OrdinaryITPostAd

মোবাইল দিয়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস করার নিয়ম জানুন

 মোবাইল দিয়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস  চাচ্ছেন? কিন্তু কিভাবে মোবাইল দিয়ে SEO অ্যানালাইসিস করে তা জানেনা? তবে আজকের এই আর্টিকেলটা আপনার জন্য। এই আর্টিকেল এর মাধ্যমে জানুন ওয়েবসাইট SEO অ্যানালাইসিস করার সেরা টুল সম্পর্কে।
মোবাইল-দিয়ে-ওয়েবসাইট-SEO-অ্যানালাইসিস
ওয়েবসাইটের SEO অত্যন্ত জরুরী, এসিও ছাড়া আপনার ওয়েবসাইট ভালোভাবে রাং করবে না। অনেক সময় র‍্যাঙ্ক করলেও ওয়েবসাইটের লোডিং স্পিড বা অন্যান্য সমস্যার জন্য ভিজিটররা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে না।  

পেজ সুচিপত্রঃ মোবাইল দিয়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস

মোবাইল দিয়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস

বর্তমান সময়ে অনলাইনে ইনকাম করার অন্যতম মাধ্যম হচ্ছে ওয়েবসাইট থেকে ইনকাম। আপনার ওয়েবসাইট থাকলেই আপনি ওয়েবসাইটে ইনকাম করতে পারবেন এমন না আগে পরিক্ষা করে দেখতে হবে আপনার ওয়েবসাইট গুগল সার্চে কত উপরে দেখাই। ওয়েবসাইটের ট্রাফিক এর উপর ওয়েবসাইটের ইনকাম নির্ভর করে আর ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইটে SEO ( সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ) এর উপর নির্ভর করে থাকে। আপনার ওয়েবসাইটের SEO যত ভালো হবে আপনার ওয়েবসাইট তত বেশি গুগলে র‍্যাঙ্ক করবে। একটা সময় ওয়েবসাইটের SEO অ্যানালাইসিস করার জন্য ডেক্সটপ বা ল্যাপটপ ব্যবহার করতে হতো 

কিন্তু বর্তমান সময়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস করার জন্য টুল তৈরি হওয়ায় মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবসাইটের SEO অ্যানালাইসিস করা যায়। শুধু বাংলাদেশী না বাংলাদেশসহ আরো অন্যান্য দেশে বেশিরভাগ ইন্টারনেট ইউজার মোবাইল ফোন ব্যবহারকারী। মোবাইল ফোন দিয়েই তারা অনেক ওয়েবসাইটে ভিজিট করে থাকে। এজন্য বর্তমান সময়ে এসে ওয়েবসাইট ব্যবহার কার গন তাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি বানিয়ে থাকে এবং এটি প্রাধন্য দেই। আপনি যদি ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান তবে আপনাকে আপনার ওয়েবসাইট SEO ঠিক রাখতে হবে এবং 
নিয়মিত ভাবে আপনার ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস করতে হবে। চলেন আজকে মোবাইল দিয়ে ওয়েবসাইটের SEO অ্যানালাইসিস কিছু কার্যকরি টুলস গুলো দেখি। 

SEO অ্যানালাইসিস কী?

SEO অ্যানালাইসিস হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে পারফর্ম্যান্স, গুণগত মান, র‍্যাংকিং সম্ভাবনা ইত্যাদি বিশ্লেষণ করতে পারবেন। সহজ করে বললে SEO অ্যানালাইসিস মানে আপনার ওয়েবসাইট গুগলে কেমন ভাবে দেখাচ্ছে, কি কারনে আপনার ওয়েবসাইট র‍্যাংকিং পিছিয়ে পরছে এবং কোথায় কোথায় আপনার ওয়েবসাইট এর উন্নয়ন দরকার তা খুজে বার করাই হলো SEO অ্যানালাইসিস। SEO অ্যানালাইসিস একটা ওয়েবসাইট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট এ শুধু কনটেন্ট লিখলেই যে সফল হবেন এমন টা মটেও না,

