OrdinaryITPostAd

গুগল ফরম বা Survey Monkey এর ১০টি সেরা বিকল্প

অনেক সময় আমরা যদি অনলাইনে কোন ওয়েবসাইট কিংবা কোন ব্র্যান্ডের পেজে যদি যাই, এবং তাদের কোন পন্য বা সেবা গ্রহন করি, এরপর আমরা দেখতে পাই তারা একটি অনলাইন ফর্ম দিয়ে থাকে। যেটির মাধ্যমে তারা আমাদের বিভিন্ন মতামত জানতে চায়। তাদের সেবা বা পন্য সম্পর্কে আপনার মতামত কিংবা যে কোন বিষয়ে জানতে চায়।

আর এই মতামত গুলো জানার ও বিশেষ অনেক কারণ রয়েছে। এতে করে সাইট গুলো কিংবা ব্র্যান্ড গুলো তাদের সেবার বা পন্যর মান আরো বৃদ্ধি করেন। এবং তাদের বর্তমান পরিস্থিতি বিভিন্ন বিষয়ে মতামত তাদের ভিজিটরদের থেকে নিয়ে থাকে। আর এটিকে Survey বা জরীপ বলা হয়।

যদি আপনার ও একটি ব্র্যান্ড বা ওয়েবসাইট বা অনলাইনে শপ ইত্যাদি এরকম কিছু থাকে, অথবা আপনি কোন কিছুর জরীপ করতে চাচ্ছেন অনলাইনে। তাহলে একটি অনলাইন ফর্ম তৈরি করতে পারেন অথবা রেডিমেট তৈরি করা ফর্ম ব্যবহার করতে পারেন।

এর জন্য আপনাকে অনলাইন টুল ব্যবহার করতে হবে। অনলাইনে অনেক টুল রয়েছে এর জন্য। তাবে সেরা একটি টুলের নাম হচ্ছে Survey Monkey। অনেকে Survey Monkey টুল ব্যবহার করতে চান না, অনেক বিশেষ কারণে। তাই আজকে আমরা Survey Monkey বিকল্প হিসেবে এইরকম ১০টি টুলের সাথে পরিচয় করিয়ে দিবো আপনাদের।

এগুলো প্রিমিয়াম এবং ফ্রি দুটি ভার্সনে থাকে। প্রিমিয়াম গুলোর প্রাইজ ৩২$ থেকে শুরু করে ৯৯$ ডলারের আশে পাশে থাকে।

1. SurveyGizmo

অসাধারণ একটি শক্তিশালী অনলাইন সার্ভে টুল। এটির মাধ্যমে আপনি নিজে থেকে ডিজাইন করে ফর্ম তৈরি করতে পারেন অথবা কাস্টম রেডিমেড ফর্ম গুলো ব্যবহার করতে পারেন।


এই টুলটি অসাধারণ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। চলুন কয়েকটি সুভিধা অসুভিধা দেখে আসি SurveyGizmo টুলের।

সুবিধা
  • Google Sheets, Salesforce Marketing Cloud, Slack সহ আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য সুভিধা রয়েছে।
  • আনলিমিটেড সার্ভে সংগ্রহ করতে পারবেন।
  • আপনার ডাটা বা তথ্য গুলো সুরক্ষিত রাখার জন্য Disc-Level এর তথ্য Encryption এর সুভিদা প্রদান করে থাকে।
সুবিধা
  • অনেক সময় ইন্টারেক্টিভ প্রশ্ন গুলো গ্রাহকদের সার্ভ করতে ফেইল করে।
  • অনেক প্রশ্ন কম্পিউটার স্ক্রিন এ খুব ভালো কাজ করলেও, মোবাইলের স্ক্রিনে ভালো ভাবে কাজ করে না।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $২৫ ডলার প্রত্যেক মাসে ( প্রতি বছর $৩০০ ডলার)
Visit: Website

2. Zoho Survey



অনেক কম অনলাইন সার্ভে টুল রয়েছে যেগুলো Zoho Survey এর মতো শক্তিশালী বৈশিষ্ট্যময়।
যদি আগে কখনো আপনি Survey Monkey ব্যবহার করে থাকেন। আপনার থেকে মনে হয় যে, Survey Monkey চেয়েও আরো শক্তিশালী এবং আরো বিশেষ ফিচার সম্পন্ন টুল আপনার প্রয়োজন। তাহলে এক্ষেএে Zoho Survey আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

