অর্ডিনারি আইটি
https://www.ordinaryit.com/p/join-now.html
অর্ডিনারি আইটিতে বাংলা পোস্ট রাইটার হিসেবে জয়েনের নিয়ম
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি “অর্ডিনারি আইটি” আপনাকে “ফ্রিল্যান্স বাংলা পোস্ট রাইটার” হিসেবে কাজ করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে। আপনার সর্বোচ্চ মাসিক বেতন হবে ৳৮,০০০/- টাকা থেকে ৳১৫,০০০/- টাকা।
চাকরিতে জয়েন করবেন যেভাবে
- শুরুতে আপনাকে ০৭ দিনের অনলাইন কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে, কিভাবে ওয়েবসাইটে পোস্ট লিখতে হয়, কোথায় লিখবেন, কোন বিষয়ে লিখবেন, কিভাবে পোস্ট জমা দেবেন, পোস্ট লিখার নিয়মাবলী, কিভাবে বেতন প্রাপ্ত হবেন ইত্যাদি বিষয়ে ।
- অর্ডিনারি আইটির ওয়েবসাইটেই আপলোড করা ভিডিও-এর মাধ্যমে চাকরির প্রশিক্ষণ দেয়া হবে। ফলে দেশের যে কোন স্থান থেকে স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে নিজের সুবিধামত সময়ে ওয়েবসাইটে লগিন করে প্রশিক্ষণ নেয়া যাবে।
- চাকরির শুরুতে ০৭ দিনের প্রশিক্ষণ বাবদ ৳২০৫০/- টাকা কোর্স ফি বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এই 01761060977 (পার্সোনাল) নম্বরে পাঠাতে হবে। প্রশিক্ষণ ফি জমা দিয়ে চাকরির কোর্সে জয়েন করার শেষ তারিখ আপনার মোবাইলে SMS দিয়ে জানানো হয়েছে।
(QR কোড স্ক্যান করে ফি প্রদানের পদ্ধতি দেখতে পারেন)
- প্রশিক্ষণ ফি'য়ের টাকা Send Money-তে পাঠাতে হবে। অফিসে এসেও কোর্স ফি জমা দেয়া এবং প্রশিক্ষণ নেওয়া যাবে।*
- প্রশিক্ষণ ফি পাঠানোর পর ম্যাসেজ অপশনে গিয়ে আপনার নাম <স্পেস> যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই মোবাইল নম্বর লিখে এই 01761060977 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে। জবে আবেদনের অনলাইন ফরম পূরণের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বর থেকে ম্যাসেজ পাঠাতে হবে।
- প্রশিক্ষণ ফি জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে অর্ডিনারি আইটির ওয়েবসাইটে আপনার জন্য অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে চাকরির অনলাইন প্রশিক্ষণের ব্যাপারে অর্ডিনারি আইটি টিম আপনার সাথে যোগাযোগ করবে।
চাকুরি সম্পর্কিত তথ্য
- প্রথম মাসে (প্রভিশনকালীন) ৳৩,০০০/- এবং ২য় মাস থেকে দক্ষতা অর্জন সাপেক্ষ্যে বেতন অনধিক ৳৮,০০০/- টাকা প্রদান করা হবে। এলিট রাইটার টিমে প্রমোশন পেলে মাসিক সর্বোচ্চ বেতন হবে ৳১৫,০০০/- টাকা।
- বিকাশ বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে বেতন প্রদান করা হবে। (অফিসে এসেও বেতন নিতে পারবেন)
- প্রতি সপ্তাহে ১৪টি বাংলা পোস্ট লিখে জমা দিতে হবে।
- কোন বিষয়ে পোস্ট লিখতে হবে তার বিস্তারিত বিষয়বস্তু অর্ডিনারি আইটি টিম থেকে জানিয়ে দেয়া হবে।
- পোস্ট নীতিমালা মেনে ইচ্ছেমত বিষয়েও পোস্ট লিখে জমা দেয়া যাবে।
- (সাপ্তাহিক টার্গেট পূরণ সাপেক্ষে) প্রতি সপ্তাহে ইচ্ছেমত দুই দিন ছুটি কাটানো যাবে।
- অফিসে গিয়ে চাকুরি করার ঝামেলা নেই। বাড়িতে বসেই পোস্ট লিখে অনলাইনে জমা দিতে হবে।
- দিন বা রাতের যে কোন অংশে নিজের সুবিধামত অবসর সময়ে কাজ করা যাবে।
- জব ছেড়ে দেয়ার সময় (আবেদন করা সাপেক্ষে) অভিজ্ঞতার সার্টিফিকেট প্রদান করা হবে যা ডাটা এন্ট্রি অপারেটর, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, ব্লগার, আর্টিকেল রাইটার, কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে।
দেখুনঃ যেভাবে আমরা আয় করি এবং যারা কাজ করছে তাদের মতামতের ভিডিও।
বেতন দেওয়ার ক্ষেত্রে অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত?
