OrdinaryITPostAd

যে কারণে ওয়াইফাই রাউটারের স্পিড কমে যায় ও যেভাবে স্পিড বাড়াবেন

আপনি কি এমন অভিজ্ঞতার সম্মুখিন যে, আপনি দোকান থেকে যে রাউটার কিনে আনলেন তাতে লেখা আছে এটি নির্দিষ্ট (ধরুন ৫৪ Mbps) হাই-স্পিড দিবে, কিন্তু বাসায় এসে ওয়াই-ফাই চালিয়ে দেখলেন -যা লিখা ছিলো, স্পিড তার চেয়ে অনেক অনেক কম (যেমন মাত্র ১৫-১৮ Mbps)!


আমাদের বেশিরভাগ লোকই একই অভিজ্ঞতার স্বীকার। ফলে অনেকের মনেই এই প্রশ্ন উঁকি দেয়, রাউটার কোম্পানিগুলো নিজেদের মন গড়া লোভনীয় স্পিড লিখে রাউটারগুলো বাজারে বিক্রি করছে না তো? আজকের পোস্টটিতে আমরা এর সত্যতা যাচাই করে দেখবো!

প্রথমেই একটি জিনিস মাথায় রাখা দরকার, ওয়াই-ফাই রাউটারের মতো ইলেক্ট্রনিক্স ডিভাইস এর অনেক নামী দামী ব্যান্ড রয়েছে। যে ব্যান্ডের যত বেশি মান ভালো, সে ব্যান্ডের পণ্যটি মার্কেটেও খুব দ্রুত সফল হয়। ফলে নতুন নতুন যে সকল কোম্পানি বাজারে আসে, তারা মার্কেট পাওয়ার জন্য হরেক রকম চটকদার বিজ্ঞাপণ করে। যেমনঃ অন্যান্য কোম্পানির চেয়ে অনেক কম দামেই আপনি এই কোম্পানির ওয়াই-ফাই রাউটারে অনেক বেশি স্পিড পাবেন এবং তারা এক্ষেত্রে নিজেদের মনগড়া স্পিড এর লগো বসিয়ে বিজ্ঞাপণ করে থাকে।

সর্বদাই মনে রাখবেন, ' সস্তার তিন অবস্থা'- অর্থাৎ সস্তাতে ভালো জিনিসের আশা করা উচিত নয়। নচেৎ, আপনাকে বারংবার ঠকতেই হবে!

এখন প্রশ্ন হতে পারে, নামী-দামি কোম্পানির ওয়াই-ফাই রাউটার কিনেও আপনি কেন কাঙ্ক্ষিত স্পিড পাচ্ছেন না?

এর উত্তরে যাওয়ার পূর্বে আপনাকে কিছু জিনিস মাথায় রাখা উচিত। ওয়াই-ফাই রাউটারগুলো বাজারে ছাড়ার পূর্বে কোম্পানিগুলো প্রত্যেকটি ডিভাইসের মান টেস্ট করে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরীক্ষাগারে যেখানে পারিপার্শ্বিক বাধা নেই। কিন্তু আপনার বাসায় যখন ওয়াই-ফাই রাউটার ব্যবহার করেন তখন সিগনাল দেওয়ালে বাধা পায়। তাছাড়া অন্যান্য ডিভাইসের সিগনালের সাথে সংঘর্ষে জড়ায়। ফলে স্বাভাবিকভাবেই প্যাকেটের গায়ে যে স্পিড লিখা থাকে আপনি তার মাত্র দশ ভাগের এক ভাগ বা তার চেয়ে কিছু বেশি পেয়ে থাকেন। তাছাড়া -

যে সকল কারণে আপনি স্পিড কম পান তা হলো-

১) একই সাথে একাধিক ডিভাইসের সাথে রাউটারের সংযোগ। এর ফলে প্রত্যেক ডিভাইসের মধ্যে স্পিড ভাগ হয়ে যাওয়ায় স্পিড কমে যায়।

২) একাধিক ডিভাইস কানেক্টেড থাকলে রাউটার সবগুলো ডিভাইস কন্ট্রোলে হিমশিম খায়। ফলে স্পিড কমে।

৩) আপনি যে ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করেন সে ডিভাইসের কনফিগারেশন এর উপরও আপনার নেট স্পিডের অভিজ্ঞতা নির্ভর করে। ডিভাইস স্লো হলে আপনি ভালো স্পিড পাবেন না।

৪) রাউটারের আশে পাশে অধিক ইলেক্ট্রনিক্স ডিভাইস রাখলে অন্য ডিভাইসগুলোর সিগনাল রাউটারের সিগনালকে বাধাগ্রস্থ করে।

৫) রাউটারকে বদ্ধ স্থানে আবদ্ধ করে রাখা।

তাই রাউটার থেকে ভালো স্পিড পেতে হলে-

১) রাউটারকে বদ্ধ স্থানে না রেখে খোলা স্থানে রাখুন।

২) রাউটারের নিকটে বেশি ইলেক্ট্রনিক্স ডিভাইস রাখবেন না।

৩) ভালো মানের রাউটার ব্যবহার করুন।

৪) অপ্রয়োজনীয় ডিভাইসের সাথে রাউটারের কানেকশান বন্ধ করে দিন।

৫) কমদামি রাউটার কেনা থেকে বিরত থাকুন।

৬) অধিক এন্টেনাযুক্ত রাউটার ব্যবহার করলে অধিক স্পিড পাওয়া যায়।

আজ এ পর্যন্ত। এরকমই নিত্যনতুন আপডেট পেতে Ordinary IT এর সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url