খুশী হবেন যে, অনলাইনে প্যাসিভ ইনকাম গড়েপিটে তৈরী করে নেয়ার জন্য অফলাইনের মতো এতো এতো পরিমাণ টাকা, সময় ও শ্রম দিতে হয় না। সেরা আইটি সেন্টার। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। আয়ের এমনই একটি প্যাসিভ সোর্স হল গুগল কোম্পানীর অ্যাডসেন্স। সেরা আইটি। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। অর্ডিনারী আইটি এক্ষেত্রে আপনাকে কিভাবে সাহায্য করবে তা জানতে হলে এই পোস্টটি পড়তে থাকুন।

সবধর নের আয়ের মধ্যে প্যাসিভ ইনকাম কেন সেরা | সেরা আইটি

  • আয় করার জন্য সবসময় ব্যবসার সাথে যুক্ত থাকতে হয় না
  • সময়, স্থান ও অর্থের পূর্ণাঙ্গ বা অনেকটাই স্বাধীনতা পাওয়া যায়
  • কারো অধীনে থাকতে হয়না বা আদেশ মেনে চলতে হয়না
  • নিজের কাজের রুটিন নিজের মনমতো ঠিক করে নেয়া যায়

গুগল অ্যাডসেন্স কি | গুগল কেন আমাকে টাকা দেবে, দিলেও কতদিন

গুগলের নাম আপনি শুনেছেন এবং অল্পকিছু হলেও এর সমন্ধে জানেন। সেরা আইটি সেন্টার। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ওয়েবভিত্তিক অ্যাডভার্টাইজিং (বিজ্ঞাপন) প্রগ্রামটাও যে তারাই চালায়, সেটা কি আপনি জানতেন? সেরা আইটি। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। এমনকি, অনলাইন বিজ্ঞাপন মাধ্যমগুলোর মধ্যে পেমেন্ট ও গ্রহণযোগ্যতার দিক থেকেও তারাই কিন্তু ১ নম্বরে। 

আপনি-আমি প্রতিদিনই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওয়েব সাইটে ভিজিট করে থাকি। সেরা আইটি সেন্টার। লক্ষ্য করলে দেখবেন, কোন কোন ওয়েবসাইটে পোস্টের ভেতরে, সাইডবারে বিজ্ঞাপন জাতীয় কিছু লিঙ্ক আপনি দেখেছেন। কখনো হয়তোবা অনিচ্ছাকৃতভাবে এগুলোতে ক্লিকও করেছেন। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। লক্ষ্য করলে দেখবেন এগুলোর কোনায় “ads by Google” কথাটি লেখা থাকে। এগুলো কিন্তু আসলে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন। যখনই আপনি-আমি এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করি/চাপ দেই তখনই কিন্তু সেই সাইটের মালিকের আডসেন্স এ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়। সেরা আইটি। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। প্রতি ক্লিকের বিনিময়স্বরুপ গুগল কোম্পানী তাকে এই টাকাটা দেয়। 

গুগল কেন আমাকে টাকা দেবে, এ প্রশ্নের জবাব জানার আগে জেনে নিন, বিজ্ঞাপন থেকে গুগল কোম্পানীর কত আয় হয়? সেরা আইটি। সেরা আইটি সেন্টার। গুগল জানিয়েছে, ২০২০ সালে বিজ্ঞাপন সম্পর্কিত ব্যবসা থেকে তাদের আয় হয়েছে ১৪৬.৯২ বিলিয়ন মার্কিন ডলার। এখন এটাকে বাংলাদেশী টাকায় রুপান্তর করে নিলেই বুঝবেন, আপনার ও বিশ্বের অন্য অনেকের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোটা গুগল কোম্পানীর জন্য কতটা লাভজনক, কতটা দরকারী!