ওয়েবসাইট এ সফল হওয়ার জন্য বেশ কিছু বিষয় এর উপর নজর রাখতে হবে তবে আপনি ওয়েবসাইট নিয়ে সফল হবেন। অনেক গুলো বিষয় আছে যেমন; আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড কম কিনা, আপনার ওয়েবসাইট টি মোবাইল ফ্রেন্ডলি কি না , আপনার ওয়েবসাইটে কত ব্যাকলিংক আছে ইত্যাদি কাজ গুলাই হলো SEO অ্যানালাইসিস। SEO অ্যানালাইসিস এর মুল উদ্দেশ্যই হলো আপনার ওয়েবসাইট এর বিভিন্ন দুর্বল দিক গুলো বার করে সে গুলো ঠিক করে আপনার ওয়েবসাইটকে গুগলে  র‍্যাংক করা। যদি আপনি নিয়মিত ভাবে আপনার ওয়েবসাইট SEO অ্যানালাইসিস করেন তখন 

আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইট এর কোন পেজ গুগলের কাছে র‍্যাংক করেছে ও কি কিওয়ার্ড দিয়ে বেশি ট্রাফিক আসছে আপনার ওয়েবসাইট এ। এখন মোবাইল এর মাধ্যমে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন SEO টুল রয়েছে। কিছু কার্যকরি SEO টুল দিয়ে কিভাবে  ওয়েবসাইট SEO অ্যানালাইসিস করতে হয় তা জানবো আমরা আজকে। 

কেন ওয়েবসাইট SEO অ্যানালাইসিস প্রয়োজন?

ওয়েবসাইট বানিয়ে কনটেন্ট লিখলেই আপনি ভালো কিছু করবেন এমন না আপনাকে দেখতে হবে আপনার ওয়েবসাইট গুগল সার্চে সঠিক ভাবে র‍্যাংক করে কি না  এটিও দেখতে হবে। আর আপনার ওয়েবসাইট সঠিক ভাবে র‍্যাংক করা জন্যই SEO অ্যানালাইসিস প্রয়োজন। যারা ভাবেন যে SEO অ্যানালাইসিস প্রয়োজন আছে কি না? উত্তর হ্যা। SEO অ্যানালাইসিস ছাড়া আপনার ওয়েবসাইট এর পারফর্ম্যান্স বোঝতে পারবেন না। SEO অ্যানালাইসিস করার মূল উদ্দেশ্যই হলো আপনার ওয়েবসাইট এর পারফর্ম্যান্স বুঝতে সাহয্য করা। 
মোবাইল-দিয়ে-ওয়েবসাইট-SEO-অ্যানালাইসিস

বিভিন্ন ছোট সমস্যার জন্য আপনার ওয়েবসাইট এর র‍্যাংক কমে যায় কিন্তু আপনি বুঝতেও পারেন না।SEO অ্যানালাইসিস এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এর লুকানো যে সকল সমস্যা আছে সে গুলো সমাধন এর দিক নির্দেশনা আপনাকে দিবে। SEO অ্যানালাইসিস প্রয়োজন আরও একটি বড় কারণ হলো প্রতিযোগিতা বিশ্লেষণ। SEO অ্যানালাইসিস এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রতিযোগি ওয়েবসাইট গুলো কোন কিওয়ার্ড এ বেশি ট্রাফিক পাচ্ছে এবং আপনি কি কারনে পিছিয়ে পরছে প্রতিযোগিতা থেকে। 

SEO অ্যানালাইসিস শুধু যে আপনার র‍্যাংক বাড়াবে তা না আপনার ওয়েসাবসাইট এর গুনগত মানও বাড়াবে তাই ওয়েবসাইট SEO অ্যানালাইসিস প্রয়োজনীয়তা অনেক। 

মোবাইল দিয়ে SEO অ্যানালাইসিসে প্রয়োজনীয় টুলস

একটা সময় ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস এর জন্য ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে করা গেলো এখন আপনি পাওনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস করতে পারবেন কিছু টুল ব্যবহার করে। মোবাইল দিয়ে SEO অ্যানালাইসিস এর অনেক টুল আছে যে গুলো দিয়ে আপনি SEO অ্যানালাইসিস করতে পারবেন আপনার ফোন দিয়ে।
আজকে আমরা কার্যকারি কিছু SEO অ্যানালাইসিস টুল নিয়ে আলোচনা করবো যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস করতে পারবেন খুব সহজে। 

