OrdinaryITPostAd

ভিপিএন কি? ১০টি সেরা ফ্রি VPN ব্যবহারের নিয়ম 2022

কোন vpn সবচেয়ে ভাল? বা ফ্রিতে সেরা VPN নিয়েই আজকের পোস্ট। ভিপিএন ব্যবহারের নিয়ম জেনে নিন।মোবাইল ভিপিএন ডাউনলোড, ভিপিএন কি নিরাপদ? ভিপিএন এর ক্ষতিকর দিক জেনে নিন। VPN কি? কেন ভিপিএন ব্যবহার করবেন তার ৫ কারণ দেখুন


অনেক VPN এর সেবা আছে ব্যবহার করার জন্য। যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করে থাকে। এ সকল ভিপিএন পেইড এবং বিন্যামুল্যে উভয় ধরনের হয়। সেরকম অনেক গুলো ভিপিএন এর মাঝে সব থেকে ভালো শীর্ষ ৫টি VPN এর ব্যাপারে আজকে আপনাদের জানাবো। জেনে নিন কোন vpn সবচেয়ে ভাল? ভিপিএন ব্যবহারের নিয়ম জানতে এই ভিডিওটি দেখুন

আবার কিছু এমন থাকে যে, VPN এর কিছু বৈশিষ্ট্য ফ্রিতে ব্যবহারের জন্য উন্মক্ত করে দেয় আর বাকি সুবিধা সমূহ থাকে আড়ালে। যেগুলো ব্যবহার করার জন্য কিছু পরিমাণ $ পে করতে হয়। আবার কিছু VPN থাকে সম্পূর্ণ উন্মক্ত ব্যবহারের জন্য। আবার কিছু কিছু VPN থাকে যার প্রত্যেকটি ফিচার ব্যবহার করতেই পেমেন্ট দেয়া আবশ্যক।
বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সেই ইন্টারনেট জগতেও সুরক্ষিত থাকাও একটি বড় সমস্যা। মানুষকে এই সুরক্ষা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। কোন vpn সবচেয়ে ভাল তা জেনে নিন এখন।

Tunnel Bear VPN

Tunnel Bear VPN: সবচেয়ে ভালো vpn গুলোর মধ্যে এটি একটি। টানেলবিইয়ার VPN এর ডিজাইন অনেকটা হালকা ও সিম্পল ডিজাইনকৃত এপ্লিকেশন। কিন্তু ডিজাইন হালকা হওয়ায়  এই VPN এর কর্ম দক্ষতাকে হালকা ভাবে নেবেন না। এটি একটি ছোট্ট ভিপিএন কিন্তু সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। সেরা ভিপিএন অ্যাপের রিভিউ ভিডিও দেখুন। কোন ভিপিএন ভালো তা জানতে পুরো পোস্ট পড়ুন।

এটি একটি বিনামূল্যে এবং সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল। এটির বিনামূল্যের সংস্করণে কিছু লিমিটেশন রয়েছে। তবে বিভিন্ন সোস্যাল সাইটে প্রমোশন লিংক শেয়ার করে ফ্রি আপগ্রেড করতে পারেন। কোন ভিপিএন ভালো তা জানতে পুরো পোস্ট পড়ুন। ভিপিএন কি নিরাপদ এবং ভিপিএন এর ক্ষতিকর দিক জানতে এই ভিডিওটি দেখুন
মূল বৈশিষ্ট্যঃ
  • ব্যক্তিগত ব্রাউজিং- আপনার ডেটা সুরক্ষিত করে আইপি এড্রেস লুকিয়ে রাখুন।
  • ট্যাকার ব্লকিং- ওয়েবসাইট ট্র্যাকার গুলো ব্লক করে রাখুন।
  • বাইপাস কান্ট্রি সেন্সরশিপ- যেসকল সাইট এক্সেস করা নিষেধ সেগুলো এক্সেস করতে পারবেন।

