OrdinaryITPostAd

২৮টি বাংলাদেশের সবচেয়ে সেরা ও জনপ্রিয় অনলাইন পত্রিকা ২০২১

বাংলাদেশের বহুল প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ও সেরা ২৮টি অনলাইন নিউজপেপার বা পত্রিকার নিয়ে আজকের পোস্ট লিখতে বসেছি। আপনারা জানেন আজকের দিনে অনলাইন নিউজ পেপারের জনপ্রিয়তা কাগজের পত্রিকাকে ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ভিন্ন ভিন্ন টপিকের উপর ভিত্তি করেও আলাদা আলাদা অনলাইন পেপার প্রকাশিত হচ্ছে। ফলে নিজের পছন্দের টপিকের নিত্য নতুন আপডেট জানা এখন হাতের ইশারার ব্যাপার।


নিচে বাংলাদেশের বহুল পঠিত ২৮ টি অনলাইন পত্রিকার লিংক দেওয়া হলো যা থেকে আপনি নিজের পছন্দ অনুসারে সময়ে সময়ে নিউজ আপডেট পেতে পারেন।

১) প্রথম আলো

প্রথম আলো: ১৯৯৮ সালে চালু হওয়া পত্রিকাটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা ও জনপ্রিয় অনলাইন ও অফলাইন পত্রিকা। প্রতিদিন দেশ বিদেশের প্রায় ৬ -১১ লাখ মানুষ কাগজে বা অনলাইনে প্রথম আলো পত্রিকাটি পড়ে থাকেন। এই পত্রিকার সমসাময়িক আলোচনা ও খেলার পাতা পাঠকের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে থাকে। তাছাড়া এতে রয়েছে সপ্তাহিক ফিচার পাতা। সব মিলিয়ে এর তুমুল জনপ্রিয়তা একে রেখেছে র‍্যাংকিং এ সবার উপরে! বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলো।
যে ফিচারগুলো একে টপ র‍্যাংকিং এ রেখেছে তার মধ্য অন্যতম হলো-
  • কার্টুন কমিকস- মিসির আলি
  • বিলিভ ইট অর নট
  • টেক নিউজ
  • নকশা
  • রাশিফল
  • অধুনা
  • মনের বাক্স

২) কালের কন্ঠ

কালের কন্ঠ: বাংলাদেশের সবচেয়ে সেরা ও জনপ্রিয় পত্রিকার তালিকাতে কালের কণ্ঠ আছে ২য় নম্বরে। ২০১০ সালের ১০ জানুয়ারি থেকে প্রকাশিত হয়ে আসা পত্রিকাটির কাগজের সংস্করণ পাঠ করে দৈনিক প্রায় আড়াই লাখ মানুষ। এ ছাড়াও দেশ বিদেশের আরো লাখ খানেক মানুষ পত্রিকাটির ওয়েব পেইজে নিয়মিত ভিজিট করেন। এর রাজনৈতিক, শিক্ষা ও খেলাধুলা বিষয়ক পাতাগুলো অধিক সমৃদ্ধ।
এর সাথে রয়েছে বিশেষ বিশেষ দিবসে বিশেষ বিশেষ ফিচার পাতা ও বিনোদন!

৩) বিডি ২৪ লাইভ

বিডি ২৪ লাইভ: বাংলাদেশের সবচেয়ে সেরা পত্রিকার র‍্যাংকিং-এ ৩য় অবস্থান দখল করে আছে সম্পূর্ন অনলাইন নিউজ পোর্টাল বিডি ২৪ লাইভ। এর মূল ফিচারগুলো হলো-
  • জাতীয়
  • রাজনীতি
  • আইন ও আদালত
  • সারাবিশ্ব
  • স্পোর্টস
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • প্রবাস বাংলা
  • জেলার খবর।

৪) বিডি নিউজ ২৪

বিডি নিউজ ২৪ঃ বাংলাদেশের সর্বপ্রথম ও সর্বাধিক পঠিত এবং তুমুল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হলো বিডি নিউজ ২৪। এর যাত্রা শুরু হয় ২০০৬ সালের ২৩শে অক্টোবর। সূচনা লগ্ন থেকে পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়ে আসছে এটি। ২৪/৭ ঘন্টা তাজা সকল খবর পেতে নিশ্চিন্তে চোখ রাখতে পারেন সাইটির উপর।

৫) বাংলাদেশ প্রতিদিন (বিডি প্রতিদিন)

বিডি প্রতিদিনঃ 'বাংলাদেশ প্রতিদিন' পত্রিকার অনলাইন ভার্সন হলো বিডি প্রতিদিন। কাগজের পত্রিকার সাথে সাথে অনলাইনেও এর জনপ্রিয়তা একে র‍্যাংকিং এ ৫ নং এ রেখেছ! নিত্যদিনের সকল খবরাখবর এক ছাদের নিচে পেতে এই পত্রিকা আপনাকে বন্ধু হিসেবে সাহায্য করবে!