আর, আপনার ওয়েবসাইট থেকে অ্যাডসেন্সের মাধ্যমে কত ইনকাম করতে পারবেন তা বোঝার জন্য আপনাকে গুগলের সিপিসি (Cost Per Click) সমন্ধে জানতে হবে। সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। CTR ও ECPM সমন্ধেও জেনে রাখা দরকার।  

কতদিন আয় করতে পারব, কতদিন গুগল আমাকে টাকা দেবে এগুলো অবশ্যই যৌক্তিক প্রশ্ন। এমনই আরও দু'টি প্রশ্ন হলঃ কবে অ্যাডসেন্স বন্ধ হবে? বা গুগল কতদিন তাদের এই অ্যাডসেন্স প্রোগ্রাম চালু রাখবে? সেরা আইটি। সেরা আইটি সেন্টার। এর উত্তরটা কিন্ত খুবই সহজ। অন্য আরসব চাহিদার মতই গোটা মানবজাতীর বিজ্ঞাপনের চাহিদা আছে এবং থাকবে। আমরা প্রত্যেকেই প্রত্যাক্ষ বা পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। আর সেকারনেই কিন্তু বিজ্ঞাপন ব্যবসা কখনোই বন্ধ করে দেয়া সম্ভব হবে না বা শেষ হবে না। ইন্টারনেট প্রযুক্তির পর নতুন যেই প্রযুক্তিই আসুক, মানুষের বিজ্ঞাপনের চাহিদা কিন্তু সেখানেও থাকবে। বিভিন্ন প্রকারের, আকারের ডিসপ্লেতে বিজ্ঞাপন প্রদর্শনের এই ধারাটি ঠিক কি কারনে বন্ধ হবেনা তার ৫ টি কারণ চাইলে এখানে দেখে নিতে পারেন।বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি।

এদিকে, গুগল কোম্পানীর আয়ের বড় উৎসটাই হল অ্যাডসেন্স। সোনার ডিম পাড়া এই হাঁসকে তারা নিশ্চই নিজেরাই মেরে ফেলবে না। আশা করি অ্যাডসেন্স সম্পর্কিত আপনার জিজ্ঞাসাগুলোর জবাব পেয়ে গেছেন।

উল্লেখ্য, অর্ডিনারী আইটির আয়ের'ও একটি উৎস হল অ্যাডসেন্স। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। ফ্রিল্যান্স পোস্ট রাইটাররা যেসব বাংলা আর্টিকেল লিখে আমাদের সাইটে জমা দেয় সেগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে, বিভিন্ন নিউজপেপার ও অনলাইন ব্লগে পোস্ট বিক্রি করে আমরা আয় করি। এছাড়াও আমরা কোর্স করিয়ে, আইটি সার্ভিস প্রদান করে আয় করি। সেরা আইটি। সেরা আইটি সেন্টার।বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। তাই, আমরা কোথা থেকে বেতন দেই? কতদিন দেব? আমরা থাকব কি'না সে প্রশ্নের জবাব'ও আশা করি পেয়ে গেছেন? আমাদের ইনকাম সোর্স কি তা জানতে এই ভিডিওটি দেখুন

আমি নিজে কিভাবে অ্যাডসেন্স রেডি ওয়েবসাইট বানাবো, চালাবো | কিরকম অর্থ, সময় ও শ্রম দিতে হবে

নিজেই যদি গোড়া থেকে সব শিখে অ্যাডসেন্স রেডি একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে কি পরিমাণ অর্থ, সময় ও শ্রম দিতে হবে তার একটা হালকা ধারণা দিচ্ছি। সেরা আইটি। চাইলে অভিজ্ঞ কারও দ্বারা এই তথ্যটুকু যাচাই করে নিতে পারেন।

আর্টিকেল লিখে আয় করার উপযুক্ত প্রফেশনাল মানের একটি সাইট নিজ দক্ষতায় তৈরী করতে হলে, প্রথমে অন্তত ৬ মাসের একটি কোর্স করতে হবে আপনাকে। সেরা আইটি সেন্টার। ভালমানের কোন প্রতিষ্ঠান থেকে করলে, এর কোর্স ফি পড়বে অন্তত ১০ হাজার টাকা। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

