OrdinaryITPostAd

কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় তার ৫ টা নিয়ম

কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়আপনি কি কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় জানতে চান? বিষয়টা অবিশ্বাস্য হলেও এটা বাস্তব। আপনি হয়তো ভাবছেন যে এটা কীভাবে সম্ভব। অনেক পড়াশোনা করেও কেউ পরীক্ষায় ভালো করতে পারে না। আবার না পড়ে কীভাবে ভালো করা যায়। 

কিভাবে-না-পড়ে-পরীক্ষায়-ভালো-রেজাল্ট-করা-যায়এই পোস্টে আমরা জানব আপনি কীভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। 

পোস্ট সূচিপত্রঃ কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় এ নিয়ে বিস্তারিত সবকিছু 

কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়

কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়  অনেকেরই মনে এই প্রশ্নটা ঘোরাফেরা করে। আপনি সারা বছর না পড়ে পরে চিন্তায় পরে যান যে কি করলে আপনি শিখতে পারবেন। অনেকেই এই সময় হাল ছেড়ে দেয় যে সারা বছর পারি নাই এখন কি করবো। আসলে এই চিন্তা ভুল। আপনি সারাবছর না পরে শেষের দিকে কিছু কাজ করলে আপনি ভালো পড়তে পারবেন। এর জন‍্য কিছু টিপস হলো: 
  • মুখস্থ নয়, বুঝে পড়াঃ পড়ার সময় শুধু মুখস্থ না করে বুঝে পড়লে তা মনে থাকে বেশি দিন। আপনি যদি আগে কিছুটা হলেও বুঝে পড়ে থাকেন, পরীক্ষার আগে হালকা রিভিশনেই অনেক কিছু মনে পড়ে যাবে।
  • গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করা: সব কিছু না পড়ে, পরীক্ষায় যা আসতে পারে তা বেছে পড়া খুব জরুরি। আগের বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কোন টপিকগুলো বেশি আসে। এই কৌশল আপনার সময় বাঁচাবে।
  • বন্ধুর নোট ব্যবহার করাঃ যারা নিয়মিত ক্লাস করে, তাদের নোট খুবই সাহায্য করতে পারে। আপনি সেই নোট থেকে দরকারি অংশগুলো পড়ে নিতে পারেন। এতে সময় কম লাগবে এবং মূল বিষয়গুলো একসাথে পাবেন।
  • কমন প্রশ্নের প্রস্তুতি নেওয়াঃ একই প্রশ্ন অনেক সময় ঘুরে ফিরে আসে। আগের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে আপনি এসব প্রশ্ন ধরে ফেলতে পারবেন। এভাবে পড়লে সহজেই রেজাল্ট ভালো হতে পারে।
  • আত্মবিশ্বাস ধরে রাখাঃ শেষ পর্যন্ত আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন যে পারবেন, তাহলে উত্তরের সময় মাথায় অনেক কিছু আসবে। চাপ না নিয়ে শান্ত থেকে লিখুন।
এই সব কৌশল জানলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। আপনি যদি বিপদে পরে যান তাহলে এই কৌশল গুলোর মাধ‍্যমে আপনি আবার উঠতে পারবেন। তাই আপনি যদি সারা বছর পড়াশোনা না করে পরীক্ষায় ভালো করতে চান তাহলে এই টিপস গুলো আপনার জন‍্য। 