  • Google Search Console টুল ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস করতে পারবেন তার পাশা পাশি আপনার ওয়েবসাইট এর সার্চ পারফরম্যান্স,ইমপ্রেশন, ক্লিক এবং ইনডেক্সিং স্ট্যাটাস দেখা যাবে খুব সহজে। এবং কি আপনার ওয়েবসাইট কোন কিওয়ার্ড দিয়ে ট্রাফিক আসছে তা জানা যায়। 
  • Google PageSpeed Insights টুল ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইটের মোবাইল ও ডেস্কটপ এর  লোডিং স্পিড আলাদা ভাবে বার করা যায়। SEO অ্যানালাইসিস করার সময় এই টুলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওয়েবসাইটের গতি সার্চ র‍্যাংকিং বাড়াতে বড় ভূমিকা রাখে। 

  • Ubersuggest আপনার ওয়েবসাইট এর জনপ্রিয় কিওয়ার্ড গুলো খুজে বার করে তার পাশা পাশি কীওয়ার্ডের Search Volume বার কুরতে সাহয্য করে। অন্যের ওয়েবসাইটে কোন কিওয়ার্ড বেশি ট্রাফিক এসেছে তা দেখা যায় ও আপনার ওয়েবসাইট এ কোন ওয়েবসাইট গুলো লিংক দিয়েছে তাদের মান কেমন তা দেখা যায়। 

  • Ahrefs Webmaster Tools আপনার ওয়েবসাইট এ থাকা বিভিন্ন SEO সমস্যা গুলো ধাপে ধাপে সমাধান করে। আপনার ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, র‍্যাংকিং কীওয়ার্ড গুলো ব্যাখ্যা করে এবং আপনার ওয়েবসাইট এ কোন ওয়েবসাইট লিংক দিয়েছে তার মান আপনাকে দেখাবে।
যে টূল গুলো নিয়ে আলোচনা করলাম সে টুল গুলা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট এর SEO  মান উন্নয়ন করতে পারবেন এবং কি আপনার ওয়েবসাইট এর বিভিন্ন SEO  সমস্যা গুলো দূর করতে পারবেন। চলেন এবার উপরে আলোচনা করা টুল গুলো ব্যবহার করে কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস করবেন তার নিয়ম দেখি। 

মোবাইল দিয়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস টুল ব্যবহার করার ধাপ; 

উপরে যে সকল টুল নিয়ে আমরা আলোচনা করেছি সে টুল গুলা কিভাবে ব্যবহার করতে হয়, ওয়েবসাইট এর  রিপোর্টে কেমন হলে ভালো আর কেমন হলে খারাপ তা এ অংশে আলোচনা করব আমরা। 

Google Search Console এর মাধ্যমে

ব্যবহার করার নিয়ম ঃ

  • প্রথমে আপনাকে Google Search Console এ ধুকতে হবে। সার্চ কনসোল আপনাকে শুরু করতে অফশন দিবে আপনি start now বাটনে ক্লিক করতে এর পরের পেজ এ নিয়ে চলে যাবে আপনাকে। পরের পেজ এ আপনাকে দুটি অফশন দেখাবে Domain ও URL prefix । এখানে URL prefix এ আপনার ওয়েবসাইট এর URL দিতে হবে। দেওয়ার পর গুগল আপনাকে ভেরিফাই করতে বলে তাহলে ওখানে দেওয়া HTML Tag গুলো আপনার WordPress বা Blogger ব্যবহার করতে হবে এবং ভেরিফিকেশন শেষ হলে ড্যাশবোর্ডে আপনার ওয়েবসাইটের রিপোর্ট দেখা যাবে। 