এরপর, গুগলে সার্চ দিলে যেন আপনার ওয়েবসাইটটিকে যেন খুঁজে পাওয়া যায়, তা শিখতে আপনার নূন্যতম ৩ মাসের SEO কোর্স করা দরকার। এটা শেখার পর, ডিজিটাল মার্কেটিং ও বিজ্ঞাপন বুস্ট এর ব্যপার আছে, যেখানে অবশ্যই আপনার কয়েক হাজার টাকা খরচ হয়ে যাবে। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

এবার সেটআপ করতে হবে গুগল অ্যাডসেন্স, যার মাধ্যমে আপনি সত্যিকারের ইনকামটা করবেন। অর্ডিনারি আইটি হচ্ছে সেরা আইটি কোম্পানি। এটিও কিন্ত শেখার বিষয় এবং এরও স্বতন্ত্র কোর্স আছে। এখানেই কিন্ত শেষ নয়। আপনি যেহেতু আপনার ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল লিখে সেখান থেকে আয় করবেন সেহেতু আপনাকে আর্টিকেল রাইটিং/ কন্টেন্ট রাইটিং/ বাংলা পোস্ট রাইটিং এর উপরেও কোর্স করতে হবে এবং এতেও খরচ আছে। 

কারন নিয়ম মেনে ভালমানের পোষ্ট লিখতে না পারলে, আপনার ওয়েবসাইট থেকে কিন্তু তেমন আয় আসবে না। সাথে যুক্ত হবে আপনার ওয়েবসাইটের ডোমেইন-হোস্টিং ক্র‍য় করার বিরাট খরচ। 

এতকিছু শেখার পর, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার জন্য আপনাকে কিন্তু আগেই, ৩০ টি ইউনিক আর্টিকেল লিখে আপনার সাইটে পাবলিশ করে রাখতে হবে। সেরা আইটি কোম্পানি। এতে আপনার অন্ততপক্ষে আরও ৩ টি মাস সময় চলে যাবে। 

চিন্তা করে দেখুন, আর্টিকেল লিখে ওয়েবসাইট থেকে আয় করতে হলে আপনাকে কতগুলো কাজ শিখতে হচ্ছে? আপনার মূল্যবান সময়গুলো কি পরিমাণ ব্যয় হয়ে যাচ্ছে? সেরা আইটি। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

উপরোক্ত সমস্ত কাজ আপনি যদি নিজে শুরু থেকে শিখে নিজে নিজে করেন তাহলে আপনার সেই সাইটটি থেকে আয় শুরু হতে প্রায় ২-৩ বছর সময় লেগে যাবে। এরই মাঝে আপনার অন্তত ৩০/৪০ হাজার টাকা খরচও হয়ে যাবে। কেননা সাইট চালাতেও টাকা লাগে।

আপনাদের প্যাকেজ কিনে কিভাবে মাসে ৮০,০০০+ টাকা আয় করব | আপনারা কোন কোন বিষয়ে হেল্প করেন

আচ্ছা, কেমন হয় যদি আমরাই, বাংলা আর্টিকেল লেখার সুন্দর, প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট আপনাকে বানিয়ে দেই? এর ডোমেইন-হোস্টিং আমরাই ক্রয় করে দেব। এতে ৩০ ইউনিক পোস্ট আমরাই পাবলিশ করে দেব ফ্রি'তে। সেরা আইটি কোম্পানি। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