hotspot shield VPN

hotspot shield VPN: আপনি যদি সেরা ফ্রি ভিপিএন খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য। এটি অনেক স্ট্রং ও খুব সহজে একে ব্যবহার করা যায়। বর্তমানে এই ভিপিএন সার্ভিসের ৫০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। কোন vpn সবচেয়ে ভাল? এমন প্রশ্নের উত্তরে এই ভিপিএনটি আসবে।  সেরা ভিপিএন অ্যাপের রিভিউ ভিডিও দেখুন
মূল বৈশিষ্ট্যেঃ
  • ওয়েবসাইল আনব্লকঃ যে কোন ধরনের ব্লক করা সাইট গুলোও এক্সেস করা সম্ভব।
  • আইপি এড্রেসঃ আপনার অনলাইনের কার্যক্রম পর্যবেক্ষণ থেকে রক্ষা করে ও আইপি এড্রেস এর সুরক্ষা নিশ্চিত করে।
  • এনোমাইজ ওয়েব সার্ফিং- এর মাধ্যমে আপনি কারো দ্বারা ট্র্যাক না হয়ে ব্রাউজারে ইচ্ছেমত ব্রাউজ করতে পারবেন।
  • ওয়াইফাই নিরাপত্তা- ওপেন পাবলিক ওয়াইফাই বা যেগুলা অসুরক্ষিত ওয়েব সাইট সেগুলো ব্যবহারে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে থাকে।
  • ওয়েব সেশন- https এঙ্ক্রিপশন সহ আপনার ডাটা ও ব্যক্তিগত তথ্য অনলাইনে সুরক্ষা দেয়। কোন ভিপিএন ভালো তা জানতে পুরো পোস্ট পড়ুন।

ZenMate VPN

ZenMate VPN: যেনমেট হল একটি লাইট ওয়েট ব্রাউজার। এর কোন সাইন আপ নেই এবং শুধুমাত্র আপনি আপনার ইমেইল ব্যবহার করে সুরক্ষিত এবং ব্যক্তিগত ব্রাউজিং এর সেবা পাবেন। সেরা ফ্রি ভিপিএন এটি। ভিপিএন ব্যবহারের নিয়ম জানতে এই ভিডিওটি দেখুন

এটি ইন্সটল করার পর সবুজ আলো প্রদর্শন এর মাধ্যমে আপনাকে সংকেত দেবে যে আপনি সুরক্ষিত আছেন। ব্রাউজার ট্রাফিকটি ডিফল্ট হিসেবে সুইজারল্যান্ড এর মাধ্যমে রুট হয়। কিন্তু এক্সটেনশন হংকং, ইউ কে , মার্কিন এবং জার্মান প্রক্সি দেওয়ার মতো বিকল্প ব্যবস্থাও আছে। সবচেয়ে ভালো vpn গুলোর মধ্যে এটিও একটি।  সেরা ভিপিএন অ্যাপের রিভিউ ভিডিও দেখুন

Avira Phantom VPN

Avira Phantom VPN: সবচেয়ে ভালো VPN এর তালিকাতে এটিও আছে। বিনামূল্যে দেওয়া এই ভিপিএন আপনাকে প্রতি মাসে ৫০০ এম্বি ব্রাউজিং ডেটা দেয়। যেটা পিসি ও স্মার্টফোন দুটোতেই ব্যবহার যোগ্য। শুধু তাই নয় এর আছে দূর্দান্ত কিছু বৈশিষ্ট্য যা নিম্নরূপঃ
  • ট্রাফিক এঙ্ক্রিপশন
  • ব্যক্তিগত সার্ফিং
  • জিও-রেস্ট্রিক্টেড সাইট এক্সেস
  • ডিএনেস লিক প্রিভেনশন
  • স্বয়ংক্রিয় ভাবে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত

Radmin VPN

Radmin VPN: সবচেয়ে ভালো ফ্রি vpn বা সেরা VPN এর তালিকায় এটি শেষে আছে। এটি সত্যি একটি চমৎকার ভিপিএন সার্ভিস। এটি আইটি পেশাদারদের জন্য উপযুক্ত একটি ভিপিএন। তাছাড়া আপনি ভিপিএন থেকে যে সমস্ত সুবিধা আশা করেন সেসকল সুবিধাদমূহ তারা দিয়ে থাকেন। এর উচ্চগতি ১০০ এম্বিপি/সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এটি আনলিমিটেড সার্ভিস দিয়ে থাকে। যার কারণে ব্যবসায়ীদের জন্য এটা একদম পার্ফেক্ট। কোন ভিপিএন ভালো তা জানতে পুরো পোস্ট পড়ুন।

রেডমিন ভিপিএন এর সব থেকে মজার জিনিস হল এটি একদম ১০০% ফ্রি সেবা দেয়। এর প্রিমিমাম সাবক্রিপশন নেই আর এর কোন বৈশিষ্ট্য পে অল এর জন্য লক করাও নেই। আর আপনি জেনে অবাক হবেন যে আপনার ইন্সটল করা সফটওয়্যার টি সম্পুর্ণ একটি প্যাকেজ। ভিপিএন কি নিরাপদ এবং ভিপিএন এর ক্ষতিকর দিক জানতে এই ভিডিওটি দেখুন

1.1.1.1. সেরা এনড্রয়েড ভিপিএন | সেরা আইফোন VPN

1.1.1.1 vpn: সুপার ভিপিএন থেকেও দ্রুত দিন দিন জনপ্রিয় মোবাইল ভিপিএন এর তালিকাতে জায়গা করে নিচ্ছে ১.১.১.১ ভিপিএন অ্যাপটি। এই অ্যাপের রিভিউ ভিডিও দেখুন। চাইলে আপনিও ব্যবহার করতে পারেন এই সেরা VPNটি। এই লিংকে চাপ দিয়ে অ্যান্ড্রয়েড ও এই লিংকে চাপ দিয়ে আইফোনের জন্য এই সেরা ভিপিএন অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপলের ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারের জন্য এই ভিপিএন ডাউনলোড করতে এই লিংকে চাপ দিন

Super VPN মোবাইলের সেরা VPN

Super VPN অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অন্যতম সেরা ভিপিন অ্যাপ হলো সুপার ভিপিএন। এই প্যারাগ্রাফের শুরুতেই এই ভিপিএন এর ডাউনলোড লিংক দেওয়া আছে। ইন্সটল করে কানেক্ট করে নিন ফ্রিতে আর ব্যবহার করুন সকল ব্লকড ওয়েবসাইট নিশ্চিন্তে। ভিপিএন ব্যবহারের নিয়ম জানতে এই ভিডিওটি দেখুন

VPN কি? ভিপিএন কেন ব্যবহার করবেন তার ৫ কারণ

ভিপিএন কি? ভিপিএন এর কাজ কি? ভিপিএন কেন ব্যবহার করব? সেরা ও নিরাপদ ভিপিএন কোনটি? এমন প্রশ্ন অনেকেই করে। তাহলে শুনুন, VPN মানে হল (Virtual Private Network) ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সবচেয়ে ভালো vpn বা সেরা VPN সম্পর্কে জানতে দেখুন এই পোস্টটি


VPN এর মাধ্যমে আপনি একটা ভার্চুয়াল লোকেশন ব্যবহার করে বিশ্বের যে কোন ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন। কি জনাব ভিপিএন কী বিষয়টা বুঝলেন না? তাহলে পড়তে থাকুন এই পোস্টের বাকি অংশটুকু। কোন এক জায়গায় বিষয়টা ক্লিয়ার করে বোঝানো হয়েছে। দেখুন তো খুঁজে পান কি না? 😋 ভিপিএন ব্যবহারের নিয়ম জানতে এই ভিডিওটি দেখুন