রিপোর্টগুলো বিশ্লেষণ ঃ

  • অনেকে Google Search Console এর রিপোর্টগুলো বুঝতে পারে নাহ। রিপোর্টগুলোর অনেক ভাগ থাকে যেমন; Performance Report, Coverage Report, Mobile Usability এবং Core Web Vitals ।Performance Report এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইট এ কত জন ভিজিটর আসাছে, আপনার পেজ গুলো কত বার দেখে গেছে এবং আপনার ওয়েবসাইট এর পজিশন কত ছিলো। Coverage Report এর মাধ্যমে আপনার কোন পেজ গুলো ইনডেক্স আর কোন গুলো হয় এবং কি কারনে হয়নি তা দেখতে পারবেন। 
  • Mobile Usability এ আপনার ওয়েবসাইট কি মোবাইল ফ্রেন্ডলি কি না তা বোঝায় যদি Text too small দেখা তাহলে আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না এবং  Core Web Vitals এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এর লোডিং টাইম কত তা দেখাবে আপনার ওয়েবসাইট ওয়ে লোডিং টাইম যত কম হবে তত ভালো।  
Google PageSpeed Insights এবং সার্চ কনসোল এর Core Web Vitals এর কাজ একই এবং কি একই ভাবে এখানেও প্রবেশ করতে হবে। এখানেও আপনার ওয়েবসাইট এর স্কোর দেখা যাবে পাশা পাশি আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা তা বুঝা যাবে। আপনারা যদি মনে করেন Google Search Console এর মাধ্যমে SEO অ্যানালাইসিস একটু ঝামেল জনক তবে আপনারে Google PageSpeed Insights ব্যবহার করতে পারেন। 

Ubersuggest এর মাধ্যমে

ব্যবহার করার নিয়ম ঃ 

  • প্রথমে আপনাকে Ubersuggest প্রবেশ করতে হবে এরপর আপনাকে একটি একাউন্ট খুলতে হবে আপনি চাইলে সরাসরি গুগল এর মাধ্যমে খুলতে পারবেন অথবা আপনার ইমেইল এর মাধ্যমেও খুলতে পারবেন। আগেই যদি আপনি এটি খুলা থাকে তবে আপনি লগ ইন করতে পারবেন। একাউন্ট খুলা হয়ে গেলে মেনু থেকে Site Audit অফশনে গেলে ওখানে URL দিতে বলবে ওখানে আপনার ওয়েবসাইট এর URL দিতে হবে। এরপর Scan বাটনে চাপ চাপলে এখানে আপনার ওয়েবসাইট রিপোর্ট আসবে। 

রিপোর্টগুলো বিশ্লেষণ ঃ

  • Ubersuggest ব্যবহার করার পর আপনি বিভিন্ন ধরণের রিপোর্ট পাবে যেমন Traffic Overview, SEO Audit, Keywords, Backlinks, Content Ideas ইত্যাদি। আপনার ওয়েবসাইট এর SEO Score ৮০ থেকে ১০০ এর মধ্যে হলে আপনার ওয়েবসাইট এর SEO সঠিক আছে। অন্য দিকে আপনার ওয়েবসাইট এর DA  যত বেশি হবে তত বেশি আপনার ওয়েবসাইট বিশ্বাসযোগ্য বলে ধরা হয়ে থাকে। এজন্য সাধারনত আপনার ওয়েবসাইট  DA  স্কোর ৩০ এর বেশি হলে ভালো । 

উপসংহার ঃ মোবাইল দিয়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস 

মোবাইল দিয়ে ওয়েবসাইট SEO অ্যানালাইসিস কিভাবে করতে হয় আশা করি উপরে আলোচনাই বুঝতে পারবেন। এখন আপনার ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস করার জন্য বারতি ঝামেলা করতে হবে না আপনাকে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট এর SEO অ্যানালাইসিস  করতে পারবেন। আপনি এখন আপনার হাতে থাকে ফোন দিয়েই জানতে পারবেন আপনার ওয়েবসাইট এর কোথায় কোথায় উন্নতির দরকার আছে এবং সে অনুসারে কাজ করলে আপনার ওয়েবসাইট ভালো একটা পজিশনে যাবে।[ job id- 250914 ]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url