Zoho Survey টুলের মধ্য আপনি ২৫ টির ও বেশি প্রশ্ন ধরণ পাবেন। সাথে স্কিপ লজিক, ইমেল ক্যাম্পিং, কাস্টমাইজ করা রেডিমেড থিম সহ আরো অনেক পাওয়ারফুল টুল পাচ্ছেন। যা একটি সার্ভে বা জরীপ করার জন্য যথেষ্ট। চলুন সুভিধা এবং অসুভিধা গুলো দেখে আসি।

সুবিধা
  • ২৫ টি বেশি প্রশ্নের ধরণ রয়েছে।
  • কাস্টমাইজড যোগ্য থিম।
  • প্রতিবেদন টি সম্পূর্ণ কাস্টমাইজড যোগ্য।
সুবিধা
  • খাড়া লার্নিং কার্ভ
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $২৯ ডলার প্রত্যেক মাসে ( প্রতি বছর $২৪০ ডলার)
Visit: Website

3. Typeform

Typeform একটি সহজে ব্যবহার যোগ্য অনলাইন সার্ভে টুল। এই টুলটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটির সহজ ইউজার ইন্টারফেস যা Survey Monkey থেকেও সহজ।


যারা Survey Monkey ইন্টারফেস এর জন্য অসুভিধা মনে করেন। তাদের জন্য Typeform হচ্ছে সেরা বিকল্প। রেডিমেড টেমপ্লেট, কুইজ এবং পোল সহ এছাড়াও এর অনেক পার্সোনাল টুল রয়েছে যা একটি সার্ভে ফর্ম আকর্ষণীয় করার জন্য যথেষ্ট।
প্রাইজের দিক দিয়ে Typeform এর দাম একটু বেশি। $৩৫ ডলার মাসে। যদি আপনি প্রচুর টেমপ্লেট, এবং সহজ ইন্টারফেস এর জন্য কোন সার্ভে টুল খুজেন। তাহলে Typeform আপনার জন্য সেরা টুল হবে।

সুবিধা
  • সহজ ইউজার ইন্টারফেস
  • প্রচুর সুন্দর ডিজাইন করা টেমপ্লেট
  • রেসপন্সিভ ডিজাইন।
সুবিধা
  • দাম একটু বেশি।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $৩৫ ডলার প্রত্যেক মাসে।
Visit: Website

4. SurveySparrow

SurveySparrow একটি অসাধারণ অনলাইন সার্ভে টুল, যেখানে সব কিছু ই কাস্টমাইজড পরিবর্তণ করা যায়।



আপনি যদি আপনার মনের মতো করে সার্ভে ফর্মটি সাজাতে চান। তাহলে আমার মতে SurveySparrow টুলটি আপনার জন্য।

আপনি আপনার ফর্মটির রং পরিবর্তণ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তণ, ফন্ট পরিবর্তণ এবং আপনি যদি CSS বুঝে থাকেন তাহলে CSS এর মাধ্যমে ও কাস্টমাইজড করতে পারবেন ফর্মটি।

আরো কার্যকর সুন্দর করার ক্ষেএে আপনি ফর্মটিতে CRM, HelpDesk, এবং HRMs ব্যবহার করতে পারেন সহজে। এবং অনেক গুলো লজিক ব্লক প্রোভাইড করে। এটি SurveyMonkey মত হলেও, SurveyMonkey চেয়েও আরো গভীর ভাবে সকল কিছু পর্যবেক্ষণ করে ডিজাইন করা যায়।

সবশেষে এটি বলার SurveyMonkey যদি সেরা বিকল্প খুজে থাকেন তাহলে আমার মতে SurveySparrow সেরা।

সুবিধা
  • কাস্টমাইজ সকল টুল।
  • গভীর পর্যবেক্ষণ।
  • মাল্টিপল লজিক ব্লক প্রোভাইড করে।
  • CSS কাস্টমাইজ।
সুবিধা
  • ইন্টারফেস এতটা সুভিধাযোগ্য নয়।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $১৯ ডলার প্রত্যেক মাসে।
Visit: Website