আজকের পোস্টে আমি আপনাদের বলব ভিপিএন কি ও এটি ব্যবহার করার যে ৫টি কারণ আপনার অনেক আগেই জানা উচিত ছিল ও কম্পিউটার সিকিউরিটি নিয়ে। ইতোপূর্বে অনেকে হয়ত ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) নামের এই টুলটি ইন্টারনেট ও সিকিউরিটি এর জন্য ব্যবহার করে থাকবেন। 

এমন অনেক পরিস্থিতি পড়ে যায় যখন আপনার ভিপিএন ব্যবহার করাটা জরুরি হয়ে পড়ে। আপনাদের আজকে সেই ৫টি অস্থির সিচুয়েশন এর ব্যাপারে বলব যখন কি না ভিপিএন ব্যবহার করা উত্তম বলে আমি মনে করি। নারে ভাই, শুধু আমি না, বাঁকি সবাই ই মনে করেন।

আইপি ট্র্যাকিং প্রতিরোধ: সেরা ফ্রি VPN ব্যবহারের নিয়ম

যারা প্রশ্ন করেন, ভিপিএন এর কাজ কি? ভিপিএন কেন ব্যবহার করব? তাহলে শুনুন; সবচেয়ে বড় কার্যকরী উপকারিতা হল VPN আপনাকে যথেষ্ট পরিমাণ প্রাইভেসি দেবে। যখন আপনি কোন ভিপিএন এর সাথে কানেক্টেড থাকবেন তখন ওয়েব সাইট গুলো  আপনার আসল আইপি এড্রেস দেখতে পাবে না। 

তারা শুধু ভিপিএন এর আইপি এড্রেস দেখতে পারবে। যেহেতু অনেকেই এই সার্ভার ব্যবহার করে থাকে সেহেতু আপনাকে আলাদা ভাবে খুঁজে পাওয়া একটু কঠিনই বটে। সার্চ ইঞ্জিন ও অন্যান্য ওয়েবসাইটগুলো আপনার কাজগুলো ট্র্যাক করতে পারবে না।  সেরা ভিপিএন অ্যাপের রিভিউ ভিডিও দেখুন। 

আপনি যদি কোন স্কুল বা অফিসের নেটওয়ার্কও ব্যবহার করেন তবুও তারা আপনার ওপর নজর রাখতে পারবে না। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন কিছুটা যে, ভিপিএন এর কাজ কি? ভিপিএন কেন ব্যবহার করব?

পাবলিক WiFi ব্যবহার: সেরা ফ্রি VPN ব্যবহারের নিয়ম

আরেকটি পরিস্থিতে ভিপিএন ব্যবহারের জন্য আমি অবশ্যই বলব আর সেটি হল পাবলিক ওয়াইফাই ব্যবহারে। ওপেন পাবলিক ওয়াইফাই হটস্পট হল সেই হটস্পট যেটাতে ওয়াইফাই কানেক্ট করার জন্য কোন পাসওয়ার্ড চাওয়া হয় না। এমনকি এটি আপনার ডিভাইস ও হটস্পটে ডাটা আদান প্রদানে কোন রকম বাঁধা দেয় না। 

তার মানে আপনার তথ্য হ্যাকও হতে পারে যদি ফ্রি ওয়াইফাই জোন ব্যববহার করেন। এ বিষয়ে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তো ফ্রি ওয়াইফাই জোনে যদি নিরাপদ থাকতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ভিপিএন ব্যবহার করা বাধ্যতামূলক।