এই মুহূর্তে অর্ডিনারি আইটি বাংলাদেশের #০১ নম্বর ব্লগিং কোম্পনি যার প্রমাণ দেখতে এখানে চাপ দিন। অর্ডিনারি আইটি কতটুকু বিশ্বস্ত এটা জানতে যারা বেতন পাবার পর রিভিউ ভিডিও দিয়েছেন তাদের মুখ থেকেই শুনে নিন এই লিংকে চাপ দিয়ে। অর্ডিনারি আইটি শুধুমাত্র অনলাইন ভিত্তিক নামসর্বস্ব ওয়েবসাইট নয়। অর্ডিনারি আইটি একটি আইটি ফার্ম যেখানে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সার্ভিস দেয়া হয় ও কোর্স করানো হয়।
অর্ডিনারি আইটির নিজস্ব অফিস রয়েছে, অফিসের ছবি দেখুন। আপনি গুগল ম্যাপে অর্ডিনারি আইটির ভেরিফাইড অফিস লোকেশন ও বিস্তারিত দেখতে পারবেন। অর্ডিনারি আইটির সাথে যোগাযোগের সমস্ত লিংক এই আর্টিকেলের নিচে দেয়া রয়েছে। কাজেই অর্ডিনারি আইটি শতভাগ (১০০%) বিশ্বস্ত। 🙂 অর্ডিনারি আইটির পুরো টিম মেম্বারদের তালিকা এবং ফটো গ্যালারি দেখুন।
Training kivaba daua hoba??
উত্তরমুছুনঅর্ডিনারি আইটির ওয়েবসাইটেই আপলোড করা ভিডিও-এর মাধ্যমে চাকরির প্রশিক্ষণ দেয়া হবে। ফলে যে কোন স্থান থেকে স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে সুবিধামত সময়ে ওয়েবসাইটে লগিন করে প্রশিক্ষণ নেয়া যাবে। প্রশিক্ষণ ফি জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আপনার জন্য অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে চাকরির অনলাইন প্রশিক্ষণের ব্যাপারে অর্ডিনারি আইটি টিম আপনার সাথে যোগাযোগ করবে।
মুছুনইনশাআল্লাহ আমিও অটিনারি আইডিতে অংশগ্রহণ করব
মুছুনঅনেক সুন্দর।আশা করি Ordinary IT সব সময় আমাদের পাশে থাকবে।
উত্তরমুছুনআপনার মতামতের জন্য ধন্যবাদ স্যার।
মুছুনঅনেক ধন্যবাদ আপনাদের অর্ডিনারী আইটিকে।
উত্তরমুছুনওয়েলকাম স্যার।
মুছুনঅনেক ধন্যবাদ অর্ডিনারি আইটিকে আশা করি সব সময় পাশে থাকবে
উত্তরমুছুনইনশাল্লাহ স্যার। অবশ্যই।
মুছুনtnx
উত্তরমুছুনওয়েলকাম স্যার।
মুছুনThanks
উত্তরমুছুনTnx
মুছুনআলহামুলিল্লাহ অনেক উপকার হলো এই সময় এইরকম একটা চাকরি পেয়ে।
উত্তরমুছুনআশাকরি অর্ডিনারি আইটিতে আপনি একজন সম্পদ স্বরূপ কাজ করবেন। শুভকামনা রইল স্যার। 💙
মুছুনআলহামদুলিল্লাহ,
উত্তরমুছুনআমি খুব আনন্দিত,
এটা আমার জন্য খুবই উপকারী হবে।
কিছ
কিন্তু এই মুহূর্তে আমার আর্থিক সমস্যা থাকলে আমার করণীয় কী?
যে কোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিন। আমাদের এই ওয়েবসাইট পেইজের ডানপাশে নিচের দিকে দেখুন ম্যাসেঞ্জার আইকোন আছে। সেখানে ক্লিক করে ম্যাসেজ দিন।
মুছুনঅাপনাদের কাজ গুলো কী মোবাইলে মাধ্যমে করা যাবে ???
