রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক প্রভাবরিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে অনেকেই জানেনা। চায়না থেকে পণ্য আমদানি করতে হলে কিছু প্রক্রিয়া আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। অনেকে আছে জানেনা কিভাবে চায়না থেকে পণ্য আমদানি করতে হয়।
পেজ সূচিপত্রঃ রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া
- রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া
- আমদানি কি
- চায়না থেকে পণ্য আমদানি পদ্ধতি
- চায়না থেকে আমদানি খরচ কত
- চায়না থেকে আমদানি পণ্য তালিকা
- চায়না থেকে জাহাজে পণ্য আমদানি করার খরচ
- চীনের কোন বাংলাদেশে পাইকারি
- চায়না প্রোডাক্ট লিস্ট
- চায়না থেকে পণ্য আমদানির ওয়েবসাইট
- মন্তব্য রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া
রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উৎপাদক দেশগুলোর মধ্যে চায়না হল অন্যতম একটি দেশ। চীনে হাজার হাজার প্রকারের পণ্য পাওয়া যায় যা বাংলাদেশসহ বিভিন্ন দেশে রিসেল করা হয়। আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করব রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে। কিভাবে একজন রিসেলারদের জন্য চায়না থেকে সরাসরি পণ্য আনতে যে সকল প্রক্রিয়াগুলো মেনে চলতে হয় তা হল-
আরও পড়ুনঃ বিশ্বসেরা ২০ টি জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে তালিকা
নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজে বের করাঃ আপনি যেহেতু চায়না থেকে পণ্য সংগ্রহ করবেন। সেহেতু আপনাকে পণ্যে সংগ্রহের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেই সরবরাহকারী কাছ থেকে পণ্য নিতে হবে। চায়না থেকে পণ্য সংগ্রহের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম গুলো হল- Alibaba, Ali express, Made in china ইত্যাদি। এই সাইটগুলোতে আপনি বিভিন্ন ধরনের হোলসেলার পেয়ে যাবেন। এখানে আপনি সরবরাহকারী বেছে নিয়ে তাদের সাথে পণ্যের রেটিং, রিভিউ ব্যবসার ইতিহাস, পণ্য নমুনা সকল কিছু যাচাই করে প্রথমে আপনি চাইলে ছোট অর্ডারের মাধ্যমে পণ্য সংগ্রহ করতে পারবেন।
পণ্যের দাম ও অর্ডারঃ যেহেতু আপনি চায়না থেকে পণ্য সংগ্রহ করবেন সেহেতু সরাসরি সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্টের প্রাইস জেনে নিবেন। পণ্য চায়না পোর্টে পৌঁছানো পর্যন্ত কি দাম নিবে এবং স্লিপিং বা বিমান খরচ সহ কত দাম নিবে সবকিছুই জেনে বুঝে কন্টাক করবেন। এছাড়াও আপনাকে minimum order quantity ও পেমেন্ট কন্ডিশন নিয়ে আলোচনার মাধ্যমে সকল কিছু কাজ করতে হবে।
