OrdinaryITPostAd

একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল বানানোর নিয়ম মোবাইল দিয়ে

 একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল কিভাবে বানাবেন? এই বিষয়ে অনেকেই জানেন না। অথচ এটা ইউটিউব ভিডিওর জন্য খুবই দরকারি কাজ। আপনি যতই ভালো ভিডিও বানান, যদি থাম্বনেইল আকর্ষণীয় না হয়, তাহলে মানুষ ক্লিকই করবে না।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

ইউটিউবে মানুষ প্রথমেই ছবি দেখে তারপরে ভিডিওতে ক্লিক করে। এই জন্য আপনাকে সুন্দর একটি থাম্বনেইল ভিডিওতে যোগ করতে হবে। যাতে করে ভিডিওটা আকর্ষণীয় হয়। এই পোস্টে একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল কিভাবে বানাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

পোস্ট সূচিপত্রঃ একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল কিভাবে বানাবেন

একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল কিভাবে বানাবেন

একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল কিভাবে বানাবেন? এই প্রশ্নটা এখন অনেকের মনে ঘুরে বেড়াই। ভিডিও তো বানালেন, কিন্তু থাম্বনেইল ঠিকঠাক না হলে কেউই আপনার ভিডিও দেখবে না এবং আপনার ভিডিওতে ভিউ হবে না।অনেক আশা নিয়ে আপনি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছেন, এডিট করছেন, নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছেন এবং সুন্দর করে ভিডিও সাজিয়ে আপলোড করছেন। কিন্তু তারপরেও আপনার ভিডিওতে একেবারেই ভিউ আসছে না।

তখন কোনো একজন অভিজ্ঞ লোক আপনাকে বলবে- " আপনার ভিডিওতে থাম্বনেইল যোগ করেছেন?" আপনি তখন হুট করে বুঝতে পারবেন না, এই থাম্বনেইল কি? থাম্বনেইল হচ্ছে একটা ছবি, যেটা আপনার ভিডিওর উপরে দেখাবে। যেটা দেখে মানুষ আকর্ষিত হবে এবং আপনার ভিডিওতে ক্লিক করবে। এখন আপনি যদি এমন একটি ছবি দেন, যেটা অস্পষ্ট, রং ঘোলাটে এবং কোনো লেখা নেই। তাহলে, কেউ বুঝতে পারবে না আপনার ভিডিওর মধ্যে কি রয়েছে, তাহলে আপনার ভিডিওতে মানুষ কেন ক্লিক করবে?

ধরুন আপনি একটি ভিডিও বানিয়েছেন- ফোন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং শেখা যায়। এখন আপনি যদি একটা রঙিন থাম্বনেইল দেন, যেখানে আপনি ফোন ধরে আছেন, পাশে মোটা করে লেখা রয়েছে "মোবাইলে ভিডিও এডিটিং শিখুন খুব সহজেই" তাহলে মানুষের চোখ সেই ভিডিওতে আটকাবে।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন
অনেকেই ভাবেন, থাম্বনেইল তৈরি করা অনেক কঠিন ব্যাপার, অনেক সফটওয়্যারের প্রয়োজন হয়। কিন্তু বিষয়টি একদমই কঠিন নয়। আপনি যদি ফোন ব্যবহার করেন, তাও খুব সহজেই থাম্বনেইল তৈরি করতে পারবেন। প্রথমে আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। প্লে স্টোরে প্রবেশ করার পর, "Canva" লিখে সার্চ করতে হবে। তারপরে আপনার সামনে Canva এই অ্যাপসটি চলে আসবে, সেটি ইন্সটল করে নিতে হবে। 

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন
এরপরে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে, সেই অ্যাপসটির মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর একটি সার্চ বার দেখতে পাবেন। সেখানে, "Youtube Thumbnail" লিখে সার্চ করতে হবে। তাহলে দেখতে পাবেন, অনেক গুলো টেমপ্লেট আপনার সামনে চলে আসবে।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন
এবার এখান থেকে যে টেমপ্লেটটি আপনার পছন্দ হবে তার মধ্যে প্রবেশ করতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে,  এখানে সবগুলো টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন না। কেননা, কিছু কিছু টেমপ্লেট ফ্রি থাকে এবং কিছু কিছু প্রিমিয়াম। এবার আপনার কাজ হচ্ছে- উক্ত টেমপ্লেট ডিজাইন করে আপনার নিজের করে নেওয়া। এর জন্য প্রথমে আপনাকে মানুষের ছবিটি সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিতে হবে। তারপরে ধাপে ধাপে আপনাকে এডিট মডিফাই করে ছবি আকর্ষণীয় করে তুলতে হবে।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