এছাড়াও, কিভাবে প্রফেশনাল মানের ব্লগ পোস্ট লিখতে হয়, তার একটা কোর্সও আমরা আপানাকে করাবো। অফলাইনে ৩ মাসের এই কোর্সটি আমরা করাই, ৯ হাজার টাকা কোর্সফিতে। কিন্তু এটি আপনাকে করানো হবে ৭ দিনের অনলাইন কোর্স হিসাবে এবং একদম ফ্রিতে। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। অনেক পেশাদারী টিপস সমৃদ্ধ এই ভিডিও কোর্সটি আপনি যদি মন দিয়ে করেন, তাহলে নিজেই আপনার সাইটে লেখা চালিয়ে যেতে পারবেন এবং আয় হতে থাকবে। 

আরও আছে। আপনার সাইটে গুগল অ্যাডসেন্স সেটআপ করাতে, অ্যাপ্রুভ পেতে আমরা সাহায্য করব। এমনকি, ওয়েবসাইটটির SEO করতেও আমরা আপনাকে সাহায্য করবো। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। সাথে দিচ্ছি, আজীবন ফ্রী সার্ভিস। 

অর্থাৎ, উপরোক্ত কোন ধাপে যদি সমস্যায় পড়েন, তখন আমরা তা ফ্রীতে ঠিক করে দেবো। সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান। অর্থাৎ, আপনি যাতে খুব দ্রুত ইনকামে নেমে পড়তে পারেন তার সব ব্যবস্থাই আমরা এই প্যাকেজে দিচ্ছি।

আমাদের 'অ্যাডসেন্স রেডি ওয়েবসাইট ও ৩০টি পোস্ট' প্যাকেজে যা যা পাবেনঃ

  • ডোমেইন
  • হোস্টিং
  • সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন
  • এসইও (SEO)
  • গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাপোর্ট
  • ৩০ টি ইউনিক ব্লগপোস্ট
  • প্রফেশনাল ব্লগ লিখার অনলাইন কোর্স
  • আজীবন ফ্রী সার্ভিস

কিভাবে সাইটটি নিজের মনমতো কাস্টমাইজ করে নিতে পারবেন তা এখানে চাপ দিয়ে দেখে নিন

অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্স চাকুরি আসলে কি | জেনারেল রাইটার টিম এ 'বাংলা পোস্ট রাইটার' কাজটা আসলে কি

কাজের ডেমো, ৪০০/- বোনাস ও বিস্তারিত জানতে প্রথমেই এই ভিডিওটি দেখে নিন। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

এটি হচ্ছে ৮০০০-১৫০০/- পর্যন্ত মাসিক বেতনে অর্ডিনারি আইটিতে বাংলা আর্টিকেল লেখার জব। আবেদন করার পর যদি আপনাকে নির্বাচিত করা হয়, তাহলে ৭ দিনের একটি অনলাইন কোর্স করানো হবে। সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান। স্মার্টফোন/ কম্পিউটারের সাহায্যে সুবিধাজনক সময়ে এটি করে নিতে পারবেন। সেরা আইটি কোম্পানি। 

অর্থাৎ, কাজ শিখিয়ে দক্ষ করার পরই আমরা আপনাকে জবে নিয়োগ দেবো। কি লিখবেন, কিভাবে লিখবেন তা কোর্স ভিডিওতেই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তাই কোর্সটি মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রাক্টিস করবেন। অনেকেই ২-৩ দিনেই এই কোর্সটি আয়ত্ত্ব করে ফেলে। 

বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। এই কোর্সে আমরা শিখিয়ে দেব কিভাবে ওয়েবসাইটে বাংলায় প্রযুক্তি বিষয়ক পোস্ট/ আর্টিকেল লিখতে হয়, আমাদের নিয়মাবলী, কিভাবে জমা দেবেন, কিভাবে বেতন প্রাপ্ত হবেন এবং কিছু SEO টিপস।

প্রথম মাসে (প্রভিশনকালীন) পাবেন ৩,০০০/-। এরপর থেকে প্রতিমাসে সর্বোচ্চ পেতে থাকবেন ৮,০০০/- করে। সেরা আইটি কোম্পানি। শর্ত হল, আমাদের দেওয়া সমস্ত নীতিমালা মানতে হবে। সেকারনে কোর্স ও আমাদের নীতিমালা পাতার সমস্ত নিয়মাবলী আত্নস্থ করে নেবেন শুরুতেই। 

