টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয় A2Z জেনে নিন
আপনি কি, টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয় এই বিষয় জানতে চাচ্ছেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। শখের বসে টিকটকে সবাই ভিডিও বানিয়ে থাকে। কিন্তু অনেকেই জানে না, টিকটক থেকেও ইনকাম করার দারুণ সুযোগ রয়েছে।
আপনি যদি নিয়মিত ভালো মানের এবং মানসম্মত কনটেন্ট পোস্ট করেন, সেগুলো
যদি মানুষ পছন্দ করে। তাহলে, টিকটক থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম
করা সম্ভব। তবে এর জন্য কিছু নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। এই
পোস্টে টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয় এই বিষয়ে বিস্তারিত
আলোচনা করা হবে।
পোস্ট সূচিপত্রঃ টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয়
- টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয়
- বাংলাদেশে টিকটক থেকে কি আয় করা যায়
- টিকটক করে ইনকাম করার উপায়
- টিকটকে ভিডিও বানিয়ে কিভাবে টাকা ইনকাম হয়
- টিকটকে ফলোয়ার বাড়লে কি টাকা পাওয়া যায়
- টিকটক ক্রিয়েটর ফান্ডে জয়েন হওয়ার নিয়ম
- মোবাইল দিয়ে টিকটকে ইনকাম শুরু করার উপায়
- টিকটক থেকে ডলার ইনকাম করার নিয়ম
- টিকটক একাউন্টে ইনকাম অপশন কবে আসে
- টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয়-শেষ কথা
টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয়
অনেকেই টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয় এই বিষয়ে জানতে চেয়ে
থাকেন। অনেকেই মনে করেন, টিকটক শুধুমাত্র ভিডিও বানিয়ে বিনোদন করার
জায়গা। কিন্তু বর্তমানে টিকটক একটি বড় ইনকামের মাধ্যম হয়ে
উঠেছে। আপনি যদি নিয়মিত ভালো কনটেন্ট দেন, তাহলে আপনার টিকটক একাউন্ট
থেকেও ইনকাম করা সম্ভব। তবে এর জন্য কিছু নিয়ম মানতে হয় এবং
নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো পূরণ করতে পারলে
আপনি মনিটাইজেশন অন করার সুযোগ পাবেন। এর জন্য আপনার টিকটক একাউন্টে ১০
হাজার ফলোয়ার থাকতে হবে।
শুধু ফলোয়ার থাকলেই হবে না, আপনাকে শেষ ৩০ দিনের মধ্যে অন্তত এক লাখ ভিউ
আনতে হবে। এই শর্তগুলো পূরণ না হলে, টিকটক থেকে মনিটাইজেশন চালু হয়
না। শর্তগুলো পূরণ হলে, প্রথমে আপনাকে টিকটকে "Settings and
privacy" মেনুর ভেতরে প্রবেশ করতে হবে। তারপরে, "Creator tools" সেকশনে
প্রবেশ করতে হবে।
এরপরে, টিকটকের ক্রেটর ফাউন্ড বা টিকটক ক্রিয়েটিভিটি
প্রোগ্রামে এপ্লাই করতে হবে। এখানে প্রবেশ করার পর আপনি যদি
শর্তগুলো পূরণ করতে পারেন, তাহলে "Apply" বা "Join Now" বাটন পাবেন,
সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