এরপরে, ছবিটি সিলেক্ট করার পর নিচে রিপ্লেস নামের একটি অপশন দেখতে পাবেন। আপনি চাইলে সেখান থেকে আপনার ছবি আপলোড করে নিতে পারেন। আপনার এমন ছবি দিতে হবে যাতে মুখ স্পষ্ট দেখা যায়, বোঝা যায় এবং এক্সপ্রেশন ভালো হয়। ছবি আপলোড দেওয়ার সময় ১৬.৯ রেশিওর ছবি আপলোড দিতে হবে।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

এবার আপনার কাজ হচ্ছে- লেখাগুলো চেঞ্জ করে আপনার ভিডিওর মধ্যে যা রয়েছে, তা এখানে আকর্ষণীয়ভাবে লিখে দিতে হবে। লেখাগুলোর উপরে ক্লিক করলে নিচে দেখতে পাবেন অনেকগুলো টুলস এর অপশন রয়েছে। সেখান থেকে আপনি, লেখার কালার, লেখার ধরন ইত্যাদি বিষয়গুলো চেঞ্জ করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। 

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

এবার শেষ কাজ হচ্ছে- ছবিটি ভালোভাবে দেখে নেওয়া, তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে। উপরে কোনায় একটি তীর চিহ্নের মতো দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে নিচে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

আবার আপনি যদি, ল্যাপটপ থেকে কাজ করতে চান তাহলে, "www.canva.com" এই ওয়েবসাইটে গিয়ে বড় স্ক্রিনে আরো ভালোভাবে কাজ গুলো করতে পারবেন। আপনি যখন থাম্বনেইল লেখা বসাবেন, তখন বানান ভালো করে দেখে নিবেন। আর অনেক সময় ভুল বানানের জন্য বিশ্বাসযোগ্যতা কমে যায়। আর কখনোই অন্য কারো থাম্বনেইল পুরো কপি করা যাবে না।আপনি অনুপ্রেরণা নিতে পারেন, কিন্তু আপনার নিজের কথা রাখতে হবে এবং নিজের স্টাইল রাখতে হবে। আর হ্যাঁ, আপনি যখন Canva দিয়ে থাম্বনেইল ডিজাইন করবেন, তখন অবশ্যই সেটি সেভ করে রাখবেন। 

আরো পড়ুনঃ বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম

আপনার ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি হয়ে গেলে, "Youtube Studio" এর মধ্যে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করলে, দেখতে পাবেন "Thambnail" নামের অপশন। ওইখানে ক্লিক করে আপনার ভিডিওর জন্য বানানো উক্ত থাম্বনেইলটি এখানে আপলোড করে দিতে হবে, তাহলে ভিডিওতে থাম্বনেইল যোগ করার কাজ শেষ। এবার আপনার ভিডিওতে ভিউ বেশি হবে এবং আপনার ভিডিও আকর্ষণীয় হয়ে উঠবে।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

শুরুতে আপনার কাছে কাজগুলো করতে অনেক সময় লাগতে পারে। আপনার মনে হতে পারে, এই কাজ অনেক কঠিন।কিন্তু আপনি যদি ২-৩ বার করতে থাকেন, তাহলে দেখবেন একেবারেই সোজা। তাই একটু ধৈর্য ধরে শিখে নিতে হবে। আপনাকে মন দিয়ে চেষ্টা করতে হবে। থাম্বনেইল বানানো খুব কঠিন ব্যাপার না। এটি শুধুমাত্র একটি ডিজাইন নয় বরং আপনার ভিডিওতে ভিউ বাড়িয়ে দেওয়া এবং আপনার ভিডিও আকর্ষণীয় করে তোলার একটি অন্যতম মাধ্যম।মানুষ যেন শুধু ছবিটা দেখেই বুঝতে পারে, ভিডিওতে কি রয়েছে- এই চেষ্টা আপনাকে করতে হবে। ভুল হতেই পারে, তবে ভুল হলেই শিখতে পারবেন। 