যতক্ষণ না আপনি https প্রটোকল যুক্ত ওয়েব সাইট ব্যবহার না করছেন ততক্ষণ আপনি অনেকটা হুমকির মাঝেই থাকবেন ফ্রি ওয়াই জোনে। আর এর মাধ্যমে আপনি আপনার অজান্তেই সকলকে অনুমতিও দিচ্ছেন আপনার তথ্য গুলো জানার জন্য। কিন্তু যখন আপনি একটি ভিপিএন এর সাথে যুক্ত হবেন তখন প্রত্যেকবার কম্পিউটারর থেকে ডাটা যাওয়ার সময় ভিপিএন দ্বারা সেটি ইনক্রিপ্ট করা হবে। 

তাই ভিপিএন ব্যবহার করলে এটা আপনার মাথা ব্যাথার প্রশ্ন হবে না যে সেটা ওপেন পাবলিক ওয়াইফাই নাকি না! কারণ কানেকশনটি সুরক্ষিত আছে। শুধু কম্পিউটার না চাইলে আপনি আপনার স্মার্টফোনেও ভিপিএন ব্যবহার করতে পারবেন।

বাইপাস স্কুল/অফিস ওয়েব ফিল্টার: সেরা ফ্রি VPN ব্যবহারের নিয়ম

আপনার ভিপিএন আপনাকে স্কুল অথবা অফিস সমূহের ওয়েব ফিল্টার বাইপাস করতে সাহায্য করবে। আমি আপনাকে আপনার সময় অপচয় করতে বলছি না এর জন্য। কিন্তু ভেবে দেখুন, যখন আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করতে যাবেন তখন যদি সেটা ব্লক করা দেখতে পান, কেমন লাগবে ? ব্যাপারটা খুব বেশি ভালো লাগার কথা না। ভিপিএন কি নিরাপদ এবং ভিপিএন এর ক্ষতিকর দিক জানতে এই ভিডিওটি দেখুন

ধরুন আপনার পিসিতে ইউটিউব ওয়েব সাইট ব্লক করা আছে। কিন্তু ইউটিউবে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনার দেখা প্রয়োজন। সে সময় যদি সাইট ভিজিট করতে গিয়ে দেখতে পান যে সাইটটি ব্লক তখন কি করবেন? খুব বেশি কিছু করতে হবে না, আপনি আপনার ভিপিএন কানেক্ট করুন তারপর ব্রাউজ করুন দেখবেন খুব সহজেই আপনি ইউটিউব সাইটে চলে গিয়েছেন।

আইএসপি থ্রোটলিং অ্যাড়াতে: সেরা ফ্রি VPN ব্যবহারের নিয়ম

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) থেকে যদি আপনি থ্রোটলিং হতে থাকেন তবে আপনার অবশ্যই ভিপিএন প্রয়োজন।  সকল আইএসপি এমন না করলেও কিছু কিছু আইএসপি আপনার ইন্টারনেট জগতকে ছোট করে দেয়। আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন তখন আপনার আইএসপি আপনাকে থ্রোট করতে পারবে না। 

মানে বিষয়টা হল আপনাকে যে কোম্পানি ইন্টারনেট কানেকশন দিয়েছে তারা অনেক ওয়েব সাইট ব্লক করে রাখে। সাধারণত আপনি ঐসকল ওয়েব সাইট ভিজিট করতে পারেন না। কিন্তু চাইলেই ভিপিএন কানেক্ট করে আরামসে সব কিছু ভিজিট করতে পারবেন।  আর এভাবে আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা ভালো হবে আশা করা যায়। বুঝলেন তো যে, ভিপিএন এর কাজ কি? ভিপিএন কেন ব্যবহার করব?

