OrdinaryITPostAd

উইন্ডোজ ১০ ট্রিকস - সেরা ২০টি উইন্ডোজ ১০ টিপস জেনে নিন

আজকের পোস্টে থাকছে সেরা ২০টি উইন্ডোজ ১০ টিপস। উইন্ডোজ ১০ ট্রিকসগুলি জানতে পুরো পোস্টটি পড়ুন। উইন্ডোজ ১০ যা এ যাবত কালিন উইন্ডোজের সেরা সংস্করণ। এখানে রয়েছে হাজারো উইন্ডোজ ১০ শর্টকাট টিপস এবং ট্রিক্স যা শেষ করার মতো না। উইন্ডোজ ১০ এ রয়েছে অনেক কিছু যা একজন ব্যবহারকারিকে সহজে তার কাজ গুলো কম সময়ে করতে সাহায্য করে।

আজকের আর্টিকেলে আমরা আপনাদের এমনি ২০টি টিপস এবং ট্রিকস শেয়ার করতে চলছি। তো চলুন শুরু করা যাক উইন্ডোজের ১০ এর সেরা ২০টি টিপস এবং ট্রিকস।

১. কাস্টম ইনস্টল ব্যবহার করুন | উইন্ডোজ ১০ টিপস

যখন আপনি পিসিতে নতুন ভাবে উইন্ডোজ ১০ সেট আপ দেন, তখন খেয়াল রাখবেন, আপনি ডিফল্ট Default Express Install এর পরিবর্তে Custom Install সিলেক্ট করতেছেন সেটি।

এটি আপনাকে আপনার পিসির গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস গুলোকে কাস্টমাইজেশন করতে সাহায্য করে যা ডিফল্টে থাকে না।

২. উইন্ডোজ ১০ ইনেস্টল করার পরে পুরতন ফাইল গুলো রিমুভ করুন

আপনি যদি আর উইন্ডোজের পুরতন সংস্করণে ফিরে যেতে না চান। তাহলে চেষ্টা করুন আপনার পিসিতে থাকা পুরতন OS ফাইল গুলো রিমুভ করে দেয়ার। এতে আপনার পিসির অনেক পরিমান ডিস্কের স্পেস খালি হবে।

এর জন্য আপনি যা যা করবেন।
  • Control Panel থেকে Systems and Security তে যান। 
  • এরপর Administrative Tools এ ক্লিক করুন। 
  • এরপর Disk Clean-up এ যান এখান থেকে পূর্বের ইনেস্টল করা উইন্ডোজের লিস্ট দেখতে পারবেন। আপনার মতো করে ডিলিট করুন।

৩. নতুন অ্যাকশন সেন্টার | উইন্ডোজ ১০ টিপস

উইন্ডোজ ১০ এ নতুন অ্যাকশন সেন্টার এডড করেছে যার মাধ্যমে আপনি পুরো সিস্টেমের নোটিফিকেশন গুলো চেক করতে পারবেন।

এর জন্য আপনাকে ডান দিক থেকে সিস্টেম ট্রে তে ক্লিক করুন। সকল নোটিফিকেশন দেখতে পারবেন।

৪. নতুন Snap কীবোর্ড শর্টকাট | উইন্ডোজ ১০ ট্রিকস

আপনি এখন মাউস ব্যবহার করে আপনার উইন্ডো টি নাড়া চাড়া করতে হবে না। সহজে আপনি এক পাশ থেকে অন্য পাশ করতে পারবেন কীবোর্ড শর্ট কাটের মাধ্যমে।

আপনি Windows + Left Arrow ক্লিক করলে আপনার উইন্ডো টি বাম দিকে হয়ে যাবে Windows + Right Arrow ক্লিক করলে আপনার উইন্ডো টি ডান দিকে হয়ে যাবে। এভাবে আপনার উইন্ডোটি আপনি নাড়া চাড়া করতে পারবেন সহজে।

৫. আপনার উইন্ডোজ কে টাচ-ফ্রেন্ডলি করুন

যদি আপনার উইন্ডোজে টাচ স্ক্রিন থেকে থাকে তাহলে আপনার উইন্ডোজ ১০ কে টাচ ফ্রেন্ডলি করে নিতে পারেন। এবং ট্যাবলেট মোডে চালাতে পারবেন।

এর জন্য আপনাকে ম্যানুয়ালি করতে হবে।
  • প্রথমে Start থেকে setting এ যান। 
  • এরপর Systems  এ ক্লিক করুন। 
  • এরপর Tablet Mode to manually অপশনটি চালু করুন।

৬. কাস্টমাইজেশন করুন আপনার প্রাইভেসি সেটিংস

আপনি চাইলে আপনার উইন্ডোজের বিভিন্ন অ্যাপস এর প্রাইভেসি গুলো কাস্টমাইজেশন করতে পারবেন। এর জন্য আপনি যা করবেন।