থাম্বনেইল কী এবং কেন থাম্বনেইল এতো গুরুত্বপূর্ণ

থাম্বনেইল হচ্ছে- একটি ইউটিউব ভিডিও মুখ আর এই থাম্বনেইল দেখলেই বোঝা যাবে, এই ভিডিওর মধ্যে কি রয়েছে।থাম্বনেইল বলতে বোঝায়- আপনি ইউটিউবে যখন একটা ভিডিও দেখবেন, ভিডিও চালু না করেই যে ছবিটা শুরুতেই ভেসে ওঠে, সেটিই হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল এমন একটি ছবি, যা দেখে মানুষ ভিডিওটার বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা পায়।আর সেটি তার সিদ্ধান্তে প্রভাব ফেলে- ভিডিওটা দেখবে, নাকি স্কিপ করবে। অনেক নতুন ইউটিউবার ভেবে থাকেন, ভিডিও ভালো হলেই হবে, থাম্বনেইল দিয়ে কি হবে? 

কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষ আগে ছবিটা দেখতে পাবে, তারপর শিরোনাম পড়বে এরপর যদি তার ভালো লাগে তাহলে সেই ভিডিওতে ক্লিক করবে। থাম্বনেইল কেন গুরুত্বপূর্ণ? চলুন এবার সেই বিষয়ে আলোচনা করা যাক। প্রশ্নটা খুবই স্বাভাবিক।উদাহরণস্বরূপ- ধরুন আপনি একটু ভিডিও তৈরি করলেন, "১০ মিনিটে মজাদার ডিমের রেসিপি"। আপনি যদি শুধু ভিডিওটি আপলোড করেন, তাহলে কেউ আপনার ভিডিও নাও দেখতে পারে। কিন্তু যদি সেই ভিডিওতে থাম্বনেইলে এমনভাবে ছবি দেন, যেখানে সুন্দর ভাবে রান্না করা ডিম আর পাশে বড় করে লেখা থাকবে" মাত্র ১০ মিনিটে" তাহলে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

  • মানুষের নজর কাড়েঃ একটা রঙিন, ঝকঝকে এবং স্পষ্ট থাম্বনেইল প্রথমে দর্শকের চোখে পড়বে। এতে করে তার মনে কৌতূহল তৈরি হবে। 
  • ভিডিওতে ক্লিক বাড়েঃ ভালো থাম্বনেইল না হলে, কেউ আপনার ভিডিওতে তেমন ক্লিক করবে না। তাই ভিউ পাওয়ার জন্য এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ।
  • ভিডিওর মূল বিষয় বোঝায়ঃ থাম্বনেইলে যদি মুখ্য কথা বা ইমোশনাল বোঝানো যায়, তাহলে দর্শক বেশি আগ্রহী হয় ভিডিওটি দেখার জন্য।
  • চ্যানেলের পরিচিতি তৈরি করবেঃ থাম্বনেইল গুলোতে একই রং এবং একই স্টাইল ব্যবহার করলে সেটি আপনার ব্র্যান্ড হয়ে যাবে এবং দর্শক আপনার ভিডিও দেখলেই চিনে ফেলবে। 

একটি ভিডিওর ভালো থাম্বনেইলের কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন- ছবি হতে হবে পরিষ্কার এবং উজ্জ্বল, লেখা গুলো হতে হবে বড় ও সহজে বোঝার মত, মুখ বা এক্সপ্রেশন থাকলে অনেক ভালো হয় (হাসি, অবাক এবং খুশি ইত্যাদি), বেশি জিনিস ভরে ফেললে জটিল হয়ে যাবে এবং যেটা বলবেন, সেটাই থাম্বনেইলে ইঙ্গিত থাকতে হবে। আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই শুরুতে থাম্বনেইল বানানোর গুরুত্ব টা বুঝে নিবেন।

কারণ, ভিডিও বানানোর পর ঠিকঠাক থাম্বনেইল না দিলে, সেটা যেন রান্না করে লবণ না দেওয়ার মতো ব্যাপার। তাই মনে রাখবেন, দর্শক প্রথমে আপনার থাম্বনেইল দেখতে পাবে, তারপরে আপনার শিরোনাম পড়বে এরপর যদি তার ভালো লাগে সেই ভিডিওতে ক্লিক করবে। আর আপনি যদি থাম্বনেইল ঠিকঠাক ভাবে তৈরি করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার ভিডিওতে ভিউ বাড়তে থাকবে। এভাবেই আপনি আস্তে আস্তে একজন সফল ইউটিউবার হতে পারবেন। তাই শুরুতে একটু কষ্ট হলেও ভালোভাবে শিখে এবং বুঝে নিয়ে ইউটিউবে যাত্রা শুরু করা আপনার জন্য ভালো হবে। 