উত্তরমুছুনজ্বি স্যার। এই কাজটি স্মার্টফোন থেকে করতে পারবেন।
মুছুনআলহামদুলিল্লাহ আমি আনন্দিতো যে এটা আমার জন্য উপকারী।
উত্তরমুছুনওয়েলকাম স্যার;
মুছুনস্যার পোস্ট দেওয়ার কি কোন নির্দিষ্ট সময় আছে নাকি???
উত্তরমুছুননির্দিষ্ট কোনো সময় নেই, আপনি আপনার ইচ্ছেমত সময়ে কাজ করতে পারবেন। প্রতিদিনই পোস্ট জমা দিতে হবে এমন বাধ্যবাধকতাও নেই। তবে প্রতি ৭ দিনে ১৪টি পোস্ট জমা দিতেই হবে।
মুছুনআলহামদুলিল্লাহ আমি জবের সুযোগ পেয়েছি কিন্তু পোস্ট এর সকল বিষয়ে আপনারা খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন তো।আমি খুব খুশি মুহূর্তে চাকরিটা পাওয়ায় এখন শুধু ভালোভাবে করে যেতে পারলেই হয় 13 তারিখের মধ্যেই সবকিছু সেরে ফেলতে হবে কী।
উত্তরমুছুনজ্বি স্যার। কোর্সে পোস্ট লিখার সকল নিয়মাবলী আমরা খুব ভালভাবেই বুঝিয়ে দেবো। SMS-এ আপনাকে লাস্ট ডেট জানিয়ে দেয়া হয়েছে, উক্ত তারিখের মধ্যেই সব ফর্মালিটিজ সম্পূর্ণ করতে হবে। আপনার জন্য শুভকামনা রইলো স্যার :)
মুছুনmasa'allah
উত্তরমুছুনnogod diye ki payment kora jabe
উত্তরমুছুনamr bokash pin lock hoye gache
apndr nogod ache ki?
Ji sir. Nogod diye payment korte parben.
মুছুনআলহামদুলিল্লাহ আমার পরিবারের এই ক্রান্তিকালে এই চাকুরীটা পেয়ে আমি খুব খুশি। মন দিয়ে কাজ করবো এবং সফলতাই আমার লক্ষ্য। কেননা বেকার থাকবোনা দেশের এবং পরিবারের বোঝা হবোনা।
উত্তরমুছুনআশাকরি অর্ডিনারি আইটিতে আপনি একজন সম্পদ স্বরূপ কাজ করবেন। শুভকামনা রইল স্যার।
মুছুনআশাকরি অর্ডিনারি আইটি সবসময় আমার পাশে থাকবে ।
উত্তরমুছুনকতোক্ষন কাজ করতে হবে
উত্তরমুছুনকতক্ষণ কাজ করতে হবে এটা নির্ভর করবে আপনার দক্ষতার ওপর। তবে মিনিমাম ২/৩ ঘণ্টা কাজ গড়ে প্রতিদিন করতেই হবে।
মুছুনঅভিনন্দ, আমাকে এই দূর্যোগের দিনে চাকরী দেয়ার জন্য
উত্তরমুছুনশুভকামনা রইলো স্যার।
মুছুনThanks ordinary it......
উত্তরমুছুনTnx
উত্তরমুছুনঅভিন্দন।। love u ordinary it😍😍
উত্তরমুছুনআমি আন্তরিকভাবে দু:খিত যে এরকম একটি সুবর্ণ সুযোগ (প্রাইমারি সিলেক্টেড)পেয়েও পারিবারিক সমস্যার জন্য জয়েন করতে পারছি না। আমি কি পরবর্তি সময়ে (ঈদের পর) নতুন করে এপ্লিকেশন করতে পারবো?
উত্তরমুছুনজ্বি স্যার। পারবেন।
মুছুনAmi asa kori valo akta jobs ami akhn join korlam.
উত্তরমুছুনThanks for giving me the job in such bad situatiom
উত্তরমুছুনThanks Ordinary It
উত্তরমুছুনআমি আন্তরিকভাবে দু:খিত একটি সুবর্ণ সুযোগ প্রাইমারি সিলেক্টেড পেয়েও পারিবারিক সমস্যার জন্য জয়েন করতে পারছি না। আমি কি পরবর্তি সময় ঈদের পরে নতুন করে এপ্লিকেশন করতে পারি
উত্তরমুছুনজ্বি স্যার। পরবর্তীতে আবেদন করতে পারবেন।
মুছুনthanks
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। আপনারা আমাকে সিলেক্ট করেছেন।
উত্তরমুছুনঅর্ডিনারি আইটিতে স্বাগতম স্যার।
মুছুনকোন বিষয়ে অনুচ্ছেদ লেখে।যদি বলতেন তাহলে আমার উপকার হত।
উত্তরমুছুনবিস্তারিত জানতে এই লিংকে চাপ দিন।
মুছুনতো এখন কি করতে হবে,সব নিয়ম পড়লাম
উত্তরমুছুনআবেদন করেছেন?