বিভিন্ন দেশের ব্লক ওয়েব সাইট ভিজিট: সেরা ফ্রি VPN ব্যবহারের নিয়ম

অনেক সময় এক দেশের ওয়েব সাইট অন্য দেশে ব্লক থাকে। ধরুন আপনি এখন বাংলাদেশে আছেন কিন্তু বাংলা আমেরিকার একটি সাইট ব্লক করা আছে। এখন যদি আপনি উক্ত সাইট ভিজিট করতে চান তাহলে আপনাকে আমেরিকা যেতে হবে। কিন্তু আপনি যদি ভিপিএন ব্যবহারকারী হল তাহলে বাংলাদেশে বসেই আমেরিকার ভার্চুয়াল লোকেশন ব্যবহার করে ঐ সাইটটি ভিজিট করতে পারেন।  সেরা ভিপিএন অ্যাপের রিভিউ ভিডিও দেখুন। 

আবার আমাদের দেশে মাঝে মাঝে ফেসবুক ব্লক করে দেয়া হয়। সেক্ষেত্রে আপনি ভিপিএন এর মাধ্যমে আমেরিকা গিয়ে ফেসবুক চালাতে পারবেন বাংলাদেশে বসে থেকেই। কি মজা তাই না?

সব থেকে ভালো ভিপিএন: সেরা ফ্রি VPN ব্যবহারের নিয়ম

আপনি যদি গুগল এ সার্চ দিয়ে দেখেন তাহলে অনেক ভিপিএন এর নাম দেখতে পাবেন। তবে এসকল ভিপিএন এর মাঝে আমি Hotspot Sheild (ক্রোম এক্সটেনশন) কিংবা NordVPN  (ক্রোম এক্সটেনশন) ব্যবহারের পরামর্শ দেব। নর্ডভিপিএন এর কিছু অত্যাধুনিক ফিচার আছে। তাহছাড়া এদের অপশন গুলো অনেকটা ফ্রেন্ডলি হওয়ায় এটা ব্যবহার বা অপারেট করতে খুব বেশি সমস্যা হয় না। ভিপিএন ব্যবহারের নিয়ম জানতে এই ভিডিওটি দেখুন

এদের মাঝে ডাবল ভিপিএন সার্ভার আছে যেটা আমার অনেকটা ভালোও লেগেছে। এটা ব্যবহার করা অনেক সহজও। তাছাড়া এই ভিপিএন কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। স্মার্টফোনের ভিপিএন এর অপশনগুলোও অনেকটা কম্পিউটার ভিপিএন এর মতোই। ভিপিএন এর কাজ কি? ভিপিএন কেন ব্যবহার করব? এবার পুরো বিষয় ক্লিয়ার হয়েছে তো? ভিপিএন কি নিরাপদ এবং ভিপিএন এর ক্ষতিকর দিক জানতে এই ভিডিওটি দেখুন

ভিপিএন এর ক্ষতিকর দিক জেনে নিন

  • বিভিন্ন ভিপিএন অ্যাপ আপনার ডিভাইসের বিভিন্ন পার্মিশন নিয়ে বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে।
  • ভিপিএন ব্যবহারের ফলে নিজের অবস্থান বার বার অন্য দেশে চলে যায় বলে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ভিপিএন কানেক্টেড থাকা অবস্থায় ভিজিট করলে একাউন্টের সমস্যা হতে পারে।
  • ভিপিএন কানেক্ট করে এডসেন্স সংশ্লিষ্ট সেবা ব্যবহার করলে একাউন্টের সমস্যা হতে পারে।
  • আপনি ইন্টারনেটে কি করছেন না করছেন সব তথ্যই ভিপিএন কোম্পানি ট্র্যাক করে নিতে পারে।
সর্বোপরি সচেতন হয়ে নেট ব্রাউজ করুন। হ্যাকারদের থেকে সাবধান থাকুন আর ভিপিএন ব্যবহার করে নিজের সিকিউরিটি নিশ্চিত করুন। পোস্টটি ভাল লাগলে অন্যদের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
3 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • মন ভালো নাই
    মন ভালো নাই ০১ ডিসেম্বর

    Ok

  • homoeopathicgoback
    homoeopathicgoback ১৮ এপ্রিল

    ভালো লাগলো,ধন্যবাদ!

  • Chooseyourbloge
    Chooseyourbloge ০৪ ফেব্রুয়ারী

    khub balo

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url