নতুন ইউটিউবারদের জন্য থাম্বনেইলের ব্যাখ্যা

মনে করেন, আপনি অনেক কষ্ট করে এবং অনেক সময় নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। কিন্তু ভিডিওটা সেই তুলনায় বিয়ে হচ্ছে না। কেমন লাগবে একবার ভেবে দেখুন? মন খারাপ হবে এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে পড়েন। কিন্তু, সমস্যা আপনার ভিডিওতে নয়, সমস্যা হচ্ছে আপনার ভিডিও মুখে অর্থাৎ থাম্বনেইল। থাম্বনেইল হচ্ছে এমন একটা ছবি, যা ইউটিউব ভিডিওর উপরে প্রথমে ভেসে উঠবে। মানে ভিডিও না প্লে করে যে ছবি দেখা যাবে, সেটাই হচ্ছে থাম্বনেইল।

নতুন ইউটিউবারদের মধ্যে অনেকেই ভাবেন, শুধু ভিডিও ভালো করতে পারলেই চলবে। কিন্তু ব্যাপারটা একদমই সঠিক নয়।বাস্তবে, থাম্বনেইল না থাকলে, ভালো ভিডিওর কোনো কদর পাওয়া যাবে না। কারণ, ইউটিউবে প্রতিদিন হাজার হাজার ভিডিও আসে। আপনি যদি আলাদা কিছু না দেখান, তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তাহলে, চলুন এবার আলোচনা করা যায় ভিডিওর মধ্যে থাম্বনেইল কেন জরুরী? এর প্রথম কারণ হচ্ছে- মানুষের চোখে প্রথমে পড়ে থাম্বনেইল, তারপরে যদি তার ভালো লাগে সেই ভিডিওতে ক্লিক করে। 

এরপরে একটি ভালো থাম্বনেইল তৈরি করতে পারলে ক্লিক বেশি পাওয়া যাবে। এমন ভাবে তৈরি করতে হবে যাতে আকর্ষণীয় হয় এবং ভিডিওর মধ্যে কি রয়েছে তা বোঝা যায়। থাম্বনেইল ভিডিওর বিষয় বোঝাতে সাহায্য করবে।ভিডিওতে থাম্বনেইল যুক্ত করার ফলে আপনার একটি ব্র্যান্ড তৈরি হবে। যদি সব সময় একটা নির্দিষ্ট রং, ফ্রন্ট বা স্টাইল থাকে, তাহলে দর্শক ভিডিও দেখেই বুঝতে পারবে এটা আপনার ভিডিও। অনেকেই ভাবতে পারেন থাম্বনেইল তৈরি করা হয়তো অনেক কঠিন ব্যাপার। 

আপনি মোবাইল ফোন দিয়েই Canva অ্যাপস ব্যবহার করে খুব সহজেই থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন।এই পোস্টের শুরুতেই দেখানো হয়েছে এবং আলোচনা করা হয়েছে। ভালো থাম্বনেইলের বৈশিষ্ট্য হচ্ছে- বড়, মোটা এবং পরিষ্কার লেখা থাকবে, বেশি শব্দ না লিখে, ৩-৫ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে, উজ্জ্বল রং আর স্পষ্ট ছবি ব্যবহার করতে হবে এবং নিজের মুখ আর এক্সপ্রেশন রাখার চেষ্টা করতে হবে। তাই প্রতিটি ভিডিওর জন্য যত্ন নিয়ে থাম্বনেইল তৈরি করুন।নতুন ইউটিউবার হিসেবে এতটুকু কাজ করতে পারলে, ভবিষ্যতে এটি আপনাকে আলাদা করে সফলতা এনে দিবে।

একটি আকর্ষণীয় থাম্বনেইলে কি কি থাকা দরকার

একটা ভালো ভিডিও যদি সুন্দর করে সাজানো না থাকে, মানে তার থাম্বনেইল যদি চমৎকার না হয়, তাহলে কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। ধরুন, আপনার সামনে দুইটি জিনিস রয়েছে একটি সাদা ভাত এবং অপরটি বিরিয়ানি অনেক সুন্দর করে সাজানো, আপনি আগে কোনটা দেখতে চাইবেন? অবশ্যই যেটা ভালো ভাবে সাজানো। ইউটিউব ভিডিও থাম্বনেইলের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। যেটা বেশি আকর্ষণীয় হবে এবং সুন্দরভাবে সাজানো থাকবে, দর্শক সেই ভিডিওতে ক্লিক করবে। একটি আকর্ষণীয় থাম্বনেইল কি কি দরকার? চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক-

