OrdinaryITPostAd

পহেলা ফাল্গুন এর ০৭টি কবিতা - পহেলা ফাল্গুন অনুচ্ছেদ

প্রিয় পাঠক, আপনি কি পহেলা ফাল্গুন এর কবিতা সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটা আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলটিতে পহেলা ফাল্গুন এর কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।তাই পহেলা ফাল্গুন এর কবিতা সম্পর্কে জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
পহেলা ফাল্গুন এর কবিতা
নিচে আপনাদের জন্য পহেলা ফাল্গুন এর কবিতা,পহেলা ফাল্গুন অনুচ্ছেদ এবং বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস ইত্যাদি বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।যেখান থেকে আপনি খুব সহজেই পহেলা ফাল্গুন এর কবিতা সম্পর্কে জেনে নিতে পারবেন।তাই দেরি না করে পহেলা ফাল্গুন এর কবিতা সম্পর্কে জেনে নিন।

পেজ সূচিপত্রঃপহেলা ফাল্গুন এর কবিতা - পহেলা ফাল্গুন অনুচ্ছেদ

পহেলা ফাল্গুন অনুচ্ছেদ

এখন আপনাদের যে বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হবে তা হচ্ছে পহেলা ফাল্গুন অনুচ্ছেদ। আপনারা এই অনুচ্ছেদটি যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন। স্কুল-কলেজে যদি এই অনুচ্ছেদটি লিখতে আসে যে পহেলা ফাল্গুন অনুচ্ছেদ তাহলে আপনি নিজের অনুচ্ছেদটি লিখতে পারবে। তাই চলুন পহেলা ফাল্গুন অনুচ্ছেদ দেখে নিন।
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। এই ছয়টি ঋতুর মধ্যে বসন্তকালকে বলা হয় ঋতুরাজ। ফাল্গুন ও চৈত্র মাস এই দুই মাস মিলে বসন্তকাল। বাঙালি সংস্কৃতির আরেকটি উল্লেখযোগ্য দিন হচ্ছে পহেলা ফাল্গুন। সারাদেশে পহেলা ফাল্গুন তারুণ্যের জোয়ার না্মে। বাঙালি মেয়েরা এই দিনে শাড়ি পড়ে বের হয় এবং মাথায় অনেক ফুলের মালা পরে। এই দিনে ছেলেরাও পাঞ্জাবি পরে বের হয় বসন্তকে বরণ করে নেওয়ার জন্য।

পহেলা ফাল্গুন এ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষজন উৎসব মুখর পরিবেশে বেড়াতে যায়। এই দিনটি স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবেও বরণ করে নেওয়া হয়। বিভিন্ন জায়গায় পহেলা ফাল্গুন কে ঘিরে বিভিন্ন ধরনের উৎসব মেলা অনুষ্ঠিত হয়। এই সংস্কৃতিটি বাঙালির অনেক পুরনো ঐতিহ্যবাহী সংস্কৃতি।

বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আপনাদের এখন জানানো হবে।আপনারা এসব স্ট্যাটাসগুলো ব্যবহার করে প্রিয় মানুষজনের কাছে বসন্তের শুভেচ্ছা পাঠাতে পারবেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন।তাহলে চলুন বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস জেনে নিন।
  • "ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে,দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে"- রবীন্দ্রনাথ ঠাকুর।
  • "ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত"- সুভাষ মুখোপাধ্যায়
  • "ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি" - হুমায়ুন আহমেদ।
  • "আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী; চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি" - কাজী নজরুল ইসলাম।
  • "বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে"- কাজী নজরুল ইসলাম।

পহেলা ফাল্গুন এর কবিতা

এখন আপনাদের যে বিষয়টি নিয়ে সম্পর্কে জানানো হবে তা হচ্ছে পহেলা ফাল্গুন এর কবিতা। আপনারা এই কবিতা ব্যবহার করে আপনাদের ফেসবুকে বসন্তের শুভেচ্ছা জানাতে পারবেন। অথবা বসন্তের যেকোনো অনুষ্ঠানে এই কবিতাটি পাঠ করতে পারেন। তাহলে চলুন পহেলা ফাল্গুন এর কবিতা দেখে নিন।পহেলা ফাল্গুন এর কবিতা-কবিতার সোর্স হচ্ছে-tunebn.co

"বসন্ত বন্দনা"
নির্মলেন্দু গুণ
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে
বনের কুসুমগুলি ঘিরে । আকাশে মেলিয়া আঁখি
তবুও ফুটেছে জবা,–দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক ।

এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরণ,
মন যেন দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে
অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে
নিমজ্জিত হতে চায়। হায় কী আনন্দ জাগানিয়া

এমন আগ্রাসী ঋতু থেকে যতোই ফেরাই চোখ
যতোই এড়াতে চাই তাকে দেখি সে অনতিক্রম্য
বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্য খানি
নবীন পল্ববে, ফুলে ফুলে বুঝি আমাকেও শেষে
গিলেছে এ খল-নারী আপাদমস্তক ভালোবেসে 

আমি তাই লঘুচালে বন্দিলাম স্বরুপ তাহার
সহজ অক্ষরবৃত্তে বাঙলার বসন্ত বাহার

"ফুল ফুটুক না ফুটুক"
সুভাষ মুখোপাধ্যায়
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
আলোর চোখে কালো ঠুলি পরিয়ে
তারপর খুলে
মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে
তারপর তুলে
যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে
যেন না ফেরে।

গায়ে হলুদ দেওয়া বিকেলে
একটা দুটো পয়সা পেলে
যে হরবোলা ছেলেটা
কোকিল ডাকতে ডাকতে যেত
তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

লাল কালিতে ছাপা হলদে চিঠির মত
আকাশটাকে মাথায় নিয়ে
এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে
রেলিঙে বুক চেপে ধরে
এই সব সাত-পাঁচ ভাবছিল –

ঠিক সেই সময়
চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল
আ মরণ ! পোড়ারমুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি !

তারপর দাড়ম করে দরজা বন্ধ হবার শব্দ।
অন্ধকারে মুখ চাপা দিয়ে
দড়িপাকানো সেই গাছ
তখন ও হাসছে।

পহেলা ফাল্গুন ইংরেজি কত তারিখ

এখন আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করা হবে তা হচ্ছে পহেলা ফাল্গুন ইংরেজি কত তারিখ।ফাল্গুন মাস আসলে বসন্ত এসেছে বলে ধরা হয়।শীতকালের রুক্ষ শুষ্ক আবহাওয়া শেষ অবশেষে আসে সবার কাঙ্ক্ষিত সেই বসন্তকাল।এই বসন্তের আগমন ঘটে ফাল্গুন মাসের শুরু দিয়ে।তাই সবার এই বিষয়ে জানা প্রয়োজন যে এই বছরে পহেলা ফাল্গুন ইংরেজি কত তারিখ।পহেলা ফাল্গুন ইংরেজি ১৪ ফেব্রুয়ারি।

শুভ বসন্তের শুভেচ্ছা

শুভ বসন্তের শুভেচ্ছা - বসন্ত আসলে আমরা সকলেই আমাদের বন্ধু বান্ধব এবং ফেসবুক ফ্রেন্ডদের শুভ বসন্তের শুভেচ্ছা জানাই। অনেকেই আছি যারা শুভ বসন্তের শুভেচ্ছা জানাতে গুগলে এসে ভালো ভালো উক্তি খুঁজে থাকি কিন্তু মনের মতো উক্তি আমরা পাই না। তাই আপনারা এখন আমাদের এই সেকশনটির মাধ্যমে শুভ বসন্তের শুভেচ্ছা সম্পর্কে জেনে নিবেন।
  • পূর্ণতায় ভরিয়ে ছড়িয়ে ফাগুনের রঙ,বসন্ত এলো বন্ধু,শুভ বসন্ত।
  • এক ঝাক শিমুল,পলাশ আর কৃষ্ণচুড়া নিয়ে ঋতু রাজ বসন্তের আগমন,সবাইকে শুভ বসন্তের শুভেচ্ছা।
  • ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত,শুভ বসন্ত।
  • "কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে" - রবীন্দ্রনাথ ঠাকুর
  • সবাইকে বসন্ত দিবসের অনেক অনেক শুভেচ্ছা,শুভ বসন্ত।
প্রিয় পাঠক আশা করি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং পহেলা ফাল্গুন এর কবিতা সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটিতে পহেলা ফাল্গুন এর কবিতা ছাড়াও বিভিন্ন বিষয়ে যেমন শুভ বসন্তের শুভেচ্ছা, পহেলা ফাল্গুন ইংরেজি কত তারিখ এবং পহেলা ফাল্গুন অনুচ্ছেদ সহ অনেক কিছু জানতে পেরেছেন। আশা করি এ সকল তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বেশি বেশি জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন, ধন্যবাদ।21021.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url