৬) বাংলা নিউজ ২৪

বাংলা নিউজ ২৪ঃ মূলত অনলাইনেই এই পত্রিকার যাত্রা শুরু। এদের ছাপা পত্রিকা নেই। আগা গোড়া অনলাইন ভিত্তিক এই প্লাটফর্ম আপনাকে দিবে তাজা খবরের নিশ্চয়তা!
এর মূল ফিচার-
  • রাজনীতি
  • পরিবেশ
  • লাইফ স্টাইল
  • বিজ্ঞান
  • প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • বাণিজ্য

৭) যুগান্তর

যুগান্তরঃ সবচেয়ে সেরা ও জনপ্রিয় পেপারের তালিকায় ৭মে অবস্থান করে নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত সংবাদপত্র যুগান্তর। 'সত্যের সন্ধানে নির্ভীক' -এই শ্লোগান নিয়ে সূচনা লগ্ন ২০০০ সাল থেকে পত্রিকা ছাপিয়ে যাচ্ছে যুগান্তর।
এর আকর্ষণীয় ফিচারগুলো হলো-
  • দশ দিগন্ত
  • নগর-মহানগর
  • বাংলার মুখ
  • টিউটোরিয়াল
  • বাতায়ন
  • সুস্থ থাকুন

৮) দৈনিক ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকঃ বহুল আলোচিত সংবাদপত্র এর মধ্যে একটি। ইত্তেফাক বাংলাদেশের অন্যতম সেরা পত্রিকা। কাগজের পেপারের সাথে সাথে বিগত বছরগুলোতে এর অনলাইন ভার্সনও পাঠকদের নজর কেড়েছে নিম্নলিখিত ফিচারের জন্য-
  • প্রবাস
  • সংস্কৃতি
  • স্পট লাইট
  • আদালত
  • শিক্ষাঙ্গন
  • লাইফ স্টাইল

৯) ২৪ লাইভ নিউজপেপার

বিডি ২৪ লাইভঃ এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম। এই নিউজপেপার দৈনন্দিন নিউজের পাশাপাশি বাড়তি যে সকল ফিচার এর জন্য বাংলাদেশের জনপ্রিয় নিউজপেপারের তালিকায় ৯ম স্থান দখল করেছে তা হলো-
  • প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • লাইভ ক্রিকেট স্কোর

১০) দৈনিক নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তঃ ২০০৪ সালে কাগজের পেপার ছাপিয়ে শুরু এর পথ চলা। বাংলাদেশের সর্বসেরা টপ ১০ নিউজপেরের মধ্যে জায়গা করে নিতে নয়া দিগন্তকে সমৃদ্ধ করতে হয়েছে যে সকল সেক্টর সেগুলো হলো-
  • লাইফস্টাইল
  • শিল্প ও সাহিত্য
  • বিনোদন

১১) ডেইলি স্টার

ডেইলি স্টারঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষার সংবাদপত্র হলো ডেইলি স্টার। এই পত্রিকার বাড়তি সুবিধা হলো অনেকে কেবল মাত্র ইংরেজি ভাষা শিখার জন্য এই পেপার পড়ে থাকেন। অফলাইন ও অনলাইন দুই ভার্সনেই সমান জনপ্রিয় এই পত্রিকাটি। এর সবচেয়ে জনপ্রিয় ফিচার হলো ইংরেজী শিখার জন্য এই পত্রিকার আলাদা ফিচার পাতা আছে। সাথে কমিকের মাধ্যমেও ইংরেজী শিখা দিয়ে থাকে!