মুছুনআমি আপনাদের সাথে অনলাইনে কাজ করতে চাই
উত্তরমুছুনআবেদন ফরম পূরণ করে জমা দিন স্যার।
মুছুনপ্রাথমিক পর্যায়ে আলহামদুলিল্লাহ সিলেক্টেড হলাম, ইনশাআল্লাহ আগামীকাল টাকা পাঠায় দিব!
উত্তরমুছুনশুভ কামনা রইলো স্যার।
মুছুনযারা বেতন পাওয়ার পর ভিডিও রিভিউ দিয়েছেন; তাদের মতামত দেখতে এখানে চাপ দিন।
উত্তরমুছুনআমাকে চাকরির সুযোগ দেওয়ার জন্য অর্ডিনারি আইটি কে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনশুভকামনা রইলো আপনার জন্য স্যার।
মুছুনamar bikash accounte tk nai.ami ki onno karo bikash tke tk patate prbo?
উত্তরমুছুনজ্বি। অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে কোর্স ফি পরিশোধ করতে পারবেন।
মুছুনki niye article likte hobe ta ki apnara bole diben?
উত্তরমুছুনজ্বি স্যার।
মুছুনখুবই ভালো কাজ করছেন আপনারা।সাধুবাদ জানাই আপনাদের।
উত্তরমুছুনThanks Sir.
উত্তরমুছুনইনশাআল্লাহ আগামীকাল টাকা পাঠাবো। কিন্তু কিছু বন্ধুরা আমাকে নিষেধ করছেন এই কাজে যোগ না দেয়ার জন্য। কারণ অনলাইনে এখন নাকি অনেক ধোঁকাবাজি হয় ।আমি সব জেনেও আপনাদের বিশ্বাস করে কাজে যোগ দিব।আশা করি আমার এই বিশ্বাসের মর্যাদাটুকু রাখবেন।
উত্তরমুছুনওয়েবসাইট খুলে, ট্রেড লাইসেন্স করে, ফিজিক্যালি অফিস খুলে কেউ ধোঁকাবাজি করে থাকলে তাদের ওয়েবসাইটের লিংক দেবেন প্লিজ।
মুছুনওয়েবসাইট খুলে, ট্রেড লাইসেন্স করে, ফিজিক্যালি অফিস খুলে ধোঁকাবাজি করা যায় না।
অর্ডিনারি আইটিতে বিশ্বাস রাখার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। 😊
Asslamualaikum
উত্তরমুছুনAr first Alhamdulillah 🥰
Ordinary It thanks for selection me.. I will try in my best to complete my every task in shaa allah. Everyone pray for me 🥰
Thank u 🖤
Welcome sir.
মুছুনকাজটা কি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করা যাবে ?
উত্তরমুছুনজ্বি স্যার করা যাবে।
মুছুনটাকা পাঠানোর পর আর কি করতে হবে
উত্তরমুছুনম্যাসেজ পাঠাতে হবে।
মুছুনআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা, আমি আপনাদের কাছে জানতে চাই আমি কি এখন 1050 টাকা আপনাদের বিকাশে পাঠাব, আর আপনাদের নাম্বারে এস এম এস করব । জানান দয়া করে, জানালে উপকৃত হব্
উত্তরমুছুনজ্বি।
মুছুনআমি কি টাকা পাঠাব
উত্তরমুছুনজ্বি
মুছুনফোন দিয়ে কি কাজ করতে পারবো আমি
উত্তরমুছুনহ্যাঁ
মুছুনআশাকরি আপনাদের সাথে কাজ করে অনেক উপকৃত হবো।
উত্তরমুছুনসাপোর্ট চাই সর্বদা।
I really thankful for this opportunity.
উত্তরমুছুনআপনারা লেখার(পোস্ট) জন্য এসাইন্টমেন্ট দিয়ে থাকেন? কী কী ধরণের লেখা দেওয়া যায়? রিপ্লাই কমেন্টে প্রাথমিক ধারণা দিবেন কি?
উত্তরমুছুনকী ধরণের লেখা বা পোস্ট করেন আপনারা, জানাবেন কি?
উত্তরমুছুনএব্যাপারে বিস্তারিত জানতে আমাদেরকে ম্যাসেজ দিন এই লিংকে চাপ দিয়ে।
মুছুন