মনিটাইজেশন চালু হলে আপনি যেসব ভিডিও বানাবেন, সেগুলো ভিডিওর ভিউয়ের উপর ভিত্তি করে আপনার ডলার ইনকাম হবে। তবে ভিডিওগুলো হতে হবে মূল্যবান, নিয়ম মেনে বানানো এবং কপিরাইট ফ্রি। নিজের কন্ঠে ভিডিও বানালে বা ফেস দেখে ভিডিও করলে ইনকামের সম্ভাবনা বেশি থাকে। সবশেষে বলা যায়, টিকটক থেকে ইনকাম করতে হলে ধৈর্য এবং নিয়মিত চেষ্টা করা লাগবে। আপনি যদি প্রতিদিন নিয়ম করে ভিডিও পোস্ট করেন, তাহলে ধীরে ধীরে ফলোয়ার বাড়বে, ভিউ আসবে এবং আপনার মনিটাইজেশন অন করার সুযোগ তৈরি হবে। আর মনিটাইজেশন অন হলে আপনার ইনকাম শুরু হবে।
বাংলাদেশে টিকটক থেকে কি আয় করা যায়
অনেকের মনে একটি প্রশ্ন থাকে- বাংলাদেশ থেকে টিকটক ভিডিও বানিয়ে কি টাকা
ইনকাম করা সম্ভব? এটা স্বাভাবিক একটি প্রশ্ন। কারণ, অনেকেই ইউটিউব
বা ফেসবুক নিয়ে জানলেও টিকটক নিয়ে অনেকের ভুল ধারণা
থাকে।আসলে, বাংলাদেশ থেকেও টিকটক করে ইনকাম করা সম্ভব। তবে
এর জন্য কিছু বিষয় জেনে রাখতে হয় এবং মানতে হয়। টিকটকের মূল
মাধ্যম হচ্ছে- মনিটাইজেশন সিস্টেম। যেমন- ক্রেটর
ফাউন্ড বা ক্রিয়েটিভিটি প্রোগ্রাম, যা বাংলাদেশে
সরাসরি চালু নেই। কিন্তু এর মানে এই নয় যে, বাংলাদেশ থেকে টিকটক
করে ইনকাম করা যায় না।
বাংলাদেশ থেকেও অনেক কন্টেন্ট ক্রিয়েটররা টিকটক করে ইনকাম করছে-
ব্র্যান্ড প্রমোশন, স্পন্সরশীপ বা এফিলি মার্কেটিং করার
মাধ্যমে। আপনি যদি নিয়মিত ভালো মানের ভিডিও তৈরি করেন, আপনার ফলোয়ার
এবং ভিউ বাড়তে থাকে, তাহলে ছোট-বড় কোম্পানিগুলো বা বিভিন্ন
ব্র্যান্ড আপনার কাছে তাদের পণ্যগুলো প্রমোট করার প্রস্তাব
দিবে। এর জন্য তারা আপনাকে টাকা অথবা উপহার দিবে। আরেকটি
উপায় হচ্ছে- লাইভে এসে গিফট নেওয়া। আপনি যদি টিকটকে লাইভে যান এবং
আপনার ফলোয়াররা আপনাকে গিফট পাঠায়, তাহলে সেই গিফট গুলো পরে
টাকায় কনভার্ট করতে পারবেন।
আরো পড়ুনঃ ফেসবুক পেইজ দিয়ে পোশাক বিক্রি করার উপায়
তবে এর জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ হতে হবে এবং টিকটকের দেওয়া
শর্তগুলো পূরণ করতে হবে। অনেকেই আবার নিজের ডিজিটাল
প্রোডাক্ট টিকটকের মাধ্যমে প্রচার করে বিক্রি করছে এবং ভালো পরিমাণ
টাকা ইনকাম
হচ্ছে।যেমন- বই, কোর্স অথবা সার্ভিস। সবশেষে বলা
যায়, বাংলাদেশ থেকেও টিকটক ব্যবহার করে ইনকাম করা সম্ভব। তবে সরাসরি
নয়, একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। সময় দিলে, নিয়ম মেনে কাজ
করলে টিকটক থেকেও ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। এর জন্য শুধু
ধৈর্য ধরে চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে।
টিকটক করে ইনকাম করার উপায়
বর্তমানে টিকটক শুধুমাত্র মজা করার জায়গা না। আপনি চাইলে- টিকটককে কাজে
লাগিয়ে এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তবে এর
জন্য নিয়মিত ভালো কনটেন্ট বানাতে হবে, ফলোয়ার বাড়াতে হবে এবং কিছু
বিষয় বুঝে কাজ করতে হবে। প্রথমে, আপনি যদি নিয়মিত মানসম্মত ভিডিও
দেন, আপনার ফলোয়ার বেশি থাকে, ভিউ ভালো হয়। তাহলে, বিভিন্ন ব্র্যান্ড
বা ছোট ব্যবসায়ী আপনাকে দিয়ে তাদের পণ্য প্রচার করাতে চাইবে। এটাকে বলা
হয় স্পন্সরশিপ। অনেকেই শুধুমাত্র টিকটকের মাধ্যমে পণ্য প্রচার করে
দিয়ে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে।