১২) দৈনিক মানব জমিন

দৈনিক মানব জমিনঃ ঢাকা থেকে প্রকাশিত এই পেপারের মাসিক নিয়মিত পাঠক প্রায় ৬ লাখ। এর পাঠক আকর্ষক ফিচারগুলো হলো-
  • এক্সক্লুসিভ
  • ভারত
  • বাংলার জমিন
  • দেশ বিদেশ
  • প্রবাসীদের কথা
  • বই থেকে নেয়া
  • রকমারী
  • ষোল আনা
  • শরীর ও মন
  • ইলেকশন কর্নার

১৩) সময়ের কন্ঠস্বর

সময়ের কন্ঠস্বরঃ এই অনলাইন পত্রিকার প্রধান ফোকাস হলো এর উপস্থাপন প্রণালি। সব কিছুই সুন্দরভাবে সাজানো এখানে। দৈনন্দিনের সকল খবরাখবরের ভান্ডার বলতে পারেন একে! যুগের সাথে তাল মিলাতে এক প্রতিযোগিতা মূলক সংবাদ মাধ্যম  সময়ের কন্ঠ।

১৪) বাংলা ট্রাইবিউন

বাংলা ট্রাইবিউনঃ ক্যাটাগরি ভিত্তিক খুবই সমৃদ্ধভাবে গড়ে তোলা হয়েছে এই নিউজ পোর্টালটি। ফলে আপনি যে বিষয়ে খবর খুজছেন তা খুজে পাওয়া অনেক অনেক সহজ করে দিয়েছে এই প্লাটফর্ম। শিক্ষা,গবেষণা,ইন্টারভিউ, লাইভ ইত্যাদি ফিচার অত্যন্ত সমৃদ্ধ এর।

১৫) রাইজিং বিডি

রাইজিং বিডিঃ এটি সম্পূর্ণ অনলাইন সংবাদ মাধ্যম।কাগজ মাধ্যম না হলেও এর জনপ্রিয়তা ব্যাপক কেবল মাত্র এর কিছু বাড়তি সমৃদ্ধ ফিচারের কারণে। এর পাঠক সমাদৃত ফিচারগুলো হলো-
  • শিল্প-সাহিত্য
  • ক্যাম্পাস
  • সপ্তাহিক চাকরি
  • সাতসতেরো
  • দেহঘড়ি
  • মতামত

১৬) ঢাকা টাইমস ২৪

ঢাকা টাইমস ২৪ঃ এটি কেবল অনলাইন সংবাদপত্র। কাগজ মাধ্যম না হলেও পাঠক মহলে এর জনপ্রিয়তা ব্যাপক। অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয় এতে প্রকাশিত সংবাদ গুলো। এর তথ্যসমৃদ্ধ ফিচার হলো-
  • চাকরির খবর
  • প্রসাশন
  • রাজপাট
  • পুঁজিবাজার
  • নারীমেলা
  • সাহিত্য

১৭) প্রিয়

প্রিয়ঃ এটি খবই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। অবাক হলেও সত্য যে, এই সাইটের ভিজিটরদের মধ্যে নারীদের উপস্থিতি অধিক! এর ঝাক্কাস ফিচারগুলো হলো-
  • বিজনেস
  • আনালাইটিক্স
  • জবস
  • অফার
  • খাবার ও রেসিপি

১৮) সমকাল

সমকালঃ বাংলাদেশের সবচেয়ে সেরা ও জনপ্রিয় পত্রিকার মধ্যে সমকাল অন্যতম। এর অফলাইন ও অনলাইন উভয় ভার্সনই রয়েছে। কাগজী পত্রিকা হিসেবে এটি বাংলাদেশে বহুল পরিচিতও বটে। এর দারুন সব ফিচারগুলো হলো-
  • জীবনশৈলী
  • প্রবাস
  • কালের খেয়া

১৯) অর্থসূচক

অর্থসূচকঃ ব্যবসা বাণিজ্য এর দৈনিক খবরাখবর,শেয়ার বাজারের বর্তমান সূচকের উঠা নামা, চাকরির খবর, বিভিন্ন উদ্যোগতাদের রিভিউ, পন্যের বাজার অবস্থা, নানা কনফারেন্স, বিভিন্ন মেলা ইত্যাদির প্রতিদিনকার আপডেট আপনাকে জানাতেই এই পেপারে যাত্রা!