স্লিপিং পদ্ধতি: চায়না থেকে পণ্য আনতে গেলে প্রধানত তিনটি পদ্ধতি ব্যবহার করতে হয়। যেমনঃ
- এক্সপ্রেস ডেরিভারি এটি ছোট প্যাকেটের মাধ্যমে দ্রুত কিন্তু ব্যয় বেশি হয়।
- সমুদ্রের পথের স্লিপিং আপনি যদি সমুদ্র পথে আনতে চান তাহলে এতে সাশ্রয়ী হবে। তবে সময় লাগবে ২০ থেকে ৪৫ দিনের মতন।
- এয়ার কার্গো সমুদ্রপথ দ্রুত কিন্তু অনেক খরচ হয় বিমানে।
- জন্য ছোট ও দ্রুত বিক্রির জন্য এক্সপ্রেস ডেলিভারি বেশি সুবিধা জনক।
কাস্টম ও ডিউটিঃ চায়না থেকে বাংলাদেশে পণ্য আনতে কাস্টম টিয়ারেন্স বা ডিউটি প্রদান করতে হয়। এর জন্য হবিগঞ্জ বা চট্টগ্রাম কাস্টম অফিসের নিয়মে, HS, কোড প্রস্তুত করে রাখতে হয়। আপনার যদি সঠিক কাগজপত্র না থাকে তাহলে আপনার পণ্য আটকে যাবে।
পেমেন্ট প্রক্রিয়াঃ চায়না থেকে পণ্য কেনার সময় নিরাপদ পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে না হলে অনেক সমস্যায় পড়তে হবে। আপনি চাইলে ব্যাংক ট্রান্সফার, paypal বা alibaba এর মাধ্যমে নিরাপদ পেমেন্ট করতে পারবেন। কখনো সরাসরি অজানা কোন কোম্পানির কাছে টাকা পাঠাতে যাবেন না। এতে করে সমস্যায় পড়তে হবে।
পণ্য গ্রহণ ও মান যাচাইঃ চীন থেকে পণ্য যখন এসে পৌছাবে তখন আপনাকে পণ্যের মান যাচাই করা অত্যন্ত জরুরি। কোন খারাপ বা ভাঙ্গা পণ্য থাকলে সরবরাহকারীর কাছে সমাধান করা যাবে। এছাড়াও পণ্যের মান অনুযায়ী বাজারজাতকরণ করা হলে গ্রাহক সন্তুষ্টি এবং রিসেলের সুনাম বাড়বে।
আরও পড়ুনঃ কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায় জেনে নিন
বিক্রয় ও রিসেলঃ পণ্য যাচাই করার পর তা অনলাইনে বা দোকানে বিক্রয় শুরু করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক মার্কেটপ্লেস, অনলাইন শপিং ইত্যাদি অ্যাপস ব্যবহার করে দ্রুত বিক্রয় করতে পারবেন।
ওপরের সকল নিয়মাবলী মেনে রিসেলারদের জন্য পণ্য সংগ্রহ প্রক্রিয়া করতে হবে। তাহলে আপনি চায়না থেকে পণ্য নিয়ে বিজনেস করে লাভবান হতে পারবেন।
আমদানি কি
আমদানি হল একটি দেশের বাইরে থেকে পণ্য বা সেবা কিনে আনা। যখন কোন দেশ অন্য কোন দেশের কাছ থেকে পণ্য কিনে এবং সেটি নিজের দেশে নিয়ে আসে তখন তাকে আমদানি বলে। আমদানি সাধারণত দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য অন্য কোন দেশ থেকে বিভিন্ন নিয়ম নীতি মেনে নিজের দেশে পণ্য কিনে আনে তাকে আমদানি বলা হয়ে থাকে। যেমনঃ চায়না থেকে মোবাইল ফোন, বিভিন্ন ধরনের পোশাক সরঞ্জাম বা ইলেকট্রনিক যদি বাংলাদেশে আনা হয় তবে এটাকেই বলি আমদানি।
চায়না থেকে পণ্য আমদানি পদ্ধতি