5. KwikSurveys

শক্তিশালী এবং সব ক্ষেএেই KwikSurveys হচ্ছে SurveyMonkey এর মত। যদি ব্যক্তিগত সার্ভে করতে চান তাহলে আমি আপনাকে বলবো KwikSurveys এর দিকে যেতে।


যুক্তিগত প্রশ্ন, API ডেটা, Text Piping সহ বিভিন্ন বিশ্লেষণ করা প্রশ্ন এবং কাস্টমাইজড রেডিমেড থিম সহ রয়েছে আরো অসাধারণ সকল ফিচার এ সম্পূর্ণ KwikSurveys টুলটি।

সুবিধা
  • এডভান্স ফিল্টার এবং এনালাইসিস টুল
  • অসাধারণ কাস্টমাইজড অনেক থিম
  • শেয়ার করার মতো রিপোর্ট তৈরি করতে পারবেন।
সুবিধা
  • সার্ভে গুলোর ফলাফল দেয়ার সময় ট্যাবুলেশনের একটু সমস্যা রয়েছে।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $১২.৯৯ ডলার প্রত্যেক মাসে।
Visit: Website

6. SoGoSurvey

SoGoSurvey একটি সম্পূর্ণ অনলাইন সার্ভে ফর্ম। এতটা বৈশিষ্ট্যময় হওয়া সত্ত্বেও এটি পরিচালনা করা একদম সহজ। এবং সিম্পল ইউজার ইন্টারফেস। এটি SurveyMonkey এর বিপরীত। এটি Google Analytic, Salesforce এবং Zapier থাকা সত্যেও নির্বিঘ্ন চালানো যায়।

এছাড়াও রেডিমেড টেম্পলেট এর সমাহার। তাছাড়া এর বিশ্লেষণ রিপোর্টিং ফর্মটি সেরা মনে হয়েছে আমার। তাছাড়াও আপনার ডেটা সুরক্ষিত রাখার জন্য আপনাকে High security Protocol প্রোভাইড করে।

সুবিধা
  • সম্পূর্ণ অনলাইন সার্ভে
  • প্রধান অ্যাপ্লিকেশন এবং বিতরণ পরিচালন সিস্টেম একরকম কাজ করে।
  • রিয়েল টাইমে মেট্রিক্স গুলো গণনা করে।
সুবিধা
  • খুবই সীমিত স্কিপ লজিক।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $২৫ ডলার প্রত্যেক মাসে।
Visit: Website

7. Qualitrics Research Core

যখন বিশদ ভাবে কোন সার্ভে ফর্ম এর কথা আসে, তখন Qualitrics Research Core এর কথা আসে সবার প্রথমে। এটি খুবই উচ্চতর ইন্টারফেস এবং অনেক গুরুত্বপূর্ণ টুলস এ ভরপুর। তাই আপনি পার্সোনালি কোন সার্ভে করুন কিংবা অনলাইনে নিশ্চিত ভাবে করতে পারেন। 


দাম সম্পর্কে যদি আসা হয়, তাহলে Research Core এর বেসিক সকল টুল ই ফ্রীতে প্রোভাইড করে থাকে।

সুবিধা
  • উচ্চতর কাস্টমাইজড ইন্টারফেস
  • স্মার্ট অটোমেশন
  • বিস্তৃত এনালাইসিস
সুবিধা
  • ইউজার ইন্টারফেস টি একদম বাজে। যা বিভ্রান্তকর।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়ামের জন্য কন্টাক্ট করুন তাদের সাইটে।
Visit: Website

9. Wispform

Wispform যদিও Survey Monkey এর মতো নয়। কিন্তু জটিল সকল সার্ভে গুলো সহজে তুলে দিয়েছে।
আপনি যদি সার্ভে তৈরি করতে গিয়ে হিমসিম খেয়ে যান তাহলে পার্সোনালি সার্ভে তৈরি জন্য Wispform ব্যবহার করুন।