বন্ধুদের নোট থেকে পড়া

বন্ধুদের নোট থেকে পড়া অনেক সময় খুবই কাজে দেয়, বিশেষ করে যখন আপনার পড়া হয় নি। ধরুন আপনি না পড়া কিছুই পারছেন না আপনার কাছে কোনো নোটও নেই, তাহলে আপনি আপনার কাছে কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে পারেন। যেমনঃ
  • যেসব বন্ধু নিয়মিত ক্লাস করে এবং ভালোভাবে নোট নেয়, তাদের কাছ থেকে নোট সংগ্রহ করুন।
  • নোট গুলো সংক্ষিপ্ত, পরিষ্কার এবং পরীক্ষার উপযোগী হয়।
  • সব সময় গুরুত্বপূর্ণ পয়েন্টে দাগ দিয়ে পড়বেন যাতে রিভিশনের সময় সহজ হয়।
  • বুঝে পড়ার চেষ্টা করুন, তাহলে মুখস্থ না করলেও মনে থাকবে।
এই কৌশল আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে অনেক সাহায্য করবে। সময় বাচিয়ে, স্মার্টভাবে পড়ার একটি উপায় হচ্ছে বন্ধুর সাহায্য নেওয়া। আপনার উচিৎ এমন একজন কাছের বন্ধু রাখা যে আপনাকে নোট দিতে সাহায্য করবে। তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। 

পরীক্ষার আগের রিভিশনের কৌশল

পরীক্ষার আগের রিভিশনের কৌশল জানলে খুব কম সময়েও অনেক কিছু মনে রাখা সম্ভব। পরীক্ষার আগের দিন কীভাবে পড়বেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সারা বছর যতটুকুই পড়েছেন তা কিছু রিভিশন নেওয়া। রিভিশন দেওয়ার জন‍্য কিছু নিয়ম আছে। যেমনঃ 
  • আগের দিনের রাতে নতুন কিছু না পড়ে, শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রিভিশন করুন।
  • চারটা বড় প্রশ্ন না নিয়ে, দশটা ছোট প্রশ্নে মন দিন।
  • কলা বা অন্য হালকা খাবার খেয়ে পড়লে মনোযোগ বাড়ে।
  • রিভিশনের সময় সময় ধরে পড়ুন। যেমন ২৫ মিনিট পড়া, ৫ মিনিট বিরতি।
এই পদ্ধতিতে আপনি মাথা ঠান্ডা রেখে পরীক্ষার আগে দরকারি বিষয়গুলো মনে রাখতে পারবেন। রিভিশনের এই কৌশলটা পরীক্ষা ভালো করতে অনেক সাহায্য করে। আপনার উচিৎ সারা বই হালাকা হালকা পড়ে বই শেষ করে দেওয়া। 

শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার উপকারিতা

শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার উপকারিতা অনেক। আপনি যদি ক্লাসেই মনোযোগ দিয়ে শোনেন তাহলে বাসায় না পড়েও অনেক কিছু মনে থাকবে। আপনার ক্লাসে মনোযোগ থাকলে ঐ বিষয়টা সেখানেই শিখতে পারবেন। এর জন‍্য কিছু টিপস রয়েছে। যেমনঃ
  • শিক্ষক যা বোঝায় তা মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন।
  • দরকার হলে সরাসরি প্রশ্ন করে বুঝে নিন।
  • ক্লাসে যদি আপনি বোঝেন, তাহলে পরবর্তীতে খুব কম সময়েই বিষয়টা রিভিশন করা যায়।
  • ক্লাসের টেস্ট বা প্রশ্নোত্তর পর্বে সক্রিয় থাকুন।
আপনার মাঝে এই অভ্যাস গড়ে তুললে আপনাকে আলাদা করে ঘরে বসে বেশি পড়তে হবে না। ফলে আপনি বাসায় না পড়ে একটা পড়া ভালো করে শিখতে পারেন। তবে এর জন‍্য আপনার প্রয়োজন গভীর মনোযোগ। তাহলে আপনি পড়া শিখতে পারবেন। 