চায়না থেকে পণ্য আমদানি করতে হলে কিছু কাজ করতে হয়। চায়না থেকে পণ্য আমদানি করার জন্য আপনাকে বাজার গবেষণা করতে হবে। আপনার বাজারে যেটা চাহিদা রয়েছে সেই পণ্য আনতে হবে এরপর নির্বাচজ্ঞ সরবরাহকারী খুঁজে বের করে দামও স্লিপিং সকল সত্য নিশ্চিত করে কোন অর্ডার করতে হবে। আপনি যদি ছোট কোন অর্ডার করতে চান তাহলে এক্সপ্রেস কুরিয়ার এর মাধ্যমে নিতে পারেন।
তবে আপনি যদি বড় ধরনের অর্ডার করেন তাহলে সমুদ্রপথে বা ইয়ার কার্গোতে নিতে হবে। এতে কিছুটা খরচ বেশি হবে। পণ্য বাংলাদেশে আসার পর কাস্টম শেয়ারের অডিট প্রদান করতে হবে। পন্য এসে পৌঁছালে পণ্যের মান যাচাই করে এবং পরে তা বাজারে বিক্রি শুরু করতে পারবেন। সকল আমদানি করার জন্য নিরাপদ পেমেন্ট সঠিক কাগজপত্র ও সরবরাহকারী যাচাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
চায়না থেকে আমদানি খরচ কত
চায়না থেকে পণ্য আমদানি করার খরচ নির্ভর করবে আপনার পণ্যের ধরন পরিমাণ স্লিপিং পদ্ধতি ও কাস্টম ডিউটির ওপর। চায়না থেকে পণ্য আমদানি করতে হলে পণ্যের কয় মূল্য প্রদান করতে হবে। সরবারাহকারির কাছে চুক্তি অনুযায়ী পণ্য কেনার দাম দিতে হবে। আবার সেই পণ্য সিপিং খরচও রয়েছে। আপনি কিসের মাধ্যমে আমদানিকে তো পণ্য দেশে নিয়ে আসবেন সেটারও খরচ রয়েছে।
আরও পড়ুনঃ ফেসবুক আইডি নিরাপদ রাখার সেরা ১০ টি উপায়
বড় ধরনের পণ্য যদি আমদানি করেন সেক্ষেত্রে ইন্সুরেন্স খরচ করতে হয়। আপনার পণ্য বাংলাদেশে আনার পর কাস্টম অফিসে ভ্যাট দিতে হয় এবং অতিরিক্ত লোকাল ট্রান্সপোর্ট বা এজেন্সি ফ্রি ও লাগে। এই সকল খরচ গুলো আপনার পণ্য ওপর নির্ভর করবে। আপনি যে পণ্য নিয়ে আসবেন বা আমদানি করবেন সেই পন্যের ওপর নির্ভর করবে সেই খরচ।
চায়না থেকে আমদানি পণ্য তালিকা
চায়না থেকে বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশের রিসেল করা হয়ে থাকে চায়না থেকে যে সকল পণ্যগুলোর চাহিদা বেশি ভালো ও জনপ্রিয় তা হল-
- ইলেকট্রনিক পণ্য
- ফ্যাশান সামগ্রী
- গৃহস্থালি পণ্য
- বাচ্চাদের খেলনা
- বিউটি বা স্কিন কেয়ার প্রোডাক্ট
- স্পোর্টস ও আউটডোর সামগ্রী
চায়না থেকে এসব পণ্যগুলো খুব সহজে আমদানি করা যায়।
চায়না থেকে জাহাজে পণ্য আমদানি করার খরচ
চায়না থেকে সমুদ্রপথে আপনি যদি জাহাজে পণ্য আমদানি করতে চান তাহলে খরচ অন্যান্য পদ্ধতির চেয়ে কিছুটা কম হয় তবে এতে অনেক সময় বেশি লাগে। চায়না থেকে সমুদ্রপথে বা জাহাজে পণ্য আনতে গেলে খরচ সেভাবে বলা যায় না তা নির্ভর করে আপনার কোন ক্রয় মূল্যবান সরবরাহকারী পণ্যের চুক্তি অনুযায়ী। জাহাজে পণ্য পাঠানো শিপিং খরচ বড় কন্টিনিউয়াল ভাড়া কমে যায় প্রতি ইউনিটে।
চীনের পণ্য বাংলাদেশে পাইকারি