কেননা সম্পূর্ণ টার্গেট পোস্ট জমা দিতে ব্যর্থ হলে কিংবা একাধিক নিতিমালা ভঙ্গ করলে আপনার জবটি কিন্তু ১ মাস পরই ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার লেখালেখিতে ভাল দক্ষতা দেখাতে পারলে, আমাদের বিশেষায়িত 'এলিট টিম' এ প্রোমোশন পাবেন। 

যেখানে মাসিক বেতন সর্বোচ্চ ১৫,০০০/-। সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। আপনার মাসিক বেতন আমাদের অফিসে এসে বা অনলাইন ব্যঙ্কিং মাধ্যমে (বিকাশ, রকেট) নিতে পারবেন।

কিভাবে কাজ করব | কি যোগ্যতা লাগবে | বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি

জেনারেল রাইটার টিম এ 'ফ্রিল্যান্স বাংলা পোস্ট রাইটার' হিসেবে আপনার কাজটা হল প্রতি ০৭ দিনে ১৪ টি বাংলা পোস্ট লিখে আমাদের ওয়েবসাইটে জমা দেওয়া। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

কোন বিষয়ে, কিসের উপর ভিত্তি করে পোস্ট লিখতে হবে, তা অর্ডিনারি আইটি টিম আপনাকে আগেই জানিয়ে দেবে। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। সেরা আইটি কোম্পানি। প্রতি সপ্তাহে ইচ্ছেমত ২ দিন ছুটি কাটাতে পারবেন (সাপ্তাহিক টার্গেট পূরণ সাপেক্ষে)। 

এই ফ্রিল্যান্স চাকুরীতে, অফিসে আসা বা ৯-৫ টা সময় মান্য করার ঝামেলা পোহাতে হয়না। শুধু সাপ্তাহিক টার্গেট পূরণ করতে হয়। দেশের যেকোন স্থান থেকে, দিন-রাতের যেকোন সময়ে, স্মার্টফোন-কম্পিউটারের মাধ্যমে পোস্ট লিখে, ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে জমা দিলেই চলবে।

বাংলাদেশের সবচেয়ে সেরা জনপ্রিয় আইটি সেন্টার বা প্রতিষ্ঠান ও কোম্পানি হলোঃ অর্ডিনারি আইটি

জেনারেল রাইটার টিম এ 'ফ্রিল্যান্স বাংলা পোস্ট রাইটার' হিসেবে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম এসএসসি বা সমমান পাশ। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। ইন্টারনেট সংযোগসহ আপনার ব্যক্তিগত স্মার্টফোন/ডেক্সটপ/ল্যাপটপ যেকোন একটি থাকতে হবে। 

ইংরেজী লেখা বা ভিডিও দেখে তা বোঝার সামর্থ থাকতে হবে। সেরা আইটি কোম্পানি। স্মার্টফোন বা কম্পিউটারে প্রযুক্তি বিষয়ক বাংলা পোস্ট লেখালেখিতে পূর্বধারণা থাকলে সেটা এখানে কাজে লাগবে। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিন যে, এ ধরনের কাজে প্রশিক্ষন নেওয়ার পর বাংলা পোস্ট রাইটিং এর কাজ আপনার দ্বারা সম্ভব কি না।

কিভাবে আবেদন করবো | কিভাবে কোর্সফি প্রদান করব | সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান

আবেদন ফরম পূরণ করতে নিচের বাটনটিতে চাপ দিন। 

আবেদন ফরম পূরণ করার পর, যদি অর্ডিনারি আইটি আপনাকে আর্টিকেল লিখে আয় করার জন্য নির্বাচিত করে, তখন কোর্সফি জমা নেয়ার ব্যপারে অর্ডিনারি আইটি টিম আপনার সাথে যোগাযোগ করবে। ৭ দিনের 'বাংলা আর্টিকেল রাইটিং' কোর্সটির কোর্সফি ১০৫০/-। সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান। 

বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। সেরা আইটি কোম্পানি। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। আমরা বিকাশের মাধ্যমেও কোর্সফি জমা নেই।

এই চাকুরীতে কি প্রোমোশন আছে | তখন কি সুবিধা পাব | সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার

জেনারেল রাইটার টিম এ চাকুরীরত অবস্থায় যদি লেখালেখিতে ভাল যোগ্যতা দেখাতে পারেন তাহলে আপনাকে 'এলিট রাইটার টিম' এ প্রমোশন দেওয়া হবে। তখন আপনার মাসিক বেতন স্কেল হবে ৯,০০০-১৫০০০/-। সেরা আইটি কোম্পানি। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। 

প্রথম মাসেই লেখালেখির দক্ষতা, নিয়ম মানার যোগ্যতা দেখাতে পারলে হয়তো ২য় মাস থেকেই আপনি এই প্রোমোশন পেয়ে যাবেন।

এই টিমে কাজের নিয়ম ও সুবিধা | সেরা আইটি কোম্পানি | সেরা আইটি সেন্টার

  • পোস্ট জমা দেওয়ার জন্য জেনারেল রাইটার টিমের মত ধরাবাঁধা সময় নেই। মাসে নূন্যতম ১ টি পোস্ট জমা দিয়েও আপনার চাকুরী বজায় রাখতে পারবেন
  • সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করা যায় এবং প্রয়োজনে যেকোনো সময় বেতন নেওয়া যায়
  • নিয়ম মেনে জমা দিলে প্রতি পোস্টের জন্য নূন্যতম ৩০০/- থেকে ৫০০/- টাকা বেতন প্রদান করা হয়
  • প্রতি ৩০ টি পোস্ট জমা দেওয়া সম্পন্ন হলে সেটাকে ১ মাস ধরা হয়
  • ৯০০০/- টাকা থেকে ১৫০০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন
  • প্রতিটি পোস্ট নূন্যতম ২/৩ হাজার শব্দে লিখতে হয়

এই জব ছাড়ার সময় কি কোন অভিজ্ঞতার সার্টিফিকেট দেবেন যা আমার পরবর্তী চাকুরী পেতে কাজে লাগবে

হ্যা, দেয়া হবে। এই জব ছেড়ে দেয়ার সময় (আবেদন সাপেক্ষে) আপনাকে দেয়া হবে একটি অভিজ্ঞতার সার্টিফিকেট। সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। সেরা আইটি কোম্পানি। 

আপনি যখন অন্যকোন প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি অপারেটর, প্রিন্ট বা ইলেকট্রিক মিডিয়া, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, ব্লগার, আর্টিকেল রাইটার, কম্পিউটার অপারেটর হিসাবে আবেদন করবেন তখন চাকরি পাবার ক্ষেত্রে এই সার্টিফিকেটটি বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠানের নাম হচ্ছেঃ অর্ডিনারি আইটি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আইটি কোম্পানি হলোঃ অর্ডিনারি আইটি। দেশের সবচেয়ে সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টানের নাম হচ্ছে অর্ডিনারি আইটি।

ফেসবুকে পোস্ট শেয়ার করে আয় | বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি

জ্বী, হ্যা। ফেসবুকে প্রতিদিন মাত্র ১-২ মিনিট সময় ব্যয় করেই পেতে পারেন ভাল মানের একটা সম্মানী। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। আমাদের সাইটের ব্লগপোস্ট নিয়মমত শেয়ার করে ১,০০০ টাকা পর্যন্ত পাচ্ছেন অনেকেই। কিভাবে করবেন তা জানতে এই ভিডিওটি দেখুন

