OrdinaryITPostAd

নগদ একাউন্ট লক হলে করনীয় - নগদ একাউন্ট লক খোলার নিয়ম

 এই পোস্টে আমরা আলোচনা করব নগদ একাউন্ট লক হলে করণীয় কি? এই বিষয় সর্ম্পকে। এখনকার যুগের টাকা লেনদেন করার আরেকটি সহজ মাধ্যম হলো নগদ। আমাদের অনেকেরই নগদ একাউন্ট রয়েছে। অনেক সময় আমাদের ভুলের কারণে নগদ একাউন্ট লক হয়ে যায়। এই সময় নগদ একাউন্ট লক হলে করণীয় কি সে সম্পর্কে জানব।

আপনি যদি নগদ একাউন্ট লক হলে করনীয় কি? এ বিষয়ে সম্পর্কে ধারণা নিতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন। তো চলুন শুরু করা যাক নগদ একাউন্ট লক হলে করণীয় সম্পর্কে আলোচনা।

পেজ সূচিপত্রঃ নগদ একাউন্ট লক হলে করণীয়

নগদ একাউন্ট লক হওয়ার কারণ - নগদ একাউন্ট লক হলে করণীয়

আমাদের অনেকেরই নগদ একাউন্ট রয়েছে। কারন এখনকার সময়ের অতি দ্রুত লেনদেন করার মাধ্যম হলো নগদ। নগদ একাউন্ট লক হওয়া কারন একটি থাকে। তাহলে আপনি যদি নগদ একাউন্ট দেখার সময় বারবার(সর্বোচ্চ 3 বার) আপনার গোপন পিনটি ভুল করেন তাহলে আপনার নগদ একাউন্ট লক হয়ে যাবে। এই সময় নগদ একাউন্ট লক হলে করণীয় কি এ সম্পর্কে জানব।

আরো পড়ুনঃ নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি

এটি মূলত একবারের মত লক হয়ে যাওয়ার নয়। এটি সাময়িক সময়ের জন্য লক হয়। আপনি নিজে নিজে এই লক থেকে আপনার একাউন্ট আনলক করতে পারবেন। এ থেকে আমরা জানলাম নগদ একাউন্ট একটি মাত্র ভুলের কারণে লক হয়ে যাই। তাহলে বারবার ভুল পিন টাইপ করার মাধ্যমে।

নগদ একাউন্ট লক খোলার নিয়ম

আপনারা জানলেন যে আপনাদের নগদ একাউন্ট কেন লক হয়েছে। আপনারা নিশ্চয়ই বারবার ভুল পিন কোড ব্যবহার করেছেন তার জন্য আপনার নগদ একাউন্ট লক করে দেওয়া হয়েছে। এখন আপনার নগদ একাউন্ট লক হলে করণীয় হলঃ

ধাপ ১ঃ

  • নগদ একাউন্ট লক খোলার জন্য আপনাকে অবশ্যই নগদ এজেন্ট নাম্বার বা হেল্পলাইন নাম্বারে কল করতে হবে।{16167}

  • নগদ এজেন্ট নাম্বারে কল করার পরে আপনি ওদেরকে বলবেন আপনার নগদ একাউন্ট লক হয়ে গেছে আপনি সেটিকে আনলক করতে চান।
  • তখন তারা আপনার নগদ একাউন্ট যেই তথ্যগুলো দিয়ে খোলা হয়েছিল সে সম্পর্কে ডিটেলস জানতে চাইবে। আপনাকে তাদের সবকিছু সঠিকভাবে বলতে হবে।
  • আপনার তথ্য গুলো দেওয়ার কিছুক্ষণ পরে তারা আপনার নগদ একাউন্টের পিন রিসেট অপশন চালু করে দেবে। এবং পুনরায় আপনি পিন রিসেট করে আপনার একাউন্টে ঢুকতে পারবেন।

ধাপ ২ঃ

  • ধাপ 1 সম্পন্ন করে কিছুক্ষণ(কয়েক ঘণ্টা ও হতে পারে) অপেক্ষা করার পর নগদ একাউন্ট দেখার ডায়াল কোড দিয়ে ঢুকলেই দেখতে পাবেন "Enter New PIN" চলে আসবে এখানে আপনি আপনার ইচ্ছামত পিন বসিয়ে নেন।

  • এরপর আবার ওই পিনটি কনফার্ম করার জন্য "Confirm New PIN" করে নেবেন।

  • তাহলে দেখবেন আপনার একাউন্টে আবার আগের মত করে ওপেন হয়ে গেছে। তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে।

  • অ্যাপসের মাধ্যমে যেভাবে করবেন প্রথমে আপনার নগদ নাম্বারটি দিয়ে পরবর্তী করবেন।

  • এরপর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারে একটি মেসেজ চলে আসবে যেটা নগদ কাস্টমার কেয়ার থেকে পাঠানো হবে। সেটা বসাবেন নাম্বারটি যাচাই হবে।

  • এরপর নতুন নগদ পিন সেট করুন। এবং পিনটি কনফার্ম করতে পুনরায় লিখুন।

  • তাহলে আপনার নগদ একাউন্টে আনলক হয়ে যাবে এবং আপনি আপনার নগদ অ্যাপস এ ঢুকতে পারবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম - নগদ একাউন্ট লক হলে করণীয়

আমরা এই পোস্টে নগদ একাউন্ট লক হলে করণীয় কি সে সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি আপনার নগদ একাউন্টে দেখতে চান তাহলে আপনার মোবাইল থেকে *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ একাউন্ট দেখার নিয়মঃ
  • মোবাইল থেকে *167# ডায়াল করুন
  • এরপর মাই নগদ অপশন এ প্রবেশ করতে চাইলে ৭ লিখে সেন্ড করুন।
  • ব্যালেন্স ইনকয়েরি অপশনে প্রবেশ করতে চাইলে ১ লিখে সেন্ড করুন।
  • এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড সেন্ড করুন।
  • সঠিক প্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্স দেখতে পাবেন।

শেষ কথাঃ নগদ একাউন্ট লক হলে করণীয়

ওপরে নগদ একাউন্ট লক হলে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নগদ একাউন্ট এর মূল কারণ হলো বারবার ভুল পিন দিয়ে লগইন করার চেষ্টা করা। আপনার নগদ একাউন্টে যদি লক হয়ে যায় তাহলে নগদ একাউন্ট লক হলে করণীয় উপরের বিস্তারিত পড়ুন তাহলে আপনি আপনার নগদ একাউন্টে আনলক করতে পারবেন।

এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট করতে নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ফলো করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url