বুঝে বুঝে পড়ার গুরুত্ব

কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় এর সঠিক উত্তর হচ্ছে বুঝে বুঝে পড়া। বুঝে বুঝে পড়ার গুরুত্ব অনেক বেশি। কারণ মুখস্থ করে পড়লে একটা পড়া ভুলে যাওয়া যায়। কিন্তু এই জিনিস টা যদি আমরা বুঝি তাহলে আমাদের আর শিখারও দরকার নেই। আমরা বুঝলে বানিয়ে পরীক্ষায় লেখতে পারব। এর জন‍্য কিছু টিপস নিচে দেওয়া হলোঃ
কিভাবে-না-পড়ে-পরীক্ষায়-ভালো-রেজাল্ট-করা-যায়
  • আপনি যখন কোনো বিষয় বুঝে পড়েন, তখন তা অনেকদিন মাথায় থাকে।
  • পড়ার সময় মনে প্রশ্ন করুন"এই জিনিসটা কেন হচ্ছে?", "কীভাবে হলো?"
  • গল্পের মতো করে বিষয় বুঝে নিন, এতে বিষয়টা সহজ লাগে।
  • যে জিনিসটা নিজে বোঝেন, সেটা অন্যকেও বুঝিয়ে বলার চেষ্টা করুন। এতে নিজেও আরও ভালো বুঝবেন।
এইভাবে পড়লে আলাদা করে বেশি সময় বসে মুখস্থ করতে হয় না। আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে আপনার পড়া তাড়াতাড়ি শিখা হয়ে যাবে। আপনি পরীক্ষা ভালো কিছু করতে পারবেন। আমার মতে, বুঝে বুঝে পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

পরীক্ষার আগে গাইড বইয়ের ব্যবহার

কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলব যে পরীক্ষার আপনি গাইড পড়ুন। গাইড পড়লে বইও পড়া হয়ে যায়। আপনার পরীক্ষায় গাইড থেকে কমন পড়বে। এর জন‍্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমনঃ 
  • গাইড বইতে সংক্ষিপ্তভাবে প্রশ্ন-উত্তর দেওয়া থাকে, যেটা রিভিশনের জন্য খুব ভালো।
  • এক অধ্যায়ে কোন প্রশ্ন বেশি আসার সম্ভাবনা, তা গাইড থেকেই জানা যায়।
  • যারা নিয়মিত পড়েনি, তাদের জন্য গাইড বই পরীক্ষার আগে শেষ ভরসা হতে পারে।
  • শুধু পড়া নয়, প্রশ্ন দেখেই উত্তরটা মনে করার অভ্যাস গড়ে তুলুন।
তবে শুধু গাইড মুখস্থ না করে বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। পরীক্ষায় ভালো করতে হলে গাইড আপনার জন‍্য সেরা হতে পারে। পরীক্ষার আগে শুধু গাইড পড়বেন তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। 

দ্রুত মনে রাখার কিছু উপায়

একটা পড়া কীভাবে দ্রুত মনে রাখা যায় এর জন‍্য কিছু টিপস রয়েছে। এই টিপস গুলো মানলে আপনার পরীক্ষা অনেক ভালো হবে। আপনি যদি কোনো একটা পড়া তাড়াতাড়ি মনে রাখতে পারেন তাহলে আপনার এতো পড়া লাগবে না। এর জন‍্য কিছু টিপস রয়েছেঃ 
  • প্রতিদিন সকালবেলা ১৫-২০ মিনিট পড়ে নেওয়া খুব কাজে দেয়।
  • পড়ার সময় ছোট ছোট পয়েন্ট করে লিখে নিন।
  • রঙিন কলম ব্যবহার করে গুরুত্বপূর্ণ অংশ আলাদা করে রাখুন।
  • নিজের কথায় বিষয়টা বলার চেষ্টা করুন, যেন মুখস্থ না করেও মনে থাকে।
আপনি যদি আমাদের দেখানো নিয়ম গুলো মেনে চলতে পারেন তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। আপনি এই নিয়ম গুলো মানার মাধ‍্যমে একটা পড়া তাড়াতাড়ি মুখস্ত করতে পারবেন বা বুঝতে পারেন। তাই আপনার উচিৎ এই নিয়মগুলো মেনে পড়াশোনা করা। 

