OrdinaryITPostAd

কম্পিউটারের হারানো ফাইল বা ফোল্ডার খুঁজে বের করুন এক সেকেন্ডে

 
কম্পিউটার থেকে হারানো ফাইল বা ফোল্ডার খুঁজে বের করতে পারছেন না? হারানো ফাইল খুজে পাওয়ার উপায় খুঁজছেন? চিন্তা করবেন না, আজ আমি আপনাদের কে খুব ভাল একটি Search Everything সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য লিখতে বসলাম। যেটা দিয়ে আপনি আপনার হার্ডডিস্ক থেকে খুব দ্রুত আপনার প্রয়োজনীয় ফাইলটিকে খুঁজে নিতে পারবেন। তো চলুন জেনে আসি সেই সফটওয়্যার সম্পর্কে।
আপনার মনে  প্রশ্ন আসতে পারে, কি এমন সফটওয়্যার যা দিয়ে আমার এতো বড় হার্ডডিস্ক থেকে যেকোনো ফাইল দ্রুত খুঁজে বের করতে পারবো?
উত্তরঃ জ্বি ভাই, উপায় তো একটা আছেই। নিশ্চয় Search Everything নামক সফটওয়্যারের নাম শুনেছেন, না শুনে থাকলে এখন জেনে নিন সফটওয়্যারটির মাধ্যমে কি কাজ করা যায়। নাম শুনেই হয়তো বুজতে পেরেছেন সফটওয়্যারটির কাজ কি? যাই হোক তারপরও আমি বলি, এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার খুঁজে না পাওয়া ফাইল গুলো খুব সহজে ও খুব দ্রুত খুঁজে বের করতে পারবেন।

Search Everything সম্পর্কে কিছু কথা

  • সফটওয়্যারটি মাত্র কয়েক কিলোবাইটের (334 kb)।
  • ইনস্টল পদ্ধতি খুব সোজা।
  • সার্চ করতে সময় অনেক কম লাগে।
  • সার্চ করা ফাইলটি ঐখান থেকে ও অ্যাক্সেস করা যায় আবার ফোল্ডার ওপেন করেও করা যায়।
  • সার্চ এর আবার অনেক গুলো ক্যাটেগরিও আছে।
  • তাই এটি ব্যবহার করা খুবই সহজ।

সফটওয়্যারটা কোথায় পাবো?

সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। 
ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল করুন এবং ব্যবহার করে দেখে নিন, আসলেই সফটওয়্যারটি আপনার দরকার  কি না? সফটওয়্যারটি ওপেন করার পর সার্চ বক্সে যে হারানো ফাইলটি খুঁজে পেতে চাচ্ছেন তার নাম লিখুন। আপনার টাইপ করা শেষ না হতেই পেয়ে যাবেন কাঙ্খিত ফাইলটি।

সফটওয়্যারটির আরও একটি ভাল দিকঃ

আমাদের কম্পিউটারে অনেক ধরনের ফাইল, ডকুমেন্ট, অডিও, ভিডিও রাখি। এগুলোর মধ্যে এমনও অনেক ফাইল থাকে যেগুলো আমরা সাধারণত বিভিন্ন ধরনের ফোল্ডার লোকার দিয়ে লক করে রাখি যেন কেউ দেখতে না পায়। ভাবছেন আমি কেন এইসব কথা বলছি। হ্যাঁ বলার কারণ আছে,  আপনার ফোল্ডার লক করা লোকার যদি ডিলেট হয়ে যায় তখন কি করবেন? তার মধ্যে রাখা ফাইল/ডাটা গুলো তো আর দেখতে পারবেন না। কিন্তু ঐ ফাইল গুলো তো আপনার প্রয়োজনের ও হতে পারে। সেই ফাইল গুলো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সহজেই বের করে আনতে পারবেন। ফোল্ডার লকার ডিলেট হয়ে যাওয়া ফাইল ফেরত নিয়ে আসতে যে ধাপ গুলো পার করতে হবে তা নিচে উল্লেখ করা হলঃ
  • ফোল্ডার লোকারের মধ্যে রাখা যেকোনো একটি ফোল্ডার বা ফাইলের নাম লিখে এই সফটওয়্যারটিতে সার্চ দিন।
  • আপনার সামনে ফোল্ডার বা ফাইলটি চলে আসবে। ভুল কিছু লিখে সার্চ দিলে আসবে না।
  • তারপর ফাইলের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
  • অনেক গুলো পোপ-আপ মেনু দেখতে পাবেন, তারপর ওপেন পাথ নামক অপশনে ক্লিক করুন।
  • তাহলে আপনি আপনার কাংক্ষিত ফাইল হাতের মুঠোই পেয়ে যাবেন।
  • তারপর ঐখান থেকে মুভ করে অন্য জায়গায় ফাইলটি নিয়ে নিন।
আশা করি সফটওয়্যারটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভাল লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url