এরপরে আপনি চাইলে- লাইভে এসে গিফট নিতে পারেন। যারা আপনাকে ফলো
করে, তারা আপনাকে টিকটকে কয়েন দিয়ে গিফট পাঠাতে পারে। যেগুলো
আপনি পরে টাকায় কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি নিজের কোনো
পণ্য বা সার্ভিস বিক্রি করতে চান, তাহলে টিকটকের মাধ্যমে সেগুলো প্রচার
করে খুব সহজেই বিক্রি করতে পারবেন। সবশেষে বলা যায়, ধৈর্য্য আর
ধারাবাহিকতা থাকলে, টিকটক থেকেও ভালো পরিমাণ টাকা ইনকাম করা
সম্ভব। শুধু নিয়ম মেনে চলতে হবে এবং সঠিকভাবে মানসম্মত ভিডিও বানাতে
হবে।
টিকটকে ভিডিও বানিয়ে কিভাবে টাকা ইনকাম হয়
বর্তমানে টিকটক শুধুমাত্র বিনোদনের জায়গা নয়। টিকটক এখন ইনকাম করার জন্য
একটা ভালো মাধ্যম হয়ে উঠেছে।আপনি যদি নিয়মিত ভালো কনটেন্ট
বানিয়ে টিকটকে পোস্ট করেন এবং সেগুলো মানুষ পছন্দ করে, তাহলে
সেখান থেকেই আপনার ইনকামের পথ খুলে যাবে। আপনার আইডিতে
যখন ফলোয়ার বেড়ে যাবে এবং ভিডিওগুলোতে ভালো ভিউ আসতে শুরু
করবে। তখন বিভিন্ন কোম্পানি এবং পেজ আপনাকে দিয়ে স্পন্সর
ভিডিও বানাতে চাইবে। এই ভিডিওগুলোতে তারা তাদের পণ্য বা সেবা
সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলবে এবং সুন্দর করে ভিডিও
বানাতে বলবে।
এর বিনিময়ে তারা আপনাকে টাকা দিবে অথবা উপহার দিতে পারে। আরেকটি উপায়
হচ্ছে- টিকটকে লাইভে এসে গিফট নিতে পারেন। যারা আপনাকে পছন্দ
করে, তারা আপনাকে গিফট পাঠাবে। এই গিফট কয়েন গুলো আপনি টাকায়
কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও টিকটকে মাধ্যমে
অনেকেই নিজের পণ্য বা সার্ভিস প্রচার করে সেগুলো বিক্রি করে
থাকে।সবশেষে বলা যায়, নিয়মিত ভালো কনটেন্ট বানিয়ে, নিজের একটা
পরিচয় গড়ে তুলতে পারলে, টিকটক থেকেও ভালো পরিমাণ টাকা ইনকাম করা
সম্ভব।
টিকটকে ফলোয়ার বাড়লে কি টাকা পাওয়া যায়
অনেকেই মনে করেন, টিকটকে শুধু ফলোয়ার বাড়লেই হয়তো টাকা পাওয়া
যাবে। কিন্তু টিকটক থেকে শুধুমাত্র ফলোয়ার বাড়লেই টাকা পাওয়া যায়
না। কিন্তু ফলোয়ার বাড়লে টিকটক থেকে ইনকামের সুযোগ তৈরি
হয়। আপনার যদি টিকটকে অনেক ফলোয়ার হয়ে যায় এবং অনেক মানুষ আপনার
ভিডিওগুলো যদি দেখে। তাহলে, বিভিন্ন ছোট-বড় কোম্পানি
বা অনলাইন ব্র্যান্ড আপনাকে দিয়ে তাদের পণ্য প্রচার করাতে চাইবে। আপনি
যদি তাদের পণ্য গুলো ভালোভাবে ভিডিওর মাধ্যমে প্রচার করতে
পারেন, তাহলে তারা এই ভিডিও বানানোর জন্য আপনাকে টাকা
দিবে বা উপহার দিবে।
আবার আপনি যদি লাইভে যান তাহলে, ফলোয়াররা আপনাকে গিফট পাঠাতে
পারে। টিকটকের সেই গিফট গুলো পরে টাকায় কনভার্ট করা যায়। তবে এর জন্য
আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার ও বয়স সীমা থাকতে
হবে।এছাড়াও আপনার আইডিতে ফলোয়ার বেশি থাকলে, আপনি নিজের পণ্য বা
সার্ভিসের ভিডিও তৈরি করে, সেগুলো প্রচার করে বিক্রি করতে
পারবেন। সেখান থেকে আপনার সরাসরি ইনকাম আসবে। সবশেষে বলা
যায়, ফলোয়ার বেশি থাকলে সরাসরি টাকা না পেলেও, বিভিন্ন উপায়ে টিকটক