যে পদ্ধতিতে লেখলে নম্বর বেশি পাবেন

পরীক্ষায় ভালো করতে কিছু লেখার নিয়ম আছে। আপনি কীভাবে লেখছেন এর উপর নির্ভর করে শিক্ষক আপনাকে নাম্বার দিবে। আপনার খাতা যদি পরিষ্কার এবং শুরু হয় তাহলে আপনার নম্বর বেশি হবে। কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় তার জন‍্য সুন্দর লেখার দরকার। এর জন‍্য নিচের টিপস গুলো দেখুনঃ 
  • প্রশ্নের উত্তর গুছিয়ে এবং পয়েন্ট করে লিখুন।
  • লেখার সময় প্রতিটি অনুচ্ছেদে আলাদা প্যারাগ্রাফ দিন।
  • গুরুত্বপূর্ণ শব্দ বা তথ্য আন্ডারলাইন করলে পরীক্ষকের দৃষ্টি সেগুলোর উপর পড়ে।
  • শুরুতেই সংক্ষিপ্ত পরিচিতি, এরপর বিশ্লেষণ এবং শেষে উপসংহার লিখুন।
পরীক্ষক যখন আপনার খাতা দেখবে তখন লেখার পরিষ্কার কাঠামো ও গুছানো উত্তর তার মনোযোগ টানবে। তাই মুখস্থ না করে পরীক্ষার হলে বসে সুন্দর করে লেখলে আপনার পরীক্ষা ভালো হবে এবং আপপি বেশি নাম্বার পাবেন। এর জন‍্য আমাদের কৌশল গুলো মানতে পারেন। 

পরীক্ষার হলে আত্মবিশ্বাস ধরে রাখা

পরীক্ষায় ভালো করতে হলে আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার যদি পরীক্ষার হলে আত্মবিশ্বাস থাকে যে আপনি পারবেন তাহলে আপনি বানিয়ে পরীক্ষায় কিছু লিখে আসতে পারবেন। এতে আপনি ভালো নাম্বার পেতে পারেন। আত্মবিশ্বাসের জন‍্য যেসব কাজ করতে পারেনঃ 
  • প্রশ্নপত্র হাতে পেয়েই ভয় না পেয়ে ধীরে ধীরে পড়ে নিন।
  • যেটা সহজ মনে হয় সেটি দিয়েই শুরু করুন।
  • মনে রাখুন, আপনি যা জানেন তা-ই ভালোভাবে লিখলেই ভালো নম্বর পাওয়া সম্ভব।
  • নিজেকে বোঝান “আমি পারব”।

কম সময়ে পরীক্ষার প্রস্তুতির গোপন টিপস

আপনার যদি সারা বছর এমনি এমনিই চলে যায় এবং শেষের দিকে আপনি যদি চিন্তায় পরেন যে কীভাবে আপনার পড়া শেষ করবেন। আপনার সময় অনেক কম কিন্তু আপনাকে পড়তে হবে। এখন আপনার যদি পড়া শেষ করতে হয় তাহলে আপনি নিচের টিপস গুলো মানতে পারেনঃ 
কিভাবে-না-পড়ে-পরীক্ষায়-ভালো-রেজাল্ট-করা-যায়
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে বেছে নিন।
  • ছোট ছোট সময় ভাগ করে পড়ুন, যেমন ২৫ মিনিট পড়ে ৫ মিনিট বিশ্রাম।
  • গাইড বই বা সাজেশন দেখে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রিভিশন দিন।
  • নিজে নিজে প্রশ্ন করে উত্তর দেওয়ার চেষ্টা করুন।

পরিশেষে আমার মতামত 

আমার মতে, আপনি যদি সবার থেকে পিছিয়ে পড়েন তাহলে আপনার কোনো চিন্তার কিছু নেই। আপনি পরীক্ষার আগে কিছু টিপস মেনে চললে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। কিভাবে না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় এর নিয়মগুলো আপনি যদি মতো মানতে পারেন তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। আপনার উচিৎ আমাদের দেখানো সকল নিয়ম মেনে পড়াশোনা করা তাহলে আপনি সারা বছর না পড়েও পরীক্ষায় ভালো করতে পারবেন। এর জন‍্য আমাদের পক্ষ থেকে আপনার জন‍্য শুভেচ্ছা। [250412]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url