  • স্পষ্ট এবং বড় লেখাঃ থাম্বনেইলের লেখাগুলো ছোট হলে কেউ বুঝতে পারবে না। মোবাইলে দেখলে যেন স্পষ্ট বুঝা যায় সেভাবে বড় করে এবং মোটা অক্ষরে লিখতে হবে।
  • উজ্জ্বল রঙের ব্যবহারঃ লাল, নীল এবং হলুদ এই সমস্ত রং গুলো মানুষের চোখে একটু বেশি পড়ে। তবে খেয়াল রাখতে হবে রং গুলো যাতে অতিরিক্ত ঝকঝকে না হয়।
  • মানানসই ব্যাকগ্রাউন্ডঃ থাম্বনেইলে এমন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে, যা ভিডিওর বিষয়বস্তু বুঝিয়ে দিবে। যেমন- রেসিপি ভিডিও হলে রান্নাঘর বা খাবারের ব্যাকগ্রাউন্ড এবং টিউটোরিয়াল ভিডিও হলে ল্যাপটপ বা সফটওয়্যারের স্ক্রিন। 
  • মুখের এক্সপ্রেশনঃ আপনি যদি নিজে ভিডিওতে থাকেন, তাহলে থাম্বনেইলে আপনার মুখ দেখা গেলে ভালো হবে। হাসির ভিডিও হলে মুখের এক্সপ্রেশন হাসি থাকতে হবে এবং ইমোশনাল ভিডিও হলে মুখের এক্সপ্রেশন অবাক হওয়া বা চিন্তিত এরকম থাকতে হবে। 
  • সংক্ষিপ্ত টানটান কথাঃ "মাত্র পাঁচ মিনিটে", '"ভিডিওটা দেখলে চমকে যাবেন" এবং " আশ্চর্য কৌশল" ইত্যাদি।
  • লোগো বা ব্র্যান্ডের রংঃ আপনার যদি নিজের কোন লোগো থাকে বা নির্দিষ্ট স্টাইল রাখেন, তাহলে দর্শক সহজেই আপনার ভিডিও চিনতে পারবে।
  • ১৬ঃ৯ রেশিও এবং উচ্চমানের ছবিঃ থাম্বনেইল বানানোর সময় অবশ্যই সাইজ ১৬ঃ৯ অনুপাতে রাখবেন। ছবির কোয়ালিটি যেন ব্লার না হয়, সেটাও খেয়াল রাখতে হবে।

উদাহরণস্বরূপ- ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, "ফ্রিতে প্রফেশনাল লোগো ডিজাইন করুন"। থাম্বনেইলে যদি আপনার হাসিমুখের ছবি থাকে, পাশে লেখা থাকে "১০ সেকেন্ডে লোগো তৈরি" আর ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইন সফটওয়্যারের স্ক্রিনশট, তাহলে আপনার ভিডিওটি একদম আকর্ষণীয় হয়ে যাবে। সবশেষে বলা যায়, থাম্বনেইল যেন ছবি আঁকার মত হয়। যত মন দিয়ে থাম্বনেইল বানাবেন ততই সুন্দর হবে। তবে অতিরিক্ত কিছু না দিয়ে, দরকারী কথাগুলো রাখতে হবে। আর অবশ্যই থাম্বনেইলে যেন আপনার ভিডিওতে গল্পের শুরু হয়, তাহলে দর্শক আগ্রহী হবে। 

মোবাইল দিয়ে কিভাবে সুন্দর থাম্বনেইল তৈরি করবেন

মনে করুন, আপনি একটি ভিডিও তৈরি করলেন- "কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয়" এ বিষয়ে। এখন আপনি চাইছেন এমন একটি ছবি বানাতে, যেটা দেখলেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। আপনার মনে প্রশ্ন থাকতে পারে, মোবাইল থেকে তৈরি করা কি সম্ভব? এর উত্তর হচ্ছে, হ্যাঁ অবশ্যই সম্ভব। সবার আগে আপনার ফোনে একটা ভালো অ্যাপ ইন্সটল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে Canva এই অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে। এটা ব্যবহার করা অনেকটাই সহজ। একেবারে যারা নতুন, তারাও খুব সহজে কয়েক মিনিটে শিখে নিতে পারবেন।