Start থেকে Settings এ যান এরপর Privacy তে ক্লিক করুন। এখান থেকে আপনি ইনভিজুয়েলি মাইক্রোফোন, ক্যামেরার মতো হার্ডওয়্যার পারমিশন এবং প্রাইভেসি গুলো কাস্টমাইজেশন করতে পারবেন সহজে।

৭. কাস্টমাইজেশন ব্যাটারি সেভার | উইন্ডোজ ১০ ট্রিকস

উইন্ডোজ ১০ এর সর্বাধিকীককরণের ফলে আপনার ব্যাটারির ওপরে অনেক টা চাপ পরে থাকে। তাই আপনার ব্যাটারি সেভার মোড টি চালু রাখা প্রয়োজন। 

এর জন্য আপনি যা যা করবেন। Setting থেকে System এ যান এরপর সেখান থেকে ব্যাটারি সেভার মোড অপশনটি সিলেক্ট করুন।

৮. ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পিসি আনলক করুন

উইন্ডোজ ১০ এ উইন্ডোজ হ্যালো হিসেবে পরিচিত নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে যা বায়োমেট্রিক্স এর সুরক্ষাটি দিয়ে থাকে আপনার পিসিকে।

আপনি চাইলে আপনার পিসির সুরক্ষার জন্য ফেস লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারেন সহজে। এর জন্য আপনাকে যা যা করতে হবে।
  • প্রথমে Settings এ যান এরপর Account।
  • তারপর Sign in এ ক্লিক করলে বিভিন্ন অপশন পাবেন। সেখান থেকে সিলেক্ট করুন। এবং সেট করে নিন।

৯. মনিটর করুন টাস্ক ম্যানেজার | উইন্ডোজ ১০ টিপস

বর্তমানে উইন্ডোজ ১০ আরো ভালো লে আউটে, এবং গ্রাফ যুক্ত করে টাস্ক ম্যানেজার টি উন্নত করেছে।

আপনার মনিটরে সকল কার্যবিধি লক্ষ করতে এখন আরো ভালো পারফরমেন্স লে আউটে দেখতে পারবেন বর্তমানের উইন্ডোজ ১০ টাস্ক ম্যানেজার যা সত্যি দুর্দান্ত।

১০. কন্ট্রাক্ট সাপোর্ট | উইন্ডোজ ১০ ট্রিকস

আপনি যদি উইন্ডোজ সেট আপ দেয়ার সময় কোন সমস্যার মুখোমুখি হন। আর সমাধান খুজে না পান। তাহলে উইন্ডোজের ফোরামে যেতে পারেন। সেখানে আপনার হওয়া প্রবলেম এর সমাধান পেয়ে যাবেন।

এর জন্য আপনাকে যা যা করতে হবে,
  • প্রথমে Start থেকে All Apps. মেনুতে ক্লিক করুন। 
  • সেখান থেকে Contact Support এ যান। সেখানে অনেক সমসার সমাধান দেয়া আছে, আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।

১১. উইন্ডো গুলোকে সাজান | উইন্ডোজ ১০ টিপস

আপনি Snap ছাড়াও আরো অনেক উপায়ে আপনার ওপেন করা উইন্ডো গুলোকে সাজাতে পারবেন। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।

উইন্ডো গুলো ওপেন থাকা অবস্থায় আপনার পিসির Task বারে মাউসের রাইট ক্লিক করুন এরপর আপনি ৩টি উপায়ে উইন্ডো সাজানোর Way পাবেন।
  • 1. Cascade Window, 
  • 2. Show windows stacked, 
  • 3 Show Windows Side By side
এ ৩টির যে কোন ভাবে শ্রেণিবিন্যাস করে সাজাতে পারবেন।

১২. ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করুন | উইন্ডোজ ১০ ট্রিকস

অবশেষে উইন্ডোজ ১০ আপনাকে একাধিক ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করতে দেয়। এটি করা একদম সহজ।
  • আপনি টাস্কবারে রাইট ক্লিক করুন 
  • এরপর Task View তে ক্লিক করুন, 
  • এরপর New desktop বাটনে ক্লিক করুন।

১৩. ডেস্কটপে Peek করুন | উইন্ডোজ ১০ টিপস

টাস্কবারের একদম ডান দিকে কোনায় একটি বাটন দেখতে পারবেন। সেখানের ওপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Peek At Desktop সিলেক্ট করুন।

এরপর আপনি যখন সেই কোনার বাটন টির ওপরে আপনার মাউসের কার্সার টি হাল্কা নিয়ে যাবেন এটি আপার ডেস্কটপ এর প্রিভিউ দেখাব। এরপর মাউসেট কার্সার টি সরিয়ে ফেল্লে আবার আগের যায়গায় নিয়ে যাবে।