Wispform এ আপনি আপনার তথ্য গুলো বিশৃঙ্খলামুক্ত ভাবে সাজিয়ে রাখতে পারবেন। সকল কিছু কাস্টমাইজড যোগ্য। আপনি ছবি যুক্ত করতে পারবেন, Logic Jump এবং কাস্টমস ভাবে ধন্যবাদ পেজ তৈরি করতে পারবেন। এবং ডাটা গুলো এক্সেল শীটে কিংবা পিডিএফ এ এক্সপোর্ট করতে পারবেন।
সুবিধা
  • পার্সোনাল সার্ভে তৈরি করুন।
  • খুব সহজে ফর্ম তৈরি করতে পারবেন।
  • বিশৃঙ্খলাবিহীন ফলাফল।
সুবিধা
  • বিভিন্ন প্রত্যেকটি পেজে ধন্যবাদ জানায় না।
  • কিছু কিছু ভাষায় সমস্যা রয়েছে।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $১০ ডলার প্রত্যেক মাসে।
Visit: Website

9. LimeSurvey

সহজ সরল ইন্টারফেস যদি বেশি পছন্দনীয় হয়। তাহলে LimeSurvey হতে পারে আপনার আরেকটি পছন্দের সার্ভে টুল।


এটি একটি ওপেন সোর্স টুল যা ব্যতিক্রমী সব টেমপ্লেট প্রদান করে। এছাড়াও ২৮ টি বিভিন্ন ধরনের প্রশ্ন সরবারহ করে থাকে। আপনি প্রশ্ন গুলোর জন্য স্কোর ও ঠিক করে দিতে পারবেন। যেটি আপনাকে সার্ভে গুলো এনালাইসিস করতে সাহায্য করবে। LimeSurvey  আপনাকে খুব কম প্রাইজে প্রিমিয়াম সকল ফিচার প্রোভাইড করে থাকে। এটি Survey Monkey  এর অত্যন্ত কার্যকরী বিকল্প।

সুবিধা
  • ওপেন সোর্স টুল
  • সহজে টেম্পলেট এডিটিং
  • ২৮ টি বিভিন্ন ধরণের প্রশ্নের ধরণ।
সুবিধা
  • প্রশ্নের ধরণ গুলো খুবই জটিল।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $৯.৯১ ডলার প্রত্যেক মাসে।
Visit: Website

10. QuestionPro

অল ইন ওয়ান যদি কোন সার্ভে টুল আপনি খুজে থাকেন।  তাহলে QuestionPro হচ্ছে আপনার জন্য। অসাধারণ সকল ফন্ট এবং উচ্চতর সকল সার্ভে। এডভান্স এনালাইসিস সহ রয়েছে আরো অনেক ফিচার। আকর্ষণীয় ইউজার ইন্টারফেস। Survey Monkey এর তুলনায় আরো ফিচার বেশি সম্পন্ন টুলস QuestionPro.


৩০টির ও বেশি প্রশ্নের ধরণ এবং সাথে রয়েছে অসাধারণ শক্তিশালী সকল টেমপ্লেট রয়েছে। QuestionPro টুলস টি অনেক ভাষা সমর্থন করে যার ফলে আপনি আপনার পছন্দের ভাষায় সার্ভে করতে পারবেন।

এটি জনপ্রিয় হওয়ার অনেক গুলো কারণ রয়েছে। তার মধ্য অন্যতম হলো এটির মধ্য Salesforce, Microsoft Dynamics, Hubspost সহ আরো অনেক ফিচার রয়েছে। দামে ও অনেক প্রাইজ কম এটির। যদি Survey Monkey এর বিকল্প কেউ খুজতে চায়। তাহলে আমার মতে QuestionPro হবে সেরা বিকল্প।

সুবিধা
  • ৩০ টির বেশি প্রশ্নের ধরণ।
  • অনেক ভাষা সমর্থন করে।
  • Salesforce, Microsoft Dynamics, এবং Hubspost সহ আরো অনেক ফিচার।
সুবিধা
  • অনেকগুলো টুল কাস্টমাইজড করা যায় না।
প্রাইজঃ ফ্রী ভার্সন রয়েছে, প্রিমিয়াম $১৫ ডলার প্রত্যেক মাসে।
Visit: Website

আশাকরি আপনাদের এই টিউটোরিয়াল টি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস দের সাথে শেয়ার করুন, এবং Ordinary IT সাথে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url