এই অ্যাপের মধ্যে প্রবেশ করলে উপরে মাঝ বরাবর সার্চ বার দেখতে পাবেন। সেখানে গিয়ে "Youtube Thambnail" লিখে সার্চ করতে হবে। তাহলে আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। সেখান থেকে পছন্দমত একটি টেমপ্লেট বেছে নিতে হবে। এবার নিজের মত করে লেখা চেঞ্জ করতে হবে, ছবি বদলাতে হবে এবং রং ঠিক করতে হবে। আপনি চাইলে, আপনার মুখের ছবি দিতে পারেন, হাসিমুখের এবং এক্সপ্রেশনের ছবি দিতে পারেন। লেখা সব সময় মোটা অক্ষ করে রাখতে হবে এবং রং ঝকঝকে করা যাবে না। 

একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে- আপনার থাম্বনেইল যেন বেশি ভর্তি না হয়। সবকিছু একসাথে ঢুকিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তাই সহজ করে, সুন্দর করে এবং ৩-৫ শব্দের মধ্যে রাখতে হবে। সবকিছু ঠিকঠাক করে "ডাউনলোড" বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। একদিনে আপনি প্রফেশনাল ডিজাইন হয়ে যাবেন না, কিন্তু ৩-৪ টি ডিজাইন করলেই সমস্ত কিছু ভালো ভাবে বুঝে যাবেন। এই সমস্ত ধাপগুলো এই পোস্টের শুরুতেই সুন্দর করে দেখানো হয়েছে। 

কম্পিউটার ব্যবহার করে পেশাদার থাম্বনেইল বানানোর উপায়

আপনি যদি ইউটিউবে ভিডিওতে বেশি ভিউ এবং ক্লিক পেতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে আকর্ষণীয় একটি থাম্বনেইল যুক্ত করতে হবে। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আর আপনার যদি কম্পিউটার থাকে।তাহলে, আপনি অনেক সহজ ভাবেই পেশাদার থাম্বনেইল তৈরি করতে পারবেন। আপনার দরকার হবে শুধু ইন্টারনেট আর একটি ফ্রি ডিজাইন টুলস। যেমন- Canva। প্রথমে আপনাকে- "www.canva.com" এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।তারপরে সার্চ বারে "Youtube Thambnail" লিখে সার্চ করতে হবে।

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

এবার আপনার সামনে অনেক গুলো টেমপ্লেট চলে আসবে সেখান থেকে, আপনাকে আপনার পছন্দমত টেমপ্লেট বেছে নিতে হবে। টেমপ্লেট বেশি নেওয়ার পর সেখান থেকে এডিট মডিফাই করতে হবে। আপনার ছবি দিতে হবে, লেখা দিতে হবে এবং রং দিতে হবে। আপনি চাইলে ভিডিও থেকে কোনো ফ্রেম কেটেও ব্যবহার করতে পারেন। বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র স্পষ্টভাবে মুখ বোঝা যাবে এমন ছবি, একটি সুন্দর মানানসের ব্যাকগ্রাউন্ড এবং একটি শক্তিশালী আকর্ষণীয় লেখা থাকলেই যথেষ্ট। সব ঠিক থাকলে উপরের ডান পাশে ডাউনলোড বাটনে ক্লিক করে জেপিজি অথবা পিএনজি ফরমেট ডাউনলোড করে নিতে হবে। 

ফ্রি অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে সহজে থাম্বনেইল তৈরি

অনেকেই ভেবে থাকেন, থাম্বনেইল বানাতে হয়তো ডিজাইনার হতে হয় অথবা অনেক টাকা লাগে। আসলে বিষয়টা তা নয়।এখন এমন কিছু ফ্রি অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে। যেগুলো দিয়ে আপনি নিজের মতো করে খুব সহজে সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন। সবচেয়ে জনপ্রিয় আর সহজ একটি অ্যাপ এবং ওয়েবসাইট হচ্ছে হচ্ছে- "Canva"- ("www.canva.com")। আপনি চাইলে মোবাইলে অ্যাপ ব্যবহার করতে পারেন এবং কম্পিউটারে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। দুটোই প্রায় একই। 

