OrdinaryITPostAd

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর ৬টি উপায় দেখুন

কিভাবে কার্টুন ভিডিও বানাবেন মোবাইল দিয়ে জানতে আগ্রহী? কার্টুন দেখতে দেখতে মনে প্রশ্ন আসছে কিভাবে কার্টুন ভিডিও বানাবেন মোবাইল দিয়ে? এর উত্তর জানতে পুরো পোস্টটি পড়ুন।

আপনারা যারা কার্টুন প্রিয় তারা নিশ্চয় এই প্রবাদটি জানেন " আট থেকে আশি,  সবাই কার্টুন দেখতে ভালোবাসি"।  জ্বি হ্যা। কার্টুন এমন একটি জিনিস যা দেখতে সবাই পছন্দ করে। তো আপনি যদি সেরকম একজন হয়ে থাকেন তাহলে কার্টুন দেখতে দেখতে আপনার ইচ্ছে হচ্ছে নিজেও কার্টুন ভিডিও বানানোর। 

কিন্তু আপনার কাছে কার্টুন ভিডিও বানানোর তেমন আর কোনো উপকরণ শুধু মোবাইল ছাড়া। তো এখন প্রশ্ন হলো কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইলন্ দিয়ে বা কার্টুন তৈরির সফটওয়্যার কোনগুলো। আপনি যদি এসব প্রশ্নের উত্তর খোজার জন্য এই পোস্টে আসেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টে আপনি জানতে পারবেন কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে এর উত্তর। এছাড়া আরো থাকবে অ্যানিমেশন

সফটওয়্যার বা কার্টুন তৈরির সফটওয়্যার নিয়ে আলোচনা। বিস্তারিত শুরু করার আগে দেখে নি নি কি থাকছেঃ

পেজ সূচিপত্রঃ কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়েঃ

কার্টুন তৈরির সফটওয়্যার  -  কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে

কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে এই প্রশ্নের উত্তর যারা খুজছেন তাদেরকে বলছি কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে জানার আগে আপনাদের জানতে হবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য কি কি অ্যাপস অথবা কার্টুন তৈরির সফটওয়্যার প্রয়োজন। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য অনেক ধরণের কার্টুন তৈরির সফটওয়্যার রয়েছে।এর মধ্যে সবগুলো অ্যাপ শত ভাগ কার্যকর না ও হতে পারে। আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি কার্যকর কার্টুন তৈরির সফটওয়্যার উল্লেখ করা হলোঃ 

 1. Plotogan 
 2. Animate IT
 3. Toontastic 
 4. RoughAnimator 
 5. Anim 8 
 6. Animate Me 

Plotogan - কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে 

যারা কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে ভাবছেন তাঁরা প্রথমে এই সফটওয়্যার দিয়ে আপনাদের যাত্রা শুরু করতে পারেন। কেননা গুগল প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ পাবেন যা পুরোপুরি কার্যকর না ও হতে পারেন যা আপনাদেরকে পূর্বে বলা হয়েছে। তো এই অ্যাপটি অনেক দিক থেকে সুবিধাজনক। চলুন Plotogan দিয়ে কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে তার সবিধাসমূহ জেনে নিনঃ 

 • এতে রয়েছে নানা ধরণের কার্টুন ক্যারেক্টার 
 • আলাদা কভাবে ভয়েস যুক্ত করা যায়
 • ইচ্ছামতো ক্যারেক্টার পছন্দ করা যায়
 • যেকোনো ধরনের অভিব্যাক্তি বেছে নেয়া যায়
 • বিভিন্ন রকমের লোকেশনে এবং গল্প রয়েছে 

এসব সুবিধার জন্য আমি আপনাদেরকে এই অ্যাপটি সাজেস্ট করবো যাতে আপনারা খুব সহজে আপনারা কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন। 

Animate IT - কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন?

আপনাদের জন্য সাজস্টকৃত অ্যাপগুলোর মধ্যে এটি আমার দ্বিতীয় অ্যাপ । এই অ্যাপটি অন্যান্য অ্যাপগুলোর মধ্যে একটু আলাদা কিছু দিক থেকে। সেগুলো হলোঃ

 • অনেকে ধরনের সিনারি রয়েছে 
 • অনেক ক্যারেক্টার রয়েছে
 • এতে প্রফেশনাল টুল রয়েছে 

এসব সুবিধার পাশাপাশি অ্যাপটিতে বেশ কিছু অসুবিধা ও রয়েছে। যেমনঃ

 • আলাদা করে ক্যারেক্টার যুক্ত করা যায় না
 • সাউন্ড ইফেক্ট দেয়া যায় না
 • অবজেক্ট যুক্ত করা যায় না 

Toontastic - অ্যানিমেশন সফটওয়্যার 

এই অ্যাপটি মূলত যারা বয়সে ছোট তাঁদের জন্য। এই অ্যাপটি মোটামুটি Plotogan এর মতই। তবে একটি ভিন্নতা রয়েছে দুইটি অ্যাপের মধ্যে। সেটি হলোঃ প্লোটোগান এ  বিভিন্ন ভাষা ব্যবহার করা যায় যা টুনটেস্টিক এ সম্ভব হয় না। 

Anim 8 - মোবাইল দিয়ে ভিডিও তৈরি 

এই অ্যাপটি তাঁদের জন্য যারা প্রফেশনাল কাজে অথবা গেমের জন্য কার্টুন ভিডিও বানাতে চান । তো আপনি যদি সেরকম একজন হয়ে থাকেন তাহলে আপনাকে এই অ্যাপটি ব্যবহারের পূর্বে অ্যাপটি সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। যেমনঃ

 • নিজের কার্টুন ক্যারেক্টার তৈরি করা যায়
 • বিভিন্ন রকমের প্রপ সিলেক্ট করা যায়
 • এডিটিং অপশন রয়েছে বিভিন্ন ধরনের

আশা করি আপনারা কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে এর জন্য যেরকম পোস্ট খুজছে সেরকম উত্তর পেয়েছেন। কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে এই প্রশ্ন ছোট থেকে বড় সবাই করতে থাকে। সবাই কার্টুন প্রিয় হওয়ার কারণে দেখা যায় অনেক কার্টুন ভিডিও দেখেন। আর এতে করে কার্টুন ভিডিও দেখতে দেখতে মনে প্রশ্ন আসে কিভাবে কার্টুন ভিডিও বানাবো মোবাইল দিয়ে। তো আপনি যদি সেরকম একজন হয়ে থাকেন তাহলে এতক্ষনে নিশ্চয় আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url