১৪. কোনায় উইন্ডো টি Snap করুন | উইন্ডোজ ১০ ট্রিকস

উইন্ডোজ ১০ আপনাকে আপনার মতো করে উইন্ডো গুলোকে সাজাতে দেয়। আপনি চাইলে আপনার উইন্ডোকে ডেক্সটপের স্ক্রিনের দুই-চতুর্থাংশ, কিংবা এক- চতুর্থাংশ জুড়েও রাখতে পারেন চাইলে।

এর জন্য আপনাকে শুধু আপনার উইন্ডো টির ওপরে ক্লিক করে ড্রাগ করে কোনায় নিয়ে যেতে হবে এটি নিজ থেকে এক-চতুর্থাংশ যায়গা নিয়ে নিবে।

১৫. ডেক্সটপ আইকন সিলেক্ট করুন | উইন্ডোজ ১০ ট্রিকস

আপনার ডেক্সটপের মেইন যেসকল কী রয়েছে সেগুলোতে সহজে অ্যাক্সেস করতে চাইলে আপনি যা যা করবেন তা হলো Setting থেকে Personalisation এরপর Themes এ ক্লিক করুন। এরপর Desktop icon Settings এ ক্লিক করুন। এরপর আপনি প্লেস করুন সে সব আইকন গুলোকে যেগুলো আপনার খুব প্রয়োজনীয়।

১৬. নোটিফিকেশন ম্যানেজ করুন | উইন্ডোজ ১০ টিপস

যদি আপনি নোটিফিকেশন এর কোন কিছু ম্যানেজ বা কাস্টমাইজ করতে চান আপনার উইন্ডোতে কিংবা নোটিফিকেশন এর আইকন কে ম্যানেজ করতে আপনি যা করবেন। 

Setting থেকে System এ যান এরপর Notification & action এ ক্লিক করুন এখান থেকে আপনি আপনার মতো করে নোটিফিকেশন ম্যানেজ করতে পারবেন। যদি আইকন পরিবর্তন করতে চান তাহলে এখানে ৪টি আইকন পাবেন, আপনার পছন্দ অনুযায়ী নোটিফিকেশন আইকন সেট করুন সহজে।

১৭. Jump List Enable করুন | উইন্ডোজ ১০ টিপস

অনেক অ্যাপ্লিকেশন নিয়ে যখন আপনি কাজ করবেন তখন যদি আপনি Jump List enable করে রাখেন তাহলে যথেষ্ট পরিমান সময় সাশ্রয় করতে পারবেন।

এর জন্য আপনাকে যা যা করতে হবেঃ
  • Settings এ যান এরপর Personalisation এ যান।
  • এরপর আপনি একটি অপশন দেখতে পারবেন। সেটি হচ্ছে Jump List এটিকে স্টার্ট কিংবা এনাবল করতে পারবেন সহজে।

১৮. হাইড করুন আপনার রিসেন্ট ওপেন করা অ্যাপস

আপনি যদি চান আপনি রিসেন্টলি যে সকল অ্যাপ্লিকেশন গুলো চালু করেছিলেন সেগুলো যেন না শো করে পরবর্তিতে, তাহলে যা যা করবেন।
  • Settings থেকে Personalisation 
  • এরপর Show Recently added apps অপশনটি অফ করে দিন।

১৯. Streamline Start করুন | উইন্ডোজ ১০ টিপস

আপনি যদি না চান যে, আপনি যে সকল অ্যাপ্লিকেশন গুলো বেশি ব্যবহার করেন সেগুলো বাম পাশে স্টার্ট মেনুতে শো না করে। তাহলে যা যা করবেন।
  • Setting থেকে Personalisation এ ক্লিক করুন 
  • এরপর Show Most used apps অপশন টি Off করে দিন।

২০. স্টার্ট মেনুতে কোন কোন ফোল্ডার গুলো প্রদর্শন করতে চান তা কাস্টমাইজেশন করুন

যদি আপনি স্টার্ট মেনুতে কাস্টমাইজেশন করে কিছু ফোল্ডার কে রাখতে চান। যেগুলো খুব জরুরি আর আপনি বার বার এগুলোতে কাজ করতে হয়। তাহলে আপনি যা যা করবেন।
  • প্রথমে Setting এ ক্লিক করুন এরপর Personalisetion 
  • এরপর Choose Folder appear on start অপশনে ক্লিক করে আপনি যে সকল ফোল্ডার কিংবা অ্যাপ্লিকেশন গুলো Start মেনুতে রাখতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করুন।
আজকের কন্টেন্টে আমরা উইন্ডোজের ১০ এর সেরা ২০টি টিপস এবং ট্রিক্স নিয়ে করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং টিউটোরিয়ালটি আপনারা উপভোগ করেছেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন। আর কমেন্টে আপনার মন্তব্য করে জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url