থেকে ইনকাম করা যায়। এর জন্য শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি থাকতে
হবে এবং ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে।
টিকটক ক্রিয়েটর ফান্ডে জয়েন হওয়ার নিয়ম
টিকটক ক্রিয়েটর ফান্ড এমন একটি প্রোগ্রাম, যেখানে টিকটক ভিডিও
বানিয়ে যারা অনেক ভিউ এবং ফলোয়ার পায়, তাদেরকে সরাসরি ডলার দেওয়া
হয়ে থাকে। তবে এই ফান্ডে যোগ দিতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে
হয়।প্রথমত, আপনার বয়স ১৮ বা তার বেশি হতে
হবে। এরপরে, টিকটকে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে
হবে। আর শেষ ৩০ দিনে অন্তত ১ লাখ ভিডিও ভিউ থাকতে
হবে। এছাড়াও আপনার একাউন্টটি অবশ্যই কমিউনিটি
গাইডলাইন এবং টার্মস অফ সার্ভিস মেনে চলতে হবে।
কোনো কপিরাইট কনটেন্ট বা ভয়েলেসন থাকলে আপনি সেখানে যোগ দিতে পারবেন
না। শর্তগুলো পূরণ হলে, টিকটক অ্যাপসে প্রবেশ করে "সেটিংস অ্যান্ড
প্রাইভেসি" এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে, ক্রিয়েটর টুলসে গিয়ে
ক্রিয়েটর ফান্ড বা ক্রিয়েটিভিটি প্রোগ্রাম অপশন দেখতে পাবেন।
সেখানে গিয়ে এপ্লাই বা জয়েন এই বাটনে ক্লিক করে আবেদন করতে
পারবেন। আবেদন যাচাই হওয়ার পর আপনার একাউন্টে মনিটাইজেশন চালু হবে এবং
আপনি ভিডিও ভিউ অনুযায়ী ডলার ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে টিকটকে ইনকাম শুরু করার উপায়
বর্তমানে শুধুমাত্র একটি মোবাইল ফোন থাকলেই টিকটকে ইনকাম করা সম্ভব। আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে, আপনি কি ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন? যেমন- কমেডি, তথ্যভিত্তিক, টিপস, মেকআপ অথবা ছোট ছোট কৌতুক।যেটা আপনার ভালো লাগবে এবং মানুষ বেশি পছন্দ করবে, সেটাই বেছে নিতে হবে। এরপরে, মোবাইল দিয়ে সুন্দর করে ভিডিও ধারণ করতে হবে। ভিডিও মানে শুধু মুখ দেখানো নয়। ভয়েসওভার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। নিয়মিত এবং মানসম্মত কনটিন তৈরি করলে, ধীরে ধীরে আপনার ফলোয়ার বাড়তে থাকবে।
ফলোয়ার ও ভিউ বাড়লে আপনি স্পন্সরশিপ, লাইফ গিফট অথবা নিজের পণ্য
বা সার্ভিস বিক্রি করেও ইনকাম করতে পারবেন। অনেকেই মোবাইল দিয়ে নিজের
ব্র্যান্ড গড়ে তুলছে এবং ভালো পরিমাণ টাকা ইনকাম
করছে। এছাড়াও আপনি যদি টিকটকের মনিটাইজেশন শর্ত (১০,০০০ ফলোয়ার এবং
শেষ ৩০ দিনে ১ লাখ দর্শক ভিউ) পূরণ করতে পারেন, তাহলে ক্রিয়েটর ফাউন্ডে
আবেদন করতে পারবেন। নিজের ফোন আর ইন্টারনেট থাকলেই শুরু করতে পারবেন। ধৈর্য
ধরে কাজ করলে, নিয়মিত কনটেন্ট পোস্ট করলে এবং নিজের আইডিয়া কাজে লাগাতে
পারলে ইনকামের পথ তৈরি হবে।
টিকটক থেকে ডলার ইনকাম করার নিয়ম
টিকটক এখন শুধুমাত্র বিনোদনের জায়গা নয়, এখান থেকে অনেকে এখন ডলার ইনকাম করছে। তবে সরাসরি ডলার আয় করতে হলে কিছু নিয়ম মানতে হয়। প্রথমত, টিকটকের ডলার ইনকামের জন্য আপনার বয়স ১৮ বা তার বেশি হতে হবে।এরপরে, টিকটকে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। আর শেষ ৩০ দিনে অন্তত ১ লাখ ভিডিও ভিউ থাকতে হবে। এছাড়াও আপনার একাউন্টটি অবশ্যই কমিউনিটি গাইডলাইন এবং টার্মস অফ সার্ভিস মেনে চলতে হবে।