২০) দৈনিক আমাদের সময়

দৈনিক আমাদের সময়ঃ নতুন ধারার সংবাদ দেয়ার প্রত্যয় নিয়ে গড়ে উঠা নিউজ পোর্টাল অন্যদের থেকে ব্যাতিক্রম ফিচার নিয়ে সর্বদা কাজ করে চলেছে। অনলাইন ও অফলাইন উভয় ভাবেই নিউজ প্রকাশ করে চলেছে।

২১) দৈনিক জনকন্ঠ

দৈনিক জনকন্ঠঃ এর অনলাইন ও অফলাইন উভয় ভার্সনই রয়েছে। এর জনপ্রিয় ফিচারগুলো হলো-
  • ঝিলিমিলি
  • আপনার ডাক্তার
  • সময়ের কন্ঠ
  • টেকনাফ থেকে তেঁতুলিয়া
  • ডিপ্রজন্ম

২২) দৈনিক ইনকিলাব

দৈনিক ইনকিলাবঃ কাজের পত্রিকার সাথে সমান জনপ্রিয় এর অনলাইন ভার্সনও। নিত্যদিনের প্রয়োজনীয় সকল খবরাখবরের আপডেট পাবেন এতে। সাজানো গোছানো পরিপাটি একটি পত্রিকা এটি।

২৩) পরিবর্তন

পরিবর্তনঃ এটি সম্পূর্ণ সাম্প্রতিক গড়ে উঠা অনলাইন সংবাদপত্র। এর আকর্ষণীয় ফিচারগুলো হলো-
  • তারায় তারায়
  • মুক্তকথা
  • আইন ও অপরাধ
  • চাকরির খবর

২৪) এম টি নিউজ ২৪

এম টি নিউজ ২৪ঃ এটি সম্পূর্ন অনলাইন নিউজ পোর্টাল। এর বাড়তি সুবিধা হলো এর ইংরেজি ও বাংলা উভয় ভার্সনই রয়েছে। ফলে সকল ভাষাভাষীর লোকই এর মাধ্যমে উপকৃত হচ্ছে।

২৫) দৈনিক ভোরের কাগজ

দৈনিক ভোরের কাগজঃ মুক্ত প্রাণের প্রতিধ্বনি - এই প্রত্যয় নিয়ে ১৯৮৭ সালে প্রথম প্রকাশিত হয়েছিল এই পত্রিকা। বর্তমানে অনলাইন মাধ্যমেও বেশ সক্রিয় এদের উপস্থিতি। এর প্রধান ফিচারগুলো হলো-
  • বাণিজ্য সংবাদ
  • সাক্ষাৎকার
  • শেয়ারবাজার
  • পাঁচমিশালী

২৬) আমাদের দেশ

আমাদের দেশঃ মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ঘটনার খুটি নাটির জানতে পারবেন এখান থেকে। অনলাইন নিউজ পোর্টাল হিসেবে খুব সম্প্রতি যাত্রা শুরু করেও পাঠক জনপ্রিয়তা লাভ করেছে  পত্রিকাটি।এর মাধ্যমে গোটা দুনিয়ায় ঘটে যাওয়া খবরেরও আপডেট পাবেন।

২৭) বণিক বার্তা

বণিক বার্তাঃ আপনি যদি বাজার অবস্থা সম্পর্কে নিত্য নতুন আপডেট জানতে চান তাহলে এই অনলাইন নিউজ পেপারটি আপনার জন্য। মূল ফিচার-
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • টেলিকম ও প্রযুক্তি

২৮) দি রিপোর্ট ২৪

দি রিপোর্ট ২৪ ঃবাংলা ও ইংরেজী উভয় ভার্সনেই সপ্তাহে ৭ দিন, দিন রাত ২৪ ঘন্টার প্রতিটি মিনিটের আপডেট খবর নিয়ে সদা প্রস্তুত এই নিউজ পোর্টাল। এর যে সকল ফিচার অন্য কোন অনলাইন পেপারে পাবেন না তা হলো-
  • জনশক্তি-এয়ারলাইন্স
  • জলসা ঘর
  • আলোচনা-পর্যালোচনা
আজ এ পর্যন্ত। সকলের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। অসংখ্য ধন্যবাদ সকলকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Online Income
    Online Income ১৯ নভেম্বর

    নিজের লিখা কবিতা প্রকাশ করতে চাই । পোস্ট করার পদ্ধতি বলবেন কি ? উপকৃত হতাম ,,,,

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url