চীন থেকে আনা পণ্য বাংলাদেশে পাইকারি মূল্যে আনা খুবই জনপ্রিয়। এর কারণ চীনের কোন দাম কম এবং সাধারণত অনেক ভালো পাইকারি ব্যবসায়ীরা হোলসেল বা বড় অর্ডারে পণ্য কিনে বিভিন্ন দোকান ও অনলাইনে বিক্রি করে থাকে। চীন থেকে পাইকারি পণ্যের মধ্যে অনেক পণ্য রয়েছে। যেমনঃ মোবাইল এক্সেসরিজ, ইলেকট্রনিক পণ্য, বিভিন্ন পোশাক, জুতা, ব্যাগ, বাচ্চাদের খেলনা, ঘর সাজানো হোম রেকর্ড জিনিস বা কিচেন গেজেট ইত্যাদি পাইকারিভাবে চীন থেকে আনা হয়ে থাকে। চীন থেকে বাংলাদেশে পাইকারি অর্ডারের অনেক সুবিধা রয়েছে। এতে প্রতি ইউনিট খরচ অনেক কম হয় বড় পরিমাণে স্টক রাখা যায় এবং বিক্রয় থেকে বেশি লাভ হয়।
চায়না প্রোডাক্ট লিস্ট
চায়না থেকে আমদানি করার জন্য অনেক জনপ্রিয় কিছু পণ্যের লিস্ট রয়েছে সেগুলো হল--
- মোবাইল ফোন
- হেডফোন ও ইয়ারফোন
- পাওয়ার ব্যাংক
- ল্যাপটপ এক্সসেরিজ
- স্মার্ট ওয়াচ
- পোশাক
- জুতা বা স্যান্ডেল
- ব্যাগ ও পার্স
- রিমোট কন্ট্রোল বিভিন্ন খেলনা ইত্যাদি।
চায়না থেকে পণ্য আমদানির ওয়েবসাইট
চায়না থেকে বিভিন্ন পণ্য আমদানি করার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহার করতে হয়।ওয়েবসাইট ব্যবহার করে চায়না থেকে পণ্য আমদানি করা যায় খুব সহজে। ওয়েবসাইট গুলো হল-
- Alibaba.com এই ওয়েবসাইটে হোলসেল ও বড় অর্ডারের জন্য আবেদন করা হয়।
- Aliexpress.com ছোট অর্ডার বা রিটেল এর জন্য এই ওয়েবসাইট।
- Made-in-china.com বিভিন্ন প্রোডাক্ট ও ম্যানুফ্যাকচারাল খুঁজে পাওয়ার জন্য এই ওয়েবসাইট।
- DHgate.com হোলসেল এবং পাইকারি ব্যবসা ফ্রেন্ডলি এই ওয়েবসাইটের মাধ্যমে করা যায়।
- Globalsources.com আন্তর্জাতিক ক্রেতাদের জন্য এই ওয়েবসাইট।
এই ওয়েবসাইডগুলো থেকে সরাসরি সরবরাহকারী বেছে নিয়ে আপনি চীন থেকে পণ্য অর্ডার করতে পারবেন।
মন্তব্য রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া
বাংলাদেশের বেশিরভাগই চীন থেকে পণ্য আমদানি করা হয়ে থাকে। চীন বিশ্বের সবচেয়ে উৎপাদক দেশগুলোর মধ্যে একটি অন্যতম। চায়না থেকে পণ্য সংগ্রহ করে রিসালারের জন্য অনেক লাভজনক হলেও এটি করতে ধৈর্য বাজার গবেষণা নিরাপদ পেমেন্ট ও স্লিপিং কৌশল আপনাকে জানতে হবে। আপনি চাইলে ছোট অর্ডার দিয়ে শুরু করতে পারেন। সরকারি সকল কাস্টমনীতি সম্পর্কে আপনাকে ভালভাবে জানতে হবে এবং মান যাচাই করা হবে। আজকের আর্টিকেল আমি আপনাদের সাথে আলোচনা করলাম রিসেলারদের জন্য চায়না থেকে পণ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে আশা করি সকল প্রক্রিয়াগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।250535




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url