প্রথমত আপনাকে, ওয়েবসাইট অথবা অ্যাপ এর মধ্যে প্রবেশ করতে হবে তারপরে সার্চ বারে "Youtube Thambnail" লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, সেখান থেকে আপনাকে পছন্দমত টেমপ্লেট বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর আপনার ভিডিওর সাথে মিল রেখে সুন্দর করে আকর্ষণীয় ভাবে কাস্টমাইজ করে নিতে হবে। এখানে আপনি চাইলে, আপনার স্পষ্ট ছবি ব্যবহার করতে পারেন। লেখা মোটা করতে হবে এবং রং বেশি ঝকঝকে করা যাবে না।

আরো পড়ুনঃ স্মার্টফোনের স্টোরেজ বাড়ানোর সহজ উপায়

এছাড়াও আরো বেশ কিছু ফ্রি টুলস রয়েছে। যেমন- Snappa, Adobe Express এবং Thambnail Maker (মোবাইলের জন্য)। আপনি চাইলে এই সব ফ্রি টুলস গুলো ব্যবহার করে একদম নিজের মতো করে ইউনিক এবং পেশাদার থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন। এতে করে আপনার কোনো কপিরাইটের চিন্তা থাকবে না। এভাবে আপনি, ফ্রি অ্যাপস এবং ওয়েবসাইট দিয়ে খুব সহজেই নিজের মতো করে এবং আকর্ষণীয় ভাবে থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন। 

ভিউ বাড়াতে থাম্বনেইলে কোন রঙের লেখা ব্যবহার করবেন

আপনি যদি চান, আপনার ভিডিওটা বেশি মানুষ দেখুক, তাহলে প্রথমেই আপনার দরকার হবে আকর্ষণীয় এবং সুন্দর একটি থাম্বনেইল। আর এই থাম্বনেইলে কোন রং আর কেমন লেখা ব্যবহার করবেন? এই প্রশ্নটা অনেকের মনে থেকে যায়।এমন রং বাছাই করতে হবে যে গুলো মানুষের চোখে পড়বে এবং একটু উজ্জ্বল হবে। চলুন এবার তাহলে, রঙের বিষয়ে আলোচনা করা যাক। নিচে কিছু রংয়ের কম্বিনেশন দেওয়া হলো যেগুলো ভালো কাজ করে।

  • হলুদ + কালো
  • লাল + সাদা
  • নীল + হলুদ
  • সবুজ + সাদা

সাধারণত এই রংগুলো স্ক্রলে থাকা অবস্থায় চোখে আটকে যায়। তবে খেয়াল রাখতে হবে, রঙ যেন বেশি জ্বলে না উঠে।কারণ বেশি উজ্জ্বল হলে দেখতে খারাপ লাগে। এবার লেখার বিষয়ে আলোচনা করা যাক। থাম্বনেইলে লেখার ক্ষেত্রে ৩-৫ শব্দ রাখাই ভালো। যেমন- "মাত্র ৫ মিনিটে ইনকাম", "এই টিপস কেউ বলবে না", "একদিনে ১ হাজার সাবস্ক্রাইবার" এবং "সবার ভুল, আপনি করবেন না" ইত্যাদি। এই ধরনের লেখা মানুষটি ভিডিওতে ক্লিক করতে আগ্রহী করে তোলে। তাই সবসময় একটু ইউনিক কিছু করার চেষ্টা করতে হবে। তাহলে আপনার ভিডিওতে ধীরে ধীরে ভিউ বাড়বে।

নতুন ইউটিউবারদের জন্য সহজ কিছু টিপস

আপনি যদি ইউটিউবে একেবারে নতুন হিসেবে যাত্রা শুরু করেন, তাহলে প্রথম দিকে অনেক কিছু জানার থাকবে। কেউ বলবে ভালো ক্যামেরা দরকার হবে, কেউ বলবে অনেক সাবস্ক্রাইবার প্রয়োজন হবে এবং কেউ বলবে ভালো ভিডিও তৈরি করতে হবে- এই সমস্ত কথা শুনে অনেকেই ঘাবড়ে যায়। কিন্তু চিন্তার কোন কারণ নেই, এই পোস্টে সহজ কিছু টিপস এবং উপায় নিয়ে আলোচনা হবে। এখানে সাধারণ কিছু ভুলগুলো নিয়ে আলোচনা করা হবে, যাতে করে আপনি শুরু থেকে সঠিক পথে এগোতে পারেন। 