অর্ডিনারি আইটির সার্ভিস, জব, কোর্সের রিভিউ ও ফিডব্যাক

আমাদের প্রতিষ্ঠানে কাজ করেছেন, কোর্স করেছেন, সার্ভিস নিয়েছেন এমন মানুষের সংখ্যা এখন কয়েক হাজার। বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি। সেরা আইটি কোম্পানি। তাদেরই কেউ কেউ আবার আমাদের কার্যক্রম সম্পর্কে রিভিউ'ও দিয়েছেন। 

আমাদের সমন্ধে তাদের দৃষ্টিভঙ্গী এবং সেবার মান সমন্ধে তাদের মতামত জানিয়েছেন। বেতন দেওয়ার ক্ষেত্রে অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত? লোকে আমাদের সমন্ধে কি ভাবে, কি বলে, তার একটা পরিষ্কার ধারণা এখান থেকে পাওয়া যাবে। সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান। 

তাই নতুন করে যারা অর্ডিনারি আইটির সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক, তাদের অবশ্যই এই রিভিউগুলো একবার হলেও দেখে নেয়া উচিৎ। এতে হয়তোবা আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

কেন অর্ডিনারি আইটি বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান? বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্ডিনারি আইটি

অন্যসব আইটি প্রতিষ্ঠানের মত আমরা শুধু প্রশিক্ষনই দেই না। আমরা আয়ের পথও দেখিয়ে দেই। প্রশিক্ষনের পর কিভাবে আপনি একটা নিয়মিত ইনকামে পৌছাতে পারবেন সে বিষয়ে আমরা হেল্প করি। অনলাইনে নির্দিষ্ট সময় ধরে পরিশ্রমের পর, বসে থেকেই কিভাবে প্যাসিভ ইনকাম পেতে থাকবেন, তা আমরাই প্রথম সহজ করে দিয়েছি। 
বাংলাদেশে এই ধরনের সেবা আমরাই প্রথম দিয়ে যাচ্ছি। ৯টা-৫টা অফিসে গিয়ে আফিস করার ঝামেলামুক্ত, ফ্রিল্যান্স চাকুরীর কর্মসংস্থান আমরাই প্রথম তৈরী করে দিয়েছি। আমাদের কারণে দেশে, ঘরে বসে চাকুরী করা এবং মাসশেষে বেতন পাওয়া এখন আর অবাস্তব কিছু নয়। অনেক পরিশ্রম, সময় ব্যয় করে বিদেশি ক্লায়েন্টদের থেকে আয় শুরু করতে নতুন ফ্রিল্যান্সারদেরকে যে দীর্ঘ্য প্রক্রিয়া ও হয়রানীর মধ্যে দিয়ে যেতে হয়, তা অনেকটা কমিয়ে দেবে আমাদের তৈরী এই কর্মসংস্থান। 

সেরা আইটি কোনটি? বাংলাদেশের সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান সমন্ধে জানুন। সেরা আইটি কোম্পানি কোনটি? দেশের সেরা আইটি সেন্টার কোথায় অবস্থিত? কোন সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ভর্তি হবেন এবং কেন?

এ'সমস্ত বৈশিষ্ট্য আপনি বাংলাদেশের আর কোন আইটি প্রতিষ্ঠানে দেখাতে পারবেন না। অর্ডিনারি আইটি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার। বাংলাদেশের সবচেয়ে সেরা জনপ্রিয় আইটি প্রতিষ্ঠান ও কোম্পানির নাম হলোঃ অর্ডিনারি আইটি।

বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় আইটি প্রতিষ্ঠানের নামগুলো হলোঃ ক্রিয়েটিভ আইটি, সফটটেক আইটি, রেপটো, MSB একাডেমি, খালিদ ফারহান, নিউ হরিজন, CSLiT, প্রযুক্তি টিম, ডিভাইন আইটি ইত্যাদি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url