যদি উক্ত শর্ত গুলো পূরণ করতে পারেন তাহলে টিকটক অ্যাপসে প্রবেশ করে "সেটিংস অ্যান্ড প্রাইভেসি" এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে, ক্রিয়েটর টুলসে গিয়ে ক্রিয়েটর ফান্ড বা ক্রিয়েটিভিটি প্রোগ্রাম অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে এপ্লাই বা জয়েন এই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই হওয়ার পর আপনার একাউন্টে মনিটাইজেশন চালু হবে এবং আপনি ভিডিও ভিউ অনুযায়ী ডলার ইনকাম করতে পারবেন। এছাড়াও টিকটকে লাইভে গিয়ে গিফট সংগ্রহ করেও ডলার ইনকাম করতে পারবেন।
টিকটক একাউন্টে ইনকাম অপশন কবে আসে
অনেকেই টিকটকে ভিডিও বানানো শুরু করার পর ভাবেন, আমার একাউন্টে ইনকামের অপশন কবে আসবে? আসলে, টিকটকে ইনকাম করার অপশন এমনিতেই চলে আসে না। এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়।আপনার টিকটক অ্যাকাউন্টে ইনকামের অপশন আসতে হলে আপনার বয়স ১৮ বা তার বেশি হতে হবে।এরপরে, টিকটকে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। আর শেষ ৩০ দিনে অন্তত ১ লাখ ভিডিও ভিউ থাকতে হবে। এছাড়াও আপনার একাউন্টটি অবশ্যই কমিউনিটি গাইডলাইন এবং টার্মস অফ সার্ভিস মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ ডলার রিসিভ করার জন্য Payoneer অ্যাকাউন্ট খোলার নিয়ম
টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয়-শেষ কথা
এই পোস্টে টিকটকে মনিটাইজেশন কিভাবে চালু করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। টিকটক এখন শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়। আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা আপনার জন্য ইনকামের একটা দারুণ পথ হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে, টিকটকে মনিটাইজেশন চালু করার কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে।যেমন- আপনার বয়স ১৮ বা তার বেশি হতে হবে। এরপরে, টিকটকে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। আর শেষ ৩০ দিনে অন্তত ১ লাখ ভিডিও ভিউ থাকতে হবে।
এছাড়াও আপনার একাউন্টটি অবশ্যই কমিউনিটি গাইডলাইন এবং টার্মস অফ সার্ভিস মেনে চলতে হবে। আপনি যদি নিয়মিত ভালো মানের কনটেন্ট পোস্ট করেন, নিজের আইডিয়া ব্যবহার করে কাজ করেন এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন, তাহলে মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে যাবে। তবে ইনকামের জন্য শুধু টিকটকের উপর ভরসা না করে-স্পন্সরশিপ, লাইভ গিফট এবং প্রোডাক্ট প্রমোশনের মতো বিকল্প পথ গুলো কাজে লাগাতে পারেন। সবশেষে বলা যায়, নিজের ফোন আর ইচ্ছা শক্তি থাকলেই, শুরু করা যাবে এবং টিকটক থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাবে। 250455
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url