একজন-নতুন-ইউটিউবার-হিসেবে-ভিডিও-থাম্বনেইল-কিভাবে-বানাবেন

  • নিজের পছন্দের বিষয় নিয়ে ভিডিও বানাতে হবেঃ যেটা আপনি ভালো জানেন অথবা যে সম্পর্কে আপনি ভালো বুঝেন, সেটাই ভিডিওতে বললে মানুষ বুঝবে আপনি সত্যিই সে বিষয়ে কিছু জানেন।
  • নিয়মিত ভিডিও আপলোড করতে হবেঃ সপ্তাহে ২-৩টি করে হলেও, ঠিক সময়ে ভিডিও দিলে ইউটিউব আপনাকে গুরুত্ব দিবে। 
  • থাম্বনেইল এবং টাইটেল আকর্ষণীয় রাখতে হবেঃ কেননা, দর্শক আগে আপনার টাইটেল এবং থাম্বনেইল দেখতে পাবে, এগুলো দেখার পদ্ধতি তার আগ্রহ জাগে তাহলে সে ভিডিওতে ক্লিক করবে।
  • ভিডিওর শুরুতেই মূল কথা বলতে হবেঃ বেশি ঘোরাঘুরি করলে মানুষ বিরক্ত হয়ে আপনার ভিডিও থেকে বেরিয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করতে হবে বেশি কথা না বলে কাজের কথা বলা।
  • ভিডিও বানিয়ে সেটা সবার সঙ্গে শেয়ার করতে হবেঃ বন্ধু, পরিবার এবং ফেসবুক সমস্ত জায়গায় ভিডিওর লিংক শেয়ার করতে হবে। 

এবার চলুন সাধারণ কিছু ভুল নিয়ে আলোচনা করা যাক। অন্যের ভিডিও কপি করে কখনোই আপলোড করা যাবে না। এতে কপিরাইট সমস্যা হবে এবং চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। খুব বেশি ইন্ট্রো দেওয়া যাবে না। অনেকে বেশি ইন্ট্রোর কারণে বিরক্ত হয়ে যায়, ৫-১০ সেকেন্ডের ইন্ট্রো দিলেই ভাল হয়। শুধু ভিউয়ের পেছনে দৌড়ানো যাবে না। যদি ভিডিওতে ভালো ভ্যালু থাকে, তাহলে মানুষই আপনার ভিডিও দেখতে বারবার আসবে। অপরিষ্কার ভিডিও দেওয়া যাবে না। কমেন্ট এড়িয়ে যাওয়া যাবে না। এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে। কিভাবে আপনি ধীরে ধীরে সফল ইউটিউবার হতে পারবেন। 

একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল কিভাবে বানাবেন-শেষ কথা

একজন নতুন ইউটিউবার হিসেবে ভিডিও থাম্বনেইল কিভাবে বানাবেন এই বিষয়ে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, যত ভালো এবং আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন আপনার ভিডিওতে ততই ভিউ বাড়বে। আপনি যদি সময় নিয়ে মন দিয়ে একটা সুন্দর, পরিষ্কার এবং চোখে পড়ার মতো থাম্বনেইল বানাতে পারেন, তাহলে আপনার ভিডিওতে দর্শক ক্লিক করবেই। আপনি চাইলে, শুরুতে মোবাইলে দিয়ে এবং ফ্রি এপস ব্যবহার করে ডিজাইন করতে পারবেন। যেমন- Canva, Pixellab অথবা Adobe Express ইত্যাদি।

সবচেয়ে বড় কথা হচ্ছে- নিজের ভিডিওর সাথে মিল রেখে মানানসই একটি থাম্বনেইল তৈরি করতে হবে। আপনার থাম্বনেইল থাকা আকর্ষণীয় কথার সাথে যদি ভিডিওতে সত্যি মিল থাকে, তাহলে দর্শক আপনার ভিডিও মনোযোগ দিয়ে দেখবে। তখন আপনার ভিডিওতে ভিউ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে। শুরুতে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা বাড়বে, তখন খুব সহজেই পেশাদার থাম্বনেইল বানাতে পারবেন। তাই, এখন থেকেই শুরু করে দিন, একটা ভালো থাম্বনেইল তৈরি করুন এবং আপনার ভিডিওটা পৃথিবীর সামনে তুলে ধরুন। 250455

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url